এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গান-ফাইট

    pi
    অন্যান্য | ১৩ মার্চ ২০১৬ | ১৯২৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 83.162.22.190 | ১৬ মার্চ ২০১৬ ০৮:০১698084
  • আড্ডি ঃ-

    - রায়না বিতি যায়ে (ললিত)
    - বিতি না বিতায়ে রায়না (ইমন কল্যান)
    - মিতয়া বোলে মিঠে ব্যায় (রাগেশ্রী, হেমন্ত)
    - হামে তুমসে পেয়ার কিতনা (ভৈরবী)
    - ঘর আজা ঘির আয়ে (মালগুঞ্জি)
    - কুছ তো লোগ কহেঙ্গে (হিন্ট অফ্‌ কলাবতী)
    - ইস মোর সে যাতে হ্যায় (ইমন উইথ অ্যা টুইস্ট)
    - যেতে দাও আমায় ডেকো না (নন্দ)
    - চিঙ্গারি কোয়ি ভড়কে (ভৈরবী, সকালের রাগ এক তীব্র মধ্যমায় নিয়ে যায় সন্ধেতে)
    - যমুনা কিনারে আজা (মরু বেহাগ)
    - জিন্দেগি কি সফর মে (বেহাগ)
    - এক চতুর নার (বিভিন্ন রাগের আভাস, শুরুতে ঝিনঝোটি)
    - না কোয়ি উমঙ্গ হ্যায় (নট ভৈরব)
    - জানে কেয়া সোচ কর (কল্যান)
    - মেরি ভিগি ভিগ সে (কিরওয়ানি)
    - মেরে নয়না সাওন ভাদো (শিবরঞ্জনী)
    - বড়া নটখট হ্যায় রে (খমাজ)
    - কারবাতে বদলতে রহে (পাহাড়ী)
    - গোরি তোরি প্যায়্জানিয়া (দরবারি কানাড়া)
    - আপ কি আঁখো মে কুছ (কেদার)
    - সাওন জে ঝুলে পরে (তোডি)
    ...
    ...
    ...
    তো দরবারি কানাড়া রাগের ওপর এই গানটি --


    তো , প্রশ্ন হল এই গান কি গোলগাপ্পা মনে হচ্ছে। এক্সপেরিমেন্ট মানেই কি গোলগাপ্পা ।
  • dc | 132.164.41.106 | ১৬ মার্চ ২০১৬ ০৮:৪৩698085
  • আরেকজনের গান আমার খুব ভাল্লাগে, তিনি য়েসুদাশ। "আজ সে প্যাহলে, আজ সে জ্যাদা", "গোরি তেরা গাঁও", "জানেমান জানেমান তেরে দো নয়ন", এরকম বেশ কয়েকটা গান ঘুরেফিরে শুনি। আর ওনার গানগুলোও লং ড্রাইভে শুনতে আরো ভাল্লাগে। য়েসুদাশ এর বেশ কিছু অসাধারন তামিল গানও আছে।
  • pi | 24.139.209.3 | ১৬ মার্চ ২০১৬ ০৮:৫০698086
  • সবচে সুন্দর গানটাই বাদ দিলেন।
    যব দীপ জ্বলে আনা। ইমন ( ইমন-কল্যাণ ?) থেকে নেওয়া গানগুলোর মধ্যে আমার সবচে সুন্দর লাগে।
    এই লোকই যে কীকরে পরে রামায়ণের প্যানপেনে ঝ্যাঁপড়-ঝাঁ বদখত সুরগুলো দিয়েছিলেন !
  • dc | 132.164.41.106 | ১৬ মার্চ ২০১৬ ০৮:৫৪698087
  • হ্যাঁ, ওটাও তো! য়েসুদাশের এরকম বেশ কিছু ভালো গান আছে। এগুলো ছাড়াও, "মহব্বত বড়ে কাম কি চিজ", "কাঁহা সে আয়ো বদরা" ইত্যাদি।
  • lcm | 83.162.22.190 | ১৬ মার্চ ২০১৬ ০৮:৫৯698088
  • পাই,
    না, না - আরডি-র সুরের গান কয়েকটা দিয়েছি। 'যব দ্বীপ জ্বলে আনা' - সুন্দর গান, রবীন্দ্র জৈন-এর সুর, কথাও ওনারই।

    তাও তো - মদনমোহন, এসডি, শংকর-জয়কিষান, রবি, জয়দেব, খৈয়াম, নায়ার.... এদের কথা হয়ই নি, কত সুর, কত গান।

    ডিসি,
    হ্যাঁ, যেসু দাস। টিন এজ বয়েসে এক কম্পিটিশিনে মহঃ রফি-র 'মধুবনমে রাধিকা নাচে' গেয়ে ফার্স্ট হয়েছিলেন।
  • pi | 24.139.209.3 | ১৬ মার্চ ২০১৬ ০৯:০০698089
  • কঁহা সে আয়া বদরা, ইস মোর সে জাতে হ্যায়, হুজুর ইস কদর, ঝুঁকি ঝুঁকি সি নজর, কঁহি বার ইউ দেখা হ্যায়, তুম ইতনা যো মুসকারা রহি হো .. এগুলোকেও ঐ অর্বান ঘরানায় ঢোকাবো।
  • pi | 24.139.209.3 | ১৬ মার্চ ২০১৬ ০৯:০১698090
  • আমি তো ডিসিকে বললাম লগাগুদা। রবীন্দ্র জৈন বলেই তো রামায়ণ বললাম, নইলে আড্ডির সাথে রামায়ণের কী ?
  • pi | 24.139.209.3 | ১৬ মার্চ ২০১৬ ০৯:০৪698091
  • মধুবনমে রাধিকা মনে হয় হমীরের কম্পোজিশন। এই রাগগুলোই এত সুন্দর, যে এর উপর বেস করে বানালেই ভাল লাগে। তো, এটা নিয়েও মামুর মত জানতে চাই। রাগ নিয়ে অন্যরকম ক'রে কিছু বানানো হয়নি, ঐ রাগকে চিনতে না পারার মত কিছু বলেই কি দাঁড়ায় নি বলা হবে ? গান হিসেবে কিন্তু সব মিলিয়ে দাঁড়িয়ে গেছে মনে হয়।
    রয়না বিতি যায় ( মাঝের কিছু আরেন্জ্মেন্ট ভালো লাগেনা) আর বিতিনা বিতাই রয়নাও।
  • dc | 132.164.41.106 | ১৬ মার্চ ২০১৬ ০৯:১৩698092
  • আবার শৈলেন্দ্রর গলাতেও কিছু ভালো গান পাবেন। যেমন "প্যার মে কভি কভি আইসা হো যাতা হ্যায়", "হোগা তুমসে পেয়ারা কওন", "হামনে তুমকো দেখা"। এর মধ্যে প্রথম গানটা একবার আমার সত্যি সত্যি কাজে দিয়েছিল, অবশ্যই নিজে গেয়ে না, য়ুটিউবে শুনিয়ে। গানের কোন শেষ নাই, গাওয়ার চেষ্টা বৃথা তাই।
  • lcm | 83.162.22.190 | ১৬ মার্চ ২০১৬ ০৯:২০698094
  • পাই,
    ওহো, আমি বুঝতে পারি নি।

    হা হা, ডিসি - লাস্ট লাইন।
  • lcm | 83.162.22.190 | ১৬ মার্চ ২০১৬ ০৯:২১698095
  • তবে S যে দুটি লিংক দিয়েছে, সেটাও ঠিক কিছু গান আরডি লিফ্‌ট্‌ করেছে অন্য গান থেকে, তবে কি সে তো সলিল থেকে এসডি সকলেই একটু আধটু করেছেন।
    রবীন্দ্রনাথও করেছেন।
  • pi | 74.233.173.181 | ১৬ মার্চ ২০১৬ ১০:২১698096
  • লসাগুদা আমার দেওয়া সাইটটা দেখুন। একটা দুটো না পুরো লম্বা লিস্টি পেয়ে যাবেন গানলিফ্টিঙ্গ এর।
  • হেমিড্যাকটাইলাসফ্লাভিভিরিডিস | 170.83.36.130 | ১৬ মার্চ ২০১৬ ১০:৫৬698097
  • য়েসুদাস এলেন আর এই দুটো গান এলো না ঃ(





    য়েসুদাস আর ইলিয়ারাজার কিছু অসাধারণ তামিড় কম্পোজিশন আছে। অবশ্য এসপি'ও কম যান না।
  • lcm | 83.162.22.190 | ১৬ মার্চ ২০১৬ ১১:০৫698099
  • পাই, কোন লিংক। একটা পেজ ছিল সব টুকলি গানের লিস্ট।
  • lcm | 83.162.22.190 | ১৬ মার্চ ২০১৬ ১১:০৫698098
  • আরডি একটা অ্যালাবাম করেছিল এক লাতিন আমেরিকার কম্পোজারের সঙ্গে - প্যান্টেরা - দু একটা গান শুনেছিলাম - তেমন লাগে নি।

    তবে হ্যাঁ, ল্যাটিনো ফ্লেভারের ফ্ল্যামেন্কো বলিউডি গানা হো তো ইয়ে - সেনোরিতা -
  • S | 108.127.180.11 | ১৬ মার্চ ২০১৬ ১২:৪৯698101
  • ফ্ল্যামেন্কো কিন্তু লাতিন আমেরিকার মিউজিক না। খাস স্পেনের।
  • ঈশান | ১৬ মার্চ ২০১৬ ২১:১৮698102
  • লসাগু এটা কী কল্লেন? আড্ডির কাছে হয়তো যাহা দরবারী তাহাই মিয়া কি মল্লার, তা বলে সেইটা না শুনে টুকে দেবেন? :-) যে গানটা দিয়েছেন (গোরি তোরি), যদি ১০ সেকেন্ড শোনেন, দেখবেন, আলাপে প্রথম স্বরটি সা, তার পরের টিই শুদ্ধ নি। শুদ্ধ নি দরবারীতে লাগেনা। শুদ্ধ ধা ও না। ণধনস -- দরবারীর চলন না।

    দরবারীর চলন শুনতে হলে বাংলায় 'এ কেমন রঙ্গ তোমার' কিংবা 'রাতের কবিতা শেষ করে দাও' শুনুন। দুটোই অজয় চক্কোত্তির গাওয় পপুলার গান। প্রথমটায় সঞ্চারীতে এক জায়গায় শুদ্ধ নি আছে, কিন্তু সেটা ব্যতিক্রম হিসেবে। আর তার পরে তথাকতিত ভাবে দরবারীতে কিশোরের একটি গান আছে শুনুন। সেই 'ন্নয়ন স্সরসী ক্কেন'। যদিও অজয় চক্কোত্তির গাওয়া আমার খুব পছন্দ না, কিন্তু কিশোরের গানের তুলনায় সে স্বর্গরাজ্য। শুনে তফাতটা বুঝুন।

    এছাড়াও, যে গানটির লিং দিয়েছেন, সেটি শোনার আগে, একবার 'বিজুরি চমকে' শুনে নিন। কিংবা ধরুন, 'ছড়ায়ে বৃষ্টির বেলফুল' । তাহলেই এটা কেন অখাদ্য বুঝে যাবেন।

    বাকিগুলো নিয়ে আলাদা করে কিছু বললাম না। ওই লিস্টিতে গোটা দশ গান আগে শুনেছি। সংক্ষেপে, মতামত কাছাকাছিই। আরও বলি, ভালো গান হতে গেলেই তাকে রাগভিত্তিক হতে হয়না। আর রাগ থেকে টোকাটা সবচেয়ে সোজা। আধা খ্যাঁচড়া টুকে দিলেই গান ভালো হয়ে যায়না, তাহলে ওস্তাদরা কষ্ট করে বন্দিশ খুঁজে বার করতেন না।

    তবে কমাত্র 'চতুর নার' কে বেনিফিট অফ ডাউট দিতে পারি। দক্ষিণী সংগীতের প্যারডি আছে বলে।
  • sosen | 177.96.24.48 | ১৬ মার্চ ২০১৬ ২১:৪৫698103
  • গোলগাপ্পা খুবই ভালো জিনিস। মানে হতেই পারে কিছু ব্যক্তি তার প্রকৃত রসাস্বাদন করতে পারেন না, পেটে আলসার, টক পছন্দ নয়, কিম্বা জাস্ট নাকের দৈর্ঘ্য বেশি বা হাঁ মুখ ছোটো ইত্যাদি বিভিন্ন কারণে , কিন্তু তাতে গোলগাপ্পার জনপ্রিয়তা এতটুকুও ঘা খাবে না। #গোলগাপ্পাভয়েস
  • sm | 53.251.91.253 | ১৬ মার্চ ২০১৬ ২৩:৫৮698105
  • কিন্তু ঈশেন গত দুতিন ধরে এমন ভুল বকে চলেছে কেন?কি হলো উদুরি ? একবার বলল, আশা, লতা, কিশোর- রফি দুষ্ট চতুষ্টয় ।একবার বলল, কিশোর, হেমন্ত বেসুর গায়।
    এবার তো বলে বসবে, ঈশেন মামু "সুরে" গায় ;-))। জাস্ট জোকিং। ভালো হচ্ছে, চালিয়ে খেলো।

    আমার শোনা জেসুদাসের শ্রেষ্ট হিন্দি গান।
  • lcm | 117.77.75.90 | ১৭ মার্চ ২০১৬ ০০:২১698106
  • আহা, আমি তো ওয়েব সাইট থেকে টুকলাম। আর তাছাড়া, ওগুলো হল - raga based, hints of kalabati, fusion of todi and khamaj... etc..
    আর দ্বিতীয়ত, আমার তো এক্স্পেরিমেন্টাল ফন শুনতে হে হি লাগে, বিশুদ্ধ রাগ অ্যাপ্রিশিয়েট করার মতন কান আমার নাই
  • TB | 118.171.130.189 | ১৭ মার্চ ২০১৬ ০১:০৯698107
  • নাহ! ঈশেনের দম আছে। একটা আদ্যোপান্ত ভুল প্রেমিসের ওপোর চূড়ান্ত হেজিয়ে যাচ্ছে প্রচুর যুক্তি-কুযুক্তি-অপযুক্তি দিয়ে। ভালই বলছে, একমাত্র তুলনা মনে আসছে "হানুদা উবাচ"।

    বলি আশালতা শুনে আপামর ভারতবাসি বখে যাবার আগে কি দেশশুদ্ধ সবাই গাঙ্গুবাই হাঙ্গুল, বড়ে গুলাম আর কুমার গন্ধর্ব শুনে দিন আর রাত গুজরান করছিল?

    এক্টু এককের দরকার ছিল এখেনে।
  • ঈশান | ১৭ মার্চ ২০১৬ ০১:৫০698108
  • প্রথমত, ওইসব ওয়েবসাইট থেকে টুকবেন না। এই আড্ডি-কিশোরের আরকটি কুপ্রভাব হল প্রচুর নেমড্রপিং করে সমালোচনার নামে অশ্বডিম্ব প্রসব করা। "গ্গুরু ক্কী করেছেন, এক হাতে জ্যাজ আরেক হাতে খাম্বাজ আর টোড়ির ককটেল বানিয়ে শরবতের মতো বিলি করেছেন", টাইপের। ওগুলোর কোনো মূল্য নেই।

    দ্বিতীয়ত, আগেও বলছি, আবারও বলছি, গান ভালো হতে গেলে রাগাশ্রয়ী হবার দরকার নেই। একটুও নেই। আবার রাগাশ্রয়ী হলেই হেব্বি হয়েছে, তাও না। এক্সপেরিমেন্টও খুব ভালো জিনিস, কিন্তু অনেক এক্সপেরিমেন্টই দাঁড়ায়না আর কি। রাগাশ্রয়ী গান শুনতে দিলেন, তই আম্মো দুখানা গান শুনতে বলেছি। দুখানাই তো। শুনতে পোস্ট করার চেয়ে কম সময় লাগবে। শুনে নিজেই বলুননা, কোনটা দাঁড়িয়েছে। তার জন্য রাগবোদ্ধা হবার তো প্রয়োজন নেই।

    পুঃ লোকে এত রেগে যাচ্ছেন কেন। আরে কমরেড, জ্যাজ, ফ্ল্যামেঙ্কো, দরবারী কানাড়া এসব তো আমি টেনে আনিনি। এনেছেন যখন সেগুলো কী বস্তু একটু জেনে আনুন। নইলে আনবেনই না। শুনতে ভালো লেগেছে বেশ হয়েছে, সে তো কুমার শানু আর বাপ্পি লাহিড়িও লাগে, কিন্তু এঁরা একেকটি মিউজিকাল ট্যালেন্ট প্রমাণ করতে যাবার দরকার কী। :-)

    পুঃপুঃ কাল আমি কষ্ট করে দুখানা গান শুনে রাখলাম। এই রাত তোমার আমার আর নাইন্টিন সেভেন্টি সিক্স। তা আপনারা কী কিছুতেই লিখতে দেবননা? (হায়)।
  • TB | 118.171.130.188 | ১৭ মার্চ ২০১৬ ০২:০১698109
  • আরে না না! লিখুন লিখুন!! শিগ্গিরি।

    এ লেখা চটি হলে ইতিহাসের যেকোনো চটির বিক্রিকে ছাপিয়ে যাবে। গ্র্যান্টি।
  • lcm | 146.152.142.9 | ১৭ মার্চ ২০১৬ ০৪:০৬698110
  • কি মুশকিল! আমার তো যে সব গান এখানে দেওয়া হয়েছে সেগুলোর আরডি-র ভার্সান অনেক বেটার লাগে, ওয়েব সাইটে যাই লেখা থাকুক, ইন্টারনেট আসার অনেক আগে থেকেই ভালো লাগে। কি আর করা যাবে।

    ঈশানের মতন মনে হয় না - সেটা কি নিতান্ত হতেই হবে।
  • lcm | 146.152.142.9 | ১৭ মার্চ ২০১৬ ০৪:২১698111
  • খেয়াল করুন আমি কিন্তু বিশুদ্ধ রাগপ্রধান গান কেন জনপ্রিয় নয়, কেন অনেকে শোনে না, কেন অনেকে রেডিওতে খেয়াল শুরু হলেই চ্যানেল ঘুরিয়ে দেন - সেই সব বিষয়ে যাচ্ছি না। যেতে চাইও না।

    গান হিসেবে চমৎকার দাঁড়িয়েছে আরডি/লতা/আশা/কিশোর-এর গান, এক্সপেরিমেন্ট দুর্দান্ত দাঁড়িয়েছে, লোকে ৫০ বছর পরেও শুনছে - পাস্‌ড্‌ টাইম টেস্ট উইথ ফ্লায়িং কালার্‌স - কাঁপাকাঁপি।
  • ঈশান | ১৭ মার্চ ২০১৬ ০৭:০৭698112
  • জনপ্রিয়তা নিয়ে কোনো তক্কোই নেই। সেটা জেনে ও মেনেই চাট্টি জিনিস লিখছিলাম। বারবার কথার মাঝখানে থামিয়ে দিয়ে যখন ওটাই এক ও একমাত্র বিবেচ্য বলে প্রোজেক্ট করা হচ্ছে, তখন আমিও জয় আড্ডি বলে ক্ষান্ত দিলাম।
  • lcm | 83.162.22.190 | ১৭ মার্চ ২০১৬ ০৭:৪৪698113
  • তা বল্লে তো হবে না - গান হিসেবে লতা/আশা/কিশোর/আরডি-র কেন নিকৃষ্ট মানের সেটাই তো বোঝা গেল না। এই মান নির্ধারণের মাপকাঠি কি এবং কেন সেটা না বোঝা গেলে, শুধুই নিতান্ত ব্যক্তিগত অভিমত মনে হবে। অন্য কোনো শিল্পীই একই ধরনের গান কিভাবে গেয়েছে সেটাই বা রেফারেন্স স্কেল হয় কি করে। মানে কার রেসপেক্টে কে পাশ কে ফেল বুঝব কি করে।

    আর, জনপ্রিয়তা অবশ্যই উৎকর্ষের মাপকাঠি হতে পারে না, কিন্তু অবজ্ঞা বা বিদ্রুপের উৎসও হতে পারে না।
  • lcm | 83.162.22.190 | ১৭ মার্চ ২০১৬ ০৮:০২698114
  • S,
    ফ্ল্যামেঙ্কো তো লাতিন আমেরিকান মিউজিক কখন বললাম। ঐ গানটি ল্যাটিনো ফ্লেভারের ফ্ল্যামেন্কো গানা। অ্যাকচুয়ালি ঐ নাচটা ফ্ল্যামেঙ্কো।
  • ঈশান | ১৭ মার্চ ২০১৬ ০৮:১০698116
  • জনপ্রিয়তার জন্য কোনো বিদ্রূপ তো করিনি। সাঙ্গীতিক কারণেই করেছি। তা, সেই বিচারটাও একটা পর্যায়ে সাবজেক্টিভ। আমি প্রথম থেকেই আমার অনিভবের কথাই কইছি। কোনো ইউক্লিডিয়ান উপাদ্যের কথা না।

    এর পরেও কথাবার্তা হতেই পারে। আপনি যে গান শুনতে বলেছেন, আমি শুনেছি। মতামত দিয়েছি। আপনি আমার দেওয়া গানগুলো শোনেননি। বা শুনলেও মতামত দেননি। একটা ওয়েবসাইট থেকে চাট্টি ভুলভাল ইনফো পেস্ট করে দিয়েছেন। এই পদ্ধতিতে সঙ্গীতালোচনা হয়না বলেই আমার ধারণা। সেটায় আপনি একমত নাই হতে পারেন। কিন্তু আমার ধারণানুযায়ীই আমি অডিয়েন্স বেছে নেব। সেই জন্যই কাটিয়ে দিলাম অর কি। এটা ঠিক কোনো এলিটিস্ট জায়গা থেকে না, খুবই টিডিয়াস হয়ে যাচ্ছে ব্যাপারটা। একটা করে গান মন দিয়ে শুনব, স্ট্রাকচার খুঁটিয়ে দেখব, তারপর বেসিক জিনিস নিয়ে এত তক্কো করব, এ পারবনা।

    আপনারা লিখুন না। ফ্যানের জয়ধ্বনি নানা জায়গায় দেখেছি। জয় আড্ডি তো ছোটো থেকেই শুনে আসছি। আরও একটা জায়গায় শুনব। কোনো চাপ নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন