এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • গুপি গাইন বাঘা বাইন নিয়ে বাৎচিত

    Arnab913 লেখকের গ্রাহক হোন
    সিনেমা | ১৩ জুলাই ২০১৭ | ৪৭৬৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 83.197.98.233 | ১৯ জুলাই ২০১৭ ১০:০৩367528
  • হুম, গান থেকে সিনেমা, সিনেমা থেকে পরিচালকের জীবনী - তার মন্দ কাজের লিস্টি - প্রসঙ্গান্তর অবশ্যই
  • Rabaahuta | 233.186.229.222 | ১৯ জুলাই ২০১৭ ১০:১০367529
  • বেড়াল বৃদ্ধ হলে খুব গুরুগম্ভীর হয়ে যায়।
    ঐজন্যেই পাঠকেরা আশা করেন গুরু বেড়ালবিষয়ক বই ছাপে। বেড়ালের আয়ু খুব জরুরী জিনিস।
  • aranya | 83.197.98.233 | ১৯ জুলাই ২০১৭ ১০:১৫367530
  • বিশেষতঃ হুলো-রা। টি-এর হুলো-টির বর্ণনা পড়ে বেশ গুরুগম্ভীর মনে হয়
  • i | 147.157.8.253 | ১৯ জুলাই ২০১৭ ১০:১৮367531
  • রবাহুত ৯ঃ২৯
    দুঃশাসনীয়
  • T | 165.69.109.92 | ১৯ জুলাই ২০১৭ ১০:১৯367532
  • না না, এখনো প্রসঙ্গান্তর ঘটেনি। আরেক সেট 'কে কি কোথায় বলেচে' প্রিপারেশন চলছে। আরেট্টু বাদে পোস্ট করে থুড়িলাপ খাওয়া হবে।
  • | 144.159.168.72 | ১৯ জুলাই ২০১৭ ১০:২১367533
  • এই গোটা টইতে পিটির মতামত আগাগোড়া বেশ পছন্দ হল, ফর আ চেন্জ।

    ডিডিদাদা তো যথারীতি :-)))
  • | 144.159.168.72 | ১৯ জুলাই ২০১৭ ১০:২৩367534
  • একবার টেনেটুনে সাহিত্য তথা ফেলুদা এসে পড়লেই আমি নেমে পড়ব নিন্দে করতে। ;-))
  • dc | 121.93.226.242 | ১৯ জুলাই ২০১৭ ১০:২৬367535
  • @ Rabaahuta
    মানিক বাবুর এরকম একটি গল্পের নাম 'দুঃশাসনীয়'।
  • aranya | 83.197.98.233 | ১৯ জুলাই ২০১৭ ১০:২৯367536
  • ফেলুদা তো এসেছে, তবে সিনেমা ফর্মে, সোনার কেল্লা
  • কল্লোল | 59.207.58.170 | ১৯ জুলাই ২০১৭ ১১:১৩367538
  • দিন কতক গুরুতে আসা হয় নি।
    কেউ কেউ রেফারেন্স চেয়েছেন। তপেনকে অন্যদের কাজ না করতে দেওয়া। সেটা তপেনের ফিল্ম অভিনয়ের লিস্টি দেখলেই বোঝা যাবে।১৯৬৯ থেকে ২০১০ পর্যন্ত মত্র ৫টি সিনেমায় অভিনয় করেছেন।
    তপেন এতো খারাপ অভিনেতাও ছিলেন না।
    রবি ঘোষ ১৯৬৯ থেকে ১৯৯৭ পর্যন্ত সত্যজিতের সাথে ছাড়া ৩০টি ফিল্মে অভিনয় করেছেন।
    সন্দীপ রায়, হিমঘর ছাড়া আর একটাও পূর্ণ দৈর্ঘ্যের ফিল্ম করেন নি। এমনকি হিমঘরের পরিচালকএর লিংক দেখনে বাবুর পরিচয় পাওয়া যায়।
    হিমঘর ইউটিউবে আছে দেখুন ও নিজেরাই বিচার করুন, উৎপলেন্দু যদি কাজ পেতে পারেন, তবে সন্দীপ কেন নয়?
    তবে কি একটা মজার কথা - অশোক মিত্রের পোস্টার বা সুচিত্রাকে বাদ দেবার রেফারেন্স কেউ চাইলেন না।
  • pi | 57.29.213.131 | ১৯ জুলাই ২০১৭ ১১:২৫367539
  • তপেনবাবু বেশি সিনেমা করেননি, এটা কীকরে সত্যজিত রায় ওনাকে করতে দেননির রেফারেন্স হয় কল্লোলদা!! না করার হাজারট অন্য কারণ থাকতে পারে।
    তপেনবাবু কি কোথাও একথা বলেছিলেন বা অন্য কেউ বলেছেন?
  • ঘচাং ফুঃ | 131.241.218.132 | ১৯ জুলাই ২০১৭ ১১:৩৪367541
  • তপেন চট্টোপাধ্যায় মারা যাওয়ার পর মীর একটা সাক্ষাৎকার রি-টেলিকাস্ট করেছিলো। সেটা শুনে এরকম কিছু মনে হয়নি, এবং যদি এটা সঠিক হয়েও থাকে (যার চান্স আপাতত শুনে মিনিমাল মনে হচ্ছে) তাতেও তপেন চট্টোপাধ্যায়ের কোনো গ্রিভান্স ছিলো বলে মনে হয়নি। ইন্টারভিউতে আগাগোড়া গুগাবাবার সিলেকশন নিয়ে প্রচন্ড আনন্দ, সত্যজিতের রাথে কাজ করার আনন্দ ইত্যাদিই ছিলো। এই সিলেকশনটাও বেশ আচমকাই, কারণ অ্যাপারেন্টলি গুপীর স্কেচ দেখে বিজয়া রায় সত্যজিতকে বলেছিলেন - একে অনেকটা তপেনের মত দেখতে না? তার আগে অবধি একাধিক অডিশনেও অন্য কাউকে পছন্দ হয়নি। বিজয়া রায়ের কথা শুনে সত্যজিতের মাথায় খেয়ালটা আসে, এবং তপেনের অডিশন হয়। তার আগে অবধি সত্যজিতের বাড়িতে অন্য সুত্রে তপেনের যাতায়াত ছিলো।
  • PT | 213.110.242.6 | ১৯ জুলাই ২০১৭ ১১:৩৪367540
  • সন্দীপ রায়ের (বাবু) উইকিতে হিমঘরের উল্লেখ নেই। হিমঘরের পরিচালক সন্দীপ রায় প্রসঙ্গে একজন লিখছেনঃ "Maybe Dilip Roy's nephew, who also made the docu SOUMITRA REVISITED"
  • ঘচাং ফুঃ | 131.241.218.132 | ১৯ জুলাই ২০১৭ ১২:৩০367543
  • সরি, টেলিকাস্ট নয়, ব্রডকাস্ট হবে। রেডিওতে।
  • Rabaahuta | 233.186.229.222 | ১৯ জুলাই ২০১৭ ১২:৩২367544
  • দুঃশাসনীয়, ঠিক, এটাই মনে করতে চাইছিলাম, থ্যান্কিউ ছোটাইদি, ডিসি।

    অরণ্যদা, এই গল্পটা।
  • B | 127.194.224.208 | ১৯ জুলাই ২০১৭ ১৩:০৬367545
  • এ টই একদিনে অনেকটাই এগিয়েছে দেখছি।
    যতদুর আমার বক্তব্য নিয়ে হৈ চৈ, সেই নিয়ে:-
    ---------------------------------------------
    pi লিখেছেন সকাল ৯টা৩৪এ
    "সে যা হোক, আমার আপত্তি, রেফারেন্স না এলে।ছোটাইদির মত আমিও রেফারেন্স চাইছি। যদি না থাকে, তাহলে বোধহয় শোনা কথা, কতটা ঠিক জানিনা, এভাবে বলা বেটার। অন্ততঃ আপত্তির থাকে না।"
    ------------------------------------------
    এবার আমার লেখাটা দেখা যাক; আমি লিখেছিলাম ১৬ই জুলাই দুপুর ৩টে ১৪তে-
    "সেই সময় দেশ পত্রিকার চিত্র সমালোচক লেখেন যে মানিকবাবু 'গণশত্রু'কে শেষে 'গণশক্তি'তে পরিণত করলেন কেন কে জানে। এর জন্য অবশ্য তাঁর দীর্ঘ দিনের চাকরীটি যায়। শোনা যায় যে ঐ মন্তব্যের জন্য পরিচালকমশাই স্বয়ং দেশ-এর তৎকালীন সর্বেসর্বা সাগরময় ঘোষকে ফোন করে ওই ব্যক্তিকে ওই পদ থেকে অপসারণের কথা বলেছিলেন।"
    (সেদিন লিখি নি, আজ লিখছি যে উনি এর সাথে মূল গল্প 'এনিমি অফ্‌ পিপ্‌ল্‌' বা 'পিপ্‌ল্‌'স এনিমি'-র উল্লেখ করে তার শেষের নিরিখে এর শেষের ডিভিয়েশনের উল্লেখ করেছিলেন, যদ্দুর মনে পড়ে।
    -----------------------------------------
    ‘শোনা যায়’ অংশটুকু ছিল তো? এর পরেও রেফারেন্স চাইলে, ‘দেশ’এর সংখ্যা ধরে ধরে ওই সমালোচকের হঠাৎ মিলিয়ে যাওয়াটা দেখানো যেতে পারে, এবং অবশ্যই ওনার লেখা গনশত্রুর রিভিউ’এর আগে পরের সংখ্যার উল্লেখ দিয়ে। তা একটু সময়সাপেক্ষ, আর জানিনা সেটা বাধ্যতামূলক কিনা।
    **********************************************।
    বাকি 'এক যে ছিল রাজা' গানটি নিয়ে অরণ্যবাবু-র সাথে আমার আলাপ এবং তার ওপর বিভিন্ন ব্যক্তির মন্তব্য বা টীকা টিপ্পনী নিয়ে।

    সেক্ষেত্রে আমি আবারও বলছি যে আমার এবং অন্য অনেকেরই ওরকমই মনে হয়েছিল, এবং আজও হয়। সেটা সবাইকে মানতেই হবে এরকম কোন পুর্ব্বশর্ত দিয়ে আমি আমার বক্তব্য পেশ করি নি। অন্যেরাও তাই করেন কি?
  • B | 127.194.224.208 | ১৯ জুলাই ২০১৭ ১৩:১২367546
  • বাকি রইল, তপেন, সন্দীপ, হিমঘর ইত্যাদি। এগুলো নিয়ে কোন মন্তব্য আমি করি নি। না করেছি, সত্যজিৎবাবুর ব্যক্তিগত বা পারিবারিক জীবন নিয়ে।

    কিন্তু বহু কথার ফাঁক ফোকরে একটা সরলীকরণ করে আমার প্রতি/বিষয়ে রাখা বক্তব্যে ওগুলোকেও চালিয়ে দেওয়া হচ্ছে। সেটাও কি নতুন দস্তুর?
  • i | 131.44.197.165 | ১৯ জুলাই ২০১৭ ১৪:১৩367547
  • কল্লোল এবং B দুজনেরই নাম করে রেফারেন্স চেয়েছিল ছোটো আই, আমি। দুজনের কেউই সরাসরি উত্তর দেন নি আমাকে। ইচ্ছাকৃত অবজ্ঞা/ তাচ্ছিল্য না কারণবিহীন-সেটা আর এক্সপ্লোর করছি না। যদিও আমার নাম করা হয় নি অজুহাতে উত্তর দেওয়ার দায় এড়ানো যেত-সেটি আর করলাম না।

    কল্লোল১১ঃ১৩ -
    এই যদি রেফারেন্সের নমুনা হয় তো আমার কিছুই আর বলার নেই।
    আর আপনার মজার কথা মনে হল কেন জানি না-ঐ দুটি ঘটনা পূর্বেই লিপিবদ্ধ কোনো স্মৃতিকথায় বা সাক্ষাত্কারে/আলোচনায়। সম্ভবতঃ একাধিক। চর্চার অভাবে আমার কোনো নামই মনে পড়ছে না আর হাতের কাছে কোনো বইপত্র নেই যে দেখে বলি, এখানে পড়েছি। আর দ্বিতীয়তঃ অশোক মিত্র বা সুচিত্রাসেনের ঘটনায় কারোর কেরিয়ার নষ্ট করার অভিযোগ নেই অর্থাৎ হিমঘর এবং তপেন চট্টোপাধ্যায় সংক্রান্ত গল্পগাছার সঙ্গে তুলনীয় নয়। তো এই দুই খানি কারণেই রেফারেন্স চাই নি।
    ইতি কেউ কেউ ( চন্দ্রবিন্দু অ্যালাউড)

    B ১৩ঃ০৬ ও ১৩ঃ১২,
    ‘দেশ’এর সংখ্যা ধরে ধরে ওই সমালোচকের হঠাৎ মিলিয়ে যাওয়াটা দেখানো যেতে পারে' এটাকে আমি রেফারেন্স হিসেবে মানতে পারি না।অনেক ফাঁক থেকে যায় যুক্তিতে। হ্যাঁ 'শোনা যায়' অংশটি তো ছিলই। 'শোনা যায়' এর ভিত্তিতে সত্যজিৎ বলে নন, কারোর সম্বন্ধেই বলা যায় না - এঁর জন্য অমুকের চাকরি গেছে। এইটি আমার মত।

    হিমঘর বা তপেন চট্টোপাধ্যায় নিয়ে বক্তব্য আপনার নয়। কাজেই আপনার নামে 'চালাচ্ছি না'।

    ইতি

    ভূত মিলায়ে গেল
  • Rabaahuta | 233.186.229.222 | ১৯ জুলাই ২০১৭ ১৪:৪২367550
  • বোধয় কুট্টি-র রচনা, কমিক স্ট্রিপ ছিল। ঠাকুরদা বৃদ্ধ হয়েছেন। ঘি দিয়ে আলোচালের ভাত খেয়ে পেট ছাড়লো, তিনি ঝড়জলের রাতে দেহত্যাগ করলেন। পরদিন গোয়ালে এঁড়ে বাছুর জন্মালো।
    কিন্তু সে ঘাস বিচুলী খায়না, গাওয়া ঘি দিয়ে গরম ভাত খায়, ঠাকুরদার থালাবাটি তার পছন্দ। আসলে ঠাকুরদা বাছুর হয়ে জন্মেছেন। শীতে কম্বল গায়ে দিয়ে নরম বিছানায় ঘুমান। বাড়ীতে একটু অর্থাভাব নাতি নাতনিগুলো ঘি দুধ খেতে পায়না, কি করা যায়?
    ঠাকুরদার গোবর দিয়ে নিকানো উঠোন বেলা বাড়তে ঝকঝক করে উঠলো। ঠাকুরদা সোনার গোবর দিচ্ছেন। বাড়ীতে প্রাচুর্য দেখে ঠাকুরদা সোনার পালঙ্কে জাবর কাটেন। এমন সময় মহারাণীর কানে খবর গেল, পেয়াদা এসে ঠাকুরদাকে বেঁধে নিয়ে সোজা বিলেতে রানীর সমীপে চালান। কিন্তু নিষ্ঠাবান ঠাকুরদা ঠাকুমার বিরহে সেখানে অন্নজলত্যাগ করলেন ও ক্রমে দেহত্যাগ করলেন। রানী এই ত্যাগে আপ্লুত হয়ে দানধর্ম ও জানহিতকর কাজ করলেন অনেক।

    এর অকাট্য প্রমাণ আছে। নাতবৌমার গলায় পুরনো দিনের সীতেহার এখনো আছে, বিলেতে এখনো বহাল তবিয়তে আছে অক্সফোর্ড ইউনিভার্সিটি।
  • Atoz | 161.141.85.8 | ১৯ জুলাই ২০১৭ ২০:৩১367551
  • মাণিক বন্দ্যোপাধ্যায়ের আরো একটা(আরো বেশিও হতে পারে) ছোটোগল্প ও মনে হয় আছে পরণের কাপড়ের প্রচন্ড অভাব নিয়ে।
  • এলেবেলে | 212.142.99.145 | ১৯ জুলাই ২০১৭ ২২:১০367552
  • ‘মাননীয়’ এলেবেলে

    চাকরদের কেউ আপনি বলে ? তুমিও যেমন দিদিমণি !

    আরেক সেট 'কে কি কোথায় বলেচে' ।
  • dc | 113.215.54.117 | ১৯ জুলাই ২০১৭ ২২:৫১367553
  • চাকর বা মনিব সেটা বড় কথা নয় । সত্যজিৎ একবার কমিউনিস্ট পার্টি ৩ নং বারের জন্য ভেঙে যাওয়ার পর বলেছিলেন 'ভারত এ এখন ৩ টি কমিউনিস্ট পার্টি । এর কোনো সদুত্তর বা ব্যাখ্যা আমার জানা নেই' (হুবহু না হলেও,এটাই বক্ত্যবের সারমর্ম) । এখানে যারা তার গুস্টিউদ্ধার করতে নেমেছেন তাদের কাছে এই প্রশ্নের কোনো সদুত্তর আছে কি ?

    সুতরাং,প্রসঙ্গ যদি হয় গুগাবাবা আর বছর টা যদি হয় ১৯৬৯ (অফিসিয়ালি সিপিআই(ম-ল) এর প্রতিষ্ঠা) তাহলে এই অদ্ভুত সমাপতন এর সাথে এই সব অদ্ভুত অদ্ভুত ব্যাখ্যার (গুগাবাবার গান,শিশুমনে তার প্রভাব,ইত্যাদি) কোনো পারস্পরিক সম্পর্ক আছে কি ?
    by the way , 'শাখা-প্রশাখায়' কিন্তু এর একটা উত্তর পাওয়া গেলেও যেতে পারে !
    ভাবুন,ভাবুন আর ভাবা প্রাকটিস করুন !
  • sm | 52.110.133.180 | ২০ জুলাই ২০১৭ ০০:০১367554
  • ঋত্বিক ঘটকের কোন মেন্টাল হাসপাতলে চিকিৎসা হয়েছিল?
  • Atoz | 161.141.85.8 | ২০ জুলাই ২০১৭ ০০:২০367555
  • ওহ্হ্হ্হ, ডিডি!!!! অপূর্ব। দারুণ।
    "যার ভান্ডারে রাশি রাশি সোনাদানা ঠাসাঠাসি, দুঃখ তারো হয়", ইরে বাব্বা!
    সত্যিই তো, ইরে বাব্বা !!!!!
    ঃ-)
  • Atoz | 161.141.85.8 | ২০ জুলাই ২০১৭ ০০:৪৭367556
  • কাপড়ের অভাবের প্রচন্ড সমস্যা নিয়ে মাণিক বন্দ্যোপাধ্যায়ের আর একটা গল্প পেলাম, "রাঘব মালাকার"। উত্তরকালের গল্পসংগ্রহে আছে।
  • Du | 182.58.107.102 | ২০ জুলাই ২০১৭ ০১:০৪367557
  • এরপরেও সাহেবরা গোবরের মাহাত্ম্য বুঝলো না ঃ)))
  • MR | 76.25.30.92 | ২০ জুলাই ২০১৭ ০২:৩৪367558
  • সৌমিত্র চট্টোপাধ্যায় অনেকবার ইন্টারভিউ তে বলেচেন, যে উনি গুপী হোতে চেয়েছিলেন। কিন্তু সত্যজিত বলেন, যে গুপীর মুখে যে ভাব টি আছে, তার সাথে সৌমিত্র বাবুর মিল নেই। তাও উনি অনেক বার জোড়াজুড়ি করেন, কিন্তু, সত্যজিত রায় বলেন, না হে এবার টা থাক, অন্য কিচু ভাবলে ইত্যাদি। আমি মোটামুটি যেখানে ই যত ইন্টারভিউ আছে, পড়ি, কিম্বা দেখি, এরকম, কখনো শুনিনি, খোদ তপেন বাবুর মুখে, যে ওনাকে কোনো রোল কর্তে সত্যজিত রায় মানা করেচেন। তাছাড়া, তখন ওনাকে মানা, আর রবি ঘোষ এর বেলায় অসুবিধা নেই, এসব কষ্ট কল্পিত। এসব মাল গুরুতেই পাওয়া যাবে। বানিয়ে বানিয়ে নোংরামো।
  • aranya | 172.118.16.5 | ২০ জুলাই ২০১৭ ০২:৪৪367559
  • ইচ্ছাকৃত নোংরামো বলে একেবারেই মনে হয় নি। কল্লোল-দা বা বি, যা শুনেছেন বা পড়েছেন, তাই উল্লেখ করেছেন।
  • i | 130.17.83.143 | ২০ জুলাই ২০১৭ ০৩:১৮367561
  • এম আর,
    আপনার এই ধরণের কথায় কিন্তু একটি সম্ভাবনাকে( সে যতই সুদূরপরাহত হোক)সত্যি বলে প্রচার করার পক্ষই শক্তিশালী হয়।রেফারেন্স চেয়ে চেয়ে যে ব্যাপারটার বিরোধিতাই কাম্য ছিল আমার।

    রবাহুত কে একগাল হাসি। যা বলার সব বলে দিয়েছে এক পোস্টে।

    আপাততঃ এই টইতে না আসার চেষ্টা করছি। কাজকম্মের বড় ক্ষতি হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন