এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • গুপি গাইন বাঘা বাইন নিয়ে বাৎচিত

    Arnab913 লেখকের গ্রাহক হোন
    সিনেমা | ১৩ জুলাই ২০১৭ | ৪৭৩৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 57.15.1.119 | ২১ জুলাই ২০১৭ ০৩:২৫367628
  • সত্যজিত-সিপিএম-সৌমিত্র আর বাকিরা-তিনোমুল-উত্তমকুমার এইধরনের একটা অ্যালাইনমেন্ট আজকাল খুব পষ্টো ভাবেই চারিদিকে দেখতে পাই। খুব বিরক্ত লাগে।

    আর কিছু অভিনেতা-অভিনেত্রীরা যে সত্যজিত রায়ের সিনেমায় অভিনয় করার জন্য মুখিয়ে থাকতেন সেটি তাঁদের কথাবার্তা একটু শুনলেই বোঝা যায়। শর্মিলা ঠাকুরের একটি ইন্টারভিউতেই সেরকম শুনেছিলাম। মুম্বাইয়ের সিনেমা ছেড়ে চলে এসেছিলেন জাতীয় কিছু বলেছিলেন। তবে সেটা হয়তো গ্রেটফুলনেস থেকে। তাছাড়া বড় পরিচালকদের সাথে কাজ করার আরেকটি অ্যাট্রাকশন থাকে বিদেশি ফেস্টিভাল। সত্যজিত রায়ের সাথে কাজ না করলে সৌমিত্র কি হতেন সেতো বলা যায়্না। সত্যজিত রায় আমাকে পেয়ে বর্তে গেছেন এমন অভিনেতার সংখ্যা খুব কম বলেই মনে হয়।
  • S | 57.15.1.119 | ২১ জুলাই ২০১৭ ০৩:৫৫367629
  • ও হ্যাঁ ভুতের নাচ। আমার ছোটোবেলায় নাচটা একটু লম্বা লাগতো। কিন্তু ঐ নাচার দৃশ্যটার জন্যই হয়তো ভুতের ভয়টা ঠিক মাপমতন লাগতো। মানে অন্ধকার হয়ে যাওয়ার পরে হঠাত করে যদি কিম্ভুত কিমাকার একটা ভুত দুম করে সীনে আসতো, তাহলে হয়তো ভয়টা বেশি পেতাম (বিশেষতঃ খুব ছোটোবেলায়)। তাই মেনে নিতাম।

    এখন মনে হয় যে ভুতের নাচের বেশ কিছু অ্যাঙ্গেল আছে। যেমন কতরকমের ভুত। তাদের সাজগোজ। তাদের নাচের (চলা ফেরার) স্টাইল। আলাদা আলাদা মিউজিক। বাবু ভুতকে দেখলে পুরোনো কোলকাতার বাবুদের একটা জেনেরিক চিত্র মাথায় আসে, ইত্যাদি।

    জানিনা এই নিয়ে আগে কেউ লিখেছেন কিনা (সব পড়া সম্ভব হয়নি) - ভুতেরা নাচ করতে শুরু করেছিলো (রাজার আদেশে) গুপি আর বাঘার গান আর ঢোল শুনে (বাঘ চলে যাওয়ার আনন্দে)। আর তাদের রাজা খুশি হয়ে এসে (এন্জয় করেছে বলে) তাদের বর দেয়। কারণ যখন গুপি বাঘা দেখছে যে অশরীরীরা বেড়িয়ে আসছে বাঁশ বন থেকে তখন বাঘার পরামর্শে গুপি গানটা চালু রাখে। অতেব, নাচটা বোধয় থাকতই চিত্রনাট্যের ফ্লো অনুযায়ী। সেখানে পরিচালক কেন অমন দেখালেন (ক্লাস ডিভিশনের মতন কঠিন জিনিস আলোচোনায় বাদ রাখার চেস্টা করছি) সেইটা নিয়ে আলোচোনা হতেই পারে। সময়টাও মাথায় রাখতে হবে। কিন্তু যে জিনিসটা আমার এখন খুব ভালো লাগে সেটি হলো যে গান-ঢোল শুনে তাদেরকে গ্রাম থেকে অপমান করে বিদেয় করে দেওয়া হলো, সেই শুনিয়েই কিন্তু তারা বর পেলো। এইটে খুব ইন্টারেস্টিঙ্গ।
  • lcm | 179.229.10.212 | ২১ জুলাই ২০১৭ ০৪:১৩367630
  • ভুতনেত্য নিয়ে ডিসি-র পোস্টগুলো বেশ হচ্ছে - আরও হোক।
    ভূতের নেত্যর সিনটার টেকনলজি নিয়ে একটা ইন্টারভিউ-তে সত্যজিৎ একটু ডিটেইল্‌স্‌-এ আলোচনা করেছিলেন - কেউ সেটা পেলে দেখো, লিংক দিও।
  • S | 57.15.1.119 | ২১ জুলাই ২০১৭ ০৪:১৪367631
  • এইবারে আমিও একটু কুটকাচালি করি। গণশত্রু রিলিজ হয়েছিলো ১৯৮৯ সালে। ১৯৯২ এর পরে কেন সেই চিত্রসমালোচক আবার কাজ পেলেন না বা তপেন বাবু কাজ পেলেন না, সেই ব্যাপারটা কিন্তু শোনা কথার উপরে ভরসা বেশ কমিয়ে দেয়।
  • lcm | 179.229.10.212 | ২১ জুলাই ২০১৭ ০৪:২১367632
  • ও বাবা! সত্যজিৎ-এর সিনেমায় কাজ করার জন্য শুধু পশ্চিমবঙ্গ কেন, বম্বের শিল্পীরাও চাইত। মারা যাবার পর অমিতাভ বচ্চন তো ওপেনলিই আক্ষেপ করেছিলেন যে ওর কল আর এলো না (একবারই ওর কন্ঠ ব্যবহার করেছিল সত্যজিৎ)। আমজাদ খান-এর ইন্টারভিউ তে ছিল সত্যজিৎ-এর ডাক পাবার ওর অনুভূতির কথা।
  • Du | 57.184.8.117 | ২১ জুলাই ২০১৭ ০৫:৩৬367633
  • ভিডিওটা খুবই ভালো লাগলো শুনতে।
  • Atoz | 161.141.85.8 | ২১ জুলাই ২০১৭ ০৭:০৯367634
  • এলেবেলে,
    ভিডিওটার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। খুবই ভালো লাগলো।
  • S | 57.15.3.251 | ২১ জুলাই ২০১৭ ১০:৪১367635
  • "কেননা ভূতেদের মধ্যে ইন্টারনাল দ্বন্দ্ব বলে কিছু থাকতে পারেনা, একটা মিলনের পরিস্থিতি আসবেই যেটা মানুষের মধ্যে কিছুতেই সহজে হচ্ছে না-সেটা ভূতেদের মধ্যে একটা গানের মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে"

    ভুতেদের তো প্রাইভেট প্রপার্টি বলে কিছু হয়না, ফলে ক্লাসও নেই।
  • de | 24.139.119.175 | ২১ জুলাই ২০১৭ ১০:৫৬367636
  • ডিসির পোস্টগুলো বড়ো ভালো হচ্চে -

    ঋত থাকলে লিখতো - আগেই বলেচি, ডিসি সাংঘাতিক লোক!

    এলেবেলে টোট্যাল আউট অব কন্টেক্সটে আমার পোস্ট টেনে এনেছেন দেখলাম - কারণ কিসু বুঝলাম না! অবিশ্যি এই টইতে আমি ডিসি আর পিটিদার কিছু পোস্ট ছাড়া পড়ে সময় নষ্ট করার মতো কিছু পেলাম না -
  • sinfaut | 52.106.21.11 | ২১ জুলাই ২০১৭ ১৩:০১367638
  • একি সেই চেন্নাই এর ডিসি? যিনি ফিউচারিস্টিক গল্প, ফিলোজফি আর টেকনোলজি নিয়ে কথা বলেন? আর অ্যাটমিক ক্লকের কন্সিস্টেন্সি নিয়ে ডিমনিটাইজেশনে হবে হবে ভালোই হবে বলেন? কিমাশ্চর্যম।
  • T | 165.69.109.92 | ২১ জুলাই ২০১৭ ১৩:৫৯367639
  • তাই কি?
  • dc | 121.93.226.242 | ২১ জুলাই ২০১৭ ১৪:১৭367640
  • লেখাগুলো ভালো লাগছে জেনে ভালো লাগলো । আলোচনা চলুক, চলতে থাকুক । তবে এই dc চেন্নাই নিবাসী নয় , কলকাতাবাসী । T এর সোজাসাপ্টা কিছু বক্তব্য পরে উদোম হাসি পেয়েছে, ভালো লেগেছে । তেমনি আরো কেউ কেউ ।
  • dc | 121.93.226.242 | ২১ জুলাই ২০১৭ ১৪:২২367642
  • S

    IP Address : 57.15.3.251 (*) Date:21 Jul 2017 -- 10:41 AM

    "কেননা ভূতেদের মধ্যে ইন্টারনাল দ্বন্দ্ব বলে কিছু থাকতে পারেনা, একটা মিলনের পরিস্থিতি আসবেই যেটা মানুষের মধ্যে কিছুতেই সহজে হচ্ছে না-সেটা ভূতেদের মধ্যে একটা গানের মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে"

    ভুতেদের তো প্রাইভেট প্রপার্টি বলে কিছু হয়না, ফলে ক্লাসও নেই ।

    সঙ্গত কারণ এটা । আর যুদ্ধের একটা প্রিলুড হিসাবেও জিনিসটা প্রেসেন্ট করা হলো, একইসাথে যেটা সত্যজিৎ বলছেন যে ভূতেদের সাথে মনুষ্যসমাজের একটা juxtapose করা ।
  • sm | 52.110.167.174 | ২১ জুলাই ২০১৭ ১৪:২২367641
  • এ ডিসি সে ডিসি নয়!তাহলে সে ডিসি কোথায় গেলো?
    সেকি, এখানে আবার একবার উঁকি মারবে, চেন্নাই এক্সপ্রেস বা সংক্ষেপে সি এক্স নিক নিয়ে।
  • sm | 52.110.167.174 | ২১ জুলাই ২০১৭ ১৪:২৭367643
  • কাজ নেই বাবা ভূতেদের সঙ্গে এতো জাক্সটাপোস করা বা ঘেঁষা ঘেঁষি করার। একবার ভুতেরা ভালোবেসে নিজেদের কাছের লোক করে নিলে তো -হয়ে গেলো!
  • dc | 121.93.226.242 | ২১ জুলাই ২০১৭ ১৪:৩৮367644
  • তাই ? তো এখন বুঝি ভূতের রাজ্যে নেই আপনি ? ঋত্বিক তো কবেই সেই জ্যান্ত ভূতের নাচ দেখিয়ে গেলেন ( যুক্তি তক্কো গপ্পো) !
  • এলেবেলে | 212.142.70.63 | ২১ জুলাই ২০১৭ ২১:২০367645
  • “ইচ্ছাকৃতভাবে অংশ বিশেষ কোট করার পিছনে অন্য উদ্দেশ্য আছে সেতো বোঝাই যাচ্ছে”।

    ওসব দাবড়ানি দিয়ে লাভ নেই । কে কতটা কোট করবে বা কে কাকে কখন কোট করবে সে ব্যাপারে অকারণ জ্যাঠামি দেখিয়েও খুব একটা সুবিধা হবে না । বিশেষ করে এখানে সবাই যখন কোট করছেন তাঁদের নিজেদের মতো করে, সেখানে বিশেষ কাউকে এই সব বলার পেছনে ‘অন্য উদ্দেশ্য’টা খুব পরিষ্কার । কেউ ‘কনভেনিয়েন্টলি কল্লোল আর বি বাবুর পোস্ট বাদ দিয়ে বাকিদের খুচখাচ মন্তব্য’ তোলেনি । তোলেনি কারণ কল্লোলবাবু বা B ‘বদনাম সত্যজিৎ’ করেছেন কিনা সেটা স্বতন্ত্র ব্যাপার কিন্তু ‘বনাম সত্যজিৎ’ যাত্রাপালা শুরু করেননি । ১৭ই জুলাই ১২.৩৭ এর আগে ঋত্বিকের নামটা পর্যন্ত উচ্চারিত হয়নি । কল্লোলবাবু ‘গুগাবাবা সিরিজের গপ্পোগুলো তো এসেনশিয়ালি ক্লাস কোলাবরেশনের গপ্পো’ বলার সৎ সাহস দেখিয়েছেন যাকে এখনও পর্যন্ত কেউ তথ্য সহকারে খণ্ডন করার মুরোদ দেখাতে পারেননি । আর এই টইতে একা B যে লেভেলে লিখেছেন বাকি সব্বাই মিলে ব্যাপক ঢক্কানিনাদ সহকারে তার ধারেকেছে পৌছতে পারেননি । প্রথম মন্তব্যটি থেকে শুরু করে আজ অবধি আপনি ঠিক কতটা কেশ উৎপাটন করেছেন তাও সবাই দেখেছেন । এই নোংরামিটা এক্সপোজড হওয়াতেই এত গাত্রদাহ তা বড্ড স্পষ্ট । নিজে যখন ‘কিলিকবাজি’তে ওস্তাদ তখন নিজেই সমস্ত ব্যাপারটা আর একবার চোখ বুলিয়ে নিন । একা না পারলে মাঠের পাশে দাঁড়িয়ে দু’লাইন লেখার ক্ষ্যামতাহীন আপনার খঞ্জনিবাদকদের না হয় সাহায্য করতে বলুন ।

    ‘সন্দীপন ইত্যাদি তো দূরের ব্যাপার, কাউকে পাম্পড আপ বেলুন, ছেঁদো এইসব বললে লোকে একটু তুম কৌন হনু হো এইটা একটু ঠারেঠোরে জানতে চাইবে’। সব কিছু ১৮ই জুলাই রাত ৯.৫৪র পোস্টে পরিষ্কার বলেছি এবং তারপর আর কেউই এ নিয়ে উচ্চবাচ্যও করেননি । ‘তুম কৌন হনু হো’ জাতীয় শখের গোয়েন্দাগিরি না চালিয়ে বরং ‘ওই আট মিনিট এঞ্জয় না করতে পারলে’ জীবন কেন বৃথা সে বিষয়ে লিখতে বললে স্রেফ পাশ কাটিয়েছেন । এক হপ্তা পার হয়ে গেলেও গুগাবাবা নিয়ে যখন কিছুই ‘মৌলিক বিশ্লেষণ’ করতে পারেননি তখন আপনার শিকারী বেড়ালত্বের গোঁফ অনেকেই চিনে ফেলেছেন । তাই প্যাংলা কার্তিকদের বাইসেপ ফোলানোর প্রতিশ্রুতিতে ভবি ভুলবে না । চোতাপত্তর রেডি করুন আর সেটাকে খানিক নাক ঘুরিয়ে ‘মৌলিক’ বলে চালিয়ে দিন তাতে কোনও অসুবিধা নেই ।

    এ টই কারও পৈতৃক জমিদারি নয় । এখানে গুরুরা খেলবে, চণ্ডালরাও । তাদের ঘামের গন্ধে আপনাদের গা গোলালে তাদের বয়ে গেছে সে নিয়ে ভাবতে । মহানগর@কলকাতায় অরুণ মুখোপাধ্যায় আমাকে বলা ‘ধুর’ আর কল্লোলবাবুকে বলা ** জুড়ে কী যেন একটা বেশ বলত । ওইটা বললে আপনাকে অযথা গুরুত্ব দেওয়া হবে বলে এতটা টাইপ করলাম ।

    এই মুহূর্ত থেকে আপনার প্রতিটি মন্তব্য স্রেফ ইগনোর করব । শুভ রাত্রি ।
  • সিকি | ২১ জুলাই ২০১৭ ২১:২২367646
  • ইশ! একটু আগে থেকে করলে কয়েকটা বাইট বাঁচত।
  • এলেবেলে | 212.142.70.63 | ২১ জুলাই ২০১৭ ২১:২৮367647
  • সত্যজিৎ সম্পর্কিত চর্চায় যে তিনটে ভুল ভাঙ্গা দরকার :

    “সৌমিত্র তার ইন্টারভিউ তে স্পষ্ট বলেছেন তিনি সত্যজিতের কাছে ছুতে গেছিলেন অপরাজিত করতে”।
    সৌমিত্র নিজে যা বলেছেন — ‘পথের পাঁচালী’ ছবির পরে সত্যজিৎ রায় ‘অপরাজিত’ শুরু করবেন, তাই ‘অপু’ চরিত্রের নতুন মুখ খুঁজছেন। আমার বন্ধু অরুণ, তার বন্ধু নিতাই দত্ত আমাকে সত্যজিৎ রায়ের বাড়ি নিয়ে গেলেন। ঘরে ঢুকতেই সত্যজিৎ রায় বললেন, ‘ওহো, আপনি তো বড্ড বড়ো হয়ে গেলেন। বড্ড লম্বা। ঠিক আছে, বসুন’।
    আমরা দু’জন বসলাম। আলাপ হল। কথাবার্তার ফাঁকে তিনি আমাকে ওঁর প্রোডাকশন ম্যানেজার অনিল চৌধুরীর পাশে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন, ‘আপনার হাইট কত?’
    আমি পাঁচফুট এগারো ইঞ্চি শুনে বললেন, ‘আপনি তো বড্ড বেশি লম্বা হয়ে গেলেন। ঠিক আছে’।
    সেই প্রথম আলাপ। তারপর যখন উনি ‘অপুর সংসার’ ছবি করবেন ঠিক করলেন, তখন আবার আমাকে ডেকে পাঠালেন। ওঁর সঙ্গে কাজ করতে আমার কোনোদিন কোনো অসুবিধে হয়নি।

    শর্মিলা ঠাকুর যা বলেছেন — স্কুল পাস করে ‘শেষ অঙ্ক’ ও অন্যান্য বাংলা ছবি করার পর আমি বম্বে যাই ‘কাশ্মীর কি কলি’তে অভিনয় করতে। কমার্শিয়াল ছবিতে কাজ করার ব্যাপারটা মানিকদা ভালো মনে মেনে নিয়েছিলেন বলে আমার মনে হয় না। ...
    মানিকদা সব সময়েই অন্যদের কন্ট্রোল করতে চেয়েছেন। তাঁকে ঘিরেই অন্যরা পরিচিত হোক সব সময়ে এটাই চেয়েছেন। বংশীদার অবশ্য একটা আলাদা আইডেনটিটি ছিল। সুব্রতও শেষ পর্যন্ত চলে যায়। অনেকের মতো ওর ইগোও ওই রকম ছিল, আমার সঙ্গে কাজ করতে গেলে শুধু আমার সঙ্গেই থাকতে হবে। অন্য কারও সঙ্গে কাজ করা চলবে না। আমার মনে হয়, উনি ভাবতেন এই ‘কাশ্মীর কি কলি’ জাতীয় ছবি বাজে ব্যাপার।
    মানিকদা মনে করতে পারেন, তবে অভিনয়ের সামান্য যতটুকু আমি শিখেছি তা কিন্তু হিন্দি ছবি করার দৌলতেই। ... অনেক পরে শুনেছিলাম, ‘শতরঞ্জ কে খিলাড়ী’-তে অভিনয় নিয়ে সঞ্জীবকুমার মোটেই খুশি ছিলেন না। সঞ্জীবকে মানিকদা এতটুকু লিবার্টি দিতেন না। ... অথচ সাইদ জাফরিকে প্রচুর লিবার্টি দিয়েছেন। মানিকদার এই ব্যক্তিগ পছন্দ-অপছন্দের ব্যাপারটা খুব ছিল।

    “ভীষণ রকম উচ্চ ধারণা পোষণ করতেন। বলেছিলেন -নায়ক ফিল্মে আমার পরিচালনায় গলদ থাকতে পারে উত্তমের অভিনয়ে নয়”।
    শর্মিলা বলেছেন — মানিকদা নিজে সব কাজ করতে পারতেন। ... অভিনয়ও করতে পারতেন। ‘নায়ক’-এ উত্তমকুমারকে ডিরেকশন দিতেন, দেখতাম যা করে দেখাচ্ছেন আর উত্তম যা করছেন তা তার তুলনায় অন্তত পঞ্চাশ ভাগ কম। ট্রেনের ট্রাকগুলো পাস করছে আর নায়ক সুইসাইড করার কথা ভাবছে ও জীবনটাকে পিছিয়ে গিয়ে দেখছে, সেই দৃশ্যটা মানিকদা অভিনয় করে দেখিয়েছিলেন। তাঁর ডায়লগ ডেলিভারি ... অল উত্তম ডিড ওয়াজ টু ট্রাই অ্যান্ড ডু।
  • S | 57.15.9.105 | ২১ জুলাই ২০১৭ ২২:০৯367649
  • "শর্মিলা ঠাকুর যা বলেছেন" - এইটা পড়ে মনে হচ্ছে যে আপনি যা লিখেছেন শর্মিলা ঠাকুর সত্যজিত রায় সম্বন্ধে এর বেশি কিছুই বলেননি।

    এইটার লিন্ক বোধয় আগেও দেওয়া হয়েছেঃ



  • এলেবেলে | 212.142.70.63 | ২১ জুলাই ২০১৭ ২২:৫৩367650
  • এখানে কেউ এত নির্বোধ নন যে শর্মিলার বক্তব্য পাতার পর পাতা টাইপ করবেন । শর্মিলা রাত ৯.২৮ এর কথাগুলো বলেছেন কিনা সেটাই মূল ব্যাপার ।
  • cm | 127.247.100.50 | ২১ জুলাই ২০১৭ ২৩:০৩367651
  • S কে ধন্যবাদ।
  • PT | 125.187.44.37 | ২১ জুলাই ২০১৭ ২৩:১২367652
  • এখন ঠিক কি নিয়ে আলোচনা চলছে?
  • dc | 113.215.54.117 | ২১ জুলাই ২০১৭ ২৩:৩২367653
  • এলেবেলের দেয়া নবারুণ ভট্টাচার্যের ইউ টিউব লিংকটা আগেও দেখেছি , সেখানে ঋত্বিক সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা আছে নিঃসন্দেহে আবার যথারীতি এক্স-নক্সাল হিসেবে ঠারেঠোরে সত্যজিৎ কে আক্রমনও বাদ যায়নি ! যে কথাটা উনি চেপে গেছেন সেটা তারকোভস্কি একজন বড় ফিল্ম মেকার হয়েও কিভাবে নিজের দেশ তৎকালীন সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন এ নিদারুন ভাবে ব্রাত্য এবং প্রায় অপাঙতেও হয়ে গেছিলেন । ফর্মালিজম এর দোহাই দিয়ে দিনের পর দিন তাকে কাজ করতে দেয়া হয়নি,নানান অন্তরায় সৃষ্টি করে তার প্রতিভা কে নির্লজ্জ ভাবে অপমান করে প্রায় দেশছাড়া করা হয়েছিল । এরকম উদাহরণ অবশ্য অনেক আছে,বলতে গেলে শেষ হবেনা । সুতরাং , marie tyler বা এইসব রোমহর্ষক নামগুলো ওনার মুখে শুনতে ভালোই লাগে কিন্তু তথ্য বিকৃতই থেকে যায় যেহেতু উনি "যুক্তি তক্কো গপ্পো" তে ঋত্বিক , নক্সাল নেতাদের বিশেষ করে , যে সমালোচনাগুলো করেছিলেন সেই প্রসঙ্গ সযত্নে এড়িয়ে যান ! এখন মনে হয় পৃথিবীব্যাপী মোটামুটি সবকটি দেশেই (কিউবা ছাড়া) সমাজতন্ত্রের নামে প্রহসন এবং নির্যাতন,যা তাদের পতনের মূল কারণ,মানুষ কে সহ্য করতে হয়েছে আমাদের সত্যজিৎ , ঋত্বিক অন্তত সেইদিক থেকে নিস্তার পেয়েছেন । কারণ এরা যেখানে যেখানে ক্ষমতায় এসেছে সেখানেই শিল্পীর স্বাধীন মত এবং চিন্তাভাবনার উপর খড়গহস্ত হয়েছে , তাদের চরিত্রহনন থেকে শুরু করে , নির্বাসন দেয়া , বিলোপ করা , হেনো পাপ কাজ নেই যা করতে দ্বিধা করেনি । ঠিক সেই মানসিকতার প্রতিফলন এখানেও কিছু কিছু মানুষের মধ্যে একইভাবে প্রকট দেখতে পাচ্ছি । অথচ দেখুন , S যে লিংকটা শেয়ার করলেন একটু আগে সেখানে কিন্তু এই ধরণের নোংরামি নেই !
  • dc | 113.215.54.117 | ২১ জুলাই ২০১৭ ২৩:৪৫367654
  • অবশ্য ঋত্বিক আর বাঁচলো কই ? তাকে তো কম্যুনিস্টরা আগেই শেষ করে দিয়েছিলো আর বাকি সত্যজিৎ , তার দায়িত্ব নিয়েছিল নক্সাল , সেই ধারা এখনো চলছে !
  • sm | 37.131.213.32 | ২২ জুলাই ২০১৭ ০০:১৩367655
  • এলেবেলে সৌমিত্র ও শীর্ষেন্দুর একটা ভালো ইন্টারভিউ এর লিংক দিলাম । আমার তো মনে হয়েছে সৌমিত্র সত্যজিতের কাছে ছুটে গিয়েছিলেন কোনো রোল পাবার জন্য।নিছক আড্ডা মারতে যান নি।
    বেশ ভালো কথোপকথন।শুনুন ভালো লাগবে। সবচেয়ে ভালো লাগবে শীর্ষেন্দুর বক্তব্য। উনি কেন অনুকূলের ভক্ত ;ইত্যাদি।কিছুটা হলেও ধারণা পাল্টাতে পারে।
  • sm | 52.110.149.163 | ২২ জুলাই ২০১৭ ০০:৩২367656
  • ১১ -১৫ মিনিট দেখলেও চলবে।
  • sm | 52.110.149.163 | ২২ জুলাই ২০১৭ ০০:৩৬367657
  • মানিক দা জিনিয়াস।তিনি যা করতে পারেন তাঁর পঞ্চাশ শতাংশ উত্তম করতে পারছে বা চেষ্টা করছে।ইটা শর্মিলার মত। কিন্তু স্বয়ং মানিক দা কি বলছে?
    আমার ডিরেকশনে ভুল থাকতে পারে কিন্তু নায়কে উত্তম নিখুঁত।
    কোনটাকে বেশি দাম দেব?
  • এলেবেলে | 212.142.70.48 | ২২ জুলাই ২০১৭ ০০:৪২367658
  • sm লিঙ্ক দিতে পারছি না বলে দুঃখিত । তবে সৌমিত্র-র লেখাটা (মানিকদার সঙ্গে বত্রিশ বছর) প্রকাশিত হয়েছিল নবকল্লোল, ৩২ বর্ষ, প্রথম সংখ্যায় । এই ভিডিওর ১২ মিনিট থেকে যেটুকু শুনলাম তাতে সত্যজিতের কাছে 'ছুটে' যাওয়ার ব্যাপারটা আদপেই নেই, লেখাটাতেও । আমার ফ্রি ওয়াই-ফাই নেই, আনলিমিটেড নেট সংযোগও । কাজেই আজ রাতে শীর্ষেন্দুরটা আর শোনা হল না । তবু লিঙ্কটার জন্য ধন্যবাদ ।
  • Atoz | 161.141.85.8 | ২২ জুলাই ২০১৭ ০০:৪৩367661
  • ভূতের ক্লাস নেই কে বল্লো? এই গপ্পেই তো দিব্যি একজন রাজা আছেন, তাঁর মন্ত্রী সান্ত্রী সেনাপতি অমাত্য বয়স্য থাকাও বিচিত্র নয়। আর রাজা আছেন মানেই প্রজাগণ আছেন, তাঁদের পদ অনুযায়ী মানসম্মানের তফাৎ থাকাও অসম্ভব নয়।
    ঃ-)
    আর অন্য সব ভুতের গপ্পো আমাদের হিসেবের মধ্যে নিলে বেম্মদত্যি মামদো ইত্যাদি যদি ধরা যায় তাইলে রীতিমতন আরো অনেক তফাৎ আছে।
    ভূষন্ডীর মাঠের সেই তিন সুন্দরী ভুতনি ---- ডাকিনি, পেত্নী আর শাকচুন্নী, যাদের অপরূপ রূপে ওলোটপালোট খেয়ে ভুত শিবু বলতো "শ্রীরাধিকে চন্দ্রাবলি/ কারে রেখে কারে বা ফেলি", সেই তাদের মধ্যে শিবুকে নিয়ে লড়াই চলছিল। ভুতেদের মধ্যে ঈর্ষা ইত্যাদিও আছে দেখা যাচ্ছিল। আর ওদের অবস্থা দেখে মাঠ জুড়ে বহু জাতির ভুতেরা ডিগবাজী খাচ্ছিল। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন