এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আন্দোলনের ইতিবৃত্ত

    htar91
    অন্যান্য | ২৪ আগস্ট ২০১৫ | ২৩০৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 24.139.209.3 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৬:২৭685567
  • 'বেচরা স্কুল সার্ভিস কমিশন চালু করে দুর্নীতি বন্ধ করলো'

    তাহলে দুর্নীতি ছিল, মানছেন ?

    ডিঃ অনিলায়ন শন্দ নিয়ে তর্কে ইন্টারেস্ট নাই।
  • PM | 11.187.168.121 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৩২685568
  • ঃ)

    আমি তো অনেক আগেই তোমাকে ( তোমার ১ নং এর প্রশ্নের উত্তরে) বলে দিয়েছি যে সিপিয়েমের আমলে নিয়োগ পধ্ধতি ১০০% স্বচ্ছ ছিলো না। CSC/PSC/SSC র মধ্যমে চেষ্টা হয়েছিলো পরেস বেটার করার।

    আমার আপত্তি "অনিলায়ন" নামক টার্মটার প্রতি। এই টার্ম টার মাধ্যমে এই প্রপাগান্ডা চালনো হয় যে SSC /CSC পূর্ববর্ত্তী নিয়োগ পদ্ধতির অস্বচ্ছতা অন্য রাজ্য বা বাম পুর্ববর্ত্তী সময়ের তুলনায় ডিস্প্রপোর্সনেট, সামথিং স্পেসাল। আমি শুধু এই প্রপাগান্ডাটার বিরোধী। প্রসেসে লুপ হোল থাকলে লোকে তার সুযোগ নেবে। কংগ্রেস আমলেও হতো, সিপিয়েমের আমলেও হয় নি এমন দাবী আমি করছি না। কিন্তু সময়ের সাথে প্রসেসের উন্নতি করে ( SSC ইত্যাদি) লুপ হোলগুলো বন্ধের চেষ্টা করা হয়েছিলো।

    বটম লাইন- "অনিলায়ন" হলো "মা মাটি মানুষ", "হার্মাদ" এর মতো-ই প্রপাগান্ডা বিশেষ
  • sm | 233.223.157.27 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৩৫685569
  • কি সুইইইট! ;-)))
  • PM | 11.187.168.121 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৩৭685570
  • "ম্যানেজমেন্টের লোক"বলে গালি দিয়ে আমাকে শ্রমজীবী মানুষের থেকে বিচ্ছিন্ন করার ব্রতীনীয় চক্রান্ত রুখছি রুখবো ঃ)

    পাই-এ প্রশ্নের উত্তর ৪ঃ৩২ PM এর পোস্টে আছে
  • | 213.99.211.18 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৪৫685571
  • খ্যাক খ্যাক @ পিএম ঃ)))
  • | 213.99.211.18 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৪৮685572
  • পিএম, চলো এক দিন বসা যাক। সামনা সামনি ঝগড়া করা অনেক বেটার ঃ)

    উইক ডে তে, সেক্টর ফাইভে/উল্টোডাঙ্গা ইত্যাদি তে হতে পারে। আমি আপিস থেকে আগে মায়া করে দেবো ঃ)

    রঞ্জন দা, কলকাতায় কবে ফিরছো?
  • PM | 11.187.168.121 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৪৯685573
  • ব্রতীন , কাল সেক্টর-৫ যাবো। PWC র সাথে মিটিং আছে। বিকেলের দিকে মিট করা যেতে পারে
  • | 213.132.214.156 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৭:২৭685574
  • তোমার মিটিং মিছিল কটা অবধি? আমি তো বানতলায়। আসতে একটু সময় লাগবে। ৭ঃ৩০ হলে খুব ভালো হয়।
  • PM | 11.187.168.121 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৩৫685575
  • তাহলে পরসুদিন নিউটাউনের প্রাইড হোটেলে চলে এসো। রাত পর্যন্ত্য থাকবো।
  • b | 135.20.82.164 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৩৯685578
  • কোথায় হচ্চিলো সিপি এম তৃণমূল ঝগড়া, সেটা-র বদলে ভাটের আয়োজন। এই জন্যেই বাঙালীদের দ্বারা কিসু হয় না।
  • | 213.99.211.19 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৪২685579
  • আরে বি, ভাটে আমরা একে অপর কে ছেড়ে কথা কইবো? ঝগড়ার সুবিধের জন্যেই এই ভাটের অবতারনা!! বুইলেন কিনা!! ঃ))
  • | 213.99.211.133 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৫৮685581
  • ঃ))
  • PM | 116.78.41.156 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৫৮685580
  • এবার লোকে বলবে সিপিয়েম- তিনোমুল আঁতাত ঃ)
  • cm | 127.247.96.51 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৮:০৮685582
  • পিওর ধান্ধাবাজি বুইতে হলে ফকিরচাঁদের তামাশা দেখুন।
  • quark | 24.139.199.12 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৯:০৬685583
  • দিনকয়েক আগেই ঠিক হ'ল স্কুল, কলেজ নয়, আসল হ'ল ইউনিভার্সিটি। আর কলেজে কমিশন সেই ১৯৭৯ থেকে। তা আবার সেই ঘুরেফিরে '৭৭ এর পরে কিন্তু ৯৭ এর আগে'।

    মা আমায় ঘুরাবি কত?
  • quark | 24.139.199.12 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৯:১২685584
  • আপাততঃ ৮ নং পাতায় আছে সেই পোস্ট

    Name: AP

    IP Address : 24.139.222.45 (*) Date:08 Sep 2015 -- 05:31 PM

    যেখানে বলা হচ্ছে ইউনিভার্সিটিই হচ্ছে অনিলায়নের পীঠস্থান।
  • | 213.132.214.156 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৯:১৫685585
  • কোয়ার্ক স্যার চাপ নেবেন না। এ সব হল দুষ্টু লোকের বদমাইসি। ঃ)
  • cm | 127.247.96.51 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৯:২০685586
  • টিভিতে কথা বলছেন অচিন্ত্য বিশ্বাস, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, যিনি সিপিএমের বিরুদ্ধে কথা বলেছেন বলছেব। প্রশ্ন ইনি উপাচার্য হলেন কি করে? অনিলায়নপন্থীরা কি বলেন?
  • ঊমেশ | 118.171.128.168 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৯:২৩685587
  • ব্রতীন,
    বামেরা যেমন স্বীকার করে না, তেমন অবামেরাও স্বীকার করতে চায় না যে সেই অনিলায়ন এখনো বহাল তবিয়তে চলছে।
    এমন ভাব দেখায়, যেন এটা তো অনিলায়্ন, তৃনমুল এর কারো নাম নেই তাই তৃনমুল কোনো ভাবে জড়িত নয়।

    শিক্ষাক্ষেত্রে নতুন যে সমস্যা নিয়ে দেখি কেউ উচ্চ-বাচ্চ্য করছে না, (না ছাত্র সংগঠন না কোনো পার্টি), সেটা হলো টাকা দিয়ে কলেজের ভর্তির লিস্টে নাম তোলা।
    এটা ঠিক কবে চালু হয়েছে আমার জানা নেই, তবে খুব একটা পুরোনো নয়। আর যে ভাবে বাড়ছে, মনে হচ্ছে এটাই নিয়ম হয়ে দাড়াবে, যেমন পাড়ার ক্লাব কে পয়সা না দিলে বাড়ী করা যায় না মতো।
  • | 213.132.214.155 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৯:২৯685589
  • বাম রা আমাদের শিক্ষা কে দায়িত্ব নিয়ে শেষ করে দিয়েছে উমেশ। সেটা কি স্বীকার করো?

    আর পাড়ার বহু ব্যাপারে বহু দিন আগেই "পার্টি" সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে, সে কি আজকের কথা? সত্যি ই কি জানো না নাকি ...? ঃ)

    তিনো রাও তো একই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এদের মধ্যে সেরকম মাস্টার ব্রেন নেই ; তাই ১ পয়সার ঘাপলা করে ১০ পয়সার পাবলিসিটি পাচ্ছে । বাম দের মতো "নিঁখুত অপরেশন "হচ্ছে কই? ঃ))
  • PT | 213.110.247.221 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ২০:১৩685590
  • "বাম রা আমাদের শিক্ষা কে দায়িত্ব নিয়ে শেষ করে দিয়েছে ।।।।"

    পব-তে এটা সবাই জানে শুধু CNRRao বুঝতে চান না আর ভুল ভাল ছাত্রদের PhD করিয়েছেনঃ
    "While he said around 150 PhD students work under him, in the last 15 years, “none of them are from Bangalore”. “Most of my students [at the Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research] are from West Bengal, Andhra Pradesh and Kerala.”"
    http://www.thehindu.com/news/national/cnr-rao-laments-lack-of-industry-contribution-to-science/article5385037.ece

    আর টেবিলে চাকু গেঁথে পরীক্ষা দেওয়া হত ৭৭-এর আগে। সেসব জানে এমন লোক এখনো এ জগতে আছে। ১৯৭১-এর সোদপুর স্কুলের HS-এ জনগণের জন্যে জনগণের টুকলি সাপ্লাই নিজের চক্ষে দেখা। এসবের তুলনায় তিনটে দশক পব-তে বাম আমলে পরীক্ষা ইত্যাদির ব্যাপারে অতি অতি ভদ্র সভ্য অবস্থা ছিল। শুধু শিক্ষাব্যব্স্থার এই transformation-এর জন্যেই বামেদের সমর্থনে হাত তোলা যায়।

    "আর পাড়ার বহু ব্যাপারে বহু দিন আগেই "পার্টি" সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে, সে কি আজকের কথা? সত্যি ই কি জানো না নাকি ।।।? ঃ)"
    ঠিক ঠিক।
    ১৯৭২ সালে যখন ঢাকুরিয়াতে বাড়ি তৈরি করা শুরু হয় তখন দুজন নব কং এসে কিসব যেন "বুঝে" গিয়েছিল বাবা কাকার সঙ্গে। ঠিক কি তা এখন অবিশ্যি আমার আর মনে নেই।
  • PM | 233.223.159.253 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ২০:২৫685591
  • ৭০-৭৭ আর ১১-১৬ র মরুভুমীর মধ্যের ৩৪ বছর যেনো মরুদ্যান ঃ)
  • sm | 233.223.159.253 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩৪685592
  • পিটি, CN RAO এর কপচানি তো কচলে তেঁত হয়ে গেল। নতুন কিছু লিখুন। বলতে পারবেন, CN RAO কি কোথাও বলেছেন ৭২ থেকে ৭৭ পব থেকে ছাত্র আসতোনা, গবেষনার জন্য। যদি বলেন ফ্লো, সেরকম ই ছিল তাহলে ধরতে হয়, চাকু গাঁথা যুগেও উচ্চ শিক্ষার তেমন ইতর বিশেষ ঘটেনি।
    এজন্য বামেদের আলাদা করে কেন কৃতিত্ব দেব? এগুলো হচ্ছে বাঙাল যুক্তি।
    শিক্ষা ক্ষেত্রে বাম আমলে অধোগতি হয়েছে, সে আপনি যাই বলুন।
    আর কংগ্রেস আমলে রাজনীতি করতো রাজনীতির, লোকেরা। বাম আমলে রাজনীতি হেঁসেলে উকি দিতে শুরু করে।
    পাড়ায় পাড়ায় পার্টি অফিস গজিয়ে ওঠে। অকারণে গণশক্তি বিলি শুরু হয়। অবামদের আর চোখে মাপা শুরু হয়। গ্রামে লাইফ হেল করে দেব, শুরু হয়।
    আর বাড়ি করতে গেলে, ইঁট, পাথর সিন্ডিকেট থেকে কেনার ও শীতল অনুরোধ আসে। এগুলো কি দেখেন নি বা শোনেন নি?
    কংগ্রেস আমলে আপনার বর্ণনা সত্য মেনে নিলাম।
  • sm | 233.223.159.253 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩৬685593
  • মরুদ্যান টা, আর এক বিখ্যাত ব্যক্তির বিখ্যাত উক্তি! তার কিছুদিন পরঅবিশ্যি মরুদ্যান, ধু ধু বালি ঝড়ে ঢেকে গেছিল।:-((
  • Bratin | 122.79.35.124 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩৮685594
  • সরি সবাই নয়। মাই মিসটেক।

    পিটি দা আর পি এম বাদে

    ঃ))
  • cm | 127.247.96.51 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪৪685595
  • ত্রিপুরার কেসটা পরিষ্কার হল?
  • quark | 122.79.37.223 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ২০:৫৯685596
  • দাঁড়ান, দাঁড়ান! এবার কি বলছেন সিপিয়েম ১০০% কেসে অযোগ্য পার্টি ক্যাডারকে চাগ্রী দিয়েছে? মানে 'দায়িত্ব নিয়ে শেষ' ইত্যাদি প্রভৃতি বলা হচ্ছে কিনা, তাই জিগাই। মানে শেষ করার দায় নিতে গেলে ঠিক কত শতাংশ ক্ষেত্রে অযোগ্য লোকের চাগ্রী দরকার সেইটে পোষ্কার হোক। এক-আধজন হলেই হয়? নাকি আদ্ধেকের বেশি? নাকি একেবারে একশোয় একশো?
  • sm | 233.223.159.253 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ২১:০৭685597
  • নাও এবার কেঁচে গন্ডুষ করতে হবে। আগের পোস্ট গুলো পড়েন নি বুঝি? ত্রিপুরা নিয়ে কি জিজ্ঞাস্য বলে ফেলুন। বেশি দেরী করে চেপে রাখবেন না, পেট খারাপ হবে; ছোঁয়া ঢেকুর ও উঠতে পারে।
  • PM | 233.223.159.253 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ২১:১৪685598
  • "পিটি দা আর পি এম বাদে"--

    ব্রতীন এটা কি সংক্রান্ত? আশা করি কোনো পার্টি তে ইনভাইট না করার চক্রান্ত নয় ঃ)
  • PT | 213.110.247.221 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ২১:১৮685600
  • "CN RAO এর কপচানি তো কচলে তেঁত হয়ে গেল।"
    আপনি অন্য কিছু কপচে বা কাউকে দিয়ে কপচিয়ে কোন উক্তি দিন যে বাম আমলে সর্বভারতীয় ক্ষেত্রে পব শিক্ষায় পিছিয়ে ছিল।

    "শিক্ষা ক্ষেত্রে বাম আমলে অধোগতি হয়েছে, "
    কি দিয়ে মাপলেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন