এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গান-ফাইট

    pi
    অন্যান্য | ১৩ মার্চ ২০১৬ | ১৯২৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 233.223.153.194 | ১৫ মার্চ ২০১৬ ২২:১৮698605
  • কি ভয়ন্কর পোস্টটা হয়েছে আমার ঃ(
  • pi | 24.139.209.3 | ১৫ মার্চ ২০১৬ ২২:২০698607
  • এই ক'টা গান নিয়ে সময় সুযোগ ক'রে কাটাছেঁড়া শুনতে আগ্রহী। যদিও নিজের অনুভবের জায়গা থেকেই ভালোলাগা। অবশ্য সেজন্যেই নিজে বেশি ব্যবচ্ছেদ করতে পারবোনা হয়তো। কোথাও কোথাও এখন অপছন্দ হলেও আগের ভালোলাগর জের তাকে ওভারপাওয়ার করে নেয়। অনুভূতিতে আঘাত লাগার রিস্ক নিয়েও শুনতে চাইছি।











    #t=74




















  • S | 108.127.180.11 | ১৫ মার্চ ২০১৬ ২২:৩২698608
  • এর মধ্যে তো কতগুলো মনে হয় নকল। অতেব।
    একটা তো হাতের কাছেই আছেঃ
  • ঈশান | ১৫ মার্চ ২০১৬ ২২:৩৫698609
  • সুধীন দাশগুপ্তর রেঞ্জ খুব বড়ো ছিল। একদিকে 'এত বড়ো আকাশ টাকে', অন্যদিকে 'আমি মিস ক্যালকাটা নাইন্টিন সেভেন্টি সিক্স'। অবশ্যই মাঝে বহু কিছু ছিল, যার অনেক কিছুই আমি শুনিনি। এই নাইন্টিন সেভেন্টি সিক্স গানটা মনে পড়ে ভালো হল। রক অ্যান্ড রোল কিভাবে ব্যবহার করতে হয়, তার এক্কেবারে অদর্শ। এটাও আরেকবার শুনতে হবে। তরপরে লিখছি।

    ওদিকে রোবু এত সেন্টি হয় কেন? ওর লিস্টের বেশিরভাগ গানই আমার শৈশব এবং কৈশোরের বেড়ে ওঠার অংশ। কিন্তু এটা ফ্যাক্ট যে সুরকার হিসেবে উনি নজরুলকে পেরোতে পারেননি। প্রফেট সেটা ধরেননি, কারণ আমাদের অনেকের মতই নজরুলে উনি মন দেননি। নজরুলের এমন কিছু সুর আছে, যা কেউ শোনেনা, কিন্তু অকল্পনীয়। আমারও খুব চাষবাস আছে এমন না। কিন্তু যেকটা মনে পড়লঃ
    ১। 'কথা কও কথা কও, থাকিওনা চুপ করে'।
    ২। আমায় নহে গো ভালোবাসো মোর গান।
    ৩। বাগেশ্রীর উপর একটা গান আছে, চাইতেই অচিন্তরূপ যেটা আমাকে পাঠিয়েছিল। (কি বর্ণনা)
    ৪। অন্ধকারে এসে তুমি অন্ধকারে গেছ চলে।
    ৫। বেলফুল এনে দাও, চাইনা বকুল।

    এই শেষ দুটো গান, আলাদা করে উল্লেখ করব। কারণ এদের সঙ্গে একটা কৈশোর স্মৃতি জড়িয়ে আছে। 'অন্ধকারে এসে তুমি' সুধীরবাবু বলে এক ভদ্রলোকের গলায় প্রথম শুনি। তিনি নজরুল এবং কমল দাশগুপ্তর কাছে গান শিখেছেন, সরাসরি। গানটা শুনিয়ে জিজ্ঞাসা করেছিলেন, 'কী রাগ বলতো?' আমি বল্লাম, 'দুনিয়ার সব রাগ আমি জানি নাকি?'। তা উনি মৃদু হেসে বল্লেন 'ভৈরবী'। আমি শকড হয়েছিলাম। কারণ ভৈরবীর প্রেমে পড়েছি সেই কবে 'বাবুল মোরা' শুনে। আরেকটা রাগের প্রেমে পড়েছিলম সেই শৈশবে, তারাপদ চক্কোত্তির 'ফুলে ফুলে কী কথা' শুনে, যার নাম টোড়ি। আমার এই দুই প্রেমিকাকে আমি চিনতে পারবনা, অসম্ভব ব্যাপার আর কি। তা দেখলাম, অকল্পনীয় হলেও, আমার প্রেমিকার চলন এমন বদলে দিয়েছেন নজরুল, যে, জাস্ট চেনা যাচ্ছেনা। এবং ব্যাকরণ টন সব মেনেই। অবিশ্বাস্য হলেও সত্যি।

    এই হলেন নজরুল। সলিল কখনও আমাকে এরকম হতচকিত করেননি।

    পুঃ
    ১। পাই এতগুলো গান আমাকে শুনতে বলছে? অ্যাঁ? আমার অলরেডি এর আগে নিজে শুনব যা ভেবেছিলাম, সেই দুটোই শোনা হয়নি। :-(

    ২। আকার দেওয়া গানটা শুনলাম। আগে শুনিনি কখনও। পরপর দুটো মেজর কর্ড ব্যবহার করেছে। যেটা অবশ্যই লাতিনো মিউজিকে হয়। কিন্তু এই স্কেলটা ফ্লেমেঙ্কোর সিগনেচার না। আরবিক স্কেল। লাতিনো মিউজিকেও ব্যবহার করা হয় ঠিকই। কিন্তু এই মিউজিকটা আরবিক ঘরানার হয়েছে, লাতিনো না। আর এই স্কেলটা সত্যযুগ থেকে ব্যবহার করা হয়েছে নানা জয়গায়। আরবিক ধাঁচে। 'গুড় খাবি তোর নিন্দা নাই' তে আছে। এমনকি এবার বইমেলায় আমি আর বুলাদা খানিক ইমপ্রোভাইজ করলাম, এবার বইমেলায়, সেও এই স্কেলেই। ভিডো আছে, বিশ্বেস না হলে শুনে নিন। আমরা দাবী করিনি ওটা লাতিনো হয়েছে। আড্ডি বা যে কেউ ই আকার দেওয়া গানটার অ্যারেঞ্জমেন্ট করে থাকুন, তিনি দাবী করলে অন্যায্যই হবে। অমন ধরলে মেহবুবা ও লাতিনো।
  • Robu | 11.39.38.31 | ১৫ মার্চ ২০১৬ ২২:৩৯698610
  • রানার, পাল্কি, বিদ্রোহ - প্রথম দিকের রেকর্ডগুলো শুনে ফ্ল্যাট বলছ তো?
    মানে, সেগুলো শুনেও ফ্ল্যাট লাগতেই পারে, সে নিয়ে তক্কো নেই। ইনফ্যাক্ট হয়তঃ ফ্ল্যাটও, আমার অপ্রমাণ করার মত সঙ্গীতগ্যান নেই।
  • PM | 233.223.153.194 | ১৫ মার্চ ২০১৬ ২২:৪২698611
  • ৭০ দশক থেকে বাংলা সিনেমার পিছিয়ে পোড়ার কারন রঙীন ছবির বাজার ধরা। ঐ সময় রঙীন ছবি বানাতে যা খরচ হোতো, বাংলা ছবির বাজার সেটার জন্য যথেষ্ট ছিলো না। নতুন টেক্নলজি অডপ্ট করতে পারলো না---পিছিয়ে পড়লো
  • | ১৫ মার্চ ২০১৬ ২২:৪৪698612
  • রোবু,
    pRithibI == পৃথিবী
  • Robu | 11.39.38.31 | ১৫ মার্চ ২০১৬ ২২:৪৫698613
  • সেন্টি নয়, এ ব্যাপারে দুকথা বলতে মন্চায় অথচ ক্ষমতা নেই, এই আর কি। তবে ইয়ার্কি নয়, সত্যি বলছি, সলিলকে নিয়ে প্রফেটের যা যা মেটেরিয়াল ইয়ুটিউবে আছে, পারলে শুনে নিও, না শোনা থাকলে অবশ্যই।
    তবে সেগুলো খুব উচ্চদরের কিনা, তা বলতে পারিনা।
  • T | 190.255.250.221 | ১৫ মার্চ ২০১৬ ২২:৪৬698614
  • লেখাগুলো পড়তে কি ভালো লাগছে। ঈশানদা আরো লেখো তো।
  • sosen | 177.96.108.161 | ১৫ মার্চ ২০১৬ ২২:৫২698061
  • আমি দুটো সিদ্ধান্তে পৌঁছলাম।
    ১। ব্যক্তিগত ভালোলাগা টেকনিক্যালিটির থেকে বেশি হয়ে যাচ্ছে আলোচনায়-মানে আমার কি মনে হয়, অন্য কার কি মনে হয় না এই টাইপ।শিবাংশুদা এলে ভালো হয়।
    ২। হিন্দি কম্পোজার/সুরকারদের আরো অনেক শুনতে হবে, ঈশানের শোনাটা কিঞ্চিৎ লিমিটেড বলেই মনে লয়।
  • aka | 34.96.82.109 | ১৫ মার্চ ২০১৬ ২৩:০২698062
  • যে গানটা দিয়েছিলাম সেটা একটা উদাহরণ মাত্র লাতিন আমেরিকার মিউজিক আর্ডিকে কিভাবে প্রভাবিত করেছিল। জীবনের প্রথম মিউজিক ডিরেকশনে ব্যবহার করেছিলেন বা "ইনফ্লুয়েন্স" ব্যবহার করেছিলেন। আর্ডির বহু গানই হুবহু কপি বিভিন্ন জায়গা থেকে। কতটা লাতিন আম্রিগা, কতটা আরবিক, কতটা ফ্লেমেঙ্গো, কতটা লাতিন জ্যাজ সেই বিচার করার মতন সঙ্গীত বোধ ও প্রতিভা আমার নাই। তবে লাতিন আমেরিকার প্রভাব বুঝতে পারি। বাকিটা নেটে সবিস্তার আছে। আর শুনলেই বোঝা যায়। তবে শুনতে হলে ভালো লাগতে হয়, ভালো নাই লাগতে পারে। না শুনে প্রবন্ধও লেখা যেতে পারে। সবই চলতা হ্যায়।

    এবারে শিবাংশু দা, কল্লোল দা, ন্যাড়া দা, বা আদি র এদের আলোচনার বিষয়। নেট দেখে টেখে আমিও খানিক লিখে দিতে পারি। তার কোন মানে নেই। বরং রুটির বন্দোবস্ত করি।
  • হেমিড্যাকটাইলাসফ্লাভিভিরিডিস | 132.178.197.166 | ১৫ মার্চ ২০১৬ ২৩:১৪698063
  • অনেক বছর পর এই অর্জিনাল টিউনটা শুনে চমকে গেছিলাম। 'ব্যাটন ব্যাটন' মেঁ'র সেই চেনা ট্র্যাকটা মনে পড়েছিল। দুটোই শুনুন -



    আর

  • নির্মোহ ব | 74.233.173.177 | ১৫ মার্চ ২০১৬ ২৩:১৮698064
  • আড্ডি কমপ্লিট কালেকশন টরেন্ট আছে। ৪+৪ =৮ জিবি মনে হয়।
    হেমন্ত ডিসকোগ্রাফি ও নেট এ ডকুমেন্টেড। হৈমন্তি শুক্লা বা সতীনাথ উৎপলা যে অত্যন্ত বাজে গায় তা নিয়ে নিশ্চয়ই আপত্তি নেই। কিন্তু হিমাংশু দত্ত র সুরের প্রসঙ্গ আসা উচিত। আর শ্যামল মিত্র কে কি ঈশান বাংলার লতা বলবে? বা ধরা যাক জগন্ময় মিত্র। অবশ্য আশা করা যায় ঈশান এসব বিশেষ শোনেনি।
  • ঈশান | ১৫ মার্চ ২০১৬ ২৩:২১698065
  • আমি যা লিখি, আলপটকা লিখিনা। ওটা লাতিনো মিউজিক না। কেউ বললে তিনি জিনিসটা জানেননা। :-)

    এই দুটো পরপর শুনুনঃ

    আড্ডিঃ (প্রথম ৪৫ সেকেন্ড)


    বইমেলাঃ (প্রথম ৫ মিনিট বাদ দিয়ে তার পর থেকে)


    আলোচনা করার আগে অবশ্যই মন দিয়ে শুনুন। সেই একই E এবং F এর চলন। এটা আরবিক স্কেল। এবং সাড়ে তিনদিন গানবাজনা করেছে যারা তারা এমনিই জানে। ওখানে আমরা যে তিনজন ছিলাম, তারা কেউ ই জানতনা, অন্যজন কি করতে চলেছে। গিটার বাঁশি, ভোকাল সবই রিহার্সালহীন। তাতে খুব মহৎ জিনিস উৎপন্ন হয়েছে এমন না। কিন্তু কথা হল এ খুবই কমন চলন। এটা যেমন নেহাৎই আরবিক, তেমনই, খোলা মাঠে ভুলভাল সিস্টেমে প্র্যাকটিস ও প্রস্তুতিহীন যে বস্তু দুম করে করে ফেলা যায়, সেটা আড্ডি বহুৎ চেষ্টা চরিত্র করে নামিয়েছেন, দেখে ভালো লাগল। আড্ডির প্রতিভার এর চেয়ে বড়ো প্রমাণ আর হয়না। :-)

    শুনে নিন। আমি আমার সিলেবাসের বাকি গানগুলো শুনে শেষ করে আবার নিজ বক্তব্যে ফিরে আসব।
  • ঈশান | ১৫ মার্চ ২০১৬ ২৩:২৭698066
  • অ্যাকচুয়ালি দ্বিতীয় ক্লিপটা ৪ মিন থেকে শোনা উচিত। বাঁশি থেকে। তার আগে থেকে শুনলেও ক্ষতি নেই।
  • Al | 74.233.173.185 | ১৫ মার্চ ২০১৬ ২৩:৩২698067
  • টপকা
  • souvik | 132.169.222.162 | ১৫ মার্চ ২০১৬ ২৩:৪৪698068
  • হিন্দিতে শন্কর-জয়কিষন,নৌশাদ,ওপি ,এস ডি এদের বাদ দিয়ে হিন্দি ফিল্ম মিউজিক নিয়ে কিছু বলা যায় নাকি।না হলে সবি ব্যক্তিগত ভালো লাগা নিয়ে আলোচোনা হয়ে জাচ্ছে যেখানে কিশোর বেসুরো,মানা দরকচা,হেমন্ত ফ্ল্যাট গলা এইসব নিদান হাকা যায়!!!
  • san | 113.245.14.101 | ১৫ মার্চ ২০১৬ ২৩:৪৯698069
  • ঈশানের আলোচনা পড়তে খুবই ভাল লাগছে। তবে কিনা একেকজনকে নিয়ে একেকটা গোটা লেখা লিখলে আরো ভালো লাগত :-) একটা বড়ো প্রোজেক্ট ধরো।
  • souvik | 132.169.222.162 | ১৫ মার্চ ২০১৬ ২৩:৫১698070

  • ।শুনে দেখুন গোল্গাপ্পা সুর বলে মনে হচ্ছে নাকি।চাইলে এরকম আরো অজস্র উদাহরন দেওয়া যেতে পারে।অত সহজে বোধ্হয় এরকম বলে দেয়া জায় না।
  • pi | 192.66.26.105 | ১৬ মার্চ ২০১৬ ০০:০৩698073
  • অন্ধকারে এসে তুমি সত্যিই ভারি সুন্দর তো !
    অন্ধকারে গেলে চলের চলনটা কতবার রিওয়াইণ্ড করে শুনে গেলাম ! অবশ্য সে সুর নজরুলের দেওয়া না মানবেন্দ্রর লাগানো জানিনা। তবে জনরুলের গানে এইটি হয়, ঐ একটা দিয়ে দেওয়া সুরের কাঠামোর উপর এতরকম সুরের পারমুটেশন কম্বিনেশনের হাতছানি থাকে, এতভাবে খেলানো যায়, এতরকম করে এক্সপ্রেস করা যায়, করতে ইচ্ছে হয়, যে গেয়ে গেয়ে আশ মিটতে চায়না। নজরুলের গান শুনে যতনা আনন্দ, গেয়ে তার চেয়েও বেশি সুখ। সুর কেমনি গাওয়ার সময় মজিয়ে দিতে পারে, একই লাইন দশবার ধরে দশরকম ক'রে গাইয়ে নিতে পারে, ঠুমরির পর নজরুল ছাড়া আর কম জনই পেরেছেন বোধহয় সেটা।
    সারেঙ্গি যেমন কথা বলে, নজরুলের সুরও তেমনি।
  • san | 113.245.14.101 | ১৬ মার্চ ২০১৬ ০০:০৩698072
  • বাই দ্য ওয়ে আমি রফি , আশার ( বলিউডি) গানের সম্পর্কে ঈশানের ইভ্যালুয়েশন পড়তে আগ্রহী।
    এস ডি সম্পর্কেও।
  • MR | 81.170.111.39 | ১৬ মার্চ ২০১৬ ০০:২৫698074
  • বেশ কয়েক যুগ আগে আকাশবাণীতে "পাশ্চাত্যের জানালা" বলে একটি অনুষ্ঠান হতো, সেখানে পাশ্চাত্য সুর থেকে যে সব সুর নেওয়া হতো সেগুলি এবঙ্গ আসল গানটি বাজানো হতো। "মেহবুবা" এক্টি আফ্রিকান গানের সুর বলা হয়েছিলো।
  • avi | 125.187.41.132 | ১৬ মার্চ ২০১৬ ০০:৫১698075
  • পাইদির "জনরুল" দেখে বেশ পুলকিত হলাম। বেশ হোমরুল ভীমরুল এইসব মনে হল।
    ঠাট্টা রেখে, খুব সুন্দর লাগছে এই আলোচনাটা। আর কত গান শোনা হল এটা পড়তে গিয়ে!
  • S | 202.156.215.1 | ১৬ মার্চ ২০১৬ ০১:১৭698076
  • মেহবুবার ইংরাজি ভার্সানঃ


    আরেকতা আছেঃ গ্রীক
  • lcm | 202.31.105.145 | ১৬ মার্চ ২০১৬ ০৩:২৪698077
  • ফেসবুকে একটি পোস্ট করেছিলাম নজরুল নিয়ে, সেখান থেকে ---

    একটি ওয়েব সাইটে পেলাম এই তথ্য

    নজরুল ছাড়া তাঁর গানে অন্যান্য যেসব সুরকার সুরসংযোগ করেছেন তাদের একটি অসম্পূর্ণ তালিকা এরকমঃ

    অনিল বাগচি (২টি গান),
    অনিল ভট্টাচার্য (২টি গান),
    আবদুল করিম (১টি গান),
    আব্বাসউদ্দীন আহমদ (১১টি গান),
    কমল দাশগুপ্ত (১৬৪টি গান, মোহাম্মদ আসাফ উদ্দৌলাহর মতে ৪০০ টি গান),
    কালিদাস বন্দ্যোপাধ্যায় (১টি গান),
    কৃষ্ণচন্দ্র দে (২টি গান),
    কাশেম মলি্লক (কে মলি্লক) (১০টি গান),
    গিরীন চক্রবর্তী (২৪টি গান),
    গোপাল সেন (২টি গান),
    গোপেন মলি্লক (৪টি গান),
    গোলাম হায়দার (২টি গান),
    জ্ঞান দত্ত (৬টি গান),
    চিত্ত রায় (৪০টি গান),
    জগন্ময় মিত্র (১টি গান),
    জমীরুদ্দীন খাঁ (২টি গান),
    তুলসী লাহিড়ী (৪টি গান),
    দুর্গা সেন (৪টি গান),
    ধীরেন দাস (৮টি গান),
    নরেন মুখোপাধ্যায় (১টি গান),
    নিতাই ঘটক (৫১টি গান),
    নীলমণি সিংহ (১টি গান),
    পঙ্কজকুমার মলি্লক (২টি গান),
    পাঁচুবাবু (১টি গান),
    পিয়ারু কাওয়াল (২টি গান),
    বিজনবালা ঘোষদস্তিদার (৫টি গান),
    বিমল দাশসুপ্ত (৪টি গান),
    ভীষ্মদেব চট্টোপধ্যায় (১টি গান),
    মনোরঞ্জন সেন (৮টি গান),
    মৃণালকান্তি ঘোষ (৩টি গান),
    মোহিনী সেনগুপ্ত (৪টি গান),
    রতন মাঝি (১টি গান),
    রত্নেশ্বর মুখোপাধ্যায় (২টি গান),
    রাইচাঁদ বড়াল (২টি গান),
    রণজিৎ রায় (২৮টি গান),
    শচীন চক্রবর্তী (২টি গান),
    শেখ লুৎফর রহমান (২টি গান)
    শৈলেন দত্তগুপ্ত (২১টি গান),
    সুখময় গঙ্গোপাধ্যায় (৬টি গান),
    সত্য চৌধুরী (২টি গান),
    সত্যেন চক্রবর্তী (১০টি গান),
    সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় (২টি গান),
    সুবল দাশগুপ্ত (৩৪টি গান),
    সুবোধ দাশগুপ্ত (১টি গান),
    সুরেশ চক্রবর্তী (৪টি গান),
    সুরেশ চৌধুরী (২টি গান),
    হিমাংশু দত্ত (৪টি গান)
  • ঈশান | ১৬ মার্চ ২০১৬ ০৪:১৮698078
  • নাঃ আপনারা আমাকে ডিরেল না করে ছাড়বেন না।

    সৌভিক। অত রেগে যাবেন না প্লিজ। আপনি যে গানটা দিয়েছেন, সেটা আমার খুব পছন্দের গান। বাহার তো বসন্তের, আনন্দের, শৃঙ্গারের রাগ। আর ভারতীয় শৃঙ্গার রস মানে ঠিক 'মুন্নি বদনাম হুই' ধরণের ধরো আর মারো টাইপের জিনিস না (এতদ্বারা 'ধরো আর মারো' কে মরালি খারাপ বলছিনা কিন্তু), বরং খেলিয়ে খেলিয়ে মারার বস্তু। একটু ফুর্তি হবে, একটু মান অভিমান হবে, কান্নাকাটি হবে, তারপরে ক্লাইম্যাক্স। কাফি ই হোক বা বাহার, এই ব্যাপারটা থাকলে রূপটা ঠিকঠাক খোলে। এখানে ভীমসেনের দাপট আর মান্না দের মিনমিনে দরদের কনট্রাস্টে এই গপ্পোটা খুবই ভালো এসেছে। কনট্রাস্টটা এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ মান্না দে একও কিছু ক্লাসিকাল বেসড গান গাইবার চেষ্টা করেছেন। 'লাগা চুনারি মে দাগ' মনে পড়ছে। সে মোটেও ভালো হয়নি।

    শুধু এটাই না। সম্পূর্ণ উল্টো ঘরানার কিছু ভালো গানও মনে পড়ছে। যেমন 'মুম্বাই মেরি জান'। সম্পূর্ণ মেজর স্কেলের সোজা এবং ক্যাচি সুর। ওয়ালজের ৩/৪ দুলকি চলন। সঙ্গে পারফেক্ট হারমোনিকা। এবং গান জুড়ে বেসের সঙ্গত। সব মিলিয়ে গানটা জমে গেছে।

    এরকম একটা আধটা না, আরও কিছু পাওয়া যাবে। কিন্তু সমস্যা হচ্ছে, যেটা বুঝতে ভুল হচ্ছে, এগুলো আমার আখ্যানে প্রক্ষিপ্ত। আমি যেটা লিখছি, সেটা হল বলিউড তার 'মুখ' হিসেবে যেটা আমাদের প্রজন্মের কাছে প্রজেক্ট করেছে, তার আখ্যান। বলিউড আমাদের কাছে যা তার মুখ হিসেবে যা প্রজেক্ট করেছে, আমাদের সময়ে, তাতে লতা-আশা-আড্ডি-কিশোর আছেন, কিন্তু ভীমসেন যোশি কোথাও নেই। আমি এই লেখা লিখছি এই মুখকে নিয়ে, যা নাকি ভারতের ঐক্যসূত্র। আগে লিখেছি বটে, আমি আড্ডি তেমন কিছু শুনিনি, কিন্তু সেটা অতিশয়োক্তি। সাধ করে নিশ্চয়ই শুনিনি, কিন্তু আমাদের প্রজন্মে ওই চারটে নামের গান না শুনে উপায় ছিলনা। পাড়ায় বেজেছে, বন্ধুরা ওই মন্ত্রে দীক্ষিত করার চেষ্টা করেই গেছে, ফলে শুনতে হয়েছেই। আমি সেই শোনার ইতিহাস নিয়েই লিখছি।

    নেটে আড্ডি সুপারহিট বলে গাদা অ্যালবাম আছে। লেখার আগে একবার শুনে নিলেই হত। আমার ধারণা ৯০% ই চেনা পড়ত। কিন্তু সেটা আমি করিনি, করছিও না। কথাবার্তায় যদি দরকার পড়ে, এক আধটা শুনছি। কারণ, আমি বলিউডের গানের ইতিহাস লিখছি না, আমার শোনার ইতিহাস এবং মূল্যায়ন লিখছি। কৈশোরে, যৌবনে হাজার হাজার গান শুনেছি। আমরা সবাই শুনেছি। ইমপ্রেশন তৈরি হয়েছে। তার মধ্যে বহু গানই এই লেখায় উঠে আসছেনা। কারণ তারা কোনো ইমপ্রেশন তৈরি করেনি। শুধু ভালো লাগা গান না, অখাদ্য লাগা কিছু গানও মানুষের মনে থাকে। কিন্তু অজস্র অখাদ্য গান মনে থাকেনা। যেগুলো লেখার সময় ভুলছি, সেগুলো অতিশয় অখাদ্য বলেই ভুলছি। কিংবা কৈশোরে যৌবনে বন্ধুরা এদের 'বলিউডি' বলে চেনায়নি বলেই ভুলছি।

    হ্যাঁ, প্রশ্ন হতেই পারে, আমাকে আমার বন্ধুরা, আমার পারিপার্শ্বিক যাকে মূল বলিউড বলে চিনিয়েছে, তাই কি মূল বলিউড? না ই হতে পারে। সায়গল যেমন যেটুকু শুনেছি, তা পরে। আমাদের বলিউডের অন্তর্গত ছিলেন না তিনি। তাই আমি সায়গলকে সযত্নে বাদ দিয়ে গেছি। যেমন গেছি ভীমসেন যোশিকে। আমার ব্যক্তিগত ধারণা, আমার প্রজন্মের বেশিরভাগ মানুষই আমার মত করেই বলিউডকে চেনেন। আপনি, বা অন্য কেউ যদি লতা-আশা--কিশোর-আড্ডি ব্যতীত অন্য কোনো মূলধারার বলিউডকে চেনেন, তা নিয়ে লিখুন না। আমি শুনব। তবে ওই দুষ্ট চতুষ্টয় এত বেশি করে কানে ঢুকেছে, যে, ওঁদের সম্পর্কে আমার মিউজিকালি মতামত দেবার অধিকার আছে বলেই মনে করি। এবং সেটা বদলাবেনা। :-)

    এতদ্ভিন্ন। পাই অনেকগুলি গান দিয়েছেন। আমার লেখার পথে পড়লে শুনে নেব, মতামতও দেব। যেমন এই মাত্র 'মুম্বাই মেরি জান' নিয়ে লিখেই ফেললাম। :-)

    স্যান আশার গান নিয়ে মতামত জানতে চেয়েছেন। সেটা, মানে আধা-আড্ডি যুগলবন্দী এবং অতি অবশ্যই হেলেনের নাচ আমাদের প্রজন্মের যাত্রাপথে পড়ে। লিচ্চই লিখে ফেলব।

    এই আপাতত। ইন মিন টাইম আমি 'নাইন্টিন সেভেন্টি সিক্স' আর 'এই রাত তোমার আমার' শুনে ফেলেছি। মূল্যবান মতামত দেবার ছিল। কিন্তু আপনারা আমাকে ডিরেল করলেন বলে নিজেরাই হারালেন। আজ আবার সুপার টুইসডে। কতদিক যে দেখি।

    পুঃ রবু বাদ পড়ে গেছেন। প্রফেটের বক্তব্য খানিকটা শুনেছিলাম। বাকিটাও কখনও নিশ্চয়ই শুনে নেব। ব্যক্তিগত ধারণা, মিউজিকালি দ্বিমত হবার চান্স কম। মানে, মিউজিকালি সলিল যা করেছেন তো করেছেন ই। কিন্তু প্রফেট যখন জাজমেন্ট দেন, (অনেকটা আমার বন্ধু জয়দীপের মতো, যে সুপরলেটিভ ছাড়া কথা বলেনা, আর সুপারলেটিভ মানে হল 'পৃথিবীতে এরকম জিনিস কখনও হয়নি'), সেই সুপারলেটিভ ওয়ালা জাজমেন্টে বোধহয় একমত হবনা। এটা হাওয়ায় বলছিনা, সম্প্রতি একজন সলিলপ্রিয় সুরকারের সঙ্গে অনুরূপ কথাবার্তা হয়েছে, যাঁকে আমি মিউজিকাল জ্ঞানগম্যিতে প্রফেটের মতই বা কাছাকাছিই সম্মান করি। :-)
  • pi | 24.139.209.3 | ১৬ মার্চ ২০১৬ ০৬:৩১698079
  • এসডি-ওপি-শঙ্কর জয়কিষেণ, এঁদেরও বাদ দিও না, অনেক আগের কোশ্নো ছিল। রফি-মান্নাও।
    তোমার কথাগুলো এখনো সত্তরের থেকে মেলাতে পারছি, ৫০ বা ৬০ এর প্রথম দিকের বলিউড নিয়ে ততটা নয়।

    অভি, ঃ(
  • S | 108.127.180.11 | ১৬ মার্চ ২০১৬ ০৬:৩৭698080
  • মুকেশ?

    আচ্ছা একটা গান ছিলো "ইস মোড় সে যাতে হ্যাঁয়"। কিশোর আর লতার। এটাও কি গোলগোল গান, নাকি চৌকো কাজ আছে কিছু?
  • pi | 24.139.209.3 | ১৬ মার্চ ২০১৬ ০৬:৫০698081
  • আরে এটা কাল দিতে গিয়েও শেষমেশ ভুলে গেলাম।

    ওটা, তারপর তেরে বিনা জিঙ্গেগীসে কৈ শিকওয়া, হাজার রাহেঁ, তুঝসে নারাজ, দিন ঢুঁডতা হ্যায়, এক আকেল ইস শহর মে, .. এগুলো সব এক জঁরার গাল লাগে। ইন ফ্যাক্ট গুলজার-আড্ডি কম্বি হয়ে গেলে, কি গুলজার-জয়দেবও ( বা বাসু চ্যাটার্জি কি হৃষীকেশ মুখার্জির জন্য সলিল চৌ বা অন্যান্যরা, বা বাসু ভটচাযের জন্য কানু রায়) , একটা পুরো অন্যরকম বলিউড লাগে, সেসময়ের আর্বান শিক্ষিত মিডল ক্লাসকে নিয়ে , গানগুলোর মধ্যেও একটা ভীষণরকম মধ্যবিত্ত শহুরে গন্ধ। তাতে স্ট্রীট্ফুডের গন্ধ স্বাদ দিব্বি পাওয়া গেলেও গোলগাপ্পা ঠিক পাইনা। ফুচকা-চুরমুর অবশ্য বলতে পারি ঃ)
    এই বলিউড নিয়েও শুনতে চাই। ইন ফ্যাক্ট আমার দেওয়া গানগুলো একটু সাজিয়ে দিল হত, বিচ্ছিন্নভাবে এর কিছু কিছু গান দিলেও আলোচনাটা আলাদা করে ঐ গানগুলো নিয়ে শুধু নয়, এই ঘরানাটা নিয়ে বা নিয়েও চাইছি।
  • S | 108.127.180.11 | ১৬ মার্চ ২০১৬ ০৬:৫৩698083
  • চুরমুর না - চিকেন রোল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন