এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 161.141.84.175 | ১৯ জুন ২০১৫ ০১:২৩680321
  • তার মানে বহু বছর ধরে দিল্লিতে ! অথচ জাকেই জিজ্ঞেস করি সেই বলে সুইডেন!!!!!
    আমার মাঝে কূট প্রশ্ন জাগে, এনার চলে কী করে? মানে পেশা কী? নাকি কোনো ট্রাস্ট-ফান্ডের দ্বারা এনার দেখভাল হয়?
  • SS | 160.148.14.8 | ১৯ জুন ২০১৫ ০১:২৭680322
  • সরকার মানে কোন সরকার? রাজ্য না কেন্দ্র? রাজ্য সরকারের ভিসা দেবার কোনো এক্তিয়ার নেই। পশ্চিমবঙ্গে 'বামপন্থী সেকুলার' সরকার থাকুক বা না থাকুক, তসলিমার ভিসা পাওয়া তাতে ম্যাটার করে না। এখন ভারত সরকার কেন ভিসা দেয় নি, সেটা অন্য তর্ক।
    আর পিটি উবাচ - "কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে ব্রিটেন আর আমেরিকার বিদেশ নীতিকে গাল পাড়ছেন সেটা নিজের কানে শোনা।" পার্লামেন্টে দাঁড়িয়ে সেই দেশের বিদেশ নীতিকে গাল পাড়া - এটা কিন্তু বৃটেন, আমেরিকা এই সব দেশেই সম্ভব। ভেবে দেখেছেন কখনো সলঝেনেৎসিনকে কেন পালিয়ে এসে বই লিখতে হয় ? নোম চমস্কি বছরের পর বছর আমেরিকার সরকারকে তুলোধনা করছেন, কেউ ওনার চুলের ডগাটিও ছোঁয় নি। আর রাশিয়া হলে - হে হে, কিভাবে মারা পড়্তেন সেটা নিয়ে বেশ বাজি ধরা যায়। যেমন ধরুন প্লেনে চড়ার আগে কেউ পকেটে থোরিয়াম লেসড সিডি রেখে দিল। বেশ ইনোভেটিভ মৃত্যু, কি বলেন।
  • Atoz | 161.141.84.175 | ১৯ জুন ২০১৫ ০১:৩৩680323
  • প্লেন থেকে নেমে হোটেলে বা ঘরে পৌঁছে জামাপ্যান্ট বদলে লুঙ্গি গামছা(বা ইকুইভ্যালেন্ট কিছু) পরে ফেলতেন তো! তখন? থোরিয়াম তো তখন সরে গেল! ঃ-)
  • Atoz | 161.141.84.175 | ১৯ জুন ২০১৫ ০২:২৬680325
  • এঁকে তো অজান্তে খাইয়ে দিয়েছিল, তাহলে আর কী করে সরাবে? ঐ বস্তু যারা নিয়ে নিয়ে ঘুরে ঘুরে খাবারে মেশাতো, সেই এজেন্টদের জানি কী হলো। ওদেরো হয়তো দুম দুম দুম করে খেলখতম করে দিয়েছে ওদের বস পরে। অদ্ভুত এক কালচার!
    নেপোকে তো শুনতাম অল্প অল্প আর্সেনিক খাওয়াতো! অনেক বছর ধরে।
  • aranya | 154.160.98.93 | ১৯ জুন ২০১৫ ০৪:৪০680326
  • পিটি উবাচ -

    'যারা তালিবানদের জন্মাতে সাহায্য করল, অস্ত্র হাতে গুঁজে দিয়ে লালন-পালন করে বড় করল আর যারা সাদ্দামকে মেরে ইরাককে ইস্লামিক জঙ্গীদের হাতে তুলে দিল তসলিমা তাদের দেশে বসে কি করছেন?'

    পিটি-র প্রতি প্রশ্ন -

    যারা গোধরায় হাজারখানিক মুসলিম মারল, নর্থ-ইস্টে, কাশ্মীরে মেয়েদের রেপ করল, নিরীহ লোকেদের উগ্রপন্থী সাজিয়ে ফলস এনকাউন্টারে মারল , পিটি তাদের দেশে বসে কি করছেন?
  • rabaahuta | 114.179.72.200 | ১৯ জুন ২০১৫ ০৫:৩৪680327
  • এটুজি, 'বহু বছর ধরে দিল্লিতে'? ২০০৮এ তো দেখলাম ভারত থেকে বেরুতে হয়েছে।

    কি করে চলে - কলাম লেখালিখি, কপিরাইট, স্কলারশিপ এইসব নিশ্চয়।
  • avi | 125.187.41.235 | ১৯ জুন ২০১৫ ০৬:৪১680328
  • তসলিমা তো গাইনেকোলজিস্ট, ডাক্তারি করেন না?
  • PT | 213.110.246.25 | ১৯ জুন ২০১৫ ০৭:৩৮680329
  • Several notable intellectuals who were killed from the time period of 25 March to 16 December 1971 in different parts of the country include Dhaka University professors Dr. Govinda Chandra Dev (Philosophy), Dr. Munier Chowdhury (Bengali Literature), Dr. Mufazzal Haider Chaudhury (Bengali Literature), Dr. Anwar Pasha (Bengali Literature), Dr M Abul Khair (History), Dr. Jyotirmoy Guhathakurta (English Literature), Humayun Kabir (English Literature), Rashidul Hasan (English Literature), Ghyasuddin Ahmed, Sirajul Haque Khan, Faizul Mahi, Dr Santosh Chandra Bhattacharyya[60] and Saidul Hassan (Physics), Rajshahi University professors Dr. Hobibur Rahman (Mathematics), Prof Sukhranjan Somaddar (Sanskrit), Prof Mir Abdul Quaiyum (Psychology) as well as Dr. Mohammed Fazle Rabbee (Cardiologist), Dr. AFM Alim Chowdhury (Ophthalmologist), Shahidullah Kaiser (Journalist), Nizamuddin Ahmed (Journalist),[61] Selina Parvin (Journalist), Altaf Mahmud (Lyricist and musician), Dhirendranath Datta (Politician), Jahir Raihan (novelist, journalist, film director) and Ranadaprasad Saha (Philanthropist). আরো আরো অনেক নাম আছে এই তালিকায়।

    মুজিবের গোটা পরিবার পালায়নি দেশ ছেড়ে এমনকি রাসেলের মত শিশুকেও কোথাও পাঠিয়ে দেননি মুজিব।

    এদের সকলের চাইতে কোন অর্থে তসলিমার প্রাণের দাম বেশী?
  • dc | 132.164.23.185 | ১৯ জুন ২০১৫ ০৭:৪৭680331
  • তসলিমা কেন আমেরিকায় গেলেন, সেটা ওনার ভন্ডামি, যদিও গেছেন প্রাণ বাঁচাতে।

    জ্যোতি বাবু কমিউনিস্ট নেতা হয়েও বছর বছর ব্রিটেনে যেতেন নিজের কাজে/সরকারি কাজে, সেটা ওনার ভন্ডামি না, যদিও জ্যোতি বাবুকে ব্রিটেনে যেতে কেউ বাধ্য করতো না।

    পিটিবাবুর অসাধারন যুক্তিজাল।
  • dc | 132.164.23.185 | ১৯ জুন ২০১৫ ০৭:৪৮680332
  • "এদের সকলের চাইতে কোন অর্থে তসলিমার প্রাণের দাম বেশী?"

    চূড়ান্ত কুরুচিকর।
  • rabaahuta | 114.179.72.200 | ১৯ জুন ২০১৫ ০৭:৫৪680333
  • প্রাণের দামের কি আর কম বেশী হয়। আমার কাছে আমার প্রাণের দাম মহাত্মা গান্ধীর থেকে বেশী। অবশ্য আমি ভীতু মানুষ, কিন্তু সেটা কি আর আমার অপরাধ।

    মুজিব সে সময় দেশের সর্বেসর্বা ছিলেন। তসলিমা তো নিতান্তই কলমচি।

    জাফর ইকবাল, খতম লিস্টে থেকেও বাংলাদেশে আছেন তিনি শ্রদ্ধেয়।
    কিন্তু কেউ প্রাণ বাঁচানোর জন্যে পালাঅতে চাইলে পালাতেই পারেন।
  • PT | 213.110.246.25 | ১৯ জুন ২০১৫ ০৭:৫৫680334
  • এইবারে "রুচির" গোলপোস্ট কাঁধে?

    জ্যোতিবাবু দেশ ছেড়ে পালানানি। আর একটি মৃত লোকের সম্পর্কে যা খুশী তাই বলে যাওয়া, "বিলা" ইত্যাদি শব্দের ব্যবহার খুব উচ্চ রুচির পরিচায়ক?

    তসলিমা সুনীল গাঙ্গুলী সম্পর্কে যে সব অর্থ্হীন কথা বলে বেড়িয়েছেন সেগুলো-ও খুব উচ্চ রুচির পরিচায়ক?
  • rabaahuta | 114.179.72.200 | ১৯ জুন ২০১৫ ০৮:১৬680335
  • অনেকেই বীর, সাহসী। অভিজিৎ রায় বাংলাদেশে না এলেও পারতেন, প্রাণের ঝুঁকি নিয়েই এসেছিলেন। সৈন্যরা প্রাণের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেন (দেশের নামে খুনোখুনি সমর্থন করি কিনা সে অন্য প্রসঙ্গ, কিন্তু প্রাণের ভয় নিয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যান না সেটাও সত্যি)।
    কিন্তু প্রাণ বাঁচাতে একটা নিরাপদ জায়গায় যাওয়া, এবং সেই জায়গায় সরকারের অপকর্মের দায় না নেওয়া- প্রাণ বাঁচানোর জন্যে এইটুকু আপোস করলেও কি আর ভন্ডামি।
    অবশ্য এই সবই ব্যক্তিগত ধ্যান ধারনা। আমার চোখে ভন্ডামি নয় মানেই সত্যিই নয় তাও না। এগুলোর কি আর মাপজোক হয়। বামপন্থীদের গাল না দিলে হয়তো পিটিদার চোখেও হতো না।
  • PT | 213.110.246.25 | ১৯ জুন ২০১৫ ০৮:২৮680336
  • শুধু বামপন্থীদের গাল দেওয়াটা ইস্যু নয়। তিনি যে মাপের লেখক সেই তুলনায় অনেক বেশী খ্যাতি পেয়েছেন যেটা সবটাই উচ্চ পর্যায়ের সাহিত্য সৃষ্টির জন্যে নয়। বিতর্কিত লেখার বিচারে তিনি সমরেশ বসু নন আর মহাশ্বেতা দেবীর মত দ্রৌপদী মেঝেনের পর্যায়ের কোন স্মরণীয় চরিত্র-ও সৃষ্টি করেন নি।
    তবে তাঁর একটি বিপুল ক্ষমতা আছে-চারিদিকের মানুষকে antagonise করার। সেটি তিনি সুইডেন কিংবা ভারত এই দু দেশেই খুব যোগ্যতার সঙ্গে করে ফেলেছেন।
  • rabaahuta | 114.179.72.200 | ১৯ জুন ২০১৫ ০৮:৩১680337
  • নিজের দেশ পরের দেশ জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদ সেগুলিও বিষয়। যেখানেই থাকি সেখানেই গেরো। বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রকাশ্যে ধর্মান্ধ হত্যাকারীদের নিন্দা করতে পারেননা। ভারতের প্রধানমন্ত্রী নিজের মুখ্যমন্ত্রীত্বে দাঙ্গার দায় ঝেড়ে ফেলেন। কিন্তু তাও নিজের দেশ... হ্যাঁ, আমারও কি আর নিজের দেশ নিয়ে আবেগ নেই। কিন্তু দেশ, রাষ্ট্র এইসব ব্যাপার।

    অবশ্য সত্যের খাতিরে একটা ডিসক্লেমার দেওয়া উচিত যে এক্ষেত্রে রাউল কাস্ত্রো বা জ্যোতি বসু কি করেছেন তা আমার কাছে এক্কেরে অপ্রাসঙ্গিক। আমার কাছে যেকোন মানুষের বেঁচে থাকাটা বড় জিনিস। আমি হচ্ছি আরশোলাপন্থী।
  • rabaahuta | 114.179.72.200 | ১৯ জুন ২০১৫ ০৮:৩৩680338
  • কোন দ্বিমত নেই। কিন্তু কলমের জোর বা যেকোন ধরনের যোগ্যতা দিয়ে প্রাণের দাম মাপতে চাইনা, এইটুকুই।
  • - | 109.133.152.163 | ১৯ জুন ২০১৫ ০৮:৪২680339
  • পিটি উবাচঃ "শুধু বামপন্থীদের গাল দেওয়াটা ইস্যু নয়।" এই "শুধু"-টিকে বোল্ড করলে যা পাই, তার অর্থ, অন্যতম ইস্যু তো বটেই ঃ-)
  • PT | 213.110.246.25 | ১৯ জুন ২০১৫ ০৮:৪৫680340
  • অবশ্যই।
  • - | 109.133.152.163 | ১৯ জুন ২০১৫ ০৮:৪৭680342
  • অ, "বামপন্থীদের গাল দেওয়াটা ইস্যু" হলে বুঝি বাঁচার অধিকার কমে যায়!?
  • dc | 132.164.23.185 | ১৯ জুন ২০১৫ ০৮:৫২680343
  • রাউল কাস্ত্রো, গান্ধীজি, জ্যোতি বসু বা অন্য যে কেউ কি করেছেন, কোথায় গেছেন, সেসবে আমারও কিছু বলার নেই। যা মনে হয়েছে করেছেন। সেরকমই তসলিমাও নিজের প্রাণ বাঁচানোর তাগিদে যা মনে হয়েছে, করেছেন। প্রাণ বাঁচানোর থেকে বড়ো তাগিদ আর কিছু হয়না। কিন্তু "তসলিমা কেন সাম্রাজবাদী আমেরিকায় গেলেন, তাই তিনি ভন্ড", এরকম প্রশ্ন করলেন অনেক কমুনিষ্ট নেতাদের সাম্রাজ্যবাদী দেশে যাত্রা নিয়েও প্রশ্ন উঠবে, এটাই দেখানোর ছিল।
  • Bratin | 122.79.36.150 | ১৯ জুন ২০১৫ ০৮:৫৯680344
  • কোন মাপের লেখক সেটা প্রশ্ন নয়।উনি নিজে মুসলিম হয়েও মুসলিম সমাজের ভুলভাল প্রথা গুলো কে রেওয়াত করেন নি।একে বারে চাছাছোলা ( চ্ন্দ্রবিন্দু ণেই) ভাষায় সে গুলো সারা বিশ্বের সামনে তুলে এনেছেন ।নিজের প্রাণের মায়া না করে।তিনি সেখানেই মহান।
  • PT | 213.110.246.25 | ১৯ জুন ২০১৫ ১০:০০680345
  • সত্যি?
    নজরুলকে ভুলে গেলাম নাকি আমরা? কিংবা বেগম রোকেয়া কামাল? এঁরা কেউ দেশ ছেড়ে পালান নি তো!!

    ""তসলিমা কেন সাম্রাজবাদী আমেরিকায় গেলেন, তাই তিনি ভন্ড", "
    এমন কথাটি আমি লিখিনি। তক্কে জেতার জন্য বিকৃতির কি প্রয়োজন?
    মৌলবাদী ইসলামের উত্থানের জন্য আমেরিকার কোন সমালোচনা না করে শুধু পব-র বামেদের গাল দেওয়ার অবস্থানকে ভন্ডামি বলেছি। তবে এটা নতুন কিছু নয়। সলঝেনেৎসিন ভিয়েতনামে আমেরিকার নারকীয় তান্ডবের প্রসঙ্গে হিরণ্ময় নীরবতা পালন করেছিলেন।
  • - | 109.133.152.163 | ১৯ জুন ২০১৫ ১০:১৮680346
  • নজরুলের জন্য ফতোয়া দেওয়া হয়েছিলো নাকি? অ্যাঁ?
  • PT | 213.110.246.25 | ১৯ জুন ২০১৫ ১০:২৪680347
  • ফতোয়া হয়নি তবে প্রতিভা বসুকে গান শিখিয়ে ফেরার পথে হিন্দু যুবকদের হাতে বেদম বাঁশপেটা খেয়েছিলেন।

    আর আপনি যদি ইসলামকে গাল দেন তো ফতোয়া জারীর জন্য প্রস্তুত থাকবেন না এ কেমন কথা? সেরেফ কার্টুন আঁকার জন্যে মানুষ তো গুলি খেয়েও মরেছে। তার জন্যে তারা কি নিজের দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে গিয়েছিল?
  • | 77.98.72.126 | ১৯ জুন ২০১৫ ১০:৩২680348
  • হ্যাঁ পিটি দা ঠিক। কিন্তু নজরুল প্রানের মায়া করেন নি বলে পৃথিবীর বাকি সবাই তাঁর পদাঙ্ক অনুসরণ করবেন এমন ভাবার কোন কারন আছে কি?

    প্রতিভা বসু আর নজরুল র ব্যাপার টা সুবিদিত।
  • - | 109.133.152.163 | ১৯ জুন ২০১৫ ১০:৩৫680349
  • ১০টা২৪-এর উত্তর হুতেন্দ্রবাবু আগেই দিয়ে রেখেছেন। এই মনে করুন সকাল ৭টা৫৪ বা ৮টা১৬-র নাগাদ থেকে মোটামুটি এই কথাটারই উত্তর দিচ্ছেন। কিন্তু "এখনও গেলো না আঁধার" ইত্যাদি প্রভৃতি ঃ-)
  • PT | 213.110.246.230 | ১৯ জুন ২০১৫ ১১:৩১680350
  • যাবেও না।
    কেননা যারা প্রাণের ভয়ে পালিয়ে বেড়ায় ইতিহাসে তাদেরকে কেউ কোনদিন বীরের সম্ম্মান দেয়নি। কিন্তু সেইসব চরিত্রদের ডিফেন্ড করার এই বিপুল উচ্ছাস এর আগে কখনো দেখাও যায়নি।
    সমস্যা অন্যত্রঃ তসলিমার নাম ব্যবহার করে বঙ্গীয় বিপ্লবীরা বাম সরকারকে বা জ্যোতিবাবু বা বুদ্ধবাবুকে গাল দিতে পারেন। তাই এই উদ্বাহু নেত্য।
  • | ১৯ জুন ২০১৫ ১২:০৪680353
  • এইসব পRেটরে দুটো কথা মনে হল।

    ১ বেগম রোকেয়া কিম্বা আরজ আলি মাতুব্বর সম্পর্কে সাধারণত জিংগোয়িস্ট লোকজন প্রায় জানেই না।

    ২ রঞ্জনদা প্রথমবারে কেসির প্রতিরোধে যেটা করতে পারেন নি দ্বিতীয় সুযোগে সেটায় সফল।
  • | ১৯ জুন ২০১৫ ১২:০৪680351
  • এইসব পRেটরে দুটো কথা মনে হল।

    ১ বেগম রোকেয়া কিম্বা আরজ আলি মাতুব্বর সম্পর্কে সাধারণত জিংগোয়িস্ট লোকজন প্রায় জানেই না।

    ২ রঞ্জনদা প্রথমবারে কেসির প্রতিরোধে যেটা করতে পারেন নি দ্বিতীয় সুযোগে সেটায় সফল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন