এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • sভ্যতা Rsংস্কৃতি

    tay ei katha
    বইপত্তর | ৩১ আগস্ট ২০০৭ | ১৭৩৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 204.111.134.55 | ১৪ সেপ্টেম্বর ২০০৭ ২৩:৩৪392024
  • ধুস, কি বল্লাম আর কি বুঝলো। কয়েক বছর ধরে গবেষণা চলছিলো, বুয়েচ?
  • angana | 131.95.121.132 | ১৫ সেপ্টেম্বর ২০০৭ ০৭:৪২392025
  • খুবই শুনতে ইচ্ছে করছে আরো অনেক কথা। এই যে নতুন নতুন জায়গায় উৎখনন হয়ে এত এত পুরানো পুরানো সব শহর উদ্ধার করা হচ্ছে মাটির তলা থেকে-এসবের সময়কাল নির্ণয় নিশ্চয় তিন-চারটে পদ্ধতিতে করে বারে বারে চেক ক্রস চেক করা হয়েছে, তাই না?
    এখন এইরকম সাত-আট হাজার বছর আগের শহরের অস্তিত্ব প্রমাণিত হবার পরে রামায়ন মহাভারত পুরান রচনার সময়কাল নতুন করে নির্ণয় করা হলো কি? (এখন তো ওয়েল- ইকুইপড,হরপ্পাপূর্ব যুগের মতন অবস্থা নয় যে সকলে রে রে করে উঠবে অত আগে রামায়ন রচনা হচ্ছে শুনলে)যদি করা হয়ে থাকে, তাহলে কি পাওয়া গেলো?
    বহু আগে "পুরাভারতী" বলে একটি বইয়ে সময়কাল নিয়ে ঐরকম অবিশ্বাস্য পুরানো সব সময়ের কথা পড়েছিলাম, কিছুতেই প্রচলিত মোক্ষমুলরীয় মতের সঙ্গে মেলাতে পারি নি,সেই থেকে দ্বন্দে আছি।
    ঐ সম্পর্কে একটু আলোকপাত করতে পারেন কি তয়/তকাই?
    আগাম থ্যাংকু রইলো।

  • tay ei katha | 192.168.1.102 | ১৫ সেপ্টেম্বর ২০০৭ ১০:৩১392026
  • আমাদের দেশে কেন গোটা পৃথিবীতেই এটা বোধহয় বড় একটা সমস্যা যে পুরাকীর্তির সঙ্গে ইতিহাস আর সংস্কৃতিকে মেলাতে গবেষকদের রাতের ঘুম চলে যায়।বিবেকানন্দ কী আর সাধ করে "প্রাচ্য ও পাশ্চাত্যে" অমন কথা বলেছেন!
    রাশিয়ার পুরাতত্ববিদেরা সাইবেরিয়া থেকে এক মানুষের ফসিল খুঁড়ে বেড় করে তার সময়কাল মেপে দেখালেন ৫২০০০ বছর।অথচ তার পরনে চামড়ার ফুলপ্যান্ট।
    বছর দশেক আগে আমাদের হাজারিবাগের ডাইনোসর-আঁকা গুহাচিত্র আবিষ্কারের খবর আ বা প -তে বড় করে ছাপা হয়েছিল।
    এবার নীচের link টায় দেখুন সব সভ্যতার প্রত্নচিত্রে কেমন ডাইনোসরেরা দাপিয়ে বেড়াচ্ছে-
    http://www.genesispark.com/genpark/ancient/ancient.htm
    ইন্টারেস্টিং।
  • tay ei katha | 192.168.1.102 | ১৫ সেপ্টেম্বর ২০০৭ ১০:৪৮392027
  • সভ্যতা-সংস্কৃতির মূল ধারা থেকে পুরাকীর্তিগুলোর বিচ্ছিন্নতা বিস্ময়ের উদ্রেক করে বৈকি।দেশ জুড়ে বৌদ্ধ সংস্কৃতির এত চর্চা থাকলেও কেন অজন্তা-ইলোরার কোন খবর ছিল না।ক্যাপ্টেন জন স্মিথকে অতল অন্ধকার থেকে তাকে তুলে আনতে হবে।সিন্ধু সভ্যতারও প্রথম ঐতিহাসিক উল্লেখ বোধহয় হিউ-এন-সাঙ-এর লেখায়।তাও কোন একটি নগরীর সম্পর্কে নিস্পৃহ উল্লেখ- তাঁরা ঈশ্বরের অভিশাপে মৃত পাখি হয়ে গেছেন।
  • tay ei katha | 192.168.1.102 | ১৫ সেপ্টেম্বর ২০০৭ ১০:৫৭392028
  • সিন্ধু লিপি,হায়ারোগ্লিফিক বা সুমেরীয় লিপি-তাদের কোন উত্তরাধিকার নেই।কেন এমন হঠাৎ হারিয়ে যাওয়া?
    অথচ চীনের মানুষেরা কিন্তু তাদের সভ্যতা তিন হাজার বছরের পুরনো বই খুলে তরতর করে পড়ে আপনাকে শুনিয়ে দেবে।সে আপনি বুঝুন ছাই না বুঝুন।বাবা,এ ব্যাম্বু কার্টেন।বাঁশবনে ডোম কানা।
  • tay ei katha | 192.168.1.102 | ১৫ সেপ্টেম্বর ২০০৭ ১১:৩৮392029
  • অঙ্গনাদি,
    আরিকার স্বল্পালোকিত কোন সভ্যতা সম্পর্কে জানতে চেয়েছিলেন।ঘটনাচক্রে এ বছরের জুলাইতে সুবিখ্যত Nature পত্রিকা সারা পৃথিবী জুড়ে বিস্তর জিন ঘাঁটাঘাতি করে জানিয়ে দিয়েছে-আফ্রিকাই মানব জাতির একমাত্র উৎস।শুনে জার্মানির নিয়ানডারথালদের মাথা গরম হয়ে cranial capacity আর একটু হয়ত বেড়েছে।
    যাই হোক,আফ্রিকার সুবিখ্যাত মিশরীয় সভ্যতার বিস্তারক্ষেত্রের সামান্য দক্ষিণে কুশ,অক্সুম এবং কার্মা বলে তিনটে সভ্যতার নিদর্শন পাওয়া গেছে।কে কার ওপর ঝাঁপিয়ে পড়ে প্রভাব ফেলেছিল,তা নিয়ে গবেষিত সত্যগুলি নীচের তিনটে সাইটে লিপিবদ্ধ-

    http://www.wsu.edu:8080/~dee/CIVAFRCA/KUSH.HTM
    http://www.wsu.edu:8080/~dee/CIVAFRCA/AXUM.HTM
    http://www.homestead.com/wysinger/kerma.html


    নাইজিরিয়ায় আরো অখ্যাত এক সভ্যতা নোক সভ্যতা।wikipedia-য় ভাল তথ্য আছে-
    http://en.wikipedia.org/wiki/Nok
  • angana | 131.95.121.132 | ১৬ সেপ্টেম্বর ২০০৭ ০০:২০392030
  • আরে ব্বাবা, তকাই, মেহেরগড় যে নিওলিথ যুগের! খুঁজে খুঁজে দেখে তো আমি অবাক!
    ১০০০০ বছর আগের সেটলমেন্ট! কী সাংঘাতিক অবস্থা! আবার কত রকমের সব জিনিসপত্র বানাতো ওরা!
    http://www.geocities.com/Hollywood/Academy/3308/ancient.html

  • angana | 131.95.121.132 | ১৭ সেপ্টেম্বর ২০০৭ ১৮:৫২392032
  • কিন্তু তারপর? তারপরে কি হলো তয়/তকাই?
    আরো অনেক যে শুনতে ইচ্ছা করে।

  • tay ei katha | 192.168.1.102 | ১৮ সেপ্টেম্বর ২০০৭ ০৯:২৮392033
  • আমার বর্তমান বসতির আশেপাশে আর গোটা মহারাষ্ট্রেই এখন চলছে গণপতি উৎসব।সুতরাং গাণপত্য উপাসনার ধারা নিয়ে দুচার কথা বলে নেওয়া যেতে পারে।সুপ্রাচীন ঋকসংহিতায় বৃহস্পতি ছিলেন গণপতি(গণানাং ত্বাং গণপতিং হবামহে ২।২৩।১);পরে ইন্দ্রও গণপতি(নিষুসীদ গণপতে গণেষু ত্বামাহুর্বিপ্রতমং কবীনাম ১০।১১২।৯)।যজুর্সংহিতায় গণপতি রুদ্র(রুদ্রস্য গাণপত্যম ,কাঠক সংহিতা ১৬।১,১৯।২)।পুরাণে এবং তন্ত্রে গণপতির মধ্যে বৃহস্পতি আর রুদ্র দুইই এসে মিলে গেছেন।এখানে গণপতি রুদ্রের(শিবের) পুত্র,জ্ঞানদাতা,বিঘ্ননাশন।ইন্দ্রের সাথে তাঁর যোগ রক্ষা করা হয়েছে ঐরাবতের মাথা দিয়ে।

    আগ্রহীরা এ দুটি বই পড়তে পারেন-
    ১।Date of Ganesh worship-kali Kumar Dutta,Indian History Congress,Bombay
    ২।Calcutta Sanskrit College Research Series,Vol XIII

  • tay ei katha | 192.168.1.102 | ১৮ সেপ্টেম্বর ২০০৭ ০৯:৪০392034
  • হ্যাঁ এবার অসুরগড়ের পুরাকীর্তি নিয়ে বলি।এটিও দক্ষিণ দিনাজপুর জেলায়।বাণগড় থেকে খুব দূরে নয়।পুরাতাত্বিকের এটিকে দ্রাবিড় সভ্যতার অবশেষ বলে মনে করেন।খুব সামান্যই গবেষণা হয়েছে এই অসুরগড় নিয়ে।
    দ্রষ্টব্য-উত্তরবঙ্গের ইতিহাস-সুকুমার দাস

  • tay ei katha | 192.168.1.102 | ১৮ সেপ্টেম্বর ২০০৭ ১৪:০৬392035
  • বিশাল আফ্রিকা মহাদেশের দক্ষিণাংশে আমরা কিন্তু প্রাচীন কোনো সভ্যতা খুঁজে পাইনা।এর পেছনে নৃতাত্বিক খোঁজ আমরা চালাব।কিন্তু তার আগে ইউরোপ আর আমেরিকার প্রাচীন সভ্যতাগুলোয় একবার নজর দেব।কাল থেকে।

  • angana | 131.95.121.132 | ২০ সেপ্টেম্বর ২০০৭ ০৬:০৮392036
  • হ্যাঁ,তয়/তকাই, তারপরে?
    কেন বিশাল আফ্রিকার দক্ষিণাংশে প্রাচীন সভ্যতার অবশেষ পাওয়া যায় না?
    আর দক্ষিণ আমেরিকার রহস্যময় সভ্যতাগুলো সম্পর্কেও জানতে ইচ্ছে করছে।
  • tay ei katha | 192.168.1.102 | ২০ সেপ্টেম্বর ২০০৭ ০৯:৩৩392037
  • অঙ্গনাদি,
    শুধু জানতে ইচ্ছে করলে হবে না।লিখতে ইচ্ছেও করতে হবে ।উত্তর আমেরিকার সভ্যতাগুলো নিয়ে একটু লিখুন না।
  • angana | 131.95.121.132 | ২০ সেপ্টেম্বর ২০০৭ ২২:১২392038
  • বলেন কি মশাই? আমি লিখবো উ আয়ের প্রাচীন সভ্যতা নিয়ে? চেছেপুঁছে সব সাফ, গুটিকয় যারা ছিলো তারা রিজার্ভে, সেখানেও প্রচুর গন্ডগোল, ছেলেপিলেরা ইংরেজী ইস্কুলে যায়, নিজেদের কালচার নিয়ে কিছু জানতে চাইলেই মহা গন্ডগোল-চটপট হয় কোনো ককেশিয়ান বাবামা দত্তক নিয়ে নেয়, নয়তো অন্য কিছু ব্যবস্থা হয়ে যায়। এই অবস্থায় সেসব সভ্যতাকে জানাই বা যাবে কিকরে?
    তবু উড়ে উড়ে আসে কিছু লাইন,কেমন করে জানি বেঁচে গেছে-""We don't inherit the land from our ancestors, we borrow it from our children.""
    দ আয়ে এরকম অবস্থা নয়, সেখানে প্রচুর শক্ত ঘাঁটি ছিলো,সবাইকে নিশ্চিহ্ন করতে পারেনি। সেখানে খুঁজলে এখনো অনেককিছু পাওয়া যাবে।
    সেইজন্যেই তো শুনতে চাইছি,বলুন না!
  • tay ei katha | 192.168.1.102 | ২৩ সেপ্টেম্বর ২০০৭ ১১:০৪392039
  • অঙ্গনাদি,
    এটা অত্যন্ত দু:খের যে আমরা আজ সভ্যতার যে ধারাটির(ইউরোপীয়) অগ্রগতি নিয়ে গর্ব করি,তাঁরাই কী নির্লজ্জভাবে ধ্বংস করেছে প্রাচীন আমেরিকান ইন্ডীয় সভ্যতাগুলোকে।উত্তর উত্তর , মধ্য ও দক্ষিণ আমেরিকায় যে কটি প্রাচীন সভ্যতার নাম পাওয়া যায় সেগুলি হল-
    ১।আনাসাজি
    ২।অ্যাজটেক
    ৩।বেওথুক
    ৪।ক্লোভিস
    ৫।ফ্রেমোন্ট
    ৬।হিসাৎসিনোম
    ৭।হোহোকম
    ৮।মায়া
    ৯।কোহোকিয়া
    ১০।ওলমেক
    ১১।টোলটেক
    ১২।ইনকা
    ১৩।সিনাগুয়ান
    ১৪।জাপোটেক
    ১৫।নাভাজো
    ১৬।চিরোকি
    ১৭।ইনুইট
    ১৮।পুয়েব্লো
    ১৯।মিস্কিটো
    ২০।নাভাজো

    কোনো কোনোটা মিউজিয়াম পিস হয়ে গেছে।কোনোটা হয়ত ক্ষীণভাবে টিঁকে আছে।তবে যখন দেখি বলিভিয়ার জনসংখ্যার ৫৫%,পেরুর ৪৫%,গুয়াতেমালার ৪০%,মেক্সিকোর ৩০% indigenous তখন মনে হয় -সবটুকু যায় না;কিছু মায়া রয়েই যায়।
  • angana | 131.95.120.97 | ২৩ সেপ্টেম্বর ২০০৭ ২৩:২০392040
  • নাভাহো বলেও বলা হয় কোথাও কোথাও।
    নাভাহোদের প্রায় নি:শেষ করে ফেলেছিলো, মাত্র কিছু মানুষ অবশিষ্ট ছিলো যারা নাভাহো ভাষায় কথা কইতো। লিখিত কোনো বর্ণমালা ছিলো না। এই ব্যাপারটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দারুণ কাজে লাগিয়েছিলো মিত্রপক্ষ, ভাষাটাকে সূক্ষ্ম সূক্ষ্ম কায়্‌দায় মোচড় দিয়ে কোড বানিয়েছিলো,সে কোড বিরুদ্ধপক্ষ ভাঙতে পারেনি।
    অথচ জাতিটা...সংস্কৃতিটা... থাক সে আর বলে কি হবে।
  • angana | 131.95.121.132 | ২৬ সেপ্টেম্বর ২০০৭ ২০:০৭392041
  • এদিকে আমি তো এদের কথা শুনবো বলে বসে আছি। তকাই, আপনের খবর কি?
  • tek | 192.168.1.102 | ০২ অক্টোবর ২০০৭ ১০:৪০392043
  • অঙ্গনাদি,
    আর কী লিখব এদের নিয়ে।এদেরকে তো সভ্য ইউরোপীয়রা মেরে মেরে শেষ করেছেই,পুঁথিপত্র ইত্যদিও পুড়িয়ে দায়মুক্ত হয়েছে।ইন্ডীয়দের গায়ে অসভ্য,বর্বর,খুনে প্রভৃতি তকমা লাগিয়ে বন্দুকের মুখে... উন্নত,সুশিক্ষিত,শন্তিপ্রিয় সভ্যতার স্বার্থে কত কষ্ট স্বীকার করেছে বলুন তো ইউরোপীয়রা।ভাবলে শোকে আকুল হয়ে যাবেন।

  • tek | 192.168.1.102 | ০২ অক্টোবর ২০০৭ ১০:৫০392044
  • চলুন,আবার দক্ষিণ আমেরিকার দিকে একটু দৃষ্টি দেওয়া যাক।পেরুর লিমা শহর থেকে ১৮০ কিমি উত্তরে কারল বলে একটি নগরীর ধ্বংসাবশেষ মেলে।আমেরিকা মহাদেশীয় ভূখন্ডে এটি প্রাচীনতম নগরসভ্যতার নিদর্শন।৩০০০ খৃষ্টপুর্বাব্দের।পেরু দেশটা এমন আরও অনেক পুরাতাত্বিক সম্পদে সমৃদ্ধ।কিন্তু অর্থনৈতিকভাবে অনুন্নত হওয়ায় আর মাঝে মাঝে বৈপ্লবিক আদর্শে নড়ে চড়ে ওঠায় সেসবের প্রতি তার অবহেলা।

  • angana | 131.95.121.132 | ০৩ অক্টোবর ২০০৭ ০০:৫০392045
  • হ্যাঁ,ইন্ডীয়দের একেবারে পুড়িয়ে টুড়িয়ে শ্রাদ্ধ ও পিণ্ডদান করে ফেলে শান্তি শান্তি করে দিয়েছে।
    কিন্তু মুশকিল হলো ঐ যে "অজ নিত্য শাশ্বতোয়ং পুরান ন হন্যতে হন্যমানে শরীরে"--তাকে কি করে শেষ করবে? নতুন কালের ছেলেপিলেরা বেরিয়ে পড়েছে,খুঁজে ফিরছে,কোথাও না কোথাও কিছু না কিছু তো থেকে যায়-পুরাকীর্তি না হোক,মৃতশহর না হোক-অন্য কিছু,কোনো সন্ধ্যেবেলার গল্প,কোনো জনারের ক্ষেত,কোনো উপকথা, লোককথা, সময়ের হাত এড়িয়ে বেঁচে থাকে যা মানুষের জীবন্ত হৃদয়ে।
    কিছু কিছু খুঁজে পাওয়া যাচ্ছে,একটু একটু করে...
  • tek | 192.168.1.102 | ০৪ অক্টোবর ২০০৭ ১৩:৩৪392046
  • অঙ্গনাদি,
    আপনার উদ্ধৃতিটায় সামান্য সংশোধন কাম্য।ওটা খুব সম্ভবত "অজো নিত্য শাশ্বতোহয়ং পুরাণ: ন হন্যতে হন্যমানে শরীরে" হবে।আমারও ভুল হতে পারে,একটু দেখে নেবেন।
    আর অন্য থ্রেডে তর্পণের মন্ত্র যেটা উল্লেখ করেছেন ,সেটা লিখতে গিয়ে হয়তো এ পাতায় একবার চোখ বুলিয়েছিলেন।আসলে এ পাতায় ওটা অংশত উদ্ধৃত ছিল।পুরোটা এই রকম-
    " আ ব্রহ্ম ভুবনাল্লোকা দেবর্ষিপিতৃমানবা:।
    তৃপ্যন্তু পিতর: সর্বে মাতৃমাতামহাদয়:।
    অতীতকুলকোটিনাং সপ্তদ্বীপনিবাসিনাং
    বান্ধবা: অবান্ধবাশ্চৈব যেহন্যজন্মানি বান্ধবা:
    তে তৃপ্তিমখিলাং যান্তু যে চাস্মৎ তোয়কাঙ্ক্ষিণ:"

    নিন,এবার ইন্ডিয়ানদের কথা লিখুন।
  • m_s | 202.78.237.58 | ০৪ অক্টোবর ২০০৭ ১৫:১৩392047
  • ** শ্বাশ্বতো'য়ং .... যেখানে উপর-কমা আছে, সেখানে অনেকটা "হ'-এর মতন দেখতে লুপ্ত "অ' কাগজের ছাপায় ব্যবহার হয়; যেখানে সংস্কৃত থেকে বাংলা বর্ণান্তর হয়েছে। লুপ্ত "অ' বাংলায় ব্যবহার হয় না। এর কোন উচ্চারণ নেই। ঐ উপর-কমা না দিলেও চলে।

  • m_s | 202.78.237.58 | ০৪ অক্টোবর ২০০৭ ১৫:৩০392048
  • ** শাশ্বতো'য়ং ... :-)
  • angana | 131.95.121.132 | ০৪ অক্টোবর ২০০৭ ২১:০৪392049
  • ঐ শাশ্বত ব্যাপার বোঝাতে গেছিলাম, শ্লোকটা দিয়ে দিলাম যা মনে ছিলো, বানানটানান ভুল হয়ে গেছে, দু:খিত। সবই তো পরের, কিছুই তো আমার নয়, ভুল হতে পারে না?:-)))
    আর, পেরুর সেইসব পুরাকীর্তির কথা শুনবো বলে বসে আছি তো!
  • tek | 192.168.1.102 | ০৫ অক্টোবর ২০০৭ ০৯:৩৬392050
  • আবার আমার একটা ভুল হয়ে গিয়েছে।তর্পণের মন্ত্রে একটা লাইন বাদ পড়ে গিয়েছে।পুরোটা এইরকম-
    "আ ব্রহ্ম ভুবনাল্লোকা দেবর্ষিপিতৃমানবা:।
    তৃপ্যন্তু পিতর: সর্বে মাতৃ মাতামহাদয়:।।
    অতীতকুলকোটীনাং সপ্তদ্বীপনিবাসিনাং।
    ময়া দত্তেন তোয়েন তৃপ্যন্তু ভুবনত্রয়ম।।
    যে বান্ধবা: অবান্ধবা: বা যেহন্যজন্মনি বান্ধবা:।
    তে তৃপ্তিমখিলাং যান্তু যে চাস্মৎ তোয়কাঙ্ক্ষিণ:।।"

  • pp | 81.204.138.143 | ০৫ অক্টোবর ২০০৭ ২০:০৬392051
  • না হে, বানান ভুল করিবেননা। এত লোকনিন্দা হয়।
  • angana | 131.95.121.132 | ০৫ অক্টোবর ২০০৭ ২০:১২392054
  • কী সাঙ্ঘাতিক!!!!!
  • pipi(sarbani) | 141.80.168.31 | ০৫ অক্টোবর ২০০৭ ২০:১২392052
  • আগেরজন আমি নই।
  • tek | 192.168.1.102 | ০৫ অক্টোবর ২০০৭ ২০:২৯392055
  • অঙ্গনাদি,
    ঐ যে গুয়াতেমালার মিগু মানে মিগুয়েল আনখেল আস্তুরিয়াস আনমনে খেলতে খেলতে আস্ত পোপোলভুহ অনুবাদ করতে পারেন,লিখে ফেলতে পারেন "জনারের মানুষ",জাদু-বাস্তব একাকার করে দিয়ে,তার কারণ ওদের দেশে ভগ্নস্তূপের মধ্যেও বাস্তবটা বেঁচে আছে।আমাদের মতো পরগাছা রাজনৈতিক দৈবপরশে সেটা আর যাই হোক বিকৃত হয় নি।

  • tek | 192.168.1.102 | ০৫ অক্টোবর ২০০৭ ২০:৩৯392056
  • আবার ইউরোপের প্রাচীন সংস্কৃতিতে উঁকি মারতে হবে।অ্যাঁ,আবার নিয়ানডারথাল নাকি?হ্যাঁ,ঠিক তাই।কজন ইউরোপীয় ইতিহাসবেত্তা পন্ডিত সম্প্রতি বিস্তর খেটেখুটে একটি গ্রন্থ লিখে প্রমাণ করতে চেয়েছেন যে সমাজে নারীর মর্যাদা প্রথম দিতে শিখেছিলো ঐ ইউরোপীয় নিয়ান্ডারথালরাই।ব্যস,আর যায় কোথা!!!সাদ্দামের দেশের জাগ্রোস পর্বতমালার শনিদার গুহা থেকে নিয়ান্ডারথাল ফসিলেরা চিল্লিয়ে উঠলো""শনিদার গুহা থেকে বলছি,স্যর।মানে আমরাই আগে...""
    দিয়েছে ব্যাটাদের ফাঁসিতে লটকে।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন