এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গান-ফাইট

    pi
    অন্যান্য | ১৩ মার্চ ২০১৬ | ১৯৩৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.174.185.194 | ২১ মার্চ ২০১৬ ০৯:০১698350
  • ন্যাড়া আর ঈশান দুজনেরই গাঅনের ক্লিপ শুনতে ভালো লাগল। এই আলোচনাটা সত্যি ইন্টারেস্টিং হচ্ছে।

    আর সবচে বড়ো পাওনা, পোস্টগুলো পড়তে পড়তে আর ডি, এস ডি, কিশোর, লতা এদের নানান গান টুকটাক শুনে ফেলছি। দারুন টই হয়েছে।
  • pi | 24.139.209.3 | ২১ মার্চ ২০১৬ ০৯:৩৮698351
  • টই পড়তে গিয়ে একজায়গায় মনে হল, আত্মোপলব্ধি ভাল জিনিস :P

    মামু, পঞ্চাশ-ষাটের কি সত্তরের গোড়ার হিন্দি গান, এস ডি, সলিল চৌ, নৌশাদ, শঙ্কর-জয়কিষেণ, ওপি, হেমন্ত, খইয়াম নিয়ে কথা হোক।
  • d | 144.159.168.72 | ২১ মার্চ ২০১৬ ০৯:৪৯698353
  • গায়!
  • d | 144.159.168.72 | ২১ মার্চ ২০১৬ ০৯:৪৯698352
  • আরিব্বাস! ঈশান ক্কি ভাল ক্ল্যাসিকাল গয়! খুবই ভাল লাগল শুনতে। যাহোক ন্যাড়াদার তো দুপিউরে শুনে বলার কথা। কাজেই এবারে ন্যাড়াদার দান।
  • san | 113.245.14.101 | ২১ মার্চ ২০১৬ ০৯:৫৩698354
  • গান ভালবেসে শোনা তো কোনো ইনডিপেন্ডেন্ট চয়েস না । কোনটা ভালোবাসছেন ও কেন , তার পিছনে নানা ফ্যাক্টর। সেগুলো নিয়ে আলোচনা আমার তো ভাল লাগে। সকলের লাগেনা হতেই পারে।
  • san | 113.245.14.101 | ২১ মার্চ ২০১৬ ০৯:৫৮698355
  • আর সাধারণ মানুষ কোনো সমসত্ত্ব সেট ও না। অনেক সাধারণ মানুষকেও জানি , দেখেছি যারা শাস্ত্রীয় সঙ্গীত বেশি ভালবাসেন , উপভোগ করেন।
  • sosen | 184.64.4.97 | ২১ মার্চ ২০১৬ ১০:০৭698356
  • আমি তো বলিনি সাধারণ মানুষ শাস্ত্রীয় সঙ্গীত ভালোবাসেন না বা উপভোগ করেন না! আমি নিজেও করিনা এমনটাও বলিনি। সমসত্ত্ব সেট এমনও বলিনি।

    আমাকে না বলে থাকলে ইগনোর।
  • pi | 233.176.35.149 | ২১ মার্চ ২০১৬ ১০:১৭698357
  • কেন ভাললাগেনা ( এই ধরা যাক, ঠুমরি টুমরিই বা মথুরা নগরপতির মত গান), তার কোন বিশ্লেষণ ব্যাখ্যাও পাওয়া যাবেনা, সে কেউ না করতে পারেন, কিন্তু কেউ করলে বা সেই নিয়ে আলোচনা হলে আপত্তি কীসের কে জানে।
  • dc | 132.174.185.194 | ২১ মার্চ ২০১৬ ১০:১৮698358
  • কিন্তু রাহুল দেববর্মন একটা সিনেমায় একেবারে খাজা গান বানিয়েছিলেন, ১৯৪২ আ লাভ স্টোরি। আর ডি অতোগুলো অখাদ্য গান একটা সিনেমায় জড়ো করবেন, কে জানত!

    S, বাপ্পি লাহিড়ী কিন্তু প্রথম দিকে বেশ কয়েকটা অসাধারন গান বানিয়েছিলেন। একটা মনে পড়ছে, "চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা"।
  • san | 113.245.14.101 | ২১ মার্চ ২০১৬ ১০:২০698360
  • 'আমার মত সাধারণ মানুষ' বলে কিছু হয় না , সেইটাই বলছিলুম :-)
  • sosen | 184.64.4.97 | ২১ মার্চ ২০১৬ ১০:৩১698361
  • কেন হবে না বুঝলাম না। অসমসত্ত্ব সেট তো কয়েকটা সমসত্ত্ব সেট দিয়েই তৈরি হবে। আর তার কোনো একটাতে আমি পড়ছি, সুতরাং সেই সেটটা আমার মত সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করছে। যাদের মথুরা নগরপতিও ভালো লাগে, নোম তোমও ভালো লাগে, কোনোটাই কোন টেকনিক্যাল কারণে ভালো লাগে সেটা বুঝিয়ে বলার মত প্রথাগত শিক্ষা নেই আবার ভালো লাগলে যে কারুর ট্র্যাশিং এ সেটা চট করে খারাপও লেগে যায় না। তো, এই আমরা একটা এনটিটি, সাধারণ মানুষ তো বটেই।
  • pi | 233.176.35.149 | ২১ মার্চ ২০১৬ ১০:৩৫698362
  • এই নিন, বপ্পিদার কপির লিস্টি দেখে নিন ঃ)
    http://itwofs.com/hindi-bl.html
  • ন্যাড়া | 109.72.224.255 | ২১ মার্চ ২০১৬ ১০:৫২698363
  • কলাবতী একটি ঔড়ব-ঔড়ব রাগ, মানে আরোহনে আর অবরোহনে সাতের জায়গায় পাঁচটামাত্র স্বর লাগে। ইংরিজি করে বললে পেন্টাটোনিক। সাতটা স্বর লাগলে তাকে সম্পূর্ণ রাগ বলে। কলাবতী খাম্বাজ ঠাটের রাগ। খাম্বাজ ঠাটের আরোহন-অবরোহন হল -

    সা রে গা মা পা ধা ণি সা ।
    সা ণি ধা পা মা গা রে সা ।।

    শুধু নি কোমল। এবার কলাবতীর স্বরগুলো হবে -

    সা __ গা __ পা ধা ণি সা ।
    সা ণি ধা পা __ গা __ সা ।।

    যেহেতু কলাবতী রে আর মা বর্জিত, আমি ওই ঘরগুলো ফাঁকা রেখেছি। ওই ফাঁকা জায়গায় কিছু বসলেই রাগ আর কলাবতী থাকবে না। রাগসঙ্গীতের একদম গোড়ার কথা। তবে ওখানে অন্যস্বর স্পর্শ করা যায়। সেক্ষেত্রে কলাবতী মিশ্র হয়ে যাবে।

    রে দুরকম হয় - শুদ্ধ (রে) আর কোমল (ঋ)। মা-ও দুরকম - শুদ্ধ (মা) আর কড়ি (হ্মা)। তাহলে ম্যাথেমেটিকালি ওই ফাঁকা জায়গায় চারটে কম্বিনেশন বসতে পারে (ধরে নিলাম আরোহনে যে স্বর লাগবে, অবরোহনেও তাই) -

    রেমা (ণি-রে-মা (Bb) / রে-মা-ধা (Dm))
    ঋমা (ণি-ঋ-মা (Bbm))
    রেহ্মা (রে-হ্মা-ধা (D))
    ঋহ্মা

    পাশে যে কর্ডগুলো লিখেছি, সেগুলো সাধারণ যে কর্ডগুলো এই শূণ্যস্থানের নোটদুটো আর কলাবতীর একটা নোট নিয়ে বানানো যায় (আমি স্বল্পপ্রচলিত কর্ড যেমন সাস্পেন্ডেড বা অগমেন্টেড কর্ড বা তিনের বেশি নোটের কর্ড যেমন সেভেন্থ বা নাইনথ ইত্যাদি কর্ড আলোচনা থেকে আপাতত বাদ দিচ্ছি)।

    এই কর্ডগুলো আপনি কলাবতী গাওয়ার সময় বাজাতেই পারেন। কিন্তু বাজালেই যিনি মূল মেলডি গাইছেন বা বাজাচ্ছেন তাঁর ঝোঁক হবে ওই কর্ডে ব্যবহৃত রে বা মা স্বর লাগাতে। আর যেই সেটা হল, অমনি শুদ্ধ কলাবতীতে থেকে তিনি বিচ্যুত হলেন। যদি সচেতনভাবে তিনি রে আর মা এড়িয়েই যান, তাহলে ওই কর্ড সেই গানে লাগে না। তাই এই কর্ডগুলো কলাবতীর সঙ্গে বিবাদী - কনফ্লিক্টিং। এই হল প্রতিপাদ্য। এটা বলার জন্যে এত সময় ব্যয় করতে হল, এটাই আশ্চর্যের। কারণ রাগসঙ্গীতের একেবারে প্রাথমিক শিক্ষার্থীও জানে কলাবতীর বিবাদী স্বর রে আর মা। তার স্বতঃসিদ্ধ হল, যে ফ্রেজে কোন রাগের বিবাদী স্বর লাগে সেই ফ্রেজ সেই রাগের বিবাদী - ডিসকর্ডেন্ট বা কনফ্লিক্টিং।

    এ ব্যাপারে আর কিছু বলব না বা লিখব না। এ আলোচনাতে ঢুকতেই চাইনি। যেমন চাইনা কারুর কুড়িটি গান শুনে তাঁর সম্বন্ধে "সুচিন্তিত" বক্তব্য রাখা যেখানে তাঁর সম্বন্ধে পপুলার ও ক্রিটিকাল অ্যানালিসিস একেবারেই অন্যরকম।

    অন্য যে দুটো ব্যাপার ইন্টারেস্টিং - (১) গানের ইমোশনাল ইম্প্যাক্ট। যেটা স্যান উল্লেখ করেছে। এটা খুব একটা অ্যাকাডেমিক স্টাডি হয়েছে বলে শুনিনি। শুধু গান নয়, যে কোন পারফর্মিং আর্টের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আর (২) বম্বের হিন্দি গানের ইকোনমিক আর সোশাল ডাইনামিক্স। একটা খুব সোজা বাজারি হিসেব আছে। যেহেতু প্রথম থেকে বাংলা, মূলতঃ নিউ থিয়েটার্সের হাত ধরে, ছবি তৈরির (হিন্দি ও বাংলা) মূল কেন্দ্র ছিল - পরে যখন বম্বে প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে মাথা চাড়া দিল ও হিন্দি ছবি তৈরি করতে শুরু করল, দেশের বিভিন্ন জায়গা থেকে - বিশেষতঃ বাংলা থেকে - ট্যালেন্টদের বম্বে যাত্রা শুরু হল। গানের ক্ষেত্রে এটা আরও বেশি সত্যি। এ পুরো বাজারি অর্থনীতির ব্যাপার। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যখন রুল করছে তখন সায়গল এসে নিউ থিয়েটার্সে চাকরি নিচ্ছেন, রাইচাঁদ বড়াল-পঙ্কজ মল্লিকদের সঙ্গে কাজ করছেন। বম্বে যখন মার্কেট কব্জা করল তখন কৃষ্ণচন্দ্র দে-শচীন দেব বর্মন-হেমন্ত মুখুজ্জে-সলিল চৌধুরী-নচিকেতা ঘোষরা সব বম্বে চললেন। ঠিক সেইভাবেই উঠে এলেন মধ্যপ্রদেশ থেকে অশোককুমার-কিশোরকুমাররা, মধ্যপ্রদেশ-গোয়া থেকে মঙ্গেশকররা, পঞ্জাব থেকে রফিসাহেব, কলকাতা থেকে গীতা দত্ত-সুবীর সেন প্রমুখরা। এবং এর সঙ্গে সঙ্গীত পরিচালকরা। ট্রায়াল অ্যান্ড এরর করে তৈরি হয়েছে, আজকে যাকে বলিউডি মিউজিক বলে, তার ধাঁচটা। এই ইভোলিউশনটা একমাত্রিক নয়। একেবারেই নয়। এই আ্লোচনার পরিসর অনেক ব্যাপক। আশা করছি, ভেবেচিন্তে শ্রদ্ধা নিয়ে কেউ করবেন।
  • dc | 132.174.185.194 | ২১ মার্চ ২০১৬ ১০:৫৫698365
  • এই দেখো, বাপ্পিদা কপি করেন নি আমি বলেছি নাকি? রবিদাদুই কপি করেছে তো বাপ্পিদা কে! শচীনকর্তাও কপি করেছে আর এল-পিও কপি করেছে। আমার মতো ম্যাঙ্গো পাবলিক (আমসত্ব, সমসত্ব যাই হোক) কপি নিয়ে অতো মাথা ঘামাই না, গানটা শুনে ভালো লাগলেই হলো :p

    তবে হ্যাঁ কপিকারের নাম যদি করতেই হয় তো অনু মালিক।
  • নির্মোহ ব | 69.160.210.3 | ২১ মার্চ ২০১৬ ১০:৫৫698364
  • অথচ দেখুন এই আমার "বলো কি" গানটা কি বাজেই না লাগছে। মানে কোনোকালেই ভালো লাগতো না, এখন এতো ক্লাসিকালের নুন লেবু চটকেও এক ছটাকও বাড়তি ভালো লাগল না। ইন ফ্যাক্ট আড্ডির গাওয়া, আড্ডি কিশোর জুটির, আড্ডি আশা জুটির বাংলা গান একটাও, জাস্ট একটা ও কোনোকালে ভালো লাগে নি, যদ্দুর মনে পড়ছে। সেই ফিরে এসো অনুরাধা থেকে শুরু এই সমস্ত সিরিজের ফিরে এলাম, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, আমার মনে এই ময়ুরমহলে, এই যে নদী, ইত্যাদি এই সেট এর সমস্ত গান শুনলেই কিভাবে ও কেন যে এত বাজে লাগা কানে মনে ভর করে। জানি অনেকেরই, বন্ধুদের মধ্যেও দেখেছি, অনেক অনেক অনেকেরই গানগুলো এত পচ্ছন্দের, অথচ আমার জাস্ট শুনলেই বিবমিষা শব্দটা মূর্ত হয়ে ওঠে।

    এর সাথে কলাবতী বা অন্য কোনো রাগের চলন, কর্ড ডিসকর্ডের সম্পর্ক নেই বলেই মনে হয়। আড্ডির বেশ কিছু হিন্দি বা কিশোরের প্রচুর হিন্দি অথচ পছন্দেরই। এমনকি আমার তো বেশ কিছু শানু ও ভালো লাগে। বাপ্পিদার কিছু কখনো ভালো লেগেছে বলে মনে পড়ছে না। তবে ইকুয়াল সেন্স অব বাজে লাগা হল সেই আগেয়া আগেয়া হালুয়াবালা আগেয়া বা জিলে লে জিলে লে।

    ওদিকে "আমি মিস ক্যালকাটা নাইন্টিন সেভেন্টি সিক্স" আর 'এই রাত তোমার আমার' শুনে ঈশানের কি বলার ছিল সেটা এখনো বলা হল না।

    আর হ্যাঁ, হিমাংশু দত্তের গান আমায় অভিযান শুনিয়েছিল , কার গলায়? চিন্ময় না শ্যামল। প্রফেটের চেয়ে ঢের ভালো লেগেছিল। না মশাই, গায়কি জিনিসটার বিশাল এফেক্ট আছে। সেটা কি ব্যাখ্যাযোগ্য? আরতি রফির গলায় গানে অনেকখানি অভিনয় ঢুকে যায়। আশার হিন্দি গানেও। পর্দার ভিশুয়াল ছাড়াও গানটা গানের মধ্যে থেকে একটা ইমেজারি তৈরি করতে থাকে। সেইটে কি ব্যকরণ দিয়ে বোঝার মতো? মানে বোঝার হলে অবশ্যই বুঝতে আগ্রহী।
  • bhagidaar | 34.49.119.28 | ২১ মার্চ ২০১৬ ১১:০০698366
  • না না অনু মালিক না, অমি বলব সন্জীব-দর্শন। নদীম-শ্রবণ এর শ্রবণ এর ছেলে। সবকটা গান চুরি। মন সিনেমার গান একটা উদাহরণ। আনু মালিকের তো তাও এক দুটো নিজের সুর ছিলো।
  • dc | 132.174.185.194 | ২১ মার্চ ২০১৬ ১১:০১698368
  • ওরে বাবা নদিম শ্রাবন এর নাম মনে করিয়ে দিলেন? ঃ( উফ্ফ
  • pi | 233.176.35.149 | ২১ মার্চ ২০১৬ ১১:০১698367
  • গানে অভিনয় ঢুকে যাওয়াটা একটা খুব বড় ফ্যাক্টর। অন্ততঃ আমার গান ভাল লাগার জন্য। এটাই লতার গানে বেশ কিছুটা মিসিং লাগে। রফির গানে সবচে বেশি পাই।
  • S | 108.127.180.11 | ২১ মার্চ ২০১৬ ১১:০২698371
  • কেন আমাদের প্রিতম।
  • pi | 233.176.35.149 | ২১ মার্চ ২০১৬ ১১:০২698369
  • না না, আমিও বলিনি আপনি বলেছেন ঃ)
  • bhagidaar | 34.49.119.28 | ২১ মার্চ ২০১৬ ১১:০৭698372
  • এইয়ো নদীম শ্রবণ আমার বেশ প্রিয়
  • pi | 233.176.35.149 | ২১ মার্চ ২০১৬ ১১:১৪698373
  • ঐ একটা ভয়াবহ ফেজ গেছে।
    ঐ নাদিম-শ্রাবণ অনু মালিক এট আল । তার উপরে বিষফোঁড়া স্বরূপ শানু। কে জানে, শানু না গাইলে হয়তো কিছু গান অত খারাপ নাও লাগতে পারতো।

    আর আর ডি র বাংলা গান নিয়ে আগেই লিখেছিলাম, ওমনাথের পোস্টেও প্রায় ক। বিবমিষা না হলেও এক ফোঁটা ভালোলাগা পাইনি, বেশিরভাগ গানেই। আর ঐ সময় থেকে, আর ডি র সময় ও তার পর থেকেই মনে হয় বাংলা গানের প্যাটার্ন বদলে গেল পুরো ( আর আর্ডিকে তার জন্য কিছুটা দায়ীও মনে হয়, কেউ মুজিক্যালি বোঝালে ভাল হয়) তার মধ্যে প্রচুর গান বিবমিষা টাইপেরও। এটা নিয়ে একটু কেউ কথা বললে ভাল হয়, কী ধরণের পরিবর্তন এসেছিল, যার জন্য খুব ক্লিয়ার কাট তফাত করা যায়, পুরানো, একটু কম পুরানো, নতুন গানের মধ্যে। এটা অনেক দিনের জানার ইচ্ছে। কথাও নিশ্চয় বদলেছে। কিন্তু সুর আর আরেন্জ্মেন্টে কী কী বদলালে পুরো এক একটা সেটকে আলাদ করে চেনা যায়। একই শিল্পী গাইলেও, একই ধরণের গান হলেও। রহমান বা তার পরবর্তী আরেন্জমেন্টের তফাতের কথাও বলছিনা, সেগুলো অবভিয়াস।
    কিন্তু ষাটের থেকে আশি-নব্বইয়ের গানকে যে কেউ না জেনে শুনলেও তফাত করতে পারবে, সে যে সুরকারই হোক না কেন। হিন্দি হোক, কি বাংলা। কী দিয়ে এত ড্রাস্টিক পরিবর্তন হয় ?
    নব্বইয়ে কোন একটা হিন্দি সিনেমা, আমির-সলমন জুটি ছিল মনে হয়, তাতে সচেতনভাবেই পুরানো গানের ঘরানা আনা হয়েছিল। ওপি র ছেলে বোধহয় সুর দিয়েছিলেন। এই তো হ্যাঁ, একটা গান মনে পড়েছে। এলো জি সনম হম আ গয়ে, ... এটা নব্বইয়ে হলেও যে কেউ বলবে ষাটের গান। শুধু তো কথার জন্য না, গায়ক-গায়িকাও নয়।
    কী কী ফ্যাক্টর আছে এখানে, এই এত আলাদা কম্পোজারদের নিয়ীও একেকটা আলাদা সেট তৈরি হয়েছে যে, তারা কোথায় নিজেদের মধ্যে এক আর অন্য সেটের থেকে আলাদা ?
  • pi | 233.176.35.149 | ২১ মার্চ ২০১৬ ১১:২৩698374
  • কিম্বা এই কয়েক বছর আগের সুধীর মিশ্রের খোয়া খোয়া চাঁদের গানগুলো বা ডার্টি পিকচার। এই পুরানো সময় রিক্রিয়েট করার জন্য মিউজিক্যালি কী কী পরিবর্তন আনেন ? ভিশ্যুয়াল এলিমেন্টগুলো খুব স্পষ্ট ও মোটামুটি জানাও। মিউজিক্যাল এলিমেন্টগুলো কী কী ?
  • san | 11.39.33.220 | ২১ মার্চ ২০১৬ ১১:৩২698375
  • সোসেনদি - সেরকম আরো অনেকে আছে যারা নিজের পছন্দ টা না পাল্টেও অন্যের পয়েন টা খুঁটিয়ে দেখতে ইচ্ছুক। 'আমি টেকনিকালিটিটা খুব ভাল বুঝি না , এবং বুঝতে চাই' এটাও তো একটা অ্যাপ্রোচ। এবং বোঝার শেষে যে ঈশান ( বা ন্যাড়াদা , বা অন্য কেউ) এর সঙ্গে একমত হতে হবে এমনো না। কিন্তু এমন লোকেদের কাছে আলোচনাটা পৌঁছচ্ছে এটা ঘটনা। সাধারণ মানুষ মাত্রেই - ও যা ভাল লাগে তা তো লাগেই , টেকনিকালিটি নিয়ে জ্ঞান শুনতে চাই না - এমন নয়। আমার ছোটোকালে ফর্মালি রাগ রাগিণী শেখা হয়ে ওঠেনি , যতটুকু যা শুনে শুনে হয়। এখন ধরে ধরে স্ট্রাকচারালি শিখতে ইচ্ছে করে। আমিও তো সাধারণ লোক।
  • dc | 132.174.185.194 | ২১ মার্চ ২০১৬ ১১:৩৭698376
  • আর ডির বাংলা কয়েকটা গান আছে যেগুলো ভাল্লাগে, তবে সেগুলো বোধায় সবই সিনেমার। একটা অসাধারন গান মনে পড়ে গেল, "আধো আলোছায়াতে" (এই সিনেমাটায় সহ সুরকার হিসেবে রবীন্দ্র জৈনের নাম আছে)। আরেকটা অত্যন্ত প্রিয় গান, অন্য কারনে, "তোলো ছিন্ন বীণা"। এরকম আরো কয়েকটা সিনেমার গান আছে, মনে পড়ছে না। ও হ্যাঁ ত্রয়ী সিনেমাটার কিছু গান।
  • মাণিক্য | 18.37.235.27 | ২১ মার্চ ২০১৬ ১১:৪১698377
  • জন্ম থেকেই আরডিবি পোষায় না। যদিও বেশি গান শুনি নি কিন্তু যে কটা গান শুনেছি, তার সব কটাই অন্য কোনো গান (আগে শোনা) এর টোকা ছিলো। ইন্ডিয়ানাইজ করা না কীসব বলে যেনো অনেকে, সেই কন্সেপ্ট টা আবার আমার কাছে ক্লিয়ার নয়। তবে এটা অবশ্যই ওনার ক্রেডিট ছিলো যে সেই সময় ওয়েস্টার্ন গান এবং কিছু পাকিস্তানি গান শুনে সেই সুর এখানে চালিয়ে দিয়েছিলেন।

    মূল থ্রেড এ আমার মতে বাপ্পী লাহিড়ী কে নিয়েও আলোচনা হওয়ার দরকার ছিলো।

    আরেকটা কথা.....ইশান বাবু টি কে বলুন তো?????
  • san | 11.39.33.220 | ২১ মার্চ ২০১৬ ১২:০২698378
  • ওমনাথদাকে প্রায় ক , খালি কর্ড ডিসকর্ড দিয়ে ব্যাখ্যা করা যায়না টুকু বাদ , বা বলা ভাল ব্যাখ্যা দেখলে পড়ে ও শুনে নিই :-)
  • ন্যাড়া | 109.72.224.255 | ২১ মার্চ ২০১৬ ১২:০৩698379
  • lcm | 83.162.22.190 | ২১ মার্চ ২০১৬ ১২:১০698380
  • ওহো, এটার হিন্দি আছে, আহা !
  • lcm | 83.162.22.190 | ২১ মার্চ ২০১৬ ১২:২৪698382
  • ও হ্যাঁ, বাপ্পি লাহিড়ি -
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন