এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Smoking Ban - কেন ঠিক ? কেন ভুল ?

    Samit
    অন্যান্য | ০৩ অক্টোবর ২০০৮ | ২৫৯৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | 59.161.183.54 | ১৮ জুলাই ২০০৯ ১১:১৩407042
  • আহা আবার হামানদিস্তা কেন? অত হিংস্র হওয়া ভাল নয়। ঐ হাত-পা বেঁধে কলকাতার পাবলিক টয়লেটে বসানোটাই ভাল।
  • arjo | 24.42.203.194 | ১৮ জুলাই ২০০৯ ১১:১৯407044
  • একটাই রিকোয়েস্ট হাতটা খোলা রাখতে হবে। নইলে বিড়ি খেতে বড় মুশকিল। :))
  • Binary | 70.64.22.24 | ১৮ জুলাই ২০০৯ ১১:১৯407043
  • হামানদিস্তে-তে শুধু মুন্ডুটা থেঁতো কল্লেই হবে, পুরো বডিটা থেঁতো করা বেশ চাপের ব্যাপার।
  • pinaki | 131.151.102.250 | ১৮ জুলাই ২০০৯ ১২:৫৫407045
  • এ ব্যাপারে সেরা গল্প আমার কাছে। থার্ড ইয়ারে পড়াকালীন একদিন যাদবপুর থেকে ক্যানিং দত্তপুকুর লোকালে ফিরছি। ফাঁকা ট্রেন। উঠেই বসার জায়গা পেয়েছি। জানলার ধারেই একজন। তার পাশে আমার বন্ধু রনি। তার পাশে আমি। তখন ট্রেনে সিগারেট খাওয়ায় নিষেধাজ্ঞা ছিল না। লোকে দিব্যি খেতো-ও। যাই হোক, সেদিন জানলার ধারের লোকটাও একটা সিগারেটে সুখটান দিচ্ছিল। রনি বারবার লোকটার দিকে আড়চোখে তাকাচ্ছে, আর নিজের নাকের কাছে হাত দিয়ে ধোঁয়া তাড়ানোর ভঙ্গি করছে। লোকটা দু একবার রনিকে ওরকম করতে দেখে তাড়াহুড়ো করে দু-তিনটে লম্বা টান দিয়ে সিগারেটটা ফেলে দিয়ে রনিকে বলল, ''তোমার অসুবিধে হচ্ছে দেখে ফেলে দিলাম""। রনি লোকটার দিকে কৃতজ্ঞ চোখে তাকিয়ে একটু লজ্জা লজ্জা হেসে বলল - ""ঠিকই ধরেছেন। আসলে সিগারেটের ধোঁয়া একদম সহ্য হয় না।"" পরমুহুর্তেই পকেট থেকে বিরাটীর স্পেশাল 'বয়রা বিড়ি'-র প্যাকেট বের করে একটা বিড়ি ধরিয়ে এবং একগাল হেসে - ""সেইজন্যে বিড়ি খাই""।
  • Samik | 122.162.236.198 | ১৮ জুলাই ২০০৯ ১৫:৫২407046
  • আজ্জো, মজা করার জন্য বলে থাকলে ঠিক আছে, আদারওয়াইজ তোমার তক্কোটা কিন্তু একেবারেই জমছে না।

    আমাদের চারপাশে অনেক কিছুই ক্ষতিকর আছে টাছে। কলকারখানার ধোঁয়া, গাড়ির পেট্রল ডিজেলের ধোঁয়া, কাটাতেলের ধোঁয়া, বিড়ি সিগারেটের ধোঁয়া। কিছু জিনিস অ্যাভয়েড করা যায়। স্মোকিং জিনিসটা বন্ধ করে দিলেও মনুষ্যসমাজ রসাতলে যাবে না, দিব্যি বেঁচেবর্তে থাকবে। কিন্তু গাড়িঘোড়া কলকারখানা বন্ধ করে দিলে মনুষ্যসমাজের পক্ষে টিকে থাকা মুশকিল হয়ে দাঁড়াবে। তাই সেগুলো বন্ধ করা যায় না। বরং চেষ্টা করা হয় কী করে তাদের ধোঁয়ার এমিশন কম, সহ্যক্ষমতার মধ্যে নিয়ে আসা যায়। সেই জন্যেই ইউরো স্ট্যান্ডার্ড, সেই জন্যেই স্মোক অ্যারেস্টার, সেই জন্যেই পল্যুশন ক®¾ট্রাল বোর্ড। মানে, কম্প্রোমাইজ করে বেঁচে থাকা আর কি। কারণ এগুলোকে কেটে ছেঁটে ফেললে বেঁচে থাকা যাবে না।

    কিন্তু যে জিনিসটাকে কেটে ছেঁটে ফেললে কারুর কোনও ক্ষতি হবে না, উল্টে লাভই হবে, সেটাকে কেটে ছেঁটে নির্মূল করে ফেলতে তো কোনও বাধা নেই? তা হলে কেন আমরা বিড়ি সিগারেট ছেড়ে পৃথিবীর দূষণে নিজের ফুসফুসের দূষণে নিজেদের কϾট্রবিউশন কমানোর চেষ্টা করছি না?

    এসব কথা আমরা কেউ জানি না, এমন নয়। কিন্তু আলোচনাটাকে গাড়ির দূষণ কলকারখানার দূষণের সাথে তুলনীয় করে ফেলাটা, আমার মনে হয় আলোচনাটাকে লঘু করে ফেলা।
  • Blank | 203.99.212.224 | ১৮ জুলাই ২০০৯ ১৫:৫৬407047
  • এমনিতেও আর্য দার যুক্তি টেকে না। শর্ট টার্ম এফেক্ট ধরলে স্মোকিং অনেক বেশী ক্ষতিকর। খুব তাড়াতাড়ি এফেক্ট করে, কারন পার্টিকলস সাইজ অনেক বড়। কিন্তু রাস্তার গাড়িগুলোর শর্ট টার্ম এফেক্ট কম।
    কলকারখানার দুষন কমাবার জন্য অনেক পদ্ধতি আছে। কিন্তু স্মোকিং এর এফেক্ট কমাবার জন্য কোনো পদ্ধতি নেই। সিগারেটের মুখে শ্যাওলা জমিয়ে দুষন কমাবার কোনো ফান্ডা তৈরী হয়েছে কি?
  • quark | 220.225.11.171 | ১৮ জুলাই ২০০৯ ১৭:৫১407048
  • কিছু মনে না করলে, পিনাকী কোথাকার? আমরা যখন ট্রেনে যাতায়াত করতাম (বারাসাত - শেয়ালদা), আমাদের এক বন্ধু দিব্যেন্দু ঠিক এই জিনিস করেছিল। এই গল্পে এ রকম মিল দেখে খুব অবাক হলাম।
  • dukhe | 117.194.225.251 | ১৯ জুলাই ২০০৯ ১১:০৯407049
  • এসব গল্প চিরকালীন । মুখ বদলাতে শুধু স্থান কাল পালটে দেওয়া হয় । খুঁজলে গোপাল ভাঁড় কি মোল্লা নাসিরুদ্দিনের নামেও পাওয়া যাবে ।
  • pinaki | 131.151.102.250 | ১৯ জুলাই ২০০৯ ১২:৩২407052
  • আমি নিউব্যারাকপুরের। আমরা যাদবপুরে পড়াকালীন অনেক সময় (বিশেষত: শণিবারগুলোয়) ঐ ক্যানিং দত্তপুকুর (আগে ছিল ক্যানিং বনগাঁ) লোকালে ফিরতাম।

    আর হ্যাঁ। ওটা গল্প নয়। সত্যি। :-x
  • Somnath | 117.194.200.199 | ১৯ জুলাই ২০০৯ ১২:৩২407050
  • কোয়ার্ক কোথাকার? বারাসত শুনে জিজ্ঞেস করলুম।
  • pi | 72.83.196.134 | ১৯ জুলাই ২০০৯ ১৩:৩৪407053
  • আমার তো আবার সিগারেটের গন্ধ বেশ ভালো ই লাগে। খেতেই বরং বেশ বাজে।
    তবে আমার প্যাসিভ ক্যানো, অ্যাকটিভ স্মোকিং নিয়েই বিস্তর আপত্তি আছে।
    জেনেশুনে হলেই বা কি। বিষপান করাকে কি আর সমর্থন করা যায় ?
  • arjo | 24.42.203.194 | ১৯ জুলাই ২০০৯ ২১:১০407054
  • শমীক/ব্ল্যাংকি,

    সিগ্রেট খুব ক্ষতিকারক, কোনো সন্দেহ নেই। অ্যাক্টিভ কিম্বা প্যাসিভ দুইই বাজে। তবে আসল ইস্যুটা কি? সিগ্রেট ক্ষতিকারক সেটা প্রমাণ করা না? পরিবেশ দূষণ। তো, পরিবেশের ওপর অধূমপায়ী লোকেদেরও ফুটপ্রিন্ট কিছু কম বড় নয়। ধরা যাক একটি লোক নিজের গাড়ি চালায় কিন্তু বিড়ি খায় না। আবার অন্যদিকে কেউ বিড়ি খায় না অথচ নিজের গাড়ি চালায়। এই দুজনের মধ্যে কার ফুটপ্রিন্ট পরিবেশের ওপর বেশি সেটা মনে হয় খুব মাপজোক করে বের করতে হবে। খুব বেশি এদিক ওদিক হবে না। সেক্ষেত্রে প্রশ্ন হল, বিড়ির ওপর নিষেধাজ্ঞা বসলে প্রাইভেট গাড়ির ওপরেও বসবে না কেন? কাটা তেলের অটো উঠবে না কেন? ব্ল্যাংকি বাবু যদি অথেন্টিক কোনো সোর্স দিয়ে দেখিয়ে দেয় গাড়ির কার্বণ এমিসনের আসলে পরিবেশের ওপর প্রভাব হল নেগলিজিবল তাহলে মেনে নেব।

    এখানে দেখলুম নিজের কার্বণ ফুটপ্রিন্ট মাপা যায়। এখানে আবার বিড়ি ফুঁকি কিনা জিগ্যেস করলে না, কিন্তু গাড়ি চালাই কিনা জিগ্যেস করলে।

    http://conservation.org/act/live_green/carboncalc/Pages/default.aspx
  • arjo | 24.42.203.194 | ১৯ জুলাই ২০০৯ ২১:১২407055
  • ** একটি লোক বিড়ি খায়, কিন্তু নিজের গাড়ি চালায় না।
  • Blank | 59.93.193.138 | ১৯ জুলাই ২০০৯ ২১:৫৭407056
  • আমি যা বল্লুম, তা হলো বিড়ির ধোঁয়ার পার্টিকল সাইজ বড়। অ্যাজমার রুগীরা খুব তাড়াতাড়ি অ্যাফেক্টেড হয় তাই। গাড়ির ধোঁয়া নাকে গেলেই অ্যাজমার টান শুরু হয় না।
    এর সাথে পরিবেশ দুষন বেশী না কম তার কোনো সম্পর্ক নেই। প্যাসিভ স্মোকিং যে ভাবে এফেক্ট করে কোনো মানুষকে গাড়ির ধোঁয়া তার ধার কাছে যায় না।
    ভেবে দেখো তো ওপিয়ামের ভেতরে যে ধোঁয়া থাকতো, কোলকাতার কোনো জায়গার আকাশে সেই ধোঁয়া থাকে কিনা? আর এই কারনেই রাস্তা ঘাটে স্মোকিং ব্যান করা হয় নি। হয়েছে আপিসে, রেস্তোরায় ইত্যাদি চার দেওয়ালের মধ্যে।
  • arjo | 24.42.203.194 | ১৯ জুলাই ২০০৯ ২৩:৫১407057
  • থাকে তো। বিটি রোডের ওপর দিয়ে একদিন অটো চড়ে ডানলপ থেকে ব্যারাকপুর গিয়ে দাদা বৌদির বিরিয়ানি খেয়ে এসো। মধ্যে খড়দহ/টিটাগড় অঞ্চলে ছবি তোলার চেষ্টা করো। শীতকাল হলে তো কথাই নেই। হ্যাঁ তবে যেকোনো জায়গায় স্মোকিং জোন থাকাই উচিত।
  • Samik | 122.162.236.236 | ২০ জুলাই ২০০৯ ০১:১৭407058
  • আজ্জো, আবার সেই একই পথ দেখাচ্ছো। কোন শালায় বলে গাড়ির কার্বন এমিশনের পরিবেশের ওপর কোনও নেগেটিভ প্রভাব নেই? কিন্তু আজকে যদি প্রাইভেট গাড়ির ওপরে নিষেধাজ্ঞা বসে যায়, আমাকে তা হলে ঘরে বসে থাকতে হবে, অফিস যেতে পারব না। দোকান থেকে দুধের প্যাকেট আনতে আধ ঘন্টা লেগে যাবে। তাতে কি আমার জীবন চলবে? তুমি যদি ধূমপানটা ছেড়ে দাও, তোমার দৈনন্দিন জীবনে কোন কাজটা ব্যহত হবে একটু বোঝাও তো?

    বিশদে। আমার বাড়ি থেকে অফিস যাবার কোনও পাবলিক বাস সার্ভিস ডিরেক্ট নেই। আমাকে দুবার অটো আর দুবার বাস বদলে ১১ কিমি দূরে অফিসে পৌঁছতে হবে, যাতে সময় লাগবে কম করে দেড় ঘন্টা। আমি সেটা বাইকে কুড়ি মিনিটে কভার করে থাকি। গাড়ি নিয়ে এই জন্যেই বেরোই না, কারণ গাড়িতে সেই রাস্তা পেরোতে পঁয়তাল্লিশ মিনিট লাগে, আর পার্কিংয়ের জায়গা নিয়ে মারপিট তো আছেই।
  • arjo | 24.42.203.194 | ২০ জুলাই ২০০৯ ০১:৫৬407059
  • সঠিক সংখ্যা জানি না, তবে মনে সারা পৃথিবীর এক শতাংশ লোকেরও নিজের গাড়ি নেই, তারা কি বাজার, দোকান, আপিস যাওয়া করে না? করে কিন্তু তোমার মতন এত সুবিধা হয় না। আসলে প্রশ্নটা হল সুবিধার, গাড়ি থাকলে তোমার এসব করতে সুবিধা হয়। আমি যদি সিদ্ধান্ত নিই যে এইসব বাহ্যিক সুবিধার থেকে আমি সিগ্রেট টেনে একটু মনোবৈজ্ঞানিক সুবিধা লাভ করব তাতে অসুবিধা কি?
  • sayan | 115.108.25.26 | ২০ জুলাই ২০০৯ ০২:০১407060
  • আমি বলছিলাম কি, "পাবলিক প্লেস' এ স্মোকিং "ব্যান' এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু ওপিয়ামে যাবো এবং সেখানে লোকে ধূমপান করলে মাতামাতি করব - এটা বেশ বাড়াবাড়ি। একটা ক্লাব/ডিস্কে তালিবানি প্রথা চালু করাটা বেশ হাস্যকর। অপরের কষ্টের কথা খতিয়ে দেখতে গেলে শুধু "প্যাসিভ স্মোকিং' খারাপ বলার আগে ঐ আজ্জোদা যেমন বলল কার্বন ফুটপ্রিন্ট মাপা - ওটে অনেক বেশী গুরুত্বপূর্ণ। এবার যেহেতু কার্বন ফুটপ্রিন্ট কি সেটা খায় না মাথায় দেয় সে সম্পর্কে ভারতবর্ষে জনগনের ধারণা নেগলিজিবল তাই পপুলার কনসেন্ট স্মোকিং ব্যান ইত্যাদি। আইন করে ধূমপান ছাড়ানো, বেশ, তো আরেকটা ভয়েস ইদানিং উঠছে - উন্নতশীল দেশে বেশী বেশী লোক আমিষ খাচ্ছে এবং সেটা গ্লোবাল ওয়ার্মিং এর একটা কϾট্রবিউটর সো স্টপ ইটিং নন-ভেজ - এই নিয়েও আইন করা হোক। গায়ের জোরে। হোয়াট সে?
  • dukhe | 122.160.114.84 | ২০ জুলাই ২০০৯ ০৯:৪৪407061
  • আসুন, যতদিন না বিনা ধোঁয়ায় গাড়ি চলছে, বিড়ি সিগ্রেটের ধোঁয়ায় আকাশ ভরিয়ে দিই । যতদিন না যুদ্ধ উঠে যাচ্ছ এ ওকে খুন করে বুক ফুলিয়ে ঘুরি । যতদিন না পরমাণু বোমা লোপ পাচ্ছে, বাচ্চাদের পার্কে পেটো ঝেড়ে হাতের সুখ করি । অন্যেরা আগে শুধরোক, আমি তো সবার শেষে । ইংরেজিতে যাকে বলে – ম্যায় সবসে পহলে সাইন নেহি করুঙ্গা । কী বলেন ?
  • d | 219.64.146.103 | ২০ জুলাই ২০০৯ ১১:০২407063
  • বেশ জ্ঞান অর্জন হল।
    ১। ক্লাব/ ডিস্ক ইত্যাদি "পাবলিক প্লেস' নয়।
    ২। ক্লাব/ডিস্কে ধূমপানের বিরুদ্ধে আপত্তি জানালে তা "তালিবানি' বলে গণ্য হয়। (সে আমার যতই শ্বাসকষ্ট হোক না কেন বা যতই মনে হোক যে আমার ওপরে কাপড়ের বোরখা চাপানো আর ধোঁয়ার বোরখা চাপানো একইরকম আপত্তিকর)
    ৩। যদিও গাড়ীর দূষণ মাপার বা কমানোর জন্যও আইনকানুন আছে এবং সিগারেটের ধোঁয়ার বিষ কমানোর কোন প্রক্রিয়া আবিষ্কৃত হয়েছে বলে জানা নেই, তবুও ......

    যাবৎ বাঁচি তাবৎ শিখি।
  • Blank | 203.99.212.224 | ২০ জুলাই ২০০৯ ১১:৪১407064
  • আর্য দার আর সান্দার কথা তো কোনো ভাবেই মানা গেলো না।
    যেকোনো সময়ে একটা বদ্ধ ঘরে স্মোকিং এর সময়ের ধোঁয়ার ডেনসিটি, যে কোনো রাস্তার গাড়ির ধোঁয়ার থেকে অনেক বেশী। সে বিটি রোড কেনো, কোলাঘাট গেলেও প্রমান করতে পারবে না।
    আর 'ওপিয়াম' পাবলিক প্লেস নয়, এমন কথা প্রথম শুনলুম !!!!!
    তো পাবলিক প্লেস কারে কয়?
  • sayan | 125.22.97.34 | ২০ জুলাই ২০০৯ ১২:৪৯407065
  • যা:, শেষে নন-স্মোকারদের পাব নামক "পাবলিক প্লেস'এ গিয়ে আপত্তি করতে হবে!
    এবার আমি মাছবাজারে আর মাছরান্নাঘরে গিয়ে মেছোগন্ধজনিত দূষণের বিরূদ্ধে আপত্তি করবো। দেখি মাছ কাটা/রান্না/খাওয়া ব্যাপারটাই তুলে দেওয়া যায় কিনা।
  • Blank | 170.153.65.102 | ২০ জুলাই ২০০৯ ১২:৫১407066
  • তো পাব শুধু স্মোকারদের জন্যি !!!!!!
  • kd | 59.93.160.221 | ২০ জুলাই ২০০৯ ১২:৫৪407067
  • শুরুতে ছিলো ডিসকোথেক, তারপরে হলো ডিস্কো, এখন দেখছি সেটা হয়েছে ডিস্ক। তার মানে কিছুদিন বাদে ওটা হবে ডি: আর তারপরে ই:, তারপরে শুধুই বিসর্গ। ভালো ভালো।
  • san | 121.50.4.34 | ২০ জুলাই ২০০৯ ১২:৫৯407068
  • খুব বাজে অ্যানালজি হল। পাবে গিয়ে যদি লোকে বলে অ্যালকোহল সার্ভ করা চলবে না তবে মাছেরবাজারের সঙ্গে তুলনাটা আসত। দু:খের বিষয়ে পাব কাকে বলে তার সঙ্গে স্মোকিং এর কোন সম্পর্ক নেই। কাজেই সেখানে নন-স্মোকারদের বলবার অধিকার আছে বৈকি তাদের সিগারেটের ধোঁয়ায় অসুবিধে হচ্ছে কিনা। ল এনফোর্স করা টরা অন্য কাহিনী।
  • sayan | 125.22.97.34 | ২০ জুলাই ২০০৯ ১৪:১০407069
  • ব্যাড অ্যানালজি! ও হ্যাঁ, স্যানও কমেন্ট করতে পারে এটা ভুলেই গেছিলাম।
    নন-স্মোকারদের হাবিজাবি বলার অধিকার থাকলে স্মোকারদেরও স্মোক করার অধিকার আছে বৈকি।
  • san | 121.50.4.34 | ২০ জুলাই ২০০৯ ১৪:২৯407070
  • ??????

    !!!!!!

    ;-)

    ( সায়ন্দার যুক্তিপরম্পরা কেউ বুঝে থাকলে আমাকে বুঝিয়ে দিও)
  • Samik | 219.64.11.35 | ২০ জুলাই ২০০৯ ১৪:৩৬407071
  • আমি তো বুইলাম না।

    খুনীদের ঘেন্না করার যদি অধিকার থাকে তোমার, তো আমারও খুন করবার অধিকার আছে। দূষণের বিরুদ্ধে কথা বলবার তোমার অধিকার থাকলে আমারও দূষণ করবার অধিকার আছে।

    আমি কি ঠিক ধরেছি?
  • sayan | 125.22.97.34 | ২০ জুলাই ২০০৯ ১৪:৪৪407072
  • সেই কবেকার গান কে গেয়ে গেয়েছিলো
    চোখে বেঁধেছো ঠুলি আর পিঠেতে কুলো
    ভালো, ভালো

    (নো স্মাইলি)
  • sayan | 125.22.97.34 | ২০ জুলাই ২০০৯ ১৫:০০407074
  • না: বাজে সময় নষ্ট। ভাট না বকে কয়েকটা ছোট্ট কথা -

    ধূমপান ক্ষতিকারক -- আপ্তবাক্য আওড়ে যান
    ধূমপান বন্ধ করুন -- এটা ব্যক্তিস্বাধীনতায় অনধিকার চর্চা
    পাবলিক প্লেসে ধূমপান -- আপত্তি করুন
    যে কোনও জায়গাকে পাবলিক প্লেস বানিয়ে ধূমপানে বাধানিষেধ -- ধূমপায়ীরা কাটান দ্যান

    ও হ্যাঁ। আমি নন-স্মোকার।

    (এবার আরও কত মণিমুক্তোখচিত পোস্ট পড়বে)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন