এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোপালকৃষ্‌ণ গান্ধী মুখোশধারী রাজনীতিক নাকি ন

    sarathi
    অন্যান্য | ২৫ সেপ্টেম্বর ২০০৮ | ২২৫১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 122.168.21.239 | ০২ অক্টোবর ২০০৮ ০০:৩৪401807
  • bibi,
    আপনি দু:খ পেয়েছেন, কিন্তু বিশ্বাস করুন এখানেও আমার কোন ব্যাড্‌ ইন্টেন্ট ছিল না।আপনাকে ব্যক্তিগত ভাবে কোন আক্রমণতো নয়ই। একটু খুলে বলি।
    আপনার আট বছরের অভিজ্ঞতা আপনার একান্ত ব্যক্তিগত, সে নিয়ে কমেন্ট করার আমি কে?
    কিন্তু আপনি যে আট বছরের নয়, টাটার একশ' বছরে একবারও স্ট্রাইক না হওয়ার সার্টিফিকেট দিলেন সেটা আপনার অভিজ্ঞতার বাইরের ব্যাপার, ওটা ইতিহাসের এবং ডকুমেন্টেশনের আওতায় আসে। তাই বলা। এবং কথাটা সত্যি নয়, আরেক বুদ্ধদেব(গুহ) বল্লেও নয়। ওনার ব্যাপারে রঙ্গনের বক্তব্য যথেষ্ট।
    কিন্তু এর চেয়ে বেশি সিরিয়াস কারণে আমার উষ্মা বেড়েছে। মাপ করবেন।
    এক, উমেশ সিপিএম সাপোর্টার ন'ন। উনি টাটাকে বেস্ট এমপ্লয়ারের শংসাপত্র দিচ্ছেন ও আপনি তাকে সেকন্ড পোস্টে সমর্থন করছেন। আর হতেও পারে যে বর্তমান ভারতীয় পরিপ্রেক্ষিতে কথাটা খানিকটা সত্যি। তাতে কোন প্রবলেম নেই।
    কিন্তু প্রথম পোস্টে দেখুন, আপনি শুধু সমর্থনই নয়, একশ' বছরে স্ট্রাইক-না-হওয়া বিগ হাউস বলে প্রায় গিনেস্‌ বুক এ নাম তুলে দিলেন:))।
    আমি যদ্দুর জানি- ইউরোপ-আমেরিকাতেও কোন বিগ হাউসের এমন ঈর্ষণীয় উপলব্ধি নেই। অবশ্যি আমার সীমিত জানায় ভুল থাকতে পারে, ধরিয়ে দিলে খুশি হব।
    দুই, এইবার হিডেন এজেন্ডা!
    আপনি ভাই সিপিএম সমর্থক, স্পষ্টাপষ্টি! তাই ধরে নিয়েছি ওদের ইডিওলজিক্যাল বেসের সঙ্গে আপনার খানিকটে কমন লিংক আছে। সেই আপনি টাটাসাম্রাজ্যের সচেতনভাবে প্রোফাইল্ড্‌ ঢপটি উঁচুগলায় প্রচার করে বেড়াবেন? এতে কি আপনি সিপিএম কে অপমান করছেন না?
    সিপিএম এর শ্রমিক শ্রেণীর মতাদর্শের প্রতি আনুগত্যের সঙ্গে এই প্রচার খাপ খায় কি?
    আজ যতই সিপিএমকে গালাগাল দিই না কেন রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে চিন্তাভাবনায় সেই কমন লিংক রয়েই গেছে। ১৯৬৪এ পার্টির জন্ম ও ৬৬র খাদ্য আন্দোলনে গণেশ ঘোষ, সতীশ পাকড়াশীর নেতৃত্ব কাছ থেকে দেখেছি। বড় নেতারা সব তখন ভারতরক্ষা আইনে জেলের ভেতরে।
    তাই আমার ভেতরে ভেতরে যতটা জ্বলার সব জ্বলে গেছে। আর আমি কম্পু স্যাভি নই। নইলে অন্তত: টাইমস অফ ইন্ডিয়ার আর্কাইভস্‌ থেকে ৫০-৬০ ও ৭০এর গোড়ার দিকের অন্তত: তিনটে মেজর স্ট্রাইকস্‌ এর ডিটেইলস্‌ বের করতাম। এটা যদি কেউ করতে পারেন তাহলে বিশেষ কৃতজ্ঞ থাকবো। আর পুরনো ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিস্টরা জানেন। যোগাযোগ থাকলে খবর পাওয়া যেতে পারে।
    প্লীজ, ব্যক্তিগতভাবে নেবেন না। আপনার সম্বন্ধে আমার অনুমান( কাবলিদার assume দেখুন, প্লীজ!)যদি ভুল হয়ে থাকে তবে এই পোস্টটা ইগনোর্‌ করুন।
    আর ঠিক হলে আমার কথাটা একটু ভাবুন, প্লীজ!
  • Blank | 59.93.192.250 | ০২ অক্টোবর ২০০৮ ০১:০৪401808
  • রঞ্জন দা, টাটা স্টীলের এটা রেকর্ড যে কখনো স্ট্রাইক হয় নি। বাকি টাটা গোষ্ঠীর কথা জানি না।
  • bozo | 128.111.119.175 | ০২ অক্টোবর ২০০৮ ০১:৩০401809
  • রঞ্জন দা মনে হয় এই বিষয়ে কথা বলতে চেয়েছিলেন।

    The Tata Steel Strike: Some Dilemmas of Industrial Relations in a Developing Economy
    Subbiah Kannappan
    The Journal of Political Economy, Vol. 67, No. 5 (Oct., 1959), pp. 489-507
    Published by: The University of Chicago Press


    কেউ চাইলে মেইল অ্যাড্রেস দেবেন। আমি পেপার টা দিতে পারি।

    এছড়াও আপনার নিজস্ব JSTOR অ্যাক্সেস থাকলে পাবেন।
  • arjo | 168.26.215.54 | ০২ অক্টোবর ২০০৮ ০১:৩৩401810
  • এইমাত্র খুঁজে তো এটা পেলাম।

    http://tinyurl.com/4bnjfh

    কিন্তু টাটার সাথে গোপাল বাবুর কি সম্পক্কো। কোথাকার টই কোথায় দাঁড়ায়।
  • arjo | 168.26.215.54 | ০২ অক্টোবর ২০০৮ ০১:৩৬401812
  • ও বোজো দিয়ে দিয়েছে।

    এটার পেজ ৬ পড়ে দেখুন

    http://www.iimahd.ernet.in/publications/data/2008-03-07Varkkey.pdf

    তবে এ সবই অনেক কাল আগের কথা। শুনেছি টাটা মাইনাস টিসিএস ভালো কোম্পানি। তবে তুলনাটা হচ্ছে বিড়লা, গোয়েঙ্কা ইত্যাদির সাথে। বিল গেটসও তো প্রচূর দান ধ্যান করে থাকে।
  • bozo | 128.111.119.175 | ০২ অক্টোবর ২০০৮ ০১:৩৬401811
  • হ্যাঁ এই পেপার টাই। গুড জব আজ্জো :-)
    tinyurl লিঙ্ক কি করে বানায়?
  • arjo | 168.26.215.54 | ০২ অক্টোবর ২০০৮ ০১:৩৭401813
  • tinyurl.com এ গিয়ে।
  • bitoshok | 134.84.199.53 | ০২ অক্টোবর ২০০৮ ০২:২৯401814
  • এটা আরো আগে। #
    TISCO Workers' Struggles: 1920-1928
    # Vinay Bahl
    # Social Scientist, Vol. 10, No. 8 (Aug., 1982), pp. 32-44

    JSTOR-এই আছে।

    ১০০ বছরের দাবীর প্রেক্ষিতে reference টা দেওয়া। আর কোনো কিছু নয়।
  • ranjan roy | 122.168.21.239 | ০২ অক্টোবর ২০০৮ ০৩:২৩401817
  • bojo, arjo,beetashok,
    কৃতজ্ঞ রইলাম। সত্যি কথা বলতে কি আমি এখনো ঘুমুতে পারিনি। দরজা বন্ধ করে পিসি তে Dx ball খেলছি আর মাঝে মাঝে গুরু খুলে দেখছি কেউ কিছু লিংক পাঠালো কি না।
    ইতিমধ্যে কোলকাতায় আমার সামান্য যোগাযোগ ট্যাপ করে জানলাম সত্তরের দশকেও একটা ম্যাসিভ্‌ হয়েছিল।
    তবে সবাই বললো--- টাটা হাউস খুব সতর্ক হয়ে প্রোফাইলিং করে। শুরু থেকেই নিউজ কিল করে। প্রচূর খরচা করে।
    প্রমাণ দেখ, ব্ল্যাংকির মত হার্ডকোর বামপন্থী গুরু ও সিন্সিয়ারলি এই মিথটা বিশ্বাস করে যে টাটা স্টীলে কখনও স্ট্রাইক হয় নি।এইখানেই টাটাদের জিৎ। দোষ বিবি বা সারথীদের নয়। এই তথ্যগুলো বেরুনোর পর অশোক দাশ্‌গুপ্ত ও বুদ্ধদেব গুহদের কি বলবেন?
    গোপালবাবুর লিংকে এগুলোর প্রাসংগিকতা হল ওনার মত পাতিকে গুরুত্ব দিয়ে ভিলেন বানাতে গিয়ে টাটাকে তার ন্যায্য প্রশংসাটুকু দেয়ার জায়গায় প্রায় ভগবান বানানো হয়ে যাচ্ছে। এইটা বামপন্থীরা করলে আমার-- জ্বলে যায়। কারণ তাতে বামপন্থীদের এতদিনের আন্দোলনের ঐতিহ্যকে অপমান করা হয় বলে আমার ধারণা।
    বোজো,
    প্লীজ পাঠাও। আমার আই ডি-- [email protected].
    ঘুমুতে যাবার আগে তোমাদের তিনজনকে, আবার-- দিল সে। এবং ব্ল্যাংকিকেও। এত রাতে জেগে সিন্সিয়ারলি আলোচনায় পার্টিসিপেট করার জন্যে।

  • ranjan roy | 122.168.21.239 | ০২ অক্টোবর ২০০৮ ০৩:৩১401818
  • ও: সম্পাদক! ঘুম-টুম নেই?
  • umesh | 62.254.196.200 | ০২ অক্টোবর ২০০৮ ১৬:১৪401819
  • আমার জানা নেই TELCO বা TISCO তে কি কারণে স্ট্রাইক হয়ে ছিলো। কিন্তু স্ট্রাইক হলেই যে মালিক পক্ষ নিষ্ঠুর বা নির্দয় এটা সব সময় ঠিক নই।
    আমার জানা একটা স্ট্রাইক এর ঘটনা বলি।
    এক মিলের কর্মী ইউনিয়ন এর এক হোমরা চোমরা মাঝে মাঝেই কাজ থেকে ডুব মারতো, নিজের ইচ্ছে মতো আসতো-যেতো (সরকারী কর্মী দের মতো)। ম্যানেজমেন্ট বিরক্ত হয়ে শোকজ নোটিশ দেয়। ব্যস আর কি, ধর্মঘট। শ্রমিক নেতার অপমান করা হয়েছে, ম্যানেজমেন্ট কে ক্ষমা চাইতে হবে, নইলে ধর্মঘট চলবে। বাধ্য হয়ে ম্যানেজমেন্ট তাই করলো।
    আগে নেতা বাবু অল্প সল্প কাজ করতেন, এটার পর সেটাও করতো না। কার বাবার সাধ্য কিছু বলার।
    ঘটনা টা আমার দেখা। বিশ্বাস করা টা ব্যক্তিগত।
  • ranjan roy | 122.168.21.239 | ০২ অক্টোবর ২০০৮ ১৬:৪২401820
  • উমেশ,
    টাটার ১৯৫৭-৫৮এর কমিউনিস্ট পার্টির ইউনিয়নের নেতৃত্বে ঐতিহাসিক ধর্মঘট ওয়েল- ডকুমেন্টেড। এটা কোন ছোট সংস্থায় ক্যাজুয়াল স্ট্রাইক নয়।
    বোজোর দেয়া বা বীতশোকের দেয়া লিংক থেকে পড়ুন না একটি নামী ইউনিভার্সিটির রাজনীতি বিভাগে সংরক্ষিত রিসার্চ পেপার।

    আর বীতশোকের দেয়া লিংকে "সোস্যাল সায়েন্টিস্ট' বলে পত্রিকার ১৯৮২ সালে দেখুন ( যে পত্রিকার এডিটর প্রভাত পট্টনায়েকের মত অর্থশাস্ত্রী,বোর্ডে ছিলেন তিনজন নামকরা প্রফেসর আর ছিলেন অর্থনীতির সঞ্জয় বারু যিনি আজকাল প্রধানমন্ত্রীর প্রেস অফিসার না কি মুখপাত্র হয়েছেন)।
    তাহলে জানবেন যে টাটা এম্পায়ার প্ল্যাটিনাম জয়ন্তীতে আট ঘন্টা কাজের সময়, অবকাশ , মেডিক্যাল সুবিধে ও অন্যান্য যেসব ওয়ার্কার ফ্রেন্ডলি সুবিধে গুলো দেয় বলে বড়মুখ করছিলো সেগুলো আদৌ টাটার উদারতা বা মহানুভবতা নয়, এগুলো পেতে টাটার মজদুরদের দীর্ঘকাল লড়াই করতে হয়েছিল।
    আর সে,লড়াই বিংশ শতকের প্রথম অর্দ্ধে স্যার জামসেদজির কালেই হয়েছিল। এবং টাটারা বৃটিশ পুলিশ ও অন্য সব স্বাভাবিক সমস্ত দমনমূলক দাওয়াই ব্যবহার করেছিলেন। সবাই করে। নতুন কিছু নয়, টাটারা ব্যতিক্রম নয়। আমার আপত্তি শুধু টাটাকে আঅলাদা দেখানোয়, তাও ইতিহাসকে চেপে রেখে, এবং এইকাজ বাম সমর্থকরা করলে।
    আর আপনার ব্যক্তিগত অনুভূতি নিয়ে অবিশ্বাস করার কোন কারণ নেই। এমন অযৌক্তিক বা ফ্লিমসি গ্রাউন্ডে সস্তা চাল বা ব্যক্তিগত স্কোর সেটল্‌ করতে আমরা সবাই দেখেছি, আমিও। ছাত্র-মজদুর দুই আন্দোলনেই। তেমনি
    মালিকপক্ষ কেও দেখেছি এমনি সস্তা চাল চালতে, বা এজেন্ট দিয়ে স্ট্রাইক করাতে, কারণ হাতে অর্ডার নেই, গোডাউনে মাল রাখার জায়গা নেই।
    কিন্তু বর্তমান আলোচনায় এহ বাহ্য!
  • Blank | 203.99.212.224 | ০২ অক্টোবর ২০০৮ ১৮:৩৫401821
  • রঞ্জন দা, এটা ছোট বেলার কুইজে একটা ফেমাস প্রশ্ন ছিল। আমি লিংক গুলো দেখে অবাক হচ্ছি খুব।
    সেই যেমন কোশ্চেন থাকতো কোন দোকানের সব আউটলেট ই হটজোন। সেই টাইপের প্রশ্ন।
    আমি একটু ঘাঁটলাম। এটা এত ফেমাস একটা প্রশ্ন, যার উত্তর বহু যুগ থেকে টাটা স্টীল চলে।
  • umesh | 62.254.196.200 | ০২ অক্টোবর ২০০৮ ১৯:২৮401822
  • রঞ্জনদা, তাহলে কি টাটা'র ভালোমানুষী ইমেজ টা পুরো টাই MYTH?
    প্রশ্নটা একজন মধ্যপন্থী, অরাজনৈতিক, প্রবাসী বাঙালীর।

  • bb | 117.195.169.13 | ০২ অক্টোবর ২০০৮ ২০:০৯401823
  • রজ্ঞনের দেওয়া তথ্যের উত্তরে জানাই যে ১৯৫৭-৫৮ ধর্মঘট যাকে বলছেন তা ছিল কেদার (সম্ভবত -মুখার্জি) এর নেতৃত্বে casual labour লোক ক্ষ্যাপনো। এই আন্দোলনে TWU এর কোন সমর্থন ছিল না এবং তাই চলেনি। একে যদি বৃহত আন্দোলন বলা হয় তাহলে :)
    যারা বলেন যে Tata শ্রমিকদের অধিকার এমনি এমনি দেইনি, তাদের উদেশ্যে আমার প্রশ্ন ভারতবর্ষের আর কোন কোম্পানি কেন এই অধিকার দেয়নি। কেন ভারতসরকার পরবর্তীকালে এই নিয়মগুলি শ্রম অধিকারে পরিবর্তন করেছিলন। বাম্পন্থী হোন আর দক্ষিণপন্থি হোন এগুলি মানতে দ্বিধা কেন?
  • pi | 69.251.184.3 | ০২ অক্টোবর ২০০৮ ২০:১৫401824
  • আন্দোলন মানে লোক ক্ষ্যাপানো ?
  • bb | 117.195.169.13 | ০২ অক্টোবর ২০০৮ ২০:২৬401825
  • কিছু ব্যাপার আছে industry তে যাতে সহজেই বাজার মাত করা যায়, যেমন casual labour স্থায়ীকরণ। যেহেতু তারা casual তাই এটা খুবই স্পর্শকাতর ইস্যু অথচ সবাই জানে যে সবাইকে স্থায়ীকরা সম্ভব নয়।

  • a x | 143.111.239.72 | ০২ অক্টোবর ২০০৮ ২০:৪৫401826
  • টাটারা একটা ইন্ডাস্ট্রিয়াল হাউস। নাথিং মোর, নাথিং লেস। এই অতি দয়ালু, অতি দানী, অতি সৎ, অতি পরোপকারী ইমেজটা একটি মিথই। তাঁরা ব্যবসা করেন প্রোফিট ম্যাক্সিমাজ করার দিকে চোখ রেখে। বিগ ইন্ডাস্ট্রিয়াল হাউসের যা যা জিনিস দেখা যায়, সব-ই টাটার আছে। ইনক্লুডিং দুচারটে রিসার্চ ইনস্টিট্যুট, দু চারটে লেবার সুইসাইড।
  • aja | 65.57.245.11 | ০২ অক্টোবর ২০০৮ ২২:১৮401829
  • সকলেই নিজের ইন্টারেস্ট দেখে। টাটা, মমতা, বুদ্ধ এবং গুরুর ভাটুরেরা। কাজেই নিজের ইন্টারেস্ট দেখে বলে টাটাকে ভাল/মন্দ বলার কোন মানে হয় না। তবে প্রশ্ন হল টাটার স্বার্থ-সিদ্ধির উপায় অন্য ইন্ডাস্ট্রিয়াল হাউসের তুলনায় এনলাইটেন্ড কিনা। তা যদি হয় তো টাটার কিছুটা ক্রেডিট প্রাপ্য হয়।
  • Div0 | 160.83.72.211 | ০২ অক্টোবর ২০০৮ ২২:৫২401830
  • এতদিনে একটা ঠিকঠাক পোস্ট পড়লাম।
    থ্যাঙ্ক্যু অজ।
  • Ishan | 12.163.39.254 | ০২ অক্টোবর ২০০৮ ২৩:০৬401831
  • ধুর।

    বিড়লারা মন্দির, ইশকুল, সায়েন্স মিউজিয়াম এসব বানিয়েছে। টাটারাও অ্যাকাডেমি, হসপিটাল এসব বানিয়েছে। বেশি ভালও না খুব মন্দও না।

    বিড়লারা কেমন এমপলয়ি ফ্রেন্ডলি বিশদে জানিনা । যেটুকু জানি সেটা হল এই :

    ১৯৯৬ সালে হিন্দমোটর্স জয়েন করলে ফ্রেশার ইঞ্জিনিয়ারদের চার-পাঁচ হাজার টাকা দেওয়া হত ট্রেনিং পিরিয়ডে। ফ্রি অ্যাকোমোডেশন। খাওয়া-দাওয়া নিজস্ব। অ্যাকমোডেশনটা তিন তারা হোটেলের মতো ছিল (বন্ধুরা ডেকে নিয়ে গেছিল দেখাতে) :)। ট্রেনিং পিরিয়ড শেষে এক বছর পরে কনফার্ম করলে মাইনে বাড়ত। মনে হচ্ছে দেড় গুণ, ঠিক নিশ্চিত না। আর অ্যাকমোডেশন থেকে ফুটিয়ে দেওয়া হত।

    টিস্কো-টেলকোর মাইনে জানিনা । জানলেও ভুলে গেছি । তবে ঐ একই সময়ে(১৯৯৬ সালে) টিসিএস এ জয়েন করলে ফ্রেশাররা ট্রেনিং পিরিয়ডে পেত ছ হাজার টাকা। কোনো অ্যাকোমোডেশন দেওয়া হতনা। বোম্বে বা ব্যাঙ্গালোরেও না।

    সব মিলিয়ে উনিশ-বিশ। ইনফ্যাক্ট হিন্দমোটর্স টা একটু বেটার। অ্যাকোমোডেশনের কারণে।
  • aja | 65.57.245.11 | ০৩ অক্টোবর ২০০৮ ০০:২৫401832
  • মন্দির বানানোর চেয়ে হসপাতাল বানানো একটু বেশী এনলাইটেন্ড মনে হয়।

    বিট্‌স আর টিআইএফআর, আইআইএসসি কি তুলনীয়? রিসার্চ কমিউনিটি যে তা ভাবে না, সেটা জানি। গুরুর মত আলাদা হতেই পারে।
  • Du | 67.111.229.98 | ০৩ অক্টোবর ২০০৮ ০০:৩৩401833
  • আমরা যদি পশ্চিমবঙ্গে কারখানা খুলতে চাই তবে আমাদের চোখে টাটার ভাল মন্দ বিচারের একটা মানে থাকে।

    জেনারেল বিজনেস কমিউনিটিতে টাটা কোন রাজ্যে বিজনেস করতে না পেরে চলে গিয়েছে
    কথাটার মানে নিয়ে বোধ হয় দ্বিমত নেই।
  • Ishan | 12.163.39.254 | ০৩ অক্টোবর ২০০৮ ০১:৩৫401834
  • সে উনিশ বিশ তফাত থাকতেই পারে। বিড়লার হয়তো ধর্মে মতি, টাটার হাসপাতালে। মুকেশ আম্বানির ফিল্মে। তাতে তো আর বাকিদের চেয়ে টাটা খুব ভালো কোম্পানি হয়ে যায়না।
  • aja | 65.57.245.11 | ০৩ অক্টোবর ২০০৮ ০১:৪১401835
  • সে তো বটেই। হিটলার ধর্মের নামে মানুষ মারে, পুরনো নক্সালরা সাম্যের নামে। তাতে আর এমন কি তফাৎ?
  • Ishan | 12.163.39.254 | ০৩ অক্টোবর ২০০৮ ০১:৫৩401836
  • সংখ্যায় তফাত আছে। সেটা উনিশ-বিশ না। :)

    তাহলে আপনি বলছেন, একই ভারতবর্ষে দুরকম শিল্পগোষ্ঠী আছে। এক, যারা খুব ভালো, এনলাইটেন্ড। দুই, যারা খুব খারাপ, মধ্যযুগীয়। এবং এই প্রথম ধাঁচের শিল্পপতিদের হাত ধরেই দেশে এনলাইটেনমেন্ট আসবে/এসেছে? :)
  • aja | 65.57.245.11 | ০৩ অক্টোবর ২০০৮ ০২:০৪401837
  • সংখ্যায় কত তফাৎ হলে উনিশ-বিশ হয় আর কত তফাৎ হলে অনেক হয়? দু'চারশো আর দু'চার মিলিয়নের মধ্যে তফাৎ এমন কি?

    ভারতবর্ষে এনলাইটেনমেন্ট আসা অনেক বড় কথা। সে নিয়ে আমি তর্ক করার কে? তবে দেশের দিক দিয়ে দেখলে, টাটার হাত ধরে এনলাইটেনমেন্ট আসার সম্ভাবনা মমতার (বা মমতার সমর্থকদের, বা সিপিএম বিরোধী বলে মমতার বিরোধীদের, বা নক্সালদের) হাত ধরে আসার চেয়ে বেশী। তবে কত বেশী হলে বেশী হয় সে কে জানে?
  • pi | 128.231.88.6 | ০৩ অক্টোবর ২০০৮ ০৩:১৪401838
  • রিসার্চ কমিউনিটির কাছে BITS আর TIFR র আলাদা স্থান হলে তাতে টাটা-বিড়লাদের কতটা কি ভূমিকা ?!
    মানে ভূমিকা নেবার জায়গাটাই আসছে কোদ্দিয়ে ?

    BITS এর রিসার্চের কাজে বিড়লাদের কতটা প্রভাব আছে জানা নেই তবে, TIFR তো জন্মের কদিন পর থেকেই পুরোপুরি সরকারী প্রতিষ্ঠান। শুধু ঐ তৈরীর ব্যাপারে আর্থিক সাহায্য ছিলো, তাও আংশিক, ড: ভাবার অনুরোধে। আর এই ইন্সটিটিউটের ভাবনাটা পুরোপুরি ভাবার brainchild, ভাবনা কনসিভ করা থেকে রূপরেখা তৈরি, তা কার্যকর করা, তাতে টাটাদের কতটা ভূমিকা ! তাই টাটারা এটা তৈরী করেছে কথাটা খুব ওভারস্টেটমেন্ট।

    নাম টাটা ইন্সটিটিউট বলেই এটা টাটাদের ইন্সটিটিউট , তা একদম ই না।

    ঐ নামের শুরুতে আর ম্যানেজমেণ্ট কমিটিতে থাকার দরুন সার্টিফিকেটে রতন টাটা র সইটা বাদে টাটারা আর কোথায় আছে TIFR এ , অন্তত রিসার্চ সংক্রান্ত কাজে ?
  • pi | 128.231.88.6 | ০৩ অক্টোবর ২০০৮ ০৩:৩০401840
  • মানে দেশে গবেষণার এনলাইটমেণ্ট এনে দেবার ভিশন নিয়ে টাটাদের তরফ থেকে এই উদ্যোগ, এমনটি মোটেও বলা চলে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন