এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অটোমেশন এবং আপনার শিশুর ভবিষ্যত

    bip
    অন্যান্য | ১০ সেপ্টেম্বর ২০১৬ | ৯৯৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Alcyoneus | 131.241.218.132 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১০:১৮717997
  • খ্যা খ্যা!! পারেও বটে - NIPS-এর লিংক দিচ্ছে। আরে বিপ্‌স কোর্সেরায় অ্যান্ড্রু এঙ্গ দেখে এসে তাপ্পর উত্তর দিচ্ছে, সেখানে NIPS-এর পেপার।
  • Rit | 213.110.242.24 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১০:২৩717998
  • আর মাইন্ডলেস নন-অ্যানোটেটেড ডেটার কোনও মূল্য নেই। এক্সপেরিমেন্ট সব সময় ডিজাইন করতে হয়। তাহলে ডেটার মূল্য। অঙ্ক না বুঝে কোটি কোটি টেরাবাইট ডেটা নিয়ে বসে থেকেও কোনও প্যাটার্ণই বেরোবে না। কোনও এক্সপেরিমেন্টই রিপিট করা যাবে না। আর প্রোবাবিলিটি- স্ট্যাটিস্টিক্স বলেও দু একটা বস্তু আছে।
    তারও দু একটা লিংক দিয়ে যাই।

    ১। http://www.imstat.org/aop/
    ২। http://imstat.org/aos/
    ৩। http://sankhya.isical.ac.in/index.html
    ৪। https://www.siam.org/journals/tvp.php
    ৫। http://www.tandfonline.com/toc/uasa20/current
  • Rit | 213.110.242.24 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১০:২৮717999
  • অজ্জিত দা,
    মহাসমুদ্রে এক ফোঁটা জল বই তো নয়। বিপ পাল ঠিক হজম করে নেবে। ঃ))
  • bip | 183.67.3.44 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৬:০৪718000
  • ওহে রিট তুমি ইন্ডাস্ট্রিতে কাজ কর নাই। এবার চেপে যাও। ৯৫% কেসে এক্সপেরিমেট ডিজাইন করার স্কোপ থাকে না-কারন অনেক প্রাক্টিক্যাল ইস্যু । তার জন্য ডেটার সাথে সাথে ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স বেসিকগুলোও বোঝার দরকার আছে।

    আর আমার কোলাবরেটরদের মধ্যে দুজন আই টিপ লি ফেলো। একজন ডিপ লার্নিং এর টপ প্রফেসর যিনি ফেসবুকের ও কনসাল্টান্ট একই ফিল্ডে।

    এবার এসব ছেলেমানুষি চেপে যাও।
  • bip | 183.67.3.44 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৬:০৮718001
  • আমাকে কেউ ইমেল করে নি-মানে সব এই গুরুতে ফুটানি।
    আসলে দম নেই। কেস ক্লোজড।
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৬:১০718002
  • মেল করছি। দাঁড়ান।
  • Rit | 213.110.242.24 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৬:১৪718003
  • সে তো যাবোই। কিন্তু আপনার এতো অমূল্য সময় আই ট্রিপল ই ফেলো দের সাথে না দিয়ে গুরুর পোলাপানদের সাথে নষ্ট করছেন কেন সেটাই বুঝতে পারছি না। ঃ)
    আর কিছুই না।
  • কুমড়ো | 198.155.168.109 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৬:১৫718005
  • ইমেল দেখুন
  • Alcyoneus | 125.112.74.130 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৬:১৫718004
  • হুঁ, আই টিপ লি নিশ্চয় আই ট্রিপল ই-এর চীনেবাজার ভার্সন :-p
  • Rit | 213.110.242.24 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৬:১৯718007
  • অজ্জিত দা।
    ঃ))))))))
  • বেল্টের নীচের মোক্যাম্বো | 205.154.90.122 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৬:২২718008
  • বিপ আর ব্রতীন কী গুরুর রেসিডেন্ট কুষ্ঠরোগী? এতো ঢিল-পাটকেল মারা কেন? ফ্যাক্ট কে ফ্যাক্ট, লজিক কে লজিক, ওপিনিয়নকে কাউন্টার ওপিনিয়ন এনে রিফিউট করা যায় না?
  • Rit | 213.110.242.24 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৬:২৪718010
  • ফিজিক্স আর ইঞ্জিনিয়ারিং। হুমমমম। ঃ)
    যাকগে অল দি বেষ্ট ফর সাকসেসফুল কোলাবোরেশন ইন গুরু। ঃ)
    গুরুভাইদের গুরুভাই রা না দেখিলে কে দেখিবে।
  • কুমড়ো | 198.155.168.109 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৬:২৪718009
  • এই পোস্টটা খুব বাজে। কনডেম করলাম।
  • T | 165.69.199.255 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৬:২৫718012
  • হে বেল্টের নীচের মোক্যাম্বো, ফ্যা কে ফ্যা, ল কে ল, এবং ও কে ও দিয়ে পালটা দেওয়া হয়েছে। টইয়ের আগের পাতাগুলো দেকুন। মাঝখানে কিছু সমুদ্রের ধারে নুড়ি কুড়োনো চলছিল, কিন্তু আবার সে এসেছে ফিরিয়া। তো কীঈঈ আর করা যাবে।
  • Rit | 213.110.242.24 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৬:২৫718011
  • বেল্টের নিচের মোকাম্বোর পোস্ট টা খুবই বাজে। কনডেম করছি।
  • T | 165.69.199.255 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৬:২৬718013
  • আর এইসব উপমা ছাড়া আর কিসু পাওয়া যায় না?
  • bip | 183.67.3.44 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৭:১২718014
  • টি
    সকাল সকাল উঠে যদি দেখি কেউ এক্সপেরিমেন্টাল ডিজাইন নিয়ে জ্ঞান দেয়, তাহলে মেজাজ খারাপ হতে বাধ্য। একটা ফ্যাক্টরিতে ২০০ মেশিন থাকলে, এটলিস্ট ৫০ টা ডিফারেন্ট টাইপের মডেল থাকবে-এবার ফ্যাক্টরির সংখ্যা ১০০০ হলে, মার্কেট মেশিন টাইপ এবং মডেল টাইপ মিলিয়ে অন্তত ৬০০০-১০,০০০ ভ্যারিয়েশন হবে।

    তো এই রিট বলে পাকা ছেলেটা লিখে যাচ্ছে ডিজাইন অব এক্সপেরিমেন্টের কথা ১০,০০০ এক্সপেরিমেন্ট সেট করবে? এসব বললে আমার ইনভেস্টর শ্বশানে শুয়ে থাকলেও মৃত্যুশয্যা থেকে লাথি মারবে। এসব তারাই লেখে যারা কোনদিন প্রাক্টিক্যালি মেশিন লার্নিং এ ইন্ডাস্ট্রিতে কোন কাজ করে নি।

    আমি এখনো নুড়িই কুড়াচ্ছি।
  • potke | 126.202.68.109 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৫৩718015
  • আহেম, ডি-অপ্টিমাল এক্সপেরিমেন্টের নাম শুনেছেন? সেখানে এই ধরুন পার্টিকল সোয়ার্ম, কোয়ান্টাম সোয়ার্ম, মেমেটিক এই ধরনের অপ্টিমাইজেশন করা হয়।

    গুরুতে, স্যার এই গুরুতেই এক্জন অথরিটি আছেন এই সাবজেক্টে।

    পেপার দেব?
  • Bratin | 11.39.56.192 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৮:০১718018
  • বিপ, যেটা বলছেন সেটা হল আর বি ডি, এল এস ডি।

    কিন্তু এ ছাড়াও বি আই বি ডি, পি বি আই বি ডি,

    ২^২,২^৩,৩^২, ৩^৩ এই সব ডিজাইন ও আছে।
  • bip | 183.67.3.44 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৮:০৩718020
  • ওরে ভাই, আর থিওরী মারাস নি। হেজে গেলাম। এই যে ১০০০ টা ভ্যারিয়ান্টের জন্য মডেল ২০ টা এক্সপেরিমেন্ট দিয়েই সারা যাবে এর জন্য ১০০০ ভ্যারিয়েন্ট কি ভ্যারিয়েন্ট, তাদের মধ্যে কি কি মিল বা অমিল আছে-সেগুলোও ত জানতে হয় না কি? তা বলি যদি এমন হয় এই ১০০০ বা ১০,০০০ ভ্যারিয়েন্ট যে কি-সেটাই যদি আমি না জানি? তখন থিওরী খাটবে ত ????
  • সিকি | 165.136.80.171 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৮:০৩718019
  • সেই শৈলেন ঘোষের বই ছিল - মিতুল নামে পুতুলটি। আর এই দেখলাম, রিট নামের পাকা ছেলেটা। হেব্বি সুইট নাম কিন্তু হ্যাহ্যাহ্যাহ্যা। :) বিপ সত্যিই এক এবং অনন্য।
  • bip | 183.67.3.44 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৮:০৫718021
  • আমি এই জন্যেই এখানে কোলাবরেশনে আসতে লিখেছিলাম, যে এই ফিল্ডে আমার যা ব্যান্ডউইথ তার থেকে অনেক বেশী কাজ আছে হাতে। ফলে লোক বাড়াতে পারলে বিজনেস ও বারে। আর ভালো ডেটা সায়েন্টিস্ট ওই ভাবে তৈরী করা যায় না-ভাল বেস লাগে।
  • Bratin | 11.39.56.192 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৮:১৫718022
  • বিপ্লব সিট্যুয়েসন টা দেখতে হবে ।

    অনেক রকম স্ট্যাটিসটিক্যাল টুলস আছে যথা রিগ্রেসন অ্যানালিসিস, অ্যানোভা, অ্যানকোভা, ডি ও ই, টেস্টিং অফ হাইপোথেসিস , প্রিন্সিপ্যাল কমপোনেন্ট, ক্লাস্টার অ্যানালিসিস, ডিস্ক্রিমিনেন্ট অ্যানালিসিস ।

    একটা সেট অফ ডেটা পেলে বাজারের প্রচুর টুল আছে তারা ১২৩ রকম অ্যানালিসিস করে দিতে পারে।

    কিন্তু একটা গিভেন সিট্যেয়েশনে কোন টা ব্যবহার করা বেশী ফলদায়ী হবে সেটার জন্যে সব কটা মেথড জানা এবং তারা একস্যাক্টলি কী করে সেটা জানতে হবে। তার জন্যে ডেপথ নলেজ দরকার স্ট্যাট র।
  • bip | 183.67.3.44 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৮:১৭718023
  • ইনফ্যাক্ট এই যে মেশিন এবং মডেল ভ্যারিয়েন্ট এত হলে কি করে লার্নিং করা যায়-সেটাও নতুন কোন সমস্যা না। ১৯৯০ থেকেই এই ধরনের কাজ একাডেমিক্সে হয়েছে। এক্সাক্ট না হলেও তাদের আইডিয়া ধার করেই সমাধান দেখি। সুতরাং একাডেমিক্সকে ছোট করার স্কোপ নেই। শুধু আবার বলি-ভাই এ মহাসমুদ্র। এখানে সবাই নুড়ি কুড়াচ্ছি।
  • বিপ | 183.67.3.44 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৮:১৮718024
  • কিন্তু একটা গিভেন সিট্যেয়েশনে কোন টা ব্যবহার করা বেশী ফলদায়ী হবে সেটার জন্যে সব কটা মেথড জানা এবং তারা একস্যাক্টলি কী করে সেটা জানতে হবে। তার জন্যে ডেপথ নলেজ দরকার স্ট্যাট র।

    >>
    যদি গিভেন সিচুয়েশনে ১০,০০০ ভ্যারিয়েশন পসিবল হয়? তখন?
  • T | 24.100.134.129 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৮:২০718025
  • দ্যাখেন বিপ, একটা কথা বলি। রিত কি করবে বলুন, বেচারা ছক মেনে সিস্টেম আইডেন্টিফাই করতে গিয়েচে। সুতরাং প্রথমে খোঁচা দিয়েছে, আপনি বলেছেন 'প্যাঁক'। তো, রিত ভেবেছে যাইহোক ধলা কিছু একটা হবে বোধহয়। কিন্তু ফের খোঁচাতেই এইবারে শুনেছে 'হেউ'। তো খুবই ঘাবড়ে গিয়ে ছোট করে পিওর স্ট্র্যাটেজি মেরে দিয়েছে। কিছু লিঙ্ক, আর কিছু না। কেমন বুদ্ধিমান দেখুন, আপনি তেলেবেগুনে জ্বলে উঠে পাকা ফাকা বলতে আরম্ভ করলেন। কিন্তু বলি কি, রিত খুবই বিপজ্জনক। এইসব শুনে যদি একটা কালো আলখাল্লা পড়ে হাতের লাঠি ঠুকে উচ্চৈঃস্বরে, ফর এভরি এপসাইলন দেয়ার এগজিস্টস...ইত্যাদি বলতে শুরু করে সে কি খুব ভালো কিছু দাঁড়াবে, অ্যাঁ!

    দ্যাখেন, আপনি শুধু একা নুড়ি কুড়োচ্ছেন না। সবাই কুড়োচ্চে। তো কি সমস্যা সেটা ভদ্র ভাষায় প্রকাশ করতে হবে তো। ভালভাবে চাইলেই তো হয়, সবাই দেবে। এইটা এককের কাছ থেকে ধার করলুম। না ধার করেই বা কি করব, কিরম পরমহংস ভাব এসে যাচ্ছে। আর তো পারি না গো, পোটকেদা, অজ্জিতদা ইত্যাদি গুরুস্থানীয়রা এইবার বাণী দাও তো। নয় তো, এই ব, আজ সন্ধ্যেবেলা কি প্যাঁদালে মাইরি!
  • Bratin | 11.39.56.192 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৮:২৮718026
  • যদি কোন টা কখন ব্যবহার করা উচিত সেটুকু জানা না থাকে তাহলে তো ১০০ টা টুল কি কোন হেল্প করতে পারবে বলে মনে হয়?

    টুল দিয়ে সব কিছু হয় না। হওয়া সম্ভব নয়।
  • bip | 183.67.3.44 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৩৫718027
  • @ Bratin
    যেহেতু আমাদের রিয়ালটাইম এনালাইটিকের কাজ সেহেতু ওপেন সোর্স লাইব্রেরিগুলোই ব্যবহার করতে হয়। মুশকিল হচ্ছে নোন সিস্টেমের জন্য নোন সল্যুউশন খোঁজা ব্যপার না। সমস্যা সেখানেই যেখানে জানি ওটা একটা মেশিন-মানে ওই এর কাছাকাছি বিহেভ করবে কিন্ত আবার নাও করতে পারে-এইসব প্রাক্টীক্যাল ইস্যুগুলো চলে আসে। যার ফলে আল্টিমেটলি সেই ডেটা সায়েন্স ছেড়ে সাবেকি ফিজিক্স আর স্টাস্টিস্টিকাল প্যারামেট্রিক্যাল মডেলেই কাজ চালাতে হয়। হয়ত সেই মডেল ডেভেলেপমেন্টে মেশিন লার্নিং হেল্প করে-অনেক ক্ষেত্রেই ফিজিক্স + সুভারভাইজড মডেলের হাইব্রিড থাকে।

    এগুলোর কোন নির্দিষ্ট বাঁধাধরা ছক দেখতে পাই না। আর ইন্ড্রাস্ট্রিতে এসবের মধ্যে স্ট্রাকচার আনাও অসম্ভব কারন এক মাসে একটা সমস্যার সমাধান আনতে হবে। অত থিওরী করে ঠিক ঠাক নামানোর পরিসরটাও ত নেই যা একাডেমিক্সে আছে।
  • sch | 113.51.148.61 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৪৭718029
  • "ভালভাবে চাইলেই তো হয়, সবাই দেবে।" অফফফফ। হেসে গড়াগড়ি খাচ্ছি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন