এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আন্দোলনের ইতিবৃত্ত

    htar91
    অন্যান্য | ২৪ আগস্ট ২০১৫ | ২৩০৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • skm | 83.136.211.128 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ২১:০৩685501
  • all are good people
  • ranjan roy | 24.97.122.241 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ০৬:০৫685502
  • পোটকে,
    ১)কোন সন্দেহ নেই চাকরি পাওয়ার ক্ষেত্রে সারা ভারতে (বিদেশের কথা জানি না) চেনাজানা বিশেষ কাজ করে। এটা হিউম্যান ফ্যাক্টর। হিন্দি বলয়ে নিজের জাত বা ধর্মের লোক ফ্যাক্টর বেশ ভালো ভাবে কাজ করে। রাজনৈতিক চেনাজানা ও একধরণের ফ্যাক্টর। কংগ্রেস আমলে কি আর রাজনৈতিক চেনাজানায় কাজ হত না। খুব হত। গুচ্ছের উদাহরণ আছে।
    তাহলে আর সো কলড 'অনিলায়ন' নিয়ে এত কথা কেন?
    -- কথা এইজন্যে যে অনিলায়ন মানে খালি চাকরি পাইয়ে দেওয়া নয়। সেতো পয়সা নিয়েও চাকরি/পোস্টিং/ট্রান্সফার হত , আজও হয় সব রাজ্যে।
    " অনিলায়ন" আর বিজেপির "গৈরিকীকরণ" একই কয়েনের দুপিঠ। এখানে শুধু চাকরি পাওয়ানো নয়, এখানে রণনীতি হচ্ছে পার্টির নিয়ন্ত্রণ।তাই আশা করা হয় যে কৃতজ্ঞতা বশতঃ ব্যক্তিটি পার্টির কাজ প্রচার ইত্যাদি করবে। অন্ততঃ পার্টির ঘোষিত নীতির বিরুদ্ধাচরণ করবে না। এই দুই দলে ক্ষেত্রেই "আনুগত্য কেনা"র ব্যাপারটা থাকে।
    ২)
    সেই জন্যেই অনিলায়ন= শিক্ষাক্ষেত্রে কঠোর ভাবে দলীয় নিয়ন্ত্রণ, চাকরি পাইয়ে দেওয়া তো অন্যতম ফল আউট মাত্র! আসল তো চাকরি পাওয়র পরে। তাই আমার স্কুলে কোন সন্ধ্যেয় বা রোববারে ক্লাসরুম খুলে মার্কসবাদী স্টাডি সার্কেলের ক্লাস হত, আলো ও পাখার বিল কে চোকাত সে নিয়ে গেস করার দরকার নেই।
    কিন্তু তার চেয়ে বড় কথা আনুগত্য। যারা এইগুলো এ্ড়িয়ে চলত তাদের ধমকানো হত।---- আসছ না যে? ভাল করছ না!
    প্রত্যক্ষ রাজনীতিতে অনাগ্রহী আমার এক বন্ধু (সেকেন্ড স্কীম নাকতলা) এর দাম আজও চোকাচ্ছে। ফুটবল ক্লাবের মারপিটের ঘটনায় ওর বিরুদ্ধে মিথ্যে ফৌজদারী কেস লাগালেন-- না ক্লাবের ছেলেরা নয়-- আমার ইংরেজির শিক্ষক, তখন হেডমাস্টার, পার্টির নেতা। তিনি এখন নেই। কিন্তু ৬৫ বছরের বন্ধুটিকে আজও বছরে দু-একবার কোর্টে হাজিরা দিতে হয়। ক্রিমিনাল কেস নিজে নিজে শেষ হয় না যে!
    ৩) বাঁশদ্রোণীর অরূপ।কয়েক বছর আগে প্রাইমারি স্কুল টিচারের পরীক্ষায় মেরিট লিস্টে ওপরের দিকে নাম। রাজনীতিতে অনাগ্রহী। মিছিল-টিছিলে চেহারা দেখাত না। কিন্তু প্রথা অনুযায়ী দলের অফিসে গিয়ে নমস্কার করায় পিঠ চাপড়ে আশ্বাস দেওয়া হল -- আরে, তুমি তো পেয়ে যাবেই।
    কিন্তু না, পেল ওর নীচে নাম থাকা একজন সক্রিয় কর্মী। অরূপ বইপাড়ায় প্রকাশন সংস্থায় চাকরি নিল। কোর্টে গেল। লোয়ার কোর্টে জিতেছে। সরকার হাইকোর্টে আপিল করেছে।
    এটাই অনিলায়ন। বুদ্ধবাবু ঠিকই বলেছেন--ম্যানেজিং কমিটির ইলেকশনে দলের প্যানেলের মাধ্যমে নিয়ন্ত্রণের বাড়াবাড়ি। আর কী ভাষায় বলবেন? বিজেপি কি নিজেদের কাজকম্মো কে গৈরিকীকরণ বলে? সেটাও তো মিডিয়ার তৈরি!!!
    তাই বুদ্ধবাবুর দলিলের আবাপ ব্যাখ্যায় কোন প্রটেস্ট হয় নি। কাতণ ব্যাখ্যাটি যথাযথ।
  • PT | 213.110.247.221 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৬685503
  • "অনিলায়ন" আর বিজেপির "গৈরিকীকরণ" একই কয়েনের দুপিঠ।"
    তিনোদের হাত শক্ত করার জন্য দলে দলে যোগ দিন!!

    "সেই জন্যেই অনিলায়ন=শিক্ষাক্ষেত্রে কঠোর ভাবে দলীয় নিয়ন্ত্রণ, চাকরি পাইয়ে দেওয়া তো অন্যতম ফল আউট মাত্র! "
    এমনকি আবাপ-ও এতদূর যাওয়ার সাহস করেনি!!
  • sm | 53.251.88.233 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ০৯:২৩685504
  • উনি সাহস দেখালেন; এবার কি বলবেন বলুন।
  • | 24.99.53.38 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ০৯:২৪685505
  • ঃ))))
  • Arpan | 125.118.22.149 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ১২:৫৮685506
  • আর এই যে আবাপকে বেঞ্চমার্ক বানিয়ে আবাপর ইসে শক্ত করা হল!

    সেই বেলা?
  • | 229.64.78.127 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ১৩:০০685507
  • কী আর করা !! " এই সময়ের " "ইয়ে" অলরেডি শক্ত হয়ে গেছে!! ঃ))
  • cm | 127.247.96.51 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৫৩685508
  • গৈরিকীকরণ বলতে কি বোঝায় কেউ যদি একটু উদাহরণ সহযোগে বোঝান।
  • PT | 213.110.246.22 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৫৮685509
  • ও সব ডিটেলে যাওয়ার দরকার নেই।
    ভারতে শুধু অনিলায়ন আর গৈরিকিকরণ হয়েছে। ব্যাস!!
    বাকি ভারতের ইতিহাসে ও সময়কালে কংগ্রেসায়ন বলে কিছু ছিলনা কেননা সেকথা আবাপ এখনো লেখেনি।
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | 117.167.108.173 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৪১685511
  • অফ অল পিপল, রঞ্জনদা যদি "সো-কলড" অনিলায়ন আর স্যাফ্রনাইজেশনকে এক কয়েনের এপিঠ ওপিঠ হিসেবে দেখেন, তাহলে আমাকে ফের নতুন করে রাজনীতির প্রাইমারি স্কুলে ফিরে যেতে হবে। এটা বড়ই বাড়াবাড়ি হয়েছে।
  • PT | 213.110.246.22 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ১৫:০৭685512
  • ২৪ শে মে, ১৯২১

    My dear Meghnad .......................................
    জ্ঞানের পত্র পাইয়াছি।....... জ্ঞানের appointment নিয়ে আশু বাবুর বিদ্বেষমূলক কীর্তির বা অপকীর্তির কথা পূর্ব্বেই জানিয়াছ। তিনি ভাংচি দেওয়ার চেষ্টায় আছেন। অর্থাৎ ৩০০ (টাকা) বেতনে আজন্ম দাসখত লিখিয়া College of Science-এ থাকিতে হইবে।
    .....
    Yours sincerely,
    P. C. Ray

    না, না, এসব আকচা-আকচি যুগপুরুষদের মধ্যে। তাই আবাপ এসব নিয়ে কিছু লিখবে না। তাই আমরাও এসব নিয়ে কিছু বলব না। আমাদের ইতিহাস চর্চা শুরু হবে অনিলায়ন থেকে এবং অনিলায়নকে কেন্দ্র করেই আলোচনা আবর্তিত হতে থাকবে!!
  • PM | 233.223.159.253 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১১685513
  • পঃবঃ এ অনিলায়ন হলো আর ওদিকে শিক্ষক নিয়োগে দূর্নীতির জন্য কোর্ট শাস্তি দিলো হরিয়ানা মুখ্যমন্ত্রীকে ঃ)

    যা মনে হচ্ছে একমাত্র স্বচ্ছ সিলেকসন প্রসেস ফলো করা হয় ছত্তিসগরে ঃ)।

    সিপিয়েমের অনিলায়নের স্বীকারোক্তির লিন্ক পাওয়া গেলো? সিভি পাঠালে আনন্দবাজার রজনদাকে প্রোপাগান্ডা চিফ পোস্ট-এ লুফে নেবে।
  • SKM | 83.136.211.128 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ১৯:০১685514
  • AAMI JOKHON kerala tae chakri kortam(1990), tokhon govt job gulo petae bribe lagto, amount depending on the salary. Taka gulo different level ae distribution hoto.In fact eta, tamil nadu tae hoto/hoy.
    Latest khobor jani na. Most of the states have similar problem.
  • Bratin | 122.79.39.61 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ১৯:০৭685515
  • আমার মনে হয় বিরোধী বাম থেকে বিক্ষুব্ধ বাম রা আরো
    বেশী সমালোচক । কারন আগে ও ই দল টির অনুগামী থাকার কারনে দলটির ক্ষমতা আর দুর্বলতা সম্পর্কে তারা বেশী ওয়াকিবহাল।
  • | 24.96.99.238 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২১:০৪685517
  • কেউ নিশ্চয় মামলা করেছিল। তা বলে ১০,৩২৩ জন?
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | 47.228.107.140 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২১:২৪685518
  • আসলে কী জানো, লিংক দিতে গেলে বা তর্ক করতে গেলে কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট লাগে। সব কিছু তো সকলের জন্যে নয়। ত্রিপুরার এই কেসটা ২০১০ এর রিক্রুটমেন্ট নিয়ে, যেটা নিয়ে ত্রিপুরা সরকারের বক্তব্য ছিলো যে সেগুলো ২০০৬ সালের ইনিশিয়েটেড প্রসেস। ২০০৯ সালে টেট ম্যান্ডেটরি করে NCET। সেইটা এক্ষেত্রে না হওয়াতে কেসটা করা হয়। যতদূর জানি সুপ্রীম কোর্ট স্টে অর্ডার দিয়েছিলো, এবং কেস সম্ভবতঃ এখনো চলছে। হাই কোর্টের ভার্ডিক্টটা কষ্ট করে পড়লে দেখা যেত যে সেখানে পসিবল ম্যালপ্র্যাকটিস নিয়ে কোনো কিছুই কোর্ট বলেনি

    তবে এর পর ত্রিপুরায় টেট চালু হয়।
  • cm | 127.247.96.51 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২১:৩৬685519
  • ei Je, http://www.tripurainfo.com/info/ArchiveDet.aspx?WhatId=15416

    Agartala, Jul 27, 2015 : The supreme court today posted the state government's appeal against the en masse dismissal from service of 10,323 teachers by Tripura high court on May 7 last year to October 9. The case came up in the apext court Registrar General's court this morning and having examined all relevant papers related to the case the Registrar General posted it for next hearing on October 9.
  • | 24.96.99.238 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২১:৪০685520
  • আমি এত কিছু না জেনেই লিখলাম। ঐ ১০,৩২৩ নাম্বার টা র জন্যে।

    অরি বলা র পরে স্পষ্ট বুঝতে পারলাম।
  • | 24.96.99.238 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২১:৪৬685522
  • পিএম, ছত্তিশগড়ে ও এরকম হোত না। নেহাত রঞ্জন দা ছিলেন বলে... ঃ))
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | 127.194.233.143 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫০685523
  • তুমি কি কখনো গাড়ি চালাইস?

    বহুবছর গাড়ি চালালে স্টিয়ারিং ধরে গাড়ি গীয়ারে ফেল্লেই বোঝা যায় গাড়ির হালত কেমন। আর আমি তো বেশ কিছুক্ষণ অ্যাম্বাস্যাডরটা চালিয়েছি, কাজেই বুঝতে ভুল হয় নাই :-p
  • | 24.96.99.238 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫৫685524
  • না অরি ওটা আর আমার দ্বারা হল না। ঃ))

    আর কাউকে রিড করার ক্ষমতা আমার বেশ খারাপ। ঃ((
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | 127.194.233.143 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:১১685526
  • নাঃ এই লোকটা বড়ই নিষ্পাপ শিশু টাইপের।
  • cm | 127.247.96.51 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:১৭685527
  • কিন্তু আমাদের আলোকিত করে sm কোথা গেলেন?
  • cm | 127.247.96.51 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০৬:৩২685530
  • কী পড়াচ্ছেন বলুনতো? লিঙ্ক দ্লামতো নাইন্থ অক্টোবর, ২০১৫,সুপ্রীম কোর্টে আগামী হীয়ারিংএর দিন ঠিক হয়েছে। গুগল করে আর কি জ্ঞানবিতরণ করবেন, সেতো সবাই প্রয়োজন মত করে নেবে।
  • cm | 127.247.96.51 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০৬:৩৩685531
  • দলামতো নয় দিলাম তো।
  • sm | 233.223.155.129 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪২685533
  • দেখুন গতকাল আমি একটা রিপোর্টিং পেস্ট করে ছিলাম । কোথাও নিজের মত দি ই নি। অর্থাত পিটি বর্ণিত নিউস; ভিউস নয়।
    একজন স্বঘোষিত পন্ডিত লিখলেন, কোর্ট কোনো ম্যাল প্র্যাকটিসের কথা বলে নি। আপনি ফেউ এর মতো, কি হলো কি হলো বলে রব তুল লেন। তাই তো এত লিংক দিতে হলো। লাস্টের আগের প্যারা টা পড়তে বললাম। তা, পড়ে বলুন, আপনার বিশ্লেষণ।
    Apart from basic-training holders, 32 others filed separate writ petitions last week, alleging violation of RTE and criticizing the government's recruitment policy of providing 30 per cent jobs on the basis of need and the remaining on merit without conducting a written test. The HC observed that the government's recruitment policy appeared to be extra-constitutional, stating, "The way the government selected candidates is totally unconstitutional."
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন