এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোপালকৃষ্‌ণ গান্ধী মুখোশধারী রাজনীতিক নাকি ন

    sarathi
    অন্যান্য | ২৫ সেপ্টেম্বর ২০০৮ | ২২৫৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bitoshok | 98.240.230.68 | ০১ অক্টোবর ২০০৮ ১৩:৫৬401774
  • soryy. sorry আগের টা আমার পোস্ট। Arijit-এর নামটা লেখার শুরুতে ছিলো আর ভুল যায়গায় লেখা হয়ে গেছে।

  • bitoshok | 98.240.230.68 | ০১ অক্টোবর ২০০৮ ১৩:৫৯401776
  • আমার ভুল টা কি সংশোধনযোগ্য? আমি সত্যিই দু:খিত আর ariijitএর কাছে মার্জনাপ্রার্থী।
  • Arijit | 61.95.144.123 | ০১ অক্টোবর ২০০৮ ১৩:৫৯401775
  • মমতার ইমেজ হবে না কেন? মমতা খুব সফলভাবে সিপিএমের এতদিনের স্লোগানগুলো ব্যবহার করেছে। লাঙল যার, জমি তার - বা বর্গা/পাট্টা বিলি - গ্রামাঞ্চলে সিপিএমের রমরমার মূলে এই দুটো জিনিস। এখন সিপিএম যতই শিল্পায়নের কথা বলুক (শিল্পায়ন প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় সেই প্রশ্নে যাচ্ছি না), গ্রামে এই জমি-ভিত্তিক রাজনীতিটা প্রবল। সিপিএমের বিরাট ব্যর্থতা এখানেই যে সিপিএম ভালো করে তাদের গণসংগঠনগুলোকে, মেইনলি কৃষকসভাকে এই ইস্যুতে মাঠে নামাতে পারেনি। দুই নম্বর - এই জমি অধিগ্রহন ব্যাপারটা বর্গা/পাট্টা বিলির পুরো ১৮০ ডিগ্রী উল্টোদিকে - ব্যক্তিগত সম্পত্তির অধিকার ইত্যাদি প্রশ্ন ওঠে। তো বেসিক্যালি সিপিএম যে ভয়েডটা রেখে দিয়েছিলো মমতা সেটাই ভর্তি করেছে - সে ঐতিহাসিকভাবে কংগ্রেস (মমতার শেকড়) যতই জমিদারপন্থী হয়ে থাকুক না কেন।

    কিন্তু বাজার গরম করে একটা ভয়েড ফিল করা আর রাজনীতিতে সত্যি ক্রেডিবিলিটি তৈরী করা - দুটোর মধ্যে তফাত নাই? মমতা এবং তার সঙ্গীরা অনেক জিনিস পুরো এড়িয়ে গেছেন - জাস্ট ফর কনভিনিয়েন্স।
  • Arijit | 61.95.144.123 | ০১ অক্টোবর ২০০৮ ১৪:০৪401777
  • এক্স ওয়াই জেড পার্টি পিক করতে চায় করুক গে, কিন্তু প্রফুল্ল বিদোয়াই যদি তৃণমূলের মঞ্চে গিয়ে বসেন সেই মুহুর্তে ওঁর সম্পর্কে বিতৃষ্ণা তৈরী হবে - কারণ তৃণমূলের তরফে প্রফুল্ল বিদোয়াইরের বলা কোনো ইস্যু তোলা আর ওদের মঞ্চে প্রফুল্ল বিদোয়াইয়ের বসার মধ্যে জমিন-আসমান ফারাক। এটা যারা পশ্চিমবঙ্গের রাজনীতি ফলো করে এবং মমতার শুরুর দিনগুলো থেকে মহিলা সম্পর্কে ওয়াকিবহাল, তারা সকলেই সম্ভবত: বলবে মমতাপন্থী না হলে।
  • r | 125.18.104.1 | ০১ অক্টোবর ২০০৮ ১৪:০৮401778
  • সিসু বিসুদের নিয়ে ভীষণ কনফিউশন দেখছি। মূল চরিত্রগুলি সম্পর্কে দুই একটি কথা সেরে রাখা ভালো:

    সিসুদের মধ্যে দেবেশ রায় বহুদিনের সি পি আই। আজিজুল হক এখনও চারুপন্থী ও স্টালিনপন্থী নকশাল- মতাদর্শগতভাবে। এই বছরের শারদীয়া আজকালের লেখাটা পড়লেই বোঝা যাবে। জয়দেব বসু আদি ও অকৃত্রিম সি পি এম। শুভেন্দু মাইতি গণনাট্য সঙ্ঘের পুরোনো কর্মী, দমদমে পার্টি করতেন, পরে হলদিয়া চলে যান- আজকের সুমন-নচিকেতাদের উত্থানের পিছনে এর বড় ভূমিকা আছে। বাকি যে ভিড়টা আছে, ইনক্লুডিং বুদ্ধ গুহ, ও সুনীল গাঙ্গুলী, তাঁদের নিয়ে বেশি কথা খরচ করাটা শ্রমের অপব্যয়।

    বিসুদের মধ্যে শাঁওলী মিত্রের রাজনীতি ২০০৬ সালের আগে জানা ছিল না। ওনার বাবা প্রথমে গণনাট্য সঙ্ঘ ও পরে পরোক্ষভাবে কংগ্রেসি- সুধী প্রধানের লেখা পড়লেই জানা যায়। শুভাপ্রসন্ন তীব্র বামপন্থী-বিরোধী- এ বি ভি পি-র রাজ্য সম্মেলনের প্রধান বক্তা। কৌশিক সেন ২০০৬ সাল অবধি অ্যাক্টিভ সি পি এম। বিভাস চক্রবর্তীও প্রায় ঐ সময় পর্যন্ত সক্রিয় সি পি এম। মহাশ্বেতা ও মহাশ্বেতাপুত্র নবারুণ সবসময় র‌্যাডিকাল বামপন্থী ও সি পি এম-বিরোধী। এর পরে যে ভিড়টা আছে, ইনক্লুডিং অপর্ণা সেন, এঁদের রাজনীতি নিয়ে কথা বলা শ্রমের অপব্যয়।
  • r | 125.18.104.1 | ০১ অক্টোবর ২০০৮ ১৪:১৫401779
  • তবে পশ্চিমবঙ্গ মনে হয় ভারতের একমাত্র রাজ্য যেখানে এই রকম এলিট বুদ্ধিজীবী ও সেলিব্রিটি চরিত্ররা সরাসরি রাজনীতি না করেও রাজনীতিতে এত বেশি পাত্তা পান।
  • bitoshok | 98.240.230.68 | ০১ অক্টোবর ২০০৮ ১৪:২১401780
  • r
    পুরোটা-র সাথে একমত। শুধু আজিজুল হক সম্পর্কে একটু doubt আছে। 'কাকা' সম্পর্কেও। ইহারা কখন কি বলেন আর কি করেন সেটা ঠিক সবসময় ঠাহর হয় না।
  • siki | 203.122.26.2 | ০১ অক্টোবর ২০০৮ ১৪:২৫401781
  • বিবি, জনতার মধ্যে আমিও পড়ি যে?

    এমপ্লয়ি কেয়ারের একটা ছোট উদাহরণ দিই বরং।

    সেই সেবার যখন বীরাপ্পান কর্ণাটকের বড় অভিনেতা রাজকুমারকে অপহরণ করল, রাজকুমারের সমর্থকেরা রাস্তায় নেমে র‌্যাম্পেজ শুরু করল, বাসে আগুন ধরানো, ইঁট পাথর ছোঁড়া ইত্যাদি। বিকেলবেলায় বিভিন্ন ব্যাঙ্গালোরবেস্‌ড এমপ্লয়িদের অফিস থেকে বাড়ি ফেরাই প্রবলেম হয়ে গেছিল। সেই সময়ে, সেই বিকেলে, ইনফি করেছিল কি, তাদের বাসগুলো বড় বড় রাজকুমারের পোস্টার আর কাটআউট দিয়ে ক্যামুফ্লাজ করে দিল। সামনের দিকে আর বাসের ছাদে কিছু লোককে বসিয়ে দিল যারা পাগলের মত "রাজকুমারের মুক্তি চাই' বলে শ্লোগান দিতে থাকল। আর বাসের ভেতর এমপ্লয়িরা। অত ভাঙচুরের মধ্যেও নিরাপদে ইনফোসিসের এমপ্লয়িরা বাড়ি পৌঁছতে পেরেছিল।

    কাট টু: দিল্লি টিসিএসে জয়েন করলাম, পোস্টিং হল নয়ডায়। নতুন দিল্লির পিটিআই বিল্ডিংয়ে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, সেখানে একবার কার যেন ভাষণ শুনতে যেতে হল একদিন দুপুরে। আমি এমনিতে অফিস বাস নিই না, নিজের বাইকেই যাতায়াত করি। তখনও দিল্লির রাস্তাঘাট চিনি না, তাই নিজে বাইক নিয়ে যেতে সাহস পেলাম না। সবাই বলল আরে বাসে চলো, বাস তো ফেরৎ আসবেই। সরি, বাস নয়, ক্যাব। টাটা সুমো। তো, নয়ডা টু অফিসে বাইক রেখেই ক্যাবে চড়ে বসলাম। পিটিআই বিল্ডিং সেখান থেকে অন্তত তিরিশ কিলোমিটার। বাঁদরওয়ালা এসেছিল। তো তার ভাষণ শেষ হতে হতে চারটে বেজে গেল। এইবার কী হবে? চারটের সময়ে শুরু করলেও অফিস ফিরতে ফিরতে তো পাঁচটা বাজবেই। তারচেয়ে এখান থেকেই ফিরে যাই বাড়ি। অধিকাংশই নিজের নিজের গাড়ি নিয়ে এসেছিল, আর তারা সবাইই দিল্লির রাস্তা চেনে, অনেকদিন আছে টাছে। আমি পড়ে গেলাম একা। আমার মত অনেকেই। ফাঁক বুঝে টিসিএসের সমস্ত নয়ডার ক্যাবগুলো, যাদের আমাদের ফেরৎ নিয়ে যাবার কথা ছিল, সব হাওয়া। কাউকে পেলাম না। অতএব যারা ক্যাবে এসেছিল, তারা নিজের নিজের বাড়ির অটো বা বাস ধরে চলে গেল। এদিকে আমাকে অফিস যেতেই হবে, বাইক ওখান থেকে না আনলে পরদিন অফিস যেতে পারব না। অতএব, তিনবার বাস পাল্টে নয়ডা। শেষবার অফিস থেকে তিন কিলোমিটার আগে রাস্তা-পার-হওয়া এক বুড়োকে পিষে দিয়ে পাগলের মত খানিকটা এগিয়েই ড্রাইভার আর কন্ডাক্টর পালাল। পেছনের সিটেই বসে ছিলাম বলে পুরো মৃত্যুটা আমাকে নিজের চোখে দেখতে হল। তারপর সেখান থেকে একটা রিক্সা ধরে অফিস। সেখান থেকে বাইক নিয়ে বাড়ি।

    কাট থ্রি: মুলায়ম সিং সেবার বায়না ধরলেন নয়ডাকে গাজিয়াবাদের সাথে আর গ্রেটার নয়ডাকে বুলন্দশহরের সাথে মিশিয়ে দেওয়া হবে। সারা নয়ডা জুড়ে গুচ্ছ অ্যাজিটেশন, বন্‌ধ আর ভাঙচুর। চলেছিল প্রায় দু সপ্তাহ। সেই সময়টায় বার বার বলা সত্বেও টিসিএস অফিস থেকে কোনও স্পেশাল অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করা গেল না আমাদের জন্য, যারা এমনিতে অফিস ক্যাবে আসি না। সেই কদিন আমি রোজ রাস্তা পেরিয়ে ধানক্ষেতের ওপর দিয়ে মাঠের ওপর দিয়ে অবরোধ এড়িয়ে অফিস যেতাম।

    এমপ্লয়ি কেয়ার কী জিনিস হয় টিসিএসে আসার আগেই আমার দেখা হয়ে গেছিল, বিবি। তাই হাসলাম। অবশ্যই আজকের ইনফোসিস আর সেই ইনফোসিস নেই, কিন্তু সেদিনের নিরিখেই বলছি, টাটার মুখে, অন্তত টিসিএসের পারস্পেকটিভে এমপ্লয়ি কেয়ার নিই বলাটা, মানায় না।
  • r | 125.18.104.1 | ০১ অক্টোবর ২০০৮ ১৪:৩৩401782
  • আরও দুইজনের কথা বলে দেওয়া ভালো। কবীর সুমন, একসময় "নাকি" নকশাল, এবং তারপরে "নাকি" পুলিশের ভয়ে বিদেশবাসী, দেশে ফিরে এসে ফাংশনে সি পি এমের গুণগান করতে শুনেছি, নিজের কানে, এবং অধুনা তৃণমূল। ব্রাত্য, কলেজে পড়ার সময় হালকা করে আইসা, ২০০৬ সালে নিয়মিত আজকালে নির্বাচন কভার করেছে, তখন আবার মনে হচ্ছিল সি পি এম, এর মধ্যে উইঙ্কল টুইংকল করে বিক্ষুব্ধ সি পি এম জনতার নয়নমণি, এবং অধুনা তৃণমূল।
  • h | 125.18.104.1 | ০১ অক্টোবর ২০০৮ ১৫:০৭401784
  • র শ্রমের একেবারেই অপব্যয় না করে এইটা বলে ভালো করেছে। বাকিরা সত্যি ই শ্রমের অপব্যয়।
  • r | 125.18.104.1 | ০১ অক্টোবর ২০০৮ ১৫:১১401786
  • এঁরা সবাই কেউ আগে "ওকে" সমর্থন করতেন, এখন "একে" করেন, কেউ এখনও "ওকে"ই করেন, কেউ "একে" করেন, কিন্তু বলেন না- এগুলোর প্রত্যেকটাই ভ্যালিড রাজনৈতিক স্ট্যান্ড এবং এর মধ্যে অন্যায্য কিছুই নেই। অন্যায্য হল এক, সেল্ফ-রাইটিয়াসনেস এবং মরাল সুপিরিয়রিটি দেখাবার চেষ্টা, বিশেষত: কয়েকজনের কথা শুনে মনে হয় মঙ্গলগ্রহ থেকে সার্ফ উজালা ব্র্যান্ড মহাপুরুষ ও মহামহিলারা নেমে এসে পৃথিবীর এই ক্লিন্নতায় কিরকম হেদিয়ে পড়েছেন এবং দুই, কৃষি ও শিল্প- দুই সম্পর্কে বিন্দুমাত্র অভিজ্ঞতা ও পড়াশুনা না থাকা সঙ্কেÄও ক্রমাগত সুলভে বাণী ও উপদেশবিতরণ।
  • Arijit | 61.95.144.123 | ০১ অক্টোবর ২০০৮ ১৫:১১401785
  • এট্টু অপব্যয় করে অপর্ণা সেনের ব্যাপারটা লেখো। ওঁর ব্যাপারটা আমার বুঝতে অসুবিধা হয়। সেদিন শুনলাম কলকাতা টিভির সাথেও নাকি এখন যুক্ত নন - অথচ অপর্ণা আর সুমন চট্টো (সাংবাদিক) - এই দুজনেই তো চালু করেছিলেন।
  • h | 125.18.104.1 | ০১ অক্টোবর ২০০৮ ১৫:১৬401787
  • আমার সবচেয়ে যেটা বিচিত্র লাগে, সেটা হল মিডিয়াতে অকারণে এত এই মালরা পাত্তা পায় কেন। অন্য কোথাও এত দেখি না। এই যে 'এনগেজড' কবি সাহিত্যিক, নাট্য কর্মীদের ট্র্যাডিশন, এইটা এখন পোলারাইজড বঙ্গে একটা আপদ হয়ে দাঁড়িয়েছে।
  • r | 125.18.104.1 | ০১ অক্টোবর ২০০৮ ১৫:১৯401788
  • অপর্ণা সেন একসময় উৎপল দত্ত, অসিত বসুদের সাথে নাটক করতেন- এইটুকু বাদ দিলে অন্য কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। এই সব ঘটনার সময় অপর্ণা সেন লাইমলাইটে এলেন, নন্দনে যখন পুলিশ মিছিল আটকে কিছু শিল্পীকে লালবাজারে নিয়ে গেল। সেটা ২০০৭ সালের নভেম্বর। ২০০৬ থেকে অন্যান্য আন্দোলনে ওনার কোনো বিশেষ বক্তব্য ছিল না। সম্প্রতি সিঙ্গুর থেকে ঘুরে এসে কলকাতা টিভিতে বললেন- আমি পুঁজিবাদে বিশ্বাস করি।

    সুন্দরী ও প্রতিভাময়ীরা সবসময়ই একটু বেশি গুরুত্ব পান, গুরুত্ব না থাকলেও। ;-)
  • h | 125.18.104.1 | ০১ অক্টোবর ২০০৮ ১৫:২২401789
  • ওরকম কড়া করে কোয়ো না, হাউ সুইট :-)
  • Arijit | 61.95.144.123 | ০১ অক্টোবর ২০০৮ ১৫:৩২401790
  • দ্যাখো পরের ইলেকশনের সময় বিজেপির বই থেকে ধার করে স্মৃতি ইরাণী বা রামায়ণের রাবণের (অরভিন্দ কি যেন) মতন এঁয়ারাও মাঠে নামবেন - সাজুগুজু করে।
  • siki | 203.122.26.2 | ০১ অক্টোবর ২০০৮ ১৫:৩৩401791
  • হ্যাঁ ভাই, অপন্নার নামে কিছু কইলে আম্মো বুকে বড় ব্যথা পাই ...
  • siki | 203.122.26.2 | ০১ অক্টোবর ২০০৮ ১৫:৩৪401792
  • অরবিন্দ ত্রিবেদী।
  • r | 198.96.180.245 | ০১ অক্টোবর ২০০৮ ১৫:৩৫401793
  • খারাপ কি বললাম? বললাম তো- "সুন্দরী" ও "প্রতিভাময়ী"!
  • Arijit | 61.95.144.123 | ০১ অক্টোবর ২০০৮ ১৫:৩৭401795
  • স্টারানন্দ না আইবিএন কারা যেন সেরা বাঙালী করছে - তাতে রাণী মুখুজ্জে, ঝুম্পা লাহিড়ী ইত্যাদিদের নাম। বরঞ্চ এই এঁয়াদের নাম থাকা উচিত ছিলো।
  • umesh | 62.254.196.200 | ০১ অক্টোবর ২০০৮ ১৫:৪০401796
  • siki, আমি IT বা software লাইন এর লোক নয়, তাই কারন জানি না, কিন্তু দেখেছি টাটা গ্রুপ এর একমাত্র TCS এর লোকজন কখনো ই টাটার নামে খুশী নই। আপনি ব্যতিক্রম নন।

    এটা আর কোনো টাটা related company তে নেই।
    আর টাটার যে ভালো কাজের নমুনা আছে সেটা আর কোন ভারতীয় কোম্পানীর নেই।
    উদাহরণ, IISC Bangalore, IIT Kharagpur, Tata cancer hospital, আরো আছে।
    আপনি আর একটা ভারতীয় কোম্পানী দেখান যাদের এরকম কিছু অবদান আছে, তার পর যত খুশী টাটা কে গালাগালি করুন।

  • siki | 203.122.26.2 | ০১ অক্টোবর ২০০৮ ১৫:৪৯401797
  • IIT খড়গ্‌পুরের কেসটা কী? ওটা টাটার অবদান নাকি?

    দেশসেবার কথা যদি বলেন তা হলে টাটার অ্যাডাল্ট লিটারেসি প্রোগ্রাম, তাদের ভার্নাকুলার ল্যাঙ্গোয়েজ সফটোয়্যারের কথা বলতে পারেন।

    বড় স্কেলে জানি না, ইনফিও করে। ইনফোসিস ফাউন্ডেশন আছে, সুধা মূর্তির পরিচালনায়। তারা স্কুল সেটাপ করে, স্কুলে কম্পু বিলোয়, হাসপাতাল বানায়, ইত্যাদি প্রভৃতি করে। বন্যাত্রাণ বা অন্যান্য ন্যাচারাল ক্যালামিটিতেও তারা যথাসাধ্য কাজকর্ম করে টরে।
  • siki | 203.122.26.2 | ০১ অক্টোবর ২০০৮ ১৫:৫০401798
  • তবে একটা কথা, এখন টিসিএস আর টাটা গ্রুপে নেই, ফলে টাটা গ্রুপ আর টিসিএস দুটো এখন আলাদা এনটিটি।
  • r | 198.96.180.245 | ০১ অক্টোবর ২০০৮ ১৫:৫২401799
  • টাটা ভালো কিনা বাজে সত্যি জানি না। তবে ভারতের তিনটে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান টাটদের হাতে তৈরি- আই আই এস সি, টি আই এফ আর, টি আই এস এস। এই ট্র্যাক রেকর্ড আর কোনো ভারতীয় কর্পোরেটের নেই।
  • tanb | 59.184.168.190 | ০১ অক্টোবর ২০০৮ ১৬:১১401800
  • টাটারা মহান, দানী, যদি এই টুকু দান আজীবন করেন। সিঙ্গুরে বত্‌সরে তিন লাখ গাড়ি বের কোরবে, গাড়ি পিছু ২০০ টাকা দান দেন তো, একরে ৬০০০০ টাকা, পাওয়া যায় এখন,যদি আরো মহান হওয়ার ইছা টো সময়ের সাথে ২০০ টাকাটা বাড়িয়ে যান

    টাটার cancerhospital যতটা জানি ফেলো কড়ি মাখো তেল, গরিবের তেলের অভাব মেটানোর জ্‌ন্‌না, অনেক ngo,সাধ্য মোতো টাটাকে তেল supply করছে।

    আমি টাটার প্রাক্তন নই,
  • umesh | 62.254.196.200 | ০১ অক্টোবর ২০০৮ ১৮:৩৬401801
  • ২০০৩ সালে একটা ভারতে সমীক্ষা হয়েছিলো।
    বিষয় হলো employee দের বিচারে employer
    employee রা নিজেদের employer দের rating করেছিলো, বাইরের কেউ নয়।
    তাতে প্রথম ২৫ এ টাটা দের প্রাধান্য ছিলো।
    Reliance, L&T, HLL রা আশে পাশে ছিলো না।
    গত বছর এর একটা সমীক্ষা তে টাটা ভারতের "most respected company" হয়েছিলো।
    এখন যদি বলা হয় সমীক্ষা মানে "বাল ছাড়া আর কিছু নই, এটা কিছু-ই প্রমাণ করে না", তাহলে আমার কিছু বলার নেয়।

  • shyamal | 64.47.121.98 | ০১ অক্টোবর ২০০৮ ১৮:৩৭401802
  • অরিজিত, সামান্য সংশোধন। টিআই এফ আরে শুধু টাটার নামটাই আছে কারণ টাটা ক্যাম্পাসটা বানিয়ে দিয়েছিল। আর টাটার সঙ্গে কোন সম্পর্ক নেই। অটোনমাস বডি পুরো ফান্ডেড বাই কতগুলো সরকারী মন্ত্রক। বেসিকালি সরকারি রিসার্চ সেন্টার। যতদূর জানি, আই আই এস সিও একই।
  • r | 198.96.180.245 | ০১ অক্টোবর ২০০৮ ১৮:৪৬401803
  • টি আই এফ আর এবং আই আই এস সি দুটোই এখন ডিম্‌ড ইউনিভার্সিটি। কিন্তু দুটি প্রতিষ্ঠানেরই শুরু টাটাদের পয়সা ও সাহায্যে। দ্রষ্টব্য:

    tifr.res.in
    iisc.res.in
  • pi | 69.251.184.3 | ০১ অক্টোবর ২০০৮ ১৯:২৩401804
  • TIFR এর শুরুটা 'আংশিক'ভাবে টাটার সাহায্যে। আর ডীমড উইনিভার্সিটি হবার অনেক আগে থেকেই , মানে তৈরি হবার কদিন বাদ থেকেই প্রায় পুরো সরকারী টাকায় চলে।
  • AB | 170.35.224.64 | ০১ অক্টোবর ২০০৮ ২২:২০401806
  • এটা r-এর উদ্দেশ্যে ....

    সে কি রে আমি তো জানতাম ব্রাত্য-দা ডি.এস.সি করত, আর তুই এখন বলছিস আইসা

    অবশ্য কতকিছুই তো ভুল জানতাম বা এখনো জানি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন