এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোপালকৃষ্‌ণ গান্ধী মুখোশধারী রাজনীতিক নাকি ন

    sarathi
    অন্যান্য | ২৫ সেপ্টেম্বর ২০০৮ | ২২৫৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aja | 67.152.86.163 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৫১401907
  • গুরুর একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড মাল খাবার এরিয়া থাকা উচিৎ। নারী ও শিশু বর্জিত এলাকা।
  • siki | 122.162.84.113 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৫৪401908
  • জিও বাঙালির আড্ডা। গোপালকৃষ্ণ গান্ধি থেকে টিসিএস।
  • Arijit | 61.95.144.123 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৫৬401909
  • ইয়ে - আবাপ কি এখন আর "গাঁধী' লেখে না?
  • siki | 122.162.84.113 | ০৩ অক্টোবর ২০০৮ ১১:০০401910
  • লেখে তো! কিন্তু আমি তো আবাপ নই!
  • Arijit | 61.95.144.123 | ০৩ অক্টোবর ২০০৮ ১১:০১401911
  • তুমি না। আবাপ লেখে কিনা মনে করতে পারছিলুম না।
  • d | 203.143.184.10 | ০৩ অক্টোবর ২০০৮ ১১:১৯401912
  • রঙ্গন আবার কবে ভাল ছেলে ছিল? ওর মুখ চিরকালই নদ্দমা।
  • d | 203.143.184.10 | ০৩ অক্টোবর ২০০৮ ১১:২০401913
  • অজ্জিত অবশ্য এমনিতে গুড বয়।
  • umesh | 62.254.196.200 | ০৩ অক্টোবর ২০০৮ ১২:৩১401914
  • লোক জন শুধু TCS এ আটকে আছে, আর তাই দিয়ে টাটা'র বিচার করছে।
    এখানে কারো Reliance, L&T, HLL, ROLTA তে কাজ করার experience আছে?
    যদি থাকতো, তাহলে টাটা কে এতো বেশী গালাগালি করতো না।
  • nyara | 64.105.168.210 | ০৩ অক্টোবর ২০০৮ ১৩:০৫401915
  • আমি চাকরি জীবন শুরু করেছি TISCO-তে - খড়গপুরের বেয়ারিংস ডিভিশনে। বেশ কিছু বন্ধুবান্ধব TELCO-য় ছিল। টাটা গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি হিসেবে এরা নয়নের মণি। কাজেই এই দুই কোম্পানিই যথেষ্ট এমপ্লয়ি ফ্রেন্ডলি ছিল। মাইনেও ভাল দিত - আমাদের ইন্ডাস্ট্রিতে একদম ওপরের দিকে। ৯১ সালে আমি ৪২০০ টাকায় চাকরিতে ঢুকি, ক্যাম্পাস থেকে। এর মধ্যে ৭০০ না ৮০০ টাকা অবশ্য কালো, সার্ভেন্ট'স অ্যালাওয়েন্স না কি একটা বলে দিত, ভাউচারে সই করে ক্যাশে নিতে হত। এর সঙ্গে সাবসিডাইজড হাউজিং। সেই তুলনায় বলি, ক্যাম্পাসে আর একটা চাকরি পেয়েছিলাম। কলকাতার কোম্পানি ট্র্যাক্টরস ইন্ডিয়া - TIL। ২৫০০ না ৩০০০ মাইনে। ছেলেছোকরাদের বলি, তখন ফ্রেশারের ৪২০০ মাস মাইনে অনেক টাকা।

    তবে টিস্কো সে সময়ে রুশি মোদি প্রায় জমিদারী স্টাইলে চালাতেন, জে আর ডির স্নেহচ্ছায়ায়। TELCO-র গল্পটাও এক। কিন্তু টাটা গ্রুপের অন্যান্য সব কোম্পানির এক কেস নয়। ঐ দুই কোম্পানি, ফ্ল্যাগশিপ বলেই বোধহয়, ম্যানেজমেন্টে অনেক প্রফেশনাল ছিল, মোটামুটি ভালো লোকেরা ওপরদিকে যেত। সব কোম্পানিই শর্ট টার্ম খেলে, তবু তার মধ্যে টিসকো আর টেলকোর কিছু লং টার্ম ভিশন ছিল। তার জন্যেই বোধহয় ইউনিয়নের সঙ্গে মোতের ওপর সম্পর্ক ভাল থাকত। তাছাড়া একদম নিজেদের স্বার্থে পলিসিগতভাবে স্থানীয় লোকেদের চাকরি দিত, ভাল সুযোগ সুবিধে দিত। টিসকো বা টেলকোর কর্মচারীদের দেখে 'শ্রমিক' বলতে যে ছবি সাধরণত: গল্প-উপন্যাস-ছবি-ইলেকশন-ম্যানিফেস্টোতে ভাসে তা আমূল বদলে গেছিল। এছাড়া স্থানীয় বিজনেস ও এন্টারপ্রাইজকেও টাটা পলিসিগতভাবে খুব সাপোর্ট করত। সেও একদম নিজের স্বার্থে। ফলে লোকাল লোকেদের টাটা ও তার কর্মচারী সম্বন্ধে ভাল বই খারাপ ধারণা হয়নি। আমি টাটাদের রাজধানী জামশেদপুরের কথাও বলছি না, বলছি ধ্যাদ্ধ্যাড়ে নিমপুরার কথা।

    অন্যদিকে বিড়লার কোম্পানিতে দুবছর না তিন বছর সামার ট্রেনিং করে বাপ বাপ বলেছি। বিড়লাদের ম্যানেজমেন্ট আদ্যিকালের, বিড়লা পদবীধারী বা আদি গাঁয়ের লোক হলে চাকরিতে উন্নতি পাকা। যদিও আদিত্য বিড়লা গ্রুপ শুনেছি অন্যান্য বিড়লা গোষ্ঠির থেকে আধুনিক।
  • r | 125.18.104.1 | ০৩ অক্টোবর ২০০৮ ১৪:৪১401917
  • হ্যাঁ রে আনন্দ, ডি এস সি-ই হবে। ঐ হল আর কি! ;-)
  • h | 125.18.104.1 | ০৩ অক্টোবর ২০০৮ ১৫:২৬401918
  • এই প্রসঙ্গে একটা কথা মনে হয়। প্রোটেকশনিজম এর আমলে টাটাদের মধ্যে অলমোস্ট একটা প্যারালেল স্টেট ব্যাপার ছিল। তাদের নিজেদের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ছিল। ইত্যাদি। এখনো আছে কিনা জানিনা। এবং নেহরুর আমলের শিশু রাষ্ট্রের সময় থেকে টাটা দের ভূমিকা ছিল মূলত: তিনটে, একটা ভারতীয় ইন্ডাস্ট্রি র বিভিন্ন দিকে পায়োনীয়ার হিসেবে একটা খাতির, আরেকটা হল প্রোটেকশনিস্ট মার্কেটে, যখন সরকার প্রধান ক্রেতা এবং সরকারী হয়ে্‌তা প্রধান বিক্রেতা, ইন্ডাস্ট্রিয়াল ইকোনোমিতে, সেখানে টাটারা ছিলেন অলমোস্ট সরকার, এবং জে আর ডি বহুবার ইন্টারভিউ তে বলেছেন তাঁরা সোশালিস্ত ইত্যাদি, জামশেদপুরে ভারতীয় নিরীক্ষামূলক শিশু ওয়েলফেয়ার স্টেট এর একটা মিনি ভার্সন চলছিল ইত্যাদি। পরে রুশি মোদীর যখন চাগরি যায় তখন একটা ছন্দপতন ঘটে। আমার মনে পড়ছেনা, একবার কি রুশি ইলেকশনে দাঁড়িয়ে হেরেছিলেন, জামশেদপুরে? তখনি বোঝা যায়, গল্পের অনেক উপগল্প আছে ইত্যাদি।

    ওভার অল আমার মনে হয়েছে, প্রোটেকশনিজমের আমলে, পূর্বাঞ্চলের চাকুরেদের দুটো মেন অতীত অভিজ্ঞতা, একটা বিদেশী মার্চেন্ট হাউসের, আরেকটা দিশী কোং এর। এই দুই অতীত ইমিডিয়েট অভিজ্ঞতার মধ্যে স্বাধীনতার পরে পরে টাটা তে চাগরি করা একটু ভিন্ন অভিজ্ঞতা হয়তো ছিল। অস্ত্যর্থক ভাবে।

    এখনকার গ্লোবাল কর্পো সিনে এমন অনেক প্রসেস আছে যেগুলো লোকে ধরে নেয় নর্মাল। তো এমন একটা দিন ছেল যখন সেটা নর্মাল ছিল না। তাও ধরেন বিদেশী কোং এইখানে আসছে , তার একটা কারণ লেবার লেগিসলেশন অনেক কমসম হওয়ায়, অনেক দায় কমায়। তবু ও কমে টমেও যা আসছে, সেটা অনেক পুরোনো ভারতীয় কোং এই অল্প কিছুদিন আগে পর্যন্ত অকল্পনীয় ছিল। এখন কি হায়ারার্কি নেই, প্রচুর আছে, এখন কি ডিসক্রিমিনেশন নেই, প্রচুর আছে, তবে আগে স্ট্যান্ডার্ড টা ওভারল আরো বাজে ছিল। অন্তত উচি্‌চ্‌বত্ত ভারতীয় পেশাদার হিসেবে এইটা আমার অভিজ্ঞতা। অ্যাম সিয়োর অন্য ধরণের অভিজ্ঞতা অনেক লোকের আছে, যাঁরা গুরুচন্ডালি তে জিন্দেগী তে লিখবেন না।

    মানে আমরা যারা গ্লোবালাইজেশনের মত সোশাল ট্রানস্ফর্মেশন টার বেনেফিসিয়ারি, তারা অবভোয়াসলি পুরো স্টোরি টা জানি না।

    আমি নিজে ৯০ এর দশকে একটি টাটা সন্স পরিচালিত সংস্থায় কাজ করেছি। অত ভালো এইচ আর ডিপার্টমেন্ট আমি বাপের জন্মে দেখিনি, আগে ও পরে।

    কিন্তু বলে রাখা ভালো, আমাদের ইউনিয়ন ছিল না, আমরা হোয়াইট কলার ওয়ার্কার ছিলাম। এবং অবশ্যই আমলটা ৯০ এর দশক।

    আর ৫০ এর দশকএর শ্রমিক আন্দোলন তো ওয়েল ডকুমেন্টেড। একটা আন্দোলনের স্ট্যান্ড ভুল না থিক সেটা তো আলাদা প্রসঙ্গ। যাঁরা আন্দোলনের ইতিহাস লিখছেন, তাঁরা নিজেদের মত করে লিখবেন এটাই স্বাভাবিক। কিন্তু অ্যাটলিস্ট আন্দোলন হয় নি বলাটা একটু টাফ। অবশ্য টাফ ই বা কেন বলি। 1870s এর শিকাগো হে মার্কেটে তো শুনেছি একটা প্লেক ও নেই। 1930s র লন্ডনের কেবল স্ট্রীটের প্লাকটাও তো নতুন। আবার উঠে যেতে পারে।

    এটাতে তো রঞ্জনদা কিছু ভুল বলেন নি। আমার শুধু এই উপরুক্ত ডাইমেন্সন টা বলার ছিল।
  • arjo | 168.26.215.54 | ০৩ অক্টোবর ২০০৮ ১৮:৪৪401919
  • কি পচা তক্কো হইচে। চেনা জানা লোক গুলো সব বুড়ো হয়ি গেল গো। :(
  • ranjan roy | 122.168.21.239 | ০৩ অক্টোবর ২০০৮ ২২:২৫401920
  • হনু'র পোস্টকে ডিটো দিয়ে বলছি--- কোন সন্দেহ নেই পার্শী টাটারা মন্দির বানায় না। কেন বানাবে?
    হিন্দু মাড়োয়ারি বিড়লারা মন্দির বানাবে। কিন্তু এই দিয়ে প্রগ্রেসিভ বিচার করা? উন্নয়নের কনটেকস্টে? আবার বিড়লারা প্রায় সব মেট্রোতেই একটি বিড়লা হাসপাতাল বানিয়েছে। এবং ওরা "" তারামন্ডল,'' বানিয়েছে, তাতেই কিছু ওদের বিজ্ঞানমনস্কতা প্রমাণিত হয় না।
    আসল কথা যা হনু বলেছে। গত এক শতাব্দীর ইন্ডাস্ট্রিয়াল বিকাশ ও শ্রমিক আন্দোলনের বিবর্তন দেখলে টাটারা অন্যদের থেকে কিছু লং টার্ম ভিসনের কারণে সামান্য নম্বর বেশি পেতেই পারে। তার বেশি নয়। ওদের লার্জার দ্যান লাইফ ইমেজ বানানো?
    আর bb, ১৯৫৭-৫৮তে টাটার শ্রমিক আন্দোলন ওয়েল-ডকুমেন্টেড। বোজোর দেয়া লিংকে, ঈশানের দেয়া লিংকে দেখুন, বিদেশেও এই নিয়ে ডকুমেন্ট আছে। কাজেই ওটাকে ক্যাজুয়াল লেবার ক্ষ্যাপানো বলে উড়িয়ে দিতে হলে আপনাকে ভ্যালিড ডকুমেন্ট আনতে হবে।
    বীতশোকের দেয়া ১৯৮২ র সোস্যাল সায়েন্টিস্ট কোয়ার্টার্লির লেখাটাই দেখুন। ওটা সিপিএম-সমর্থক সমাজবিজ্ঞানীদের ম্যাগাজিন। ওর লেখা নিয়ে মতে না মিলতে পারে কিন্তু তার তথ্যের বিশ্বসনীয়তাও রিসার্চ কোয়ালিটি উঁচুমানের বলেই জানি।

    কিন্তু প্রাসংগিক হল অজ'র পোলেমিক।
    টাটাদের হাত ধরে বঙ্গদেশে উন্নয়নের রথ গড়গড়িয়ে চলবে এমন সম্ভাবনা বেশি।
    আমার প্রশ্ন,এক, এই ব্যাপারে টাটাদের ট্র্যাক রেকর্ড কি? সেই কল্লোলের কথাটা রিপিট করবো। একশ' বছর ধরে টাটা সাম্রাজ্যের মহান আলোকবর্তিকা জামসেদপুর ও কাছাকাছি কিছু গাঁয়ের বাইরে "ঝাড়খন্ড'' রাজ্যের কতটুকু আলোকিত করেছে? তাহলে অজবাবুর আশাবাদের ভিত্তি কি? ঝাড়খন্ডে তো কোন মমতা নেই!
    দুই, যদি অজ'র কথা সত্যি হয় তাহলে টাটা বঙ্গে স্বাগতেয়, বহির্বঙ্গে( উড়িষ্যায়, অন্ধ্রে, ছত্তিশগড়ে )নয় কেন? সেখানে কেন বামপন্থী রাজনৈতিক দলগুলি "" টাটা ভাগাও'' করছে?
  • Div0 | 160.83.72.211 | ০৩ অক্টোবর ২০০৮ ২৩:৩৯401921
  • হুম্‌ম্‌ম্‌ম্‌, এমপ্লয়ার হিসেবে টিসিএস'এর ঐ সার্ভের রেজাল্ট - এর পিছনে টাটকা কোনো এমপ্লয়ীরে জিগান। ম্যাক্সিমাম পজিটিভ ফীডব্যাক পাবেন। কারণ? প্রোচুর ফ্রেশার। এক্সপেক্টেশান হাই। এবং অনসাইট ডেপুটেশনের জন্য পা বাড়িয়ে রয়েছে। ম্যানেজারকে খুশ করতে ন'টা-আটটা'র কাজে (?) মুখে রা নেই। টিসিএস এই সুযোগটা কাজে লাগায়। আমাদের সময়ে টাটা বিজনেস এক্সেলেন্স মডেল নামে একটি বস্তু দিয়ে প্রতি বছর কমপ্লায়েন্স ট্রেনিং এর নামে প্রত্যেক অ্যাসোসিয়েটের মগজ ধোলাই করাত। কি থাকত তাতে? টুকটাক পিপিটি বাদে "কীপারস অফ দি ফ্লেম' নামে JRD'র একটি ডকুমেন্টরি পিকচার। কি নেই তাতে! টাটা'র মুম্বাইয়ের কাপড়ের (!) ব্যবসা থেকে এয়ার ইন্ডিয়া থেকে টেলকো টিসকো টিআইএফআর আইআইএসসি টাটাইনফোটেক টিসিএস স-অ-ব। অনেকের মতে, এটি দেখতে দেখতে তাদের শরীরে "গুজ বাম্পস' দেখা দিয়েছে। এবং, একদিনব্যাপী এই ট্রেনিঙে আরেকটি আকর্ষণ "দি ব্রীজ অন দি রিভার কোয়াই' ও তারপর "ব্রেনস্টর্ম', টীম স্কিলস এবং ম্যানেজমেন্ট লেসন্‌স।
    টিসিএস, অন্তত এক বছর আগেও বহু শর্ট টার্ম অ্যাচিভমেন্ট ও অ্যাওয়ার্ড চালু করেছে যাতে ১৫০০ - ৩০০০ টাকার গিফ্‌ট কুপন পাওয়াটা খুব কিছু কঠিন নয়। মাস গেলে ৩০০০ টাকা পর্যন্ত সোডেক্সহো/ অ্যাকর ফুড কুপন (যা দিয়ে জনতা টোস্টার, ফ্রুট জ্যুসার ইত্যিদিও কিনে টিনে থাকেন) যেটা ট্যাক্স ফ্রী (৩৬০০০ পার অ্যানাম)। টিসিএসের "সরকারি আপিস' সুখ্যাতিতে সকল জনতারা মাস/কোয়ার্টার এন্ডে দশ হাজারের নকলি মেডিক্যাল বিল, ভূয়ো প্রফেশনাল রিইমবার্শমেন্ট ক্লেইম ইত্যাদির দৌলতে খুব একটা কম পয়সা বাঁচান না। এবং এগুলো বেস্ট পের‌্যাকটিশ পরম্পরায় চলে আসছে দাদা-দিদি'দের থেকে।
    তো, একটা কোম্পানীকে কোণঠাশা করে ভুল প্রতিপন্ন করে আসাটা নাথিং নিউ অ্যান্ড আনইউজুয়াল। যেটা বলা হয় না, আমরা যারা এই দাবী করছি, তারা কোম্পানীর রিসোর্স আর পলিসিকে টু হোয়াট এক্সটেন্ট মিসইউটিলাইজ করছি!

    এবার আমি ক্যাল খাবার আগে কেটে পড়ি। টাটা।
  • aja | 65.57.245.11 | ০৪ অক্টোবর ২০০৮ ০০:২০401922
  • উন্নয়নের রথ গড়গড় করে চলবে এমন কথা তো আমি বলি নি!!!

    আমি বলেছি টাটা অন্য ভারতীয় ইন্ডাস্ট্রিয়াল হাউসগুলোর তুলনায় এনলাইটেন্ড। তা সে তো রঞ্জনবাবুও মেনে নিয়েছেন।

    টাটাকে দেবতা ভাবতে যাব কোন দু:খে? তবে সুশীল/মমতা/এসইউসিআই/নক্সালদের ভগ্নাবশেষ - স্ট্রেঞ্জ বেডফেলোদের এই আনহোলি অ্যালায়েন্সেই বা ভিড়বো কেন?
  • bb | 117.195.168.127 | ০৪ অক্টোবর ২০০৮ ০০:৪১401923
  • Div0 আপনি একটি অন্তত: গুরুত্বপুর্ন দিক তুলে ধরছেন। এর সঙ্গ্যে অবশ্য টাটার কোন যোগ নেই। কিন্তু এই আমরা যারা এমপ্লয়ারদের গালাগাল দিচ্ছি, তারা নিজেরা কত ভালো এমপ্লয়ী? আমরা দাবী করি ১০-১২ ঘন্টা কাজ করার কিন্তু সুযোগ পেলেই কাজের সময় চ্যাট করি। অনসাইট এ যাবার লোভে বোন্ডে সই করি আর তারপর বন্ডজাম্প করি। ভুয়ো এলটিসি আর মেডিক্যাল বিল জমাদি।
    অফিসের ফোন থেকে নিজস্ব ফোন করা আর নিজের ফোটোকপি করাতো আমদের অধিকার।
    প্রোজেক্ট না থাকলে অফিস সময়মতো না যাওয়া এগুলোতো আমদের 'অধিকার"। BTW টাটা বিসনেজ এক্সেলেন্স কিন্তু আদতে ম্যালকম বল্রিজ কোয়ালিটি এওয়ার্ড এর অনুকরনে টাটার নিজস্ব কোয়ালিটি পদ্ধতি যা উচ্চ প্রশংসিত।
  • ranjan roy | 122.168.21.239 | ০৪ অক্টোবর ২০০৮ ০০:৪৮401924
  • ভিড়তে হয়, ভিড়তে হয়। এই যেমন ১২৩ চুক্তির সুবাদে সংসদে বিজেপি-বামের একই মঞ্চে অবস্থান! যদিও ক'বছর আগে শুনেছিলাম-- এখন কম্যুনালিজম প্রধান শত্রু। তাই ইউ পি এ। কিন্তু অবস্থার ফেরে স্ট্যান্ড বদলায়।
    কিন্তু বঙ্গের বাইরে টাটার বিরুদ্ধে বামের হোলি অ্যালায়েন্সের ব্যাপারটা একটু বুঝাইয়া ক'ন।
    টাটার এন্‌লাইটেনমেন্টের আলোতে খালি বঙ্গের অধিকার? ছত্তিশগড়ের লোকজনের নাই?
  • Ishan | 12.163.39.254 | ০৪ অক্টোবর ২০০৮ ০৪:৫১401925
  • এমপ্লয়িরা ভালো তো নয়। কিন্তু তার মানে টাটা এনলাইটেন্ড?

    মনের আনন্দে চুরি করার পর (যা অন্য কোম্পানিরা করেনা) টাটা অন্যদের চেয়ে এনলাইটেন্ড? নাকি এটি "মার্কবাস সত্য' র মতো একটি বিশ্বাস, যাকে প্রশ্ন করা যাবেনা? :)
  • bb | 117.195.168.224 | ০৪ অক্টোবর ২০০৮ ০৯:৩৭401926
  • Ishan আশা করি আপনি post টা আবার পড়বেন। এইখানে প্রশ্নটা ethical এবং টাটা বা বিড়লার সম্পর্করহিত।
    আমার প্রশ্ন আমরা যে দোষগুলি employeer দের দিচ্ছি , employee হিসাবে আমরা কতটা দ্বায়িত্বশীল?
    ইস্যুটার সঙ্গ্যে টাটার enlightment এর কোনো সম্পর্কই নেই
  • d | 117.195.39.70 | ০৪ অক্টোবর ২০০৮ ১০:৩৬401928
  • বা: বা: Div0 র পোস্ট দেখে পরম পুলকিত হলাম।

    বিবি,
    এই থ্রেডটা দেখুন।
    http://tinyurl.com/3st2de
    এই চুরি আই হোক, হি্‌হঁচকেমি নিয়ে কথা বলে অনেক বিশেষণ লাভ করেছিলাম আমি। "জঘন্য মানসিকতা', "মোসায়েবি', "খুরিমা টাইপ' etc etc etc যাই হোক, আমার বক্তব্য ঐ থ্রেডে খুব পরিস্কার করে জানিয়েছি। এই নিয়ে আরো আলোচনা চাইলে ওটাকে জাগিয়ে তুলে শুরু করে দিতে পারেন। আমি আছি সাথে।
  • d | 117.195.39.70 | ০৪ অক্টোবর ২০০৮ ১০:৩৮401929
  • ওফ্‌ একগাদা বানান ভুল
    * চুরি ছিঁচকেমি
    ** খুড়িমা'
  • Du | 71.170.62.84 | ০৪ অক্টোবর ২০০৮ ১৮:৪২401930
  • এত কিছুর পরও টিসিএস এ আমরা বা আমাদের কোন আত্মীয় চাকরী পেলে আমরা গিয়ে HR এর লোকের মাথায় বন্দুক ঠেকাই না আমাদের শোষণ করার জন্য সিলেক্ট করেছে বলে। সিম্পল নিজেদের স্বার্থই আমাদের বুঝিয়ে দেয় পথটা কি? এ নিয়ে খুব একটা ডিফারেন্ট স্ট্যান্স আমাদের আছে কি বামপন্ঠী, ডানপন্থী, সিপিএম, তৃণমূল, নকশাল নির্বিশেষে?
    পশ্চিমবঙ্গের স্বার্থের সাথে এই যোগাযোগটাই বোধহয় আমাদের ঢিলে হয়ে গেছে যেটা আমাদের এক অবস্থানে যেতে সাহায্য করত।
  • pi | 69.251.184.3 | ০৪ অক্টোবর ২০০৮ ১৮:৪৪401931
  • http://sanhati.com/front-page/1000/

    নম্বর কাটতে কাটতে 'রিলেটিভ' এনলাইটমেণ্ট ও বলা যাবে কি এখন ?
  • bb | 59.161.145.92 | ০৫ অক্টোবর ২০০৮ ০১:১৬401932
  • অবিশ্বাস্য খারাপ লেখা এবং অতিকথন দোষে দুস্ট। পড়ে মনে হল TaTa রা আমেরিকার থেকেও খারাপ।
  • bb | 59.161.145.92 | ০৫ অক্টোবর ২০০৮ ০১:১৮401933
  • অবিশ্বাস্য খারাপ লেখা এবং অতিকথন দোষে দুস্ট। পড়ে মনে হল TaTa রা আমেরিকার থেকেও খারাপ।
  • bb | 59.161.145.92 | ০৫ অক্টোবর ২০০৮ ০১:২৩401934
  • অবিশ্বাস্য খারাপ লেখা এবং অতিকথন দোষে দুস্ট। পড়ে মনে হল TaTa রা আমেরিকার থেকেও খারাপ।
  • bitoshok | 98.240.230.68 | ০৫ অক্টোবর ২০০৮ ১১:৪০401935
  • bb,

    তর্কের খাতিরে মেনে নিলাম। factually incorrect কি?
  • bb | 117.195.172.102 | ০৫ অক্টোবর ২০০৮ ১৩:৪০401936
  • bitoshok বেশ কতকগুলি পয়েন্ট আমাকে এশপ ফেবল এর সিংহ আর ভেড়ার গল্প মনে করিয়ে দিল:

    ১) ১৮০০ এ আফিং চাষ বেআইনি ছিল না, তাহলে তাকে শিপিং করা খারাপ কেন হবে।
    আমার পুর্বপুরুষ কুলীন ব্রাক্ষণ হিসাবে একাধিক বিবাহ করেছিলেন, তা সেকালে প্রচলিত সমাজব্যবস্থা ছিল। আজ সেই ব্যবস্থা খুব কুরুচীকর লাগলেও তার জন্য কি আমি দোষী।
    ২) শিল্প স্থাপন করতে গেলে জমি লাগে, জামশেদপুর গড়ে উঠেছিল p n bose নামক এক বাঙ্গালী জিওলজিস্ট এখানকার আকরিক লোহা আর সহজলভ্য কয়লার কথা টাটাদের জানানোর জন্যে।
    তাই সাকচী গ্রামে ১৯০৮ সালে কারখানার পত্তন।
    ৩) Anti-labour Policy শুনলে "ঘুড়ায় হাসব"
    আমি এমন অনেক বাঙ্গালী কর্মচারীকে চিনি জামশেদপুরে যারা তিন প্রজন্ম tata কর্মচারী এবং কারখানার main gateJ N Tataর মর্মর মূর্তিকে প্রণাম করে অফিসে ঢোকেন।
    (বোধহয় বেশি enlightment আমদেরকে অনেক সময় চিন্তাধারাকে colored করে দেয়)।
    ৪) steel making খুবই labour intensive এবং শ্রমসাধ্য কাজ, তাই এক কালে এতে পাঠানদের মত শক্তিশালীলোকেদের প্রাধান্য ছিল, এই সহজ ব্যাপারটাকেও এক social scientist বেশ অন্যরকম ভাবে প্রচার করেছেন।
    ৫)নিজেদের কারখানা চালতে ভালো লোকের দরকার ছিল তাই TAS এর উদ্ভাবন, সেটাও দেখলাম একজন বল্লেন parallal administration
    অথচ সকল কোম্পানীতেই Fast track cader আছে, যা exceptional performer দের identify করার জন্য।
    ৬)steel industry is hazardous এবং Steel waste disposal একটি সমস্য। এতদ সত্যেও জামশেদপুর এক অন্যতম সবুজ শহর।
    যারা Pittsburg এর US Steel এর পুরানো কারখানা দেখেছেন আর শহরের পুরানো পাড়া দেখেছেন, তারা কিছুটা বুঝতে পারবেন সমস্যাটা।

    আর প্রচুর point আছে। আমি আজ টাটা ছেড়েছি ৮ বৎসর, কোনভাবেই তাদের সাথে যুক্ত নয়। সিপিএম এর ক্যাডারও নই (রঞ্জন বিশ্বাস না করলেও)। পশ্চিমবঙ্গের বাইরে আছি ১৮ বছর, তাই কোন vested interest নেই।
    যেহেতু CPM টাটাকে এনেছে বলে তাদের বিরুদ্ধে এক অসহনীয় হেট ক্যাম্পেন চলছে তাই এত সব লিখলাম অন্যদিকটা তুলে ধরার জন্য। এর পর যে যার নিজের মত করে inference করবেন।
  • Div0 OR Sayantan | 160.83.72.212 | ০৬ অক্টোবর ২০০৮ ২১:৫২401937
  • না দময়ন্তীদি, ঐ থ্রেডের বক্তব্যের কারণ সম্পূর্ণ অন্য ছিল। এই থ্রেডে যা লিখেছি তা ভিন্ন প্রেক্ষিতে। চেয়ার-টেবিলের অবস্থান বদলালেই সবকিছু পাল্টে যায় না! তাও যদি জোর করে কিছু বলতে চাও, দু'আড়াই বছর পরে, আমি এই কী-বোর্ডে তালা লাগালাম। :((((((((((((
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন