এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • গুপি গাইন বাঘা বাইন নিয়ে বাৎচিত

    Arnab913 লেখকের গ্রাহক হোন
    সিনেমা | ১৩ জুলাই ২০১৭ | ৪৭৬৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 161.141.85.8 | ১৭ জুলাই ২০১৭ ২৩:৩৫367966
  • হাততালি দিয়ে ঘোর ভেঙে দেবার একটা জিনিস গুপী করে মহারাজার গানের ঐখানে। সেটা কি একটা ব্যাখ্যা হতে পারে?
  • T | 229.75.11.86 | ১৭ জুলাই ২০১৭ ২৩:৩৮367967
  • আগন্তুক, না কোনো এক্সপ্ল্যানেশন দেওয়া হয় নি ছবিতে। আমারো মনে হয়েছে ব্যাপারটা।
  • pi | 57.29.212.235 | ১৭ জুলাই ২০১৭ ২৩:৪০367968
  • আরে এটা আমারো প্রশ্ন ছিল। এই স্ট্যাু নিয়ে আরো কিছু খটকা ছিল। আরেকবার শুনে, দেখে, বলব।
  • এলেবেলে | 212.142.70.240 | ১৭ জুলাই ২০১৭ ২৩:৪৪367969
  • চিত্র-সমালোচক সিডনি টিনান বলেছিলেন No filmic gauge is sufficient for Ritwik, because he can enlarge his screen with such a divinity that immediately it is destined to become a classic. তো ?

    এলেবেলের পিন ফোটানোর (কেন এর'ম বলা হচ্ছে সেটা এলেবেলে জানে না) বহু আগে ১৯৭৩ সালে সন্দীপন কৃত্তিবাস-এ 'যুক্তি তক্কো আর গপ্পো' লিখেছিলেন, ১৯৮৯ এ দীপক মজুমদার লিখেছিলেন 'কিনোক্ষ্যাপা ঋত্বিক, আমাদের গুরু' । তাতে সত্যজিতের অস্কার ফসকায় নি !
  • এলেবেলে | 212.142.70.240 | ১৮ জুলাই ২০১৭ ০০:০৮367970
  • শ্রীমান পৃথ্বীরাজ, লালু ভুলু, চারমূর্তি ।
    নাম্বার ১০ এ - সাড়ে ৯,৭, ৬ যথাক্রমে।

    তারপর কে যেন লিখল --- পূজা জিনিসটাকে একঘেয়ে করে তোলার মতো অপবিত্র অধার্মিকতা আর কিছু হতে পারে না। ভালো লাগার এভোল্যুশন আছে...। পাঁচ বছর পূর্বেকার ভালো-লাগা পাঁচ বছর পরেও যদি একই জায়গায় খাড়া দাঁড়িয়ে থাকে তা হলে বুঝতে হবে, বেচারা জানতে পারে নি যে সে মরে গেছে। একটু ঠেলা মারলেই তার নিজের কাছে প্রমাণ হবে যে, সেণ্টিমেণ্টাল আত্মীয়েরা তার অন্ত্যেষ্টি-সৎকার করতে বিলম্ব করেছিল, বোধ করি উপযুক্ত উত্তরাধিকারীকে চিরকাল ফাঁকি দেবার মতলবে।

    তার পর থেকেই সব কেমন যেন ...
  • B | 127.194.233.89 | ১৮ জুলাই ২০১৭ ০০:১৪367971
  • অরণ্য,

    আজ আর নয়, কাল বা পরশু বলব। শুধু এটুকুই বলি যে অশ্লীল বা অসংসদীয় শব্দ দুটো তোমার কোন ভাষার জন্য নয়, ও কথাটা মাননীয় T আদর করে, মনে লয়, অপমাননীয় কল্লোলদার জন্য যে কথাটি লিখেচিল, তার জন্য। কিন্তু তার জন্য তো ও ইয়্যাত্তো লম্‌ম্‌বা জিব বের করে কত্তো কিরে কেটেচে। ওতেই সব 'সুদ্ধি সুদ্ধি সুদ্ধি' হয়ে গেচে।

    পরে লিখব। এখন ঘুমুই গে।
  • Du | 182.58.105.37 | ১৮ জুলাই ২০১৭ ০৩:৫৭367972
  • সন্দীপন বাবুর কাছ থেকে এক সাক্ষাত উক্তি পারিবারিক সূত্রে শোনা , 'রবীন্দ্রনাথের সবই ছিল খালি একটা জিনিসেরই অভাব, প্রতিভা' - যিনি শুনেছিলেন তিনি আর কিছু জিজ্ঞেস করে উঠতে পারেননি।
  • Du | 182.58.105.37 | ১৮ জুলাই ২০১৭ ০৩:৫৯367973
  • আর ঋত্ত্বিককেও অসম্ভব শ্রদ্ধা করতাম রামকিংকরকে কেমনভাবে ট্রীট করছেন তার ভিডিও দেখার আগে অব্দি। এখন অসম্ভবটা আর নেই।
  • i | 147.157.8.253 | ১৮ জুলাই ২০১৭ ০৪:১৩367974
  • ব্ল্যাংক,
    হিমঘর ছবিটি ঐ ৮৬ নাগাদই রিলিজ করে। সেই সময় আজকাল পত্রিকায় কিছু লেখালেখি/ সাক্ষাৎকার পড়েছিলাম। কিন্তু কী পড়েছিলাম মনে করতে পারছি না। সালটা মনে আছে কারণ গোপা আইচ ঘরে বাইরের পরে এই ছবিতে অভিনয় করেন-ছবি দুটি পিঠোপিঠি ছিল।

    আর
    এই বনাম যুদ্ধ আর ভালো লাগে না। দুজন শিল্পীর ভিন্ন দর্শন, ভিন্ন চিন্তাধারা , ভিন্ন কাজ। কাউকে ভালো লাগতে পারে, কাউকে নয়। এতো স্বাভাবিক। একজনকে বড় দেখাতে গেলে , অন্যজনকে ছোটো করতেই হবে?
    আর এই যে হাওয়ায় ভাসিয়ে দেওয়া গল্প কথা-দেশ পত্রিকার ঘটনা বা অন্য সন্দীপ রায়ের ঘটনা-এর কোনো রেফারেন্স আছে? এআমার 'অধোবদন নতশির' জিজ্ঞাসা নয়। সরাসরিই জিজ্ঞাসা করছি। আছে কোনো প্রমাণ?
  • PT | 213.110.242.4 | ১৮ জুলাই ২০১৭ ০৬:৫৪367439
  • গুজব ও অর্ধসত্যের চর্চা সব ক্ষেত্রেই চলে.....
  • i | 147.157.8.253 | ১৮ জুলাই ২০১৭ ০৯:০৪367440
  • "উনি তপেন চট্টোকে অন্যদের ফিল্ম করতে বারণ করেন। তপেন গুগাবাবার পর বোধহয় দুটি ফিল্ম করেছিলেন।"

    এই বক্তব্যেরও রেফারেন্স চাইছি।
  • sm | 52.110.161.211 | ১৮ জুলাই ২০১৭ ০৯:৩৪367441
  • উইকি বলছে তপেন গুগা বাবা ছাড়া পাঁচটা ছবি করেছে। আগের পোস্টে নাম লিখে দিয়েছি।
    সৌমিত্র অপু করার পর তপন সিনহার কাছে ক্ষুধিত পাষান এর অফার পান। সৌমিত্র নিজে দ্বিধাগ্রস্ত ছিলেন।মানিকদার কাছে জানতে চান ওনার মত আছে কিনা।
    মানিক দা খুব উৎসাহের সঙ্গে বলেন ;নিশ্চয় করবে। খুব এনকারেজ করেন।
    তো ,তপেন কি এমন অপরিহার্য্য অভিনেতা যে তাকে আটকে রাখবেন?
  • এলেবেলে | 160.129.177.107 | ১৮ জুলাই ২০১৭ ০৯:৩৯367442
  • সক্কালবেলা আমার পিণ্ডি চটকাতেই পারেন, কোনও অসুবিধা নেই । তবুও ডিসক্লেমার দিয়ে যাই - অপু ট্রিলজি, পরশ পাথর, জলসাঘর, দেবী (সেই লোক কী করে সোনার কেল্লা করেছিলেন কে জানে), কাঞ্চনজঙ্ঘা, মহানগর, চারুলতা, কাপুরুষ ও মহাপুরুষ, গুগাবাবা, প্রতিদ্বন্দ্বী এবং শাখা প্রশাখা আমি আজও মুগ্ধ হয়ে দেখি । প্রতিটিই ব্যক্তিগত সংগ্রহে আছেও ।

    “আর আপনি বা মেজরিটি যে জিনিসটাকে ভালো বলবেন, সেটাই পৃথিবীর শেষ কথা। ওর বিপরীত আর হতে পারেনা। যারা এর বিপরীত বলবে তারা অচ্ছুৎ, শিল্পদর্শনের অনুপযোগী। হীরক রাজা তোমায় সেলাম।
    ভিন্নদৃষ্টি থেকে তাঁর কাজের প্রতি ভিন্নমত দেখানোটা অপরাধ তো না, যদিও লোকে ভীষণ মাইন্ড করে ।”

    আমার মনের কথাটা বলেছেন ভাই । সেলাম ।
  • lcm | 109.0.80.158 | ১৮ জুলাই ২০১৭ ০৯:৫১367443
  • ওহো, "পাম্পড আপ বেলুন", "ভূষিমাল", "ছেঁদো" -- এগুলো হল বিপরীত দৃষ্টিভঙ্গী, ভিন্নদৃষ্টি থেকে দেখা ভিন্নমত। মানে যেগুলি ব্যক্তিগত সংগ্রেঅহে নাই সেগুলি সব এইদলে। জিরো বা ওয়ান। বাইনারি। বুঝতে পারি নি।
  • lcm | 109.0.80.158 | ১৮ জুলাই ২০১৭ ০৯:৫৩367444
  • *ব্যক্তিগত সংগ্রহ, অর্থাৎ প্রিয় সিনেমা।

    আচ্ছা, এমন কি হতেই হবে - হয় সুখাদ্য বা কুখাদ্য। এর মাঝে কি কিছুই নাই।
  • sm | 52.110.161.211 | ১৮ জুলাই ২০১৭ ১০:০০367445
  • অতো সেলাম টেলাম ঠুকতে হবেনা। প্রতিটি ছবি ই মুঘ্ধ হয়ে দেখেন আবার নিজেই বলেন ;সত্যজিৎ পাম্প করা বেলুন।একটু খট মটো লাগছে আর কি!
    সন্দীপন, নাকি সত্যজিতের কাজের প্রভূত নিন্দা করেছে।
    ভালো-তা,মারা যাবার আগে সন্দীপন কে ;লোকে জানতো?
    তারপরে তুলনায় এলো আকিরা কুরোসাওয়া আর সিডনি টিটান। তা,পরের ভদ্রলোক টির নাম আগে শুনি নাই।
    বলে দিলেন বলে জানতে পারলাম ,চিত্র সমালোচক।
    এনিওয়ে, সত্যজিতের সঙ্গে ঋতিক বা মৃনাল বাবুর তুলনায় যেতে চাই না।
  • sm | 52.110.161.211 | ১৮ জুলাই ২০১৭ ১০:০৩367446
  • #টিনান
  • lcm | 109.0.80.158 | ১৮ জুলাই ২০১৭ ১০:০৮367447
  • না, তুলনা করতে হবে। সত্যজিত-এর কটি সিনেমা বারংবার দেখি, পুরো সিনেমা। ঋত্বিকের সিনেমার খন্ড খন্ড অংশবিশেষ বারবার দেখি, কিন্তু কোনো পুরো সিনেমা আর দেখার বাসনা নাই। মৃণাল সেন-এর চালচিত্র আর একবার দ্যাখব, এছাড়া ওনার আর কোনো সিনেমা দেখার বাসনা নাই।
    #হোকতুলনা #তুলোধোনা
  • lcm | 109.0.80.158 | ১৮ জুলাই ২০১৭ ১০:১৫367448
  • আর, সন্দীপনের সমস্ত কোটেশনের (ওয়ান লাইনার) কালেকশন চাই। দালাই লামা, তাও - এর পাশে রাখব।

    #সন্দীপনবচন
  • ঘচাং ফু: | 125.112.74.134 | ১৮ জুলাই ২০১৭ ১০:২৯367450
  • "রিচ টু দ্য টপ" নয়।

    "রিচ দ্য টপ, দ্য টপ, দ্য টপ" - একেবারেই এইরকম।

    সমালোচক এরকম ছড়ালে তো মুশকিল।
  • সিকি | 158.168.96.23 | ১৮ জুলাই ২০১৭ ১০:৩৬367451
  • কে দেয়? কেনই বা দেয়?
  • ঘচাং ফু: | 125.112.74.134 | ১৮ জুলাই ২০১৭ ১০:৪৬367452
  • অরিন্দম, এই যে তোর খুঁতখুঁতেমি, এর মানে তুই উন্নতি করবি।

    করবো। আলবাত করবো। আই উইল গো টু দ্য টপ, দ্য টপ, দ্য টপ।

    এই হল সঠিক ডায়লগ।
  • de | 69.185.236.52 | ১৮ জুলাই ২০১৭ ১০:৫১367453
  • Name: agantuk

    IP Address : 138.48.44.88 (*) Date:17 Jul 2017 -- 11:23 PM

    গান গাইয়ে স্ট্যাচু বানিয়ে রাখাটা সম্মোহন - ওই যে তিনবার হাত্তালি দেওয়া হলো, ওতে সম্মোহন কেটে গেলো -
    তাপ্পর নড়াচড়াকরা যাবে -

    আর সেনারা বোধহয় গান থেমে যাবার পরেই দৌড়েছিলো - ওই যে - আছে যত সেরা মিষ্টি, এলো বিষ্টি, এলো বিষ্টি - ওরে -এ -এ -

    তার্পরেই তো সবাই দৌড়য়!
  • ন্যাড়া | 109.72.224.255 | ১৮ জুলাই ২০১৭ ১১:১৬367454
  • এটা কি সেই নির্মল আনন্দ থ্রেডটাই অন্য নামে এল?
  • B | 127.194.230.167 | ১৮ জুলাই ২০১৭ ১১:২০367455
  • অরণ্য,

    এটা তোমার নামে লিখে হয়ত অনেকের কাছেই দিচ্ছি। কারণ, সরকারী লুটিস-বোর্ড তো, যাই লিখি, তাই সবার জন্য। কিন্তু ভাবগতিক দেখে মনে লিচ্চে, যে বিপরীত মত বা ভিন্ন মত নিজেদের মেল-এ গিয়ে ফিস্‌ফিস্‌ করে করতে হবে, নয়তো রবিনসন স্ট্রীটের মত প্ল্যান্‌চেটে বসে সবাইকে ডেকে ডেকে তাঁদের মুখ দিয়ে সরাসরি বলিয়ে প্রমাণ দাখিল করতে হবে। কিন্তু আমার তো সেই 'খিড়কির পিছনে পুকুরপাড়' নিয়ে ঘোর আপত্তি আগেও ছিল, এখনও আছে।

    প্রথমে তোমাকে বলি যে 'এক যে ছিল রাজা" গানটির মধ্যের স্বগতোক্তি বা গানটির কিছু কিছু পংক্তির ব্যাপারে আমার যা বক্তব্য ছিল, আমি তাই আবার বলছি। প্রথমে শুধু বাঘার কথার উল্লেখ করার পাশাপাশি গুপীর গানের কলিরও উল্লেখ দরকার ছিল।

    এখন সেটা তোমার কাছে যেরকম, আমার কাছে তা নাও হতে পারে আর সেটা আমার প্রকাশ করার সম্পূর্ণ অধিকার আছে হয়তো, এ ধারণা আমার ভুল হলে শুধরে দিও।

    তুমি আমার একটি বক্তব্যকে উদ্ধৃত করেছ, যেটি আমি sm-এর বক্তব্যের পরিপ্রেক্ষিতে করেছিলাম, সেটি ছিল বেশ কয়েকজন দিকপাল অভিনেতা নিয়ে বলতে গিয়ে উনি যে উক্তি করেছিলেন, তার প্রেক্ষিতে এবং তার উপর আরও কারুর কারুর মন্তব্য পড়ে।

    সেই লেখাতে আমি প্রতিটি অভিনেতার পশ্চাদ্‌পট তুলে ধরেছিলাম। যাতে তোমার প্রশ্নসমূহের উত্তর ছিল না। তুমি সেই কথাটিকে উল্লেখ করে কবীর সুমন-এর ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ এনেছ, জানি না কেন। কারণ আমি বিজয়া রায়, সন্দীপ রায় ও সত্যজিৎ রায়ের পারিবারিক জীবনের উল্লেখ করি নি কোথাও।

    দ্বিতীয়তঃ আমি ঋত্বিক ও সত্যজিৎ-এর তুলনাও কোথাওই করি নি, smএর বক্তব্যের প্রেক্ষিত ধরে সত্যজিৎবাবুর সিনেমার চরিত্রদের পূর্ব্বকথার সামান্য উল্লেখ করেছি মাত্র।

    কারণ sm দ্বারা খারাপভাবে উল্লিখিত নামগুলির সম্বন্ধে ওই উক্তি আমার ঠিক মনে হয় নি, যদিও প্রচুর কণ্ঠ প্রচুর লাইন পেশ হয়ে যাওয়ার মধ্যে ওইরকম অপমানজনক মন্তব্যের বিরুদ্ধে কারুর ন্যায়নিষ্ঠ, সত্যানুসন্ধানী বক্তব্য উঠে আসে নি।

    কি আর করা। তবে আগে যা করতাম বা করতে ভালোবাসতাম, সেই বিভিন্ন পত্র-পত্রিকার আর্কাইভ ঘেঁটে আমার বক্তব্যের স্বপক্ষে যুক্তি দেখাতাম, তা আর এবার করব না। যাঁর বা যাঁদের ইচ্ছে হবে এস্‌প্ল্যানেড ঈস্টে গিয়ে ন্যাশনাল লাইব্রেরীর আর্কাইভ ঘাঁটতে পারেন। অথবা সেখানে না পেলে আলিপুর চিড়িয়াখানার বিপরীতে খোদ লাইব্রেরীটির সদরে।

    এখানে যদি কেউ সেবাব্রত গুপ্ত, চিদানন্দ দাশগুপ্ত, সন্দীপনদের নাই চিনতে পারেন, তাই বলে তাঁদের সম্বন্ধে আপত্তিকর মন্তব্য করতে পারেন কি? দেশ-এর সেযুগের চিত্র সমালোচক কল্যান সর্বাধিকারীর সম্বন্ধে করবেন না এটা ভাবি কি করে? যাঁরা সবার মধ্যে "কংসরাজের বংশধর'এর উচ্চঘর" খোঁজেন, তাঁদের জানাই যে ইনি একদা প্রখ্যাত ইংরিজী ধারাভাষ্যকার বেরী সর্ব্বাধিকারীর ভাইপো সম্ভবতঃ। মনে পড়ছে রবীন্দ্রনাথ আর ভিক্টোরিয়া ওকাম্পোকে নিয়ে বহু আগে এ পাতায় বা অন্য কোথাও দীর্ঘ আলোচনা হয়েছিল, তার সূত্র কেউ খোঁজে নি।

    পরিশেষে বলি, আমার সত্যজিৎবাবুর বহু সিনেমার বহু জায়গার সম্বন্ধে আপত্তি আছে, তা আমি জানি একান্তই আমার নয়, অনেক লিখিয়ে পড়িয়ে লোকেদেরও আছে। এই নিয়ে সর্ব সময় চর্চা হয় না, তার মানে এই নয় যে সারাক্ষণ স্তুতিগান শুনলে তার সাথে সবাইকে সঙ্গত দিতে হবে।

    ** তুমি যখন লিখেছ যে আমার লেখা (এখনও) পড়, তাহলে আমার ধাঁচ তোমার, আরও অনেকের মতই চেনা ও জানা। তাই আমি কারুর সাথে আগেও মনান্তর করি নি, এখনও করি না। অন্তর থেকে মতই দেওয়া এত কমিয়ে দিয়েছি যে মতান্তর আর মনান্তর???!!!
    }8>X
  • de | 24.139.119.172 | ১৮ জুলাই ২০১৭ ১১:২৭367456
  • তুলে নে মা! উফ্‌!

    অরণ্য-দা - আপনি উত্তর পেলেন কি?
  • | 144.159.168.72 | ১৮ জুলাই ২০১৭ ১১:৩৬367457
  • উফ! আমি অ্যাতোক্ষণ ধরে ন্যাড়াদার অপেক্ষা করছিলাম! :-))
  • সিকি | 158.168.96.23 | ১৮ জুলাই ২০১৭ ১১:৪০367458
  • নির্মল আনন্দ নয়, দিস ইজ খাইন্ড অফ নির্মোহ ব। এক এবং অদ্বিতীয়।
  • ?? | 114.223.123.98 | ১৮ জুলাই ২০১৭ ১১:৪১367459
  • কেউ নির্মোহভাবে চলচিত্তচঞ্চরীর সোশিও-পলিটিক্যাল অ্যানালিসিস করেছেন?
  • B | 127.194.230.167 | ১৮ জুলাই ২০১৭ ১১:৪৬367461
  • যথারীতি..... বা থ্রী ইডিয়ট্‌স্‌-এ ক্লাসরুমে বোমান ইরানীর মত করে -"As expected..."

    }8>D
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন