এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাংলা গেছে, ত্রিপুরা গেল কিন্তু বামপন্থীদের জ্ঞান ফিরছে কোথায়?

    Dipankar
    অন্যান্য | ০৫ মার্চ ২০১৮ | ২৫৪১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.242.18 | ১০ মার্চ ২০১৮ ১০:২১373216
  • সেটা না বোঝার কোন কারণ নেই। কিন্তু সেটা আদৌ বিজেপিকে আটকাতে সাহায্য করবে না একটি নির্বোধ রাজনৈতিক পদক্ষেপ কিনা সেটা সময়ে বোঝা যাবে।
  • sm | 52.110.150.243 | ১০ মার্চ ২০১৮ ১০:৩০373217
  • কোন নির্বোধ পদক্ষেপ নয়। অত্যন্ত সু চিন্তিত, সুবোধ পদক্ষেপ।
    মনু যাবে কংগ্রেস এর সাংসদ হয়ে। রাজ্য সভায় বক্তব্য রাখবেন বিজেপির বিরুদ্ধে। কোন গন্ডগোল নাই তো!
    তথ্য দেব, এর হেঁচকি মেরে যে বক্তব্য পেশ করবেন, তার চেয়ে হাজার গুনে ভালো হবে।
  • sm | 52.110.150.243 | ১০ মার্চ ২০১৮ ১০:৩২373218
  • শান্তনু সেন ও যাচ্ছে। ভারী চমৎকার ইংরিজি তে নিজের কথা গুছিয়ে বলতে পারে।
  • রোবু | 52.110.150.6 | ১০ মার্চ ২০১৮ ১৩:৫৩373219
  • যাদবপুরের হিন্দুসেনা ঠ্যাঙানো বাহিনী "আমরা আক্রান্ত", মানে অম্বিকেশ এর দলের লোকেরা যখন ক্যানিং এ সভা করছিল, তখন সেই সভা থেকে লোকাল যে সমস্ত লোকজনকে গ্রেপ্তার করা হয়, তাদের সবাইকে সংসার চালাবার ও মামলা লড়বার টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করেছে।
    যাদবপুরে একদিন আড়াই ঘন্টা পূর্ব-পরিকল্পিত হামলা আটকানোর চেষ্টা আর অম্বিকেশকে সব জায়গায় সুরক্ষা দিতে যাওয়া এই দুটোর মধ্যে দ্বিতীয়টা লজিস্টিকালি অনেক কঠিন আর দীর্ঘমেয়াদিও বটে। চেষ্টা চালানো হয়। সব সময় সফল হয় না।
  • রোবু | 52.110.150.6 | ১০ মার্চ ২০১৮ ১৪:০০373220
  • যদিও আমি ভাটে যাদবপুরের ঘটনাক্রম গুছিয়ে লিখেছিলাম। তবে মনে হচ্ছে, ওই দিন আমাদের আটকাতে যাওয়াটা ভুল হয়েছিল। উচিৎ ছিল ওই ভিশাল সিং-দের দলকে লেনিন মূর্তি বিনা প্রতিবাদে কল দিয়ে এসে ভেঙে যেতে দেওয়া। তাহলে আর ঠ্যাঙাড়ে বাহিনী ইত্যাদি বদনাম জুটতো না :-(
    এখন সারাজীবন এই বদনাম মাথায় নিয়ে ঘুরতে হবে।

    নাহ, আর কোনো প্রতিবাদ প্রতিরোধ মিছিলে আমি যাচ্ছি না। বদনাম তো হবে না :-(
  • PT | 160.129.67.222 | ১০ মার্চ ২০১৮ ১৭:১৬373221
  • সুচিন্তিত তো বটেই। আগামী কয়েকবছর সারদা, নারদা ইত্যাদি চিটিংবাজী নিয়ে কোন আলোচনা রাজ্যসভাতে হবেনা। যেখানে পব-তে (এবং ত্রিপুরাতে) কংকে ধুয়ে-মুছে সাফ করে দিল তিনোরা আর যেটুকু ভোট তারা পেয়েছে তাতে বামেদের ভোট আনেকটাই সেখানে তিনোদের ল্যাজে সিংভিকে বেঁধে রাজ্যসভায় নিয়ে যাওয়া চূড়ান্ত হাস্যকর। এতে অধীরবাবু বাঁচাতে পারবেন নাকি পব-র কংগ্রেসকে? এর চাইতে সকলে মিলে তিনোতে চলে যাওয়াই তো ভালো।

    আর ঐ ডাক্তারবাবু? গুছিয়ে বলেন বটে। ডেঙ্গির সময়ে অপসত্য ও অর্ধ্সত্যগুলো পাড়ার তিনোনেতার মত গুছিয়ে বলে রাজ্যসভায় যাওয়ার পথটি প্রশস্ত করেছিলেন। রাজ্যসভাতে গিয়েও ঐভাবেই বলবেন। মেরুদন্ড তো জমা থাকবে কালীঘাটে।
  • rabaahuta | 132.167.166.180 | ১০ মার্চ ২০১৮ ১৭:১৯373222
  • যাদবপুরের প্রতিরোধে যাওয়া সব লোককে আমার সমর্থন জানিয়ে যাই এখানে।

    নিজে তো কোথাও যাই টাই না, তাই এইটুকুই। যারা গা বাঁচিয়ে চলছেনা তাদের জন্যে এইটুকু সমর্থন অন্তত লেখা থাকুক।
  • Du | 57.184.23.62 | ১০ মার্চ ২০১৮ ১৯:৫৫373223
  • ডাক্তার হয়ে একটা কন্ডিশন নিয়ে এধরনের ভাষা!
  • modi | 195.220.101.9 | ১০ মার্চ ২০১৮ ২২:১৬373224
  • এসব ভাষা শুনলে মনে হয় ডাক্তারবাবুকে T যে নামটা দিয়েছে সেটা একেবারে খাপে খাপ।
  • sm | 52.110.148.21 | ১১ মার্চ ২০১৮ ০০:১১373226
  • এসে গেছে আর এক আহাম্মক!কাকে কমেন্ট করা হয়েছে, সেটাও জানে না!
    ধ্যুস!
  • sm | 52.110.148.21 | ১১ মার্চ ২০১৮ ০০:১২373227
  • কার কোন কন্ডিশন?বুঝিয়ে বললে বুঝা যেতো।
  • Du | 57.184.23.62 | ১১ মার্চ ২০১৮ ০৪:৫০373228
  • ও আচ্ছা এখন বুঝলাম। সিম্পল অ্যাবিউজ।
  • sm | 52.110.148.21 | ১১ মার্চ ২০১৮ ০৯:৫২373229
  • এখন ও বুঝলাম না, কার কোন কন্ডিশনের কথা বলা হয়েছে?
    মনে হচ্ছে ভালো রকম রং নাম্বার হয়েছে।,,,
  • S | 194.167.2.96 | ১১ মার্চ ২০১৮ ১০:০১373230
  • হ্যাঁ আমিও বুঝিনি।
  • pi | 57.29.193.241 | ১১ মার্চ ২০১৮ ১২:৪১373231
  • উফ্হ কী যে ভাল লাগল এই ভিডিও দেখতে! এটা ভাইরাল হোক! এটা ইউটিউবে থাকলে কেউ লিন্ক দিন।

    আর এটা যদি সারা দেশে ছড়িয়ে পড়ে!

    https://www.facebook.com/mithun.raj.906/posts/1562254543869750
  • pi | 57.29.193.241 | ১১ মার্চ ২০১৮ ১৩:০৪373232
  • অমিত সেনগুপ্ত | 59.248.229.75 | ১১ মার্চ ২০১৮ ১৩:০৮373234
  • রেগুলার কমেন্ট আসছে এরা সব এনসিপি ও কংগ্রেসের লোক। এটা মারাঠীদের মিছিল। কোন বামেদের সঙ্গে কোন সম্পর্ক নেই ইত্যাদি।
    এরা কৃষক, বোঝা গেল। কিন্তু কারা এই মহামিছিলের উদ্যোক্তা? বামেরা হলে খুশি হব। কিন্তু সত্যিটা কী?
  • aranya | 172.118.16.5 | ১১ মার্চ ২০১৮ ১৩:০৮373233
  • 'তথ্য দেব, এর হেঁচকি মেরে যে বক্তব্য পেশ করবেন'

    - গৌতম দেব-এর এই কন্ডিশন-টা পুলিশের অত্যাচারে , নার্ভ-জনিত অসুখ। দু মনে হয়, এটার কথাই বলতে চেয়েছেন। @sm
  • মিছিল | 233.186.15.0 | ১১ মার্চ ২০১৮ ১৩:১১373235
  • কংগ্রেস লাল ঝান্ডা নিয়ে মিছিল করছে মানে ওরাও বাম হয়ে গেছে বোধয়।
  • pi | 57.29.193.241 | ১১ মার্চ ২০১৮ ১৩:১৭373238
  • রাস্তাটা তো লালই দেখছি অমিতদা, যেই চলুক ঃ)
  • PT | 160.129.67.222 | ১১ মার্চ ২০১৮ ১৩:৩৬373239
  • এই ছবি তো এই সময় প্রথম পাতার একদম ওপরে ছাপিয়েছে। এমনকি আবাপাও। সাইড লাইন থেকে অনেকেই খিল্লী করে বলে এড়িয়ে গিয়েছি। এটা আবাপরঃ

    "কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা করিয়ে দিচ্ছেন, তাঁদের উদ্যোগে রাজস্থান ও মধ্যপ্রদেশে আন্দোলনে সাফল্য মিলেছে। এ বার মহারাষ্ট্রে আন্দোলনকে সমর্থন করতে বাধ্য হয়েছে বিরোধী দলগুলি।"
  • | ১১ মার্চ ২০১৮ ১৪:৩১373240
  • ইন্ডিয়ান এক্সপ্রেসের পুনে এডিশানে একদম প্রথম দিন থেকে কভার করছে লাল পতাকাসহ ছবি। মিছিল আস্তে আস্তে বেড়ে বেড়ে এখন এই চেহারায় দাঁড়িয়েছে।
  • sm | 52.110.150.124 | ১১ মার্চ ২০১৮ ১৪:৩২373241
  • অরণ্য, যে এতো বোকার মতো পোস্ট করবেন, ভাবতেই পারছি না। পোস্ট ভাল করে না পড়ে লেখার বদ অভ্যেস ত্যাগ করলে ভালো হয়।
    প্রসঙ্গ উঠেছিল, রাজ্য সভায় সিপিএম তথা বামেদের মনোনীত প্রার্থী সিলেকশন নিয়ে।
    এর মধ্যে গৌতম বাবু এলেন কি করে? ওনাকে তো মনোনীত প্রার্থী করার কথা কেউ ভাবেনি বা ঘোষনা করে নি।
    অন্য দেব এর কথা হচ্ছিলো। তাঁর কোনো মেডিকেল কন্ডিশন এর কথা কারোর ই জানা নেই
    সিম্পলি, রং নাম্বার হইয়েছে।
  • S | 194.167.2.96 | ১১ মার্চ ২০১৮ ১৪:৪১373242
  • এইমুহুর্তে পব থেকে রাজ্যসভার মেম্বারঃ
    দোলা সেন, ডেরেক ওব্রায়েন, সুখেন্দু শেখর রায়, নাদিমুল হক, বিবেক গুপ্ত, যোগেন চৌধুরি, কেডি সিং, কুনাল ঘোষ (সাসপেন্ডেড), মিঠুন চক্রবর্তি, মুকুল রায় (এখন খালি), সিতারাম ইয়েচুরি, তপন সেন, রিতব্রত ব্যানার্জি, প্রদিপ ভট্টাচার্য্য।
  • pi | 57.29.193.241 | ১১ মার্চ ২০১৮ ১৫:৪২373243
  • এখানেও রইল।

    মামুর গ্রুপের লেখাটা থাক।

    --

    "বামদের অনেক গাল দিয়েছি, কিন্তু এই মহারাষ্ট্রের কৃষকদের লং মার্চের জন্য তাদেরই অকুণ্ঠ অভিনন্দন। বিজেপির কল্যাণে এতদিন রাজনীতির মুখ্য আলোচ্য বিষয় ছিল গরু আর হনুমান। ২০১৭ সালে তাজমহলটা আসলে তাজমহলই কিনা, বৈদিক যুগে অ্যাটম বোম, কেবল টিভি আবিশ্কার হয়েছিল কিনা, গণেশের উপর হাতির মুন্ডু প্লাস্টিক সার্জারি কিনা, এইসব ছিল জ্বলন্ত ইস্যু। এসব নিয়েই দিন যাচ্ছিল। পক্ষে-বিপক্ষে। সে শুনতে যতই হাস্যকর লাগুক না কেন। অবশেষে, অবশেষে, এই লং মার্চের হাত ধরে একটা সত্যিকারের সমস্যা এল ফোকাসে। হিন্দু-মুসলমান, গরু, হনুমান, রামমন্দির, এসব সভ্য মানুষের দুনিয়ায় রাজনীতির আলোচ্য বিষয় হতে পারেনা, বিশেষ করে যেখানে কৃষকদের সমস্যা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, উন্নয়নের অভিমুখ, এইসব জরুরি জিনিস গুলো অনালোচিত হয়ে পড়ে আছে। ন-মোর কৃতিত্ব এই, যে, এই জ্বলন্ত জিনিস গুলো থেকে নজর সরিয়ে মানুষকে, গরু আর ভেড়া, হিন্দু আর মুসলমান, বিফ আর পর্কের আলোচনায় নামিয়ে দিয়েছিলেন। মানুষ মানে তথাকথিত সাধারণ মানুষ নয়, আমরা সব্বাই পক্ষে আর বিপক্ষে এইসব জিনিসে জড়িয়ে পড়েছিলাম। বিজেপি যেমন চাইছিল। এই লং মার্চ খেলার মাঠটা বদলে দিল। গরু নয়, শুয়োর নয়, রামজনমভূমি নয়, মথুরার মন্দির নয়। রাজনীতিটা হবে কৃষকের সমস্যা নিয়ে। জমি অধিগ্রহণ নিয়ে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে। বিজেপি যা নিয়ে কিছুই বলার ক্ষমতা রাখেনা। এই নয়, যে, মহারাষ্ট্রে বামরা রাতারাতি গদী উল্টে দেবে। তার দরকারও নেই। স্রেফ রাজনীতিকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য বামদের অভিনন্দন। বিজেপি শ্যামাপ্রসাদ নিয়ে চিল্লিয়ে যাক, গো-হত্যা নিবারণী সমিতি খুলুক, কাশী-মথুরা-বৃন্দাবনে তীর্থযাত্রায় যাক, যা খুশি করুক, রাজনীতি যদি রাজনীতির ইস্যুতে ফিরে আসে, তাহলে ওরা এমনিই কুপোকাত্ হবে। অতএব অভিনন্দন। বাকি ইস্যু গুলো নিয়ে বামরা একই ভাবে নামলে ওদের পতন আরও দ্রুত হবে।"
    - Saikat Bandyopadhyay
  • কল্লোল | 116.203.181.14 | ১১ মার্চ ২০১৮ ১৭:৪১373244
  • এটাই তো চেয়ে এসেছি এতো দিন। এমন দৃশ্য পবতে কবে দেখবো।
    সাবাশ মহারাষ্ট্রের সিপিএম।
    লেনিন মূর্তি নিয়ে কলকাতা, দিল্লীতে মিছিল হলো। এবার আগরতলায় হোক।
  • একক | 53.224.129.50 | ১১ মার্চ ২০১৮ ১৮:১১373245
  • এটা এবিকেস ( অখিল ভারতীয় কিষান সভা ) এর ডাকে হচ্ছে । খুবই ভালো উদ্যোগ । যদ্দুর জানি এবিকেএস এ নকশালী জনতা প্রচুর, এনারা মহারাষ্ট্রের সিপিএম হলে কবে থেকে ???

    যাগ্গে , বাম উদ্যোগ হিসেবেই নিচ্ছি , এবং ভালো উদ্যোগ ।
  • একক | 53.224.129.50 | ১১ মার্চ ২০১৮ ১৮:১৬373246
  • আর একটা বড় সাপোর্ট আসছে শিন্দের দিক থেকে । এটা পশ্চিমবঙ্গে হলে হত কিনা জানিনা । নিজে সরকারে থেকে সরকারের পা চাটতো হয়ত । এক্ষেত্রে একনাথ শিনডে ফুল সাপোর্ট জানিয়েছে । থ্যাকারের সাপোর্ট আছে ।
  • dc | 116.203.112.217 | ১১ মার্চ ২০১৮ ২১:১৪373247
  • এরকম বড়ো একটা মিছিল একই সাথে দিল্লীতেও হলে ভালো হতো। যাই হোক, এটা যে হচ্ছে সেও ভালো।
  • কল্লোল | 116.203.183.176 | ১১ মার্চ ২০১৮ ২১:১৫373249
  • ফেবুতে দেখলুম, এই মিছিলের প্রধান উদ্যোক্তা সিপিএমের কিষান সভা।
    সে যাই হোক। বামেরা আছে, তাতে সিপিএমও আছে। ফলতঃ সাবাশী তাদেরও প্রাপ্য। বিশেষ করে সব বামেদের(নকশালদের নিয়েও) এই ফ্রন্টে সিপিএমের উপস্থিতি একটা বড় ব্যাপার।
    সেদিন আবাপতে অশোক মিত্তির মশয়ও এই লাইনেই লিখেছেন।
    বিশেষ করে সিপিএম যে দাবীগুলোতে একমত হয়েছে সেটাই খুব বড় বিষয়।
    • কৃষকদের সম্পূর্ণ ঋণ মকুব
    • ফসলের ন্যূনতম দাম হবে চাষের পুরো খরচের দেড় গুণ
    • অরণ্যের অধিকার আইনের রূপায়ণ
    • নদী সংযুক্তি প্রস্তাব বাতিল করে আদিবাসীদের জমি রক্ষা
    • খরা কবলিত এলাকায় জলের বন্দোবস্ত
    • আদিবাসী-চাষিদের জমি দখল বন্ধ করা
    • লাঙল যার, জমি তার
    • গরিব কৃষক ও ক্ষেত মজুরদের জন্য পেনশন
    • পোকামাকড় ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতিপূরণhttp://www.anandabazar.com/national/bjp-is-in-trouble-after-watching-red-marches-to-mumbai-as-25-000-farmers-demand-loan-waiver-1.769027
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন