এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • পায়ের তলায় সর্ষে - ৭

    Binary
    বইপত্তর | ২২ জুন ২০০৭ | ২০৬৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sibu | 71.106.244.161 | ২০ এপ্রিল ২০০৯ ০৭:৩২388893
  • এই জন্তু জানোয়ার কিলবিল করা কাজিরাঙ্গার কথা পড়ে আমার কুমীরের তাড়া খাবার গপ্পো মনে পড়ে গেল। এভারগ্লেড ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে একটি স্টেট হাইওয়ে চলে গেছে, নাম এভারগ্লেডস পার্কওয়ে। ডাকনাম অ্যালিগেটর অ্যালি। আমার এক কোলাবোরেটর আর আমি গেছিলাম মায়ামিতে, একটা কনফারেন্সে। প্রথমদিন বোর হলুম, দ্বিতীয় দিন আরো বোর হলুম। তৃতীয় দিন আর থাকতে না পেরে কনফারেন্স চুলোয় যাক বলে দুজনে বেড়াতে বেরোলুম। তখুনো লোকে কাগজের ম্যাপ ব্যবহার করতো, তবেই ভেবে দেখ আমার বয়েস কত। তা ম্যাপ খুলেই চোখে পড়ল একটা লম্বা রাস্তাকে অ্যালিগেটর অ্যালি বলে দেগে দেওয়া আছে। আমরা কানাকানি করলুম, ট্যুরিস্ট টানতে আম্রিকানরা কি না করে। তা যাই হোক, এভারগ্লেডস গেলে ম্যাংগ্রোভের বন দেখা যায় শোনা ছিল। তাই আমরা ঐ দিকেই যাওয়া স্থির করলুম।

    অ্যালিগেটর অ্যালিতে ঢুকে আধা মাইল চলে এসেছি। দুদিকে জলা আর ম্যাংগ্রোভের বন চোখে পড়ছে, কিন্তু কুমীরের পাত্তা নেই। আমার বন্ধুটি হাসিহাসি মুখে কি একটা বলতে যাবে, মুখের হাসি ফ্রীজ করে গেল। তার চোখের দৃষ্টি অনুসরণ করে দেখি, রাস্তার ধারে একটা হুমদো মত কুমীর শুয়ে আছে। উৎসাহে চিল্লিয়ে উঠতে যাব, এমন সময় মনে হল এত চট করে আম্রিকানদের বিশ্বাস করা কি ঠিক হবে? এ নির্ঘাৎ কুমীরের মূর্তি ট্যুরিস্টদের জন্য সাজিয়ে রেখেছে। এই ভেবে হেলান দিয়ে বসতে না বসতেই রাস্তার ধারে গোটা কুমীর পরিবার। খুব বিরক্ত হয়ে বন্ধুকে বললুম, দু-চারটে মূর্তি সাজালেই তো হত। ট্যাক্স-পেয়ারের পয়সার কি মা-বাপ নেই? বন্ধু বলল - না না, ট্যাক্স পেয়ারের টাকায় মূর্তি বানালে গভর্ণরের মূর্তি বানাত। কুমীরের মূর্তি বানাবে বলে মনে হয় না। দু'কথা-চার-কথা হতে হতে ঝগড়া বেঁধে গেল। তখন আমরা ঠিক করলুম নেমে দেখব এগুলো মূর্তি না আসল কুমীর। একটা বেশ বড় কুমীর দেখে গাড়ী থামানো হল। আমরা নামলাম, কিন্তু কুমীর তো নড়ে না। তখন আমরা ঠিক করলাম কুমীরকে ঢিল মারা যাক। প্রথমে নুড়ি, তারপর ব্যাং-বাজীর পাটকেল, এমনি হতে হতে শেষে - ধুস্‌স্‌, এটা মূর্তিই, বলে কনফার্মেটরী টেস্ট হিসেবে আধলা ইঁট। মানে পাথরের মূর্তি হলে আধলা ইঁটে চলটা উঠে আসবে। যেই না গায়ে আধলা ইঁট লাগা, ঘুমন্ত কুমীর দুফুট হাঁ করে তেড়ে এল। আর বুকে হেঁটে যে এত্ত চটপট ধাওয়া করা যায় সে না দেখলে বিশ্বাস করতুম না। তো সেই থেকে অ্যাড্রিনালিন রাশের ওপর আমার খুব বিশ্বাস বেড়ে গেছে। নইলে কুমীরকে দৌড়ে হারিয়ে এই গপ্পো বলার জন্য বেঁচে ফিরলাম কি করে?
  • I | 59.93.165.253 | ২০ এপ্রিল ২০০৯ ১২:৩২388894
  • হয়তো আদৌ বেঁচে ফেরো নি। কে বা জানে, হয়তো গুরুতে ভাট করছে শিবুদা নয়, শিবুদার ভুত। মরে গিয়ে খিটখিটে হয়ে গেছো, তাই খুবসে ঝগড়া করছো। শুধু আধলা ইঁট ছোঁড়ার অভ্যেস যায় নি। :))
  • sibu | 71.106.244.161 | ২০ এপ্রিল ২০০৯ ১৩:৪৫388895
  • ওহে ইন্দো, ভূতেরা ঝগড়া করে না। পরশুরাম ভূতেদের নামে ঝগড়ার বদনাম দিয়েছিল বলে মরার পর তার কি হয়েছিল জান? আমিও অবিশ্যি জানি না :))।
  • kc | 213.132.250.2 | ১৮ মে ২০০৯ ১৭:১১388896
  • টপিকের নাম রেখেছ "পায়ের তলায় সর্ষে"। কিন্তু 'ভেবে
    দেখেছো কি?' কিছু চাঁড়ালের দিন গুজরান হয় ঐ পায়ের নিচের সর্ষে বেচেই? আর সেরম চন্ডাল আছে বইকি এই 'গুচ' র আসরে? সর্বোপরি নিজের কথা বলতে বা লিখতে সব্বার মতন আমার ও ভীষন ভালো লাগে। কিন্তু হয় কই? - ত সেদিন ওক্কুটের পাতায় বেড়াতে বেড়িয়ে দেখলুম, এক বাচ্চা মতোন দেখতে মানুষ 'লুটিশ' ঝুলিয়েছে সেই কবতেখান - "এক পৃথিবী লিখব বলে, একটি পাতাও শেষ করিনি।।"। পড়েই ঠিক করে ফেললাম " আর বিলম্ব নয়"। না হয় খারাপই হবে। চাঁড়ালরা তো
    খারাপই লেখে, কিন্তু পড়ে তো "গুরুদের" লেখাই।
    সুতরাং জয়ত্তারা।

    passenger announcement হয়ে যাওয়ার অনেক পরেও যখন জানালা দিয়ে নীচের ডাঙ্গা দ্যাখা গেলোনা, বেশ চিন্তায় পড়ে গেলাম। আমাদের প্লেনটা শেষ অবধি সমুদ্দুরেই নামবে নাকি? তাও সাড়ে নয় ঘন্টা উড়বার পর? কিন্তু ভার্জিন আট্‌লান্তিক র জাহাজখানা ডাঙ্গাতেই নামল। এয়ারপোর্ট দেখে বেশ ঘাবড়ে গেলাম। চারিদিকে সাদা সাদা লোক অর কালো কালো পুলিশ। সবারই সাইজ আমার দ্বিগুন। ঘাবড়ানটা বেড়ে গিয়ে প্রায় কেঁদে ফেলবার মতন হোলো যখন immigration desk এ আমার passport, visa র সব কিছু নিয়ে নিল এবং আমাকে দুটো গাম্বাট পুলিশ অন্য এক ঘরে নিয়ে গেল। তা সেখানে যখন তাদের boss জড়িয়ে ধরলে তখন ধড়ে প্রান এলো।
    কারণ আর কিছুইনা, আমি সানি গাভাসকার এর দেশ থেকে এসেছি, আর ওদের পুরোন stadium টাকে নতূন করে বানানোর
    কাজটা আমরাই করব কিনা! এখানে হবে বিশ্বকাপের একেবারে 'ফিনাল' খেলা।
    বার্বাডোস এর ব্রিজটাউন এয়ারপোর্ট এর প্রথম এ ধাক্কা মনে হয় সামলে নিলাম।

    (চলবে।)(?)
  • dipu | 207.179.11.216 | ১৮ মে ২০০৯ ১৭:১৭388897
  • চলুক চলুক।
  • S B | 115.187.37.20 | ১৯ মে ২০০৯ ১৬:৪৭388898
  • দারুন হোচ্ছে
  • kc | 213.132.250.2 | ২১ মে ২০০৯ ১৩:২৩388899
  • সবার মতন আমারও লাগেজ পেতে দেরিই হল। কারণ তেনারা আমার সঙ্গে আমার সামানও আলাদা করে ফেলেছিলেন।
    এয়ারপোর্ট থেকে সোজা BCA মানে বার্বেডোস ক্রিকেট য়্যাসোসিএশন এর অফিস। পা টলছে, মাথা ধরেছে, ক্ষিধে পেয়েছে, (অতখানি সময় ধরে প্লেন এ আগে কখন বসিনি যে!) কিন্তু কোনো ছাড়ান নেই, আমার চিমড়ে তামিল ম্যাঞ্জার সঙ্গে সঙ্গেই বোঝাতে বসে গেল কাজ্‌কম্মের হাল হকিকৎ। তা কি আর কারুর মাথায় ঢোকে? আমারও তাই অবস্থা। কিছু পরে বললাম- স্যর আমারে ছাড়ান দ্যান, একটু ঘুনু কব্ব। শুনেই ম্যাঞ্জার আন্না একেবারে ব্যস্তসমস্ত হয়ে বল্লেন ঠিক আছে ওয়েস তোমাকে বাড়িতে ছেড়ে দেবে। ত সেই ভদ্দরলোক আমাকে আমার আস্তানাতে ছাড়লেন সন্ধে সাতটায়। গাড়ি থেকে নেমে লম্বু লোকট হাতমিলিয়ে বললে - I am wes Hall, good night
    ঘুম ভাঙল ভোর পাঁচটায়- ব্যালকনিতে এসে বসতেই চোখ জুড়িয়ে গেল। সামনে একগাদা হলুদ, বেগুনী পাতাওয়ালা গাছের ঝাড়, মাঝে মাঝে কাঠের বাড়ি, একদিকে একটা বেশ পুরোন চার্চ, আর তার সামনে --- অনেকটা নীচে নিস্তরঙ্গ, নিস্তব্ধ, শান্ত ক্যারিবিয়ান সাগর। "স্বর্গ যদি কোথাও থাকে- ত এখানে, এখানেই-------" বার্বেডোসের 'বেজন' ভাষায় একটা গানের লাইন।

    Woah, I'm going to Barbados
    Woah, back to the palm trees
    Woah, I'm going to see my girlfriend
    Woah, in the sunny Carribean sea


    ক্যারিবিআন দ্বীপপুনজের মধ্যেকার খুব ছোট্টোদেশ বার্বেডোস। আড়াএ লাখ মতন লোক থাকে, তার মধ্যে আবার আশি হাজার মত বিদেশী পর্যটক। মুদ্রার নাম বার্বেডিয়ান দলার। দুই BBD মনে একUSD। এক্টু বড় দোকনেই USD বা পাউন্ড নিয়ে নেয়। শান্তির দেশ। লোকেরা হুল্লোরবাজ। খাও পিও এয়শ কর, আর খেল ক্রিকেট, এই হল বেজনদের জীবনের মন্ত্র। ওখানকার লোকেদের বলে 'বেজন'। সেদেশে মাতালের মারপিট ছাড়া আর কোন রকম মারপিটের গল্প শুনিনি দুই বছরে। এতটাই শান্তির জায়গা যে - আপনার ভাগ্য ভালো থাকলে আপনি টনি ব্লেয়ার কেও বাচ্চাকাচ্চাসমেত দেখতে পারেন প্রাত্যভ্রমণে। আমি দেখিনি, তবে লোকে বলে, তাই আমিও বল্লাম।
    এদেশের সব ভালো, শুধু কোনও রকম টাইম বাউন্ড কাজ এখানকার লোকেরা করবেনা, কেউ করাতে পারবেনা, আমরাও পারিনি।
    চলবে,
  • sinfaut | 203.91.206.167 | ২১ মে ২০০৯ ১৩:৩৮388900
  • চলুক চলুক। খুব আগ্রহ নিয়ে পড়ছি।

    আর শান্তনুবাবুকেও অনুরোধ,

    কাজাকস্থান নিয়ে কিছু লিখুননা, এইসব জায়গায় তো আর চট করে লোকে যায়না। আপনারা লিখলে জানতে পারবো।
  • santanu | 82.112.6.2 | ২১ মে ২০০৯ ১৮:১৭388901
  • কাজাকস্থান নিয়ে কিছু লিখতে গেলে কলমের জোর থাকতে হয়, একবার তো এখানেই শুরু করেছিলাম, কিরকম ক্লাস ফাইভের রচনা টাইপের হয়ে যাচ্ছিল, নিজেরই পড়তে খুব কষ্ট হচ্ছিল বলে, বন্ধ করে দিলাম।
  • santanu | 82.112.6.2 | ২২ মে ২০০৯ ১০:০০388903
  • আচ্ছা, গত সপ্তায় এখানে বেশ চমকে ছিলাম, সেটা লিখে দি -

    গত সপ্তায় আমার একটা শারীরিক ঝামেলা হয়, খুব পেনফুল, ক্লিনিক যেতে হয়। তা সে তো প্রচুর কেতা, এমনি ডাক্তার দেখে বললো, চলো সার্জেন কে দেখাতে হবে, সে প্যাঁ প্যাঁ করে অ্যাম্বুলেন্সে করে হসপিটাল নিয়ে গেল (তাতে আরো অসুস্থ হয়ে পড়লাম)। তা সে সার্জেন দেখেশুনে বল্ল, ভর্তি হয়ে যাও, কেস সিরিয়াস, সাত দিন থাকতে হবে।

    পাগল নাকি, সাতদিন কাজাখ হসপিটালে থাকব, আমি বললাম ওসব হবে না, আমি এখানেই ঘরে একদম বেড রেস্টে থাকবো, ওষুধ, ইনজেকসন যা দেবার দাও। I will manage। তার পরেই বোমটা ফাটলো। সার্জেনের বক্তব্য দোভাষী আমায় জানালো, In that case, you must ask your girl friend to stay with you full time

    "আমার Girl friend তো নাই" শুনে, ওদের সে কি উত্তেজনা, as if কাজাখে Girl friend নাই তো বেঁচে থাকার কি দরকার টাইপ।

    তারপর সব ঠিক্‌ঠাক ম্যনেজ হলো, এখন ঠিক আছি, সামনের সপ্তায় কলকাতা যাবো - তবে সে আবার ঐ ক্লাস ফাইভের রচনা।
  • Samik | 122.162.236.137 | ২২ মে ২০০৯ ১০:০৯388904
  • সোওও ব্যাড, শান্তনু, অ্যাদ্দিন কাজাখে থেকে কল্লে কী? তোমার তো দোজখে যাওয়া উচিৎ!
  • pi | 72.83.196.134 | ১৩ জুলাই ২০০৯ ১২:৩৭388906
  • বা:।
  • Blank | 170.153.65.102 | ১৩ জুলাই ২০০৯ ১২:৪৩388907
  • মহিষের ছবি টা হাতে আঁকা মনে হচ্ছে পুরো।
    সমুদ্রের ছবিগুলো তে ভালো রঙ এসেছে।
  • d | 144.160.5.25 | ১৩ জুলাই ২০০৯ ১২:৪৫388908
  • আমি তো আবার ঐখানেই কমেন্ট করলাম।
  • Samik | 219.64.11.35 | ১৩ জুলাই ২০০৯ ১৬:০৭388909
  • ব্ল্যাংকিকে এইবার আমি একসাথে মুগুর ডাঙস আর দুরমুশ দিয়ে পেটা করব।
  • d | 144.160.5.25 | ১৩ জুলাই ২০০৯ ১৬:১৫388910
  • ইন্ডো সেরেফ মোষের ছবিটায় ক্যাপশান দিয়েছে ................. স্যান বেচারী আবার কনফিউসড হয়ে যেতে পারে।
  • Blanl | 170.153.65.102 | ১৩ জুলাই ২০০৯ ১৭:১৬388911
  • তিনটে রিসোর্স নষ্ট করে পেটানোর কোনো মানেই নেই
  • arjo | 168.26.215.13 | ১৩ জুলাই ২০০৯ ১৮:০৯388912
  • সেদিন ইন্দোদার নামটা বাদ গেছে। খুব ভালো হয়েছে ছবিগুলো। সবকটাই খুব সুন্দর।
  • Samik | 219.64.11.35 | ১৩ জুলাই ২০০৯ ১৮:৩৬388914
  • তোর চুলে আমি ব্লন্টোফাইব্রাস হেপালোটাইটিমিস ছেড়ে দেবো। লিখবি কিনা বল। :-|
  • a x | 143.111.22.23 | ১৩ জুলাই ২০০৯ ২১:১৯388915
  • এই নীলচে মোষগুলো সত্যি অদ্ভূত ভালো লাগছে দেখতে।
  • P | 163.244.62.139 | ১৩ জুলাই ২০০৯ ২২:০৫388916
  • আর আর মেঘের মতন জাল ?
  • dri | 117.194.225.205 | ১৩ জুলাই ২০০৯ ২৩:০১388917
  • হ্যাঁ, মহিষীদের ছবিটায় কি যেন একটা মুড আছে। একটু শান্ত, একটু স্যাড? ঠিক কথায় ধরতে পারছি না, কিন্তু আছে। খুব ইন্টারেস্টিং হয়েছে।
  • a x | 143.111.22.23 | ১৩ জুলাই ২০০৯ ২৩:০৭388918
  • পাল্লিন বলার পর আবার দেখলাম। নিজের চোখে পড়েনি আগে। সত্যি মেঘের মত জাল! আর ওটা কি উজান বসে আছে?
  • I | 59.93.245.107 | ১৩ জুলাই ২০০৯ ২৩:১৭388919
  • হ্যা, উজান। জাল পরীক্ষা করছে।
  • b | 117.193.42.120 | ১৬ জুলাই ২০০৯ ১৮:২৮388920
  • তাইলে বেড়িয়ে পড়া গেলো। ভোর বেলায় ঘুম ভেঙ্গেছিলো বিজয়ওয়াড়ায় কৃষ্ণা নদীর ব্রীজের আওয়াজে, সন্ধ্যেবেলায় হোশঙ্গাবাদের পরে পেরিয়ে এলাম নর্মদা। মাঝখানে ক্লাস নাইনের ভূগোল। গোদাবরী, কৃষ্ণ মৃত্তিকা , নাগপুর, তাপ্তী, সাতপুরা, চ্যুত উপত্যকা। চোখ দিয়ে মোটামুটি শুষে নিয়েছি।একটু পরেই পেরিয়ে যাব বিন্ধ্য, তারপরে ভূপাল। ঘুমিয়ে পড়ব ততক্ষণে। ট্রেন ছুটবে গোয়ালিয়র ফোর্টের ভিৎ ঘেঁষে। পেরিয়ে যবে বিদিশা, যেখানে পরম ভাগবৎ হেলিওডোরাসের বিষ্ণুস্তম্ভ, আর লাগোয়া বেত্রবতী নদী। চম্বলের বেহড়। আগ্রার পরে সঙ্গ দেবে শাহী সড়ক।
    টের পাব না কিছুই।
  • b | 117.193.42.120 | ১৬ জুলাই ২০০৯ ১৮:৪৫388921
  • দিল্লি থেকে ইউ. পি রোডওয়েজের রাতের বাস। প্রায় বছর আষ্টেক পরে চড়া গেলো। বাসগুলোর শুধু রং চেঞ্জ হয়েছে। বাকি লজঝরেনেস, ঠাসা বসার জায়্‌গা, ভীড়, সব একই আছে।অসম্ভব শুকনো গরম.. জুন মাসের। কোন রকমে ব্যাগটা পায়ের তলায় গুঁজে দিয়ে আধা বসা আধা ঘুম অবস্থায় ভোর সাড়ে চারটেয় হৃষীকেশ। প্রায় সঙ্গে সঙ্গে বাস বদল করে উত্তরকাশী। সওয়া পাঁচটা নাগাদ সে বাস ছাড়লো। আর এখানে যেমন, প্রায় সাথে সাথেই পাহাড়ী পথ শুরু (মনে মনে একটা লাপ দিলাম। আট বছর পরে হিমালয়!)। যেনারা গেছেন, তেনারা নিশ্চয় দেখেছেন আমাদের দার্জিলিং অঞ্চলের সাথে পার্থক্যটি। প্রকৃতি অনেক রুক্ষ এখানে। আর দার্জিলিং এ এই শিবালিক পর্বত নেই, তাই কপাল ভালো থাকলে নিউ জলপাইগুড়ি থেকেও দেখা যেতে পারে কাঞ্চনজঙ্ঘা।
  • I | 59.93.220.125 | ১৬ জুলাই ২০০৯ ২২:৩৩388922
  • ঐজন্যেই আমার পচ্চিম হিমালয় ভালো লাগে না।
  • Samik | 122.162.236.205 | ১৭ জুলাই ২০০৯ ০৮:২৫388923
  • উত্তর ভারতের হিমালয় আর উত্তর পূর্বের হিমালয়ে অনেক অনেক তফাৎ।

    কিন্তু ব্ল্যাংকির নামে কি কেউ সুপুরি নিল না? আমাকেই যেতে হবে ওকে ক্যালাবার জন্য?
  • sinfaut | 117.254.72.126 | ১৭ জুলাই ২০০৯ ০৮:৩৫388925
  • পচ্চিম হিমালয়ে নদী উপত্যকার বিস্তারটা অনেক বেশি, প্রশস্ত দৃশ্যপট সহজেই পাওয়া যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন