এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গান-ফাইট

    pi
    অন্যান্য | ১৩ মার্চ ২০১৬ | ১৯২৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 15.2.64.125 | ১৭ মার্চ ২০১৬ ০৮:১৯698117
  • আমার কিন্তু ঈশান এর পোস্টগুলো পড়তে ভালোই লাগলো, গানেরও যে কতোরকম খুঁটিনাটি আছে জানতে পারলাম। আর কেউ কেউ ঈশানের প্রতিপাদ্যগুলো নিয়ে ব্যাঙ্গ করলেন কেন বুঝলাম না। বেশ কিছু গান ধরে ধরে লেখা আছে সেগুলো কেন নিখুঁত না, বা গান হিসেবে খুব একটা উঁচু মানের সৃষ্টি না। সেটা কিন্তু হতেও পারে। আমরা সাধারন জনতা তো টেকনিকাল দিকটা কিছু জানিনা, কানে শুনে যা ভালো লাগে তাই শুনি। কিন্তু যারা গান শিখেছেন বা এই নিয়ে পড়াশোনা করেছেন তারা তো টেকনিকাল দিকগুলো নিয়ে আলোচনা করতেই পারেন, ত্রুটি থাকলে সেট দেখিয়েও দিতে পারেন। রফি-কিশোর-লতা এদের গান খুব জনপ্রিয়, কিন্তু তার জন্য টেকনিকাল ডিসকাশন হতে আটাকাবে কেন? আরেকটা কথা, ঈশান যা বলেছেন সেগুলো ঠিক ওনার ব্যক্তিগত মতামত না, কিছু কিছু পয়েন্ট ধরে বলেছেন এই গানের এখানে খামতি। এবার অন্যরা যদি উত্তরে বলে না, এটা খামতি নয় এই কারনে, তাহলে বিতর্কটা সঠিক হয়। সেটা না করে যদি এটুকুই বলা হয় যে রফি-কিশোর-আশা এঁদের গানের কোন দোষ নেই কারন এঁরা খুব জনপ্রিয় (যেটা গিভেন), তাহলে তর্কটা এগোয় না।
  • lcm | 83.162.22.190 | ১৭ মার্চ ২০১৬ ০৮:২০698118
  • আহা, শুনলাম তো, মতামত বলতে - তেমন ভালো লাগে নি। কেন ভালো লাগে নি তার টেকনিক্যাল ব্যাখ্যা দিতে পারি না।

    গান তো অংক কষার মতন শুনি না, গানকে কম্পুটর প্রোগ্রাম লেখার মতন লজিক্যাল স্ট্রাকচারে ভাবার চেষ্টাও করি না।

    এবার তুমি অংক কষে বলে দিতেও পারো - হল না, আরডি-র তাল মেলে নি। আর আমি বলতেই পারি, ওটাই ট্যালেন্ট, নন-টেকনিক্যালি, কিন্তু শ্রুতিমধুর অভূতপূর্ব সৃষ্টি।
  • lcm | 83.162.22.190 | ১৭ মার্চ ২০১৬ ০৮:২২698119
  • ডিসি,
    ঈশান যে পয়েন্টে খামতি বলছে একটা গানকে, ঠিক সেই পয়েন্টটাই তো আমার মনে হচ্ছে এক দারুণ এক্সপেরিমেন্ট।
    কিন্তু ঈশান বলতে চাইছে এসব এক্সপেরিমেন্ট কোথায়, এদের এক্সপেরিমেন্ট করার যোগ্যতাই নাই - এটা কি করে বলছে জানি না।
  • lcm | 83.162.22.190 | ১৭ মার্চ ২০১৬ ০৮:২৪698120
  • "গানের দোষ" - এই কথাটাই তো সাবজেক্টিভ। আজ আমরা দেবব্রত নিয়ে খুব আপ্লুত, কিন্তু ওনাকেও এই দোষেই সাব্যস্ত করা হয়েছিল একদিন।

    যে কোনো ফর্মের আর্টকে এই ফরমুলায় কেন বেঁধে ফেলা হবে।
  • dc | 15.2.64.125 | ১৭ মার্চ ২০১৬ ০৮:৩৩698121
  • lcm আমি গানের ব্যাপারে কিছুই জানিনা, মানে গানের যে দোষ হয় তাও জানিনা। তাই এই বিতর্কে আমার কিছুই বলার নেই। তবে বেশ কিছু গান নিয়ে ঈশান টেকনিকাল আলোচনা করেছে আর সেগুলো কেউ টেকনিকালি কাউন্টার করেনি সেটা দেখলাম। আপনার মতো আমিও আরডি-এসডি-আশা-লতা-কিশোর এদের বাদ দিয়ে গান ভাবতে পারিনা, সে তো ভারতবর্ষের কতো কোটি লোক ভাবতে পারিনা। কিন্তু আমাদের মতো ম্যাঙ্গো পাবলিকের খুব ভালো লাগলেও সেই গানের টেকনিকাল সমলোচোনা করা যাবেন, সেটা মনে হয়না। মানে শুধু গান না, যেকোন ক্ষেত্রেই এটা বলা যায়। কতো গল্প বা সিনেমা আছে যেগুলো খুব পপুলার, কিন্তু টেকনিকালি কেউ কেউ দেখিয়ে দেবেন সেগুলো মধ্যে কি কি খুঁত আছে। সে নিয়ে আলোচনা চলতেই পারে।
  • lcm | 83.162.22.190 | ১৭ মার্চ ২০১৬ ০৮:৩৬698123
  • ডিসি,
    তা কেন হবে। আর্ডি/আশা/লতা/কিশোর এর বাইরে প্রচুর, প্রচুর ভালো ভালো গান আছে, আমরা সবাই শুনি, কিছু গান ভালো লাগে, কিছু ভালো লাগে না।
  • T | 165.69.185.153 | ১৭ মার্চ ২০১৬ ০৮:৩৬698122
  • আর্ধুর, ঈশানদা লেখো তো। খালি ক্যালর ব্যালর।
  • dc | 15.2.64.125 | ১৭ মার্চ ২০১৬ ০৮:৪০698124
  • lcm সে তো ঠিকই। যাই হোক, আলোচনাটা চলুক।
  • pi | 233.231.35.237 | ১৭ মার্চ ২০১৬ ০৮:৪৪698125
  • এই রাত তোমার আমার আর মিস ক্যালকাটা নিয়ে শুনতে চাই।
  • lcm | 83.162.22.190 | ১৭ মার্চ ২০১৬ ০৮:৪৮698127
  • আর, আমি তো ঈষানে সিনেমা নিয়ে মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেছি -
    "ঈশান যে প্রতিপাদ্য প্রদান করল - বাংলা কমার্শিয়াল সিনেমা হিন্দির চেয়ে বেটার ছিল - এটা সাবজেক্টিভ ব্যাপার।"

    দুটো জায়গায় ঈশান উদাহারণ দিয়েছে, একটি আর্ডির হিন্দি গানের সঙ্গে বইমেলাতে মহীনের গানের কিছু তালের মিল নিয়ে লিখেছে। আর, সত্যজিতের বাঘামামা গানের সঙ্গে তব-অচিন্ত্য গানটির তাল-লয় এর সামঞ্জস্য নিয়ে লিখেছে।
    কিন্তু, এরকম প্রচুর গানে একটু শুনলেই বোঝা যাএ যে জায়গায় জায়্গায় মাত্রা বা তালের সাদৃশ্য, এবং এটা খুব ন্যাচারাল। দেশি-বিদেশি, ক্ল্যাসিকাল-লাইট সবরকম গানের মধ্যে এরকম মাঝেমধ্যে দেখা যায়।

    ঈশান দরবারি রাগের শুদ্ধতার বিশ্লেষণ করেছে, এবং সেই বিশ্লেষণ নিয়ে কোনো প্রশ্নই নেই, খুবই সাবলীল।

    কিন্তু বিচ্যুতি যে পরীক্ষানিরীক্ষার প্রধান অংশ তা কিছুতেই মানতে চাইছে না ঈশান। এবং, ঠিক এই জায়গাটাতেই আমার আপত্তি।

    বাই দ্য ওয়ে, ঈশান অজয় চক্কোবত্তি আর কিশোরকুমারের দুটি গানের তুলনা করেছে। কিন্তু অজয় চক্কোবত্তি ইন্টার্ভিউতে যে দুটি কিশোরকুমারের গান নিয়ে বিশ্লেষণ করেছিলেন, তার একটি হল - নয়ন সরসী কেন, এবং, অন্যটি হল, কুছ তো লোগ কহেঙ্গে।
  • lcm | 83.162.22.190 | ১৭ মার্চ ২০১৬ ০৯:০৯698128
  • হ্যাঁ, ঈশান গান ধরে ধরে বিশ্লেষণ করুক, চমৎকার হচ্ছে, সুপাঠ্য।
    কিন্তু তার সঙ্গে কে খাজা কে গজা বা কে দুষ্ট -- এইসব জুড়ে দিলে আলোচনাটা গুবলে যাচ্ছে। কেমন লড়াই লড়াই লড়াই চাই মনে হচ্ছে।
    অব্শ্য, টই-এর টাইটেলে ফাইট কথাটা আছে...
  • anag | 208.182.52.26 | ১৭ মার্চ ২০১৬ ০৯:৩৪698129
  • ঈশান, ইতিমধ্যে আপনি সম্যক বিরক্ত না হয়ে থাকলে (মতান্তরে, হেজে না গেলে) আরেকটু লিখতে পারেন। আড্ডি ভাল না খারাপ - সেটা ছাড়াও বিভিন্ন গান সম্পর্কে জানা যাচ্ছে। সে বড় ছোট কথা নয়। মুগ্ধতার বিনিময় করতেই হবে, এমন নয়।

    দেখুন না, লিখে যেতে পারেন কিনা।

    ডিঃ আমি কিন্তু আড্ডি খুবি ভালবাসি!
  • anag | 208.182.52.26 | ১৭ মার্চ ২০১৬ ০৯:৩৭698130
  • ও, আরেকটা কথা, সচৌ এর হার্মনি প্রসঙ্গে 'ঢেউ উঠছে কারা টুটছে' গান সম্পর্কে ঈশানের কি মন্তব্য জানতে ইচ্ছুক।
  • d | 144.159.168.72 | ১৭ মার্চ ২০১৬ ১১:৪০698131
  • ইঃ কুমার শানু শুনতে ভাল্লাগে না। একদম না।
  • পোক্যাপেপোপুটি | 117.167.104.61 | ১৭ মার্চ ২০১৬ ১৩:১২698132
  • অত খুঁটিনাটি জানি না, তবে কিনা অজয় চক্রবর্তীর ইশ্কুলে কিন্তু ছাত্রছাত্রীদের লতা/আশা/রফি প্রমুখের গান শুনতে এবং গাইতে এনকারেজ করে। ভদ্রলোক বছরে বার চারেক গার্জেনদের ক্লাস নেন, সেখানেই শোনা।
  • san | 11.39.34.242 | ১৭ মার্চ ২০১৬ ১৩:৪০698133
  • @ এলসিএমদা -
    আমার কিন্তু পড়ে মনে হচ্ছে না ঈশান রাগের শুদ্ধতার অভাব বা, বিচ্যুতি এই কারণে আরডিকে অভিযুক্ত করছে :-) দরবারী কানাড়ার চলন নিয়ে লিখেছে এইটা বলতে যে ঐ গানটা দরবারী কানাড়া নয় , মিয়া কি মলহার , ওয়েবসাইটে ভুল আছে।

    বরং রাগের চলন ভেঙ্গে গান তৈরিতে মুনশিয়ানার অভাব বলতে চাইছে মনে হল। মিয়া কি মলহার এর উপর তৈরি 'বিজুরি চমকে' বা ' ছড়ায়ে বৃষ্টির বেলফুল ' শুনে দেখতে বলেছে 'গোরি তোরি' শোনার সঙ্গে সঙ্গে কম্পেয়ার করার জন্য।
    আমার কিন্তু সঙ্গীতমূর্খ হওয়া সত্তেও বিজুরি চমকে শুনে অনেক বেশি সুন্দর লাগল। অন্যের নাও লাগতে পারে , তাও শুনে দেখুন :-)

    ডিঃ আমার মনে হওয়াটা ভুল হলে ঈশান যেন লিখে দেয় । আর বাকিটা লেখা হোক। সকলে একমত না হলেই বা।
  • pi | 24.139.209.3 | ১৭ মার্চ ২০১৬ ১৮:৪৭698134
  • আমার আবার আর ডি র অনেক গানই ইন্টারল্যুডের আরেন্জমেন্টের জন্য ততটা ভাল লাগেনা। বিশেষ করে রাগাশ্রয়ী গানগুলোয়। বা যতটা ভাল লাগতে পারত, ততটা লাগেনা। রাগাশ্রয়ী গানে সেই রাগের ছোট খেয়াল বা ঠুমরি অনেক বেশি বেশি ভাল লাগে। আর ডি র কিছু কিছু এরকম গানে মুডটা কোথাও কোথাও কেটে যায়, সেগুলো মূলতঃ ঐ ইণ্টারল্যুড, যেখানে কিছু এক্ষপেরিমেণ্ট করা হয়েছে।

    গোরি তোরি পয়জানিয়া একটা ভাল টেস্ট কেস। এইটা রইলো।

    শুরুটা ভাল লাগে, সুরটা পুরো মল্লারের চলনেই চলছে। তারপর প্রথম ধাক্কা ১ঃ২০ নাগাদ, ঝ্যাং ঝ্যাং ক'রে একটা ক্লাইম্যাক্স তৈরি করার মত মিউজিক, মল্লারের মুডটাই নষ্ট করে দেয়। হয়তো এটা সিনেমার দৃশ্যের কোন মেলোড্রামাটিক প্রয়োজনে ( ইচ্ছে করেই সিনেমার দৃশ্য ছাড়া অডিওটা শুনছি, পরে মিলিয়ে দেখতে মজা লাগবে, এরকমই দৃশ্য আছে কিনা ঃ))।

    ১ঃ৪২ এর তবলার বোলেও একটা এক্স্পেরিমেন্ট আছে হয়তো, কিন্তু ঠিক যেন এখানে মানায় না মনে হয়। তার পরে ২ঃ১৭ থেকে মৃদঙ্গম আর বীণা ( বীণাই তো ?)র যুগলবন্দীটা বেশ লাগছিল কিন্তু তারপরেই ঐ ২ঃ৩৩ নাগাদ ঐ হিন্দি সিনেমার টিপিক্যাল প্যাঁ প্যাঁ প্যাঁ মিউজিক ( সিনেমার গানে নাচের মাঝামাঝি নায়িকাদের আঁচল উড়িয়ে দৌড়াদৌড়ি কিম্বা দুম করে নায়কের বড় হয়ে যাওয়া বা পাহাড় থেকে সমুদ্রে চলে যাওয়ার ব্যাকগ্রাউণ্ডে যেরকমের আরোহী মিউজিক থাকে), আর তারপরেই তেহাইয়ের গোদাগোদাপনায় মল্লারের সব রোমান্টিসিজমই মাটি হয়ে যায়। আমার কাছে।
    ৩ঃ৩৮ নাগাদ ঘটমের ( ঘটমই তো মনে হল) মুডও নষ্ট হয়ে যায়, না তারপরের ঘণ্টাধ্বনি কি জলতরঙ্গে ( এইগুলোই তো মনে হল) ততটা না, তারপরের ঐ টিপিক্যাল সেতারের সেই অ্যাসেণ্ডিং পিসে। আমার কাছে।

    এমন নয় , মল্লারের সুর ভালো লাগেনা। পছন্দের রাগ। মল্লারের বন্দিশে, এই যেমন বিজিরিই চমকেই কী চমৎকার।
    এমনও কিন্তু আদৌ নয় যে আমি ফিউশনবিরোধী। কিন্তু ঐ, এখানে সবমিলিয়ে সেই প্রাণের আরাম পাওয়ার মত জমেনি মনে হয়েছে, কেন জমতে গিয়েও কেটে গিয়েছে মনে হয়েছে, তা নিয়ে ভাবতে গিয়ে যা মনে হয়েছে বললাম। আমার।

    রয়না বিতি যায়ে খুব পছন্দের গান আমার, খুবই পছন্দের রাগে। কিন্তু শুনতে তত নয়, এইরকমই কিছু কারণে। এই মিউজিক্যাল আরেঞ্জমেন্টের কিছু কিছু অংশের জন্য থেকে থেকে রাগের মুডটা কেটে যাওয়ার জন্য। সেখানেও এরকম কাটাছেঁড়া করে বলতে পারবি, কোথায় কেন ভাল লাগেনা বা বলা ভাল, ভালো লাগা কেটে যায়। এগুলো বাদ দিলে গানটা এত ভাল লাগে। বিশেষ করে শাম না আয়ের বা বিতি যায়ের যায়ের সুরের রকমফেরের জন্য। শুধু ঐ ক;টি শব্দই ঘুরিয়ে ফিরিয়ে শুনতে ইচ্ছে করে, গাইতে ইচ্ছে করে, ঘণ্টার পর ঘণ্টা। আমার।

    ও হ্যাঁ, এই গানগুলোর শুধু সুরের ক্ষেত্রেও , আর ডি র কম্পোজিশনে অন্তরা, সঞ্চারীর অংশগুলোতেও কোথাও কোথাও একটু মুডটা কেটে যায়। আমার কাছে।

    এই ললিতেই পিউ পিউ বিরহী পাপিয়া পুরোটা শুনতে যেমন লাগে , অন্তরায় নিশি পোহায় যায় যেমন লাগে, শামতো ভুলা শামকা ওয়াদা ঠিক প্রথম দু লাইনের মত অত ভাল লাগেনা। আমার।

    কিন্তু লসাগুদা, আপনিও এবার একটু বলুন, রাগাশ্রয়ীর এই গানগুলো যখন ভাল লাগে, তো রাগের বন্দিশগুলো লাগেনা কেন ? ( এরকম কিছু বলেছিলেন বলে মনে হচ্ছে, খেয়াল ঠুমরি নিয়ে, ভুলও হতে পারি)।

    এই বিজুরি চমকে নিয়েই বলুন না। এটাও বোধহয় কোন সিনেমাতেই ছিল।
  • cm | 127.247.99.181 | ১৭ মার্চ ২০১৬ ১৯:৩৩698135
  • হিন্দি সিনেমার গান মোটেই শুনিনা, তবে গোরি তোরি শুনলাম। প্রথমিকভাবে মনে হল শুক্তো মানে যেমন শুধুই করলা নয়, তেমন এটিও সে অর্থে শুধুই গান নয়।
  • cm | 127.247.99.181 | ১৭ মার্চ ২০১৬ ১৯:৩৪698136
  • তাই এর থেকে গানটুকু আলাদা করে বিশ্লেষণ করলে স্রষ্টার উদ্দেশ্যটাই ব্যর্থ হয়না কি?
  • cm | 127.247.99.181 | ১৭ মার্চ ২০১৬ ১৯:৩৯698138
  • ভুল বলা হল, স্রষ্টা বলা মনে হয় অন্যায়, এ অনেকে মিলে তৈরি, বহুবচনে বলা উচিত ছিল।
  • sinfaut | 127.215.20.57 | ১৭ মার্চ ২০১৬ ২০:১৬698139
  • হ্যাঁ, রাগাশ্রয়ী গান শুনতে হলে নজরুল শুনবো, টপ্পা শুনবো, রবীন্দ্রসঙ্গীত শুনব। সলিলও শুনব। এ আর রহমান আর বিশাল ভরদ্বাজ শুনব। আর ডি শুনবো না, আমার ঐ ইন্টারল্যুডের একস্পেরিমেন্ট মোটেই ভালো লাগে না। ফিউশন হিসেবেও মোটেই দাঁড়ায় না। গোটা পৃথিবীর মিউজিক ওর থেকে অনেক ভালো প্রয়োগ করেছে রহমান বা বিশাল বা রাম সম্পথ।

    এত ভালো জ্যাজই বা বলিউডে কে বানিয়েছে?

  • aka | 34.96.82.109 | ১৭ মার্চ ২০১৬ ২০:২২698140
  • এ আর রহমান তো বিরাট, মানে মহান। খুব ভালো।
  • os | 193.82.67.176 | ১৭ মার্চ ২০১৬ ২০:২৫698141
  • সত্যি এটা ভাল জ্যাজ? খুব একটা ভাল লাগলো না তো! (ডিঃ সবার সব কিছু ভাল লাগতেই হবে এমন দাবি অব্শ্য কেউ করেনি।)
  • sosen | 177.96.108.161 | ১৭ মার্চ ২০১৬ ২০:৪১698142
  • এট্টু বিপথে গিয়ে-ন্যু অর্লিয়েন্সে ঐ অখ্যাত দলের সামনাসামনি গান শুনে, আর এখেনে প্রায়ই ইউনি চত্তরে বুড়ো বুড়ো উলোঝুলো জামাকাপড় পরা বুড়োবুড়িদের গান শুনে জ্যাজ সম্পর্কে ধারণাটাই বদলে গেছে। কি যে মিষ্টি আওয়াজ। উহার ফিউশন আর শুনিব না শুনিব না
  • lcm | 60.242.74.27 | ১৭ মার্চ ২০১৬ ২০:৪৩698143
  • স্যান,
    ঠিক। ঈশান তাই বলেছে। ওয়েবসাইট থেকে তথ্য কাট-পেস্ট করা নিয়ে। এবং এ নিয়ে একমত।

    পাই,
    যে কথাটা বলতে চেয়েছি সেটা হল, হিন্দি সিনেমার গান আর হিন্দুস্তানি গান আলাদা জিনিস। রাগপ্রধান আর রাগাশ্রয়ী-ও তাই।
    বিশুদ্ধ রাগপ্রধান গানে তেমন ইন্টারেস্ট পান না, অথচ সেই একই রাগের ওপর বেস করে তৈরী অন্য গান শুনতে ভালো লাগে - এমন শ্রোতা কিন্তু প্রচুর আছেন।
  • ঈশান | ১৭ মার্চ ২০১৬ ২০:৫৮698144
  • জ্যাজ প্রসঙ্গ দেখলম বলে একটা লিং ঝট করে দিয়ে দিই, নইলে মনে থাকবেনা। এইটা প্লিজ শুনুন। সানফ্রানসিস্কোর রাস্তায়। শুনলে মজা পাবেন, এবং না শুনিলে পস্তাইবেন।



    বাকি ভালো করে পরে পড়ছি। আপিস বড়ো জ্বালায়।
  • Robu | 11.39.38.134 | ১৭ মার্চ ২০১৬ ২১:২৫698145
  • সিফোদা, রাগাশ্রয়ী শুনতে হলে প্রীতম শুনবো না? ঃ-)
    আওগে জব তুম ও সাজনা?
  • sosen | 177.96.108.161 | ১৭ মার্চ ২০১৬ ২১:৩৬698146
  • রাগাশ্রয়ী তো সব দেশি গানই,অল্প বিস্তর।
  • souvik | 132.169.207.90 | ১৭ মার্চ ২০১৬ ২১:৫৮698147
  • হিন্দি ফিল্ম মিউজিক নিয়ে কথা হবে আর রফি সাব থাকবেন না তা কি হয়।নৌশাদ আর রফি অনবদ্য কম্বো শুনুন।infact এই সিনেমার সব গান ই দারুন।আর গোল্গাপ্পা নয় এক্দম ই।



    আমীর খা আর পালুস্কর

  • cm | 127.247.99.181 | ১৭ মার্চ ২০১৬ ২২:১১698149
  • এগুলো সিনেমাতেও গান, নাচের পেছনে গাওয়া গান নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন