এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • পায়ের তলায় সর্ষে - ৭

    Binary
    বইপত্তর | ২২ জুন ২০০৭ | ২০৬৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Shuchismita | 71.201.25.54 | ২০ জুন ২০১০ ০২:০৬388960
  • বেশ হচ্ছে। কিন্তু ছবির ব্যাপারে এমন পক্ষপাত কেন? :(
  • Abhyu | 80.221.18.28 | ২০ জুন ২০১০ ০৩:৪২388961
  • আর একটা কথা বলতে ভুলে গেছি। ইরানে স্কুলে নাকি অমিতাভ বচ্চনের উপর রচনা লিখতে দ্যায়।
  • sana | 58.108.226.99 | ২১ জুন ২০১০ ০৬:৩২388962
  • Abhyu ভালো লাগছে,আর একটু ডিটেইল্‌স এর জন্য অপেক্ষা করে আছি। ছবি গুলো এমনি একটু দেখা যায় না,কোনোভাবে?
  • Abhyu | 80.221.18.28 | ২১ জুন ২০১০ ১১:১৬388964
  • স্বনাম মানে abhyuday mandal !
  • Abhyu | 80.221.18.28 | ২১ জুন ২০১০ ১১:১৬388963
  • আমি ইউসুয়ালি গানো পাবলিক ডোমেনে তুলি না। ফ্রেণ্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিন, আমি স্বনামেই আছি অর্কুটে।
  • sana | 58.108.226.99 | ২১ জুন ২০১০ ১৪:২৫388965
  • Abhyu ছবি দেখলাম,রেইন ডিয়ার থালি তো ইয়াম,ইয়াম!
    ছবি খুব ভালো লাগলো।
  • 114.31.249.109 | 114.31.249.109 | ২৫ জুন ২০১০ ১৬:৪২388966
  • তুলে দিলাম
  • Blank | 170.153.65.102 | ২৫ জুন ২০১০ ১৬:৪৬388967
  • একদম প্রতিদিনের ডেট ধরে লিখবো। তারপর শেষ না করলে কেউ গালাগালি দিবেন না। গোড়ালী তে ব্যথা কিনা, তাই বেশী লিখতে পারিনা
  • Blank | 170.153.65.102 | ২৫ জুন ২০১০ ১৬:৫৬388969
  • 9Th June
    সকাল থেকেই আপিস ছুটি। প্রচুর জালি করে এদিক ওদিক সামলে ছুটির ব্যবস্থা করেছি নিজের জন্য আর দুই ছানার জন্য। আর যেমনটি গল্প কথায় হয়, মনে ছাগলের তিন নং ছানাটির মতন, আর এক ছানা ছুটি পায় নি। তাও ছুটির কত হ্যপা। আমি আর চাঁদু বেড়োবো আজ, আর শমীক (বেথে নয়), বেড়োবে নাকি শনিবার। আমি আর চাঁদু তুঙ্গনাথ ঘুরে আসবো পুরো একাএকা, আর শমীক রুদ্রনাথ থেকে জয়েন করবে।
    এমনি পেলান করে গতকাল রাত্রে নতুন স্লিপিং ব্যাগ কিনে, মাঝ রাত অব্দি সেটাকে কি ভাবে প্যাক করবো তাই নিয়ে হেব্বি রিসার্চ করছিলাম। এই জন্যি acme র দুনিয়া কত ভালো। সেখানে রকেট বানানো থেকে স্লিপিং ব্যাগ প্যাকিং করা, সব কিছুর বই পাওয়া যায়।
    তা যাগ্গে, শেষে কিস্যু করতে না পেরে সকালে রুকস্যাকে জামা প্যান্টু ভরে, খান ম্যাগীর প্যাকেট নিয়ে আর বগলে স্লিপিং ব্যাগ নিয়ে দুগ্গা দুগ্গা বলে বেড়োলুম। দুক্কুর ১ টা ১০ এ ট্রেন।

  • aaa | 202.78.236.245 | ২৫ জুন ২০১০ ১৯:৪২388970
  • কতক্ষণ হয়ে গেল, ট্রেন ছাড়লো না এখনো??
  • Blank | 59.93.208.65 | ২৫ জুন ২০১০ ২১:০২388971
  • খান কয়েক*
  • Blank | 59.93.208.65 | ২৫ জুন ২০১০ ২১:১৬388972
  • স্টেশনে পৌছে দেখি তখুনো আসে নি চাঁদু। সে নাকি বাবুঘাটে আঁটকে পরে, হয় নৌকো করে এপারে আসবে নয়তো ওসপারে, হরিদ্বারে। তারপর আর কি, স্টেশনে বসে খুঁজতে লাগলুম কোন প্ল্যাটফর্মে ট্রেন দেয়।
    তা পরিবর্তনের যুগে, সব ই চলছে পরিবর্তিত সময়ে। বড় করে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড দেখাতে লাগলো যে ট্রেন নাকি ৩ ঘন্টা লেটে ছারবে। ব্যাস, সেই যে হুজ্জুতি শুরু হলো জীবনে আমার ...
    তা চাঁদু ব্যটা এলো হাঁফাতে হাঁফাতে। এসে ৩ ঘন্টা লেট দেখে সেও গুরুজনের সামনে খারাপ খারাপ কথা বলতে লাগলো, তাও দিদি র নামে। কি সাহস মাইরি।
    ৩ টে ঘন্টা তো কাটাতে হবে। তাই আমরা চললাম হাওড়া স্টেশনের খাওয়ার জায়গা গুলোতে। লস্যি খেয়ে, মিষ্টি খেয়ে, এটা সেটা খেয়ে কাটলো আধ ঘন্টাটাক। কাঁহাতক আর লস্যি খাওয়া যায়। শেষে বাইরে এসে ধান্দা শুরু করলাম যে হরিদ্বারের পথে যদি কিছু গঙ্গা জল জোগাড় করা যায়।
  • Blank | 59.93.208.65 | ২৫ জুন ২০১০ ২১:৩৪388973
  • চাঁদু তো বাচ্ছা ছেলে, তাই ওকে ব্যাগপত্তরের পাহাড়ায় রেখে আমি নিজেই এলাম বাইরে। স্টেশনের পেছনে যে বাজার আছে সেখানে ঢুকে খোঁজখবর করে জোগাড় করলাম গঙ্গাজল। সাথে আবার দুটো সাবানও দিলো, বিলকুল ফ্রী!!
    তো বোতল দুটো নিয়ে আসার সময় খেয়াল হলো যে, স্টেশনে পুলিশ ধরার হেব্বি চান্স। তারপর কোনো মতে একটাকে জামার ভেতর বগলের নীচে, অন্যটাকে সিক্স পকেটের লম্বা টায় ফেলে কায়দা মেরে এসে ঢুকলাম স্টেশনে।
    এরপর আর বিশেষ কিছু নাই। প্রচন্ড গরমে কাহিল হয়ে বিকেল ৪ টে নাগাদ ট্রেনে উঠে দুজন দুটো জানলার ধার বাগিয়ে বসলাম। আমাদের ঐ ক্যুপ টায় আর কেউ ছিলোনা। পাশের ৩ ৪ টে ক্যুপ জুড়ে বিশাল এক বাঙালী তীর্থযাত্রী দল যাচ্ছে। তাদের চিল্লা মেল্লী, হইচই ....
  • Blank | 59.93.208.65 | ২৫ জুন ২০১০ ২২:৩৪388974
  • একটা বিশাল লম্ভা গাম্বাট টাইপ ভদ্রলোক হলেন টীম লিড। একটা বারমুডা পরে সবাইকে বুঝিয়ে দিচ্ছেন কে কোন সীট পাবে। বুঁচকি কোথায় শোবে, মাসিমা আপনি এখানে বসে যান, ছোটকু-ভাইকে নিয়ে ওপরে গিয়ে বসে থাক ... এই সব অসহ্য ক্যাঁচ ক্যাঁচানি।
    ট্রেন ডানকুনি পেড়োতে না পেড়োতেই বিশাল এক গামলা নিয়ে বসে পরলেন শসা কাটতে। তারপরে শসা কাটা শেষ হলে, তাতে থলে ভর্তি মুড়ি আর চানাচুর ফেলে সেই মাখিয়ে সবাইকে প্লেটে করে মুড়ি চানাচুর দিলেন, হ্যা একদম প্লেটে করেই। কাগজের প্লেট। গাম্বাট কারে কয়।
    কিন্তু এসব তুচ্ছ নশ্বর ব্যপারে মন দেবোনা ঠিক করেছি। মন কে এক মুখী না করলে তো সাধনা হবে না কিনা। মহাপুরুষ তো হতেই হবে আমাদের।
    সেই দিনটা ট্রেনে মোটামুটি এসবেই কেটে গেলো। জানলা খুলে খুব বৃষ্টি ভেজাও হলো, তারপরে এটাও জানা গেলো যে চাঁদুর রুকস্যাক খানি মোটেও ওয়াটার প্রুফ নয়।
    ট্রেনের রাতের খাবারটা অমুল্য ছিলো। বহু পুরনো ডাইনোসরের ডিমের ডালনা আর ভাত। কোনোমতে খুঁটে খুঁটে খেয়ে দুজনের বাঙ্কে ঘুমিয়ে পরলাম আমরা। মাঝরাত্তির নাগাদ মনে হয় পাটনা এলো। এক গাদা লোক, হট্টগোল, চেঁচামেচি শুনতে পেলাম ঘুমের মধ্যে।
  • Arpan | 122.252.231.10 | ২৫ জুন ২০১০ ২২:৪৩388975
  • "পরিবর্তনের যুগে, সবই চলছে পরিবর্তিত সময়ে' এইটা পড়ে তখন থেকে হেসে যাচ্ছি।
  • Blank | 59.93.208.65 | ২৫ জুন ২০১০ ২২:৫৫388976
  • 10 th June

    সবে তখন ভোর মতন হয়েছে। ট্রেনের পুবদিকে অল্প এক্টা সুর্য মতন দেখা যাচ্ছে কি যাচ্ছে না, দেখি এক সাধু বাবা আমাকে ঠেলা দিচ্ছে। কি সাধনার জোর মাইরি, এক রাত্তিরে হিমালয় থেকে সাধুবাবা নেমে এসে ট্রেনে উঠে পরেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য !!! একেই বলে 'যোগক্ষেম' বা অন্যকিছু।
    চোখ মুখ কচলে উঠে বসে দেখলাম তখন ভোর ১১টা প্রায়। তখনো চাঁদু ব্যাটা হাত পা কেতরে ঘুমোচ্ছে। সেটাকে ডেকে তুলে ফের গ্যাঁট হয়ে বসলুম জানলার ধারে (মধ্যে ছোট বাথরুমের কথা আর গপ্পে বলছিনা। আর বড় বাথরুম আমার জীবনে তাও আছে, চাঁদুর ওসব নাই)।
    তো সেই সাধু বাবার কথায় আসি। উনি মোটেই হিমালয় থেকে নামেননি। উনি পাটনা থেকে উঠেছেন, খাঁটি ভোজপুরি সাধু। গেড়ুয়া পরা, কি যে কথা বলেন কিস্যু বুঝি না। থালায় করে লিট্টি আর চিঁড়ে ভাজা খান। বোরখার মতন ঘোমটায় ঢাকা ওনার বউ সারাক্ষন ওপরের বাঙ্কে বসে থাকেন আর সাধুকে খাবার দেন। সাধু বাবা আমাদের দুজনের সাথে ভাব জমানোর ব্যার্থ প্রচেষ্টায় ক্ষান্ত নিজের মনে লিট্টি খেতে থাকেন। আমরা তখন বাইরের মাঠ ঘাট রোদ্দুর পেরিয়ে চলেছি অনেক দুর। শুকনো ঘাসে পরা তেপান্তরের মাঠ ছুতে যায় ট্রেনের পাশে
  • Blank | 59.93.208.65 | ২৫ জুন ২০১০ ২৩:১৬388977
  • ট্রেন প্রায় ৬ ঘন্টা লেটে চলছে তখন। স্টেশন, হল্ট স্টেশন, স্টেশনের লার্ভা যেখানে পারছে দাঁড়িয়ে যাচ্ছে ট্রেন। ভয়ানক লু বইছে বাইরে। জানলা দিয়ে ধুলো আর গরম হাওয়া। আশে পাশের সবাই জানলা বন্ধ করে দিয়েছে। ভিজে চাদর এনে রাখছে কেউ কেউ জানলার ওপরে।
    ইতিমধ্যে লক্ষনৌ থেকে উঠেছেন ৪ জন বয়স্ক লোক। হিন্দী সিনেমায় গ্রামের মুখিয়াদের যেমন দেখতে হয় ঠিক তেমনটি দেখতে। সাদা পাঞ্জাবি, মাথায় পাগড়ি। বেশ জমিয়ে বসে পরেছেন জায়গা নিয়ে। এটা সেটা কথা চলছে। আনমনে তাকিয়ে ছিলাম বাইরে।
    হঠাৎ শুনি খুব তর্কাতর্কি। বিহারি সাধুবাবার সাথে তেনাদের।
    তেনাদের দাবী হলো যে ইশ্বর মন মে র‌্যাহেতা হ্যায়। আর বিহারি সাধুবাবার যে আপলোক তো পাখন্ডি হো।
    এর পরেই সাধু বাবার দিকে একজনের মিসাইল, আপ বাতাইয়ে, ইশ্বর আউর ভগবান মে কেয়া অন্তর হ্যায়? রাম জী ইশ্বর হ্যায় আউয় ভগবান?
  • Lama | 117.194.233.2 | ২৫ জুন ২০১০ ২৩:৩১388981
  • নাকি ঈশ্বর?
  • Lama | 117.194.233.2 | ২৫ জুন ২০১০ ২৩:৩১388978
  • ভগবান?
  • Lama | 117.194.233.2 | ২৫ জুন ২০১০ ২৩:৩২388982
  • ভগবান হলেও হতে পারেন
  • Lama | 117.194.233.2 | ২৫ জুন ২০১০ ২৩:৩৩388983
  • আবার ঈশ্বর হবার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
  • dd | 122.167.6.64 | ২৫ জুন ২০১০ ২৩:৫৯388984
  • আমার?
    অন্তরে বাহিরে রামজী ইই হ্যায়। বোথ ঈশ্বর অ্যান্ড ভগোম্যান।
    খুল ডিউড।

    ব্যস। ব্যস,ব্যাস। অ্যান্ড নো মোর তক্কো।
  • Samik | 122.162.75.48 | ২৬ জুন ২০১০ ০৯:০৫388985
  • কোঠিন পোশ্নো। পোক্ষীরাজ এবং ন্যাজের থেকেও কোঠিন।
  • Lama | 203.99.212.54 | ২৮ জুন ২০১০ ১৭:৩১388986
  • তারপর?
  • de | 203.199.33.2 | ২৮ জুন ২০১০ ১৭:৪১388987
  • ব্ল্যাংকি কোথা গ্যালো? ঈশ্বর খুঁজতে?
  • Blank | 170.153.65.102 | ২৮ জুন ২০১০ ১৮:১০388988
  • তাপ্পর আবার কি। এসব সামান্য জিনিসের উত্তর জানেনা আবার নাকি সব তীর্থ ভ্রমনের গপ্প শুনবে।
    আরে শুনুন ভগবান হলো ভাগ্যবানের অপভ্রংশ। ভাগ্যবান মানুষকে ভগবান বলে। রাম ছিলো অমনি ভাগ্যবান মানুষ। আর ঈশ্বর হলো যিনি মনে থাকেন। ওসব পাথর টাথরে কেউ থাকেনা। গেরুয়া পরে তীর্থে ঘুরলে কি আর ঈশ্বর সেবা হয় !!! এক্কেবারে, এক্কেবারে এই সব কথা বলে গেলো সেই উত্তর প্রদেশের মুখিয়ারা। আর বিহারী সাধুবাবা পুরো থতমত। এমনি কোনো দিন শোনে নি মনে হয়।
    এসবেও শেষ নেই। ঘন্টা খানেক কাটতে না কাটতেই ফের তর্ক। আর নেক্সট বোমা বেড়িয়ে এলো, 'আপ বোলিয়ে GOD কা মতলব কেয়া হ্যায়' !!!
  • Samik | 121.242.177.19 | ২৮ জুন ২০১০ ১৯:৫৬388989
  • ওরে শালা এত অল্প অল্প লিখছিস কেন? আরো লেখ না!!
  • Lama | 203.99.212.54 | ২৯ জুন ২০১০ ১৩:০২388990
  • কেয়া মতলব হ্যায়? গড কা?
  • Shuchismita | 71.201.25.54 | ২৯ জুন ২০১০ ১৬:৫১388992
  • ব্যাপ্পক হচ্ছে তো!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন