এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • পায়ের তলায় সর্ষে - ৭

    Binary
    বইপত্তর | ২২ জুন ২০০৭ | ২০৭১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sags | 114.143.7.146 | ০৭ জুলাই ২০১০ ১৪:৪৭389059
  • এইবারে আমি হাত-পা ছুরে কাঁদতে বসবো। লেখা চাই। জলদি।
  • Blank | 170.153.65.102 | ০৭ জুলাই ২০১০ ১৫:৩৫389060
  • চোপ্তায় এসে প্রথমে খাওয়া দাওয়া। তুঙ্গনাথের ওঠা শুরু যেখান থেকে, সেখানে বেশ ভীড় ভাট্টা। এক গাদা দোকান, কয়েকটা থাকার জায়গাও আছে ওখানে (হোটেল বলে ভুল করবেন না)। ওখানে বিক্রম সিং এর দোকান খুব ফেমাস। তবে ভদ্রলোক এখন বেশ বুড়ো হয়ে গেছেন, নড়া চড়া করেন না বেশী। দু প্লেট ম্যাগী ৮০ টাকা। ম্যাগী খেয়ে দুটো বড় জলের বোতল ঝুলিয়ে আমাদের হাঁটা শুরু হলো। আজকের প্ল্যান তুঙ্গনাথ, চন্দ্রশীলা। তারপর তুঙ্গনাথে থেকে আগামীকাল নেমে আসা।
    রাস্তায় খচ্চরের বেশ উৎপাত। তবে সেটাকে উৎপাত মনে হচ্ছিলো যতদিন না কেদার গেছি। তার তুলনায় কিস্যু নয়, এক্কেবারে কিস্যু নয়।
    চোপ্তা থেকে তুঙ্গনাথ ৪ কিলোমিটার মতন। গাইডের কোনো দরকার নেই, কারন রাস্তা পরিষ্কার, তায় পাথর ফেলে বানানো পুরো। যদিও এই পাথর ফেলার বুদ্ধি কার কে যানে !!!! পাথরের জন্য পায়ে লাগে বেশ। এর চেয়ে এমনি মাটির রাস্তা হাঁটার জন্য অনেক ভালো। আর রাস্তা কিন্তু মোটামুটি চড়াই আর পুরোটাই উঠে গেছে ওপরে, কোথাও উৎরাই বা সমতল নেই । কোথাও কোথাও ৪৫ ডিগ্রীর বেশী। হাঁটতে না পারলে খচ্চরে চড়তে পারেন, কিন্তু বাকি বেঁচে থাকার দায়িত্ত আপনার নিজের।
    রাস্তা টা বেশ সুন্দর। কোথাও কোথাও পাইন গাছের জঙ্গল, কোথাও ঘন সবুজ বুগিয়াল। রাস্তার মধ্যে খান তিনেক চায়ের দোকান আছে। মোষের দুধের চা বানায়। আর খুচরো খাবার দাবারও মেলে ওখানে। ট্যুরিস্ট সিজনে কি হয় জানিনা, কিন্তু আমরা মোটামুটি ফাঁকাই পেয়েছি রাস্তা।
  • til | 210.193.178.129 | ০৭ জুলাই ২০১০ ১৫:৪৯389061
  • ব্ল্যাঙ্কের পাওনা রইলো ক্যাম্পারী ও সল্টেড/রোস্টেড কাজু। সময়মত রিডিম করে নিয়ো।
    খাসা হচ্ছে; তো পথ কি নারী বিবর্জিত? কোন উল্লেখই নেই।
  • Bratin | 125.18.17.16 | ০৭ জুলাই ২০১০ ১৬:০৮389062
  • খাসা হচ্ছে। তোফা হচ্ছে। হাত চালিয়ে লেখো।
  • shrabani | 124.30.233.102 | ০৭ জুলাই ২০১০ ১৭:১৯389063
  • ব্ল্যাঙ্কির বেড়ানোর গল্প পড়ে এত হিংসে হচ্ছে!
    আমরা যেন কেমন বেড়াই আজকাল, জোলো জোলো, কোনো অ্যাডভেঞ্চার নেই। ট্রেনে বাসে এমন করে না গেলে বেড়ানোর মজা হয় নাকি।:(
    হরিদ্বারে ছোটোকাল থেকে অগুন্তি বার গেছি, তখন খুব পছন্দের জায়গা ছিল। আমিষ খাওয়া পুরো বেআইনী। দেবভূমি উত্তরাঞ্চলে সবচেয়ে সেফ খাবার হল ডাল ফুলকা আর আলুর সবজি (সীজন হিসেবে কপি বা মটর খাওয়া যায়), আর নাস্তায় আলু পরোটা, এগুলো গ্যারান্টীড টাটকা। এছাড়া সব কিছুই রিস্কের।
  • Blank | 170.153.65.102 | ০৭ জুলাই ২০১০ ১৮:০৯389064
  • এতো সবার ফ্রাস্টু খাওয়ার কিছু নেই। যদি একসাথে প্যাকেজ অ্যাডভেঞ্চার চান, তো দিদির দুরন্তের স্লীপার ক্লাসে চড়ে নিন সক্কলে :)
  • Bratin | 125.18.17.16 | ০৭ জুলাই ২০১০ ১৮:১০389065
  • বেশ তো হচ্ছিল, এর মধ্যে আবার দিদি এল কেন? :-))
  • Raj | 202.79.203.59 | ০৭ জুলাই ২০১০ ১৮:১৯389066
  • যা ত্তারা হাগু এল , টেনিদা - ফেলুদা এল আর উনি এলেই যত দোষ :-) সাধনার জগতে প্রবেশ করিতেছে আর অবতারের নাম নেবে না ! কি সাহস
  • Bratin | 125.18.17.16 | ০৭ জুলাই ২০১০ ১৮:২২389067
  • মতিভ্রষ্ট কমরেড রা অনেক কথা বলে । বুদ্ধিমান লোকেরা তাতে কান দেয় না।
  • Raj | 202.79.203.59 | ০৭ জুলাই ২০১০ ১৮:৩১389069
  • মতিভ্রষ্ট তো বটেই ভক্তিমার্গের পথভ্রষ্টও হয়েছি - বুনান চালিয়ে যাও ভাই

    ভুলে যাই মাঝে মাঝে যে ১১ ক্রমে আসিতেছে, আর কোনও এসব তর্কে নয়। সিরিয়াসলি
  • Bratin | 125.18.17.16 | ০৭ জুলাই ২০১০ ১৮:৩৪389071
  • আমাকে ঈদানীং ই সব টই তে লিখতে দেখেছো? সব ই মায়া !! :-)))
  • Blank | 170.153.65.102 | ০৭ জুলাই ২০১০ ১৮:৩৪389070
  • প্রথম কিছুক্ষন ব্যাগ নিয়ে খাড়াই ধরে হাঁটছি আমরা, আর হয় আমি, নয়তো চাঁদু পালা করে সান্তনা দিয়ে যাচ্ছি নিজেদের কে যে সাড়ে তিন কিলোমিটার তো এসেই গেছি, আর মাত্র ৫০০ মিটার। চড়াই তো এখানেই শেষ।
    রাস্তার ধারে হঠাৎ করে কয়েকটা বড় সড় ইঁদুর দেখা গেলো। চোখের সামনে ওয়াইল্ড লাইফ। ব্যাস চাঁদু ক্যামেরা বার করে রেডি। আমি তখনো ভেবে চলেছি যে ইঁদুর গুলোর ছবি আদৌ নেবো কিনা। এই সময় চাঁদুর ডিসকভারি যে ওগুলোর কারোর ল্যাজ নেই (!!)। আমিও ভালো করে তাকিয়ে দেখি সত্যি তাই !! একটারও ল্যাজ নেই। কিন্তু এমন অবাধ্য ইঁদুর গুলো, আমাকে আর নিজেদের ল্যাজহীনতার ছবি তুলতেও দিলো না। ভারী রেগে গেছিলুম আমি। আপাতত ইঁদুর গুলোর নাম রাখা হলো upper himalayan rat (এমনি নাম না দিলে কোনো মান সন্মান থাকে না wild life দেখার)।
    আমাদের টার্গেট ছিলো ঘন্টায় ১ কিমি হাঁটা। মোটামুটি মেপে দেখেছিলাম যে সেকেন্ডে ১ ফুট করে আমাদের যেতেই হবে। পুরো নিখুঁত প্রোজেক্ট ম্যানেজমেন্ট টাস্ক। বড় কাজ কে ছোট কাজে ভেঙে নিন।
    ঘন্টা দুই পরে এসে পৌঁছলাম একটা বুগিয়ালের ওপর। সেখানে একটা চায়ের দোকান। তখনো মনে আশা যে আমরা পৌনে চার কিমি এসেই গেছি। যদিও চা ওলার দাবী যে আমরা মাত্তর আর্ধেক রাস্তা এসেছি। যাকগে, দেহাতি নিরক্ষর চা-ওলা, নিশ্চয় অঙ্ক জানে না।
    আরো ঘন্টা খানিক চললাম আমরা। রাস্তার পাশে অদ্ভুত বাড়ি দেখলাম (আমার অ্যালবামে ছবি আছে একটা) কয়েকটা। একটাই ঘর, পুরো খোলা। ছোট্ট মতন। ট্রাফিক পুলিশের স্ট্যান্ডের থেকে সামান্য বড় ভেতরের স্পেস। একটার ভেতরে ঢুকে দেখলাম ধুলো ভর্তি। আমার আগে এই শতাব্দীতে কেউ ওর ভেতর ঢুকেছে বলে মনে হয় না। পাহাড়ের ঢাল ধরে সবুজ বুগিয়াল, আর অন্যপারে হিমালয়ের বিশাল রেঞ্জ।
    হঠাৎ করে আমার চোখে পরলো একটা পতাকা, পৎ পৎ করে উড়ছে পাহাড়ের ওপর। চাঁদুর দাবী ওটাই তুঙ্গনাথ মন্দির। ব্যাস উৎসাহ বেড়ে চারগুন। চা-ওলার অঙ্ক ভুল। আমরা প্রায় এসে গেছি।
    আনন্দের চোটে রাস্তা ছেরে কয়েকটা শর্ট কাটই ধরে নিলাম আমরা। তারপর হাঁস ফাস করে ট্যাংগোস ট্যাংগোস করে সেই টংগে চড়ে দেখি যে ওটা আর একটা চায়ের দোকান!! সাধে এগুলোকে আমি অশিক্ষিত বলি !!! ব্যটা চায়ের দোকানে পতাকা তুলে রেখেছে!! পুরো ঘেঁটে ঘুগনি আমরা। পাহাড় টা সটান আরো ওপরে উঠে গেছে, তুঙ্গনাথ এখনো অনেক দুর।
  • Blank | 170.153.65.102 | ০৭ জুলাই ২০১০ ১৮:৩৬389072
  • খেয়েছে ;-)

    তিলদা
    কামীনি কাঞ্চন ত্যাগ করে তীর্থ ভ্রমনে বেড়িয়েছি। আমাদের জার্নি পুরো সাদা কালো বাংলা আর্ট ফিলিম
  • Bratin | 125.18.17.16 | ০৭ জুলাই ২০১০ ১৮:৪০389073
  • আহা রে , বেচারী রা :-))
  • pi | 72.83.82.169 | ০৭ জুলাই ২০১০ ১৯:৪৭389074
  • সাদা কালো বাংলা আর্ট ফিলিম নায়িকারহিত ? বল্লেই হল ?
  • Nina | 64.56.33.254 | ০৭ জুলাই ২০১০ ২২:৫৩389075
  • তা হ্যাঁরে বুনু, ঐ ঘুগনি-নাথের একটা ফটো তুলে রেখেছিস তো ;-))
  • til | 220.253.178.104 | ০৮ জুলাই ২০১০ ০২:১৮389076
  • এই ব্ল্যাঙ্ক।
    পূজোর সময় চলে এসো, ঘুরে ফিরে ভ্রমণ কাহিনী লিখো- আমরা বিখ্যাত হয়ে যাবো। আর ক্যাম্পারী রিডিম ও করে নিয়ো।
  • sana | 114.78.33.110 | ০৮ জুলাই ২০১০ ০৬:৩৩389077
  • 'প্লেটে করে মুড়ি,হ্যাঁ, প্লেটে করেই', পড়ে হাসতে হাসতে মুড়ির মতই যে কতোক্ষ্‌ন ছড়িয়ে পড়েছিলাম তার হিসাব নেই,আর তারপরে আবার এই "ঘেঁটে ঘুগনি" --আর পারিনা,মা,পাগোল হয়ে যাবো হেসেই মনে হচ্ছে! দা--রু--ন লাগছে,Blank!
  • santanu | 82.112.6.2 | ০৮ জুলাই ২০১০ ১১:০৪389078
  • এটা মেল এ পেলাম, ভাবলাম পাহাড় আর হাগুর সাথে ভালৈ যাবে, তাই টুকে দিলাম।

    ট্রেন চলেছে রাত্রি জুড়ে,
    রইছি বসে, শালটা মুড়ে,
    ডিসেম্বেরের ব্যাপ্ত শীতে,
    নামবো গিয়ে এন জে পি তে,
    নামার আগেই থ্রুম্বা গিয়ে
    নিলুম সেরে অল্প ইয়ে।

    নেমেই আবার, ভোর বেলাতে,
    গরম গরম চায়ের সাথে
    দিলুম মেরে ঝাল সিঙ্গাড়া,
    অমনি আবার পড়ল তাড়া,
    ওই যে গাড়ি, যাচ্ছে মিড়িক;
    “ওঠ বাসে ওঠ”, পড়ল হিড়িক।

    শহরতলির রাস্তা চলে
    এগোচ্ছে বাস পাহাড় কোলে,
    এক পাশে তার তীস্তা ছোটে,
    মেঘ-কুয়াশায় সূর্য ফোটে,
    ডাকছে পাখি, হরেক স্বরে,
    প্রাণ ভরে যায়, তন্দ্রা ধরে।

    হঠাt একি! পেট গুড় গুড়!
    উফ! হয়ে যায়! প্রায় হুড় মুড়!
    ওরেব্বাবা! কি জ্বালাতন!
    বেগ যে প্রবল! উপায় এখন?
    “ও ভাই, শোনো, বাসটা থামাও!
    জল কোথা রে? নামাও, নামাও!”

    বাস থেমে যায় পথের পাশে,
    বাদবাকিরা মুচকি হাসে!
    হাসছে হাসুক, এই তো জীবন!
    (তোমার হবে, বুঝবে তখন!)
    এক ছুটে যাই ঝোপের ভিতর –
    আহ! শান্তি! মন কবুতর!

    কর্ম সেরে আবার গিয়ে
    বসছি সিটে, ঠেসান দিয়ে,
    বাজছে প্রাণে ভৈরবী সুর,
    মনটা উদাস, দিল ফুর ফুর,
    মনের পাখি যাচ্ছে গেয়ে;
    বাস চলেছে পাহাড় বেয়ে।

    খানিক বাদেই ঘুম ভেঙে যায়
    ড্রাইভার ভাই হর্ণটা বাজায়,
    বাসটা দেখি আবার থামে,
    এইবারেতে সবাই নামে,
    পাশেই দোকান, সেথায় গিয়ে
    অর্ডার লাগায় হুড়মুড়িয়ে।

    আমিও তখন হঠাt বুঝি
    পেট যে খালি! অমনি খুঁজি
    মন-মাতানো থুপ্পা মোমো,
    দোকান জুড়ে গন্ধে ম’ ম’,
    পেটের ছুঁচো বড্ড তেজী!
    গপ-গপা-গপ দিই মেরে দি’!

    তারপরেতে? শুনবে ভায়া?
    থাক সে কথা! সব যে মায়া!
    বাস বাবাজি থামলো কবার
    সে সব জেনে কি লাভ তোমার?
    এইটুকুনি বলতে পারি,
    নামতে হল বারংবারই!


  • SANTANU | 82.112.6.2 | ০৮ জুলাই ২০১০ ১১:১৩389080
  • এই দ্যাখো, এই জন্যে এসব করতে নেই। কিন্তু Unicode পড়া যাচ্ছে।
  • d | 59.161.182.75 | ০৮ জুলাই ২০১০ ১১:৩৭389081
  • কি প্রশ্ন কণ্টকিত জীবন!!!!ওফ!
  • Samik | 121.242.177.19 | ০৮ জুলাই ২০১০ ১১:৪১389082
  • দেখি চেষ্টা করে, পড়া যায় কিনা।

    ট্রেন চলেছে রাত্রি জুড়ে,
    রইছি বসে, শালটা মুড়ে,
    ডিসেম্বেরের ব্যাপ্ত শীতে,
    নামবো গিয়ে এন জে পি তে,
    নামার আগেই থ্রুম্বা গিয়ে
    নিলুম সেরে অল্প ইয়ে।

    নেমেই আবার, ভোর বেলাতে,
    গরম গরম চায়ের সাথে
    দিলুম মেরে ঝাল সিঙ্গাড়া,
    অমনি আবার পড়ল তাড়া,
    ঐ যে গাড়ি, যাচ্ছে মিড়িক;
    “ওঠ বাসে ওঠ”, পড়ল হিড়িক।

    শহরতলির রাস্তা চলে
    এগোচ্ছে বাস পাহাড় কোলে,
    এক পাশে তার তীস্তা ছোটে,
    মেঘ-কুয়াশায় সূর্য ফোটে,
    ডাকছে পাখি, হরেক স্বরে,
    প্রাণ ভরে যায়, তন্দ্রা ধরে।

    হঠাt একি! পেট গুড় গুড়!
    উফ! হয়ে যায়! প্রায় হুড় মুড়!
    ওরেব্বাবা! কি জ্বালাতন!
    বেগ যে প্রবল! উপায় এখন?
    “ও ভাই, শোনো, বাসটা থামাও!
    জল কোথা রে? নামাও, নামাও!”

    বাস থেমে যায় পথের পাশে,
    বাদবাকিরা মুচকি হাসে!
    হাসছে হাসুক, এই তো জীবন!
    (তোমার হবে, বুঝবে তখন!)
    এক ছুটে যাই ঝোপের ভিতর –
    আহ! শান্তি! মন কবুতর!

    কর্ম সেরে আবার গিয়ে
    বসছি সিটে, ঠেসান দিয়ে,
    বাজছে প্রাণে ভৈরবী সুর,
    মনটা উদাস, দিল ফুর ফুর,
    মনের পাখি যাচ্ছে গেয়ে;
    বাস চলেছে পাহাড় বেয়ে।

    খানিক বাদেই ঘুম ভেঙে যায়
    ড্রাইভার ভাই হর্ণটা বাজায়,
    বাসটা দেখি আবার থামে,
    এইবারেতে সবাই নামে,
    পাশেই দোকান, সেথায় গিয়ে
    অর্ডার লাগায় হুড়মুড়িয়ে।

    আমিও তখন হঠাt বুঝি
    পেট যে খালি! অমনি খুঁজি
    মন-মাতানো থুপ্পা মোমো,
    দোকান জুড়ে গন্ধে ম’’,
    পেটের ছুঁচো বড্ড তেজী!
    গপ-গপা-গপ দিই মেরে দি’!

    তারপরেতে? শুনবে ভায়া?
    থাক সে কথা! সব যে মায়া!
    বাস বাবাজি থামলো কবার
    সে সব জেনে কি লাভ তোমার?
    এইটুকুনি বলতে পারি,
    নামতে হল বারংবারই!
  • Sags | 114.143.7.146 | ০৮ জুলাই ২০১০ ১৩:৪২389083
  • আমি এই কবিতাটা পড়বোনা। ব্ল্যাঁকি তুমি লেখো তো ভায়া। ঘুগনি তো এতোক্ষনে ঠান্ডা হয়ে গেলো।
  • de | 59.163.30.6 | ০৮ জুলাই ২০১০ ১৬:০৬389084
  • কবি বেড়াতে গিয়ে শুধু দুহাতের কাজ ছাড়া কিছু করেন্নি বোধায়!

    ব্ল্যাংকি আবার কোথায় পেইলে গ্যালো?
  • Lama | 203.99.212.54 | ০৮ জুলাই ২০১০ ১৬:১৩389085
  • লেখকের সঙ্গে কিছুক্ষণ আগে যোগাযোগ করেছিলাম। তিনি জানালেন যে তিনি আজ ব্যস্ত আছেন। সময় পেলেই লেখার চেষ্টা করবেন। অতএব ধৈর্য্য ধরুন, প্রিয় পাঠকপাঠিকাগন
  • Abhyu | 80.221.18.28 | ০৮ জুলাই ২০১০ ১৬:১৮389086
  • ফোনে পেলেন, না তিনি গাড়ি চালাচ্ছিলেন?
  • de | 59.163.30.6 | ০৮ জুলাই ২০১০ ১৬:৪২389087
  • ব্ল্যাংকি গাড়ি চালাচ্ছিলো? :-০
  • Samik | 121.242.177.19 | ০৮ জুলাই ২০১০ ১৮:৩১389088
  • গাড়ি চালালে ব্ল্যাংকি ভোজপুরীতে কথা বলে।
  • aka | 168.26.215.13 | ০৮ জুলাই ২০১০ ১৮:৩৬389089
  • ব্ল্যাংকিকে ভ্রমণ কাহিনীতে একটা পিএইচডি দেওয়া হোক। আলোচনাতেও দেওয়া যায়, কিন্তু ডুয়াল পিএইচডি? আপাতত ভ্রমণ কাহিনীতেই দেওয়া হোক।
  • Arijit | 61.95.144.122 | ০৮ জুলাই ২০১০ ১৮:৩৭389092
  • কথা বলে না বকুনি দেয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন