এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আন্দোলনের ইতিবৃত্ত

    htar91
    অন্যান্য | ২৪ আগস্ট ২০১৫ | ২৩০৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | 195.26.182.41 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩৪685534
  • বিল-দা যদি বাংলা প্রবাদগুলো একটু জানতেন, তাহলে কন্ট্রোল-সি/কন্ট্রোল-ভি তে একটু হয়তো রেস্ট্রিকশন রাখতেন।

    জয় "অম্বে" :-p
  • PM | 116.76.129.27 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১০:৩২685535
  • ব্রতীন ঃ)

    কিন্তু "অনিলায়ন" তো ত্রিপুরায় বা হরিয়ানায় হয় নি--হয়েছে পঃবঃ এ। তাহলে এখানে ঐ রকম মাস অনিয়মের জন্য মাস মামলা হলো না কেনো? ময় তিনো জামানায়-ও অনিলায়নের "বেআইনী"কাজের বিরুদ্ধে মামলা হলো না কেনো? বাম মন্ত্রীদের জেলে পঠিয়ে বে-ইজ্জত করার এতো বড় সুযোগ ছেড়ে দেওয়া হলো কেনো, কেনো , কেনো??????

    উল্টে তিনো মন্ত্রী-রাই তিনো জামনায় জেলে দুর্নীতির জন্য!!!! ঘোর কলি ঃ)
  • | 213.99.211.18 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১১:১৪685536
  • লে হালুয়া!!

    এত তো সেই "ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাই নি" কেস হয়ে যাচ্ছে । কোন শালা বলেছে যে ত্রিপুরা র অনিলায়ন হয়েছে। দিল পে মত লে ইয়ার!! ঃ))

    আর কূট প্রশ্ন টু পিএমঃ

    সম্ভাব্য সম্ভবনাঃ

    ১। বাম জমানা য় সব মন্ত্রী টু গুড ছিলেন তাই নো জেল।

    ২। বাম জমানায় কিছু কিছু ভুলভাল মন্ত্রী ছিলেন কিন্তু তাদের টেনে খেলানোয় তাদের জেল ইত্যাদি হয় নি।

    ৩। তিনো জমানায় বেশ কিছু ভুলভাল মন্ত্রী ছিলেন এবং তাদের জেল হচ্ছে। এক দলের হলেও কোন মন্ত্রী কে টেনে খেলানো হচ্ছে না।

    ইত্যাদি ইত্যাদি।

    আরেক টা বিশাল অ্যাডভান্টেজ বাম জমানা পেয়েছে সেটা হল সেই সময় মিডিয়ার এমন রমরমা ছিল না। তাই কিছু কিছু ব্যাপার কে ধামা চাপ দেওয়া অনেক সহজ ছিল। সেটা এখন আর হবার নয় ।

    ইন্টাপ্রিটেশন আপনা আপনা!! ঃ))
  • sm | 233.223.159.253 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১১:১৮685537
  • ঠিক, পিটির কথার কপি পেস্ট। মামলা হলো না কেন,উল্টে তিনো মন্ত্রীরাই কেন জেলে; বাগেরা, বাগেরা।
    এদিকে বামেদের কোনো মন্ত্রী জেলে গেলে বলা হবে,কোর্টে প্রমান হয়েছে?
    এই সব বালখিল্যতা কতদিন চলবে?
  • PM | 116.76.162.70 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১২:০৬685538
  • ব্রতীন আমার 10:32 AM এর স্মাইলি টা তোমার Date:13 Sep 2015 -- 09:46 PM এর প্রেক্ষিতে ঃ) কনফুসনএর জন্য দুঃখিত

    কিন্তু প্রশ্নটা থেকেই গেলো এতো বড় মাপের দুর্নীতি, স্বজনপোষন, বে-আইনী কাজ হয়েছে অনিলায়নের নামে, সত্যি হলে হাজার হাজার মানুষ বন্চিত হয়েছে অনিলায়নের নামে- তাহলে-----

    ১। মাস স্কেলে মামলা হয় নি কেনো? বাম আমলে?

    ২। তিনো আমলেও মামলা হলো না কেনো? ক্রিমিনাল কেস রুজু হলো না কেনো তিনো আমলে? ( যেখানে অনুরুপ নিয়োগ দুর্নীতি মামলায় এক রাজ্যের মুখ্যমন্ত্রীর অলরেডি জেল হয়েছে, কংকাল কেসে এরাজ্যেও অকাধিক মামলা হয়েছে)

    তোমার দুটো পয়েন্ট-

    ২। বাম জমানায় কিছু কিছু ভুলভাল মন্ত্রী ছিলেন কিন্তু তাদের টেনে খেলানোয় তাদের জেল ইত্যাদি হয় নি।----- ঠিক আছে বাম আমলে টেনে খেলিয়েছিলো। হতেই পরে। কিন্তু তিনো আমলেও টেনে খেলানোর কারন কি? তিনো আমলেও তো কোনো মামলা রুজু হলো না? কেনো সিবিআই তদন্ত হলো না এতো বড় মাপের দুর্নীতির?

    ৩। তিনো জমানায় বেশ কিছু ভুলভাল মন্ত্রী ছিলেন এবং তাদের জেল হচ্ছে। এক দলের হলেও কোন মন্ত্রী কে টেনে খেলানো হচ্ছে না।------ কিন্তু জেল তো হচ্ছে সিবিআই এর তদন্তে। রাজ্যের তদন্তে তো হচ্ছে না? তাপস, অনুব্রত এদের তো জেল হচ্ছে না।
  • PT | 213.110.243.21 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১২:২৫685539
  • "আরেক টা বিশাল অ্যাডভান্টেজ বাম জমানা পেয়েছে সেটা হল সেই সময় মিডিয়ার এমন রমরমা ছিল না"
    এটা শাঁখের করাত!
    সেই সময়ে মিডিয়ার এত রমরমা ছিল না বলেই হয়্ত প্রচুর গুজব ছড়ানো গিয়েছে।
  • | 213.99.211.132 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১২:৩৫685540
  • আরে সেটা বুঝেছি পিএম । নো চাপ। ঃ))

    এখন যেরকম আর টি ইত্যাদি সুবিধা আছে। সেই সময় ছিল কি?কতজন তার প্রাণের মায় না করে মামলা করতে যাবে?

    কিছু কিছু মামলা তো হয়েছে যেমন রঞ্জন দা বললেন।

    দেখো বস কালকে তুমি আর পিটি দা বললে।"সূর্য্য পূর্বে উঠে!!"। আমি বিশ্বাস করি না। বাম জমানায় তো দিব্যি পশ্চিম দিকে উঠতো। তোমাদের কনভিন্স করা বিশাল চাপ হয়ে যাবে। বিলিভ মি ঃ)))

    আমি নিজের এক্স বলিঃ আগে একবার লিখেছিলাম মনে হচ্ছে গুরু তে। আমার পিসেমশাই খানকুল অঞ্চলের । স্কুল শিক্ষক। সাংগাঠনিক ক্ষমতা বেশ ভালো । ও ই অঞ্চলে বেশ জনপ্রিয়। এনার মুখের কথায় আমি স্কুল শিক্ষকের চাকরী হতে দেখেছি। চাকরী পদ পার্থীর যোগ্যতা বা ও ই পদের জন্যে যার অ্যাপ্লাই করেছেন তাদের যোগ্যতা কী সেটা না জেনেই আমি বলতে পারি। পুরো ব্যাপার টাই আন-ফেয়ার। একটি বিশেষ দলের অনুগামী হবার পুরষ্কার। বাংলায় যাকে বলে "পাইয়ে দেওয়া র রাজনীতি"।

    আমি বিশ্বাস করিও না এটা একটা বিচ্ছিন্ন ঘটনা।

    অন্য দিকে অরি,পোটকে স্যার ইত্যাদি তা বাম মতাদর্শে বিশ্বাসী হলেও অনিলায়ান হয়েছে এটা বোদধয় মেনেই নেই। আগে বাম ভাবাদর্শে অনুপ্রাণিত তো রঞ্জন দার ক্ষেত্রে ব্যাপার টা সত্য।
  • | 213.99.211.132 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১২:৩৬685541
  • এবং অনেক খুন,রহজানি, কমরেড দের ঔদ্ধত্য কে চেপে দেওয়া গেছে!! রাইট? ঃ)
  • quark | 24.139.199.12 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৩:০৩685542
  • ঐ পিসেমশায়োচিত 'এক্স' টি স্কুল সার্ভিস কমিশন আসার আগে না পরে?
  • | 213.99.211.133 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৩:০৫685544
  • আগে। অনেক আগে।
  • quark | 24.139.199.12 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৩:০৭685545
  • অনেক আগে? মানে '৭৭ এরও আগে?
  • | 213.99.211.132 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৩:১০685546
  • ঃ)))))
  • quark | 24.139.199.12 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৩:১১685547
  • যাহ্‌! খুব হাসির কথা হয়ে গেছে গো!
  • | 213.99.211.132 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৩:১৫685548
  • ৭৭ র পরে এবং স্কুল সার্ভিস কমিশন চালু হবার আগে কোয়ার্ক। ঃ)
  • quark | 24.139.199.12 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৩:১৯685549
  • ওহো! স্কুল সার্ভিস কমিশন ১৯৭৯ তে। তার মানে ঘটনাটা ১৯৭৯ সালের 'অনেক আগে' কিন্তু ১৯৭৭ সালের পরে। ঠিক কিনা?
  • quark | 24.139.199.12 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৩:২১685550
  • নানা, স্কুল সার্ভিস কমিশন ১৯৯৭। আমারই ভুল।
  • | 213.99.211.18 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৩:২২685551
  • স্কুল সার্ভিস ৯৭ থেকে রাইট?
  • PM | 116.79.29.144 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৪:০৩685552
  • ব্রতীন আমি ধরে নিচ্ছি যেটা তুমি বলছো সেটা ৮০র দশকের ঘটনা । তখন কি অনিলবাবু ছিলেন?

    তা ছাড়া বাম বিক্ষুদ্দদের মতে ৮০-র দশকে বামেরা তবু পোকিত বামের কাছকাছি ছ্যালো। মানুষের সাথে ছ্যালো। ৯০ দশক থেকে অধঃপতন শুরু হয়।

    কিন্তু তুমি বলছো "পোকিত বাম" রাজত্বেই গন্ডোগোল/অনিয়ম ছিলো, অধঃপাতিত বাম জামানায় (৯০ দশকে) SSC ইত্যাদি এনে সেগুলোর প্রতিবিধান করা হয়!!!!

    আমি প্রচন্ড কনফিউস্ড হয়ে যাচ্ছি মাইরি
  • quark | 24.139.199.12 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৪:২৮685553
  • ইয়ে, হ্যাঁ। মানে এই প্রশ্নটা আম্মো আগে অনেকবার ক'রে কোন উত্তর পাইনিকো।

    ঐ মানে 'ওরা' ঠিক কবে থেকে বখে গেল আর্কি!
  • | 213.132.214.156 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৫৪685555
  • আমি কখনো এই রকম বলি নি।

    আমার বক্তব্য এই রকমঃ

    ১। প্রথম ১২-১৫ বছর বাম ভালো কাজ করেছে। পঞ্চায়েতি রাজ, ভুমি সংস্কার ইত্যাদি ইত্যাদি

    ২। কিন্তু কিছু কিছু ব্যাপারে তার তেমন নজর দেয় নি যথা শিল্প ইত্যাদি।

    ৩। কোন সময় থেকে তার নিজেদের লোক কে স্কুল/কলেজে ঢোকাতে শুরু করলো তার সঠিক দিন ক্ষন আমার জানা নেই। তবে ৯৭ এ স্কুল সার্ভিস চালু হবার পরে এই "স্বজনপোষণ" স্বাভাবিক ভাবেই বেশ খানিক টা কমে যায়।

    ৪। এই ভাবে চলতে চলতে এক সুন্দর সকালে তারা আবিষ্কার করলো , তাদের সাথে পাল্লা দিতে পারে এমন বিরোধী পক্ষ নেই ( তা যে কারনেই হোক)। তখন থেকে তার সাধারন মানুষ কে "টেকেন ফর গ্রান্টেড" করতে শুরু করলো। "শেষের সেই শুরু "।

    এর মধ্যে ঠিক কোন খান টা বোঝা যাচ্ছে না? ঃ))
  • PM | 116.79.29.144 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৫:২৭685556
  • অনিলায়ন ঠিক কবে থেকে শুরু হলো?

    ১। ৮০ না ৯০ দশকে ?
    ২। যদি ৮০ দশকে হয় তো অনিলবাবু বড় পার্টি রোল পাবার আগেই অনিলায়ন শুরু হয়ে গেছিলো। মনে রাম মন্মাবার আগেই রামায়ন?
    ৩। যদি ৮০ দশকে এই "স্বজনপোষন" হতো তাহলে তাহলে বামেরা যখন "গুড বয়" ছিলো তখন-ই এই অন্যায় হতো। তারপরে তোমার কথামতো ৯০ এর দশকে ( ব্যাড বাম রাজত্বে) সেই সব "স্বজনপোষণ" কমে!!

    মানে ব্যাপারটা এরকম---- অনিলবাবু দায়িত্বে অসার আগে আগে একটা "অনিলায়ন" ছিলো , অনিলবাবু এসে আরেকটা "অনিলায়ন" চালু করেন যা দিয়ে তোমার কথামতো " "স্বজনপোষণ" স্বাভাবিক ভাবেই বেশ খানিক টা কমে যায়।"

    কি রকম কন্ফিউসিং ভাবো!! ঃ)

    ( প্রসংগত অনিলবাবু ১৯৮২ থেকে স্টেট সেক্রেটারিয়েট এর মেম্বার হলেও, প্রমিনেন্ট ফিগার হন ৯০ দশকে, ১৯৯৮ সালে স্টেট সেক্রেটারী হন, ৯৭ সালে যখন SSC চালু হয় তখন উনি সিপিয়েম এর শিক্ষা সেলের দায়িত্বে ছিলেন, তাই ধরে নেওয়া যায় এই পলিসি ডিসিসনটাতে ওনার ১০০% সমর্থন ছিলো )
  • ... | 74.233.173.193 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৩৯685557
  • পার্টি ধরে চাকরি পাওয়া কি এরা বাম জমানায় দেখেনি? বালিতে কি আর শুধু উত্পাখিই মুখ গুঁজে থাকে?
  • ঊমেশ | 118.171.128.168 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৪৫685558
  • অনিলায়্ন কথাটা আনন্দবাজারের বানানো একটা শব্দ।
    যখন কথাটা চালু করে তখন কোথায় সরোজ, কোথায় প্রমোদ আর জ্যোতিও তখন ইতিহাসে।
    সামনে ছিল অনিল, তাই অনিলায়ন।

    অনিলায়ন পুরোপুরি একা অনিল বিশ্বাস এর কপি-রাইট এটা ঠিক নয়। তাই টাইম-ফ্রেম দিয়ে ধরতে পারবে না।

    অনিল বিশ্বাস আর কিছু করুক আর না করুক, ওনার নামটা আনন্দবাজার অমর করে দিলো।
  • de | 24.139.119.175 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৫৫685559
  • অনিলায়ন হোক আর নাই হোক, স্কুল কলেজের চাগ্রী পাবার ব্যাপারে শাসক পার্টির প্রভাব বরাবর ছিলো - সে কংগ্রেস, বাম, তিনো কোন আমলই বাদ যায় নি!
  • PT | 213.110.247.221 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৬:০২685560
  • যতদূর মনে পড়ছে অনিলায়ন শব্দটির বয়স বেশী নয় এবং সেটা অনিল বিশ্বাসের জীবৎকালে ব্যবহৃত হয়নি।

    "এবং অনেক খুন,রহজানি, কমরেড দের ঔদ্ধত্য কে চেপে দেওয়া গেছে!! রাইট? ঃ)"

    ক্যামেরা যদি সত্যি সত্যি "ডেটারেন্ট" হত তাহলে এই রেটে বাঁদরামো ও তান্ডব চলত না-গত কয়েক বছরে যা হয়েছে। ক্যামেরার সামনে "রেপ করিয়ে দেব", পুলিশকে বোমা মারব", "চোখ উপড়ে নেব", "পায়ের তলায় পিষে মেরে ফেলেছি" ইত্যাদি প্রভৃতি তো প্রতিনিয়তই চলছে-আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে।

    গতকাল ক্যামেরার সামনেই পোর্ট ট্রাস্টের জমি বেদখল হয়েছে আর এক্ষুণি ফকির চাঁদ কলেজে সাংবাদিকদের ক্যামেরার সামনেই তিনোদের দুই গোষ্ঠীর সঙ্গে লাঠালাঠি চলছে।
  • PM | 11.187.168.121 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৬:০৫685561
  • বেচরা স্কুল সার্ভিস কমিশন চালু করে দুর্নীতি বন্ধ করলো আর গালাগালিও খেলো পেট ভরে ঃ(
  • | 213.99.211.133 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১০685562
  • দে, আরেক জন বাম মতবাদে বিশ্বাসী "অনিলায়ন" কনফার্ম করলো।

    পিএম, তুমি ম্যানেজমেন্টের লোক। কাজেই এক সাথে অনেক ব্যাপার এনে গুলিয়ে দিতে জুড়ি নেই। "বড় বড় তার্কিক" রা মাঝে মাঝে নিরুপায় হয়ে এই লাইনে খেলেন। আমি খানিক তা ম্যানেজমেন্ট করি। কাজেই বুঝি। নো ইস্যুস।

    বললা ডেট, দশক শতক কিছু দিতে পারবো না বা দেবো না। তাতে যদি শিক্ষা ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বাম রা "ধোয়া তুলসীপাতা" ছিল বলে তুমি আত্মপ্রসাদ লাভ করতে চাও, গো অ্যাহেড। হ্যাভ ফান। ঃ))

    বিলিভ মি,
    তোমাকে আর পিটি কে একট অবভিয়াস ব্যাপার বোঝানো ছাড়াও আমার আরো কিছু কিছু কাজ আছে। ঃ))
  • sm | 233.223.157.27 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১১685563
  • অনিলের জীবত কালে অনিলায়ন নিয়ে লিখবে? এত সাহস?
    বাম জমানায় কিছুই ঘটেনি। কোনো ক্যাডার বাহিনী ছিল না, সিন্ডিকেট ছিল না,জমি দখল ছিল না, এক ঘরে করে দেওয়া ছিল না, মিছিল, বন্ধ ছিল না,নন্দীগ্রাম, আনন্দ মার্গী, বানতলা, কেশপুর, নানুর কিচ্ছু ছিল না।
    যতসব আনন্দ বাজারীয় গুজব!
    ছিল; তাহলে তো সি বি আই হত? কোর্টে কিছু প্রমান হয়েছে?
    আমরা ভালো লক্ষীটি; তোমরা সবাই হিন্সুটি।
  • | 213.132.214.155 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১২685564
  • আর তোমাদের মতো এই রকম কিছু বালি তে মুখ গুঁজে থাক সমর্থক দের জন্যে ই আজ দল টার এই অবস্থা!!
  • ঊমেশ | 118.171.128.168 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৬:২৪685566
  • অনিলায়ন ছিলো অনিল বিশ্বাস জন্মের আগে থেকেই, আর ওর মৃত্যুও এটা থামাতে পারেনি।

    এটা সুর্যের মতো সত্যি, মানুষের আসার আগেও ছিল, আছে আর মানুষ না থাকলেও সুর্য থাকবে।
    তেমনই অনিলায়্ন বাম আসার আগেও ছিল, আছে, বাম না থাকলেও এটা থাকবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন