এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আন্দোলনের ইতিবৃত্ত

    htar91
    অন্যান্য | ২৪ আগস্ট ২০১৫ | ২৩৩৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | 122.79.38.210 | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ১৩:১৩685334
  • বারবার 'পিটি'র নামোল্লেখ ক'রে এই অদ্ভূত, অপ্রাসঙ্গিক খোঁচা দেওয়ার কী অর্থ?

    কৃষ্ণাদেবী লিখেছেন। কলেজ সার্ভিস কমিশন আসায় নাকি সব কলেজে অযোগ্য শিক্ষক নিয়োগ হচ্ছিল। ওঁদের কলেজ সম্প্রদায় সুপ্রীম কোর্টে গিয়ে রায় পায় প্রত্যেকটি পদের জন্য কলেজ সার্ভিস কমিশন তিনটি নাম পাঠাবে, ওঁরা তাঁদের মধ্যে একজনকে বেছে নেবেন। এই নিয়ম আজও আছে।

    কৃষ্ণাদেবীকে প্রশ্ন, এই সুবিধা পেয়ে কি তাঁদের কলেজ সম্প্রদায় এ যাবৎকালে সেরা শিক্ষকদের পেয়েছেন? তাঁদের কলেজের নামডাক ও ছাত্রছাত্রীদের ফলাফল কি সেই কথাই বলে?

    উনি অবশ্য ওনার নিজের কলেজের ছাত্রীদের কথা লিখেছেন, কিন্তু আরো ছ'টি কলেজও একই সুবিধা পেয়েছে।
  • ranjan roy | 132.176.188.86 | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১০:১৬685335
  • কোয়ার্ক,
    উনি তো স্পষ্ট করে বলেই দিয়েছেন যে সুপ্রীম কোর্টের তিনটে নাম ফর্মূলায় ও ছবিটা আগের মতই রইল।
    আর উনি যখন বলেন "শিক্ষাজগতে এক আমূল পরিবর্তন আনবেন, এমন দৃপ্ত ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করার পরও সাধারণ ভাবে ছবিটা আগের মতোই রইল। রোজই খবরের কাগজে পড়ি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য ও হিংসার খবর। প্রতি সন্ধ্যায় বিভিন্ন চ্যানেলে বিশিষ্টজনেরা বিতর্ক সভায় বসেন— কেন এমন হচ্ছে। আগেকার জমানার নেতৃবৃন্দ অপাপবিদ্ধ মুখ করে বলেন, দেখুন, এই জমানা কী খারাপ। বর্তমান নেতারা বলেন, আপনাদের আমলের বিভীষিকা আমরা ভুলে যাইনি। পরস্পর দোষারোপ চলে, কোনও বাস্তবসম্মত সমাধানসূত্র শোনা যায় না"--- তখন কি ঠিক "তিনোর কাছে তাঁর পরিবার নতমস্তক " বলা যায়?
  • PT | 213.110.243.21 | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১০:৫৩685336
  • নতমস্তক না হলে বাম আমলে কি কেউ "দৈবচক্রে" অধ্যক্ষ হয় বা ছাত্রভর্তি নিয়ে একপাল গরুকে গাছে চড়ায়?
  • quark | 122.79.38.82 | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২০:১৭685337
  • রঞ্জনদা,

    আমার পোস্টের প্রথম লাইনের সাথে বাকিটা একসাথে না দেখলেই ভালো হ'ত। 'পিটি'-কে নাম ক'রে খোঁচা দেওয়াটা বড্ড চোখে লাগছে। প্রথম লাইনটা সে উদ্দেশ্যেই।

    পোস্টের বাকিটা কৃষ্ণাদেবীকে। তা আপনারও কি মত এই যে কলেজ সার্ভিস কমিশন আসার পর থেকে নিতান্ত অযোগ্যরাই কলেজে চাকরি পেয়ে চলেছে?

    "তিনোর কাছে তাঁর পরিবার নতমস্তক " এ আমার মুখের কথা নয়।
  • Bratin | 122.79.37.165 | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪৯685338
  • যেনার যত বোঝার অসুবিধা তকে তো তত বেশী বোঝাতে হবে । এক্ষেত্রে কী আর করা। ও ঈ খোচা টোচা গুলো অবধারিত ভাবে থাকবেই। ঃ))
  • PT | 213.110.243.22 | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:১৭685339
  • খোঁচা থাকুক। কিন্তু তোমার কেলাশে কতগুলো রক্তিম মেধাহীন ছাত্র ছিল সেটা জানার অপেক্ষাতে আছি।

    আর এটা মেনে নিতে কিসের এত কোষ্ঠকাঠিন্য যে কৃষ্ণা বসু তাঁর প্রতিষ্ঠিত বাম বিরোধীতা সত্বেও বাম আমলে অধ্যক্ষের পদে মনোনীত হয়েছিলেন?
  • ranjan roy | 132.176.188.86 | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২৩:২৭685340
  • কোয়ার্ক,
    দূর! সব সময়ে সব রাজ্যেই ক্ষমতাশীল দলের সঙ্গে যোগাযোগের ফল লোকে পেয়ে থাকে। কখনও কম, কখনও বেশি। এই যেমন বিজেপি জমানায় নাগপুর এন আইটি, আইআইটি ,পুণে ফিল্ম, ইতিহাসচর্চা সর্বত্র ওদের লোক ঢোকানোটা চোখে লাগছে।
    তার মানে এই নয় যে এক লক্ষ চাকরিতে একলক্ষই এভাবে চাকরিতে ঢুকছে। ওটা একস্ট্রিম স্ট্যান্ড।
    একই ভাবে শুধু বাম জমানায় বামের লোকজনই কাজ পেয়েছে এমন নয়। কিন্তু যেখানে কম্পিটিশন সেখানে অগ্রাধিকার অবশ্যই পেয়েছে।তিনোদের ক্ষেত্রেও একই কথা। সব জমানাতেই কিছু মধ্যমেধার লোক ঢোকে, উচ্চমেধার কম। কারণ উচ্চমেধা অবশ্যই মাইনরিটি।
    কাজেই দুদিকেই বিস্তর উদাহরণ আছে। একটা উদাহরণ দিয়ে সেটাকে জেনারালাইজ করা !!!
    কিন্তু পিটি যেভাবে আর্গুমেন্ট করছেন সে লাইনে এগোলে বলতে হয় বিজেপি মুসলিম বিদ্বেষী নয়, নইলে কালাম সাহেব দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসলেন কি করে?

    Highway or my way--- এভাবে কোন আলোচনা হয়?
  • PT | 213.110.243.23 | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৪২685341
  • সেই কোষ্ঠকাঠিন্য?

    'তিনোদের ক্ষেত্রেও একই কথা। সব জমানাতেই কিছু মধ্যমেধার লোক ঢোকে, উচ্চমেধার কম। কারণ উচ্চমেধা অবশ্যই মাইনরিটি।"
    না একদমই নয়। তাদের দলে শিক্ষিত (আক্ষরিক ও প্রকৃত অর্থে) এতই কম যে বিভিন্ন পোস্ট অকাজের লোক দিয়ে ভরাতে হচ্ছে না হলে অন্য কাউকে ভাগিয়ে আনতে হচ্ছে। তাদের অবস্থা এতই খারাপ যে দলে অর্থমন্ত্রী বা শিক্ষামন্ত্রী হওয়ার মত উপযুক্ত লোক নেই!! কিছু অবিশ্যি তিনো-শাল আছে যেগুলো শিক্ষিত। তাদের অবিশ্যি খুব একটা পদাসীন দেখা যায় না।

    "কিন্তু যেখানে কম্পিটিশন সেখানে অগ্রাধিকার অবশ্যই পেয়েছে।"
    যেমন কলেজে-বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তির ক্ষেত্রে?
  • cm | 127.247.100.114 | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:০০685342
  • গত টেটের সময় একটা অডিও ২৪ ঘন্টায় শোনাচ্ছিল যাতে বলা হচ্ছিল তিনু না হলে চাকরি হবেনা। সেটার কোন লিঙ্ক আছে?
  • Bratin | 122.79.36.32 | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৪২685344
  • উচ্চ পদে নিজে দের লোক ঢোকানো নিয়ে যখন বাম রা বিশেষ করে সিপিএম রা কথা বলে তখন কেন জনি না আমার কুলকুলিয়ে হাসি পায় ঃ)))))
  • PT | 213.110.246.22 | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ০৮:১২685345
  • কৃষ্ণা বসুর দাবী মত তোমার ক্লাশের দু-একটা মেধাহীন রক্তিমের নাম পেলে আমাকে একটু কম হাসতে হত।
  • sm | 53.251.89.148 | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৯685346
  • আবার নাম ধাম। আমি আপনাকে বলেছিলাম কিছু নাম দিন (ডকুমেন্ট সহ) যারা কংগ্রেস আমলে বা বর্তমান সরকারের আমলে খালি পার্টির দাক্ষিন্যে যোগ্যতা ছাড়াই চাকরি পেয়েছেন। আপনি কি দিতে পেরেছেন? যদিও খোলাপাতায় কিছু দেওয়া উচিত নয় বলেই আমার মত ।আপনি শিক্ষিত লোক হয়ে এমনি নাম ধাম চেয়ে বেড়াচ্ছেন কেন?একজন শিক্ষক কেনই বা তাঁর স্টুডেন্ট দের মধ্যে কে রক্তিম, কে নয় ; তাঁর বিবরণ আপনাকে দেবে কেন?
    এটা একজন ডাক্তার কে তাঁর রোগীর গোপন হিস্ট্রি চাওয়ার মতই গর্হিত কাজ বলে মনে হয়।
    অতীতে একজন কিছু লিংক দিয়েছিল। তাতে কি লাভ হলো? আপনাকে কনভিন্স করানোর জন্য তো কেউ আসেনি।
    আপনি বার বার অনিলায়ন বলে কিছু হয়না প্রমান করার জন্য উঠে পড়ে লেগেছেন। এতে করে কি ম্যাঙ্গ পাবলিকের ধারণা বদলে দিতে চান নাকি?
  • Bratin | 122.79.36.32 | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ০৯:০৭685347
  • হাসার দিন নয় এখন তো সিপিএম সমর্থক দের সমগঠন শক্তিশালী করার সময়। সাধারণ মানুষ যারা নানা কারনে বাম দল থেকে দূরে দরে গেছে তাদের মূল স্রোতে ফিরিয়ে আনা।১৬ না হলে তর পরের বারে আমরা আবার পরিবর্তিত নতুন উদ্যমে উজ্জিবীত বাম দল কে দেখতে চাই। যারা অতীতের ভুল গুলো থেকে শিক্ষা নিয়ে আরো ভালো ভাবে আমাদের রাজ্য কে সামনে থেকে নেতৃত্ব দেবে। কারন বাম দলে বুদ্ধিমান আর যোগ্য লোক যে কোন দিনে তিনোমূল থেকে অনেক বেশী।
  • PT | 213.110.246.22 | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ০৯:১১685348
  • অনেক কথা হল বলা.....
    এবার তাহলে ধরে নেওয়া যায় যে অন্ততঃ ছাত্র ভর্তি প্রসঙ্গে কৃষ্ণা বসু গরু গাছে চড়িয়েছেন।
  • sm | 53.251.89.148 | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ০৯:১৪685349
  • ও, হ্যা, সুগত বসু,ব্রাত্য বাবু, অমিত মিত্র ,পার্থ চ্যাটার্জি, শশী পাঞ্জা ,সৌগত রায়, উপেন বিশ্বাস এবং অতীতে কৃষ্ণা বসু, রঞ্জিত পাঞ্জা প্রমুখ লোকেরা ছিলেন/আছে। এদের তো শিক্ষিত বলেই মনে হয়।
    এছাড়াও অনেক এই পি এস, এই এ এস অফিসার আছেন।
    তা, আপনার আর কত শিক্ষিত রাজনীতিক লাগবে?
    আমার কাছে, শিক্ষিত বা স্বল্প শিক্ষিত, এটা ইম্পর্টান্ট নয়।গুরুত্ব পূর্ণ হলো কে কতটা কাজের ও মানুষ হিসেবে ভালো কিনা।
  • PT | 213.110.246.22 | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ০৯:২৯685350
  • এক পা কলার খোসায় আর খুঁড়ে রাখা কবরে আরেক পা দিয়ে তক্কে নামার কোন মানে হয়?
  • sm | 53.251.89.148 | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৪৯685351
  • যুক্তি না থাকলে এরকম অবান্তর কথা আওড়াতে হয়।
    কেন নাম ধাম চেয়ে বেড়াচ্ছেন তাঁর উত্তর নেই।
    বাম আমলে শিক্ষিত রাজনীতিকরা কি করে দেখিয়েছেন; তার জবাব নেই। একজন অর্থমন্ত্রী, যিনি শিক্ষার ভারে নুব্জ্য;বছরের পর বছর ঘাটতি শূণ্য বাজেট পেশ করে, রেকর্ড করেছিলেন। ছেড়ে যাবার সময় হটাত করে দু লক্ষ কোটির দেনা!
    শিক্ষা , সাস্থ্য এর অবনতির কথা তো ছেড়েই দিলাম ।সব মহান শিক্ষিত রাজনীতিবিদ রা পদে আসীন ছিলেন কিনা!
  • | 213.99.215.27 | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১০:৩৫685352
  • পিটি দা, লাল রঙ ছাড়া কিছু উপাচার্য্য র নাম দাও। আর লাল রঙ যুক্ত কিছু উপাচার্য্যের নাম লেখো ঃ))

    আর হ্যাঁ প্রশ্নের উত্তরে প্রশ্ন নয়। প্রশ্নের উত্তর দাও। ঃ))
  • PT | 213.110.246.25 | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১৩:১১685353
  • CU
    আশুতোষ মুখার্জী, শ্যামাপ্রসাদ মুখার্জী, হাসান সুরাবর্দি, বিধানচন্দ্র রায়, চারুচন্দ্র বিশ্বাস....... ইত্যাদিরা কোন না কোন ভাবে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। আর এখন সুগত মারজিৎ।

    রমেন পোদ্দার পার্টি করতেন বলে শুনেছিলাম। সুরঞ্জন তো এ আমলেও পছন্দের মানুষ। বাকিদের orientation জানা নেই।
  • Bratin | 122.79.36.32 | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১৪:২৪685356
  • এখানে অবভিয়াস ভাবে ৩৪ বছরে নিয়োজিত উপাচার্য্য দের কথা বলছি পিটি দা।
  • cb | 213.0.215.4 | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৩০685357
  • এই ২ লক্ষ কোটি টাকা দেনা শুনে তিনোর ইস্তেহার মনে পড়ে গেল। এনিওয়ে স্বল্প সন্চয় বলে কিছু একটা শুনেছিলাম যেন
  • PT | 213.110.247.221 | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৪১685358
  • রমেন পোদ্দার পার্টি করতেন বলে শুনেছিলাম। সুরঞ্জন তো এ আমলেও পছন্দের মানুষ। বাকিদের ওরিএন্ততিওন জানা নেই।

    আর কংগ্রেসের "লোক" হলে অসুবিধে নেই তাইতো?
  • ... | 74.233.173.203 | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১৭685359
  • প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন :)
  • sm | 233.223.159.253 | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ২২:২১685360
  • এই ২ লক্ষ কোটি টাকা দেনা শুনে তিনোর ইস্তেহার মনে পড়ে গেল। এনিওয়ে স্বল্প সন্চয় বলে কিছু একটা শুনেছিলাম যেন
    ----
    লাও, আর এক পন্ডিত এলেন। দু লক্ষ কোটি টা, স্বল্পসন্চয় ছিল, এই তো।ওটা ধার নয় মোটেও।
  • cb | 11.39.60.190 | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৩১685361
  • পন্ডিত তো আপনি, অ্যাম্বি পন্ডিত

    পিওর লাব

    কোথায় বলা হয়েছে দু লাখ কোটি টাকার পুরোটা স্বল্প স? কিন্তু একটা সাবস্ট্যানশিয়াল অ্যামাউন্ট ছিল। এই পাতায় কেউ একজন লিখেছিলেন মিত্র বাবুও স্বল্প স এর প্রসঙ্গ তুলেছিলেন। সেইজন্যই তিনুদের ইস্তাহারের কথা তুলেছিলাম।

    অ্যাম্বি পন্ডিত
  • sm | 233.223.159.253 | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৪২685362
  • খিক খিক।
  • | 213.99.211.19 | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১০:২৭685363
  • ঃ))
  • PT | 213.110.246.23 | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১০:৫৬685364
  • তো উপাচার্যের ব্যাপারটা কোথায় দাঁড়িয়ে এখন? বিশেষতঃ CU সহ-উপাচার্যের গতকালের উক্তির পরে?
  • ranjan roy | 192.69.107.40 | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১২:৫৭685365
  • যাঁরা অনিলায়ন নিয়ে কুষ্ঠিঠিকুজি খুঁজছেন তাঁরা একটু কষ্ট করে সিপিএম এর পার্টি কংগ্রেসের আগে বঙ্গ রাজ্য ইউনিটের আত্মসমালোচনার দলিলটি দেখুন। তাতে স্পষ্ট করেই অনিলায়নের কথা স্বীকার করা হয়েছে। অর্থাৎ, পার্টির লোকজন দিয়ে শিক্ষাক্ষেত্রে নিয়ন্ত্রণের কথা।
  • | 213.99.211.18 | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩৬685367
  • পিটি দা, রঞ্জন দা কী বলছে একটু দেখো প্লিজ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন