এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গান-ফাইট

    pi
    অন্যান্য | ১৩ মার্চ ২০১৬ | ১৯২৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 80.193.70.5 | ১৫ মার্চ ২০১৬ ১০:০৪698573
  • kon ayAnaalisis naya shudhu "anubhaba". oi tinaTe sinemaay oyesTaarn prabhaaba baa globaala prabhaaba besh beshi mane hayechhila, dRishyaayan, poshaaka, Daayaalaga. dila hyaaya ke maanataa nehir TaaiTel sang er dRishyaayana, baa phir teri kahaanite oyaainer botal theke oyaain khaaoyaa, suraja kaa saataoyaa ghorhaar paTabhUmi sabai khub oyesTaarn. ei. sinemaagata dik diye eraa anya janaraara taao soshaal paTabhUmi sinemaar anya sabakichhute prabhaaba phele.

    guru ki aar emani emani guru hata Jadi naa takhana saamaajik bhaabe sisTem ke dumarhe mucharhe debaar ekaTaa prabaNataa Juba maanase dekhaa Jet? hindi mubhi ei meinasTreem mananaTaake saphala bhaabe dharechhe.

    aar taara shabda o Jantrao saathe saathe badale gechhe. udaa: dui, sattare dioyaar, janjir, shole samantaraale kichhu raajesh khaannaar prem taao khaanik aadhunik. biyer aage shuye Tuyeo parhachhe. er saathe ki gaaner Jantra hisebe piyaano baajaay. geeTaar o syaaksophona. aar saathe aarDir laatina aamerikaa chhoyaa sangeet. ei mishraNaTaa saphala bhaabe hayechhila balei baliuD hiTa. ei mikse saphala bhaabe sangata kaaraNei kishor kumaar hachchhe paripurak. eisab gaaner Je dRishyaayan, romaanTisijama, Jounataa taa kishor ebang aashaa (lataa nay) JaasT kyaach, kaT, kaT. muDa phila karate hale seisaba gaana aar sur, raaga ityaadir janya Dobhaara len.

    ei Jemana bhaabatei paari naa bheemasen Joshee eiTaa gaaichhe baa emanaki maannaa de. maane gaaitei paaren kintu iser ekasha aaTabaar haye Jaabe.

  • Bangla post | 74.233.173.177 | ১৫ মার্চ ২০১৬ ১০:০৮698574
  • কোন অ্যানালিসিস নয় শুধু "অনুভব"। ঐ তিনটে সিনেমায় ওয়েস্টার্ন প্রভাব বা গ্লোবাল প্রভাব বেশ বেশি মনে হয়েছিল, দৃশ্যায়ন, পোশাক, ডায়ালগ। দিল হ্যায় কে মানতা নেহির টাইটেল সঙ্গ এর দৃশ্যায়ন, বা ফির তেরি কহানিতে ওয়াইনের বোতল থেকে ওয়াইন খাওয়া, সুরজ কা সাতওয়া ঘোড়ার পটভূমি সবই খুব ওয়েস্টার্ন। এই। সিনেমাগত দিক দিয়ে এরা অন্য জনরার তাও সোশাল পটভূমি সিনেমার অন্য সবকিছুতে প্রভাব ফেলে।

    গুরু কি আর এমনি এমনি গুরু হত যদি না তখন সামাজিক ভাবে সিস্টেম কে দুমড়ে মুচড়ে দেবার একটা প্রবণতা যুব মানসে দেখা যেত? হিন্দি মুভি এই মেইনস্ট্রীম মননটাকে সফল ভাবে ধরেছে।

    আর তার শব্দ ও যন্ত্রও সাথে সাথে বদলে গেছে। উদাঃ দুই, সত্তরে দিওয়ার, জন্জির, শোলে সমন্তরালে কিছু রাজেশ খান্নার প্রেম তাও খানিক আধুনিক। বিয়ের আগে শুয়ে টুয়েও পড়ছে। এর সাথে কি গানের যন্ত্র হিসেবে পিয়ানো বাজায়। গীটার ও স্যাক্সোফোন। আর সাথে আর্ডির লাতিন আমেরিকা ছোয়া সঙ্গীত। এই মিশ্রণটা সফল ভাবে হয়েছিল বলেই বলিউড হিট। এই মিক্সে সফল ভাবে সঙ্গত কারণেই কিশোর কুমার হচ্ছে পরিপুরক। এইসব গানের যে দৃশ্যায়ন, রোমান্টিসিজম, যৌনতা তা কিশোর এবঙ্গ আশা (লতা নয়) যাস্ট ক্যাচ, কট, কট। মুড ফিল করতে হলে সেইসব গান আর সুর, রাগ ইত্যাদির জন্য ডোভার লেন।

    এই যেমন ভাবতেই পারি না ভীমসেন যোশী এইটা গাইছে বা এমনকি মান্না দে। মানে গাইতেই পারেন কিন্তু ইসের একশ আটবার হয়ে যাবে।

  • pi | 24.139.209.3 | ১৫ মার্চ ২০১৬ ১০:১৩698575
  • ওপরের পোস্টটা কি আকাদার ?

    যাহোক, সুরজ কা সাতওয়া ঘোড়ার পটভূমি ওয়েস্টার্ন কীরকম ?
  • sinfaut | 74.233.173.181 | ১৫ মার্চ ২০১৬ ১০:১৫698576
  • হ্যাঁ আকাদার। বাংলা আসেনিবলে রিপোস্ট করলাম।
  • pi | 24.139.209.3 | ১৫ মার্চ ২০১৬ ১০:২১698577
  • ওহো, মোবাইলে পুরোটা দেখাচ্ছিল না। উপরের পোস্টটা দেখতে পাইনি।
  • নির্মোহ ব | 69.160.210.3 | ১৫ মার্চ ২০১৬ ১০:৩৯698579
  • আরেক ভয়ানক ফ্ল্যাট হেমন্ত। শোনা যায় না। কোনো অনুভূতিই নাই যেন।
  • aka | 80.193.70.5 | ১৫ মার্চ ২০১৬ ১০:৩৯698578
  • ঠিক মনে পড়ছে না, যে ্দৃশ্যটা মনে পড়ছে সেটা বোধহয় সুরজ কার নয়। মনে পড়লে লিখে দেব কোন সিনেমার।

    পয়েন্ট হল নব্বইতে গ্লোবালাইজেশনের এফেক্ট সিনেমাতেও পড়ল। দৃশ্যায়ণে, কথা বলায়, স্ক্রিপ্টে, গানে ও গানের অ্যারেন্জমেন্টে ও বিভিন্ন দেশে দেশে ঘুরে শ্যুটিঙ্গেও। আগে বিদেশ বলতে নেপাল বড়জোড় জাপান বা উরোপে একটা দুটো দৃশ্য। যদিও ধর্মেন্দ্র মনে হয় "মা" জাপানে শ্যুট। কিন্তু ইন জেনারাল ট্রেণ্ড বা ফর্মুলা বদলালো তার একটা সামাজিক ও রাজনৈতিক প্টভূমি আছে। জয় ভীম, লাল সেলাম।
  • Bhagidaar | 34.49.119.28 | ১৫ মার্চ ২০১৬ ১১:১৫698580
  • ভেউ
  • রোবু | 213.99.211.81 | ১৫ মার্চ ২০১৬ ১২:০৯698581
  • হেমন্তর বেশি বয়সের গান শুনলে হেমন্তকে চেনা যাবে না। অল্প বয়সে গাওয়া গানগুলো শুনতে হবে। পাড়ায় মাইকে ওই বেশি বয়সে দ্বিতীয়বার গাওয়া গানগুলোই বাজে, ওগুলোই বেশি লোক শোনে, আর ওগুলো বাজে।
  • robu | 213.99.211.81 | ১৫ মার্চ ২০১৬ ১২:১০698583
  • 'আর ওগুলো ভালো না।
  • নির্মোহ ব | 69.160.210.3 | ১৫ মার্চ ২০১৬ ১২:৪৬698584
  • ভালোগুলোর নাম শুনি?
  • হেমিড্যাকটাইলাসফ্লাভিভিরিডিস | 170.83.96.84 | ১৫ মার্চ ২০১৬ ১৩:১৫698585
  • কিন্তুক সিনেমাটার নাম 'ফির তেরি কাহানি ইয়াদ আয়ি' না!
  • ঈশান | ১৫ মার্চ ২০১৬ ২০:৪৫698586
  • অ্যাঁ? আড্ডির লাতিনো ছোঁয়া সঙ্গীত? আড্ডি কেন, গোটা বলিউডে কোথায় লাতিন আমেরিকান ঘরানার সঙ্গীত হয়েছে আমি একটু শুনতে চাই। ওনারা রক-অ্যান্ড-রোল শুনেছেন নিশ্চয়ই, ডিস্কো ও শুনেছেন বোঝা যায়, মানে যেগুলো অগভীর ফান্ডা দিয়েও জোড়াতালি মেরে টোকা যায়। কিন্তু যেগুলো কঠিন এবং রিচ ধারা, যা টুকতে গেলেও অভিনিবেশ দরকার, সেগুলো কখনও চেষ্টাই করেননি। করলেও পারতেন বলে অবশ্য মনে হয়না।

    এতদ্ভিন্ন সুরজ কা সাতওয়া ঘোড়া নিয়ে প্রশ্নটা রিপিট কল্লাম না আর।

    বাকি পরে লিখছি। ধীরে সুস্থে।
  • S | 108.127.180.11 | ১৫ মার্চ ২০১৬ ২০:৫৯698587
  • না না ধীরে সুস্থে লিখুন। কিশোর - লতা - হেমন্ত - আর্ডি বাদ গেছেন। সায়গল আর এসডির থেকে শুরু করে মায় হানি সিংহ অবধি কে কে বেঁচে থাকে আমি সেইটাই দেখবো। ঃ)
  • ঈশান | ১৫ মার্চ ২০১৬ ২১:১৫698588
  • যাই হোক, যেখানে শেষ করেছিলাম, সেখান থেকে শুরু করা যাক। সোসেন জিগিয়েছেন, সে সময়ে বাংলায় ভালো অ্যারেঞ্জার কে ছিলেন? আমি বাংলা সিনেমার গানের ইতিহাস পড়ি নাই। আমার খুব ইন্টারেস্টের এলাকাও না, আগেই বলে রাখা ভালো। তবে প্রশ্নটা পড়েই যেকটা নাম মনে পড়ল বলে দিই। বলাবাহুল্য এটা কেবল লিস্টি। দক্ষতার বিচার না। এবং সম্ভবত ইনকমপ্লিট লিস্টি।

    ১। সুধীন দাশগুপ্ত। প্রবাদপ্রতিম সুরকার কমল দাশগুপ্তর সহকারী ছিলেন। আবার আইপিটিএর সঙ্গেও ছিলেন। ফলে সুর এবং অ্যারেঞ্জমেন্ট, দুটি ব্যাপারেই দক্ষতা অর্জন করেছিলেন।

    ২। নচিকেতা ঘোষ। অনেকগুলো বিখ্যাত গান আছে। অ্যারেঞ্জমেন্ট সুরের সঙ্গে মিলে মিশে যেত, শুধু সুর ফলো করতনা। এক্খুনি উদাহরণ হিসেবে "মৌ বনে আজ মৌ জমেছে" মনে পড়ছে।

    ৩। অফবিট নাম বলব একটা। সত্যজিৎ রায়। কম্পোজার হিসেবে ভারি অন্যরকম, নিজস্ব সিগনেচার ছিল। প্রাচ্য এবং পশ্চাত্যের ঘরানার অদ্ভুত মিশেল ছিল, যেটা সলিল চঔধুরি প্রচলিত ঘরানা থেকে একদম আলাদা। প্রাচ্য সঙ্গীত অদ্ভুতরকম ভাবে ব্যবহার করতেন, টেরই পাওয়া যেতনা তার প্রাচ্যত্ব। এই ব্যাপারে সবচেয়ে উল্লেখযোগ্য গান হল "ওরে বাবা বাঘ মামা তুমি যে এই ঘরে কে তা জানত"। বিশ্বাস না হলে এর সঙ্গে "তব অচিন্ত্যরূপ মহিমা" নামক বিখ্যাত মহালয়ার গানটি গেয়ে দেখুন। এইভাবে গাইবেনঃ "তুমি যে এই ঘরে কে তা জানত/ তব অচিন্ত্য/ রূপ মহিমা/ তুমি যে এই ঘরে কে তা জানত।" অন্ত্যমিলের জন্য একই গান মনে হবে।
    অন্যান্য গানগুলো একটু কাঠকাঠ লাগে। কিন্তু যেহেতু অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা হচ্ছে, অতএব তাঁকে বিশিষ্ট অ্যারেঞ্জার বলতেই হবে।

    ৪। হেমন্ত মুখোপাধ্যায়। আপিটিএ, সলিল চৌধুরি কানেকশন বলার অপেক্ষা রাখেনা। গান যেমনই গান, বা সুর যেমনই দিন, অ্যারেঞ্জার হিসেবে সলিল চৌধুরি ঘরানার উত্তরসূরী। এতটাই মিল, যে, জায়গায় জায়গায় মনে হয় সলিল নিজেই অ্যারেঞ্জ করেছেন। উদাহরণ হিসেবে, এখনই যা মনে পড়ছে, তা হলঃ এই রাত তোমার আমার।

    এই গানটা মনে পড়ে ভালই হল। এটা একটা ক্লাসিক উদাহরণ, যেটা নিয়ে আমরা স্লাইট কাটাছেঁড়া করে অন্য একটা প্রসঙ্গে যাব। আমি আপিসের ফাঁকে এক ঝলক গানটা শুনে নিই। তাপ্পরে সেটা লিখছি।
  • Robu | 11.39.39.44 | ১৫ মার্চ ২০১৬ ২১:১৬698589
  • রানার, পাল্কির গান, বিদ্রোহ, অবাক প্রিথিবী (গুরু লেয়াউটে বানান লিখতে পারিনা)। আরো দিতে পারি। নিঝুম চরাচরে, ঘুম যায়, মেঘ কালো, ও বাশিতে ডাকে সে, যখন বাজলো বাশি, নীল আকাশের নীচে ঐ প্রিথিবী, অলির কথা শুনে।
    রবীন্দ্রসঙ্গীত দেব?
  • Robu | 11.39.39.44 | ১৫ মার্চ ২০১৬ ২১:১৭698590
  • লিন্ক দেব? সার্চ করলে সাধারণতঃ পরের দিকের গানগুলো আসে।
  • S | 108.127.180.11 | ১৫ মার্চ ২০১৬ ২১:২০698591
  • সত্যজিত রায়? ব্যাকগ্রাউন্ড স্কোর ঠিক আছে, কিন্তু সংগীত পরিচালনা/অ্যারেন্জার? তবে ফেলুদার দুটো সিনেমাতে কয়েকটি গান (দুটো মনে হয় মীরা ভজন, একটা রাজস্থানি লোকগীতি?) উনি চুজ/ইউজ করেছিলেন - সেগুলো বেশ ভালো লেগেছিলো।
  • Robu | 11.39.39.44 | ১৫ মার্চ ২০১৬ ২১:২৩698592
  • মৌ বনে আজ মৌ জমেছে - আরেকটা।
    আর এ আমার নিতান্ত নিজস্ব ভাললাগা, তর্ক করবনা, কিন্তু গান শুনতে চাইলে লিন্ক দেব।
    যেমন সলিল। ইশেনদার সাথে তক্কো করতে ইচ্ছে করছে, কিন্তু ক্ষমতা নেই বলে করব না।
    তবে সলিলকে নিয়ে প্রফেটের আলোচনা গুলো ইশেন্দা না শুনে থাকলে শুনে নিক।
  • pi | 24.139.209.3 | ১৫ মার্চ ২০১৬ ২১:২৬698594
  • আর ডি নিয়ে আলোচনার সুবিধার জন্য কপি থুড়ি ইন্সিপিরেশনের লিস্টিটা রইলো।

    http://itwofs.com/hindi-rdb.html
  • S | 108.127.180.11 | ১৫ মার্চ ২০১৬ ২১:৩০698595
  • হ্যাঁ এই আরেকটা ব্যাপার। বলিউড বলতে যদি কিছু বোঝায়, তাহলে সব্বার আগে হলো কপি করা। সিনেমার প্লট, ডায়লগ, সিন, গান, সুর থেকে শুরু করে মায় অভিনয়টাও কপি করা।
  • pi | 24.139.209.3 | ১৫ মার্চ ২০১৬ ২১:৩৩698596
  • সুধীন দাশগুপ্ত কখন আসেন, অপেক্ষায় ছিলাম। জানিনা ওঁর সময়ে কতটা খ্যাতি পেয়েছেন, কিছু তো অবশ্যই পেয়েছেন, কিন্তু পরবর্তীকালে ওঁকে নিয়ে যত যা চর্চা হয়েছে, যতজন ওঁর নাম জানে, তাতে আমার ওঁকে ভীষণ বেশি আণ্ডাররেটেড লাগে।
  • Robu | 11.39.39.44 | ১৫ মার্চ ২০১৬ ২১:৩৫698597
  • সুদা নিয়ে ক।
  • aka | 34.96.82.109 | ১৫ মার্চ ২০১৬ ২১:৫৫698598
  • একটা কুইজের প্রশ্ন দিইঃ



    প্রথম ৪৮ সেকেন্ড শুনে বলুন

    ১। কার মিউজিক?

    ২। পুরুষ গলাটি কার?

    ৩। কোন ঘরানার মিউজিক?

    ক্লুঃ ইহা এক বিখ্যাত সংগীত পরিচালকের প্রথম সংগীত পরিচালনা।
  • S | 108.127.180.11 | ১৫ মার্চ ২০১৬ ২১:৫৮698599
  • টোপকাপিতে এমন টাইপের মিউজিক ছিলো মনে পড়ছে।
  • PM | 233.223.153.194 | ১৫ মার্চ ২০১৬ ২২:০৭698601
  • মিউসি নির্গাত RD র... ঐ সময় আর কারুর ধক ছিলো না

    পুরুষ গর রফি ( ৪৮ সে শুনে বোলতে পরি নি )

    স্প্যনিশ কিছু ঘরানা ? প ঠিকে নাচে যেটা? নাম ভুলে গেছি
  • নির্মোহ ব | 74.233.173.181 | ১৫ মার্চ ২০১৬ ২২:০৭698600
  • হেমন্তের এই সব গুলো ই শুনিছি তো। আমার তো অত্যন্ত ফ্ল্যাট লাগে। রানার পাল্কি বিদ্রোহ সবচে বাজে।

    আরেকজন সন্ধ্যা। ইস কী যে জঘন্য তার সদাসর্বদা রিনরিন ঝঙ্কৃত গায়কি।

    সামহাউ বাংলা-আরতি হিন্দি- আশা আর রফি বেটার। মানবেন্দ্রও দেখনদারি কেত। মান্না একটু ঠিকঠাক যদিও বড্ড দরকচা মার্কা।
  • S | 108.127.180.11 | ১৫ মার্চ ২০১৬ ২২:০৮698602
  • তাইলে এখন শানুদা আর হানি সিংহই ভরসা। মুকেশ?
  • S | 108.127.180.11 | ১৫ মার্চ ২০১৬ ২২:১০698603
  • নাচটা তো ট্যাপ ডান্স আর ব্যালের মিশ্রণ।
  • aka | 34.96.82.109 | ১৫ মার্চ ২০১৬ ২২:১৮698606
  • পিএমকে দুটো নকুলদানা। আর্ডি, রফি, স্প্যানিশ ফ্লেমেঙ্গো, সাথে বোধহয় আরবিক কিছুর মিশেল, শেষ পাতে ইন্ডিয়ান। তবে এসবই নেটে আছে।

    সুরজ কি সাতওয়া ঘোড়া নিয়ে বলে নিই, যে দৃশ্যপট মনে পড়ছে সেটার নাম প্রথমে মনে হয়েছিল সুরজ কি সাতওয়া ঘোড়া। কিন্তু ঐ দৃশ্যপট সিনেমার সাথে মেলে না। কিছুতেই মনে পড়ছে না কোন সিনেমা, তবে সেটা কাল রাতেই লিখলাম। মূল পয়েনও কিলিয়ার।

    ন্যান আপনার তক্কো করেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন