এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গান-ফাইট

    pi
    অন্যান্য | ১৩ মার্চ ২০১৬ | ১৯২৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 83.162.22.190 | ১৮ মার্চ ২০১৬ ১০:০৭698217
  • ওহ্‌ S এর সঙ্গে আমার মিলে গেছে, অবশ্য আমি সুমন/অঞ্জন/নচিকেতা সব প্রায় একসঙ্গে শুনতে আরম্ভ করি। এবং, অঞ্জন/নচি বেশি ভালো লাগল। সে কালে চট করে এদেশে ক্যাসেট/সিডি আসত না। আর নেটে বাংলা গানও তেমন ছিল না।
  • S | 108.127.180.11 | ১৮ মার্চ ২০১৬ ১০:০৮698218
  • এফ ওয়ার্ড ছাড়াই না হয় এমিনেমের গান শুনে দেখবেন (তাতে অবশ্যি আসল ঝাঁঝ্টাই চলে যায়)। আজকের দিনে বোধয় একমাত্র পপুলার আর্টিস্ট যাকে গান বিক্রি করার জন্যে সেক্সের সাহায্য নিতে হয়না।
    এই গানটা শুনুনঃ এমিনেম যে কি জিনিস সেইটা বোঝা যায়।
  • lcm | 83.162.22.190 | ১৮ মার্চ ২০১৬ ১০:১২698219
  • এরকম না, ঐ যে ইউটিউবে লিরিক্‌স দিয়ে যে ভার্সান আছে ওগুলো শুনি, নইলে কিস্যু বুঝতে পারি না।
    কিন্তু, এল এল কুল জে - এর গান শুনছো?
  • S | 108.127.180.11 | ১৮ মার্চ ২০১৬ ১০:১৪698220
  • এই গানটা লিরিকস ছাড়াই বুঝবেন।
    কুল জের কোন গান শুনবো?
  • নির্মোহ ব | 76.249.93.110 | ১৮ মার্চ ২০১৬ ১০:১৭698221
  • আবার বছর কুড়ি পরে তে একটাও মহীনের গান ছিল না। জাস্ট একটাও না।
  • S | 108.127.180.11 | ১৮ মার্চ ২০১৬ ১০:২০698222
  • এ কি জিনিস দিলেন, লসাগু? বাংলা র‌্যাপ শুনবেন?

  • S | 108.127.180.11 | ১৮ মার্চ ২০১৬ ১০:২১698223
  • ও হ্যাঁ একটা গ্রুওপের নাম ভুলে গেছিলাম। ক্রস উইন্ডজ।
  • নির্মোহ ব | 69.160.210.3 | ১৮ মার্চ ২০১৬ ১০:২৬698225
  • লিন্ক ওটাই আগে www. লাগালেই লিন্ক হয়।
  • san | 113.245.14.101 | ১৮ মার্চ ২০১৬ ১০:২৬698224
  • সে আজ্জোদা নাই পড়ে থাকতে পারো , সেটা কোনো ক্রাইম না :-) কিন্তু এই কথাটা দাঁড়ায় না যে এগুলো জানতে হলে দাদা ধরতে হয় বা ইতিহাস বই পড়তে হয়। আর এখন তো উইকিতে পাওয়া যায়।
  • নির্মোহ ব | 69.160.210.3 | ১৮ মার্চ ২০১৬ ১০:৩৪698227
  • S প্রশ্নের জবাব দেয় নাই। আগে দিক।

    ক্যাকটাস বা পরশ যখন শুরু করলো তখন মহিনের গানগুলো (বা ভার্সন) গাইতো কেন? - ওরাই ভালো জানবে। কোন গান গাইতো সেগুলো আদৌ মহীনের কিনা আমি কি জানি? S কী কী শুনেছে সেগুলো বললে আন্দাজ করা যায়।
    তবে একটা জিনিস ছিল সেসময় ব্যান্ড করলেই লোকে গৌতম চাটূজ্জের আড্ডায় গিয়ে গাইতো বাজাতো। গৌতম বাবুও তার নিজের বানানো বা তাদের একদা দলের বানানো গান কিছু শুনিয়ে থাকবেন। কিন্তু সে তো গৌতম বাবুর প্রভাব ব্যাণ্ড ইন্ডাস্ট্রিতে। সেখানে মহীন কোথায়? ৭৫ ৭৬ ৭৭ এ বেরোনো ৩ টে গোল কালো রেকর্ড শুনে কে গেয়েছে ৯৫ এর পরে? কোন ব্যন্ড? কেউ না।
  • lcm | 83.162.22.190 | ১৮ মার্চ ২০১৬ ১০:৩৬698228
  • S,
    লাল মিঞা-র গান তো দারুণ
  • S | 108.127.180.11 | ১৮ মার্চ ২০১৬ ১০:৩৯698229
  • মহিনীর গান বলতে গৌতম চাটূজ্জের গানই বোঝাচ্ছি। কিন্তু তখন ওদের মধ্যেও মহীনকে নিয়ে একটা শ্রদ্ধা ব্যাপার ছিলো। ৮০ এর দশকে কেন ব্যান্ড এলোনা সেইটা আমি সত্যিই বলতে পারছিনা - হয়তো লোকসংগীত, রাজনৈতীক আবহাওয়া, বামেদের প্যাট্রোনেজ কারণ। যতদুর জানি ৮০র দশকে বাংলাদেশে কিছু কিছু ব্যান্ড ছিলো।
  • নির্মোহ ব | 69.160.210.3 | ১৮ মার্চ ২০১৬ ১০:৫৫698230
  • চন্দ্রবিন্দু তো সেদিনের খোকা। তার আগে ক্যকটাস আর পরশ ছিলো।

    !!

    - ক্যাকটাসের প্রথম অ্যালবাম ১৯৯৯ (সারেগামা থেকে)

    চন্দ্রবিন্দুর
    আর জানি না, (১৯৯৭)
    গাধা, (১৯৯৮)
    ত্বকের যত্ন নিন, (১৯৯৯)
  • S | 108.127.180.11 | ১৮ মার্চ ২০১৬ ১০:৫৭698231
  • ক্যাকটাস ঐ অ্যালবামের অনেক আগে থেকে ছিলো।
  • S | 108.127.180.11 | ১৮ মার্চ ২০১৬ ১০:৫৯698232
  • ক্রস উইডজ তো আগে? পরশ?
  • S | 108.127.180.11 | ১৮ মার্চ ২০১৬ ১১:০২698233
  • অবশ্যি চন্দ্রবিন্দুও মার্কেটে অনেক আগে থেকেই নিস্চই ছিলো।
  • নির্মোহ ব | 69.160.210.3 | ১৮ মার্চ ২০১৬ ১১:০৫698234
  • কিন্তু মহীনের গান তো গৌতম চটুজ্জের গান নয় বাপু। মানে দুটো এক জিনিসই নয়। মহীনের গান এই ৯টি মাত্র। অ্যালবামাকারে রিলিজড -

    গান// অ্যালবামের নাম
    ১। “হায় ভালোবাসি”// “সংবিগ্ন পাখিকুল ও কলকাতা বিষয়ক” (গাথানী – ১৯৭৭)।
    ২। “সংবিগ্ন পাখিকুল”// ঐ
    ৩। “মেরুন সন্ধ্যালোক”// ঐ
    ৪। “কলকাতা কলকাতা” // ঐ
    ৫। “অ উ ব”// “অজানা উড়ন্ত বস্তু” (হিন্দুস্থান রেকর্ডস – ১৯৭৮)।
    ৬। “সুধীজন শোনো”// ঐ
    ৭। “এই সুরে বহুদূরে”// “দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি” (ভারতী রেকর্ডস – ১৯৭৯)
    ৮। “চৈত্রের কাফন”// ঐ
    ৯। “বিনীতা কেমন আছ” // “ঝরা সময়ের গান” (আশা অডিও – ১৯৯৬)

    এরমধ্যে ১, ২ ও ৬ নম্বর গান, “সম্পাদিত” ক্যাসেটে অন্য শিল্পীদের দিয়ে অন্য মিউজিক অ্যারেঞ্জমেন্টে দ্বিতীয়বার প্রকাশ করা হয় ।
  • চিঁ হি | 195.100.86.100 | ১৮ মার্চ ২০১৬ ১১:১১698235
  • মহীনের গলা বাজে। পুরুষের কন্ঠ হবে ব্যারিটোন নয়তো টেনর, তবে না গান গাইবে।
  • নির্মোহ ব | 69.160.210.3 | ১৮ মার্চ ২০১৬ ১১:১৯698238
  • পরশপাথর-এর "আজো আছে" নেট থেকে দেখলাম ১৯৯৬। প্রিয় বন্ধু ১৯৯৮ হলে মনে হচ্ছে ঠিকই আছে।

    ক্রস উইন্ডজ এর পথ গেছে বেঁকে ১৯৯৬ তবে ওরা ১৯৯৫ তে স্বনামে পারফর্ম করেছে, উইকিতে লিখেছে 1994SinglesBMG Crescendo (India) সেআট কি জিনিস জানা নাই। ক্রস উইন্ডজ ফর্ম করেছে বলছে ১৯৯০, ক্যাকটাস ৯২, চন্দ্রবিন্দু তো কলেজে থাকাকালীন। ধরি অ্যালবাম বেরোনোর চার বছর আগেও যদি হয় তো ৯৩ হচ্ছে।
  • sosen | 50.128.208.34 | ১৮ মার্চ ২০১৬ ১১:১৯698236
  • আপনারা কিশোর লতা হয়ে, সলিল আড্ডি হয়ে, হেমন্ত সতীনাথ মানবেন্দ্র জ্ঞান গোঁসাই ঘুরে, বলিউড টলিউড হয়ে, শ্যাষ অব্দি আবার সেই মহীনে এসে হুমড়ি খেয়ে পড়লেন?
  • sosen | 50.128.208.34 | ১৮ মার্চ ২০১৬ ১১:২৬698239
  • অভিলাষা ক্যাকটাসের আগে।
  • san | 113.245.14.101 | ১৮ মার্চ ২০১৬ ১১:৩০698240
  • হ্যাঁ , মহীন ও অন্যান্য ব্যান্ড ঘুরে আবার বলিউডে ফেরত আসবেন প্লিজ , কারণ ১) বলিউড সর্বশক্তিমান ;-) ২) ঈশানের বাকি থিওরিগুলি পড়তে ইচ্ছুক। কেউ অ্যানালিটিকালি ভাবার উপক্রম করলেই ( তার সঙ্গে একমত হই বা না হই) 'গান হল হৃদয়ের ব্যাপার , গ্রামার দিয়ে ও ধরা যায় না' বলে কাটিয়ে দেওয়া কোনো কাজের কথা না।
  • pi | 174.100.1.222 | ১৮ মার্চ ২০১৬ ১১:৩২698241
  • কেন, মহীন সম্পাদিত গানই তো বলিউডে বিরাজ ও রাজ করেছে। সেই পথে ফিরে এলেই হয়।
  • কলাবতী | 109.72.224.255 | ১৮ মার্চ ২০১৬ ১২:৫৬698242
  • Name: nyara Mail: Country:

    IP Address : 203.83.248.37 Date:09 Nov 2010 -- 11:38 PM

    'কলাবতী' রাগটাকে আমাদের পশ্চিমী-কেতার সুরকারদের এত পছন্দ কেন? সলিল চৌধুরী যদিও বলেছিলেন, উনি কোন একটা রাগ মনে রেখে ও তার ওপর ভিত্তি করে গান বাঁধতে পছন্দ করেন না। খুব সম্ভবত: রাগের চলনের প্রেডিক্টিবিলিটির কারণে। তা সঙ্কেÄও নেই নেই করে সলিলবাবুর কলাবতীতে গানের সংখ্যা কম নয়। ধনঞ্জয় ভট্টাচার্যর 'ঝনন ঝনন বাজে' থেকে শুরু। যদিও, অন্তরাতে গানের চলন বদলে যায়, কলাবতীতে আর থাকে না। তারপরে শ্যামল মিত্র-সবিতা চৌধুরীর 'ডেকো না মোরে, ডেকো না গো আর'। মিশ্র কলাবতীতে অসামান্য কম্পোজিশন "নি সা গা মা পা নি সা রে গা / গা গা রে পাখি গা'।

    আরেক মস্তান সুরকার রাহুল দেব বর্মন নিজে গাইলেন, "বল কি আছে গো তোমারই আঁখিতে'। "চকিত চাহনি যেন দেখেও না দেখায়' অংশে কলাবতীর চলন বেরিয়ে পড়ে।

    ঠিক যে চলন আছে সুমন চট্টোপাধ্যায়ের 'আমাদের জন্যে' গানে পাই "সা গা পা ধা নি পা ধা নি / সা নি ধা নি ধা পা গা সা গা পা ধা নি' অংশে টুক করে কলাবতী লাগানোয়।

    বহুদিন আগে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনেছিলাম, "বড় দেরীতে তুমি বুঝলে, কেউ নিজেকে ছাড়া ভাবে না"। বোধহয় মান্না দে-র সুর। গানটা অন্তত তিরিশ বছর শুনিনি। সুর যেটুকু মনে আছে, মনে হয় কলাবতী।

    কলাবতী হিন্দুস্তানী সঙ্গীতে মেজর রাগ নয়। বাংলা আধুনিক গানের ময়দানে তালে এরকম জেঁকে বসলে কেন?
  • নির্মোহ ব | 69.160.210.3 | ১৮ মার্চ ২০১৬ ১৩:২৩698243
  • টই তে এসব হবেই। তাতে ঈশানের নিজের অনুভূতি লেখা বা অন্যদের রফি লতা আশা সংক্রান্ত বক্তব্য থামবে কেন? এই সব ক্যালর ব্যালরের মধ্যেই নিজের কথাটা লিখে যেতে হবে। তবে না টই। না হলে ব্লগে লিখুন।
    সোজা কথা গান সকলেই ভালোবাসে। সবার ই গান নিয়ে কিছু মতামত আছে। থিয়োরি টিয়োরি লিখলে কর্ড স্ট্রাকচার রাগের চলন নিয়ে আলোচনা চললে খানিক পরে সেই সমস্ত মাসের মনে হতে বাধ্য এসব যেহেতু কিস্যু জানি না বুঝি না, তবে কি গান নিয়ে মতামত দেবার যুগ্যি নই? তখন আলোচনাটা নিজের কমফোর্ট জোনে নিয়ে আসার চেতনে অবচেতনে একটা চেষ্টা চলবেই। সব কিছু অত পাত্তা দিলে চলে না।

    অভিলাষা র প্রথম অ্যালবাম ২০০০-২০০১ এ। কিন্তু ব্যান্ড ফর্ম করেছিল বলল ১৯৯০। কুট্টি মজুমদার (মারা গেছেন) ছিলেন হোতা। এরাই প্রথম নিজেদের "বাংলা ব্যান্ড" বলে। আগে এমনকি মহীনও নিজেদের বলত "গানের দল"।

    ১৯৭৫ এ মহীন ভারতবর্ষের প্রথম মাতৃভাষায় গাওয়া গানের দল। তারপর এ নাম আসে বহরমপুর এর "স্পন্দন" - হর্ষ দাশগুপ্ত ও গৌতম নাগ মূল হোতা। তারপর দেবজ্যোতি মিশ্রের "এক্কা" (একটাই অ্যালবাম বেরিয়েছিল - "বাইসাইকেল") আর সমসাময়েই ১৯৮০ তে ইন্দ্রজিৎ সেন, গৌতম নাগ, প্রবুদ্ধ ব্যানার্জি, পৃথা সেন, রিমলি সেনগুপ্ত দের দল "নগর ফিলোমেল" (একটাই অ্যালবাম বেরিয়েছিল "আমরা গান গাই যে সুরে" ১৯৮৫ তে, পরে ইন্দ্রনীল-ইন্দ্রজিৎ রিমেক করে "স্বপ্ন নেই" নামে ১৯৯৬ তে)। তো, এরা সবাই মহীন দ্বারা অনুপ্রাণিত।

    কিন্তু ১৯৯৫ এর পরে যে সমস্ত ব্যান্ডের অ্যালবাম বেরোয় তারা ৭৭, ৭৮, ৭৯ র বেরোনো মহীনের অ্যালবাম কিস্যু শোনেনি। তারা সেই সব গান শুনেছে গৌতম চাটুজ্জের মুখে। সেসব এলোমেলো বেহিসেবি বোহেমিয়ান মিথ ও স্মৃতিকোলাজ ও শুনেছে গৌতম বাবুর কাছেই। এরা এবং এই ঘরানার সব ব্যান্ড গৌতম বাবুর প্রেরণায়ই বলাই উচিত, মহীন নয়। অথচ এদের সকলেরই মহিনের পায়ে প্রণাম করে প্রথম গীটারের স্ত্রিং টানা গোছের একটা অর্ঘ্য-উচ্চারণ আছে, যা চেতনে / অবচেতনে একটা ছাতার তলায় ঢোকা, একটা ঐতিহ্যের অংশিদারীর অধিকার-স্পর্ধাবাহী; একটা মিথের পরম্পরা বহনের দায়বদ্ধতা। এই সূত্রেই কখনও কখনও অতিরঞ্জক। চন্দ্রবিন্দু যখন স্পষ্টভাবে বলে যে তাদের গানে কোনোভাবেই মহীনের ছায়াপ্রেরণামাত্রও নেই, তখন রূপমকে বাংলা রক গাইতে গিয়ে মহীনস্মরন করতে দেখে বিস্মিত হই। তেমনি আবার যখন দেবজ্যোতি মিশ্র নিজের পরিচয়ে লিখতে বলেন " ‘আবার বছর কুড়ি পরে’ আলবামে গৌতম চট্টোপাধ্যায়ের মুখ্য সহকারী ছিলেন" - ধন্দ্ব লাগে, কারণ সেই অ্যালবামে মিউজিক অ্যারেঞ্জমেন্ট নীল মুখার্জির, বাজনা ক্রস উইন্ডজের। দেবজ্যোতির নামমাত্র উল্লেখ কোত্থাও নেই, এমনকি কৃতজ্ঞতা স্বীকারেও না।

    যাকগে এই সব লিখতে গিয়ে দেখলাম কলাবতী ফিরে এসেছেন। ন্যাড়াদা ফিরে এলেই এবার হয়।
  • pi | 174.100.1.222 | ১৮ মার্চ ২০১৬ ১৩:২৬698244
  • অনিন্দ্য, উপলরা তো অন্যরকম কিছুও বলেছেন শুনলাম।
    গৌতমদা না থাকলে চন্দ্রবিন্দু আসতো না, এরকম কিছু। শোনা কথা। লিখলে বোঝা যাবে।

    কিন্তু 'স্পষ্টভাবে বলে যে তাদের গানে কোনোভাবেই মহীনের ছায়াপ্রেরণামাত্রও নেই' .. এটা কোথায় ?
  • নির্মোহ ব | 69.160.210.3 | ১৮ মার্চ ২০১৬ ১৩:৩৭698245
  • সেটার কারণ অন্য। চন্দ্রবিন্দু উইকিঃ The band faced many problems during the production of their first album Aar Jani Na, having to produce their demo with the help of an out-of-date sound mixer. It was released in 1998, and got a lukewarm response. However, they came to the attention of Gautam Chattopadhyay of Mohiner Ghoraguli, and he recommended them to Sagarika music company, who released their second album Gadha. The first public live show of Chandrabindoo was held in Gyan Manch near Rabindra Sadan, Kolkata.

    বলেছিল কোথায় কল্লোলদা জানে। মোস্টলি গৌতমবাবুর মৃত্যুর পর কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করে।
  • cb | 208.147.160.75 | ১৮ মার্চ ২০১৬ ১৪:০৫698246
  • বহুদিন আগে একটা ক্যাসেট শুনেছিলাম, উজান বলে। এটা একটা কনসলিডেশন টাইপের ছিল। বিভিন্ন লোকজনের গান একসাথে বার করা। ওখানে ভূমির সুরজিতের একটা গান শুনেছিলাম , শালীনী বলে। আর মনে পড়েছে, রকেট মন্ডলের বেশ কয়েকটা মিউজিক ছিল। এই ভদ্রলোকও অ্যারেঞ্জার হিসেবে আন্ডাররেটেড রয়ে গেলেন।

    কেউ কি ক্যাসেটটার কথা মনে করতে পারছেন? আর কিছু গান খুঁজে পাওয়া যায় .... আহা, স্বপ্ন
  • de | 24.139.119.174 | ১৮ মার্চ ২০১৬ ১৪:৫৭698247
  • এই পাতায় ন্যাড়াবাউ, শিবাংশুদা আর ওনার ভাই/দাদা এনাদেরও চাই -
  • aka | 80.193.99.233 | ১৮ মার্চ ২০১৬ ১৬:১০698249
  • টই খুলে লিখলে লোকে নিজেদের মূল্যবান মতামত দেবে। বিশেষত ভালো লাগার গায়ক, সুরকারেদের মিডিওকার, গোলগাপ্পা টাইপ একসেন্ট্রিক কমেন্ট করলে। তাতে টই লেখা থামানোর মতন নভিশ ইশান বা টই পড়ার মতন নভিশ স্যানও নয় বলেই জানতাম।

    আমি আমার মূল্যবান মতামত দেবই সে স্যানের পছন্দ হোক বা না হোক, টই চলুক বা না।ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন