এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আন্দোলনের ইতিবৃত্ত

    htar91
    অন্যান্য | ২৪ আগস্ট ২০১৫ | ২৩০৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.247.221 | ১০ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৩০685434
  • এবার এটা না জিগিয়ে পারছি না। SS কি শিক্ষাজগতের সঙ্গে এবং এইজাতীয় institution-এ লোক বাছাইয়ের সঙ্গে যুক্ত আছেন?
  • SS | 160.148.14.8 | ১০ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৩৮685435
  • হেহে, যুক্তির ভাঁড়ারে টান পড়েছে বোঝা যাচ্ছে। তাই ব্যাক্তিগত অনুসন্ধিৎসা। এটুকু বলতে পারি আমি ভারতের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত নই। নিন, এবার এই ধোঁয়াটে উত্তর থেকে কি ডিডাকশন করবেন করুন।
  • PT | 213.110.247.221 | ১০ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪৯685436
  • কিছুই টান পড়েনি।
    আপনি যে "ভারতের" শিক্ষাক্ষেত্রের recruitment-এর ব্যাপারে বিশেষ কিছু জানেন না সেটা বুঝলাম। তবে সবাইকে সব কিছু জানতে হবে এমন তো কোন কথা নেই। শাঁওলীর মত ডাকসাইটে অভিনেত্রী কি ন্যানোর ব্যাপারে কিছুই জানতেন?

    "জগতের অনেক দেশেই প্রার্থী বাছাই অনেক এফিশিয়েন্টলি করা হয়।" হতেই পারে। কিন্তু ভারতে ১টি মাত্র পোস্টের জন্য ২৫০ টি আবেদনপত্র আসে-বেশীও আসতে পারে। আমেরিকায় চাকরীর অবস্থা খারাপ হওয়ার কারণে এই সংখ্যাটি ক্রমাগত বাড়ছে। তার ওপরে এদেশে RTI নামক এটি ব্যাপার চালু হয়েছে। সে কারণে "শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা" করাটাও এক্ষেত্রে বেশ কঠিন ব্যাপার।
  • aranya | 154.160.226.96 | ১০ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪৬685437
  • সিপিএম রাজ্য কমিটি যখন নিজেরাই অনিলায়ন মেনে নিচ্ছে, আত্মসমালোচনা করছে, তখন আর এ নিয়ে চাপান-উতোরের প্রয়োজন কি?
  • ranjan roy | 24.97.112.98 | ১০ সেপ্টেম্বর ২০১৫ ২২:৩১685438
  • এটা পিটি হেব্বি দিয়েছেন।

    প্রশ্নঃ অনিলায়ন বলে কিছু হয়েছিল?
    পিটিঃ না। এসব অতিবদ অতিবাম ও তিনোদের এবং বাজারী কাগজের তৈরি গপ্পো।
    প্রশ্নঃ কিন্তু অনিল বিশ্বাস মশায়ের প্রাক্তন সহকর্মীরা ( সিপিএম্রাজ্য কমিটি) যে বলছে?
    পিটিঃ ডকুমেন্ট আছে?
    প্রশ্নঃ হ্যাঁ; পার্টিকংগ্রেসের আগে রাজ্যকমিটির আত্মসমালোচনামূলক দলিল।
    পিটিঃঅ! তা ওই দলিলের আর কী কী আপনি মানেন?
    প্রশ্নঃ আমি তো ওটা, এবং জনগণকে না বুঝিয়ে সিংগুর/নন্দীগ্রামে জমি নেওয়ার ভুল এবং পঞ্চায়েত নির্বাচনী ম্যানিফেস্টোতে 'কৃষকদের থেকে জোর করে শিল্পের জন্যে কৃষিজমি নেওয়া যাবে না'--এগুলো মানি। আপনি?
    পিটিঃ ব্যাটা সিপিএম এর দালাল! চুলোয় যাক সিপিএম এর দলিল। ওসব আমি ছুঁয়েও দেখি নে। আমি বলছি সিপিএম এর সময়ে অনিলায়ন হয়নি, ব্যস্‌! সিপিএম বল্লেও মানব না। ওরা কি একটাও উদাহরণ দিতে পেরেছে? পারে নি তো! শুধু বল্লে হবে! ব্যস্‌। যাও সবে নিজ নিজ কাজে।ঃ)))))
  • cm | 127.247.97.244 | ১০ সেপ্টেম্বর ২০১৫ ২২:৩৪685439
  • ঐ দলিলের লিঙ্ক হবে?
  • cm | 127.247.97.244 | ১০ সেপ্টেম্বর ২০১৫ ২২:৫৮685440
  • ৮থেকে ১৩ই মার্চ প্রতিদিনের খবরই http://www.cpimwb.org.in/spl_cpim_24th_wb_state_conference.php এখানে আছে। কিন্তু সেরকম কিছু দেখছিনা। দলিলের লিঙ্ক হলে বড়ই ভাল হয়
  • PT | 213.110.246.230 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪৮685441
  • অনিলায়নের মত এই "শিক্ষায় হস্তক্ষেপ" সংক্রান্ত আত্মসমালোচনামূলক দলিলটাও ফোলানো-ফাঁপানো হাওয়া বেলুন কিনা কে জানে!!
  • | 213.132.214.155 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১১:০১685442
  • মানে এক কথায় বাংলা করে বলতে গেলে পিটি দা যা বিশ্বাস করে না তাই হল গিয়ে "ফোলানো-ফাঁপানো হাওয়া বেলুন"।

    তাই তো পিটি দা? ঃ)))
  • PT | 213.110.246.230 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৩:০৯685444
  • কিছু ডকুমেন্ট দেখাতে আপত্তি কেন?
  • AP | 24.139.222.45 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৫:১৭685445
  • কিন্তু আপনার যে ঐ ডকুমেন্ট দেখার দরকার নেই বলছিলেন ! তখন তো বলেননি দেখতে আপত্তি কেন !
  • ranjan roy | 24.96.224.17 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৩২685446
  • কোন আপত্তি নেই।
    এক, আমি খুব কম্প্যু স্যাভি নই।বুড়ো মানুষ, প্রাগৈতিহাসিক যুগের। তাই নিজে খুঁজে লিং দিতে পারব না। কিন্তু অন্যের সাহায্যে বের করে নিতে পারি। সামান্য সময় লাগবে।
    দুই, আর ছত্তিশগড়ে আছি ২১ অব্দি, তারপরে আবার দিল্লি। কিন্তু চেষ্টায় আছি এর মধ্যে জোগাড় করতে।
    তিন, যদ্দূর মনে পড়ছে এটা বেরিয়েছিল নতুন নেতৃত্ব হাল ধরার পর যে আত্মসমালোচনামূলক পলিসি ঘোষণা করা হয়েছিল তাতে। সমস্ত পত্রিকা আবাপ/এই সময়/ আরো কেউ কেউ এ নিয়ে খবর ও করেছিল--বেশ মনে আছে।
    চার,
    তা দিলে পরে কি পিটিস্যার অ্যান্ড কোং এইপাতায় অনিলায়ন বদ লোকের বায়বীয় বদহজম গোছের কটুক্তি করা বন্ধ করবেন? নইলে আমিই বা কেন কষ্ট করতে যাবো?
  • cm | 127.247.96.102 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৫২685447
  • সেই লিঙ্কে কি লেখা আছে না পড়ে কি করে বলা যাবে?

    AP বাবু বোধহয় বললেন পেপার না পড়েই গবেষণার মান বুঝতে পারেন, এখানে কিছু ভাল গল্প পাবেন, http://math.ucr.edu/home/baez/bogdanov.html
    http://www.math.columbia.edu/~woit/wordpress/?p=34

    চাইলে এরকম গল্প আরো দেব। ওদের কাজ নিয়ে আমায় জিগাবেননা, আমি পেপার না পড়ে মাতব্বরী করিনা।
  • pi | 24.139.209.3 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৫৭685448
  • ক্ষমতাচ্যুত হওয়ার পৌনে চার বছরের মাথায় এ বার তাঁদের সরকারের অভিজ্ঞতা লিপিবদ্ধ করতে গিয়ে খোলাখুলি এমন কিছু ভুলের কথা নথিভুক্ত করালেন বুদ্ধদেব ভট্টাচার্য, যার বেশ কয়েকটিকেই বাম রাজনীতিতে রীতিমতো বিস্ফোরক বলে ধরা হচ্ছে!....

    স্বীকারোক্তি ৬: ‘শিক্ষায় রাজনীতিকরণ সব ক্ষেত্রে এড়ানো যায়নি। কিছু অবাঞ্ছিত পদক্ষেপও ছিল’।
    বুদ্ধবাবুর লেখা যে দলিল প্রকাশ্যে আনা নিয়ে এখন সিপিএমের অন্দরে বিতর্ক চলছে, তারই পাতায় পাতায় ছড়িয়ে আছে এমন সব স্বীকারোক্তি। প্রাক্তন মুখ্যমন্ত্রী চাইছেন, অতীতের ভুলভ্রান্তির কথা আন্তরিক ভাবে এবং নতমস্তকে মেনে নিয়ে মানুষের কাছে যেতে। যাতে তাঁরা বুঝতে পারেন, মানুষের সমর্থন নিয়ে সরকার গড়ে অনেক ভাল কাজ করার পথে ঘটে যাওয়া ভুলগুলি থেকেও বামেরা শিক্ষা নিতে প্রস্তুত।
    রাজ্যে শিল্পায়নের জন্য তাঁদের সরকারের নীতিতে যে ভুল ছিল না, সিঙ্গুর-নন্দীগ্রাম ছিল ‘ব্যতিক্রম’ এই প্রশ্নে তাঁর পুরনো প্রত্যয় বজায় রেখেছেন বুদ্ধবাবু। দলের সিংহভাগও এই ক্ষেত্রে তাঁর যুক্তির পাশে। কিন্তু সেই অংশটুকু সরিয়ে রাখলে একই দলিলের আরও নানা অংশে যে সব ভুল বা ঘাটতির কথা খোলাখুলি কবুল করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, বাম রাজনীতির প্রেক্ষাপটেই তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে বাধ্য। এর মধ্যে দলেরই একাংশ আলাদা করে চিহ্নিত করছে শিক্ষা ক্ষেত্রের রাজনীতিকরণ নিয়ে ওই দলিলের মূল্যায়নের কথা। বলা হচ্ছে, দীর্ঘ দিন পরে দলের মধ্যেই শিক্ষায় ‘অনিলায়নে’র বিরুদ্ধ মতকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করলেন সিপিএমের এই পলিটব্যুরো সদস্য। অনিলায়নের বিরুদ্ধে এটাই তাঁর ‘নীরব প্রতিবাদ’! মুখ্যমন্ত্রী থাকার সময়ে বুদ্ধবাবুর সঙ্গে মসৃণ সম্পর্ক ছিল সিপিএমের তৎকালীন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের। তাঁর অকালপ্রয়াত বন্ধু আর বুদ্ধবাবুর জন্মদিনও এক!
    তবু তৃণমূল জমানায় শিক্ষায় চরম নৈরাজ্য নিয়ে যখন প্রতিদিন প্রতিবাদ জোরদার হচ্ছে, বিকাশ সিংহের মতো বিজ্ঞানী মুখ খুলছেন, সেই সময়ে দলের মধ্যে ‘অনিলায়নে’র ভুল কবুল করে পাপস্খালনের চেষ্টা তাৎপর্যপূর্ণ বৈকি!

    http://www.anandabazar.com/state/%E0%A6%85%E0%A6%A8-%E0%A6%B2-%E0%A7%9F%E0%A6%A8-%E0%A6%A5-%E0%A6%95-%E0%A6%AD-%E0%A6%AE-%E0%A6%B8-%E0%A6%B8-%E0%A6%95-%E0%A6%B0-%E0%A6%A4-%E0%A6%B0-%E0%A6%9F-%E0%A6%B8-%E0%A6%AC-%E0%A6%95-%E0%A6%B0-%E0%A6%AC-%E0%A6%B8-%E0%A6%AB-%E0%A6%B0%E0%A6%95-%E0%A6%AC-%E0%A6%A6-%E0%A6%A7-1.103951
  • pi | 24.139.209.3 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৮:০১685449
  • ফের কবুল করলেন ভুল৷ দ্বিধাহীনভাবে৷ এবং, নতমস্তকে৷

    তবে, দায় নিজের কাঁধে নিয়েও লক্ষ্যে থাকলেন অনড়৷

    একই সঙ্গে, ওই ভুল কবুলেরই অঙ্গ হিসেবে, তীক্ষ্ণ সমালোচনায় বিদ্ধ করলেন বহুচর্চিত সেই ‘অনিলায়ন’-কেও৷

    ভুল কবুল তিনি আগেও করেছেন৷ ফের করলেন কবুল৷তিনি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷

    সিঙ্গুর-নন্দীগ্রামের ব্যর্থতার জন্য দায় স্বীকারও করে নিলেন তিনি৷ আর, ওই সব ভুল কবুল প্রাক্তন মুখ্যমন্ত্রী এ বার করলেন সিপিএমের রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে৷ভুলের দায় নিজের কাঁধেই তুলে নিলেন তিনি৷ তবে, একই সঙ্গে তাঁর তীক্ষ্ণ সমালোচনায় বিদ্ধ হল তাঁদের আমলে শিক্ষা ক্ষেত্রের ‘অনিলায়ন’৷

    প্রাক্তন মুখ্যমন্ত্রী স্পষ্ট বললেন, শিক্ষা ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের প্রয়োজন ছিল না৷ আর, এ ভাবেই তিনি, সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক প্রয়াত অনিল বিশ্বাসের আমলে শিক্ষা ক্ষেত্রে দলীয় নিয়ন্ত্রণের নীতির কঠোর সমালোচনাও করলেন৷আর, এমন নানা ভুল মানুষের কাছে কবুলের জন্য, মানুষের কাছে ফের মাথা নত করার কথাও বললেন তিনি৷

    কিন্তু, শিল্পের জন্য জমি নেওয়ার অবস্থান? এ প্রসঙ্গে অবশ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এখনও মনে করেন, শিল্পের জন্য জমি নেওয়া যাবে না, এমন বিষয় মেনে নেওয়া যায় না৷রাজ্যের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীর স্বার্থে শিল্পের প্রয়োজন৷ তার জন্য জমি নেওয়া ছাড়া কোনও বিকল্প নেই৷সিঙ্গুর-নন্দীগ্রামে ব্যর্থ হলেও, জমির প্রসঙ্গ বাস্তব৷ যে কারণেই, জমি নেওয়ার প্রসঙ্গে তাঁর কোনও দ্বিধা নেই বলেও বুঝিয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷

    সিপিএমের রাজ্য সম্মেলনে বিশেষ একটি দলিল এ বার আলোচনার জন্য পেশ হয়েছিল৷ ওই দলিলটি হল, ‘বামফ্রন্ট সরকার: একটি পর্যালোচনা’৷এবং, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে ওই দলিলটি লিখেছিলেন স্বয়ং বুদ্ধদেব ভট্টাচার্যই৷ওই দলিল নিয়ে বিতর্ক চলেছে রাজ্য সম্মেলনে৷ সেই বিতর্কের উপর জবাবি ভাষণ দেওয়ার সময় বামফ্রন্ট সরকারের সাফল্য এবং ব্যর্থতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷তবে, ‘অনিলায়ন’ সম্পর্কে তাঁর আত্মসমালোচনা অন্যতম তাৎপর্যপূর্ণ বলে মনে করছে খোদ সিপিএম-এরই বড় একটি অংশ৷

    কেন? কারণ, প্রাক্তন মুখ্যমন্ত্রীই স্পষ্ট করে দিলেন, মানুষের কাছে গিয়ে নতমস্তকে তাঁদের বলতে হবে, শিক্ষায় অবাঞ্ছিত হস্তক্ষেপ করে তাঁরা ঠিক করেননি৷ এবং, এটাও বলতে হবে, এই ধরনের ভুল ভবিষ্যতে আর হবে না৷সিপিএমের প্রতি মানুষের বিশ্বাসযোগত্য ফিরে পেতে হলে, সত্যকে যে সহজ করে বলতে হবে, তাও বুঝিয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷...

    http://www.bengali.kolkata24x7.com/mistakes-again-confessed-former-chief-minister-buddhadeb-bhattacharjee-west-bengal.html
  • AP | 24.139.222.45 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৮:২৯685450
  • সি এম,

    আমার লাইন টা ছিল এইরকম, "আর গবেষণার মূল্যায়নের জন্য সব পেপর পড়ে দেখতে হয় কে বলল আপনাকে ! কোথায় পাবলিশ হচ্ছে, ক'জনের সঙ্গে কাজ হচ্ছে তাই থেকেই তো বোঝা যায়।"

    আজ্ঞে, গবেষণার 'মান' পেপার পড়েও কিছুই বুঝতে পারবেন না যদি না সেটা এক্কেবারে নিজের গবেষণার বিষয় হয়। সেইজন্যই ঐ ইম্প্যাক্ট ফ্যক্টর, সাইটেশন, হ্যানো ইনডেক্স ত্যানো ইন্ডেক্স। যাতে কাজের মান বোঝা যায় (বিশ্বাস না হলে পিটি কে জিজ্ঞেস করুন, উনি তো সিলেক্শন কমিটেতে আছেন!)। মানে ধরুন নেচারে যে পাবলিশ করেছে তার কাজের সবটা আপনি বুঝবেন তা নয় কিন্তু মান সম্পর্কে ধারণা করতে পারবেন। এইত স্টান্ডর্ড পদ্ধতি। তা আপনার কি ধারণা যে স---ব প্রার্থীর স--ব পেপার পড়ে ইত্যাদি ইত্যাদি।

    পেপার পড়ে তার বিষয় নিয়ে মাতব্বরী করা যায় 'মান' নিয়ে নয়, যদি না সেটা নিজের বিষয় হয়। ন্যানোটেকনোলজির যে কোন পেপর পড়েই কি আপনি বুঝবেন তার মান কি রকম জদি না সেই বিষয়ের গবেষণার সব কারেন্ট খবর জানা থাকে !

    লিংক টা পড়ে জানাবো।
  • ranjan roy | 24.97.58.247 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৩২685451
  • ধন্যবাদ পাই!
    এই দলিলটির কথাই বলছিলাম---"বামফ্রন্ট সরকারঃ একটি পর্যালোচনা"। আমার সিপিএম বন্ধু জানিয়েছিলেন যে এর ড্রাফটিং প্রাক্তন মুখ্যমন্ত্রী কমঃ বুদ্ধদেবের।
  • cm | 127.247.96.102 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৩৫685452
  • অ, সেই ডকু, আমার ধারণা এই লিঙ্ক আমি আগেও দিয়েছি, এই যে মূল ডকুমেন্ট, http://www.cpimwb.org.in/upload_all_docs/pdf/documents/LF_Govt_in_West_Bengal_Draft_English.pdf এর ঠিক কোথায় অনিলায়নের কথা বলা হচ্ছে কেউ যদি একটু দেখিয়ে দেন। দুমিনিট আগেই লিখেছি, এ পুরনো ব্যামো আমি পেপার পড়ে ওপিনিয়ন ফর্ম করতে চাই রিভিউ পড়ে নয়। তবে যদি এতে অনিলায়নের কথা না থাকে রঞ্জনদা ভবিষ্যতে গুজব ছড়ানো বন্ধ করবেন তো?
  • cm | 127.247.96.102 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৪০685453
  • "আজ্ঞে, গবেষণার 'মান' পেপার পড়েও কিছুই বুঝতে পারবেন না যদি না সেটা এক্কেবারে নিজের গবেষণার বিষয় হয়।" --পড়ে ভারি আমোদ হল। আমি পড়া মানে রীডিং নয় পড়ে বোঝা মীন করি। তবে এত ক্ষণে বোধ হয় আপনি অল্প অল্প বুঝছেন, নিজের বিষয়ের বাইরে কি হল তা নিয়ে মন্তব্য করারই কোন মানে হয় না। কারণ মীনিংফুল মন্তব্য করাই যায়না। পিটিদা ঐ সব ভাটনগর টগর দিয়ে তাই বলতে চাইছিলেন মনে হয়।
  • pi | 24.139.209.3 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৫২685455
  • But therewere also some undesirable political interventions. Party-based elections in managing committeeswere not necessary

    ডকুমেন্টের ১৩ নং পাতা থেকে তুললাম।
  • চামচ | 75.49.14.166 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৫৪685456
  • Pg. 13 of 28
    Democratisation in higher education made positive contributions to curb the chaos which prevailed during the Congress rule and to develop the quality of teaching-learning and research. But there were also some undesirable political interventions. Party-based elections in managing committees were not necessary.
  • cm | 127.247.96.102 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৯:০৬685457
  • পুরো উদ্ধৃতিটি হল,
    Democratisation in higher education made positive contributions to curb the chaos which prevailed during the Congress rule and to develop the quality of teaching-learning and research. But there were also some undesirable political interventions. Party-based elections in managing committees were not necessary.

    আমি বুঝলাম বলা হচ্ছে যে ম্যানেজিং কমিটির জন্য দল ভিত্তিক নির্বাচনের প্রয়োজন ছিলনা। এর মধ্যে অনিলায়ন কোনটা? দলভিত্তিক ভোট কে বুঝি অনিলায়ন বলা হচ্ছে। এই যেমন বিহারে অনিলায়নের দিন ঠিক হয়েছে।
  • SS | 160.148.14.8 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৯:২৯685458
  • 'পড়ে' বোঝার একেবারে হদ্দমুদ্দ!
  • PT | 213.110.246.230 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৩৮685459
  • "Party-based elections in managing committees were not necessary"= অনিলায়্ন?
    এবার কি জোর গলায় দাবী করা যাবে যে আবাপ-র interpretation-কে ভিত্তি করে ধ্যাস্টামো করা বন্ধ হোক?
  • PM | 53.251.91.9 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪৮685460
  • ওঃ , রন্জনদা আবাপ র বিশ্লেষন পড়ে সিপিএম এর পর্টি দলিলের "স্বীকারোক্তি" নিয়ে তর্ক যুদ্ধে জিততে চাইছিলেন ? মাইরী। এবার তো লোকজনের পোস্ট পড়তে গেলে নুনের ডিব্বা নিয়ে বসতে হবে ঃ)
  • SS | 160.148.14.8 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৫৩685461
  • "তবে সবাইকে সব কিছু জানতে হবে এমন তো কোন কথা নেই।" এই কথাটা ঠিকই বলেছেন। ইনফ্যাক্ট, এটাই বাস্তব, এমনকি আপনার জন্যেও। তাই আপনি ভারতের বাইরে আর কোনো দেশের সিলেক্শন প্রসেসের ব্যাপারে বিন্দুমাত্র না জেনেও বলে দেন "জগতে এমন কোন দাঁড়িপাল্লা বেরোয়নি যাতে নিক্তি মেপে এই কম্মটি সারা যায়।"
    আমার পরিবারে পঞ্চাশের দশক থেকে প্রতি প্র্জন্মেই দু এক জন কলেজ বা স্কুল শিক্ষক আছেন। একজন ভিসিও ছিলেন, কয়েক বছর আগে অবসর নিয়েছেন। শিক্ষক নিয়োগ রিলেটেড কথাবার্তা ছিল যাকে বলে ডিনার টেবিল কনভার্সেশন।

    শেষে আর একটা কথা। আপনার লেখা পত্র পড়ে মনে হয় আপনি শিক্ষাজগতের সাথে যুক্ত। টইপত্তরে আপনার যেটুকু লেখা পড়েছি তাতে একটা ব্যাপার ভীষণ ভাবে চোখে পড়ে, সেটা হচ্ছে হিউমিলিটির অভাব। আপনি প্রফেশনাল লাইফে কেমন আমি জানি না, তবে আপনার প্রফেশনাল অ্যাটিচিউড যদি টইপত্তরের মতন হয়, তাহলে সেটা একজন শিক্ষকের ব্যার্থতাই নির্দেশ করে। এপর্যন্ত দুজন নোবেল লরিয়েটকে দেখেছি, একজনের সাথে বারে বসে বিয়ার পর্যন্ত খেয়েছি। কিন্তু যেটা সবথেকে বেশি মনে থেকেছে সেটা হল তাদের হিউমিলিটি। নিজেদের রিসার্চের বিষয়েও তাঁরা স্বীকার করেন যে অনেকে তাদের থেকেও ভাল আর গ্রাউন্ড ব্রেকিং কাজ করছে এবং করবে।
    আজকের দুনিয়ায় (হয়তো সব সময়েই), যখন কোলাবোরেশান ছাড়া গ্রাউন্ড ব্রেকিং রিসা্র্চ সিম্পলি হয় না, তখন একজন শিক্ষকের উচিৎ পাখিপড়া করে স্টুডেন্টদের বোঝানো যে সুপিরিয়রিটি কমপ্লেক্স নিয়ে বেশিদূর এগনো যায় না।
    এটুকুই বলার ছিল।
  • SS | 160.148.14.8 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৫৪685462
  • উপরের পোষ্ট পিটির জন্যে।
  • PT | 213.110.246.230 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩৯685463
  • SS
    ""জগতে এমন কোন দাঁড়িপাল্লা বেরোয়নি যাতে নিক্তি মেপে এই কম্মটি সারা যায়।"
    ""জগতের অনেক দেশেই প্রার্থী বাছাই অনেক এফিশিয়েন্টলি করা হয়।" হতেই পারে। কিন্তু ভারতে ১টি মাত্র পোস্টের জন্য ২৫০ টি আবেদনপত্র আসে-বেশীও আসতে পারে।"

    বাংলা না বোঝার জন্য আপনাকে ধন্যবাদ।
    তবে ওপরের সব কিছু একসঙ্গে আরেকবার পড়ে বাংলা মানে বোঝার চেষ্টা করে দেখতে পারেন।
    অথবা নোবেল লরিয়েট্দের সঙ্গে আরো কিছুদিন বিয়ার খান তার পরে দেশে ফিরে ২৫০ জনের থেকে ১ জনকে বাছার পদ্ধতির প্রয়োগ করবেন।
    (এর সঙ্গে ১২ লাখ পরীক্ষার্থী থেকে ১০,০০০-এর কিছু বেশী ছত্র বাছর পদ্ধতিটা জেনে এলে IIT-গুলোর খুব উপকার হয়!!)

    আর একটা কথা। বাড়িতে অনেক শিক্ষাবিদ থাকলেও যতক্ষণ না নিজে টেবিলের ওধারে বসছেন ততক্ষণ সমস্যার গভীরতা অনুধাবন করতে পারবেন না। দেখছেন না অন্যের মুখে ঝাল খেয়ে কেমন অনিলায়নকে পরম সত্যি বলে মনে হচ্ছে অনেকের।

    যেহেতু সরাসরি ব্যক্তি আক্রমণ করলেন, তাই আপনাকে শুধু এইটুকু জানিয়ে রাখি যে দীর্ঘদিন ইউরোপে থাকার কারণে পশ্চিমা বিশ্বে কতজনের মধ্যে থেকে কতজনকে বাছা হয় সে সম্পর্কে আমার সম্যক ধারণা আছে।
  • Bratin | 122.79.36.19 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ২২:৩৫685464
  • আমরা পিটি দাকে বহু দিন থেকে চিনি।

    সিপিএম র প্রতি ওনার ল্খানিক টা পক্ষপাতিত্ব আছে ঠিক ঈ কিন্তু পড়াশুনা বা ও ঈ রিলেটেড ব্যস্পারে উনি অহমিকা প্র্স্কাশ করেছেন এমন টা আমরা দেখি নি। উনি কোথায় পড়াম পারতপক্ষে টা বলতে চান না। সিপিএম কে ডিফেন্ড করতে গিয়ে হয়তো উনি হয়তো কিছু বলে থাকবেন।

    আমার প্রিয় অত্যন্ত সুভদ্র মানুষ টিমে এইরকম ভক্তি আক্রমনের তীব্র প্রতিবাদ জানালাম।
  • Bratin | 122.79.36.19 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ২৩:২৪685467
  • চশমা ছাড়া লেখা।প্রচুর ভুল আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন