এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আন্দোলনের ইতিবৃত্ত

    htar91
    অন্যান্য | ২৪ আগস্ট ২০১৫ | ২৩৩২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tohubar | 215.174.22.27 | ২৮ আগস্ট ২০১৫ ২৩:০৭685268
  • আপনারাও যেমন। হারাবে কেন, কেউ একটা যত্ন করে সরিয়ে রেখেছে নিশ্চয়। প্রশ্নফাঁস শিল্প খুবই সম্ভাবনাময়।
  • PT | 213.110.246.230 | ২৮ আগস্ট ২০১৫ ২৩:২২685269
  • শুধু মাধ্যমিক কেন?
    বাম আমলে উচ্চ-মাধ্যমিক, বিএ, এমএ আরো কত কি সব বাদ দিয়ে শুধু বেছে বেছে মাধ্যমিকের প্রশ্ন ফাঁস হত কেন? এ বিষয়ে কবি কি কিছুই জানাবেন না?
  • Bratin | 122.79.35.202 | ২৯ আগস্ট ২০১৫ ০৮:৩৮685270
  • আমরা যে বার মাধ্যমিক দি সেবারে ইতিহাস প্রশ্ন আউট হয়।
    তাই স্পষ্ট মনে আছে। তেনাদের আমলে কত "ভালো ভালো" কজ হতো। কত আর মনে রাখবো ? ঃ))
  • PM | 116.79.26.22 | ২৯ আগস্ট ২০১৫ ১০:০৫685271
  • ব্রতীন আমাদের সময় কিভাবে ইতিহাস প্রশ্ন আউট হয়েছিলো মনে আছে? কোনো এক স্কুলের হেডমাস্টার আগের দিনের পরীক্ষার আগে প্রশ্নের বাক্সের সীল খুলে দেখে পরের দিনের মানে ইতিহাসের প্রশ্নপত্র। তাই পরীক্ষা বাতীল। এটা কে কি দুর্নীতি/ বা লিক এর পর্য্যায়ে ফেলা যাবে? ঃ)

    তবে নতুন প্রশ্ন খুব বাজে হয়েছিলো। আগের বছরের প্রশ্ন রিপিট হয়েছিলো ১২ নং এর। একই প্রশ্ন ৩ নং এর টিকা আর ১২ নং এ দুবার দিয়েছিলো। নতুন পরীক্ষায় আমার বারো বেজে গেছিলো। ইতিহাসে সব থেকে কম নম্বর পেয়েছিলাম ঃ(
  • PT | 213.110.243.22 | ২৯ আগস্ট ২০১৫ ১০:০৯685272
  • আরে না না, প্রশ্ন ফাঁস হওয়ার মত সহজ ব্যাপার এ আমলে ঘটে না।
    দুজন ডাক বিভাগের কর্মী এবং দুজন সশস্ত্র পুলিশের উপস্থিতিতেই টেটের এক প্যাকেট প্রশ্নপত্র বাসের জানালা দিয়ে লাফ মেরে বেরিয়ে গেছে!!
    অবিশ্যি মাস দুয়েক আগের আইটিআই-এর প্রশ্ন ফাঁসের রহস্যের সমাধান এখনো হয়নি। তাতে নাকি গুচ্ছের তিনো কর্মী-নেতারা জড়িত!!
  • Bratin | 122.79.35.35 | ২৯ আগস্ট ২০১৫ ১০:২৫685273
  • আহা দেখতে ইচ্ছা দেখতে আর খুলে দেখে নিল। ঠিক যেন ম্যাটিনী শো বচ্চনের নতুন ছবি

    ;))
  • Bratin | 122.79.35.35 | ২৯ আগস্ট ২০১৫ ১০:৪০685274
  • বাহ পিটি দা তো প্রচুর আপডেটেড।সেই স্বর্ণ যুগের প্রস্ন পত্র কীভাবে আউট হথতো ব্যপারে আমাদের সাধারণ মানুষ কে একটু আলোকিত করুন না।ঃ))

    ( ক জন সরকারী কত জন বেসরকারী ইত্যাদি প্রভৃতি )
  • PT | 213.110.243.22 | ২৯ আগস্ট ২০১৫ ১০:৪৬685275
  • এসব খবর তো আজকের "না পড়লে পিছিয়ে পড়তে হয়" কাগজ থেকেই জানলাম। আইটিআই-এর ব্যাপারে জড়িত লোকেদের নাম-ঠিকানা সবই দেওয়া আছে সেখানে।
  • | 24.99.54.62 | ২৯ আগস্ট ২০১৫ ১১:০৯685276
  • আমরা ছোটবেলা থেকে শুনে আসছি উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুলের ইতিহাসের একজন মাস্টারমশাই পবিত্র নাম বোধহয়, নাকি বোর্ডের পেপারসেটার হওয়ার সুবাদে উঃ গঃ'র ছাত্রদের ইতিহাসে রেকর্ড মার্কস পাওয়াতেন। ৬টা কিম্বা ৭টা প্রশ্ন বলে দিতেন সেই কটাই আসত।
  • PT | 213.110.243.22 | ২৯ আগস্ট ২০১৫ ১২:২৭685278
  • আর বাকি সাবজেক্ট গুলো?
    মানে ইতিহাসে ১০০ তে ৯০ আর বাকি গুলোতে ৪০-৫০-৬০, এবং বছরের পর বছর-একটু সন্দেহ হয়নি কারো?
  • cm | 127.247.100.38 | ২৯ আগস্ট ২০১৫ ১২:৪০685279
  • পেপার কি করে সেট করা হয় সে বিষয়ে যদি ধারণা থাকত! তবে গল্পে গরুও গাছে ওঠে।
  • | 24.99.208.230 | ২৯ আগস্ট ২০১৫ ১২:৪৯685281
  • রাইট সিএম ঃ))
  • | 24.99.208.230 | ২৯ আগস্ট ২০১৫ ১২:৪৯685280
  • আমি উত্তর পাড়া গভঃ । পবিত্র বাবু কেও মনে করতে পারছি। কিন্তু উনি প্রশ্ন বলে দিতেন জানতাম না। আলোকিত হলাম।

    দ এত কনফিডেন্ট হওয়ায় আমার দুটি ব্যাচ মেট কে ফোন করলাম। ওরা যা বললো। পবিত্র বাবু কেমেষ্টি পড়াতেন। কেমেষ্টি র মাস্টার মশায় হয়ে ইতিহাসের পেপার সেটার হওয়া কৃতিত্বের নিঃসন্দেহে। তবে সে যুগে কত কিছুই হতো।

    অন্য একট প্রসঙ্গে, আমার সেজকাকা দীর্ঘদিন জয়েন্ট র ম্যাথস র হেড এক্সামিনার ,পেপার সেটার ইত্যাদি ছিলেন। বাবা ও বিভিন্ন ইউনিভারসিটি র স্ট্যাটের পেপার সেটার ইত্যাদি ছিলেন। ও ই ভাবে প্রশ্ন কোন দিন বলা যায় না। আমি কঃ বিঃ অন্ততঃ একজন কে জানি যিনি নিজে প্রশ্ন করে তা প্রকাশ করার অপরাধে তার চাকরী যায়।
  • cb | 11.39.61.79 | ২৯ আগস্ট ২০১৫ ১৩:০৭685282
  • এই মেরেছে, বোতিন্দার বক্তব্য বোতিন্দা নিজেই অ্যানেকডোট দিয়ে খন্ডন করতাসে
  • | ২৯ আগস্ট ২০১৫ ১৩:১১685283
  • ইতিহাসের নামেই শুনে্ছি।। কেমিস্ট্রি নয়। নাম তো
    বোধহহ্য লিখেছিলাম তবে আঁতে লাগলে সেটা না দেখতে পাওয়ার ভারাটা।। ভাল। হ্যা হ্যা।

    হ্যাঁ অনার্সে আমাদের ব্যাচমেট ৩ জন উঃ গঃর ছেলে জানিয়েছিল কথা নাকি সত্য।
  • PM | 116.79.10.88 | ২৯ আগস্ট ২০১৫ ১৩:১৯685284
  • এই বোতিন, ওটা (10.25 ) কি আমাকে বললে ? তাহলে তুমি জাস্ট ভুলে মেরে দিয়েছো। আগের দিনের পরীক্ষার প্রশ্ন ( খুব সম্ভবতঃ অংক) সীল করা বাক্স থেকে বার করতে গিয়ে ঐ ভদ্রলোক দেখেন সেখানে অংকের জায়গায় ইতিহাসের প্রশ্ন পত্র। মনে ভুল প্রশ্নের বাক্স চলে এসেছে। কিন্তু যেহেতু ইতিহাস পরীক্ষার আগে সীল খোলা হয়েছে, তাই পরীক্ষা বাতীল হয়েছিলো।

    এখানে বচ্চন সাহেব এলো কোদ্দিয়ে ঃ)
  • | 24.99.208.230 | ২৯ আগস্ট ২০১৫ ১৩:২৬685285
  • আঁতে লাগবে কেন? উত্তর পাড়া গভঃ স্কুলের ঐতিহ্য অনেক পুরোনো। প্রচুর ভালো ছেলে সেখান থেকে পাস করেছে। কাজেই জনৈক দ র বক্তব্য তা ঐতিহ্য কিছুমাত্র কালিমা লিপ্ত হয় না।
    প্লেন অ্যান্ড সিম্পল।
    এভিন বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না উঃ গঃ ভালো কি খারাপ সে জন্যে দ র সার্টিফিকেট ও লাগে না। ঃ)))))))))))))))))))

    হ্যাঁ সিএম, কোন ভাবে এক অধ্যাপক এটা করেছিলেন। কীভাবে এক্সজাক্টলি জানি না। প্রমাণিত হবার সঙ্গে সঙ্গে তার চাকরী যায়।
  • | 24.99.208.230 | ২৯ আগস্ট ২০১৫ ১৩:৩০685286
  • পিএম, কী ভাবে প্রশ্ন পত্র ফাঁস হয়েছিল আমাদের বেলায় আমার ঠিক মনে নেই। কিন্তু তুমি কি মনে করতো পারো প্রশ্ন ফাঁস সেই সময় লেগেই থাকতো?

    ( অবশ্য প্রতি বছর ই কোন মাস্টার মশায় ভুল করে পরের দিন প্রশ্ন পত্র খুলে ফেলতে পারেন। সেটা আমার ঠিক জানা নেই )
  • PM | 116.79.10.88 | ২৯ আগস্ট ২০১৫ ১৩:৩৯685289
  • আমার ঐ বছরের ইতিহাসটাই মনে আছে। কারন আমি নিজে ভুক্তভোগী। আশে পাশের কোনো এক বছরে অংক প্রশ্ন আউট হয়েছিলো বলে আবছা মনে পড়ছে। কিন্তু রেগুলার প্রশ্ন আউট হতো , এরকম কিছু মনে পড়ছে না কিন্তু।
  • | ২৯ আগস্ট ২০১৫ ১৩:৩৯685287
  • আহারে তাও আপনি ধেয়ে ধেয়ে এসে ডিফেন্ড করার চেষ্টা করছেন।
  • PM | 116.79.10.88 | ২৯ আগস্ট ২০১৫ ১৩:৪১685290
  • ব্রতীন আর দ এর মধ্যে যা হচ্ছে তা কি তিনোর মধ্যেকার অন্তঃকলহ ? ঃ) ।
  • | 24.99.208.230 | ২৯ আগস্ট ২০১৫ ১৩:৪২685292
  • বেশ করেছি। কারন আমি এই স্কুলে পড়েছি। ও ই স্কুল বা তার স্যার সম্পর্কে কেউ ভুলভাল অ্যালিগেশন দিলে আমি একশ বার তার প্রতিবাদ করবো।
  • PT | 213.110.243.22 | ২৯ আগস্ট ২০১৫ ১৩:৪২685291
  • এখন দেখছি "এই সময়ে"-র ভাল-খারাপ বলে কিছু হয় না।
    সব কিছুতেই ৩৪ প্লাস!!!
  • | 24.99.208.230 | ২৯ আগস্ট ২০১৫ ১৩:৪৫685293
  • তা নয় পিএম। ঘটনা হল এখন কিছু হলে ই সিপিএম সমর্থক রা যেমন গেল গেল রব তোলেন আর ৩৪ বছরের সেই "রাম রাজ্যত্বে " র কথা ভেবে নীরবে অশ্রু বিসর্জন করেন।

    তাদের অবগতি র জন্যেই আমি মাঝে মাঝে স্মরন করিয়ে দিতে চাই এমন কি "সেই রাম রাজ্যত্বে " অঘটন ঘটতো!!! এই আর কী!!ঃ))))
  • Boltzman Machine | 92.145.220.23 | ২৯ আগস্ট ২০১৫ ১৭:৩৩685294
  • না। "লেগেই থাকতো" বলে মনে পড়ে না। সেরকম তথ্য নিশ্চয় আছে?
  • Bratin | 122.79.35.35 | ২৯ আগস্ট ২০১৫ ১৭:৪৭685295
  • না না " ও ই সময়' কোন দিন প্রশ্ন প্রকাশ পায় নি। সব কবির " কষ্ট -কল্পনা" ঃ)))
  • Boltzman Machine | 151.0.12.142 | ২৯ আগস্ট ২০১৫ ১৮:০০685296
  • প্র্যাক্টিক্যাল হওয়া বোধহয় খুব একটা কঠিন নয়। আদারওয়াইজ বক্তব্যের গুরুত্ব কমতেই থাকে। ৩৪ বছরে অনেক প্রশ্ন ফাঁস (কত? ৫? ১০? নাকি ৩৪x১০? ভেবে বলাই ভালো) আর গত চার বছরে সিস্টেম্যাটিক্যালি প্রতিটা চাকরির পরীক্ষায় গোলমাল...কেউ যদি এই দুটোকে রিলেট করেই চলে, করেই চলে, তাহলে...
  • Boltzman Machine | 92.145.223.40 | ২৯ আগস্ট ২০১৫ ১৮:০৬685297
  • এবং অতি বড় সিপিএম সমর্থকও ফ্ললেস ৩৪ বছর বলে বেড়ায় না। কিন্তু সো-কলড নিরপেক্ষ তিনোদের দেখা যায় যে কোন ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অন্ধ হয়ে ৩৪এর আশ্রয় নিতে। কিউরিয়াস।
  • Bratin | 122.79.35.35 | ২৯ আগস্ট ২০১৫ ১৯:৪৫685298
  • কেন? পিটি দা। উনি কি কোন ফ্ল দেখতে পান?

    এই চার বছরে যা ঘটনা ঘটেছে তাকে কোথায় সমর্থন জানানো হয়েছে ? কিন্তু এখন কিছু হলেই তাকে সিপিএম সমর্থক রা যে ভাবে প্রেজেন্ট করেন তাতে মাঝে মাঝে সেই "৩৪ বছরের" ইতিহাস মনে করিয়ে দেওয়া হয়।
  • Boltzman Machine | 117.167.108.75 | ২৯ আগস্ট ২০১৫ ১৯:৫২685300
  • know thyself - পন্ডিতেরা বলে থাকেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন