এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোপালকৃষ্‌ণ গান্ধী মুখোশধারী রাজনীতিক নাকি ন

    sarathi
    অন্যান্য | ২৫ সেপ্টেম্বর ২০০৮ | ২২৫২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.123 | ০৩ অক্টোবর ২০০৮ ০৯:৪৬401874
  • ট্যাক্স রিটার্নের গল্পটা বলি - এক্সপিরিয়েন্স থেকে। এটা এখন বদলেছে কিনা জানা নেই। একটা কেস হয়েছিলো বলে শুনেছি।

    বাইরে যাবার আগে বণ্ডের সাথে একটা পাওয়ার অব অ্যাটর্নিও সই করতে হয় যাতে লেখা থাকে যে ট্যাক্স সংক্রান্ত কোন ব্যাপারে টিসিএস আমার হয়ে ডিল করবে। এবার ধরা যাক আমি L1-এ গিয়ে আট মাস কাজ করলাম। ট্যাক্স কাটা হবে বছরের হিসেবে - কিন্তু আল্টিমেটলি আট মাসের ইনকামের ভিত্তিতে যখন হিসেব হবে তখন রিফাণ্ড থাকবে। খুব কম অ্যামাউন্ট নয়। এবার তখন যেহেতু আমি আর ওদেশে নেই, টিসিএস বেমালুম ওটা ঝেড়ে দিত - কারণ ঠিকানা ইত্যাদি সবই টিসিএসের আপিসের ঠিকানা থাকে।
  • Arijit | 61.95.144.123 | ০৩ অক্টোবর ২০০৮ ০৯:৪৮401875
  • কথাটা ঠিক - মানে ইশানের পয়েন্টটা।

    তবে বিদেশে সাধারণত: এই রিলিজ লেটার বা এক্সপিরিয়েন্স লেটার-ফেটার লাগে না - আমার কখনোই লাগে নি। এখানেও কিন্তু চায় নাই - অন্তত: এই কোং। সিটিএস অনেক কিছু চেয়েছিলো। নর্মালি এখন শেষ দুটো পে-স্লিপ-এই কাজ হয়।
  • Ishan | 12.217.30.133 | ০৩ অক্টোবর ২০০৮ ০৯:৫২401876
  • শুধু দেশে ফিরে এলেই হবে তা নয়। বিদেশে থাকলেও ওটা ঝেড়ে দেওয়া হয়। কারণ, ঐ অজ্জিত যা বলেছে, নাম, ঠিকানা, সবই টিসিএস এর অফিসের। দু বছর আগেও হত। এরকম হয়েছে এমন বেশ কয়েকজনকে চিনি। একজন এখন আমার ঠিক পাশেই থাকে এখন। অবশ্যই টিসিএসে আর কাজ করেনা এখন। :)

    এনলাইটেনমেন্টের চূড়ান্ত, সন্দেহ নেই।
  • aja | 67.152.86.163 | ০৩ অক্টোবর ২০০৮ ০৯:৫৯401877
  • তা টাকা চাইলে টিসিএস কি বলে?
  • Arijit | 61.95.144.123 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:০০401878
  • প্রায় অধিকাংশ ভারতীয় আইটি কোং কনট্র্যাক্টে গলতা রাখে। যেমন নোটিস পিরিয়ড - তোমার ক্ষেত্রে তিন মাস, কোম্পানির ক্ষেত্রে হয়তো এক মাস। এগুলোও দুনম্বরি। আসলে এমপ্লয়ী রাইটস নিয়ে কেউ খুব একটা ভাবিত নয় অ্যাজ লং অ্যাজ আইটি গাই হিসেবে পোচুর মাইনে পাচ্ছে। শুধু কনট্র্যাক্ট নয় - আরো অনেক কিছু এই রাইতসের মধ্যে পড়া উচিত - যেমন জেন্ডারবায়াস, সেক্স ওরিয়েন্টেশন ইত্যাদি। অদ্ভুতভাবে কোর্টও তো মধ্যযুগীয় রায় দিয়েছে কদিন আগে। বসার জায়গা - এটাও রাইটসের মধ্যে পড়ে - যে আমার বসার জায়গা হেল্‌থ অ্যাণ্ড সেফটি আইন মেনে হবে। বিলেতে আপিসের চেয়ারে বসে আমার কোমরে ব্যথা হলে আমি আপিসের নামে কেস করতে পারি। আর এখানে এই যাচ্ছেতাই চেয়ারগুলোতে বসে আমার মাঝেমাঝেই সায়টিকা চাড়া দিয়ে ওঠে - অনেক খুঁজেপেতে একখান একটু উঁচু আর শক্ত চেয়ার এনে রেখেছি নিজের জন্যে - সেটাও মাঝে মাঝে ডিসপ্লেসড হয় আর আমাকে ফের খুঁজে আনতে হয়।
  • Arijit | 61.95.144.123 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:০১401879
  • চাইবে? মেল করে বা চিঠি লিখে? জন্মেও উত্তর পাবে না। সেই জন্যেই কেউ একজন (বা কয়েকজন মিলে) কেসটা করেছিলো - তার আউটকাম জানা নেই। তবে ওভারসীজ বণ্ড নিয়ে একটা কেস টিসিএস হেরে গেসলো শুনেছি - আম্রিকাতেই।
  • Arijit | 61.95.144.123 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:০২401880
  • আর পাওয়ার অব অ্যাটর্নিটা সই করে তুমি তো নিজেই নিজেকে হুড়কো দিয়ে রেখেছ - চাইবে কি?
  • Ishan | 12.217.30.133 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:০৩401881
  • টাকা চাওয়া? ইল্লি আরকি।

    আমার পাশের বাড়ির ছেলেটা নিজের ঠিকানা বসিয়েছিল। তার বাড়িতে রিফান্ড এসেছিল। তার ম্যানেজার চেকটা জমা দিয়ে যেতে বলেছিল। ঐটাই নাকি "প্রসেস'। তাকে দিতে হয়েছিল। তখন চাকরি ছাড়ার অবস্থায় ছিলনা। ব্যক্তিগত কারণে।
  • aja | 67.152.86.163 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:০৫401882
  • পাওয়ার অফ অ্যাটর্নী দিলেই কি যা খুশি করা যায় নাকি? আমার উকিল কি কোর্টে গিয়ে আমার অমতে বলতে পারে - ধর্মাবতার, মাই ক্লায়েন্ট প্লীডস গিল্টি।
  • aja | 67.152.86.163 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:০৭401884
  • তা মামলায় কি হল শেষ পর্য্যন্ত তা কি করে জানা যাবে?
  • Arijit | 61.95.144.123 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:০৮401885
  • হয়তো। কিন্তু শুরুতেই যে লিখলাম - কজন এই কোর্ট-উকিলের ঝঞ্ঝাট পোয়ানোর ক্ষমতা রাখে? আমি তো রাখি না, আমি জীবনে কোর্টে যাইনি, যেতে চাইও না। উকিল দেখলে আমি দশ পা দূরে চলে যাই।

    টিসিএস যা খুশি করে বেড়ায় তার কিছুটা দায় অবশ্যই এমপ্লয়ীদের (অজদা মনে হয় এদিকেই আসতে চাইছে;-)) - তবে তার মানেই টিসিএসের যা খুশি করার রাইট আছে - তা কিন্তু নয়।
  • Arijit | 61.95.144.123 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:০৯401886
  • জানি না। আর খবর রাখি না। টিসিএস ছেড়েছি আট বছর হতে চললো।
  • aja | 67.152.86.163 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:১২401887
  • নাহে অজ্জিত,আমি কর্মীদের দোষ দিতে চাইছি না। আমি অন্য কথা ভাবছি।

    টিসিএস গান্ডুপনা করে মানে অন্য বডি শপ গুলোও খানিকটা একই রকম করে। তা এই আইটি বো:চো: দের মধ্যে ফ্রী মার্কেটের সাপোর্টার এত দেখি কেন? এই মালগ্নো কি সব কটা মাসোখিস্ট?
  • Ishan | 12.217.30.133 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:১৩401888
  • এমপ্লয়িদের কি দোষ? এনলাইটেন্ড টাটার বিরুদ্ধতা করলে তো শুনতে হবে তৃণমূলের কিংবা চারুবাবুর চামচা। সেই ভয়ে করেনা। :)
  • aja | 67.152.86.163 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:১৮401890
  • এত ভয় তো তক্কো করে কেন? ইয়ে হাতে করে বসে থাকলেই তো পারে।

    দেখ মামু, একটা গোটা ৭৫০ মিলি জ্যাক ড্যানিয়েল খেয়েছি। এবারে মুখে আর আগল থাকছে না।
  • Arijit | 61.95.144.123 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:১৮401889
  • এই বণ্ড/ট্যাক্স ইত্যাদি নিয়ে অন্য কোম্পানিগুলোর নামে এত কিছু শুনিনি কখনো। টিসিএসের বিরুদ্ধে অভিযোগের লিস্টিট বেশ লম্বা - স্টার্টিং উইথ বণ্ড/মাইনে। তখন তো বাকি সব কোম্পানির তুলনায় কম মাইনে দিত - ইভেন আমার কলেজের চার বছরের জুনিয়র Siemens-এ আমার চেয়ে বেশি মাইনে পেত, এবং দ্বিগুণ দিওয়ালি বোনাস পেত - ওই গুরগাঁওতেই। "চীপ লেবার' কনসেপ্টে চলতো - মাইনে, প্রোজেক্ট আনা, তার প্ল্যানিং - সবেতেই।
  • aja | 67.152.86.163 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:১৯401891
  • অজ্জিতকে।

    তা এ বা*-রা লোক পেত কি করে?
  • Arijit | 61.95.144.123 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:২১401892
  • এবার কোশ্চেন হল এত সব জেনেও লোকে টিসিএসে জয়েন করে। কেন?

    কারণ অধিকাংশ কলেজে টিসিএস আসে প্রথমে (আইআইটি বাদ দিয়ে) - এবং অধিকাংশ কলেজে "ওয়ান ম্যান ওয়ান জব' চালু ছিলো - একটা পেয়ে গেলে ক্যাম্পাসে আর ইন্টারভিউ দিতে দেওয়া হত না। আমাদের সময়ে তো বটেই, সম্ভবত এখনও। পরে কে আসবে কে আসবে না এই ডাইলেমায় মোটামুটি সকলেই টিসিএসে বসতো, ৮০% পেয়ে যেত, এবং অধিকাংশই জয়েন করতো। অনেক বাইরে নিজেরা ফাইট দিয়ে অন্য চাকরি খুঁজতো - তবে তার জন্যে অনেক কনট্যাক্ট/রেফারেন্স লাগতো।
  • aja | 67.152.86.163 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:২৩401895
  • মাইরি। তা বাকী কোম্পানীগুলো আগের স্লট চাইতো না কেন?
  • r | 121.245.102.207 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:২৩401893
  • সবাই করে। শুধু দেশী নয়, বিদেশী কোম্পানিরাও করে। আজকাল একটা নতুন প্রসেস হয়েছে। কেউ কলেজ থেকে পাশ করল, কোম্পানি ইন্টারভিউ নিল, কিন্তু অফার লেটার দিল না। পাঠিয়ে দিল কোনো এক প্রাইভেট ট্রেনিং সেন্টারে। সেখানে এক সপ্তাহও ট্রেনিং হতে পারে, বা তিন মাসও হতে পারে। এর জন্য ষাট হাজার টাকা খরচ করতে হবে। এরপরে পরীক্ষায় পাশ করলে অফার লেটার, না করলে ষাট হাজার ফেরৎ। এইবার পরীক্ষায় পাশ করল, কিন্তু অফার লেটার পেল না, এদিকে ষাট হাজার ফেরৎ পায় নি- এই কেসও আমি জানি।

    অজদা আমার হয়ে পুরোটাই খেলে দিয়েছেন। রিলেটিভ এনলাইটেনমেন্টের দিক থেকে টাটারা এগিয়ে তো আছেই, ইনস্পাইট অফ টিসিএস। সমস্যা হচ্ছে এখানে বেশির ভাগ লোক আই টি সেক্টরে কাজ করায় টি সি এসের গাড্ডা থেকে বেরোতে পারছে না।
  • Ishan | 12.217.30.133 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:২৭401896
  • ইল্লি আরকি। টিসিএস ছ্যাঁচড়া কিন্তু টাটা ভালো। পুরো সিপিএম খারাপ আর বুদ্ধবাবু ভালো কেস। আনন্দবাজারের কি প্রভাব। দেখলেও ভালো লাগে। :)
  • aja | 67.152.86.163 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৩১401897
  • ঐ আর কি। লোকটা ভাল কিন্তু এঁড়ে তক্কের ওব্যেস খারাপ। আবাপও পড়ে আবার।
  • Ishan | 12.217.30.133 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৩৩401899
  • উফ অজদা। ওটা রঙ্গনকে লিখেছি। :)

    এবং আমি টিসিএসের গাড্ডার বাইরে বেরোতে চাই। হিন্দুস্তান মোটর্সের চেয়ে টাটা মোটর্স কি কারণে অধিক এমপ্লয়ি ফ্রেন্ডলি বা এনলাইটেন্ড, এটা আমাকে বুঝাইয়া দেওয়া হোক। তথ্যপ্রমাণ সহ।

    (ব্যবসায়ী হিসেবে টাটা মোটর্স উন্নততর এ নিয়ে অবশ্য আমার বিশেষ সন্দেহ নাই।)
  • Arijit | 61.95.144.123 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৩৩401898
  • কোন কোম্পানি কখন আসবে সেটা অনেকটাই প্লেসমেন্ট অফিসারের কেপেবিলিটির ওপর নির্ভর করে। বিইকলেজে এই ভদ্রলোক কি জিনিস ছিলেন তা তো সকলেই দেখেছে। অন্য কলেজগুলোতেও হয়তো একই অবস্থা। এঁদের মেইন আইডিয়া হল কত তাড়াতাড়ি কত বেশি ছেলেমেয়ের চাকরির ব্যবস্থা করা যায়। সেদিক থেকে টিসিএস সেফ বেট।

    এবার টিসিএস লোক সবসময়েই পাবে - বছরে কয়েক লক্ষ গ্র্যাজুয়েট বেরোয়। শুধু ইঞ্জিনিয়ারিং গ্র্যাড ধরলে। টিসিএস সকলকেই নেয়। একটা সময় ছিলো যখন অন্য স্ট্রীমের বাজার খুব খারাপ ছিলো - মাইনিং/মেটালার্জি/সিভিলে লোকে চাকরি পেত না - সেখানে একটা চাকরি সহজে পেয়ে গেলে কেন টিসিএসে যাবে না লোকে? আমার ব্যাচের সিভিলের মেজরিটি টিসিএসে চাকরি করে - কারণ তখন সিভিলের কোম্পানিতে হাতেগোনা দশ বারোজন হয়তো চাকরি পেত।
  • r | 121.245.102.207 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৩৫401901
  • ধুর বাল! মুখে কথা বসাচ্ছে।

    এক, টাটা মানে রতন টাটা নয়। টাটা মানে টাটা গ্রুপ, যাতে রতন টাটার শেয়ার যৎসামান্য।

    দুই, টাটা "ভালো" বলা হয় নি, "অপেক্ষাকৃত ভালো" বলা হচ্ছে, যেমন ওয়ালমার্টের থেকে গুগুল অপেক্ষাকৃত ভালো- কোথাও যদি বাজে অজুহাতে কর্মী ছাঁটাই করে, তাও।
  • Arijit | 61.95.144.123 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৩৫401900
  • এটা আবাপর অ্যান্টিথীসিস। আবাপ-র ইক্যুইভ্যালেন্ট হল টাটা বাজে, টিসিএস ভালো হত। বা টিসিএস বাজে, রামাদুরাই ভালো;-)
  • Arijit | 61.95.144.123 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৩৮401902
  • হুঁ। সর্বসম্মত প্রস্তাব হল টিসিএস ঝাঁটের কোম্পানি। কিন্তু টাটা ভালো, এই কথাটা অনেকেই বলেন। সেটা নিয়ে তর্ক হোক।
  • aja | 67.152.86.163 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৪১401903
  • সর্বসম্মত প্রস্তাব হল, টিসিএস ধুর, টাটা একটু কম ধুর, অন্যরা ভয়ানক ধুর। এই নিয়ে তক্কো হোক।
  • Ishan | 12.217.30.133 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৪৩401904
  • রঙ্গনও কি মাল খেল নাকি? অজ্জিতও? কেউ আর মুখ সামলে রাখতে পারছেনা। :)

    আফনেরা তক্কো করুন। আমি ঘুনু করি।
  • Arijit | 61.95.144.123 | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৪৫401906
  • দু চারখান ইস্যু আছে যেগুলো নিয়ে কথা বলতে গেলে এগারো নম্বর হোস্টেলের ডায়েলেক্ট চলে আসে মুখে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন