এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • গুপি গাইন বাঘা বাইন নিয়ে বাৎচিত

    Arnab913 লেখকের গ্রাহক হোন
    সিনেমা | ১৩ জুলাই ২০১৭ | ৪৭৩১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রেফারেন্স | 127.194.200.42 | ২০ জুলাই ২০১৭ ০৬:৫২367562
  • তপেনবাবুকে মানা করার ব্যপারটা আমিও পড়েছিলাম। মনে পড়ছে না কোথায়। টেলিভিশন ম্যাগাজিন বা দেশ এর সত্যজিত সংখ্যা হতে পারে, যদি টিভি ইন্টারভিউ না হয়। এদুটো অনেক ছোটো থেকে বাড়িতে ছিলো।
  • MR | 76.25.30.92 | ২০ জুলাই ২০১৭ ০৮:০৬367563
  • নামটা রেফারেন্স হলে, সেটা "রেফারেন্স " হয়ে যায় না। কিন্তু রবি ঘোষ কে কেন বারণ করেন নি? উত্তর আছে? দেখি কল্পনা শক্তি কি বলে!
  • MR | 76.25.30.92 | ২০ জুলাই ২০১৭ ০৮:১২367564
  • তপেন বাবুকে মোটেই নায়কোচিত দেখ্তে নয়। রবি ঘোষের মতো মাল্টিট্যলেন্ট্ড ও নয়। উনি যে নাটক করতেন বোধহয় জানা নেই এনাদের। তপেন বাবুর লেভেলে অনেক অভিনেতাই ছিল। অবশ্য যেখানে উদ্দেশ্য কাদাছোরা, তাই খু`টিয়ে ভাবার দর্কার টা কি।
  • কল্লোল | 59.207.58.170 | ২০ জুলাই ২০১৭ ০৮:৩৯367565
  • এমার। খুব সহজ। তপেন রবি ঘোষের মত সেলিব্রিটি নয়। তাকে বারণ করার সাধ্য সত্যজিতের নেই। রবি ঘোষ অভিযনে কাজ করার আগেই, মঞ্চ অভিনেতা হিসাবে খুবই সুখ্যাত ছিলেন। ঠিক যেমন হয়েছিলো সন্তোষ দত্তের ক্ষেত্রেও। তাকেও বারণ করতে পারেন নি। ব্যাপারটা এট্টু শক্তের ভক্ত নরমের যম গোছের। সাধারণতঃ ওনার ফিল্মে কাজ করার সময় উনি অভিনেতা কলাকুশলীদের অন্য কারুর ফিল্মে কাজ নিতে বারণ করতেন (সুচিত্রা সেন গপ্পো দ্রষ্টব্য)। কিন্তু ছাড় পেতেন সৌমিত্র, মাধবী, পরের দিকে (সীমাবদ্ধতে)শর্মিলা ঠকুর, দীপঙ্কর দে।
    কিছু অভিনেতা ছিলেন, যেমন কামু, সত্যজিত ও তার ঘরের প্রোডাকশন ছাড়া কাজ করতেন না বিশেষ। সেটা তার ইচ্ছে।
    একটা কথা। আমি সত্যজিতের চেয়ে ঋত্বিকের কাজ বেশী পছন্দ করি, তার মানে এই নয় যে সত্যজিতকে ছোট করতে হবে। ভালো মন্দ সবারই আছে। ঋত্বিক অসংখ্য সুযোগ পেয়েও নিজের গোঁয়ার্তুমির(পড়ুন মাতলামীর) জন্য হারিয়েছেন। পুণা ফিল্ম ইন্স্টিটিউটের ডিরেক্টরের পদ রাখতে পারেন নি। বিশ্বজিতের ব্ল্যাংক চেকে অফার নিতে পারেন নি। অন্ততঃ অযন্ত্রিক, কোমল গান্ধার, মেঘে ঢাকা তারা ও সুবর্ণরেখা বিদেশের ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে পাঠানোর কোন উদ্যোগ নেন নি। বহু প্রজোযকের টাকা নষ্ট করেছেন। নিজেকে শহীদ ভাবতে ভালোবাসতেন, ফলতঃ ডিপ্রেশন। কিন্তু তাতে উনি ফিল্মস্রষ্টা হিসাবে ছোট হয়ে যান না। সত্যজিত নিজেই নাগরিক দেখে বলেছিলেন - এই ফিল্ম পথের পাঁচালীর আগে মুক্তি পেলে নতুন ধারার বাংলা সিনেমার পথিকৃত হতো।
    কাজেই "বাল-ফাল" বলার আগে ভেবে বলবেন। এগুলোতে বিবমিষা হয়। এখানে আসি কথা বলার জন্য। নিক্তি মেপে সেমিনার করার জন্য নয়। কিন্তু অকারণ গালমন্দ ঠিক নিতে পারিনা।
  • s | 108.214.98.109 | ২০ জুলাই ২০১৭ ০৯:২৫367566
  • ঋত্ত্বিক ঘটক সম্পূর্ণ অন্য গোত্রের চিত্রপরিচালক। সিনেমার মধ্যে দিয়ে নিজের আবেগকে ২০০% ছড়িয়ে দিতে পারতেন দর্শকদের মধ্যে। একেবারেই মেথডিকাল নন, স্ক্রিপ্ট থাকত মাথায়, শুটিংএর মধ্যে শেষ মুহুর্তে সেট স্ক্রিপ্ট পরিবর্তিত হত। আর রবীন্দ্রনাথের বড় ভক্ত ছিলেন, রবীন্দ্রসংগীতের ব্যবহারে সমৃদ্ধ হয়েছে সিনেমাগুলি। উনি প্রনম্য, জিনিয়াস, ক্ষণজন্মা।
    সুযোগ অনেক পেয়েছিলেন ঠিকই। আবার পাননিও। কম্প্রমাইজ করতে পারেননি বলেই অনেক সুযোগ হারিয়েছেন। নইলে হিন্দি সিনেমাতে শুধু স্ক্রিপ্টরাইটার হিসাবে থেকে গেলে আজ ১ থেকে ১০ অবধি ঋত্ত্বিক ঘটকের নাম থাকত।

    আর blank বল্লেনঃ
    ঋত্তিক আসলে সময়ের আগে জন্মেছিলেন। এ যুগে জন্মালে গুছিয়ে বাঙ্গলা সিরিয়ান করতে পারতেন। যত মেলোড্রামা , তত টিআর্পি।

    এই মন্তব্য অবশ্য গুরুর সত্যজিত ভক্তরা আপত্তিকর মনে করেন নি। অন্যের নামে চারটে গাল দিলে খুশি হওয়াই স্বাভাবিক।

    তো এর উত্তরে বলি, ঋত্ত্বিক ঘটক নিজেয় বলেছেন, ওনার কাজ মানুষের সংগে কম্যুনিকেট করা। নাটকের থেকে সিনেমার মাধ্যমে বেশী কম্যুনিকেট করা যাবে বলে উনি সিনেমা বেছে নিয়েছিলেন। টেলিভিশন যদি মিডিয়া হিসাবে তাঁর সময়ে থাকত তাহলে হয়ত টেলিভিশনও বেছে নিতেন। আর উনি যদি টেলিভিশনের জন্য কিছু করতেন তাহলে আমি নিশ্চিত তা অন্তত ভারতীয় টেলিভিশনের জগতে বেন্চমার্ক হয়ে থাকত।
  • PT | 213.110.242.5 | ২০ জুলাই ২০১৭ ০৯:২৬367567
  • সাবজেক্টটা খুব কঠিন হয়ে যাচ্ছে অপ্রয়োজনে। আমার তো মনে হচ্ছে স্বাস্থ্যের কারণেই তপেন অনেক কাজ করতে পারেননি!! কিন্তু এই তপেনের ছবি করা না করাটা এই টইতে এত জরুরী বিষয় হয়ে গেল কি করে?
  • কল্লোল | 59.207.58.170 | ২০ জুলাই ২০১৭ ১০:১৩367568
  • এটা নিয়ে বলবো না ভেবেছিলাম।
    ছোট এসএর লেখা পড়ে ভালো লাগলো।
    ঋত্বিক ফিল্মের ক্ষেত্রে, বিজন ভট্টচার্য্য নাটকের ক্ষেত্রে অতিকথনকে ব্যবহার করেছেন শিল্পভাষা হিসাবে। শিল্পভাষার ভালো ব্যবহার হয় (যেমন মন্তাজ। ব্যাটেলশিপ পোতেমকিনের ওডেসা স্টেপস দৃশ্যের মন্তাজ) আর খারাপ ব্যবহারও হয় (বহু হিন্দি ফিল্মে ব্যবহৃত নায়ক-নায়িকার ঘনিষ্টতায় দুটি ফুলের লেপ্টে থাকাও মন্তাজ)।
    অন্ততঃ ভারতীয় উপমহাদেশে শিল্পে অতিকথন একটা শিল্পভাষা। এখানে শিল্পবোধ ইউরোপের চাইতে আলাদা। সেটা গ্রীক/রোমান ভাষ্কর্য্য আর ভারতীয় ভাষ্কর্য্যের তুলনা করলেই বোঝা যায়। ইউরিপিদিস বা সোফোক্লেসের নাটক আর ভবভূতি, কালিদাস বা শূদ্রকের নাটকের তুলনা বা ইলিয়াড ওডিসির সাথে রামায়ণ মহাভারতের তুলনা করলেই বোঝা যায়।
    ঋত্বিক বা বিজন এই দেশজ শিল্পভাষাটি নিয়ে নিরীক্ষা চালিয়েছিলেন।
    আজও লোকের মুখে মুখে ফেরে - দাদা অমি বাঁচতে চেয়েছিলাম, বা, রাইত কতো হইলো, বা, কইলকাতায় বীভৎস মজা, কিংবা সুবর্ণ্রেখার রাণওয়েতে কালীবেশী বহুরূপী, মেঘে ঢাকা তারায় যে রাতে মোর দুয়ারগুলির ব্যবহার................
    এই আর কি।
    সত্যজিত বরং অনেক বেশী প্রভাবিত ছিলেন ইউরোপীয় আভাগর্দ, হলিউডের ফর্ম নিয়ে। প্রয়োজনে অতিকথন ব্যবহার করেছেন গুগাবাবা সিরিজে, কিছুটা শাখাপ্রশাখায়।
  • dc | 121.93.226.242 | ২০ জুলাই ২০১৭ ১০:১৬367569
  • s যা বলেছেন তা প্রণিধানযোগ্য , ঋত্বিক সিরিয়াল করতেন হয়তো কমুনিকেটে করার তাগিদে কিন্তু প্রযোজক পেতেন কি ?
  • sm | 52.110.177.206 | ২০ জুলাই ২০১৭ ১০:৩৪367570
  • এতো মেলোড্রামার আধিক্য;এতো মন্তাজ এর ব্যবহার
    (যেমন যুতগ তে অপ্রয়োজনীয় ছৌ নাচ ),নিজের অভিনয়ে মৃগী রুগীর মতন মুখব্যাদান-তো তিনি সেরার সেরা হবেন কোন যুক্তিতে?
    কিন্তু সৌমিত্র তার ইন্টারভিউ তে স্পষ্ট বলেছেন তিনি সত্যজিতের কাছে ছুতে গেছিলেন অপরাজিত করতে।
    ওনাকে সিলেক্ট করেন নি। কিন্তু অপুর সংসারের জন্য বছর দুয়েক পরে ডাক পান।পিটি চাইলে লিংক দিতে পারি।
    পরের ছবি অন্য পরিচালকের। কিন্তু সত্যজিৎ কোনো বাঁধা দেন নি তো!মনে রাখবেন সৌমিত্র তখন কিন্তু অপরিচিত মুখ। ও তেমন নাম করা কেউ নন।খালি শিশির ভাদুড়ির সঙ্গে মঞ্চ শেয়ার করার অভিজ্ঞতা আছে।
    সন্তোষ দত্ত ও তাই।তিনি ও বহু বাংলা সিনেমা করেছেন। এবং চুটিয়ে।
  • B | 127.194.229.86 | ২০ জুলাই ২০১৭ ১১:১৫367572
  • আজ কোন ব্যাখ্যা বা এভিডেন্স দেব না, দেওয়ার তাগিদ একেবারেই নেই। যদিও প্রতিটি উক্তি সাব্‌স্ট্যান্‌শিয়েট করার মত তথ্য আমার কাছে এসে গেছে।

    যেখানে একাধিক ব্যক্তির ব্যাঙ্গাত্মক পোস্ট সুপাচ্য, দ্য ম্যান হু লাফ্‌স্‌এর গিয়েলুম-এর মত মুখব্যাদানের উদ্রেক করে আর কারুর কারুর ক্ষেত্রে উপেক্ষা, অবজ্ঞা, তাচ্ছিল্য মনে হয়, এবং তার উত্তরে খুব সুন্দর পোস্ট হয়, সেখানে প্রমান আর রেফারেন্স? 'মাই ##'।

    আগে লিখি নি, এবার সরাসরিই লিখছি - একটা সময়ের পর সত্যজিৎ রায় অন্য অনেক বিভাগের প্রধান কন্ট্রিবিউটরদের নামোল্লেখ, কৃতজ্ঞতা স্বীকার করতেনই না। তিনিই সব, তাঁর সৃষ্ট বাজিকর চরিত্রের মত সদম্ভে নয় সুকৌশলে তিনি নীরবে ঘোষণা করতেন, 'আমি একা, একমেবাদ্বিতীয়ম"।

    যেমন ঘরে বাইরে-তে বিমলার বেরিয়ে আসার দৃশ্যে, হীরক রাজা-তে বাঘের সামনে থতমত গুপীকে বাঘার ভীত সন্ত্রস্ত 'গান কই' উক্তির পরে খাদ থেকে যে সেতারের ধ্বনি, আর তাছাড়াও ওই 'তুমি যে এ ঘরে' গানটির মধ্যে কিছু জায়গায় সেতারের কাজ(কে জানে হয়তো বা সম্পূর্ন সুর'ই) রবিশঙ্করের অত্যন্ত প্রিয় ছাত্র দীপক চৌধুরীর দ্বারা কৃত হয়েছিল।
    সেই সময় 'দ্য টেলিগ্রাফ' পত্রিকা রবিবারে "Graphiti" বের করতো না, বের করতো 'সানডে টেলিগ্রাফ'(এখন বেরোয় না)-এ ঠিক এরকমই বেরিয়েছিল। তার সেণ্টার স্প্রেডে দীপক চৌধুরীর বিশাল ছবি দিয়ে এই নিয়ে লেখাও বেরোয়, কিন্তু কাস্টিংএ সবেতেই গুরুদেব, অন্য কারুর নাম নেই।

    নাঃ এগুলো সত্যজিৎ কোনটাই নিজে করেন নি বা করান নি।

    আর এগুলো ফ্যাক্ট, কাদা ছোঁড়া নয়।}8>X

    সুব্রত মিত্রর কথা ঠিক জানি না, তবে সৌমেন্দু রায় হয়তো বেঁচে আছেন, আছেন হয়তো দীপক চৌধুরীও। এঁদের বাড়ি খুঁজে খুঁজে বের করে জিজ্ঞেস করলেই হয়। -- খুঁজুন, খুঁজুন, খোঁজার অভ্যেস তৈরী করুন।

    "থ্রী ইডিয়ট্‌স্‌"-এর মত ডেমো দেওয়া গেল না বলে দুঃখিত।
  • dd | 59.207.59.56 | ২০ জুলাই ২০১৭ ১১:২২367573
  • এই রেঃ। আবার আমি এসে পড়েছি - বকের মতন। তা হোক। নস্টালজি শোনাই।

    ঋত্তিক ঘটক মারা গেছেন - তার স্মরণ সভা। বক্তৃতার পর অযান্ত্রিক সিনেমার শো। সাউথ ক্যালকাটা ফিল্ম সোসাইটির সভায় শেষ বক্তা ছিলেন সত্যজিত। তিনি, মোটামুটি কল্লোল যা লিখেছে সেটাই বললেন। "আমাদের মধ্যে একজনই কোনো রকমেই হলিউড থেকে ইন্ফ্লুয়েন্সড হন নি, এবং উনি ঋত্তিক ঘটক"। মেলোড্রামার কথাও বললেন- অযান্ত্রিকের কয়েকটা সীন বর্ণনা করে দেখালেন নাটকীয়তার ব্যবহার। এই পর্যন্ত্য ঠিক ছিলো, কিন্তু ব্যক্তি ঋত্তিকের কথা বলতে গিয়ে সত্যজিত কেঁদে ফেললেন। বললেন "উনি তো আত্মহননের পথ ধরেছিলেন"।এবং আবেগরুদ্ধ সত্যজিত তাঁর কথা আর শেষ করতে পারলেন না।

    আমার নকু বন্ধুরা চটেই কাঁই। বলে ওসব অ্যাক্টো হচ্ছে। ব্যাটা হিপোক্রিট।নকুরা প্রথম থেকেই সত্যজিতের ঘোর বিরোধী ছিলো। এবং সব ব্যাপারেই রাজনৈতিক দোষ ত্রুটি নিয়ে গাদা প্রবন্ধ লিখতো। এবং অজস্র ভিত্তিহীন কেচ্ছাও ছড়াতো।

    সেই ট্র্যাডিশন ........
  • dd | 59.207.59.56 | ২০ জুলাই ২০১৭ ১১:২৮367574
  • আরো সম্পুর্ণ অপ্রাসংগিক কথা জানাই।

    আমার আর্লি,ও মধ্য কৈশোর ও যইবনে দু দল ক্রিয়েটিভ লোকেদের সাথে খুব যোগাযোগ ছিলো। এক তো আর্টিস্ট (ছবি আঁকিয়ে) আর অন্যটা নাটকের দল।

    এই দুই দলেই যেরকম ভয়ানক ঈর্ষা এবং ক্ষতিকর পি এন পিসির আদান প্রদান ছিলো পরে কর্পোরেট লাইফেও সেই স্তরে কেচ্ছাবাজী দেখি নি।

    হয়তো এটা ক্রিয়েটিভ লাইফেরই একটা অংগ। লতায় পাতায় জড়িয়ে থাকে। কে কত "ভিতরের খবর" জেনে এসে হাড়ী ফাটাতে পারে তার যেন কমপিটিশন হত।

    কোনো সাক্ষী সাবুদ নেই।
  • PT | 213.110.242.7 | ২০ জুলাই ২০১৭ ১১:২৯367575
  • যাঁর সম্পর্কে কথা তাঁর মুখেই শোনা যাক "ছুটে" যাওয়ার গপ্পের সঠিক বিবরণঃ
    How did you get associated with Satyajit Ray?
    That is a funny story. One day, one of my friends was coming to my house and I met him on the street. He started asking seemingly inconsequential questions like ‘Where are you going?’ (fully knowing that I was going to Coffee House), ‘What were you doing since morning’ and so on. While he was talking to me I could make out that he was signalling to someone on the other side of the street with his eyes. So I asked, ‘Who is that person?’ to which he replied, ‘He is Satyajit Ray’s assistant. They are looking for Apu for the sequel of Pather Panchali. Since you don’t hold Bengali cinema in particular esteem we are not sure if you will agree.’ So I told him that after Pather Panchali I could not have any questions on Satyajit Ray and we boarded a bus then and there and reached Mr Ray’s home. The moment I entered, he commented, ‘Oh, you are too grown up for the college-going Apu.’ ........After that I used to visit him occasionally. .........
    https://thereel.scroll.in/827001/soumitra-chatterjee-on-working-with-satyajit-ray-our-wavelengths-matched

    "মনে রাখবেন সৌমিত্র তখন কিন্তু অপরিচিত মুখ। ও তেমন নাম করা কেউ নন।"
    তা সত্বেও প্রথম ৩ বছরেই অ-সত্যজিত ছবির সংখ্যাই বেশী?
    অপুর সংসার (১৯৫৯)
    দেবী (১৯৬০)
    ক্ষুধিত পাষাণ (১৯৬০)
    তিন কন্যা (১৯৬১)
    ঝিন্দের বন্দী(১৯৬১)
    পুনশ্চ (১৯৬১)
    স্বয়্মবরা (১৯৬১)
    স্বরলীপি (১৯৬১)
    (সৌমিত্র সংক্রান্ত আলোচনাটা ক্রমশঃ নন্দীগ্রামে শিশুদের টুকরো করে মাটিতে পুঁতে দেওয়ার দিকে যাচ্ছে...)
  • B | 127.194.229.86 | ২০ জুলাই ২০১৭ ১১:৩২367576
  • হ্যা, হ্যা , হ্যা, হ্যা
    }8>DD
  • ঘচাং ফু: | 116.203.132.122 | ২০ জুলাই ২০১৭ ১১:৩৪367578
  • তাহলে আপেল আর কমলালেবুর তুলনা বন্ধ রাখলেই তো হয়!

    দেবব্রত আর জোন বায়েজের তুলনা হয় কি আদৌ?
  • B | 127.194.229.86 | ২০ জুলাই ২০১৭ ১১:৩৪367577
  • যাঃ, মাঝে একটা পোস্ট ঢুকে পড়লো,
    ইগনোর, ইগনোর, ইগনোর।
  • lcm | 109.0.80.158 | ২০ জুলাই ২০১৭ ১১:৩৫367579
  • এনাদের সিনেমা দিয়ে অনেক শিল্পী ফিল্মে মেরিয়ার শুরু করেছেন।

    --- সত্যজিৎ ---
    সৌমিত্র চট্টোপাধ্যায় - অপুর সংসার
    শর্মিলা ঠাকুর - অপুর সংসার
    অপর্না সেন - সমাপ্তি (তিন কন্যা)
    সন্তোষ দত্ত - পরশ পাথর
    জয়া ভাদুড়ী - মহানগর
    দীপংকর দে - সীমাবদ্ধ
    ধৃতিমান চ্যাটার্জি - প্রতিদ্বন্দী
    বিপ্লব চ্যাটার্জি - প্রতিদ্বন্দী
    বরুন চন্দ - সীমাবদ্ধ
    কুশল চক্রবর্তী - সোনার কেল্লা
    প্রদীপ মুখার্জি - জন অরণ্য

    --- মৃণাল --
    শুভেন্দু চ্যাটার্জি - আকাশ কুসুম
    রঞ্জিত মল্লিক - ইন্টারভিউ
    মমতাশংকর - মৃগয়া
    মিঠুন চক্রবর্তী - মৃগয়া
    সাধু মেহের - ভুবন সোম
    শ্রীলা মজুমদার - পরশুরাম / একদিন প্রতিদিন
    অঞ্জন দত্ত - চালচিত্র

    --- ঋত্বিক ---
    অনিল চ্যাটার্জি - নাগরিক
  • dc | 121.93.226.242 | ২০ জুলাই ২০১৭ ১১:৪৬367580
  • অদ্ভুত একটা এজেন্ডা ! কিছুতেই 'ঋত্বিক এবং সত্যজিৎ' হবেনা , 'ঋত্বিক ভার্সেস সত্যজিৎ' হতেই হবে !
  • dc | 121.93.226.242 | ২০ জুলাই ২০১৭ ১১:৪৮367583
  • ডিডি আপনাকে ধন্যবাদ ঋত্বিক স্মরণের বিষয়টি উল্লেখ করার জন্য, কিন্তু তাতে চিঁড়ে ভিজবে কি ?
  • PM | 116.67.122.148 | ২০ জুলাই ২০১৭ ১১:৪৮367581
  • কোনো পরিচলক ( সত্যজিত রায় হলেও) এই ক্ষমতা রাখেন যে কোনো অভিনেতা কে সারা জীবনের জন্য অন্য ফিল্মে কাজ করা থেকে বিরত রাখতে পারেন--এটা ভাবাটাই অন্যায়। এটা কাইন্ড অফ বন্ডেড লেবার--তাতে তপেনবাবুই বা এরকম অপমানকর সর্তে রাজী হয়ে নিজের শিল্পী সত্ত্বার অপমান করবেন কেনো?

    অন্যদিকে আমি ব্যক্তিগত ভাবে তপেনবাবু আর ওনার স্ত্রী কে চিনতাম। ওনার স্ত্রী অভিনেত্রী শিউলী মুখার্জ্জী আমার মায়ের বন্ধু ছিলেন। সেই সুত্রে এটুকুই বলছি PT যে ওনার শারীরিক সমস্যা ( তার সাথে মানসিকও) কে কারন হিসেবে দেখাচ্ছেন সেটা খুব ভুল নয়। তার সাথে অন্য কারন-ও থাকতে পারে অবশ্য, যা আমার জানা নেই।

    ওনাদের কাছ থেকে শোনা কথার সুত্রে আরো কিছু বলতে পারতাম--- কিন্তু সেটা এই টইয়ের বিষয় নয়, তায় আমার কাছে কোনো লিন্ক বা রেফারেন্সও নেই--তাই বিরত রইলাম।
  • ঘচাং ফু: | 116.203.132.122 | ২০ জুলাই ২০১৭ ১২:১৮367584
  • ভিজবে না। চিঁড়ে তো নয়, চ্যাপ্টানো লোহা।
  • সিকি | ২০ জুলাই ২০১৭ ১২:২৭367585
  • টুইডল ডি, টুইডল ডাম ...
  • lcm | 109.0.80.158 | ২০ জুলাই ২০১৭ ১২:৩৮367586
  • সত্যজিৎ-এর বিরুদ্ধে সিনেমাতে রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে যে অভিযোগ ছিল, যেমন,
    ...the Calcutta of burning trams, communal riots, refugees, food shortages ... etc, not depicted as vividly in his films...
    এবং ... a group of critic charged him with lack of political commitment...

    বিশেষ করে সমসাময়িক অন্য দুজন পরিচালক মৃণাল এবং ঋত্বিক এর তুলনায় যখন -
    In comparison with overtly Marxist anger of filmmaker Mrinal Sen or the splintering political intensity of the director Ritwik Ghatak, then, Ray seem a remote Olympian figure, fastidiously withdrawing from present day turmoil into the safe enclave of Tagorean past, or even into juvenile fantasy like Gopi Gayen Bagha Bayen...

    এসবের উত্তর কিন্তু উনি দিয়েছিলেন বিভিন্ন ইন্টারভিউতে।

    বলেছেন - "I have deliberately not used political issues as such in my films because I have always felt that in India politics is a very impermanent thing. I still believe in the individual person rather than in a broad ideology which keeps changing all the time..."

    সমসাময়িক রাজনীতি নিয়ে আর এক জায়গায় বলেছেন, "... I find politics a very very confused and changeable thing, and I think there is something corrupt about politics. People I am friendly with belong to the left, inevitably, but in a moment of crisis I have seen them not act in the desirable way..."

    আর একটা কথাও এক জায়গায় বলেছিলেন, "...Films cannot change society. They never have... "
  • B | 127.194.229.86 | ২০ জুলাই ২০১৭ ১২:৩৯367587
  • "তুই যে কোনও রোল দে, যে কোনও রোল, উনি সেই একইভাবে ডায়ালগ বলে যাবেন।"

    - অরিন্দম অ্যাবাউট মুকুন্দ, ভিস্‌-আ-ভিস্‌ মুকুন্দ অ্যাবাউট অরিন্দম,... অরিন্দম অ্যাবাউট মুকুন্দ, ভিস্‌-আ-ভিস্‌ মুকুন্দ অ্যাবাউট অরিন্দম।

    অ্যাণ্ড ইট গোজ্‌ অন অ্যাণ্ড অন অ্যাণ্ড অন.....
  • Rabaahuta | 233.186.131.88 | ২০ জুলাই ২০১৭ ১২:৪৫367588
  • এসেম দেখি খুবই রুচিহীন ও থাউকা কথা বলেন। ইস্ত্রী করা, ছোক ছোক, মৃগী রোগী ইত্যাদি রুচিহীন, অথবা অপ্রয়োজনীয় ছৌনাচের মত থাউকা।
    সে অবশ্য এমন কিছু না, কত লোকেই বলে। তবে এতে করে হয় কি, যাদের পক্ষে তর্ক করা হয় তাদের ওপর নিতান্ত দেওয়ালে বসা লোকও রেগে যায়।
    অবশ্য সেও এমন কিছু না। কেন্দ্রগতঙ্গ নিরিবিশেষণ্চ, আমিও সেই কথাই বলি।
  • T | 165.69.109.92 | ২০ জুলাই ২০১৭ ১৩:০৪367589
  • এই 'বনাম সত্যজিত' পালা অভিনয় হয়ে চলেছে কারণ যেটা দিয়ে শুরু হয়েছিল সেই নাচের দৃশ্য বা গুগাবাবা নিয়ে কিছু বক্তব্য রাখার ইচ্ছে সম্ভবতঃ কেচ্ছাকারীদের নেই। এদিকে আমজনতা দুচার কলি সত্যজিত গেয়ে ফেললেই হৈ চৈ শুরু হয়ে যায়। 'অ্যাই দ্যাকো, স্বয়ং ডেভিড হেয়ারবার্নার যা বলেছেন তা এরা মানছে না'। কিংবা হুতোদা যেমন লিখেছে গলার হার ও গোবর, দ্যাখো সেই সরল সরস সংযোগ। এঁরা জোর করে ঋত্বিক ঘটককে টেনে আনবেনই, যেভাবেই হোক, সেই সঙ্গে বনাম ইত্যাদি। ডিডিদা এই ট্র্যাডিশনের কথা জানিয়েছেন।

    এই ঋত্বিক মিলিশিয়ার মোডাস অপারেন্ডি খুবই মার্কামারা। কেউ কিছু বলার আগেই প্রথমে তেড়ে গাল দিয়ে দাও, তাপ্পর পালটা দুচার কথা এলেই, গুঁরুঁপুঁজোঁ হঁচ্চেঁ বলে চীৎকার, অভিমান ও বৈষ্ণবীয় ভাবধারায় অবগাহন করে দ্রিঘাংচু স্ট্যান্স ইত্যাদি প্রভৃতি। নিক্তি মেপে কিন্তু।

    তো এই এই বীরেরা আনন্দ সহকারে একটি ঋত্বিক টই খুলে কে কোথায় কি বলেচে সব একত্র করে রাখতে পারেন তো। কিছু না, আমজনতা এই ইন্ডেক্সিং এ কিছু স্বস্তি পায় আর কি।
  • lcm | 109.0.80.158 | ২০ জুলাই ২০১৭ ১৩:২১367590
  • একটু লড়াই এসব লাগে, এই ডিজিটাল ধস্তাধস্তি - এসব না হলে কেমন নিস্তরঙ্গ।

    #হোকতুলনা
    #হোকতুলোধোনা
  • T | 165.69.109.92 | ২০ জুলাই ২০১৭ ১৩:২৬367591
  • ঘচাং ফু: | 116.203.134.34 | ২০ জুলাই ২০১৭ ১৩:৩৭367592
  • হ্যাঁ মাইরি। এসব বনাম না করে ঋত্বিকের ছবি ইত্যাদি নিয়ে আলোচনা ডকুমেন্ট করুন। নইলে পরের জেনারেশনের কাছে ঋত্বিক ঘটক "কে" না হয়ে "কী" হয়ে যাবেন।

    (মানে না বুঝে থাকলে একবার ইএম বাইপাস ঘুরে নেবেন, দিব্যি জায়গা)
  • | ২০ জুলাই ২০১৭ ১৩:৪১367594
  • ৎি, খি খি
    ভিক্টিম প্লেয়িং বাদ গ্যাছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন