এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.247.221 | ২৩ জুন ২০১৫ ২২:২৩680421
  • রাষ্ট্র সম্পর্কে আপনার পুরনো অবস্থান গুলো একবার চেক করে নেবেন। রাষ্ট্র যে যন্ত্রণা দেওয়ার যন্ত্র তা নিয়ে বাইটের পর বাইট খরচা হয়েছে। সেই রাষ্ট্রের কাছে সুরক্ষা চাইছেন কেন? এর মধ্যে সিপিএম, লেনিন ইত্যাদি টানবেন না।
  • তসলিমা নাস্তিক | 15.254.97.99 | ২৩ জুন ২০১৫ ২৩:৪৫680422
  • ও বটে ইস্লামোফোবিক ও বটে। সিপিএম নাস্তিকও নয় ইস্লামোফোবিক হলেও গুপনে রাখে। ত্রিনোমুল নাস্তিকও নয় ইস্লামোফোবিকও ন্নয়।
  • ranjan roy | 132.180.170.196 | ২৪ জুন ২০১৫ ০০:২৩680423
  • পিটি সবাইকে প্রশ্ন করার অধিকার রাখেন। কাকে টানা হবে সেটাও উনি ঠিক করে দেবেন।
    কিন্তু নিজে অসুবিধেয় পড়লেই উত্তর দেবেন না।
    এমনকি নিজে একটা আলটপকা মন্তব্য করে তার কনসিস্টেন্সি নিয়ে প্রশ্ন করলেও উত্তর দেবেন না।
    সো ট্রু!

    বেশ, আমার বক্তব্য বলি।

    পিটি উপপাদ্যঃ
    "রাষ্ট্রে যারা বিশ্বাস করেনা বা রাষ্ট্রই সব নষ্টের গোড়া বলে মনে করে তাদের রাষ্ট্র সুরক্ষা দেবে কেন?"

    --উপরের স্টেটমেন্টটি আগাগোড়া ভুল এবং রাষ্ট্র ও নাগরিকের পারস্পরিক সম্পর্কের ভুল ধারণার ওপর দাঁড়িয়ে।
    রাষ্ট্র সমস্ত ব্যক্তি নাগরিককে সুরক্ষা দেবে সে যেকোন ধর্মের বা জাতির বা যে কোন পলিটিক্যাল ফিলজফির হোক না কেন? সে কমুনিস্ট না অ্যানার্কিস্ট না ইসলামিস্ট তাতে কোন হেরফের হয় না। কেননা আইনের চোখে সবাই সমান।
    সুপ্রীম কোর্ট ইদানীং ঠিকই বলেছেন যে কোন ব্যক্তি মাওবাদের সমর্থক হলেই সে রাষ্ট্রদ্রোহী হয়ে যায় না। যতক্ষণ সে রাষ্ট্রকে ধ্বংস করার জন্যে কোন অ্যাক্ট না করছে!
    যদি কোন ব্যক্তি কোন নিজস্ব ধার্মিক বা রাজনৈতিক ক্রীডের বশে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তবে তাকে রাষ্ট্র সামগ্রিক কল্যাণের স্বার্থে অ্যারেস্ট করে আদালতে প্রচলিত আইন অনুযায়ী বিচার করে শাস্তি দেবে। কিন্তু তখনও তাকে সুরক্ষা দেবে, বন্দী অবস্থায়ও।

    তাই কাসভকেও রাষ্ট্রের খরচায় ফাঁসির আগের মুহুর্ত পর্য্যন্ত খাওয়া দাওয়া, মেডিক্যাল ফেসিলিটি, ডিফেন্স ল'ইয়ার সব দেওয়া হয়, মায় প্রটেক্টিভ কাস্টডি পর্য্যন্ত।
    এজন্যেই সিপিএম এর বক্তব্যে দর্শনে বইপত্তরে যতই বিপ্লবের বাতেলা থাকুক যতক্ষণ না ভারত রাষ্ট্রকে ধ্বংস করার জন্যে অ্যাকশনে নামছে ততক্ষণ তারা রাষ্ট্রের সুরক্ষা পাওয়ার অধিকারী।
  • Atoz | 161.141.84.176 | ২৪ জুন ২০১৫ ০০:৩২680424
  • আরে দূর বাপু!!!!
    রাষ্ট্রই যদি সব করবে, আপনাদের সেই পরম কল্যাণময় অ্যানার্কির কী হবে তাহলে?
    ;-)
  • ranjan roy | 132.180.170.196 | ২৪ জুন ২০১৫ ০০:৩৬680425
  • A2Z,
    আমি তো আগেই বলেছি আমি অ্যানার্কিস্ট নই। আমি কোন টোটালিটেরিয়ান সিস্টেমে বিশ্বাস করি না। ওয়েলফেয়ার স্টেট হলেই আপাততঃ চলবে।
    আর পরম কল্যাণময় অ্যানার্কি? সে তো স্বপ্নে আসে? গ্রেটা গার্বো বা জীন হার্লোকে বিয়ে করতে চাওয়ার মত।ঃ))))
  • Atoz | 161.141.84.176 | ২৪ জুন ২০১৫ ০০:৩৮680426
  • ক্যানো? আপনাদের গুরু বিপ্লবী তো কইলেন পরম কল্যাণময় সেই অ্যানার্কি এলো বলে! এই আসে কি সেই আসে।
    ঃ-)
  • ranjan roy | 132.180.170.196 | ২৪ জুন ২০১৫ ০০:৪৫680427
  • আমার মনে হয় তার বক্তব্য ভুল বুইঝেছেন। সেও স্বপ্ন দ্যাখে।
    আর আমার বিশ্বাস তো কইলাম। আমি গ্রেটা গার্বোর স্বপ্ন দেখি।অ্যানার্কিক বিপ্লবে রাষ্ট্রের অবসানের না, আমার জীবতকালে তো না।
  • Atoz | 161.141.84.176 | ২৪ জুন ২০১৫ ০১:০০680428
  • একজন ছোটো থেকে মেরিলিন মনরোকে ভালোবাসতো, এক ম্যাগাজিনের মলাটে তার ছবি দেখেছিল। পরে জানতে পারে মেরিলিন তার ঠাকুমার বয়সী আর বহুদিন আগেই পরলোকে। তখন সে বড়ই আশাহত হয়। ঠাকুমার প্রেমে পড়ে ছিল এতকাল, সেই জেনেই হয়তো। ঃ-)
  • PT | 213.110.246.23 | ২৪ জুন ২০১৫ ০৯:২৪680429
  • "আমি .......বুর্জোয়া ওয়েলফেয়ার স্টেটে আস্থা রাখি"
    আব্বুলিস, আব্বুলিস!!
    বুর্জোয়া রাষ্ট্র জমি অধিগ্রহণে এবং চাষীর পকেটে পয়্সা গুঁজে ওয়েলফেয়ারে বিশ্বাসী। তাহলে তো আপনি সিঙ্গুর নন্দীগ্রামের জমি অধিগ্রহণের সমর্থক। তাইতো?
    এঃ সব ঘেঁটে ঙ হয়ে যাচ্ছে যে!!
  • ... | 117.193.242.2 | ২৪ জুন ২০১৫ ০৯:৪৬680431
  • সত্যিই সব ঘেটে গেছে। আপনার চেষ্টা সার্থক।
  • sm | 233.223.159.199 | ২৪ জুন ২০১৫ ০৯:৫৪680432
  • মহা মুশকিল। আপনাকে করা প্রশ্নের, উত্তর দ্যান না। না জানা থাকলে বলুন জানিনা বা দেব না। প্রশ্নের উত্তরে প্রশ্ন অস্বস্তিকর।
  • PT | 213.110.246.23 | ২৪ জুন ২০১৫ ১০:০৪680433
  • sm-এর মাঝে মাঝে কাঁই নানা, কাঁই নানা কাঁসর বাজানো ভালই লাগে।
    কিন্তু কোন প্র্শ্নটি আপনি করেছিলেন যার উত্তর দিইনি?
  • sm | 233.223.155.54 | ২৪ জুন ২০১৫ ১১:৪৮680434
  • এত জলদি স্মৃতি বিভ্রম? প্রশ্নটি রঞ্জন বাবু করেছিলেন। এখনো উত্তর দেন নি।
  • PT | 213.110.243.23 | ২৪ জুন ২০১৫ ১২:৪৫680435
  • RR কি আপনাকে তাঁর প্রশ্ন নিয়ে খোঁজ-খবর করতে বলেছেন?
  • ranjan roy | 132.180.170.196 | ২৪ জুন ২০১৫ ১৩:০৬680436
  • হ্যাঁ, বলেছি,।
  • PT | 213.110.243.23 | ২৪ জুন ২০১৫ ১৩:২৪680437
  • এবার দলের কাঠামোটা বোঝা যাচ্ছে।
  • sm | 233.223.159.253 | ২৪ জুন ২০১৫ ১৩:৪২680438
  • আর কি কি বুঝতে পেরেছেন? নাকি বোঝার আরো বাকী আছে?
    এবার লক্ষী ছেলের মত উত্তর টা দিয়ে ফেলুন দেখি।
  • PT | 213.110.243.23 | ২৪ জুন ২০১৫ ১৩:৪৭680439
  • কোন প্রশ্ন?
  • সে | ২৪ জুন ২০১৫ ১৩:৫০680440
  • (আপনারা যখন ব্রেক নেবেন, তখন একবার ভাটে এসে প্লীজ দেখে যাবেন এই সীজনের দারুণ দারুণ জিন্সের কালেকশান)
  • dc | 132.164.35.7 | ২৪ জুন ২০১৫ ১৩:৫৪680442
  • :d>

    <
  • sm | 53.251.91.238 | ২৪ জুন ২০১৫ ১৩:৫৮680443
  • ৯।৩৬ পি এম এ RR , প্রশ্ন টি বা শেষ লাইনের উত্তর দিলেই চলবে।
  • dc! | 132.164.35.7 | ২৪ জুন ২০১৫ ১৪:০০680444
  • এই যাঃ! :d

    সবাই মিলে উত্তর বের করেই ছাড়বে দেখছি। এ কিন্তু ভারি অন্যায়, সেই টেনে হিঁচড়ে চান করানোর মতো :d
  • PT | 213.110.243.23 | ২৪ জুন ২০১৫ ১৪:০১680445
  • "তার আগে বলুন বুর্জোয়া রাষ্ট্রযন্ত্রে আস্থাহীন, তাকে ঘোষিত ভাবে ধ্বংসের দর্শনের অনুগামী কমিউনিস্টদের বুর্জোয়া রাষ্ট্র কেন প্রটেক্শন দেবে?"

    আমি কি কোথাও "কমিউনিস্টদের বুর্জোয়া রাষ্ট্র" প্রটেকশন দিক বলে দাবি জানিয়েছি?
  • সুশ্রুত সরখেল | 212.54.102.201 | ২৪ জুন ২০১৫ ১৪:০৩680446
  • আবার খুঁটিয়ে দেখছিনা, তবে এই টইএ রঞ্জনবাবুকি রাষ্ট্র মানেই বুর্জোয়া রাষ্ট্র বোঝাচ্ছেন? তেমন নাও হতে পারে। শ্রেণীহীন সমাজের পথে যাত্রায় প্রোলেতারীয় রাষ্ট্রের দেখা মেলার কথা। এই যেমন এখানে বলেছেন

    "My own contribution was (1) to show that the existence of classes is merely bound up with certain historical phases in the development of production; (2) that the class struggle necessarily leads to the dictatorship of the proletariat; [and] (3) that this dictatorship, itself, constitutes no more than a transition to the abolition of all classes and to a classless society"
    —Karl Marx

    তারা হবে যথার্থ/ প্রকৃত ওয়েলফেয়ার স্টেট। "বুর্জোয়া ওয়েলফেয়ার" স্টেট মনে হয় সোনার পাথরবাটি
  • PT | 213.110.243.23 | ২৪ জুন ২০১৫ ১৪:৫১680447
  • কি হল?
    উত্তর পড়ে কি লোকজন জিন্সের কালেকশন দেখতে চলে গেল?
  • ranjan roy | 132.180.170.196 | ২৪ জুন ২০১৫ ১৫:০২680448
  • ওপরচালাকি করে পাল্টা প্রশ্ন আর উত্তর এক জিনিস নয়।
    আপনার দাবি ছিল যারা রাষ্ট্রে আস্থাহীন তাদের রাষ্ট্র কেন সুরক্ষা দেবে?
    ওই যুক্তিপরম্পরায় করোলারি হল যে কমিউনিস্টরা বুর্জোয়া রাষ্ট্রব্যব্স্থায় আস্থাহীন, তাকে বুর্জোয়া রাষ্ট্র কেন সুরক্ষা দেবে?
    তা আপনি সেই নিয়ে এত জলঘোলা করে কেন অমুকে সেটা নিয়ে জিগ্যেস করল? তারপর দলবাজি করা হচ্ছে--এইসব ঝগড়ুটে লবজো ব্যবহার করলেন।
    সোজা প্রশ্নের সোজা উত্তর দেওয়া ধাতে নেই। দশটা উল্টে প্রশ্ন। আর দলবাজির আরোপ।
    কই, যখন অন্য কেউ আপনার হয়ে উত্তর দেন, আপনার উদ্দেশ্য কি সে বিষয়ে আপনি নীরব থাকলেও আপনার হয়ে জবাব দেন, তাকে তো এইসব বলা হয় না।
    --লাইনে আসুন। আমি কেন সুরক্ষা চাই বলেছি। এবার আপনাকে প্রশ্ন করেছি সেটার উত্তর দিন।
  • sm | 53.251.91.238 | ২৪ জুন ২০১৫ ১৫:১৬680449
  • তার আগে বলুন বুর্জোয়া রাষ্ট্রযন্ত্রে আস্থাহীন, তাকে ঘোষিত ভাবে ধ্বংসের দর্শনের অনুগামী কমিউনিস্টদের বুর্জোয়া রাষ্ট্র কেন প্রটেক্শন দেবে?"

    আমি কি কোথাও "কমিউনিস্টদের বুর্জোয়া রাষ্ট্র" প্রটেকশন দিক বলে দাবি জানিয়েছি?

    --- আগে বলেছিলাম প্রশ্নের উত্তরে বলবেন হয় আমি তো কমুনিস্ট নই অথবা আর একটি প্রশ্ন ছুঁড়বেন । দেখলাম, আপনি ঠিক লাইনেই আছেন । "কমিউনিস্টদের বুর্জোয়া রাষ্ট্র" প্রটেকশন দিক বলে দাবি , আপনি কুনো দিন করেন নি; ইহা সত্য। কিন্তু প্রশ্ন হলো সব কমুনিস্ট কি সেটাই চান? আপনি ও কি চান কোনো কমুনিস্ট দেশে/ বিদেশে বিপদে পড়লে রাষ্ট্র মুখ ফিরিয়ে নেবে?
    মনে হয় একটি আলটপকা মন্তব্য করে, ভালো ডিফেন্স খুঁজে পাচ্ছেন না।
  • ranjan roy | 132.180.170.196 | ২৪ জুন ২০১৫ ১৫:১৭680450
  • সুশ্রুত,
    হ্যাঁ, কমিউনিস্টরা তাত্ত্বিক ভাবে ট্রানজিশন পিরিয়ডের কথা বলেচেন যে পিরিয়ডে রাষ্ট্র থাকবে না, সেটা হবে প্রলেতারিয়ান ডিক্টেটর্শিপ।
    কিন্তু সেটা কল্পনায় রয়ে গেছে।
    আদৌ কোন দেশে প্রলেতারিয় একনায়কতন্ত্র হয় নি, যা হয়েছে তা হল একদলীয় টোটালিটেরিয়ান স্টেট। আদৌ প্রলেতারিয়েত কোন দেশে (রুশে বা চীনে বা কোরিয়ায় বা কিউবায়) ক্ষমতায় আসে নি। পার্টি অ্যাপারচিকির নামে নতুন সুবিধাভোগী শ্রেণী তৈরি হয়েছে। শ্রেণীহীন সমাজ তো দুর অস্ত্‌!
    কাজেই মার্ক্স/লেনিনের প্রলেতারিয়ান স্টেটটাই আপাততঃ সোনার পাথরবাটি হয়ে আছে।
    বুর্জোয়া ওয়েলফেয়ার স্টেট বরং আজকের দিনে অস্তিত্বে আছে তার সমস্ত সীমাবদ্ধতা সমেত।
    উদাহরণ স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো।
    জনগণের থেকে ট্যাক্সো নিয়ে নতুন প্রজন্ম কাজ না পাওয়া পর্য্যন্ত পর্যাপ্ত ভাতা পাচ্ছে, রিটায়ার করলে যথেষ্ট পেনশন ও সকলের জন্যে সরকারি চিকিৎসা। ভারতে এটুকু হলেও আপাততঃ যথেষ্ট।

    আর আমার বক্তব্য ছিল কমিউনিস্ট তত্ত্বের হিসেবে বুর্জোয়া রাষ্ট্রযন্ত্র দখল করে ওটাকে অন্তর্বর্তী কালের জন্যেও প্রোলেতারিয়ান স্টেট বানাতে পারেনা। কারণ ওটা মুষ্টিমেয় শোষকের স্বার্থে তৈরি ব্যাপক জনগণকে নিপীড়নের যন্ত্র।
    কমিউনিস্টরা ওটাকে ধ্বংস করেই প্রলেতারিয়ান রাষ্ট্র গঠনের কথা বলে -- যা বৃহত্তর জনগণের স্বার্থে মুষ্টিমেয়ের দমন করবে।
    আর শ্রেণীহীন সমাজে রাষ্ট্র অবলুপ্ত হবে।
  • সুশ্রুত সরখেল | 212.54.102.201 | ২৪ জুন ২০১৫ ১৫:৫৯680451
  • পুরাতন USSR এ কি যেকোন পর্যায় পর্য্যন্ত শিক্ষা ফ্রী ছিলনা? কিউবায় কি মাথা পিছু হাসপাতালের সংখ্যা USAর চেয়ে বেশি নয়?
  • সোনার পাথরবাটি | 125.112.74.130 | ২৪ জুন ২০১৫ ১৬:২১680453
  • পুরাতন USSR বা আজকের চায়না বা নর্থ কোরিয়াতে সাধারণ মানুষ কে ততটুকু খাবার দিয়ে বাঁচিয়ে রাখা হয় যাতে সে মরে না যায় । নাগরিক অধিকারের কথা তো ছেড়ে দিন ।
    "বুর্জোয়া ওয়েলফেয়ার স্টেট বরং আজকের দিনে অস্তিত্বে আছে তার সমস্ত সীমাবদ্ধতা সমেত।
    উদাহরণ স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো।"
    USA কি ওয়েলফেয়ার স্টেট ? গোলপোস্ট সরান কেন ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন