এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আন্দোলনের ইতিবৃত্ত

    htar91
    অন্যান্য | ২৪ আগস্ট ২০১৫ | ২৩০৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • potke | 126.202.191.24 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৪৭685468
  • পিটিদা,ধরে নিচ্ছি আপনি বিদেশে ফ্যাকাল্টি ছিলেন এবং সার্চ কমিটিতে ছিলেন। তা, কি মনে হয়, " ইনভার্স প্রবলেম স্পেশালাইজেশন" ক্যান্ডিডেট চাই বল্লে দেশে ২৫০ টা অ্যাপ জমা পড়বে? অথবা "শ্যালো ওয়াটার ওয়েভ্স" ? নিজের ইন্স্টি তে একবার ট্রাই করে দেখুন না।

    জানাবেন কত অ্যাপ্লি জমা পড়ল। আমরা যখন সার্চ করতাম এভাবেই করতাম, নর্থ আমেরিকায়।
  • PT | 213.110.246.22 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৯685469
  • আমি বিদেশে ফ্যাকাল্টি ছিলাম না, সার্চ কমিটিতেও ছিলাম না। সেরকম কোন দাবীও করিনি। এদেশের ব্যাপারে জানি-তাও নিজের বিষয়ের বাইরে কোন মন্তব্য করিনি। তবে যতদূর জানি " ইনভার্স প্রবলেম স্পেশালাইজেশন" অথবা "শ্যালো ওয়াটার ওয়েভ্স" জাতীয় স্পেসিফিক বিষয়ে লোক চাওয়া হয় না।

    IACS কোলকাতার ad.:
    "Recruitment of Assistant and Associate Professors, and Professors in all the areas at IACS"
    http://www.iacs.res.in/facul_jobs.html

    IITKgp-র ad.:
    ix) Bio Sciences
    Ph. D. in any one of the following research areas:
    Cellular Biology / Molecular Biology / Systems Biology / Biochemistry / Biophysics / Enzymology / Computational Biology / Immunology / Genetics / Developmental Biology / Microbiology / Bio-Engineering.
    http://www.iitkgp.ac.in/faculty_opening.php

    IISER Pune-র ad.:
    Applicants with a Ph.D. in Physics, Chemistry, Biology, Mathematics or an allied subject with teaching and Post-Doctoral research experience of minimum 3 years in relevant areas (experience criteria may be relaxed for exceptional candidates) may apply.
    http://www.iiserpune.ac.in/opportunities/academic
  • ranjan roy | 24.97.235.144 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩১685470
  • পিটি উবাচঃ
    ""Party-based elections in managing committees were not necessary"= অনিলায়্ন?
    এবার কি জোর গলায় দাবী করা যাবে যে আবাপ-র ইন্তের্প্রেততিওন-কে ভিত্তি করে ধ্যাস্টামো করা বন্ধ হোক?

    --আমার বক্তব্যঃ স্কুল-কলেজে ম্যানেজিং কমিটিগুলো কী কী করে?
    --১)তারা কি ঠিক করে না যে প্যানেলের থেকে কোন কোন শিক্ষককে নিযুক্ত করা হবে?
    তারা কি প্রভাব খাটায় না যে--
    ২) কার কার কাজের কীভাবে মূল্যায়ন করা হবে?
    ৩) স্কুলঘরকে পার্টির মিটিং এর জন্যে ব্যবহার করা হবে কি না?
    ৪) চাঁদা তোলা অ্যালাউ করা হবে কি না?
    ৫) ছুটি কি কি কারণে দেওয়া হবে?
    ৬) কারা নিয়মিত ক্লাস না নিলেও কিছু বলা হবে না?
    ৭) কারা মিছিলে না গেলে ধ্যাতানি/কটুক্তির শিকার হবে?
    ৮) কারা ---- আর দীর্ঘায়িত করছি না।
    তো সেই ম্যানেজিং কমিটির জন্যে পার্টিভিত্তিক নির্বাচন করিয়ে কন্ট্রোলের চেষ্টাকে আর কী নাম দেব?

    পিটি,
    আপনারা যখন আবাপ কোট করে নিজের পক্ষে ওকালত করেন তাকেও 'ধ্যাষ্টামো' বলবেন তো?

    পিএম,
    না, কোন তর্কে জিততে চাইনি। এখানে বিচারক কে? আর এটা কোন বিতর্কসভা? আমি শুধু নিজের বিবেকবুদ্ধি অনুযায়ী যেটা ঠিক মনে হয় সেটা পোস্ট করি।
  • potke | 126.202.191.24 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ০০:৪২685471
  • দেশে কিভাবে অ্যাড দেয়া হয় জানি। অল এরিয়াস অফ অ্যাপ্লায়েড ম্যাথ বলে তারপর স্ট্রং ক্যান্ডিডেট দের বাতিল করা হয় এই বলে " আমাদের ডিফ ইক্যুশেনের স্পেশালাইজেশন" দরকার ছিল। মানে এমনি বলা হয় না,লোকজন যখন আর টি আই ফাইল করে তখন এক্ষপ্লেন করা হয়। সেটা জব পোস্টে মেনশন করা থাকে না! এস ইফ বাকি লোকেদের সময় আমদা!!

    বোঝা গেছে, আর কথা বাড়াবার দরকার নেই ঃ)
  • AP | 122.79.38.167 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৩৮685472
  • পিটি,
    আপনি তো আই এ সি এস বা আই আই টির অ্যাড থেকে সেটাই বোঝাচ্ছেন যে কি করে ইচ্ছে করেই একজনের নিয়োগের জন্য ২৫০ যনের অ্যাপ্লিকেশন ডেকে আনা হয়। স্পেশালাইজেশন উল্লেখ থাকলে এটা হত না আর কেন সেটা উল্লেখ করা থাকে না, তার কি অসুবিধে সেটাও আপনি বোঝাবার চেষ্টা না করে শুধু কমিটিতে থাকলে কি হয় সেই গল্প করে গেলেন। এক যে ইউ ছাড়া অন্য কোনো ইউনিভার্সিটিতেই ১স্ট ইয়ার আর ৫ থ ইয়ারে একই একই বিষয় পড়াতে হয় না। ইউনিতে বেশির ভগ জয়্গয় সুধু পোস্ট গ্র্যাডই পড়ানো হয়। সেখানে কেন যে বিষয় দরকার সেই বিষয় উল্লেখ করা থাকে না সেটা আপনি ক্লিয়ার না করে খালি অমুক কি করে তমুক কি করে শুনিয়ে যাচ্ছেন।
  • AP | 122.79.38.167 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৪০685473
  • একই লোককে একই বিষয় পড়াতে হয় না।
  • PT | 213.110.243.21 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:০৪685474
  • RR
    "আপনারা যখন আবাপ কোট করে নিজের পক্ষে ওকালত করেন তাকেও 'ধ্যাষ্টামো' বলবেন তো?"
    আমি কখনো আবাপ-র interpretation কোট করিনা। আবাপ-র news আর views আলাদা করার চেষ্টা করি। "অনিলায়ন" শব্দটি সম্পুর্ণ ভাবেই আবাপ-র সৃষ্টি আর সেটা মাত্র কয়েক বছর আগে থেকে ব্যবহৃত হচ্ছে। সংবাদ মাধ্যম কিভাবে অসতর্ক মানুষের মস্তিষ্ক প্রক্ষালন করতে পারে এই শব্দটি তার এক প্রকৃষ্ট উদাহরণ।

    potke
    কথা তো হচ্ছিল অনিলায়নের ব্যাপারে। "মানে এমনি বলা হয় না.." ইত্যাদি জাতীয় কন্সপিরেসি থিওরী তো এ রাজ্যের ইউনির জন্য ব্যবহার করা যায়। কিন্তু দেখা যাচ্ছে যে সারা ভারত জুড়েই এই পদ্ধতিতেই লোক নেওয়া হচ্ছে।

    AP
    "এক যে ইউ ছাড়া অন্য কোনো ইউনিভার্সিটিতেই ১স্ট ইয়ার আর ৫ থ ইয়ারে একই একই বিষয় পড়াতে হয় না। "
    যেখানেই integrated MSc পড়ানো হয় সেখানেই এই সব সমস্যা থাকে। উদা IISc, বেশীর ভাগ IIT, IISER, সম্ভবতঃ Uni Hyed-ও।

    "ইউনিতে বেশির ভগ জয়্গয় সুধু পোস্ট গ্র্যাডই পড়ানো হয়।"
    এখানে সমস্যাটা উল্টো। আজকাল বেশ কিছু কলেজকে কিছু কিছু বিষয়ে MSc পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। যেমন মৌলনা আজাদে ও দীনবন্ধু (গড়িয়া) জুওলজি, বা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে কেমিস্ট্রি ইত্যাদি। মৌলনা পুরো সরকারী কলেজ হওয়ায় সমস্যা কম-পুরো সময়ের মাস্টার আছে বলে। অন্যরা বিভিন্ন জায়্গা থেকে "ভাড়া" করে মাস্টার নিয়ে আসে। এমনকি JU-র life sc & biotech, dept-এ MSc-তেও বেশ কিছু বিষয় পড়ানোর জন্য retired মাস্টার নিয়ে আসা হয়।
    সমস্যা তাই খুব গভীর ও জটিল। বিদেশের চশমা চোখে লাগিয়ে এই সমস্যার সমাধান করা যাবেনা।
  • AP | 122.79.38.167 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:২৭685475
  • সি এম,
    আপনার কথা বুঝতে সত্যি অসুবিধে হচ্ছে। আমার কথা থেকে কি করে বোঝা গেল যে গবেষনাপত্র পড়া মানে রিডিঙ্গ পড়া বোঝাচ্ছি সেটা বুঝলম না। ইন ফ্যাক্ট পেপার পড়া মানে যে রিডিঙ্গ পড়াও হতে পারে সেটা জনলাম আপনর পোস্ট থেকে। আর অপনি কি করেই বা বুঝলেন কোনটা আমার বিষয়ের ভেতরে বা সেও বুঝলাম না ! যাগ্গে।
  • cm | 127.247.96.51 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫১685476
  • আমার গতকাল ৬ঃ৪০ p.m এর প্রথম বাক্য যা আপনাকেই উদ্ধৃত করছে, আবার পড়ুন, বারবার পড়ুন, মনের ভেতরে যেতে সময় লাগতে পারে, তবে যদি যায়, অর্থাৎ কিনা আপনার নিজের বক্তব্য বুঝলেই বুঝবেন , আমি কি বলেছি।

    কোনটা কার বিষয় তা নিয়ে আমার কোন বক্তব্যই নেই। ঐ বিষয় সংক্রান্ত বক্তব্যটি সকলের জন্যই। ঋষিবাক্যের ন্যায় বুঝতে হবে।
  • cm | 127.247.96.51 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৩685478
  • কথা বুঝতে অসুবিধে হওয়া খুবই স্বাভাবিক। এই ভাশাগুলোর ক্ষমতা খুবই সীমিত, এ আক্ষেপ আমায় মাঝে মাঝেই করতে দেখবেন। একটাই ভদ্র ভাষা আছে তবে সে ভাষায় কথা বলা শক্ত, অঙ্কের ভাষা।
  • Bratin | 122.79.36.122 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫৬685479
  • পোটকে কে একটা কথা বলছি অমার মনে হয়
    বি এস ই তে ম্যাথস বা স্ট্যাট পড়ে স্নাতকোত্তর স্তরে যতগুলো বিভিন্ন শাখায় যাওয়া যায় ( মূল বিষয় টা এক রেখে) কেনেষ্ট্রি র ক্ষেত্রে সেই ব্যাপ্তি টা অনেক বেশী।
  • potke | 116.216.188.29 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১০:০০685480
  • যাক তাহলে স্বীকার করলেন পিটিদা যে প্রসেস এ স্বচ্ছতার অভাব আছে। গুড। এবার "অনিলায়ন"--এবিপি গ্রুপের কয়েন করা টার্ম, কিছু লোকে খায় এবং নাগাড়ে লড়ে যায়।

    ক্যাডার হলে চাকরী পেতে সুবিধা-- হতেই পারে; ইন ফ্যাক্ট আমার আগের পোস্ট গুলো দেখবেন, আগেও বহুবার বলেছি নেপোটিসম ভারতে সর্বত্রগামী। বঙ্গে কিছু লোকের জ্বলে এবং এখনো পর্যন্ত আমার অ্যানেকডোটাল স্যাম্পল সাইজ ২৩( ঢপ না, আমি সত্যি ট্র্যাক রাখি) -- মানে যারা অনিলায়ন নিয়ে ফাটিয়ে দেয় আর কি, তাদের মধ্যে ২০ জন বিভিন্ন সময়ে নিজেদের লোক ঢুকিয়েছেন একাধিক। বামেরা আসার পর পঃ বঙ্গে তাদের দাদাগিরি শেষ ঃ)

    একটা হোমিওমর্ফিক ট্রান্সফর্ম কন্স্ট্রাক্ট করা গেলে ভালো হয় , বিটউইন "অনিলায়ন" অ্যান্ড " সো-কলড অ্যাপলিটিকাল, সেল্ফ-রাইটিয়াস অ্যাকাডেমিক কম্যুনিটি" ঃ)
  • PT | 213.110.243.21 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১০:০২685481
  • "যাক তাহলে স্বীকার করলেন পিটিদা যে প্রসেস এ স্বচ্ছতার অভাব আছে। "
    সেটা কোথায় করলাম?
  • PT | 213.110.243.21 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১০:০৪685482
  • bratin
    বায়োলজির ব্যপ্তি দেখলে মাথা খারাপ হয়ে যায়!!
  • | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১০:০৬685483
  • ফগ্গেট অ্যাবাউট অ্যাকাডেমিক, ইফ ইউ লুক অ্যাট দ্য কর্পো ওয়ার্ল্ড, ইটস সেম ব্রাদার। অমুক দাদা তুসুক দাদা চেনে বলে অনসাইটওয়ালা প্রোজেক্টে চান্স পাওয়া, অমুক দাদার জন্য তাড়াতাড়ি বাড়ী কেটে যাওয়া, এসবই খুউপ কমন। আর এইগুলো সবই সো-কল্ড 'অরাজনৈতিক' পাবলিকই করে।

    আর বেশী কথা কি ফেবুতে চাট্টি লাইক জোটানোর জন্যও লোকে লবিবাজি করে.......
  • cm | 127.247.96.51 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১০:১০685484
  • সমস্যা হয় যখন আমরা হিউম্যান বিহেভিয়র এই সিপিএম, কংগ্রেস, বিজেপির স্বল্পালোকে বোঝার চেষ্টা করি।
  • Bratin | 122.79.36.122 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১০:১১685485
  • পোটকে তোমার স্বীকারোক্তি ভালো লাগলো। ঃ))

    আমার লুরু র বাড়ি তে তুমোর অমার আর ন্যাড়া দার দীর্ঘ আলোচনা মনে আছে? ঃ))
  • cm | 127.247.96.51 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১০:১৪685486
  • চশমাটা লাগিয়ে নিলে হয়না?
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | 117.167.108.182 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১০:১৮685487
  • এই আমাগো সুমন্দ্যা - চেতলার ফ্ল্যাটের লাইগ্যা কম ফিরহাদায়ন করসে? বা দেড়েল সুমন ইডির থিক্যা বাঁইচবার লগে ঘাসায়ন করতে আসে...
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | 117.167.108.182 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১০:২২685489
  • হ্যাঁ মাইরি, চম্মা পরে ফিরে পড়ো :-p
  • Bratin | 122.79.36.122 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১০:৫০685490
  • ওকে ঃ))

    আর এখানে একটা কথা বলি। আমি খুব গাট ( নো চন্দ্রবিব্দু) টাইপস।

    পিটি দা, অরি , কল্লোল দা
    আর রন্জন দা এদের সাথে
    অতীতে আমার বহুবার উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। পরে মনে হয়েছে এমন টা না বললেও হতো। কিন্তু আমার সমস্যা বাম সমর্থক পিটি দা অরি কে নিয়ে।( আমি নিশ্চিত অ- বাম ব্রতীন কে নিয়ে ওদের সমস্যা টাও একই রকম) কিন্তু ব্যক্তি পিটি দা বা অরি বা কল্লোল দা( বাম নন) র সাথে কিন্তু আমার কোন সমস্যা নেই। এদের অনেক গুণ
    কেই আমি শ্রদ্ধা করি।
  • PM | 116.78.50.147 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১১:২৯685491
  • "ঋষ্যশৃঙ্গ সিংহরায় " -- এই নামের এখনকার ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেমেয়েরা ঠিক কোন ক্লাসে নিজের নামটা বাংলায় বা ইংরাজীতে লিখতে পারবে সেত ভেবে উঠতে পারছি না ঠিক ঃ(।
  • Bratin | 122.79.36.122 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১১:৩৭685492
  • ইয়েস।

    পুন্ডরীকাক্ষ পুরোকায়স্থঃ উত্তমের সেই ডায়ালগ মনে আছে পি এম? ঃ))
  • cb | 213.0.215.4 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১২:০০685493
  • বোতিন্দা যেহেতু রন্জনদার নাম উল্লেখ করল না সেহেতু বোঝা যায় ব্যক্তি রন্জনদার সাথে সমস্যা আছে (কারণ রন্জনদার নাম বোতিন্দা নিয়েছে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে বলে)

    :P :P
  • PM | 11.187.167.32 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১২:০১685494
  • হুমম ঃ)
  • Bratin | 122.79.36.122 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৩৮685495
  • না ওনার নাম টা দেল থেকে টাইপ করা

    চাপ ঃ))
  • cm | 127.247.96.51 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৫৮685496
  • “The reality we can put into words is never reality itself.”
    ― Werner Heisenberg
  • | 24.96.125.62 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৩৩685497
  • চাঁদু বাবু কি আমাকে কিছু বললেন? ঠিক খেই পাচ্ছি না!!
  • cm | 127.247.96.51 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৩৬685498
  • না না সামগ্রিকভাবেই।আমারই শেষ দুটো পোস্টের সুরে যায় তাই দিলাম।
  • | 24.96.125.62 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪৫685500
  • আচ্ছা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন