এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গান-ফাইট

    pi
    অন্যান্য | ১৩ মার্চ ২০১৬ | ১৯২৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ১৭ মার্চ ২০১৬ ২২:১৩698151
  • পড়লাম। হ্যাঁ, স্যান ঠিকই কয়েছেন। পাই যেভাবে টাইম ধরে লিখেছেন, সেটাও খুবই অ্যাপ্রিশিয়েট করলাম। কিন্তু ওই এফর্টটা আমার পক্ষে দেওয়া মুশকিল। গানগুলো সবই শুনছি। যে যা দিচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে, রেসিপ্রোসিটি পাচ্ছি না। লসাগু শুনছেন না। আমি আড্ডি আর মহীনের তাল প্রসঙ্গে অ্যাট অল কিছু বলিইনি। আরবিক স্কেল এবং মিউজিকের স্ট্রাকচার নিয়ে বলেছিলাম। সেইটা শুনে বুঝতে হবে তো। সঙ্গীত বস্তুটা তো না শুনে আলোচনা করা যায়না।

    এই ধরুন, কুছ তো লোগ কহেঙ্গে বললেন, এবং অজয় চক্কোত্তি এবং কলাবতী প্রসঙ্গ টানলেন। আমি ওই ৩৩৩ বার শোনা গানটা আরেকবার শুনে এলাম। এবং আমার চাড্ডি বক্তব্য জন্মালো। প্রথমত, কলাবতী প্রসঙ্গ। গানটা শুরু হচ্ছে, গমপধণ দিয়ে। কলাবতীর টিপিকাল চলন সগপধণ। এই কোমল নি টা প্রবল ভাবে আন্দোলিত। ওটাই কলাবতীর প্রাণ। এখানে মা তীব্র ভাবে লেগেছে, এবং ওই নি র আন্দোলনটা নেই। কলাবতীর চলন শুনতে গেলে অজয় চক্কোত্তিরই পপুলার গান আছে, 'ছলনা জানি তবু পারিনা ছেড়ে যেতে', এইটা শুনুন।

    অজয় চক্কোত্তি এই প্রসঙ্গে কী বলেছেন জানিনা, তবে উনি একাধিক জায়গায় প্রায়ই বলে থাকেন, "হুঁ হুঁ বাওয়া সবই ইন্ডিয়ান ক্লাসিকাল', অনেকটা মার্কেটিং ঘরানয়। তাতে কিছু মিল তো আবিষ্কার হবেই। যেমন এই গানের চড়ার দিকটা কলাবতী প্যাটার্নেরই। কিন্তু তাতে করে এটা কলাবতীর গান হয়না।

    এবার, বোল্ড এবং আন্ডারলাইন, এগুলো বললাম, স্ট্রাকচারের পার্থক্য বোঝাতে। নইলে কলাবতী থেকে বিচ্যুত হওয়া কোনো ক্রাইম না। আমি এটাকে কলাবতীর গান বলে দাবী করিনি, না হওয়াতে আমার কোনো কমপ্লেনও নেই। কিন্তু যাঁরা দাবী করছেন, তাঁদের এটা জানা বা এক্সপ্লেন করা দরকার। তাই উল্লেখ করা।

    এবার দ্বিতীয় কথা হল, এক্সপেরিমেন্ট। কলাবতী রাগের স্ট্রাকচারে একটা খুব ইন্টারেস্টিং দিক আছে। যেটা পশ্চিমী বাজনায় এক্সপেরিমেন্ট করার সুযোগ দেয়। বিশেষ করে আপনি যদি রাগের স্ট্রাকচার থেকে বিচ্যুত হয়ে শুদ্ধ মধ্যম জোরে সোরে ব্যবহার করেন। যদি গানটা C স্কেলে গান, তাহলে শুদ্ধ মধ্যম সহ, যে নোটগুলি ব্যবহার করছেন, তা হল, C, D, E, F, G. A, Bb। যদি লক্ষ্য করে দেখেন, এতে দুটো মেজর স্কেল মিশে আছে।
    ১। C Major: C E G।
    ২। Bb Major: Bb D F
    ফলে মধ্যম ব্যবহার করলে, পাশ্চাত্য মতে দুটো স্কেলে আপনি বিচরণ করতে পারেন। দুটোই মেজর স্কেল। এই গানে মধ্যম বা F ব্যবহার করে, সেটা করার অগুন্তি সুযোগ ছিল। সলিল চৌধুরি পেলে তো ফাটিয়ে দিতেন। কিন্তু তার কিছুই করা হয়নি। শুধু ভোপ্পোর ভোপ্পোর ভো আর প্যাঁ প্যাঁ ইন্টারলুড।

    এবার কেস হল, আমি যা বললাম, সরেগামা এবিসিডি দিয়ে, এটা তো আমি ডাহা গুলও মারতে পারি। অথবা ঠিকও বলতে পারি। কী করছি, বুঝতে গেলে, যাচাই করে নিতে হবে। যে গানটা বললাম, সেটা শুনতে হবে। একটু মিউজিকাল ইন্স্ট্রুমেন্ট নেড়েচেড়ে দেখে নিতে হবে। কিছু ভুল বললে সেটা নিয়ে তক্কোও হতে পারে। কিন্তু না শুনলে এবং নেড়েচেড়ে না দেখলে তো কথা বলাই মুশকিল। তাই না?
  • pi | 24.139.209.3 | ১৭ মার্চ ২০১৬ ২২:১৩698150
  • আরে ! মহীনের বিশুদা !
    ওঁরা এরকম গানবাজনা করেন !
  • ঈশান | ১৭ মার্চ ২০১৬ ২২:১৪698152
  • হ্যাঁ, ওটা বিশু চট্টোপাধ্যায়। অজ্জিনাল মহীন ব্যান্ডে স্যাক্সটা বাজাতেন গৌতম চট্টোপাধ্যায়। :-)
  • নির্মোহ ব | 74.233.173.185 | ১৭ মার্চ ২০১৬ ২৩:১৫698153
  • সুতরাং যারা ABCDEF Major Minor বোঝেন না গান শুনে রাগের চলন পিলু ভৈরবি কলাবতী ইমন কল্যান ধরতে পারেন না তাদের গান নিয়ে কথা না বলাই ভালো। তারা বরং অন্য কোনো টই পড়ুন গে।

    প্রসঙ্গত "সলিল চৌধুরি পেলে তো ফাটিয়ে দিতেন" - পেলেন না কেন? কলাবতী জানতেন না নাকি এই সম্ভাবনার কথা মাথায় আসে নি?

    সেকথা যেহেতু জানা নেই - কলাবতী বেস করে এমত ফাটিয়ে দেওয়া কাজ আর কেউ করে গেছেন কিনা জানার ইচ্ছে রইল।
  • lcm | 146.152.142.10 | ১৭ মার্চ ২০১৬ ২৩:২৯698154
  • হা হা।

    যাই হোক, ঈশান ঠিক বলেছে, আড্ডি/মহীনের গানের কম্পারিজন করে যে কথা ঈশান লিখেছে, তা নিয়ে আমি যে দুটো শব্দ লিখেছি সেটা পুরো ভুল । কিন্তু , মোদ্দা কথা, ঐ গান দুটো শুনে (দুটি গানই আগে কখনও শুনি নি) এবং ঐ বিশেষ করে ৪ঃ০০ নাকি ৫ঃ০০ এর সময় থেকেও শুনে আমি ঈশান কি বলতে চাইছে ভালো বুঝতে পারি নি। শুধু মনে হয়েছে, ঈশান বলতে চেয়েছে দুটোও র‌্যান্ডম ক্যাওস - তাহলে আড্ডির টা কি এমন বিগ ডিল।
  • S | 202.156.215.1 | ১৭ মার্চ ২০১৬ ২৩:৩১698155
  • আমি তো ১। ২। ABCD Major Minor দেখে ধাঁধা ভেবে পড়তে শুরু করেছিলম ঃ)
  • sm | 53.251.91.253 | ১৭ মার্চ ২০১৬ ২৩:৫৯698156
  • আরে কি রাগ, তার কি প্রকার, বিচ্যুতি; এতো গানের মাস্টার পরীক্ষার সময় চেক করে। রাগ কি, কি , আছে; সবার জানা। পাশ্চাত্য সঙ্গীত নিয়েও অনেকের সম্যক জ্ঞান আছে। মোদ্দা কথা হলো, আপনি কম্পসিশন টা কি নামালেন।
    শ্রুতিমধুর হলো কিনা আর লোকে শুনলো কিনা। আর ডি, খেটে খুটে কুছ তো লোগ বানালো;এখন এইরকম সুর যদি নচিকেতা, রুপম, অনুপমরা দিতে পারে; তো মেনে নেব।
    একটা ভালো গান ও সুর শুনুন।

  • sm | 53.251.91.253 | ১৮ মার্চ ২০১৬ ০০:০৫698157

  • আর ডি র আর একটা মারাত্মক কম্পসিশন। আশা ছাড়া আর কেউ এত ভালো জাস্টিফিকেশন করতে পারতোনা বোধ হয়।
  • aka | 80.193.99.233 | ১৮ মার্চ ২০১৬ ০০:২২698158
  • আর্ডি একই গানে স্প্যানিশ, লাতিনো, আরবিক, ওয়েস্টার্ন তক অ্যান্ড রোল, জ্যাজ এসবের কম্বিনেশন ও আরও অনেক কিছু মিশেল করেছে।

    আমার পুত্র খায় - যেকোন ফাউন্টেনে যেকটা ড্রিন্ক্স আছে তাদের কম্বিনেশন। আমার জঘন্য লাগে। অথচ অনেক বাচ্চাই ভালো বাসে। বড়দের ড্রিন্ক্সেও এমন ককটেল আছে। যেমন থ্রি ওয়াইজ ম্যান। অনেকেই খায়। ভালো লাগে। আবার প্রকৃত স্কচপ্রেমী নাক সিটকোয়।

    এগুলো সাবজেক্টিভ ব্যপার।

    একটা টেস্ট সবাইকেই পাশ করতে হয় নিতান্ত ফ্যশন থেকে স্টাইল হতে গেলে। টাইমের টেস্ট। তাতে আর্ডি, কিশোর, আশা, লতা সসম্মানে পাশ করেছে। এবারে তাকে মিডিওক্রেসি বললে মিডিওক্রেসি, সফল ককটেল এক্সপেরিমেন্ট বললে তাই।

    আর্ডি প্রচূর কপিও মেরেছেন। মেহেবুবা মেহেবুবা যেমন। শুনেছি এটা নাকি মান্না দে কে দিয়ে গাওয়ানোর কথা ভেবেছিলেন। মান্না দে বলেছিলেন গলা খারাপ হয়ে যাবে। আর্ডি নিজেই গেয়েছেন। আমার তো আর্ডির গাওয়া গানই বেটার লেগেছে অর্জিনালের থেকে। আবার অনেকেরই তা লাগবে না। তাই নিয়ে তর্ক করার কোন মানে নেই।
  • pi | 24.139.209.3 | ১৮ মার্চ ২০১৬ ০১:০৫698160
  • কোনটা রাগাশ্রয়ী আর কোনটা রাগপ্রধান ? ঃ)

    আমি যে কম্পোজিশন দিয়েছিলাম, সেটা কোনটা ?
    পিউ পিউ বিরহী পাপিয়া কোনটা ?

    হিন্দি গান আর হিন্দুস্তানি গানের মাঝে বা এগুলো ছাড়াও আরো অনেক কিছু আছে কিন্তু।
  • S | 202.156.215.1 | ১৮ মার্চ ২০১৬ ০১:১৫698161
  • ফাউন্টেন থেকে কখনো ফ্যান্টা আর পেপ্সি মিক্স করে খাবেন। হেব্বি লাগে।
  • ঈশান | ১৮ মার্চ ২০১৬ ০১:৩২698162
  • সলিল করেননি কেন আমি কিকরে জানব? বা করেছেনও হতে পারে, জানিনা।

    তবে এই প্যাটার্ন তো অনেকেই ভেবেছেন। এটা যদি ওমনাথই হয়, তো সে বিলক্ষণ জানে, 'রাবেয়া কি রুক্সানা'র 'জানি সে কোথায়' অংশটায় দেবজ্যোতি মিশ্র কলাবতী খুঁজে পেয়েছেন। আমি অত নিশ্চিত নই, ওটা কলাবতীই, কিন্তু কর্ড সিকোয়েন্স (F, G) দেখলে বোঝা যায়, গৌতম চাটুজ্যে প্যাটার্নটাকে ব্যবহার করেছেন, কলাবতী ভেবেই হোক, না ভেবেই হোক।

    ইনফ্যাক্ট, ব্যক্তিগতভাবে আমিও অনেককাল আগে কলাবতীতে একটি কয়্যার ধরণের গানের পরিকল্পনা করেছিলাম, যেটা বিশুদ্ধ কলাবতীতে, কিন্তু পাশ্চাত্য কয়্যার ধরণের হবে। তার একটা ড্রাফট আমার কাছে রেকর্ড করা আছে। সেটা গান না, ড্রাফট। কয়্যারও না, দুটো গলা মাত্র। মেজর স্কেলের ব্যাপারটা বোঝার জন্য না হয় সেটা আপলোড করে দেব।
  • ঈশান | ১৮ মার্চ ২০১৬ ০২:১৫698163
  • শুভস্য শীঘ্রম। এই যেঃ

    https://sites.google.com/site/saikatbb10134/amarpath.mp3?attredirects=0&d=1

    বলাবাহুল্য এটা ড্রাফট। গান হিসেবে শুনবেন না। কয়্যারও না। একটা দায়সারা গিটার আর দুটো গলায় কয়্যার হয়না। রেকর্ডিং ও খারাপ।

    কিন্তু যেজন্য দেওয়া সেটা হল এই, কলাবতীর চলনে শুদ্ধ রে আর মা যোগ করলে দুটো স্কেলের দরজা কেমন খুলে যায়, এক্সপেরিমেন্টও হয়, সেটা এখান থেকে বুঝতে চাইলে বোঝা যাবে। আর আ আ গুলো বিশুদ্ধ কলাবতী। এবং সঞ্চারিটা একটুও কলাবতী না।
  • anandaB | 154.160.130.92 | ১৮ মার্চ ২০১৬ ০৩:৫২698164
  • বা:, সমস্ত ডিসক্লেইমার সত্ত্বেও আমার "গান" হিসাবে ভালই লাগলো, আর পয়েন্ট টাও কিছুটা ধরতে পারলাম (যেটুকু পারিনি, নিজের জ্ঞানগম্যির খামতির জন্য)

    তবে এই অন্যালিসিস গুলো মন দিয়ে পড়া আর বুঝতে চেষ্টা করার একটা অবভিযাস বিপদ আছে :)
  • aka | 80.193.99.233 | ১৮ মার্চ ২০১৬ ০৭:১৭698165
  • লোকে গান ভালোবাসে গানের নোটেশন তৈরীর অনেক আগে থেকে। তারপর সেই ভালোলাগাকে মানুষ ক্যাটাগরাইজেশন করেছে অমুক রাগ তমুক ঘরানার মাধ্যমে যাতে রিপ্রডিউজ করা যায়?

    আমার তো মনে হয় প্রথম হল ভালো লাগা, অনেক মানুষের আর অনেক ভিন্ন ধরণের অনেক মানুষের হলে আরও ভালো। ব্যক্তিগত ভাবে সেই সৃষ্টি ভালো লাগুক বা না, সেই অনেক ভিন্ন ধর্মী মানুষের ভালো লাগাকে অস্বীকার করলে মনুষ্যত্বকেই অস্বীকার করতে হয়। জয় ভীম, লাল সেলাম।
  • aka | 80.193.99.233 | ১৮ মার্চ ২০১৬ ০৭:৩৫698166
  • এই যেমন ধরুন এই ভদ্রলোক। ছেলেবেলায় কয়েক বছর পিয়ানো শিখেছিলেন। আমিও তবলা শিখেছি। যাই হোক।

    তো ইনি এই গানটা বাধলেন। আজ ৪০ বছর হয়ে গেছে এখনও ওয়েস্টার্ন দুনিয়া উলুতপুলত।



    তা দেশি লোকজনকে শোনালে বলে নোটে গাইতেই পারে না। অথচ ফ্রেডি ওয়ান অফ দা বেস্ট ভোকালিস্ট এভার বলে খ্যাত। বলুন কি কি প্যারামিটার দিয়ে প্রুফ বা ডিসপ্রুফ করবেন? আদতে কিছু নেই। এক্স ফ্যাক্টরের সমস্যা সমাধান হয়ে গেলে পাতি কম্পিউটার প্রোগ্রাম ভালো লাগার গান লিখে ফেলতে পারে। সেটা হয় নি বলেই গান - ভালোবেসে গান, ভালোবেসে শুনুন। বাজি সব এ মেজর বা ডি মাইনর রিয়েলি মাইনর। আমার মতে।

    আমি হুলিয়ে ফ্রেডি শুনি, আর্ডি বা আড্ডি শুনি, আবার ভীমসেন যোশীও শুনি। আর এ, বি, সি ডি পড়তে পারি। মাইনর বা মেজর ও ছেলে পারে, বউ পারে। তবে কিনা আমি বেশি শুনি, যাস্ট এমনি এমনি।
  • lcm | 83.162.22.190 | ১৮ মার্চ ২০১৬ ০৭:৫৬698167
  • কতগুলো ফান্ডামেন্টাল জায়গা --

    ঈশান যেটা বোঝাতে চাইছে সেটা ঠিক করে বোঝানো মুশকিল। কারণ, ঈশান ওয়েস্টার্ন স্টাইলে একটা নোটে, রুলে/ফরমূলায় ফেলে, লিখে বোঝাতে চাইছে। ওয়েস্টার্ন মিউজিক কম্পোজার কিছু নতুন কম্পোজ করলেই আগে লিখে ফেলেন নোট্‌, তারপর সেই নোট ধরে ধরে বাজানো হয়। ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক।

    ভারতীয় সঙ্গীত কিন্তু তেমনটি নয়। তেমন লিখিত ধরাবাধা গত নাই। মানে একই ভৈরবী রাগ - বিভিন্ন গায়কীতে এক্কেবারে অন্যরকম শুনতে লাগতে পারে (যেমন, ঈশান সুধীর চক্রবর্তীর একটি গল্প বলেছে)। ভারতীয় সঙ্গীত ইম্প্রোভাইজেশনের জগৎ। লিখিত নোট ধরে গান শেখানোর প্রচলন ভারতীয় সঙ্গীতে একেবারেই ছিল না। রবীন্দ্রনাথ তাঁর গানের স্বরলিপি লিখেছিলেন বটে, কিন্তু কারো গাওয়া না শুনে সেই বই দেখে পড়ে সুর উদ্ধার চ্যালেঞ্জ।

    তাই ঈশান যেটা করতে চাইছে সেটা বোঝা সহজ হবে না, লালমোহনবাবুর ভাষায় - ডিফিকাল্‌ট্‌ ।
  • pi | 24.139.209.3 | ১৮ মার্চ ২০১৬ ০৮:৩৪698168
  • আর অন্যরকম শুনতে তো লাগতেই পারে, কিন্তু অতি অবশ্যই এক একটি রাগের জন্য নির্দিষ্ট আছে এক একটি সেট অব স্বর। এক একজনের গায়কী এক এক রকম মানে, তাঁরা আলাদা আলাদা নোট লাগান, এমন ভাবটা পুরোই ভুল। এক একটি রাগের জন্য এক একটি বিশেষ কম্বিনেশন, তার চলন, মানে পকড় সহ। এবার এদিক ওদিক অন্য নোট কি লাগেনা, লাগে তো, সেটা লাগানো প্রচুর কেরামতির কাজ, তার জন্য উস্তাদরা প্রচুর বাহবাও পেয়ে থাকেন। সে নোট লাগানোও এমন, যে রাগের পথ থেকে সরে একটা মেঠো পথ ধরবো, কিন্তু তারপর এক পাক ঘুরে আবার সেই বড় রাস্তাতেই চলে আসবো। এ কিন্তু পাকা ড্রাইভারের কাজ, নভিশে করতে গেলে রাস্তা হারাবে।
    ঠুমরি , দাদরা তে আবার প্রচুর স্বাধীনতা, কিন্তু সেখানেও একটা কাঠামো থাকে।

    আর আমার তো মনে হয়নি যে রাগের বিশুদ্ধতা বজায় রাখা হচ্ছে না বলে কোন সমালোচনা এসেছে। এক্সপেরিমেন্টটা দিনের শেষে কেমন হয়েছে, বা যেগুলো বহুল প্রচলিত বা জনপ্রিয়, তার বাইরেও আরো ভাল কাজ আছে কিনা, যেগুলো সেরকম প্রচার পেল না বলে যতটা আপ্রিসিয়েশন দাবি করে, সেটা পেল না, এই কথাগুলো আসছে।
    আর জনপ্রিয় হলে প্রচার পাবে না প্রচার পেলে জনপ্রিয় হবে, এটা ঠিক ডিম-মুর্গি আজাইরা তর্কও নয়, প্রচারের পিছনে মার্কেট, রাজনীতি অনেক কিছুই থাকে, একদম প্রথম পোস্টে সেরকম কিছু কথা এসেছিল মনে হয়েছে। সেগুলো তো সব অস্বীকারও করা যায়না।
  • aka | 80.193.99.233 | ১৮ মার্চ ২০১৬ ০৯:০৮698169
  • মহীন আমার দিব্য লাগে। বঙ্গদেশের পার্সপেক্টিভে ওনারা বহু আগে জন্মেছিলেন। সে আর কি করা যাবে ফ্রুট ল্হেয়ে গেল প্রফেটে।
  • নির্মোহ ব | 74.233.173.185 | ১৮ মার্চ ২০১৬ ০৯:১৯698172
  • মহীনের যে মোটে ৯ টা গান শোনা যায় তার কোন কোন টা আকার এত ভালো লাগে যে সময়ের আগে আসার মত কমপ্লিমেন্ট দিতে হয়?
    (বলেছিলাম না মহীন ক্রমে আসছে)
  • S | 108.127.180.11 | ১৮ মার্চ ২০১৬ ০৯:২৩698173
  • আকাদার সাথে একমত। মহীন সময়ের আগে এসে গেছিলো বলে কদর পায়নি। বাঙালী তখনো রবি ঠাকুরের নোবেল প্রাইজ আর সন্ধ্যা আর হেমন্তর ফুল-পাতা-পাখি-আকাশ-রাত-তারা-চাঁদ-তুমি-আমি-মন-হৃদয়ের নেকা নেকা গানে আচ্ছন্ন।
  • aka | 80.193.99.233 | ১৮ মার্চ ২০১৬ ০৯:২৪698174
  • আমি সময়ের থেকে এগিয়ে। ঃ)

    অনেক গানই দিব্য। কেমন জানি পিন্ক ফ্লয়েড শুনছি মনে হয়।

    সুপার লাগে "আর কি বা দিতে পারি"।

    টেলিফোন

    কথা দিয়া বন্ধু

    ৯ হোক বা ৯০ এইসব গান শুনলে মনে হয় এনারা অনেক কিছুই করতে পারতেন।
  • lcm | 83.162.22.190 | ১৮ মার্চ ২০১৬ ০৯:২৫698175
  • মহীনের চেয়ে চন্দ্রবিন্দু ভালো, যেমন সায়গলের থেকে কিশোরকুমার ভালো।
  • aka | 80.193.99.233 | ১৮ মার্চ ২০১৬ ০৯:২৭698176
  • চন্দ্রবিন্দু অসহ্য লাগে, প্রিটেন্শাস মনে হয়। মহীন খাসা।
  • lcm | 83.162.22.190 | ১৮ মার্চ ২০১৬ ০৯:২৮698177
  • কেয়া বাত
  • S | 108.127.180.11 | ১৮ মার্চ ২০১৬ ০৯:৩০698178
  • আচ্ছা মহীনের স্যাটেলাইট গানটা কি ওদের নিজেদেরই? গৌতম বাবু কবে লিখেছিলেন গানটি?
  • নির্মোহ ব | 74.233.173.181 | ১৮ মার্চ ২০১৬ ০৯:৩১698179
  • গান নিয়ে লিখে আলোচনার দরকারই বা কি? যেখানটা গেয়ে বোঝানোর দরকার সেখানটা মোবাইলে ভয়েস রেকর্ড করে ড্রাইভে তুলে লিন্ক দিন ন। ড্রাইভ অ্যাপে ফটাস করে হয়ে যবে। গান ও ভয়েস রেকর্ডার চালিয়ে ইয়ুটিউব বাজিয়ে মাঝে পজ করে যা বলার বলে যা বোঝানোর বুঝিয়ে আপ করে লিন্ক দিন। মাল্টিমিডিয়া আলোচনা করুন।
  • নির্মোহ ব | 74.233.173.185 | ১৮ মার্চ ২০১৬ ০৯:৩৩698180
  • আকার ভালো লাগা গান বা টেলিফোন একটাও মহীনের নয়।
  • নির্মোহ ব | 74.233.173.177 | ১৮ মার্চ ২০১৬ ০৯:৩৪698181
  • ** বা ভেবে দেখেছো কি
  • pi | 24.139.209.3 | ১৮ মার্চ ২০১৬ ০৯:৩৫698183
  • এর একটাও আদি মহীনের গান নয়। মানে যে সময়ের কথা বলা হচ্ছে, সময়ের আগে বলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন