এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • বইমেলা বন্ধ,,কি আনন্দ !

    rg
    বইপত্তর | ২৯ জানুয়ারি ২০০৮ | ১১২৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shrabani | 59.94.102.205 | ৩১ জানুয়ারি ২০০৮ ১৯:২৯394877
  • রাজারহাট তো এখনো অনেক ফাঁকা আছে, সেখানে অনেককে সস্তায় জমি দিচ্ছে সরকার, এইবেলা মেলার জন্য ভালো আর বড় একটা জায়গা মার্ক করে রাখতে পারে।

  • a x | 192.35.79.70 | ৩১ জানুয়ারি ২০০৮ ২০:২৪394878
  • এ সমস্তই বড় পাবলিশার্সদের চক্রান্ত, ছোট পাবলিশার্সদের ভাতে মারার তাল - এইরকম conspiracy theory যখন আকাশে বাতাসে, তখন ছোটদের মধ্যে অন্তত: লিটল ম্যাগ গুলানের ময়দানে বইমেলা বন্ধ নিয়ে কোন আপত্তি নেই, মিলন মেলা বা অন্য কোন জায়গাতেই তারা যেতে চায়।
  • Arpan | 202.91.136.4 | ৩১ জানুয়ারি ২০০৮ ২১:০৫394880
  • উরিশ্লা, আজকালে পোল নেমে গেছে - হ্যাঁ, না, জানি না। "জানি না' টা না রাখলেও হত। :-)
  • umesh | 62.254.196.200 | ৩১ জানুয়ারি ২০০৮ ২১:৪৯394881
  • আজকাল এর অধিকাংশ পাঠক বুদ্ধজীবী হওয়া সত্বেও না তে ৪২% ভোট পড়েছে।
    আমি অবাক হয়েছি।

  • umesh | 62.254.196.200 | ৩১ জানুয়ারি ২০০৮ ২২:৪৬394882
  • আচ্ছা বইমেলা বিরোধিতা করার সাথে বই বিরোধী কি এক জিনিস।
    আমি গত ১০ বছর কলকাতা বইমেলা দেখিনি।
    কিন্তু যা শুনেছি, book stall গুলোর থেকে food Stall গুলো তে বেশির ভাগ মানুষ যায়।
    তাহলে সেই মেলা কি হিসাবে বইমেলা?
    আমি তো মনে মনে এই মেলার বিরোধিতা করি।
    তবে কি আমি বই বিরোধী?
    অথচ গত ১০ বছরে আমি যা বই কিনেছি (৯০% বাংলা বই) তাতে একটা library বানানো যায়।
    আবার ভাববেন না ঘর সাজানোর জন্যে কিনি। রীতিমত সব পড়ি।
    আমি গা টা জ্বলে উঠে যখন বুদ্ধজীবী রা বইমেলা বিরোধী দের বই বিরোধী বলে।
    মনে হই সব কটা কে গুলি করে মারি।
  • cephren | 128.252.20.65 | ৩১ জানুয়ারি ২০০৮ ২২:৫৭394883
  • এই দাদাবাবু আস্তে, গোলগুলি না:)
    তবে কথটা খুব ভুল হয়ে্‌তা বলেন নি, বই এর তল থেকে খাবারে লোক বেশী না হলেও সংখ্যাটা খাবার দোকানে অনেক বেড়ে গেছে। অমি সবচেয়ে রিসেন্ট গেছি ৩ বছর আগে, তার অভিঞ্‌গতায় বলি, অনেক বুকতলই মাছি তারাচ্ছে, জেটা অগে খুব একটা বেশী চোখে পড়তো না।
  • a | 220.226.21.176 | ০১ ফেব্রুয়ারি ২০০৮ ০২:৩২394884
  • ৪ পয়সা

    ১। এবার বইমেলা পার্ক সার্কাসে করতে না দেবার পিছনে (according to high court) দূষণের থেকেও বড় ইস্যু ছিল মানুষের অসুবিধা তথা সুস্থ পরিবেশে বাচার অধিকার(by constitution, article 14,21 , most probably)

    ২। ভারত বর্ষের কিছু দূষণ নিয়ন্ত্রণ ল আছে। আর কোনো মেলা বা event কে অনুমতি দেবার কিছু নিয়ম আছে for both corporation and state govt.) সেগুলো এবার বইমেলার অনুমতি দেবার সময় সম্পূর্ণ অগ্রাহ্য করা হয়েছে(basically যার জন্যে মামলায় হেরেছে)

    ৩। সরকার কলকাতায় দূষণ বন্ধ করার নামে য করছে তার নাম ধ্যষ্টামো। যথা অটো, বাস, গঙ্গা ইত্যা:।

    ৪। নি:সন্দেহে এটা বইমেলাকে ভেস্তে দেবার প্ল্যান। রাজনৈতিক উদ্দেশ্য প্রোণোদিত। কিন্তু, গিল্ড মেজর ছড়িয়েছে কোনো বিকল্প ব্যবস্থা না করে। সেটাই বিরোধিতার কারণ। তাছাড়া এটা আজন্ম apolitical org ছিল খুব সচেতনভাবেই, যদ্দিন না পার্টি ঢুকেছে আর বারোটা বাজিয়ে দিয়েছে।

  • umesh | 62.254.196.200 | ০১ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৫১394885
  • জ্যোতি বাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন ভাবতাম, একি নিরস মানুষ আমাদের মুখ্যমন্ত্রী যে রাজনীতির বাইরে কিছু তে মাথা গোলায় না।
    যখন বুদ্ধ বাবু মুখ্যমন্ত্রী হলেন, তখন মনে হলো যে, যাক এবার একটা ভালো লোক পাওয়া গেছে। রাজ্‌নীতির বাইরেও কিছু ভাববে।
    কিন্তু এটা যে বুমেরাং হবে ভাবিনি।

    উনি আবার সব কিছু তেই মাথা গোলায়, আর নিজের ঈগোর নিয়ে সব কিছু তেই গুবলেট করে।
    CAB, নন্দন, বইমেলা।
    আমার মনে হয় জ্যোতি বাবু হলে বইমেলা নিয়ে এতো কান্ড হতো না। উনার আর যতো খারাপ গুণ থাকুক বাজে বস্তা পচা ঈগো যেখানে সেখানে ব্যবহার করতো না।
  • r | 59.162.191.115 | ০১ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:৪৪394887
  • কলকাতা বইমেলা হচ্ছে ১-১০ই মার্চ যুবভারতী ক্রীড়াঙ্গনে, ব্যবস্থাপনায় ক্রীড়া দফতর।
  • § | 122.163.229.223 | ০১ ফেব্রুয়ারি ২০০৮ ২২:০৫394888
  • বইমেলা না-হওয়ায় টই বেরলো: বইমেলা বন্ধ, কী আনন্দ। এবার কী বেরোবে? বইমেলা খোলা, কী জ্বালা?
  • Blank | 59.93.199.61 | ০২ ফেব্রুয়ারি ২০০৮ ০০:৫৩394889
  • http://www.anandabazar.com/archive/1080131/31edit3.htm
    সুভাষ দত্তের লেখা। ভদ্রলোক গুচ্ছ খানেক মামলা করেছেন, বইমেলার আগে ওনার সফলতম মামলা হলো ভিক্টোরিয়া বাঁচানোর মামলা। আপাত দৃষ্টি তে দারুন ব্যপার। তার পরেই ভিক্টোরিয়ার আশে পাশে কার পার্কিং বন্ধ হয়ে যায়, দূষনের জন্য। কিন্তু ফলাফল?
    যারা ভিক্টোরিয়ার ঐ দিকে কার পার্ক করে আকাদেমি যেত, অথবা সকালে ভিক্টোরিয়াতে মর্নিং ওয়াকে আসতো, এখন তাদের গাড়ি থাকে ক্যলকাটা ক্লাবের ঐদিকে (গোখেল রোড কি?)। গাড়ি গুলো যাওয়ার সময় ভিক্টোরিয়ার দিকে নামিয়ে দিয়ে যায় লোকগুলোকে, ফের মালিকের ফোন পেয়ে তুলে নিয়ে যায় ওদের। আগে যে গাড়ি একবার চলতো ভিক্টোরিয়া অঞ্চল দিয়ে, তাকে এখন দুবার যাতায়াত করতে হয়। অথচ দূষন নাকি কমানোর চেষ্টা করা হচ্ছে।
    ভদ্রলোকের দাবী যে মিলন মেলার জায়গা পার্ক সার্কাস ময়দানের চেয়ে বেশী। অথচ মিলন-মেলা পার্ক সার্কাস ময়দানের ঠিক আর্ধেক।
  • tan | 131.95.121.132 | ০২ ফেব্রুয়ারি ২০০৮ ০৫:০১394890
  • ঈশ, উমেশের লাইব্রেরীটার খোঁজ পেলে খুব কাজ হতো! আলমারিগুলোও ওভাবে আনা যায় না এই যা দু:খ।:-))))
  • Abhyu | 130.207.140.165 | ০৩ ফেব্রুয়ারি ২০০৮ ০২:২৮394891
  • শেষ পর্যন্ত কিছু একটা হচ্ছে !
  • d | 59.161.66.134 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৪:২৩394892
  • তাহলে সুভাষ চক্কোত্তির সহায়তায় বইমেলা হচ্ছে। আর তাতেই আবাপ ভেস্তে দিয়েছে টাইপের কনস্পিরেসি থিওরীর চর্চা বন্ধ আছে নাকি? থ্রেড খোলার সময়কার নাকেকান্না বন্ধ দেখছি। আমারও একটা সন্দ হতিছে। তা লিখে ফেলি।

    বইমেলা বন্ধ হয়ে যাওয়াতে সবচেয়ে সুবিধা হল কার/কাদের? আবাপ'র? কিভাবে? বইমেলা তো আবাপ'র সামনেই সবচেয়ে লম্বা লাইন থাকে? ছোট বা মাঝারী প্রকাশকরা আবাপ'র কাছে কোনভাবেই থ্রেট হয় কি? মনে তো হয় না। এর স্বপক্ষে কোন পরিসংখ্যান আছে কি? যতদূর জানি TMH বা প্রেন্টিস হল ইত্যাদির পরেই আনন্দ এবং তার খুব কাছাকাছি দে'জ এর বিক্রী। বইমেলা না হলেও আবাপ'র বই বিক্রী খুব একটা কমবে কি? খুব সন্দেহ আছে। কারণ আনন্দ সারাবছর ধরে বিভিন্ন বইয়ের গুছিয়ে বিজ্ঞাপন দিয়ে যায়। আর যারা চায় তারা ঠিকই কিনে নেয়। আনন্দর একটা স্টেডি পাঠকগ্রুপ আছে।

    ওদিকে, সিপিএম বহুদিন ধরেই বইমেলাকে নিজেদের কর্তৃত্বের অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগে "গ্রন্থমেলা' বলে একটা মেলা হত, সরকারের পরিচালনায়। সেটা কোনোভাবেই "কলিকাতা পুস্তকমেলা'র ধারেকাছে আসতে পারে নি, এবং একসময় বন্ধও হয়ে গেছে। গতবছর বন্ধ হবার পর সুভাষবাবু মেলার বন্দোবস্ত করে দিয়েছিলেন। তাঁকে নাকি "এমনকি ধন্যবাদ'ও দেওয়া হয় নি। এবছরও প্রথম পার্কসার্কাসে হবার কথা চলার সময় মেয়র তো পৌরসভার সহযোগীতার বিনিময়ে অর্ধেক কর্তৃত্ব টাইপের কি একটা দাবীও করেছিলেন, যাতে গিল্ডের খুব রাগ হয়েছিল।

    তো, এখন দেখেটেখে তো মনে হচ্ছে সিপিএমের একটা অংশই এই শেষমুহূর্ত্তে মামলা করিয়েছে, যদি পার্কসাকাসের অধিবাসীরা নিজেরা না করে থাকে, এবং তার পেছনে শক্তিশালী কারো মদত থেকে থাকে --- তো সেইটা সিপিএমের একটা অং শের বলেই তো মনে হচ্ছে। কারণ এই পুরো ব্যপারটাতে সিপিএমেরই সবচেয়ে লাভ হয়েছে। তারা যে কর্তৃত্ব চাইছিল এখন সেটা তারা পুরো পাচ্ছে। পক্ষান্তরে এই অবস্থায় আনন্দ নতুন করে হারাবার বা লাভ করবার কিছুই নেই।

    ব্ল্যাঙ্ক যা বলেছে বাংলা সাহিত্যে আনন্দর মনোপলি থাকবে না এটা আনন্দ মানতে পারছে না --- এইটা তো সিপিএমের ক্ষেত্রে আরো বেশী সত্যি। বাপ-ছেলের ঝগড়ায়ও সিপিএমের লোকাল কমিটি পার্টির ব্যনার নিয়েই নাক গলান জরুরী মনে করে, সেখানে এতবড় একটা ব্যপার তাদের ছাড়াই হবে এটাও তো তারা মানতেই পারে না।

    অবশ্য মামলা করার ফান্ডিঙের জন্য যদি সিপিএমের এই অংশটা আনন্দ'র কাছে হাত পেতে থাকে --- তা হতেই পারে। আনন্দ বড় কর্পোরেট হাউস, টাকা দিলে হিসেব কষেই দিয়েছে।

    ব্ল্যাঙ্কের আরেকটা কথা -- "আনন্দ'র মনোপলিতে আপত্তি' দেখে খুব হাসি পেল। পশ্চিমবঙ্গে "বিরোধী' নেই এই কথা উঠলেই একটা কথাঅ খুব শোনা যায় যে 'সি পি এম কি বিরোধীও তৈরী করে দেবে'? খুবই ন্যায্য কথা। একশোবার মানি। তো, আনন্দ'র বিকল্পও কি আনন্দ'ই তৈরী করে দেবে? আজকাল/বর্তমান এর যা স্ট্যান্ডার্ড, তাতে বাচ্চাদের অ্যা পরিস্কারের কাজটাই ওগুলো দিয়ে ভাল করে হয়। আর গণশক্তি তো বাদই দিলাম। বিমান বসু বা বিনয় পাছাড়ু ধমকি হুমকী দিয়েও কি আর আবাপ'র বদলে গণশক্তি পড়াতে পারবে বাঙালীকে?

    আর একটা কোপুতুহল। টাটা খুব ভাল ব্যবসায়ী কিন্তু আনন্দ খুব খারাপ বেওসায়ী? কেন? আনদ বাঙালী মালিকানা বলে?

    ডি: আমার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব কেহই আবাপ বা আনন্দয় চাকরী করে না।
  • Blank | 203.99.212.224 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৪:২৯394893
  • আনন্দ র নামে এক পিস টই খুলি, দাড়াও।
  • r | 125.18.17.16 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৪:৪৫394894
  • দমু পুরো ড্যান ব্রাউন হইয়া উঠতাসে! ;-)

    এক, সি পি এম এত ক্ষ্যামতা ধরে না, এত প্ল্যানিঙের পটুত্বও নাই। থাকলে গত দুই বছর ধরে ন্যাজেগোবরে হতে হত না। দুই, পার্ক সার্কাসের লোকেদের হয়ে ঘোরতর কংগ্রেসি উকিল আমজাদ আলি লড়েছিলেন। আমার মনে হয় না সোনিয়া গান্ধীর এত সময় আছে যে তিনি সরকার বাঁচাবার জন্য বইমেলা যাতে সি পি এমের কুক্ষিগত হয় তাই একজন উকিল যোগান দেবেন।

    চতুর্দিকে বাঙ্গালী চক্রান্ত দেখে, সেই পলাশী যুদ্ধের সময় থাইক্যা। ;-))

    আনন্দ চক্রান্ত ফক্রান্ত কিসু করে নি, কিন্তু গিল্ডের ক্ষমতাশালী গ্রুপের উপর প্রথম থেকেই রঞ্জন সরকার আর বাদল বোসের খার ছিল। তার উপর এরা চেয়েছিলেন, বেশি গোঁয়ার্তুমি না করে স্টেডিয়াম কি মিলনমেলায় বইমেলা করতে, কারণ নাই ব্যবসার থেকে কানা ব্যবসা তো ভালো। ত্রিদিব কিসুই শোনে নাই, তার উপর হাইকোর্টের অর্ডার বেরোলে একতরফা বলে দিয়েছে যে বইমেলা ভঙ্গ। কাজেই ত্রিদিবের নেতৃত্বাধীন গিল্ডকে আনন্দ মাটিতে ফেলে ক্যাল দিচ্ছে।
  • Arpan | 202.91.136.4 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৪:৫১394895
  • সেই গত বছরে করা প্রশ্নটা আরেকবার করি। গিল্ডের সচিব, সভাপতি এগুলি কি নির্বাচিত পদ? না "সর্বসম্মত'? না মনোনীত?
  • r | 125.18.17.16 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৪:৫৩394896
  • নির্বাচিত।
  • Arpan | 202.91.136.4 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৪:৫৬394898
  • ক' বছর পর পর নির্বাচন হয়? (এত প্রশ্ন করে বিরক্ত করার জন্য দু:খিত। কিন্তু সত্যিই উত্তর জানি না)
  • d | 59.161.66.134 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৪:৫৯394899
  • জানতাম রাঙা মুখ খুলবে :))

    আরে এত কনস্পিরেসি থিওরী দেইখ্যা আমারও বানাবার সাধ অইল। আর যেভাবে সাইরদিকে "আনন্দ'র সক্রান্ত সক্রান্ত গল্প ... তো, কেউ একটা উল্টা না লিখলে ঠিক ভারসাইম্য থাহে না।
  • Blank | 203.99.212.224 | ১২ ফেব্রুয়ারি ২০০৮ ১৪:৫৮394901
  • গরীবের কতা বাসী হলে সত্যি হয়। ঠিক এমন জিনিস ই বলতে চাইছিলুম আমি, তখন কেউ শুনলো না।
  • apu | 218.111.176.125 | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ১৩:২১394902
  • মমতা ডাকলেই বইমেলা চলবে। মমতাকে অলবেংগল ফ্রীপাস দেওয়া উচিত, একমাত্র ওই পারে যাকে বুড়ো জ্যোতি বলেছিলেন মেয়েছেলে(মহিলা নয়)। কলকাতা জ্বলছে মমতার ফাঁদে। এমনিতে বাঙালী হলো কুড়ের জাত, দুপুরে ভাতঘুম চাই। যদিবা কলকাতায় কিছু কাজ হয় মমতা মিটিং মিছিল করে তাও পন্ড করে, বিকৃত মস্তিস্ক মহিলাটাকে পাগলাগারদে কবে পুরবে?
  • - | 125.18.17.16 | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ১৪:২৫394903
  • মমতাকে বাজে গালাগাল দেওয়ার প্রতিবাদ করে গেলাম।
  • RATssss | 63.192.82.30 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ০০:৫৬394904
  • মমতার মিটিং মিছিল মানে সব পন্ড আর বামফ্রন্টের তথা সিপিএমের মিটিং মিছিলে কলকাতার অগ্রগতি হয় - অপুদা কি তাই বলতে চান?
    একটু পরিসংখ্যান নিয়ে দেখবেন গত ৫০ বছরে কটা মিটিং মিছিল বন্ধে কর্মনাশ ঘটেছে - এর মধ্যে কটা মমতার ডাকা আর কটা সিপিএম ও বামফ্রন্টের?
    বুড়ো জ্যোতি - কথাটাতেই আপনার উদার ও বামপন্থী মানসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে, যে লোকটা প্রায় সারা জীবন ধরে আপনার প্রিয় দলের প্রতি আনুগত্য দেখিয়ে সেবা করে চলেছেন, আজ তিনি অশীতিপর হলেও একজন সাধারন বিরূদ্ধপন্থী লোকও তাকে বুড়ো জ্যোতি বলে অসম্মানজনক মন্তব্য করতে পারে না, হয়ত কম্যুনিজম আপনাকে ওনার অনেক কাছে টেনে এনেছে তাতেই আপনি ওটা বলতে পারলেন। হয়ত কম্যুনিজম আপনাদের সম্মানজনক কথা বার্তা প্রয়োগ করতে নিষেধ করে অথবা ভুলিয়ে দেয়, তাই হয়ত আপনাদের ১০ বছর আগেকার প্রিয় নেতা তাকে "মেয়েছেলে' বলে তৃপ্তি পান। আর আপনিও সেটা এখনো রেলিশ করেন।
    একটা বড় সমস্যা কি জানেন, ধুয়ো ধরতে ধরতে আপনাদের অনেকের নিজের মত, চিন্তাধারা কিছুই আর অবশিষ্ট নেই, কে জানে হয়ত কোন প্রকার ব্রেন ওয়াশ হয়েছিল কোন সময়। নিজে চিন্তা করতে শিখুন, নিজেদের ভুল ধরতে শিখুন। একসময় ইংরেজী প্রাথমিকে আপনাদের অগ্রজরাই তুলে দিয়েছিল, প্রতিবাদে যারা ছিল তারা কিন্তু এবছর যখন আবার ক্লাস ওয়ান থেকে ইংরেজী চালু করলেন তারা ফিরে প্রতিবাদ করে নি। যদি করত তবে ভাবতে পারতেন পাগলা গারদে কাকে পাঠানো উচিত।
    যা চাইছি তাই পেতে হবে নয়ত নখ দাঁত বের করতে হবে - এমনি করে তো বহু দিন চলল, যুক্তি তর্ক দিয়ে বিচার করতে চান যারা তাদের কতজন দলের নিচু তলায় টিকে থাকতে পারেন সেটা একটু হিসেব করে দেখবেন - যদিও আপনার পোষ্ট দেখে মনে হল না এ সব নিয়ে বিশদ চিন্তা করবার মতন মানসিকতা আপনার আছে। পরপর দুই বছর বইমেলা নিয়ে সমস্যা হবার পরেও তাই আপনার একমাত্র রাগ এখন মমতা-র উপরে। রাজনৈতিক চরিত্র ও চিন্তাভাবনা সহ প্রায় সব ব্যাপারেই মমতার গ্রহনযগ্যতা প্রায় তলানিতে। তবুও সাধারন মানুষের প্রতিবাদ রিজ বা পার্কসার্কাসে বইমেলা সহ সবকিছুতেই মমতা কে টেনে আনা তাই আপনাদের স্বভাব, কারন আপনার অযোগ্য নেতারা এখনো নাগরিক কে বিরোধী হিসাবে মানতে পারেন নি, সবকিছুতেই তাই মমতার ভুত দেখছেন আপনি। এখনো বুঝতে শিখুন, জনগনের দলের সঙ্গে একটা আমার মত একটা বিশাল জনতা আর নেই, মানসিক ভাবে অনেক দুরে সরে গেছে আজ। অরাজনৈতিক প্রতিবাদ গুলোকে রঙ লাগানো বন্ধ করুন - নয়ত আরো দুরে দুরে সরে যাবেন, কালের টানে কোন একদিন হারিয়েও যাবেন হয়ত।
  • Apu | 60.50.136.149 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ০৯:০০394905
  • আমি এই প্রথম একজন লোককে জানতে পারলাম যিনি আমাকে বামপন্থী বলে উল্লেখ করলেন। তাঁরা কি পরিবর্তনের আশা রাখেন? এত বছর হয়ে গেল রাজনীতিতে কোনো পরিবর্তন হলো কি? আমি তো ৮৪-৮৫ র কাছাকাছি একবার ভোট দিয়েছিলাম তাও মিউনিসিপ্যাল ভোটে। তার পর দেশ ছাড়া এবং আমার মতো অনেকেই দেশ ছাড়া হয়েছে সিপিএম এর ধাক্কায়। এখন বাড়ি ফিরে দেখি যুবকেরা দালাল হয়ে যাচ্ছে ( লোকাল বাংলায় টাউট )। আমি তো কোনো পাটিই সমর্থন করি না। কবে পরিবর্তন আসবে? কেউ কি আছে বাংলার হাল ধরার? পিত্রোদা বলেছিলেন মানুষকে কমুনিকেশন দাও পানীয় জল, আর শিক্ষা নিজে থেকে আসবে। সেটা দিতে হলো-ই তবে ২০-২৫ বছর পরে, আমরা বাকী জগতের থেকে সেই অনুপাতে পিছিয়ে গেলাম। আজ দেখি সিপিএম বাংলার ঘরে ঘরে আর এখন তো ভোটের সময় বাড়ি বাড়ি ভোট ভিক্ষা করতে যাবার প্রয়োজন মনে করে না। আপনার বাড়ির প্ল্যান, জল, রাস্তা সব আটকে যাবে কারণ ওরা শুধু পার্টি করে না, সব সরকারি পোস্ট দখল করে বসে আছে। জাগো বাঙালী জাগো, অন্তত কেরালা কে দেখে শেখো যেখানে প্রতি পাঁচ বছরে গদিতে পার্টি পাল্টায়। সিপিএমকে ভাল বললে হয়তো এতো কথা শুনতাম যদি না মমতাকে খারাপ কথা বলতাম। আমরা কি কেউ ভাল আছি? মনে তো হয় না।
  • kallol | 220.226.209.5 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ১১:৪৩394906
  • অপুকে - পরিবর্তন হবে কি না কেউ বলতে পারে না। কেউ তো জ্যোতিষী নয়। কিন্তু এই যে, "এতকাল হয়ে গেলো কিছুই তো হল না" জাতীয় কথারও কোন মানে নেই।
    ১৯৭৫ সালে কেউ কখনো স্বপ্নেও ভাবে নি ইন্দিরা গান্ধী ক্ষমতাচ্যুত হবেন কোন একসময়। জরুরী অবস্থার মধ্যে সেই বিশ্বাস যেন সত্যি হয়ে উঠছিলো। আমরা যারা জরুরী অবস্থায় ধরা পড়ি - তাদের হিসাব ছিলো ১০/১৫ বছর খাট্টু খেতে হবে।
    ১৯৭৭-এ সব উল্টে গেলো।
    তাই...............
  • Apu | 218.111.213.110 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৩:০১394907
  • কল্লোলবাবুকে - অথচ দেখুন বিল গেট্‌স আর মাইকেল ডেল একটা যুগের কান্ডারী হয়ে গেল এই সময়ের মধ্যেই, আমাদের কি এটা ভাবা উচিত নয় আমরা কোথায় পড়ে রয়েছি। তবু রয়েছি রবিঠাকুরের ভবিষ্যতবাণীর আশায় "ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে" কিন্তু সেটা কবে আসবে?
  • r | 125.18.17.16 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৩:২৪394909
  • যেদিন রবি ঠাকুর বলবেন- ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, সেইদিন। :-D
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন