এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গান-ফাইট

    pi
    অন্যান্য | ১৩ মার্চ ২০১৬ | ১৯২৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ১৯ মার্চ ২০১৬ ০৭:৫৭698284
  • দ্বিতীয় প্রতিপাদ্য।

    এর দুটো ভাগ। ক এবং খ।

    ক। "আমি যেটার কথা বলছি সেটা স্কোপটা আরও বড়। ধরা যাক রাগমালা। ক্রমশঃ একটা রাগ থেকে আর একটা রাগে চলে যাওয়া। এটাতে মুন্সিয়ানা আরও বেশি লাগে। কিন্তু এটাও একমুখী। মানে রাগ থেকে যেতে যেতে কিন্তু সাধারণতঃ আগের রাগে ফিরে আসা হয়না।" ন্যাড়াদা এইটা বলেই এর পরের ধাপেই রাগ সৃষ্টিতে চলে গেছেন। কিন্তু বস্তুত রাগমালা ভারতীয় সংগীতের চিহ্নায়ক না। অন্তত ঠুংরি জাতীয় তথাকথিত লাইট ক্লাসিকালের কথা যখন বলা হচ্ছে।

    এটা লিখে বোঝানো কঠিন। একট উদাহরণ দেওয়া যাক। এই গানটা দেখুনঃ

    ভীমসেন যোশীর বাবুল মোরা। পাক্কা ভৈরবীর বন্দিশ। কিন্তু গাইবার সময় এতে সিমলেসলি ঢুকে যাচ্ছে আরও নানা রাগ। বাকিগুলো টুকটাক, কিন্তু পিলু আর টোড়ি খুব স্পষ্ট করে। শুনে দেখুন। বুঝতে অসুবিধে হলে কোন জায়গাটা টাইম স্ট্যাম্প দিয়ে বলে দেওয়া যাবে।

    কথা হল, এখানে, রাগমালাও তৈরি হচ্ছে না, ব্যাপারটা একমুখীও হচ্ছে না। একটা মেলডি স্ট্রাকচারে আরেকটা ঢুকে যাচ্ছে। এবং তারপর আবার ফিরে আসা হচ্ছে। এটা ভারতীয় লঘু শাস্ত্রীয় সংগীতের একটি চিহ্নায়ক বৈশিষ্ট্য।

    খ। এই গানগুলি সম্পর্কে ন্যাড়াদা ব্ল্যাঙ্কেট বলছেনঃ "এগুলোর কোন ডিফাইনড হারমনিক স্ট্রাকাচার নেই"। এটায় আমি কিঞ্চিৎ দ্বিমত পোষণ করছি। কিঞ্চিৎ, কারণ, সত্যিই ইমপ্রোভাইজড গানে কোনো "ডিফাইনড" হারমোনিক স্ট্রাকচার থাকা মুশকিল। কিন্তু হারমোনিক স্ট্রাকচার কি নেই? ভীমসেন যোশির কায়দা ছেড়ে দিন, প্লেন্ অ্যান্ড সিম্পল ভৈরবী পিয়ানোতে বাজাতে বা অ্যাকম্প্যানি করতে গেলেই রিলেটিভ মাইনর স্কেল ব্যবহার করা আবশ্যিক। একটা নয়, একাধিক। তার সঙ্গে এই টোড়ি বা পিলুর উপদ্রব যোগ হলে এর সঙ্গে মেজর স্কেল ব্যবহার করতে হবে। ভারতীয় গায়কদের পাশ্চাত্য স্কেল ইত্যাদির ফর্মাল ট্রেনিং না থাকাই স্বাভাবিক, কিন্তু হারমনিক স্ট্রাকচারের একটা ধারণা গানে আছেই। এক্সপ্লিসিটলি না হলেও ইমপ্লিসিটলি। অবশ্যই এক্সপ্লিসিট হারমনি স্ট্রাকচার সলিল চৌধুরি নিয়ে এসেছেন, সে নিয়ে কোনো সন্দেহ নেই।
    ভারতীয় সঙ্গীতের হারমনি স্ট্রাকচারের একটা জলজ্যান্ত উদাহরণ দিতে পারলে ভালো হত। কিন্তু অমন ডেমো নেই।

    ----

    তো এই হল দুখানা প্রতিপাদ্য।
  • ন্যাড়া | 117.77.92.107 | ১৯ মার্চ ২০১৬ ০৮:০৭698285
  • এত বড় বড় পোস্টের জবাব টাইপ করা যাবে না। এনথু নেই। পডকাস্ট বানাতে হবে মনে হচ্ছে।
  • pi | 24.139.209.3 | ১৯ মার্চ ২০১৬ ০৮:১৩698286
  • আমার আবার আর ডি-কিশোর নিয়ে খারাপ লাগা মূলতঃ এদের বাংলা গান দিয়েই। আশাও জুড়তে হবে এখানে। আগের ভাল লাগা গান থেকে শুরু করে নব্বই পরবর্তী বাংলা গান খুব খারাপ লাগার মাঝেমাঝ সত্তর-আশির এই খারাপ লাগা অবশ্য ট্রান্সিশনই মনে হয় ( প্রথম দিকের কয়েকটি গানের ব্যতিক্রম বাদে)। কীরকম জানি মনে হয়, আর ডি বাংলা গানে এমন একটা পরিবর্তন এনে দিয়েছিলেন যা নিজে তাও কিছুটা ম্যানেজ করেছিলেন ( মানে এই গানগুলোর বেশিরভাগই নিজের থেকে চালিয়ে না শুনলেও, কোন গান শুনলে একটু দাঁড়িয়েও পড়তে পারি কিম্বা দাঁড়াবো না, কিন্তু শুনলে পালাবো এমন না। পরের দিকের বাংলা আধুনিক বা সিনেমার গানে যেটা হত বা হয় ), কিন্তু পরে একেবারে অযোগ্য লোকজনের হাতে পড়ে তা বিলকুল বরবাদ হয়ে গেছে।

    আরেকটা ব্যাপারও ছিল, প্রায় সব কটা গানের কথাই প্রায় পোষতো না। তার আগেও খুব ভাল ভাল কথা ছিল, এমন না হলেও।

    আর প্রথম দিকের বেশ কয়েকটা গান, হিন্দিতে ভাল লাগলেও বাংলায় একদমই লাগেনি।
    ইয়ে শাম মস্তানি- আকাশ কেন ডাকে
    তুম বিন যাউ কঁহা - এক দিন পাখি উড়ে
    আপকি কামরে মে কৈ- বন্ধ দ্বারে অন্ধকারে
    তেরে বিন জিন্দেগীসে কৈ - যেতে যেতে পথে হল দেরি
    দো নয়না ( এটা সত্যি প্রিয় একটা গান)- তোমাতে আমাতে

    এ অবশ্য এক রহস্য। একই সুর, অনেক জায়গাতে শিল্পীও এক। কথা বদলে গেলে যে ভালো লাগা এত বদলে যেতে পারে, সে এই গানগুলোতেই বুঝেছি। কিম্বা সুর-কথা কোথাও একটা মিশ খায়নি মনে হয়েছে। কথাগুলো পুরো আলাদা করে চেয়ে চেয়ে থাকে। সেক্ষেত্রে কথা ভাল না হলে আর ভালোই লাগেনা।
    নইলে সলিল, হেমন্ত, এস ডির যে গানগুলো ভাল লাগে, বাংলা , হিন্দি দুটোতেই লাগে, ভাল-লাগার কম-বেশির তফাত থাকলেও।
  • pi | 24.139.209.3 | ১৯ মার্চ ২০১৬ ০৮:১৯698287
  • এক রাগ থেকে অন্য রাগ ছুঁয়ে আবার ফিরে আসা তো ভারতীয় ক্লাসিক্যালে খুবই হয়। ছায়া না কী বলেও যেন। মিশ্র রাগও আছে। ন্যাড়াদা এটা কী বললেন বুঝতে পারলাম না ।
  • Bhagidaar | 34.49.119.28 | ১৯ মার্চ ২০১৬ ০৮:২৩698288
  • পাই-এর দেওয়া লিস্টির সব কত গান সম্পর্কে একমত--হিন্দিগুলো যেকোনো সময় শুনবো, বাংলাগুলো চালালে পালাবার চেষ্টা করব। মনে হয় যে পাড়ায় মাইকে শুনিয়ে শুনিয়ে এই দশা করেছে।
  • নির্মোহ বনির্মোহ ব | 74.233.173.181 | ১৯ মার্চ ২০১৬ ০৮:৩৫698289
  • পোস্ট লিখবেন না। ফোনে বক্তব্য রেকর্ড করে ড্রাইভে তুলে লিন্ক দিন। আমরা শুনে নিচ্ছি।
  • sosen | 184.64.4.97 | ১৯ মার্চ ২০১৬ ০৮:৪১698290
  • বা ওমনাথকে ফোং করে ডিকটেশন দিন। কিন্তু দিন। ;)
  • lcm | 83.162.22.190 | ১৯ মার্চ ২০১৬ ১০:৫৮698291
  • আরো কিছু প্রাসঙ্গিক - সলিল চৌধুরীর দীর্ঘ (৪.৫ ঘন্টা) ইন্টারভিউর অডিও রেকর্ডিং, সাক্ষাৎকার নিয়েছিলেন সুমন

    (১)


    (২)


    (৩)


    (৪)


    (5)
    <
  • lcm | 83.162.22.190 | ১৯ মার্চ ২০১৬ ১১:১৮698292
  • ৪নং-এর ১০ঃ৪৪ থেকে
  • robu | 233.29.204.178 | ১৯ মার্চ ২০১৬ ১১:৫৬698294
  • পাইদির ৮:১৩ এর সাথে আমার পুরো মাইল যায়।
  • robu | 233.29.204.178 | ১৯ মার্চ ২০১৬ ১১:৫৭698295
  • *মিলে
  • S | 108.127.180.11 | ১৯ মার্চ ২০১৬ ১২:১৩698296
  • কবেকার ইন্টারভিউ?
  • lcm | 83.162.22.190 | ১৯ মার্চ ২০১৬ ১২:৩৫698297
  • ১৯৮১ নাগাদ
  • aka | 34.96.82.109 | ১৯ মার্চ ২০১৬ ২০:১৫698298
  • আপনার কাছে N খানা অপশন আছে। আপনি তাদের মধ্যে কোন একটা অপশন বেছে নিলেন x(i)। আপনার আগের চয়েজ y(j) + x(i) বেশ সফল লোকের ভালো টালো লাগল। আপনার কাছে আরও N - 1 অপশন পড়ে থাকে। তারমধ্যে এক্সপেরিমেন্ট করলে আগের x(i) + y(j) এর থেকে বেটার হত এই হল প্রতিপাদ্য। কেন অন্যটা বেটার এটা নয় সেটাই বুঝলাম না। যদিও x(i) + y(j) অনেকের ভালো লাগে, লাগছে।

    আরও বুঝলাম না যে সলিল পেলে তোফাটিয়ে দিতেন। সলিল পাননি কেন? ওনার সময়ে কলাবতি রাগ ছিল না? নতুন হয়েছে?
  • cm | 127.247.98.153 | ১৯ মার্চ ২০১৬ ২০:২০698299
  • আমার প্রশ্নটাও মাথায় রাখবেন, বাঘা বাঘা বাংলা গাইয়েরা হিন্দিতে গাননি কেন? কেন, কিশোরকুমার?
  • aka | 34.96.82.109 | ১৯ মার্চ ২০১৬ ২০:৩৬698300
  • সে কি? সব বাঘা বাঘা গাইয়েরাই তো হিন্দীতে গেয়েছে, সুর দিয়েছে। হেমন্ত কুমার, মান্না দে, ইত্যাদি ইত্যাদি। সিএম কার কথা বলছে?
  • dc | 132.164.198.145 | ১৯ মার্চ ২০১৬ ২০:৪৮698301
  • ইয়ে, আর ডি কয়েকটা কাওয়ালি গনের সুর দিয়েছিলেন যেগুলো আমার খুব ভাল্লাগে। যেমন পল দো পল কা সাথ হামারা (বার্নিং ট্রেন, রফি আর আশা) আর হাম কিসিসে কম নেহী (হাম কিসিসে কম নেহী, রফি আর আশা)।

    এখানে কাওয়ালি নিয়ে আলোচনা হয়নি, তাই লিখলাম।
  • r2h | 108.192.41.166 | ১৯ মার্চ ২০১৬ ২০:৫২698302
  • ৮।১৩, একদম, এইটা নিয়ে বোধয় আগেও একবার আলোচনা হচ্ছিল।
  • dc | 132.164.198.145 | ১৯ মার্চ ২০১৬ ২০:৫৪698303
  • * হ্যায় অগর দুশমন জমানা (হাম কিসিসে কম নেহী, রফি আর আশা)।
  • cm | 127.247.98.153 | ১৯ মার্চ ২০১৬ ২১:১২698305
  • তা বললে হবেনি, এইযে,

    ঈশান Date:13 Mar 2016 -- 06:57 AM

    "এই কিশোর-লতার উত্থান প্রকৃত অর্থেই একটি ঐতিহাসিক ঘটনা।"

    এই উত্থানের রহস্যভেদই তো এই টইএর উদ্দেশ্য বলে ভাবলাম। তো প্রশ্ন বাকিদের উত্থান হলনা কেন?
  • cm | 127.247.98.153 | ১৯ মার্চ ২০১৬ ২১:১৬698306
  • "সদ্যগঠিত রাষ্ট্র কিছুদিনের মধ্যেই হিন্দিকে বস্তুত রাষ্ট্রভাষার মর্যাদা দিয়ে প্রোমোট করতে থাকে। ফলে অসম শুধু না, জিনিসটা হয়ে দাঁড়ায় সরকারি উদ্যোগ এবং অর্থ বনাম দক্ষতা।"

    এখানে কিশোর আর লতা প্রেফারেন্স পেলেন কেন? বাঘারা সব কই গেলেন তা বুঝতেই আমার সরলমতি জিজ্ঞাসা।
  • ঈশান | ১৯ মার্চ ২০১৬ ২২:৩৮698307
  • চাট্টি কথা।

    ১। ওমনাথ তর্জা আর্কাইভ করার পরিবর্তে একটু যা লিখেছি তাতে একটু মনোনিবেশ করে পড়ে/শুনে/বাজিয়ে দেখলে পারেন। জ্ঞানবৃদ্ধি সেভাবেও হয়। :-)

    ২। ন্যাড়াদা পডকাস্ট, স্কাইপ, মুখোমুখি যা খুশি করতে পারেন, কোনো আপত্তি নেই। তবে অনুগ্রহ করে একটু কংক্রিট কথাবার্ত বলবেন। 'আড্ডির যা কর্ড প্রগ্রেশন, তাতে বসন্তের ফুল ফোটে, আর হারমনিক স্ট্রাকচারের কাননে ফট করে রাগসঙ্গীতের অচিন পাখি কেমনে আসে যায় টের পাইনা" জাতীয় কথাবার্তা ইতিপূর্বেও শুনেছি। ব্যক্তিগত অভিজ্ঞতানুযায়ী, যাঁরা এগুলো বলেন, তাঁরা মূলত আড্ডির গানের কর্ড প্রগ্রেশন বা হারমনিক স্ট্রাকচার কোনোটারই তেমন খোঁজ খবর রাখেননা, জাস্ট আপ্তবাক্যের মতো আওড়ান। এবং স্ট্রাকচার, প্রগ্রেশন এসব দেখিয়ে দেবার পরে, 'একটু আসছি' বলে কেটে যান। আমার দিক থেকে কংক্রিট কথায় কোনো অসুবিধে নেই। একটু যেগুলো বললাম, দেখে/শুনে/বাজিয়ে এলে নিশ্চয়ই কথা বলা যায়।

    ৩। কালকে লিখেছিলাম, ভারতীয় রাগসঙ্গীতে "হারমনিক স্ট্রাকচারের একটা জলজ্যান্ত উদাহরণ দিতে পারলে ভালো হত। কিন্তু অমন ডেমো নেই।" ঠিক লিখিনি। একটু আগেই 'মথুরা নগরপতি' মনে পড়ল। ভারতীয় লঘু শাস্ত্রীয় সংগীতে যে চলনগুলি ব্যবহৃত হয়, সেগুলোকে পাশ্চাত্য হারমনিক স্ট্রাকচারে ফর্মালি বাঁধলে কিরকম হয়, তার একটা ভালো উদাহরণ ওই কম্পোজিশনটি। লিখে বোঝানো কঠিন। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন বলবেন, একটা অডিও ডেমো দিয়ে দেওয়া যাবে। তবে বোঝার প্রকৃত ইন্টারেস্ট থাকলেই বলবেন, অকারণে খাটাবেননা।

    বাকি পরে হবে।
  • Nirmoho b | 74.233.173.185 | ২০ মার্চ ২০১৬ ০১:৪৪698308
  • তর্জা আর্কাইভ সাইট বানিয়ে নিজেই করছেন। ওমনাথ কে বলাটা নেহাৎ আর্কাইভ শব্দের অপপ্রয়োগ। সঠিক শব্দটি হল তর্জায় "উশকানি" অর্থাৎ "তর্জা আর্কাইভ করার পরিবর্তে" না লিখে বলতে হত "তর্জায় উশকানি দেবার পরিবর্তে"।

    যা লিখেছেন পড়ে বোঝা সম্ভব নয়। কারণ তার আগে রাগগুলি বোঝা দরকার। কর্ডগুলিও। শুনতে গিয়ে দেখা গেল ভীমসেন যোশীর চেয়ে হিন্দি রফি বা হিন্দি কিশোর বেটার লাগছে। কানের চরিত্রদোষ। মেছুনির গল্পের সেই গোলাপবাগানে গিয়ে মাছের চুবড়ি মাথার কছে নিয়ে শুয়ে তবে ঘুমোবার মত। বাজানো। সেও তো শিখে তবেও সম্ভব। হাতে রইল উশকানি তাই সেটা চলবেই।
  • aka | 34.96.82.109 | ২০ মার্চ ২০১৬ ০২:০১698309
  • তো, ন্যাড়াদার বক্তব্য বেশ কংক্রিট। আমি যেটুকু বুঝেছি, ন্যাড়াদা কনফার্ম করতে পারে।

    গান ভালো লেগেছে শুনতে সেটা "অনুভব"। অনেক লোকের ভালো লেগেছে, লাগছে, অনেক বছর ধরে সেটা ফ্যাক্ট। সেই স্ট্রাকচার বা কম্বিনেশনটাই কেন ভালো লাগছে সেটার একটা প্রোবাবল ব্যাখ্যা বা স্ট্রাকচারাল অ্যানালিসিস করা যায়।

    অন্যদিকে প্রতিপাদ্য হল এই ভালো লাগাটাই "গোলগাপ্পা" বা "মিডিওক্রেসি" কারণ পার্টিকুলার কম্বিনেশন ব্যবহার না করে অন্য কম্বিনেশন ব্যবহার করলে অমুক হত তমুক হত, বেঁড়ে গরুর ন্যাজাও বোধহয় ছেঁড়া যেত। কেন? কিভাবে? একদম ভেগ। কিস্যু বোঝা যায় না।

    যেমন ধরা যাক এই গানটা। ভদ্রলোক বলেন উনি নাকি তিনটি কর্ড বাজাতে পারতেন। সেই তিনটি কর্ড ব্যবহার করেও যদি এমন গান বাঁধা যায় যা কিনা বছর ৪০ পরেও লোকে শোনে, অ্যাপ্রিশিয়েট করে, সেটা ভালো নয় কেন? কোন যুক্তিতে? আরও যেত N সংখ্যক কর্ড আছে তাদের কম্বিনেশন ব্যবহার করা হয় নি বলে?



    এখানে তিনটি কর্ড হয়েছে, নাকি আরও বেশি এর কর্ড প্রোগ্রেশনে পার্টিকুলার কম্বিনেশন এসেছে কিনা সেটা সেকেন্ডারি। প্রাথামিক এটা ভালো লাগছে কিনা। ভালো না লাগলে কাটিয়ে দিন। যদি বহু লোকের ভালো লাগে তাহলে মিউজিকের ছাত্র টাত্র হলে ভাবুন, কেন? এটাই ন্যাড়াদার প্রেমিস। আমার মনে হল।

    যদি বলেন একটি পার্টিকুলার কম্বিনেশন ব্যবহার করা হয় নি বলে উহা মিউজিকালি মিডিওকার। তাহলে কেন, সে দায় বর্তায় যে ক্লেম করছে তার ওপর। সেটা এত ভেগ কিছুই বোঝা যাচ্ছে না।

    হাম লড়কে লেংগে আর্ডি
    ইয়ে ভেগনেস সে আর্ডি
    ইয়ে কর্ড প্রোগেশনসে আর্ডি
    ইয়ে এবিসিডি সে আর্ডি
    আআআআআআআঅওওও য়াআআআআজ দো আর্ডি

    জয় ভীম, লাল সেলাম। জয় কান্হাইয়া।
  • aka | 34.96.82.109 | ২০ মার্চ ২০১৬ ০২:১৪698310
  • স্যান বলেছেন এটাই নাকি অ্যানালিটিকাল ওয়ে। মানে গান ধরে ধরে তার রাগ স্ট্রাকচার, কর্ড প্রোগ্রেশন ধরে ধরে ব্যাখ্যা করা কেন সেটা মিউজিকালি বাজে বা খারাপ।

    আমার মনে হয় সেটা চূড়ান্ত ভেগ বা নন-অ্যানালিটিকাল। কারণ সেক্ষেত্রে এই ফ্যাক্টটাকে ইগনোর করা হল যে সেই গান ওভার এ পিরিয়ড অফ টাইম, অনেক লোকের ভালো লেগেছে, এখনও লাগছে। সেই ফ্যাক্টকে অস্বীকার করলে যে প্রেমিস খাঁড়ায় তাহল ব্যক্তিগত ভালো লাগা বা খারাপ লাগা। তা সেটা এস্টাবলিশ করার জন্য কয়েকটি শব্দ এনাফ - "ভালো লাগল" বা "বাজে", "ঠিক অতটা ভালো নয়"।

    এনজয় দা উইকএন্ড।
  • aka | 34.96.82.109 | ২০ মার্চ ২০১৬ ০২:৪৭698311
  • ও হ্যাঁ লাস্ট বাট নট দা লিস্ট - সলিল কেন কলাবতী রাগ পাননি? পেলে ফাটিয়ে দিলেন বুঝলাম। এটা কি নতুন রাগ? সলিলের পরবর্তী জমানার?
  • ন্যাড়া | 109.72.224.255 | ২০ মার্চ ২০১৬ ০৪:২৩698312
  • এই নিন। দশ মিনিটের বাতেলা। ঝ্যাং ঝ্যাং সমেত। টুকটাক স্লিপ-অফ-টাঙ আছে - যেমন এক জায়গায় বি-ফ্ল্যাট বলতে গিয়ে বি-মাইনর বলে ফেলেছি।

    https://soundcloud.com/buddhist-monk/rdb-kalavati
  • Ishan | 80.194.163.173 | ২০ মার্চ ২০১৬ ০৫:০৬698313
  • কলাবতীর স্কেল ব্যাপারটা কি? কলাবতীর স্কেল বলে কিছু হয়না।

    কর্ড দুটো ঠিক ই অছে। এই দুটোর কথাই কাল অত বিশদে লিকলাম। কিন্তু যে পয়েন্টে কৃতিত্ব নেই বলেছিলম, সেটা এড়িয়ে যাওয়া হল।

    তবে এই অডিও ব্যাপারটা হয়ে ভালো হল। ব্যাপারটা একসপ্লেন করে তুলে দেব। নো চাপ।

    আজ বাইরে। রাতে না হলে কাল।
  • ন্যাড়া | 109.72.224.255 | ২০ মার্চ ২০১৬ ০৬:৩০698314
  • ও নিয়ে কিসুই বলার নেই। বেসিকলি ওট হচ্ছে অমুক করলে কী ভাল হত। করেনিনি, তাই গানটাও খারাপ, আর্ডিও খারাপ। এই ছায়ার সঙ্গে কী করে যুদ্ধ করতে হয়, জানিনা।

    তারচেয়ে তুমি একটা এরকম গান দেখাও যেখানে এই জিনিস করা হয়েছে, এবং ভালভাবে করা হয়েছে।

    দ্বিতীয়তঃ, যেহেতু আমরা ওয়েস্টার্ন আর হিন্দুস্তানি কনসেপ্ট আর টার্মে যাতায়াত করছি, কয়েকটা জিনিস ধরে নিচ্ছি সবাই বুঝে নেবে। কলাবতীর স্কেল সেরকমই জিনিস। হিন্দুস্তানি নোটেশনে যে নোটগুলো লাগছে - সা, গা, পা, ধা, ণি। মালকোষ হবে সা, জ্ঞা, মা, দা, ণি। পশ্চিমি কী-তে ফেলতে গেলে সেঈ কী-তে ট্রান্সপোজ করে নিতে হবে।

    আর এক জায়গায় দেখলাম মিশ্র রাগ, রাগমালা ইত্যাদি নিয়ে কনফিউশন হয়েছে। এন্থু এলে লিখব।
  • lcm | 83.162.22.190 | ২০ মার্চ ২০১৬ ০৬:৩৯698316
  • ওহ্‌! এই বার জমেছে। সঙ্গীতশিক্ষা জিরো, কিন্তু তাও ন্যাড়ার ব্যাখা শুনতে দারুণ লাগল, এবং একটু একটু বোঝাও যাচ্ছে। ঝনন ঝনন, ডেকো না মোরে ডেকো না, বলো কি গো - তিনটে গানের উদাহারণ দিয়ে বুঝিয়েছে।

    এবার ঈশানের ব্যাখার অপেক্ষায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন