এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাংলা গেছে, ত্রিপুরা গেল কিন্তু বামপন্থীদের জ্ঞান ফিরছে কোথায়?

    Dipankar
    অন্যান্য | ০৫ মার্চ ২০১৮ | ২৫৩৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | 121.65.62.16 | ০৫ মার্চ ২০১৮ ১৭:৩২373359
  • আহা, ভেতরের খবরগুলো জানতে হবে তো।
  • sm | 52.110.148.87 | ০৫ মার্চ ২০১৮ ১৭:৩৩373370
  • এসব সর্বশিক্ষা ছেলে ভুলানো কথা। সবার মধ্যে শিক্ষা কেমন ছড়িয়ে পড়েছে, নিজেই মালুম করুন।
    মনরেগা জা বা ওই জাতীয় কিছু কংগ্রেস কে করতে হতোই। সে বামেরা ছিনিয়ে এনেছে, এমন কিছু নয়।
    মোদী ও উজ্জ্বল।, বেটি বাঁচাও এসব আনছে। প্রত্যেক দল ই এনে থাকে।এখানে তো বামেরা দাবি করেছে, আর মোদী হাতে ধরিয়ে দিলো এমন নয়।
    শর্ট টার্ম প্যাকেজ ,আমার কাছে অনেক বেশি কাজের। সারা ভারতের জন্য প্রকল্পের চেয়েও।
    কিছু রাস্তাঘাট পাকা হল, কিছু লোকাল ট্রেন বাড়ল, দু একটা এইমস হলো, বিশ্ব বিদ্যালয় হলো, এতেই আমি অন্তত খুশী।
    বাম আমলের শেষ দশ বছরের চাইতে কাজের দিক থেকে তিনো মূল অনেক এগিয়ে।
    যদি প্রোমোটার বাজি, সিন্ডিকেট বাজি বেশি করে, তিনো মূল ও যাবে, এ আর বড় কথা কি!
  • S | 194.167.2.96 | ০৫ মার্চ ২০১৮ ১৭:৪৩373377
  • "এসব সর্বশিক্ষা ছেলে ভুলানো কথা।"

    আপনি বলবেন আর আমরা মেনে নেবো? লিটারেসি রেট বেড়েছে। স্কুল ড্রপ আউট কমেছে।

    School dropout has declined from 80 lakh in 2009 to 30 lakh in 2012 due to the success of the Sarva Siksha Abhiyan programme, the government said today.

    The net enrolment ratio at the primary level has also jumped to 99.8 per cent since the launch of the ambitious scheme.

    https://timesofindia.indiatimes.com/home/education/news/Sarva-Siksha-Abhiyan-brings-down-school-dropout-rate/articleshow/20070933.cms
  • aka | 79.73.9.37 | ০৫ মার্চ ২০১৮ ১৭:৪৬373378
  • দে কলকাতা ২০১৬ তে দেখেছি প্রচূর কাজ হচ্ছে। এসব আগে কোনদিন দেখি নি, সেই মেট্রো ছাড়া। খড়দহে একটা কাচা রাস্তা পাকা করল দেখে বললাম দুই বছর লাগবে, দুই মাসে করে দিলে। ইন্ফ্রাতে প্রচূর কাজ হচ্ছে।
  • S | 194.167.2.96 | ০৫ মার্চ ২০১৮ ১৭:৪৮373379
  • "শর্ট টার্ম প্যাকেজ ,আমার কাছে অনেক বেশি কাজের। সারা ভারতের জন্য প্রকল্পের চেয়েও।"

    সিরিয়াসলি? মানে এটা লেখার আগে একবারও মনে এলোনা যে এর কি কি কুফল আছে?

    "কিছু রাস্তাঘাট পাকা হল, কিছু লোকাল ট্রেন বাড়ল, দু একটা এইমস হলো, বিশ্ব বিদ্যালয় হলো, এতেই আমি অন্তত খুশী।"

    এটা আপনি তর্কের খাতিরে বলছেন। অতেব আমি এটা ধরলাম না।
  • sm | 52.110.148.87 | ০৫ মার্চ ২০১৮ ১৭:৪৯373381
  • বুদ্ধ বাবু খারাপ কেউ বলেনি। কিন্তু শিল্পপতিদের দান ছত্র খুলে বসে ছিলেন। এই আর কি!নিরব মোদী আর মেহুল চক্সির কম্পানিতেও কয়েক হাজার লোক কাজ করে, তো এর কেউ বললেই তাকে তল্লাই দিতে হবে নাকি?
    শোনা যায় যে, গুজরাটে সেজ নীতির সুযোগ নিয়ে মেহুল কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিয়েছে। টাটা কে আমন্ত্রণ করলাম বা বিশ্ব বাণিজ্য সম্মেলন করলাম , ওতে শিল্পের বিশেষ কিছু উন্নতি হয় না।
    শিল্পের জন্য চাই সঠিক নীতি, ইনফ্রা স্ট্রাকচার, কেন্দ্রীয় সরকারের আনুকূল্য --আরো অনেক কিছু। অবশ্য এ আপনিই বেটার জানেন।
  • de | 24.139.119.171 | ০৫ মার্চ ২০১৮ ১৭:৪৯373380
  • তাহলে তো খুবই ভালো কথা - ইন্ফ্রাতে কাজ হলে কর্মসংস্থানও বাড়বে -

    নাঃ, এবার একবার কলকাতা আসতেই হবে -
  • de | 24.139.119.171 | ০৫ মার্চ ২০১৮ ১৭:৫১373382
  • সর্বশিক্ষা না থাকলে বিশ্ববিদ্যালয়ে আর এইমসে পড়বে কে? জনমুখী প্রকল্প আরো বেশী করে নেওয়া ছাড়া উপায় নেই - সবাইকে টেনে তুলতে হবে তো, শুধু ক্রিমি লেয়ার দেখলে হবে?
  • S | 194.167.2.96 | ০৫ মার্চ ২০১৮ ১৭:৫৩373383
  • "শিল্পের জন্য চাই সঠিক নীতি, ইনফ্রা স্ট্রাকচার, কেন্দ্রীয় সরকারের আনুকূল্য"

    এইটাই তো আসল কথা। দাদুর আমলে তিনটের একটাও ছিলোনা। বুদ্ধবাবুর আমলে তো সবকটিই তৈরী হচ্ছিলো, তাইতো আপনার প্রিয় দিদি ব্যাগড়া দিলেন। এখন দিদির আমলে নীতি অন্তত নাই।
  • PT | 213.110.242.4 | ০৫ মার্চ ২০১৮ ১৮:০২373387
  • "এসএফ-ডিওয়াইএফ পারতো ছাত্র-যুবদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়াতে। তা না করে শুধুই কলেজ দখল, শুধুই এলাকা দখল। উদ্বাস্তু কলোনীগুলোয় পাট্টা পাবার পর প্রোমোটারী চক্রকে কোথাও বাঁধা না দেওয়া। সবচেয়ে বড় কথা লড়াইয়ের ময়দান থেকে সরে যাওয়া। বাম সরকারের ভালো কাজের ফসল কেন হিন্দী বেল্টে তোলা গেলো না! কেন তেলেঙ্গানার অন্ধ্র, কেন শোলাপুর কমিউন, বম্বে সুতাকলের শ্রমিক চন্দ্রবাবু আর শিবসেনার খপ্পরে?"

    এই যে সিপিএম ও তার যুব সংগঠন কেন পারেনি, কেন করেনি এবং তাও একজন প্রাক্তন নকশালের আঙুল থেকে-শুনে আরো বিভ্রান্ত লাগে। আরেকটু পিছিয়ে গিয়ে......
    কেন সিপিআই আর তার ছাত্র সংগঠন কিছু করতে পারল না....
    কেন নকশালরা অস্ত্র হাতে নিয়েও কিছু করতে পারল না.....
    কেন সুসিরা অত রাস্তায় গড়াগড়ি দিয়েও কিছু করতে পারল না.......
    কেন কিষেণজীরা শ'চারেক লোককে কোতল করেও কিছু করতে পারল না.....
    আর ঐযে সিপিআইএমেলের দীপঙ্কর ভ্ট্টাচর্য যিনি মাঝে মধ্যেই কলকাতায় এসে বুদ্ধবাবুর মুন্ডুপাত করে যেতেন তিনি কেন বিহারে কিস্যু করতে পারলেন না.....
    এসবের কোন উত্তর পাওয়া যাবে নাকি? তার পরে নাহয় ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সিপিএমের কাঁটাছেঁড়া শুরু করা যাবে।

    সিঙ্গুর-নন্দীগ্রামের কালে আজিজুল হক নামক এক প্রাক্তন নকশাল অতিবদ অতিবামেদের কাছে ক্রমাগত কাতর অনুরোধ জানিয়ে গিয়েছিলেন যে আর যাই কর লাল পতাকা মাটিতে পড়তে দিও না। তখন ঠাট্টা-এয়ার্কি আর টিটকিরির বন্যা বইত বাইরে এবং এখানেও। যারা এখন বিস্তর জ্ঞানের ঝাঁপি খুলে বসেছে তারা তখন কি করেছিল আর ২০১১-তে কাকে ভোট দিয়েছিল সেটা আয়নার সামনে দাঁড়িয়ে ভেবে দেখতে পারে।
  • sm | 52.110.148.87 | ০৫ মার্চ ২০১৮ ১৮:০২373386
  • দিদি ব্যগড়া দিচ্ছে মানে কি?বুদ্ধ বাবু তো দশ বছর রাজত্ব করেছেন। দিদির গ্রাফ ট বেড়েছে শেষ পাঁচ বছর। আগের পাঁচ বছর কি বুদ্ধবাবু ঘুমোচ্ছিলেন?তার আগেও জ্যোতি বসুর আমলে বুদ্ধ, নিরুপম, সূর্য্য বড় বড় মন্ত্রী ছিলেন। জ্যোতি বসু কি তাদের হাত ধরে আটকে ছিলো নাকি?
    দুই, সির্বশিক্ষা অভিযান শুরু হয়েছে বাজপেইর আমলে। ইউপির আমলে নয়।
    তাই বামেরা ছিনিয়ে নিয়েছে, এটা ঠিক নয়।
  • সিকি | 158.168.40.123 | ০৫ মার্চ ২০১৮ ১৮:০৬373388
  • sm | 52.110.148.87 | ০৫ মার্চ ২০১৮ ১৮:০৮373389
  • আপনার লিংকেই দেখাচ্ছে স্টেট গভঃ এর ট্যাক্স রেভিনিউ কালেকশন উল্লেখযোগ্য ভাবে বেড়েছে ,তিনো মুলের আমলে। ১৪শতাংশের মতোন। লোন পাচ্ছে, ক্রেদিবিলিতি বেড়েছে বলে। লাস্ট প্যারাটা পড়ে তো মনে হলো স্টেট গভঃ ভালই পারফরমেন্স করেছে।
    আর বাম আমলে কি একটা বাজার থেকে চড়া সুদে ধার নেওআর কথা ও বলা হয়েছে। ব্যাপারটা কি, গুছিয়ে লিখুন তো।
  • dc | 132.174.166.164 | ০৫ মার্চ ২০১৮ ১৮:১৬373390
  • "মনরেগা জা বা ওই জাতীয় কিছু কংগ্রেস কে করতে হতোই। সে বামেরা ছিনিয়ে এনেছে, এমন কিছু নয়।"

    এটা ভুল কথা। যেই করে থাকুক, সোনিয়া বা বামেরা, এটা বড়ো অ্যাচিভমেন্ট ছিল। জয়রাম রমেশ একটা খাঁটি কথা বলেছেন, দ্য ডেমাইস অফ দ্য লেফট উইল বি আ ডিসাস্টার ফর ইন্ডিয়া। তার কারন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে লেফট এর থাকা দরকার শুধু ব্যালেন্স এর জন্য না, ওয়েলফেয়ার পলিসির জন্যও। এই যে আম্মা ক্যান্টিন, ইন্দিরা ক্যান্টিন বা মমতার কেন্যাশ্রী, এগুলো ছোট স্কেলে ওয়েলফেয়ার, আর মনরেগা আরো বড়ো স্কেলে। যেকোন দেশেই ওয়েলফেয়ার পলিসি দরকার, ঠিক যেমন কমপিটিটিভ ফ্রি মার্কেটও দরকার।
  • sm | 52.110.148.87 | ০৫ মার্চ ২০১৮ ১৮:২৭373392
  • আজকে হঠাৎ, জয়রামের বামেদের কথা মনে পড়লো কেন?কংগ্রেস তো বুর্যোয়া পার্টি! মানে
    বামেরা তো তাই মনে করে।
    কংগ্রেস তো প্রথম থেকেই গরিবী হটাও স্লোগান দিয়ে বসে আছে। কেমন বাম বাম শোনাচ্ছে না?
    নতুন করে বামেদের দরকার কেন?
    তিনোমুল এর সব কিছু নীতিই তো,গরীবের উন্নতি। তো, আলাদা করে বামেদের লাগবে কেন?
    বিজেপির তো নীতিই হলো কালো টাকা উদ্ধার, সর্ব শিক্ষা, সবার জন্য কর্ম সংস্থান। তো কেমন বাম বাম শোনাচ্ছে না?
    ওদিকে, মালিয়া, চক্সি, নীরব, এদের কে, দারিদ্রের জ্বালা সহ্য করতে না পেরে বিদেশে পালাতে হচ্ছে।
    আর যাই হোক , জয়রাম নাটক করছে।
    এটা জর্জ ফার্নান্দেজ এর মতো কেউ বল্লে, মানতাম।
  • S | 194.167.2.96 | ০৫ মার্চ ২০১৮ ১৮:২৭373391
  • "লোন পাচ্ছে, ক্রেদিবিলিতি বেড়েছে বলে।"

    আপনি বলছেন এই কথা? বাহ, ভালো কথা।

    তিনোদের আমলে ট্যাক্স রেভিনিউ বেড়েছে ৫০%। লোন বেড়েছে প্রায় ১০০%।

    However, with high debt burden, an increase in tax collection had a negligible impact on state coffers.
  • S | 194.167.2.96 | ০৫ মার্চ ২০১৮ ১৮:৩৬373393
  • হ্যাঁ। সবাই বাম। মোদিও বাম। দিদিও বাম।

    না এবারে ঘুমাই।
  • T | 129.74.180.59 | ০৫ মার্চ ২০১৮ ১৮:৩৯373394
  • S কে শুভেচ্ছা। :)
  • de | 69.185.236.53 | ০৫ মার্চ ২০১৮ ১৮:৪৯373396
  • বিধিও বাম - সে তো জানা কতাই - কবেই কবি কয়েচেন -
  • DP | 52.110.145.232 | ০৫ মার্চ ২০১৮ ১৮:৫১373397
  • আমজনতা কোনদিনই কেন দেশেই আদর্শ নিয়ে ভাবিত হয়না। আদর্শ মূখ্যত শহুরে মধ্যবিত্ত শ্রেণীর চর্চার বিষয়। আমজনতা আকৃষ্ট হয় ক্যারিশমাটিক অথরিটির প্রতি, সেটা মাইক্রো বা ম্যাক্রো এবং পার্সোনালিটি কাল্ট বা কালেকটিভ লিডারশীপ, সব ধরনেরই হতে পারে। সিপিএম ম্যাক্রো লেভেলে প্রচুর ক্যারিশমাটিক নেতা পেয়েছিল এবং পরে অপারেশন বর্গার মত কর্মসূচী একটা লেগাসি তৈরী করেছিল। এই নেতারা নব্বইয়ের দশক থেকে বিক্ষুব্ধ হয়ে পড়েন এবং প্রায় সবাইই হয় নিষ্ক্রীয় হয়ে পড়েন, নয়ত তাদের সরিয়ে দেওয়া হয়। এরপরে রাঢ়বঙ্গ জুড়ে মূখ্যত বাহুবলীদের সাহায্যে ক্ষমতা ছিল। সেই মেশিনারি ভেঙে পরার পর নতুন করে ভিত তৈরীর কোন এলিমেন্টই নেই।
  • dc | 132.174.166.164 | ০৫ মার্চ ২০১৮ ১৮:৫৬373398
  • কিন্তু সবচেয়ে বাম হলো ঝান্ডু বাম।
  • sm | 52.110.148.87 | ০৫ মার্চ ২০১৮ ১৯:০৩373399
  • সাধে কি বলে বিধি বাম!
  • sm | 52.110.150.107 | ০৫ মার্চ ২০১৮ ২২:২৮373400
  • সর্বশিক্ষা অভিযান প্রকল্পের উদ্যেশ্য ভালোই।যদিও বাজপেয়ির আমলে তৈরী। ইউপিএ র আমলে নয়।
    কিন্তু দেশের ২০ কোটি স্টুডেন্ট এর the ages of 6 to 14 (estimated to be 205 million children in 2001) a fundamental right. The programme was pioneered by former Indian Prime Minister Atal Bihari Vajpayee.
    জন্য বরাদ্দ ২১ হাজার কোটি টাকা! স্রেফ ছেলে ভুলানো জিনিস।
    সবচেয়ে বড়ো কথা টাইমস এর আর্টিকেল টি পড়লেই বোঝা যাবে সরকারের উদ্যেশ্য নেট এনরোলমেন্ট বাড়ানো,সুষ্ঠু শিক্ষার প্রসার নয়।আশ্চর্য্য রিপোর্ট তৈরির কেরামতি টাইমস এর!
    Sarva Shiksha Abhiyan (SSSA) has failed to achieve its goal of increasing enrollment in government schools in Himachal Pradesh. During 2009 to 2014, there was 18% decrease in primary schools enrollments, while 23% decrease was recorded in upper primary schools in the same period.
    https://timesofindia.indiatimes.com/india/Sarva-Shiksha-Abhiyan-failed-to-achieve-its-goal-CAG/articleshow/46994070.cms
    NER(net enrollment ratio) for elementary education is almost 100% , but roughly, four in every 10 children enrolled in grade I was leaving the school before completing grade VIII . Thus retention rate for elementary school has been low
    The 2014 survey found that nearly half of the grade V students were not able to read at grade II level; and nearly same proportion of grade V students did not have the basic arithmetic skills, which they should have learned by the end of grade II (ASER, 2015).
    https://www.quora.com/How-effective-is-the-Sarva-Siksha-Abhiyan-in-India
  • pi | 24.139.221.129 | ০৫ মার্চ ২০১৮ ২৩:১৯373401
  • নেট এনরোলমেন্ট রেশিও একটি বিশুদ্ধ ধোঁকার টাটি।

    গ্রসের সাথে আকাশপাতাল তফাত।
  • S | 194.167.2.96 | ০৬ মার্চ ২০১৮ ০০:০০373402
  • সর্বশিক্ষা অভিযানে ইউপিএ আসার পরে অনে বেশি বরাদ্দ হতে শুরু করে। আর সারা দেশ জুড়ে কাজ হয়। ইউপিএ এসে বরাদ্দ টাকা প্রায় দ্বিগুন হয়। এবং ২০০৬=০৭ এই প্রায় ১১০০০ কোটি টাকা খরচ করা হয়।
  • S | 194.167.2.96 | ০৬ মার্চ ২০১৮ ০০:০৪373403
  • পুরো এডুকেশনে ২০০৩-০৪ এ খরচ করা হয়েছিলো ৭৩৭১ কোটি টাকা। সেটা ২০০৬-০৭ এ হয় ২০,৩৮০ কোটি টাকা।
  • pi | 127.227.86.189 | ০৬ মার্চ ২০১৮ ০০:৪৬373405
  • হ্যাঁ, গ্রসটা সমস্যার। যেটার নিউমেরটরে যেকোন বয়সী থাকে, ডিনোমিনেটরে ৬-১৪, ফলে ১০০% এর বেশিও হতেই পারে। তাই ৯৪%-৯৫% এইসব দেখিয়ে কী ভাল যখন বলা হচ্ছে নেট তখন ৭০% এরও নিচে, এরকমও দেখেছি।

    প্রথমের প্রথম aser রিপোর্ট নিয়ে এই কাককর্ম করা হয়েছিল।
  • Du | 182.56.6.183 | ০৬ মার্চ ২০১৮ ০১:১৭373407
  • সিপিএমের আরেসেস সিপিএমকেই মেরে গেছে। দ্বিতীয়ত বিজেপিকা পাস স্রিফ আরেসেস নেহী রাম হ্যয়। জিন্না ভি হ্যয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন