এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আন্দোলনের ইতিবৃত্ত

    htar91
    অন্যান্য | ২৪ আগস্ট ২০১৫ | ২৩০৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.223.159.253 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ২১:২৪685601
  • আপনি এতদিন ধরে যে মাপকাঠি দিয়ে জনগনের নায়ভিটি, ছাগলত্ব মেপে চলেছেন, তাই দিয়ে ;-)))
  • cm | 127.247.96.51 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ২১:৩৯685602
  • কয়েক ঘন্টা পার হয়ে গেল কিনা তাই খোঁজ নিচ্ছিলাম গুগল করে নতুন কিছু জানা গেল কিনা।
  • ranjan roy | 24.97.45.120 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ২২:৩৩685603
  • ১) পিটি বলেছেন (লক্ষ্য আমি)ঃ
    "ও সব ডিটেলে যাওয়ার দরকার নেই।
    ভারতে শুধু অনিলায়ন আর গৈরিকিকরণ হয়েছে। ব্যাস!!
    বাকি ভারতের ইতিহাসে ও সময়কালে কংগ্রেসায়ন বলে কিছু ছিলনা কেননা সেকথা আবাপ এখনো লেখেনি।"
    --আমি বলেছিলাম (
    "কংগ্রেস আমলে কি আর রাজনৈতিক চেনাজানায় কাজ হত না। খুব হত। গুচ্ছের উদাহরণ আছে।"
    কাজেই পিটির আশু মুখুজ্জের উদাহরণ কোন নতুন মাত্রা যোগ করল না। এতে একজন ব্যক্তির অপব্যবহারের কথা হল। ক্ষমতাসীন পার্টির নীতিগত ক্ষমতায়নের উদাহরণ হল না।
    ২) আমি যে অরূপ বলে ছেলেটির হাতে গরম উদাহরণ দিলাম সে নিয়ে কবি নীরব কেন?
  • PT | 213.110.246.25 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ২৩:০৮685604
  • 'কংগ্রেস আমলে কি আর রাজনৈতিক চেনাজানায় কাজ হত না। খুব হত। গুচ্ছের উদাহরণ আছে।"
    ব্যাস তাহলে তো মিটেই গেল। তাহলে আর অনিলায়ন বলে গোল করা কেন?

    "আমি যে অরূপ বলে ছেলেটির হাতে গরম উদাহরণ দিলাম সে নিয়ে কবি নীরব কেন?"
    সেটি সত্যি ধরে নিয়ে আমি বাম আমলে "মিসক্যারেজ অব জাস্টিস" আখ্যা দিতে রাজী আছি। কিন্তু সেটাকে চুইংগামের মত টেনে "অনিলায়ন" বলা খুব অন্যায্য অবস্থান হবে। কেননা আমার খুব চেনা, সপরিবারে কংগ্রেসের সমর্থক ও ঘোর বাম-বিরোধী দুই প্রজন্ম, বাম আমলে কলকাতার একটি কলেজে অধ্যাপনা করেছেন এরকমটা আমার জানা আছে।
    তাহলে ২-১ হয়ে আমার হাতে ১ পয়েন্ট বেশী রইল।
  • ranjan roy | 24.97.45.120 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ২৩:১১685605
  • অজ্জিৎ বলছে-"রঞ্জনদা যদি "সো-কলড" অনিলায়ন আর স্যাফ্রনাইজেশনকে এক কয়েনের এপিঠ ওপিঠ হিসেবে দেখেন, তাহলে আমাকে ফের নতুন করে রাজনীতির প্রাইমারি স্কুলে ফিরে যেতে হবে।"
    ---- দ্যাটস্‌ ইট! ফর্ম পড়ে গেলে ভালো ব্যাটসম্যানের একই দাওয়াই-- গো টু বেসিকস্‌!
    ( একটু কুট্টুস করলাম, পার্সোনালি নিও না,প্লীজ!)
    অনিলায়ন ও গৈরিকীকরণের সম্পর্কঃ
    দেখ, তোমার আমার প্রিয় লেখক মুজতবা বলে গেছেন কোন তুলনাই চারঠ্যাঙের ওপর দাঁড়ায় না। মানে, বেশি হলে তিন ঠ্যাং। তেমনি এরা সমসত্ত্ব নয়, সদৃশ মাত্র,অবশ্যই আমার ব্যক্তিগত মত। সেগুলো বলছি।

    ১), দুটো দলই ক্যাডার বেসড্‌, মাস বেসড্‌ নয়। কংগ্রেস বরং মাস বেসড্‌।

    ২) দুটো দলই ইতিহাসের নিজস্ব ব্যাখ্যার উপর দাঁড়িয়ে ( হিন্দু সুপিরিয়রিটি, হিস্টোরিক্যাল মেটিরিয়ালিজম) দাবী করে যে ইতিহাস শুধু ওদেরই পক্ষে।
    ৩) দুটো দলই মানব সমাজ ও ইতিহসের গতিপথের বিশ্লেষণভিত্তিক ভবিষ্যবাণী করে।
    ৪) দুটো দলই রেজিমেন্টেড, সেন্ট্রালাইজড্‌ কন্ট্রোল। বিতর্কের স্পেস নেই বললেই চলে। ক্ষমতাসীন গ্রুপের বিপরীত দলিল সর্বস্তরে সার্কুলেট করা হয় না।
    ৫) দুটো দলেই নেতৃত্বের মধ্যে এবং গ্রাসরুট লেভেল অনেকে সাদামাটা জীবন যাপন করেন এবং নিজেদের আদর্শে/ব্যাখ্যায় অবিচল থাকেন।
    ৬) দুটো দলই ঘোষিত ভাবে সমাজপরিবর্তনের জন্যে হিংসাত্মক পদ্ধতিতে বিশ্বাস করেন।
    ৭) দুটো দলই মতাদর্শগত হেজিমনি ও ক্ষমতায়নের জন্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুগত লোক, স্কুলে নিজেদের মতাদর্শগত ক্লাস ( যেমন সিপিএম এর স্টাডি সার্কেল, বিজেপির বৌদ্ধিক ক্লাস), টেক্স্টবই ও কোর্সে নিজেদের মতাদর্শগত লেসন ইত্যাদি ঢোকাতে তৎপর।
  • ranjan roy | 24.97.45.120 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ২৩:১৪685606
  • আপনি একটা লাইন তুলে দুবার দুরকম ব্যাখ্যা দিয়ে খুশি হতে চান তো সুখে থাকুন।
    ২-১?ঃ)))
  • cm | 127.247.96.51 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ২৩:১৯685607
  • রবীন্দ্রনাথের দাড়ি আছে, ছাগলের ও দাড়ি আছে।
  • PT | 213.110.246.25 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ২৩:২৮685609
  • গেরুয়াপনা একটা তাত্বিক অবস্থান আর সেটা RSS/জনসংঘের জন্মলগ্ন থেকে আছে। আর থাকবে যতদিন এই পার্টির অথবা তার সমর্থকেরা থাকবে।

    "অনিলায়ন" যদি আদৌ হয়ে থাকে, এক ব্যক্তির জীবনের একটি অতিক্ষুদ্র time-scale-এর ঘটনা। এটা খুব বেশী হলে "কংগ্রেস আমলে কি আর রাজনৈতিক চেনাজানায় কাজ হত না। খুব হত"-র সঙ্গে তুলনীয়। বা সাম্প্রতিক কালে প্রেসির সুগতায়নের মত ঘটনা। গেরুয়াপনার মত ব্যাপার হলে ৭৭-এর ক্ষমতা দখলের দিন থেকেই "অনিলায়ন" চালু হওয়ার ঘটনা -যা হয়নি। আর অনিলায়ন সত্যি অ্যাজেন্ডা হলে বাম সরকারের কোন মতেই SSC ও CSC চালু করার কথা নয়।

    কাজেই এই প্রসঙ্গে ১-৭ নম্বর পয়েনের সবগুলো-ই অর্থহীন বাগাড়ম্বর!!
  • aranya | 154.160.130.92 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ২৩:২৮685608
  • এবার আমায় ৮০-র দশকে কলেজ রিক্রুটিং-এর অ্যানেকডোট দিয়ে ২-২ করতে হবে :-)
  • ranjan roy | 24.97.45.120 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ২৩:২৯685611
  • পিটি,
    ১)এই পাতায় একজন প্রচন্ড মমতাবিরোধী বাম সমর্থক আছেন। তাঁকে বাড়ি করতে গিয়ে সিন্ডিকেটের চাপ নিতে হয় নি। তিনি কোয়ালিটি ইঁট বালি সিমেন্ট ন্যায্য দামে পেয়েছেন। তাঁকে শুধু আমি নয়, আপনিও চেনেন। তার থেকে কি প্রমাণ হয় যে কোলকাতায় তিনোদের সিন্ডিকেট রাজ নেই?
    ২) আর আপনার উদাহরণটি আপেলের সঙ্গে ইয়ের তুলনা। কারণ আপনার চেনা দুই প্রজন্মের কং পরিবার নামজাদা এলিট। ওরা অন্য জাতি হয়। ওদের দিয়ে সাধারণ লোকের সঙ্গে ক্ষমতাসীন দলের ব্যবহার মাপা যায় না। আমি উদাহরণ দিয়েছি সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলের। যার কেউ নেই সাহায্য করার। সিপিএম এর অশোক মিত্র ইন্দিরা গান্ধীর সময়ে অন্যতম অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। তাতে কি প্রমাণ হয়?
    আড়বাণী নিজের ভাইঝির লন্ডনে মুসলিম বরের সঙ্গে বিয়ের অনুষ্ঠনে উপস্থিত থাকেন। তো?
    সাধারণ ছেলেপুলে পার্টির বিরাগভাজন হলে কি হয় দেখিয়েছি। আমার যে বন্ধুটি এখনও ৬৫ বছর বয়সে ক্রিমিনাল কেসের ঠেলায় কোর্টে যাচ্ছে-শিক্ষক নেতার কোপে পড়ে সেটা দেখুন, তারপরে দেখুন ২-১ না কি ০-২?
  • PM | 53.251.88.53 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৫০685612
  • দিদি-র এখন রন্জনদার তাত্ত্বিক বাম বিরোধী ন্যারেটিভের খুব প্রয়োজন। কি করে এতদিন ফেলে রেখেছে জনি না ঃ) নিশ্চই খবর পায় নি।

    যে চ্যনেলে খসরা পাঠানো হয়েছিলো সেই চ্যানেল ব্যবহার করে সন্ধান পাঠানো যায় না? ঃ)
  • ranjan roy | 24.97.114.80 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৫৫685613
  • পিএম,
    একটু দেখুন না চেষ্টা করে! বড় কষ্টে আছি। আপনি আমাকে দেখুন, আমিও আপনাকে দেখব। মাক্কালী!!
  • PT | 213.110.246.25 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৫৭685614
  • তর্কের খাতিরে বাম সরকারের বিরুদ্ধে আপনার সকল অবস্থান মেনে নিয়েও বলা যায় যে গেরুয়াপনা ও অনিলায়নকে সমতুল্য প্রমাণ করার প্রচেষ্টা থেকে বেজায় পচা ইতিহাসের টক-টক গন্ধ বেরোচ্ছে।
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | 117.167.108.62 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৪৫685615
  • রঞ্জনদা এইত্তো সেদিন রিটায়ার করলেন। এর মধ্যে বারো বছর কেটে গেলো? সত্যি, টাইম ফ্লাইজ :-p

    এটা সত্যি মাইরি রবীন্দ্রনাথ আর রামছাগলের দাড়ির গল্প হল। কী আর বলি!
  • Du | 107.79.230.34 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৫৮685616
  • গরীবরাও মেজরিটি আর হিন্দুরাও মেজরিটি। এইটা বাদ ছিল।
  • cm | 127.247.96.51 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০৮:২৪685617
  • আমার ধারণা ১৭ বছর ৭ মাস ৭ দিন কেটে গেছে। তাই প্রিসাইজলি ৭টি পয়েন দেওয়া হয়েছে।
  • ranjan roy | 24.97.249.106 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০৮:২৭685618
  • পিটি,
    গন্ধের ইনটেনসিটি মাপার কেমিস্ট্রির পদ্ধতি কী?ঃ))
    আমার আগের পোস্টটি আবার দেখুন।
    " সমসত্ত্ব নয়, সদৃশ মাত্র,অবশ্যই আমার ব্যক্তিগত মত।"
    আদৌ গৈরিকীকরণ=অনিলায়ন বলিনি। যেটা বলছি এবং আবারও বলছি দুটোর মধ্যে বিশেষ সাদৃশ্য হল শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে পার্টির র্নীতিগত ও সাংগঠনিক নিয়ন্ত্রণ কায়েমের চেষ্টা।এটা ঠিক কংগ্রেস বা ইউপি/বিহারের মত চাকরি দিয়ে ব্যক্তিগত আনুগত্য কেনা নয় (আশু মুখুজ্জের উদাহরণের মত)।
    এটা স্কুল কলেজ শিক্ষার ক্ষেত্রে রণকৌশল হিসেবে পার্টির হেজিমনি কায়েম করার চেষ্টা। সংঘ পরিবারের ক্ষেত্রে এটা গৈরিকীকরণ, বামেদের ক্ষেত্রে অনিলায়ন। অনিলায়ন শব্দটি নিয়ে আপত্তি থাকতেই পারে।
    কিন্তু ব্যাপারটা উপে যায় না। না হলে প্রাক্তন মুখ্যমন্ত্রী এভাবে পার্টি কংগ্রেসের পাল্টা দলিলে শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের সমালোচনা করতেন না।
    এটুকুই বলার।
    বলুন, এবার গন্ধচুরির মামলা করবেন কি না!
  • ranjan roy | 24.97.249.106 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৩৩685619
  • অজ্জিৎ,
    কোথায় স্লিপ করেছি বুঝতে পারছি না, ধরিয়ে দাও প্লীজ! বারো বছর!! ৬ বছর হল।
  • Brstin | 122.79.37.48 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪৬685620
  • পিটি দা ২-১ এ জিতে গেছে।

    পার্টি চাই পিটি দা।এবাতে কলকাতায় এলে। ঃ)
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | 117.167.108.182 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫০685622
  • ক্লু দেবো? নাঃ, একটু ভাবুন না :-p
  • ranjan roy | 24.97.249.106 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০৯:২১685623
  • মাইরি! ভাবার টাইম নেই।
    ডায়রেক্টর ছেলেটি ধমকাচ্ছে--- স্নানে যান দাদা! বেরোতে হবে। আলসেমি ছাড়ুন। আজ রাত দশটায় দান্তেওয়াড়া পৌঁছে ল্যাপি খুলবো। তখন যেন অন্ততঃ ক্লু পাই! নইলে একটা টেকো বুড়োকে কষ্ট দেওয়ার অপরাধে দন্তেশ্বরী মাঈয়ের অভিশাপ পাবে! মনে থাকে যেন।ঃ)))
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | 195.26.182.42 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩৭685625
  • রিটায়ারেন্টের গড় বয়স ৬০ ধরে বলা। এর বেশি বলে দিলে তো কোশ্চেন আউটের সামিল হবে:-p
  • | 213.132.214.155 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩৭685624
  • দন্তেশ্বরী মা?

    ছিঃ রঞ্জন দা, আপনি না এক্স বাম? ঃ))
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:০৩685626
  • উহ রঁজনদা অজ্জিত আপনারে বাহাত্তুরে বুড়ো কইসে।

    আর অজ্জিত ভীমরতি অর্থাৎ ভীমরাত্রি ৭৭ বছর ৭ মাস ৭ দিন ৭ ঘণ্টা ৭ মিনিট গতে হয়।
  • pi | 24.139.209.3 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:১৫685627
  • হয়তো ইয়ার্কি, কিন্তু লোকজনের বয়স নিয়ে টানাটানিটা ঠিক ভাল লাগেনা, সে ছানা বলে দুধুভাতু করে দেওয়া হোক কি বুড়ো বয়স নিয়ে হোক। ক'দিন আগে অন্যত্র দেখছিলাম, মতে মিললোনা তো দাদু বলে তুমুল আওয়াজ দেওয়া হচ্ছে। দাদু বলাই যেতে পারে, ভাল জিনিস তো, কিন্তু এই নিয়ে আওয়াজ দেওয়াটা কেমন একটা লাগে।
    ডিঃ পুরোই নিজের মনে হওয়া।
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | 117.167.108.173 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:৩৩685628
  • রঞ্জনদা নিজেই নিজেকে কীসব যেন বলেছেন। তবে খারাপ লাগলে ফিরিয়ে নেবো। তবে খচ্চা আছে।
  • PT | 213.110.243.22 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:৩৫685630
  • "দুটোর মধ্যে বিশেষ সাদৃশ্য হল শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে পার্টির র্নীতিগত ও সাংগঠনিক নিয়ন্ত্রণ কায়েমের চেষ্টা"
    তথ্য বলছে সেরকমটা হয়নি।
    তাহলে অনিলায়ন ৭৭ থেকেই হত আর নব্বই-এর দশকে SSC, CSC চালু হত না।
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | 117.167.108.173 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:৩৫685629
  • ভীমরাত্রির কথা জানি তো, পরশুরামের সেই ভয়ানক সার্জারির গপ্পেই আছে।
  • quark | 24.139.199.12 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:৩৮685631
  • CSC ১৯৭৯ সালে।
  • | 213.99.211.18 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:৪৩685633
  • পাই, ঠিক বলেছো। তবে রঞ্জন দাকে নিয়ে মনে হয় চাপ নেই। বয়েস বেশী হলেও মনের দিক থেকে রঞ্জন দা এখনো ফাজিল ছোকরা টাইপস ই রয়ে গেছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন