এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • sভ্যতা Rsংস্কৃতি

    tay ei katha
    বইপত্তর | ৩১ আগস্ট ২০০৭ | ১৭৩৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tan | 131.95.121.132 | ০৫ অক্টোবর ২০০৭ ২০:৪৬392057
  • কিন্তু এসব বোঝা যাচ্ছে কিকরে? নিয়ান্ডারথালরা যারা কিনা অত অত হাজার বছর আগের,তারা কিভাবে কাকে মর্যাদা দিতো,এসব সূক্ষ্ম ব্যাপারগুলো বোঝা যাচ্ছে কিকরে?

  • tek | 192.168.1.102 | ০৬ অক্টোবর ২০০৭ ১০:৪৯392058
  • নিয়ান্ডারথালেরা প্রায় মানব।কাজেই তাদের আচার- ব্যবহারকে সভ্যতা কিম্বা সংস্কৃতি বলতে অনেক পন্ডিতেরই রুচিতে বাধতে পারে।মোটামুটিভাবে ২০০০০০ বছর আগে থেকে ১০০০০ বছর আগে পর্যন্ত ইউরোপ আর পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অংশ জুড়ে নিয়ান্ডারথালদের যাতায়াত ছিল।যেহেতু ৩৫০০০ বছর আগে আধুনিক মানুষ ক্রোম্যাগননদের আবির্ভাব ঘটে গেছে,আর স্পেন,পোর্তুগালে ক্রোম্যাগনন আর নিয়ান্ডারথালদের বসতি গুলো একেবারে গলাগলি করে রয়েছে,আমরা ভাবি বুঝি বিষম যুদ্ধ ওদের মধ্যে হয়েছে।দেশে-দেশে সীমান্ত বানিয়ে,সীমান্ত সমস্যা নিয়ে যুদ্ধ বাঁধিয়ে,যুদ্ধ থামলে ""রাজ্যে রাজ্যে পরস্পরে দ্বন্দ্বে অমঙ্গল/তোরা যুদ্ধ করে করবি কী তা বল?"ইত্যাদি গান গেয়ে আমরা যে আধুনিক সংস্কৃতি তৈরি করেছি,তাতে শন্তিপূর্ণ সহাবস্থানের নীতি খাটে কীকরে? তায় আবার অসভ্য প্রাচীন মানুষের ক্ষেত্রে?
  • tek | 192.168.1.102 | ০৬ অক্টোবর ২০০৭ ১১:০৩392059
  • ঠিক যেমন সিন্ধু-সরস্বতী উপত্যকায় আর্য-দ্রাবিড় বসতি নিয়ে সমস্যায় পড়েছেন ঐতিহাসিকেরা,কে আগে আর কে পরে?কটা যুদ্ধের hypothesis খাড়া করা যায়?কত ঘোড়া আর কত হাতি supply দেওয়া যায়? একই নদীর পারে দ্রাবিড়ের গোলা ধোরো,আর্যের প্রভাস পতন,দ্রাবিড়ের লোথাল,আর্যের পৃথুদক,দ্রাবিড়ের ধোলাভিরা,আর্যের বিনশন- কী ফ্যাসাদ?
    ঠিক তেমনই ইসরায়েলের কোয়াফজেহ গুহার আশেপাশে নিয়ান্ডার্থাল বসতির চিহ্ন থেকে পুরাতাত্বিকেরা অবাক হয়ে আবিষ্কার করলেন যে সেখানে নিয়ানডারথালেরা আধুনিক মানুষের পরে বসতি বানিয়েছে।পশ্চিম এশিয়ার ইরাক,আফগান সীমন্তে নিয়ান্দারথালেরা একবার বসতি বানায়,তো হোমো স্যাপিএন্সেরা একবার বসতি বানায়।এ একবার,তো ও একবার।মিশ্রণ কী ঘটেনি দুই গোষ্ঠীর?

  • tan | 131.95.121.132 | ০৬ অক্টোবর ২০০৭ ২১:৫৯392061
  • tek
    আর্যেরা আর দ্রাবিড়েরা খুব প্রেমে পড়তো, আর্য প্রেমিক, দ্রাবিড় প্রেমিকা, অথবা উলটোটা।
    ""এই কুলে আমি আর ঐ কুলে তুমি,মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়...""
    এইসবের ইকুইভ্যালেন্ট ধরনের গান গাইতো আর বাঁশী বাজাতো। সব এসে মিশে গেছে কৃষ্ণের বাঁশীতে।সব পথ শেষে মিলে গেলো এসে...
    কিন্তু ঐ পুলিশ, ঐ যে টোড়ি পুলিশ...ওরাই যত ঝামেলা চিরকাল করে এসেছে, আজও করছে।খুব স্যাড ব্যাপার।
    পুরানো আমলেও দেখুন নগরপাল নাচতে নাচতে গান গাইছে,""ওরে কে তুই ভুলালি/ওরে কে তুই ভুলালি/পুরী হতে পালালো রাজার দুলালি/ওরে কে তুই ভুলালি।""
    :-)))))
  • tan | 131.95.121.132 | ০৭ অক্টোবর ২০০৭ ০০:০৭392062
  • তারপরে ধরুন এই নিয়ান্ডার্থাল আর কোম্যানিয়ঁ।পাশাপাশি পাড়া বেঁধে থাকতো,হামেশাই এপাড়ার ছেলে ওপাড়ার মেয়েকে নিয়ে পালাতো,""নদীর নামটি অঞ্জনা/গাঁয়ের নামটি খঞ্জনা/আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে/ আমাদের সেই তাহার নামটি রঞ্জনা" এইসবের ইকুইভ্যালেন্ট গান কবিতা এনতার বানাতো।:-))
    ওরা জানতোই না যে এরম করতে নেই,ওরা আলাদা, ওদের নাম নিয়ান্ডার্থাল আর ক্রোম্যানিয়ঁ!!!!
    ভাগ্যে এতকাল পরে আমরা এসব নাম টাম ক্লাসিফিকেশান দিলাম,তবে না বেচারারা বুঝলো!
  • tek | 192.168.1.102 | ০৭ অক্টোবর ২০০৭ ০৯:৪৬392063
  • tan,
    ক্রোমাগননেরা তখন সবে ভাষা তৈরি করছে,সে দুর্বোধ্য- আকার-ইঙ্গিতে ভরা।আর নিয়ানডারথালদের অবস্থা আরও শোচনীয়- মুখে অস্ফূট ধ্বনি।তখন এক ক্রোম্যাগনন প্রেমিকা তার নিয়ানডারথাল প্রেমিকের উদ্দেশ্যে হয়ত এইরকম গাইত-
    "চোখে চোখে কথা বলো,
    মুখে কিছু বলো না।
    মন নিয়ে খেলা করো
    এ কী ছলনা!"
    কিম্বা মুখে বড় বড় কথাওয়ালা আর্যেরা।বেদ শ্রুতিতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন,লিখতে চান না এক অক্ষরও।ওদিকে দ্রাবিড়েরা ধোলা ভিরা নগরে সাইনবোর্ড অবধি লিখে ফেলেছে।সেসময় আর্য প্রেমিকের দ্রাবিড় প্রেমিকার বাবা প্রায় classified কলামে বিজ্ঞাপন দিয়ে দেয় আর কি-"লিপিকুশল দ্রাবিড় পাত্র কাম্য..."
    তখন আর্য প্রেমিক হয়ত গাইত-
    "বারবার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে,
    কখনও গাঙুর,কখনও কোপাই-কপোতাক্ষের গানে।
    গাঙুর হয়েছে কখনও কাবেরী,কখনও বা মিসিসিপি,
    কখনও রাইন,কখনও কঙ্গো নদীদের স্বরলিপি।
    স্বরলিপি আমি আগেও লিখি নি, এখনও লিখি না তাই,
    মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই।"
  • tek | 192.168.1.102 | ০৭ অক্টোবর ২০০৭ ১০:০১392065
  • যাক সেসব কথা।জার্মানির Max Planck Institute of evolutionary anthropology-এর বিজ্ঞানীরা কিন্তু আশ্বাস দিচ্ছেন যে তাঁরা ২০০৮ সালের মধ্যে নিয়ানডারথাল মানুষের জেনোম সিকোয়েন্স উদ্ধার করবেন।
  • tek | 192.168.1.102 | ০৮ অক্টোবর ২০০৭ ০৯:৪৫392066
  • এরপর আমরা হিমালয় অঞ্চলে আর চীনে পাওয়া কিছু ফসিল ঘেঁটে দেখব- মানুষের প্রাচীন রীতিনীতির উৎসটা ঠিক কোথায়।

  • tan | 131.95.121.132 | ০৮ অক্টোবর ২০০৭ ১৯:২৪392067
  • ওরেব্বাবা চীনে? সেখেনে তো সব চিত্রলিপি! একই ছবির একটু এদিক উদিক হয়ে গেলেই আর দেখতে হবে না, পুরো মানে টানে পাল্টে গিয়ে কেলেংকারি!
    হরপ্পার তরুণ বণিক চীনে গিয়ে প্রেমে পড়ে চীনা লিপিতে এক বিরাট পত্র লিখলো-এদিক উদিক হয়ে গিয়ে মারাত্মক এক মানে দাঁড়ালো। চীনা প্রেমিকা অচিনা হয়ে গিয়ে বাবাকাকামামাদের নিয়ে পেটানোর জন্য ছুটে এলো।:-))))
  • tek | 192.168.1.102 | ০৮ অক্টোবর ২০০৭ ২১:০৭392068
  • কিন্তু tan,
    অন্যান্য দেশে প্রাচীন লিপি পাঠ করতে গিয়ে জেনারেশন যেমন চিৎপটাং হয়ে যায়,চীনে কিন্তু তা নয়।প্রাচীন লিপি ওরা দিব্যি পড়তে পারে,হোকই না দশহাজারী বর্ণমালা।

  • tan | 131.95.121.132 | ০৮ অক্টোবর ২০০৭ ২১:১৩392069
  • সেই তো! এক চীনা বন্ধু কইছিলো উইকেন্ডে সে পড়ে দুই হাজার বছর আগের এক বই, সেই পুরানোকালের এক সেনাপতির বিখ্যাত রচনা-যুদ্ধের কৌশল নিয়ে।
    দুই হাজার বছর আগের বই? পড়ো কিকরে? বলে আমরা টরেটম বনে গেছি প্রায়, সে নির্বিকার,কইলো কেন পড়তে পারবো না,হরফ একই তো!
  • tan | 131.95.121.132 | ০৯ অক্টোবর ২০০৭ ০২:৫৯392070
  • আর এই ভাষার উৎপত্তি---ব্যাপারটা রহস্যময়। নিয়ান্ডার্থাল ক্রোম্যাগনন---এরা আস্তে আস্তে শব্দ করে,হাত পা নাড়ে আকারে ইঙ্গিতে বোঝাবার চেষ্টা করে--কিন্তু আস্তে আস্তে ভাষার উৎপত্তি কিকরে হলো?
    ঠেলা ধাক্কা দিয়ে ল্যাং মেরে থাপ্পড় টাপ্পড় কামড় টামড় দিয়ে বোঝাবার চেষ্টা করতে করতেই কি আস্তে আস্তে ভাষা গড়ে উঠলো?
  • tek | 192.168.1.102 | ০৯ অক্টোবর ২০০৭ ১৩:১৫392071
  • tan
    হয়ত নিয়ান্ডারথাল প্রেমিক তার ক্রোম্যাগনন প্রেমিকার সাথে elope-এর সব ব্যবস্থা করে রেখেছে আকার-ইঙ্গিতে,এমন সময় এক ক্রোম্যাগনন যুবক এসে কীসব বলে ক্রোম্যাগনন যুবতীতির মন ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিলো থ্রেড ঘেঁটে।
  • tan | 131.95.121.132 | ০৯ অক্টোবর ২০০৭ ২০:৪৫392072
  • তাইলে তো আর্যদের দারুণ সুবিধা-এমন সব দুর্দান্ত গান কবিতা প্রশস্তি ইত্যাদি গেয়ে দেবে যে দ্রাবিড় বেচারা কেমন থতমত খেয়ে আর এগুতেই পারবে না।
  • tek | 192.168.1.102 | ১০ অক্টোবর ২০০৭ ১০:০২392073
  • tan,
    যে কথাটা তখন বলছিলাম,চীনের ফসিল রেকর্ডও কিন্তু অত্যন্ত ভাল।

  • Tim | 204.111.134.55 | ১০ অক্টোবর ২০০৭ ১১:৪৮392074
  • তয়,
    পেরুর এক্সক্যাভেশানটা নিয়ে দুকথা হবে নাকি? সিপানের এই প্রি-ইনকা সভ্যতার ধ্বংশাবশেষকে গত তিরিশ বছরের সবথেকে গুরুত্বপূর্ণ আবিষ্কার বলা হয় দেখলাম।
  • gandhi | 203.110.243.21 | ১৬ জানুয়ারি ২০১২ ২২:২০392076
  • এই টইটা বেশ ভালো ছিল তো ...

    আর্যরা আসুক না আসুক .... সভ্যতা বৈদিক হোক বা না হোক এরকম একটা টই থেমে গেল কেন ????
  • Sick of Sickulars | 119.163.235.228 | ১২ ডিসেম্বর ২০১৫ ০৭:৫৬392077
  • সিকুলাররা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আবার প্রমাণ হলো।
  • sswarnendu | 198.154.74.31 | ১২ ডিসেম্বর ২০১৫ ১০:৪৪392078
  • ইয়ে 'সিকুলাররা' মনে করে ইতিহাস, আর্কিওলজি, জিওলজি এগুলো বৈজ্ঞানিক সাক্ষ্যপ্রমাণ দিয়ে চলে, কারোর মত দিয়ে নয়... আপনার মত থাকতেই পারে সূর্যই পৃথিবীর চারদিকে ঘোরে, আপনি সেটা প্রকাশ ও করতে পারেন... 'সিকুলাররা' আটকাবে না কো... তবে এমত ক্ষেত্রে আপনি যে ফুল **ন্ডু 'সিকুলাররা' ও তাদের সেই মত বিনা বাধায়ই প্রকাশ করবেন :P
  • রোবু | 113.10.210.238 | ১২ ডিসেম্বর ২০১৫ ১১:৫৭392079
  • আমিও সিক অব সিকুলারস। ধর্ম-সহিষ্ণুতার কোনো মানেই হয়না, এস্পেশালি হিন্দুধর্ম। চাড্ডি দেখলেই ক্যালান, আমি আপনার সাথে একমত।
  • Blank | 24.99.52.108 | ১২ ডিসেম্বর ২০১৫ ১৪:০৪392080
  • রোবু কে ক।
    খালি একটা ব্যপার বুঝিনা, চাড্ডি রা গান্ডু হয় নাকি গান্ডুরা চাড্ডি হয়।
  • kc | 198.70.27.49 | ১২ ডিসেম্বর ২০১৫ ১৬:৪৮392081
  • ব্ল্যাঙ্কো, এরকম করে হবেনা হে। চাড্ডিদের ওদের ফাণ্ডাতেই ঘায়েল করতে হবে। ম্যাক্সিমাম চাড্ডিকেই দেখেছি পড়াশোনা একদম মিনিমাম। তবে দুএকটা মিশন বেসড চাড্ডি দেখেছি, একদম সলিড জিনিষ। তাদেরকে ইগনোর করতে হবে বা আরও বেশি পড়তে হবে।
  • হে হে | 195.129.62.62 | ২২ অক্টোবর ২০১৬ ০৭:৪৩392082
  • তারা আবার এসেছে ফিরিয়া
  • ranjan roy | 192.69.146.147 | ২২ অক্টোবর ২০১৬ ২০:১২392083
  • এই টইটাকে কেউ ধরতাই দিয়ে প্রাণ সঞ্চার করুন না!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন