এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • বইমেলা বন্ধ,,কি আনন্দ !

    rg
    বইপত্তর | ২৯ জানুয়ারি ২০০৮ | ১১২৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • § | 61.95.167.91 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৩:৩০394910
  • :-)))))))))))))))
  • san | 220.227.64.98 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৩:৩২394911
  • রবিঠাকুরকে কি সাম্মানিক নন্দঘোষ উপাধি দেয়া হয়েছে?
  • Blank | 203.99.212.224 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৩:৪৯394912
  • কোনকালে ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ ছিল আগে?
  • § | 61.95.167.91 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:০৪394913
  • ক্যানেএএএ? সেই যে উনিশশো বৈদিক সালে? সেই যখন শূন্য থেকে শুরু করে দাবাখেলা প্লাস্টিক সার্জারি কামসূত্র সবকিছু ভারতে আবিষ্কার করা হত?
  • umesh | 62.254.196.200 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:০৬394914
  • যদিও আগে জগত শ্রেষ্ঠ বলে কিছু ভাবনা ছিলো না, কিন্তু যদি গুপ্ত যুগ টা দেখেন। তখন কার সময় কার বাকি দুনিয়ার সাথে তুলনা করেন তবে অনেক কিছু তে ভারত বেশ ভালো position এ ছিলো।

  • Apu | 60.48.207.139 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৩৫394915
  • কেন ভায়া এইতো সেদিন পর্তুগীজ ইংরেজ হুড়মুড় করে ভারতে এসে পড়ল, তার আগে হিউয়েন সাং, ফা হিয়েন, মোগল পাঠান কে আসেনি? ভারত শ্রেষ্ঠ ছিল বলেই কিনা? আমেরিকাকে আবিষ্কার করতে গিয়ে কলম্বাস বলল ইন্ডিয়ায় পৌছেছ। ভারত একদিন শ্রেষ্ঠ ছিল কবিগুরুর ভাষায়।
  • r | 125.18.17.16 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৩৭394916
  • বলতে? সেইজন্যই তো কবিগুরু বলেছিলেন- তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা।
  • Arijit | 128.240.229.65 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৪০394917
  • আর এই পোত্তুগীজ-ইংরেজ-হিউয়েন সাং-কলম্বাসেরা কবিগুরুর সেই "এ দেশ তোমার দেশ, এ দেশ আমার দেশ' শুনেই না এখানে তীত্থ কত্তে এলেন...
  • Blank | 203.99.212.224 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৪২394918
  • মার্কো পোলো গেলো চীনে, তো সেটাও তবে শ্রেষ্ঠ
  • kallol | 220.226.209.5 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৪৪394920
  • কবিগুরুতো বলেওছিলেন - ভারত আমার ভারতবর্ষ / স্বদেশ আমার স্বপ্ন গো
    কিংবা - এই দেশ এই দেশ আমার এই দেশ / এই দেশেতেই জন্মেছি মা.....
    কিংবা - যাকগে।
  • san | 220.227.64.98 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৪৫394921
  • কবিগুরু কি যাকগে জাতীয় প্রাকৃত লিঙ্গো ইউজ করতেন ?
  • kallol | 220.226.209.5 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৪৭394922
  • সেও তো কবিগুরু কবেই বলেছেন - একদিন চিনে নেবে তারে - মার্কোপোলোর কথা ভেবেই তো।
  • r | 125.18.17.16 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৪৮394923
  • না তো। মার্কো পোলো শুধু ল্যান্সডাউন আর পার্ক স্ট্রীটে। মেইনল্যান্ড চায়না তো গুরুসদয় দত্ত রোডে আর প্রিন্স আনোয়ার শাহ রোডে।
  • Arijit | 128.240.229.65 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৪৯394924
  • স্যান কিস্যু জানে না - "ইস্ট অর ওয়েস্ট, ইন্ডিয়া ইজ দ্য বেস্ট' বা "আই লাভ মাই ইন্ডিয়া' - এগুনো কার ল্যাখা? বলিউড কার থেকে ঝাড়ে?
  • Arijit | 128.240.229.65 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৫০394925
  • এই না, পার্কো পোলো এখানে চায়না টাউনেও আছে। কুবলাই খানও আছে। এখনও হিউয়েন সাং দেখতে পাই নাই।
  • Arijit | 128.240.229.65 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৫১394926
  • ** মার্কো **
  • r | 125.18.17.16 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৫৬394927
  • ও-কারহীন লিঙ্গো প্রসঙ্গে একটি ছোটো গপ্পো, বইপাড়ার ভানুবাবুর জবানে-

    মনোজ বসুর জন্মদিনে সাহিত্যিকরা যেতেন তাঁর আমন্ত্রণে। দোতলায় ওঠবার সিঁড়ির চাতালে দুই সাহিত্য মহারথীর দেখা। একজন সোল্লাসে বললেন- আরে কতদিন পরে তোমার সঙ্গে দেখা। এসো ভাই, প্রাণভরে আলিঙ্গন করি।
    অপরজন বললেন- তা কর তবে মনে রেখো, আলিঙ্গন মাঝে লিঙ্গ রয়েছে লুকাইয়া।
    অন্যজন সঙ্গে সঙ্গে বললেন- ছিদ্র নাই সেই লিঙ্গ যায় কোথা দিয়া।
  • kallol | 220.226.209.5 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৫৯394928
  • এই যে, র টার কোন কান্ডোজ্ঞান নাই - আরে পাগোল মার্কোপোলই হোক বা মেনল্যান্ড কি মান্ডারিন - সবই তো - একদিন চিনে নেবে তারে - গুরুদেব কি এমনি বলে ?
  • Blank | 203.99.212.224 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৬:৩৬394929
  • প আর ম এর মধ্যে দুরঙ্কÄ খুব সামান্য
  • RATssss | 63.192.82.30 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ০৭:৩৭394931
  • সিপিএমের ধাক্কায় দেশছাড়া? - কেন ? কিভাবে?
    ইংরেজের ধাক্কায় আমাদের পূর্বপুরুষেরা দেশছাড়া হলেন না, সময় লাগলেও দেশ কে পুনরুদ্ধার করলেন - আর আমরা পালিয়ে গিয়ে নিজেকে ও নিজের পরিবারকে নিশ্চয়তা দিচ্ছি আর আশা করছি আকাশ থেকে নীল আলো জ্বালিয়ে কেউ এসে পরিবর্তন আনবে!!! বাংলার হাল ধরবে!!! কার জন্য ধরবে? যাদের সিপিএমে ভাল লাগে না তারা তো আর বাংলায় পরে নেই! জাগো বাঙালী জাগো বলব আর নিজে বিদেশে বসে টাকার মাল্টিপলে কত পাচ্ছি হিসেব করব - এ ভাবে কি হয়! পারব কি সব কিছু ছেড়ে ছুড়ে নি:স্বার্থ ভাবে আমার জন্মভূমিকে এগিয়ে নিয়ে যেতে? নিজের ছেলে-মেয়ে-বউ-স্বামীকে বলতে পারব কি তোমরা তোমার টা বুঝে নাও, আমি চললুম বাকি জীবনটা দেশের সেবায় লাগাতে -মরে গেলে যাব কিন্তু কিছু ছাপ রেখে মরব!! সবাই ভাবছি - অন্যে যাক, অন্য কেউ আমার মনের সাধ পূর্ন করুক, আমি নিজের আখের থেকে একটা কানাকড়িও ছাড়ব না!

    --- যাইহোক, এটা এই সুতোর প্রসঙ্গ ছিল না - অপুদাকে অনুরোধ করব "সিপিএম হত্যা', "নন্দীগ্রাম' ইত্যাদি সুতোগুলো একটু দেখুন - এককথা বারবার লেখার মানে হয় না।
  • d | 121.245.64.106 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ১১:৩১394932
  • "ভারত আবার জগৎসভায় .....' কবিগুরু???
    :)))))))))))))))))))))))))))))))))

    (কি সব আইটেম আসে রে বাপ্পো)
  • ac | 79.67.109.149 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:১৭394933
  • হুমম। ব্যাপার বেশ গুরুতর ই দেখছি। মনোপোলির বাজার সর্বত্র। গুচ ই বা এর থেকে বাদ যায় কি করে বলুন দেখি ? যে কয়জন এখানে নিয়মিত লেখেন তাদের ছাড়া নতুন কেউ এখানে লিখতে এলে কিছু ব্যথা তো আছেই। অন্তত মালা-চন্দন দিয়ে কেউ নবীনবরণ যে করবে না সেটুকু...............

    সত্যি খুউউব দু:খ হয় জানেন.....
    এই আপনারা যারা এত বেশি জানেন, ভাবেন, এত সুন্দর সব লেখেন, আপনারা তো পারেন ই কারুর ভুল হলে তাকে শুধরে দিতে। অযথা তাকে বারবার এক ই কথা বলে, বিদ্রুপ করে বিব্রত করার কোনো মানে আছে কি? ভেবে দেখুন আপনাদের পরিচিত, গুচতে নিয়মিত লেখে, এমন কেউ যদি কোনো ভুল করে সেও কি এমন ব্যবহার পায় আপনাদের কাছ থেকে? দয়া করে বলে বসবেন না যে গুচ এর নিয়মিত সব লেখক ই নির্ভুল লেখেন।
  • chokhe aa`Mul daadaa | 122.162.81.23 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:৩০394934
  • আজ্ঞে সব ভুল তো সমান নয়। কেউ সোমালিয়া আর উগান্ডায় গুলিয়ে ফেললে সেটা এক রকমের ভুল। আর কেউ গপ্পের শুরুতেই "রামচন্দ্রের মেসোমশাই সীতা' বলে এϾট্র নিলে ... সেটা আরেক রকমের ভুল। প্রথমটা শুধরে দিয়ে আলোচনা চালানোই যায়, কিন্তু দ্বিতীয় ভুলটা কেউয় করলে তাকে খিল্লি করা ছাড়া গত্যন্তর থাকে না। এর মধ্যে কোনও বায়াসনেস নেই, বিশ্বাস করুন!!
  • tan | 131.95.121.132 | ১৭ ফেব্রুয়ারি ২০০৮ ০০:০২394935
  • জিবুতি জিবুতি জিবুতি!
    মানে আমি জিবুতি আর দেবহূতিতে গুলিয়ে ফেলেছিলাম। অনেকে কইলো পোমো! কেউ কেউ বুইতেই পাল্লো না!
    :-)))))))))))))
  • Somnath | 59.93.240.151 | ০৪ মার্চ ২০০৮ ০১:৫৩394936
  • নতুন বইমেলা দেখে পলিটিক্সটা বেশ বোঝা গেল। 'দেশ" একটা বিস্‌শাল জায়গা পেয়েছে। আগের ট্রেডফেয়ার না কি একটা হল, তার পিলার, আর্চ-ফার্চ সহ মেন জায়গাটা নিয়ে বসেছে। ভিতরে আট দশজন মেয়ে প্রচণ্ড সেজে গুজে বসে থাকছে। আরো ভেতরে নিজস্ব প্যাভেলিয়ন করেছে। ইত্যাদি।

    দে'জ, উজ্জল, ইত্যাদি একটা বড় অংশ মূল মেলামাঠের পুরো উল্টোদিকে প্রায় জঙ্গলের মধ্যে জায়গা পেয়েছে। সেখানে লোক প্রায় যাচ্ছেই না। অ্যাকচুয়ালি বোঝাই যাচ্ছে না ওখানে কিছু একটা থাকতে পারে। আজকালের স্টলটা আবার কায়দা করে দে'জ এর পাশেই।

    অন্তত রোববার যখন বড় মাঠমত জায়গাটায় প্রবল ভিড়। আনন্দের সামনে প্রভূত ভিড়। পুনশ্চর স্টলটাও এত বড় দেখে অবাক হচ্ছি, তখন সেখান থেকে বেড়িয়ে লিটল ম্যাগাজিনের জায়গাটা পেরিয়ে হঠাৎ ডানদিকে একটা গলির মত ঢুকে দেখা গেল আজীব! গুচ্ছ গুরুত্বপূর্ণ স্টলকে সেখানে সাইড করে দিয়েছে।

    কিছু বিক্ষুব্ধ প্রকাশক বলল -"গীল্ড বাজে, টাকা নেয়, জালি করে সব সত্যি। কিন্তু তবু তো ব্যবসা করতে দেয়। এরা তো এমন জায়গায় ঢুকিয়ে দিল - এখন কোনো ব্যবসাই হচ্ছে না !!"

    রোববার ও প্রচুর স্টলে পেরেক ঠোকা হছিল, রং ও নাম লেখা চলছিল। এমনকি রাত সাড়ে আটটা পর্যন্ত ও অনেক স্টলে লাইট জ্বলে নি। কানেকশন দিতে পারেনি। অনেকেই সব বই এনে পারেনি। টিকিট ও ছিল না, মানে কাটাতে হয় নি। সবগুলো গেট এমনকি বাংলাদেশ প্যাভেলিয়ন ও তৈরি হচ্ছিল মাত্র। মাঠভর্তি সাদা বালি, পোড়া ছাইয়ের দাগ। গতবারের চেয়ে জায়গা কম লেগেছে, কারণ পুরো স্টেডিয়ামকে ঘিরতে হয়নি। মোট স্টল ও বোধহয় অনেক কম। ম্যাপ ছাপিয়ে উঠতে পারেনি তখনো। ছাপালে খানিকটা বোঝা যাবে। UBI অডিটরিয়াম তীব্র এসি করেছে। বাইরে দিয়ে গেলেও ঠাণ্ডা লাগছে। 'দেশ" ও এসি।
  • Blank | 203.99.212.224 | ০৪ মার্চ ২০০৮ ১১:২৭394937
  • গরীব আর ব্ল্যাংকির কথা বাসী হলে সত্যি হয় :-D
  • Arpan | 202.91.136.4 | ০৪ মার্চ ২০০৮ ১১:৩৫394938
  • কিন্তু লোক! লোক আসবে না বলে যে অবিরাম প্রচার চলছিল তার কী হল? :-)
  • kallol | 220.226.209.5 | ০৪ মার্চ ২০০৮ ১১:৪২394939
  • এসিকে - গুরুতে নতুন কাউকে ""ঠিকঠাক"" ভাবে গ্রহন করা হয় না - এই মতে আমার প্রবল আপত্তি আছে। আমিও একদিন নতুন ছিলাম (এই বছরখানেক আগে)। বধ্যভূমি, কারাগার.....এ আমিও একটা মারাত্মক ভুল করেছিলাম। সেটা কেউ কেউ ধরিয়েও দিয়েছিলেন, খুব সুন্দরভাবে যাতে আমি আহত না হই। আমি চারুবাবুর মতকে অসীম চ্যাটার্জিদের মত এবং অসীম চ্যাটার্জিদের মতকে চারুবাবুদের মত বলে ফেলেছিলাম। ভুল হিসাবে বেশ গুরুতর।
    আর যে ভুলটার কথা আপনি লিখেছেন সেটা নিয়েও যদি মজা (হ্যাঁ মজাই) করা না হয়, তাহলে রাম্‌গড়ুরের ছানা-টানা নয়, রাম্‌গড়ুর হয়েই বাঁচতে হয়। আমাদের তেমন কোন পরিকল্পনা নেই।
  • nyara | 64.105.168.210 | ০৪ মার্চ ২০০৮ ১১:৫২394940
  • কল্লোলদা, I disagree. কিন্তু এটা অন্য থ্রেড, এখানে আর কিছু বলব না। ভাটে বা অন্যত্র।
  • Blank | 203.99.212.224 | ০৪ মার্চ ২০০৮ ১১:৫৩394942
  • বেশ ফাঁকা বই মেলা। যতই আবপ দাবী জানাক :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন