এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Smoking Ban - কেন ঠিক ? কেন ভুল ?

    Samit
    অন্যান্য | ০৩ অক্টোবর ২০০৮ | ২৫৯৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 59.93.198.10 | ২১ জুলাই ২০০৯ ০১:৫৭406796
  • ক্লাশ ১১ এ নিজেরা এই ধরনের টেস্ট করেছিলাম। ধারে কাছে যায় নি এসপ্ল্যানেডের রাস্তার ধোঁয়া (যদিও অনেক বছর হলো)। বাকি গুলোকে যাস্ট ফালতু বোগাস বলা বলছি তাই।
    সেকেন্ড হ্যান্ড ধোঁয়া খেয়ে অ্যাজমা হয় না। কিন্তু অ্যাজমা থাকলে সেকেন্ড হ্যান্ড বিড়ির ধোঁয়া নিমেষের মধ্যে ভয়ানক অবস্থার সৃষ্টি করে। আর কাঁদুনির কথা কে বলেছে সান্দা। আমার সামনে বদ্ধ ঘরে আমার অনুমতি ছারা কেউ খেলে, (সে মাল যদি না খুব ষন্ডা কেউ হয়), তার কলার ধরে ক্যালাবার ক্ষমতা এখনো আছে, আর যাস্ট ক্যলাবো। সেকেন্ড কোনো কথা হয় না। মেরে পাট করে দেবো।
  • Ishan | 12.163.39.254 | ২১ জুলাই ২০০৯ ০২:১৬406797
  • দ্রিকে: আম্মো ফ্রিডম অফ চয়েস ফ্রিক নই। কিন্তু সমস্ত ল্যাক অফ চয়েস সত্বেও "ব্যক্তিস্বাধীনতা' আমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এইটাই বলার।

    ব্ল্যাংকিকে: ক্লাস ইলেভেনের পরীক্ষার উপর অতো জোর দিও না। তার চেয়ে এনভায়নমেন্টালিস্টদের করা টেস্ট অনেক বেশি রিলায়েবল।

    এই মাপামাপির সম্পর্কে কিচ্ছু না জেনেও আমি কমন সেন্স দিয়ে কটা কথা বলি: কলকাতার বাতাস নিশ্চয়ই সিগারেটের ধোঁয়ার মতো পলিউটেড নয়। কিন্তু তাতে চব্বিশ ঘন্টা নিশ্বাস নেওয়া হয়। আর অন্যদিকে সিগারেট শেষ হয়ে যায় পাঁচ মিনিটে। ফলে এখানে একটা আনুপাতিক ব্যাপার নির্ঘাত আছে। ধরো, কলকাতার রাস্তা সিগারেটের চেয়ে দশগুন কম ক্ষতিকারক। তাহলে পাঁচ মিনিটে সিগারেট যা ক্ষতি করে, পঞ্চাশ মিনিট রাস্তায় নি:শ্বাস নেওয়া নিশ্চয়ই সেই ক্ষতিই করবে। এইরকম কিছু একটা ক্যালকুলেশন আছে।
  • pi | 128.231.22.89 | ২১ জুলাই ২০০৯ ০২:১৭406798
  • বিড়ি খেলে অ্যাজমা হয় না কিন্তু অ্যাজমা যাদের আছে, তাদের বিড়ি ধোঁয়ায় খুব কষ্ট হয়, সেটা আর পাঁচজন নন-অ্যাজমাটিক লোকের বিটি রোড ভ্রমণের ইক্যুভ্যালেন্ট হতে পারে বা তার চেয়েও একটু বেশি বা একটু কম।
    আবার একটা বিড়ির ধোঁয়া সেবনে নন-অ্যাজমেটিক লোকের যা কষ্ট হবে, মধ্য কলিকাতার রাস্তায় চার ঘন্টা যাপনে তার কুড়ি গুণ কষ্ট হবে।

    এর সব কটাই তো ঠিক।
    তো এত তক্কের আছেটা কি ?

    এখানের কোনো প্রো-বিড়ি কি বিড়ি খেকো পাবলিক ই বোধহয় লোকের নাক মুখের উপর ধোঁয়া ছাড়া ভাল একথা বলেছেন বলে মনে হল না।
    তাহলে অ্যান্টি বিড়ি লবি এমন মার মার কাট কাট করে কেলাবার প্রস্তাব দিচ্ছেন কেন?
    নো-স্মোকিং জোন হোক।
    স্মোকার দের কেলিয়ে পাট না করে দিয়ে তাদের স্মোকিং জোন ও থাকুক :)
    আর তার সাথে, যেভাবে উঠে পড়ে পাবলিক প্লেসে বিড়ি বন্ধের ব্যবস্থা করা হচ্ছে, তেমনি তৎপরতার সাথে বাকি সব দূষণের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।
    সরকার নিক, আমরাও নি ,বা নেবার জন্য সরকারকে চাপ দি।
    বিড়ির ধোঁয়ার বিরুদ্ধে যতটা সরব হচ্ছি, গাড়ির ধোঁয়া নিয়েও ততটা বা তার থেকে বেশি ই গলা ফাটানো উচিত নয় কি ? ডিজায়েরেবল গোলটা যদি পার্টিক্যুলেটেড ধোঁয়া কমানো ই হয় । :)
    আর সেটা না করলে তো তারে কয় দ্বিচারিতা। নয় কি ? ;-)
  • Blank | 59.93.198.10 | ২১ জুলাই ২০০৯ ০২:৩৫406799
  • নিজের হাতে করা টেস্ট অনেক বেশী রিলায়েবল। প্রতিটা ডিটেলস চোখের সামনে ....
  • papiya | 165.91.215.12 | ২১ জুলাই ২০০৯ ০৩:০৬406800
  • তর্কের খাতিরে ধরেও নেয়া গেল বিড়ি ফোঁকা আর কলকাতার রাস্তার ধোঁয়া সমান (বা কমবেশি) ক্ষতিকর। কিন্তু কলকাতা ছাড়া তো আরো অনেক জায়গা আছে যেখানে ওত দুষণ নেই, সেসব জায়গায় ও তো যথেষ্ট প্যাসিভ স্মোকিং হয়ে চলেছে
  • Paramita | 63.82.71.141 | ২১ জুলাই ২০০৯ ০৩:১৭406801
  • অল্পবয়সী বন্ধু ও আত্মীয়বর্গের মধ্যে অ্যাঞ্জিও কি বাইপাসের কথা যেন একটু বেশীই শোনা যাচ্ছে আজকাল। সেইসঙ্গে রুটকজের প্রচেষ্টা। স্ট্রেস না জিন। জিন না স্ট্রেস। তবে যে কোন কারণেই হোক্‌, হাসপাতাল থেকে ফিরে এসে ধুমপান সংক্রান্ত ফড়কানি ও ফোঁকা বন্ধ। হৃদয়ের ব্যামোর সঙ্গে যদিও সম্পর্ক নেই অ্যাজ সাচ। তবে লাইফস্টাইল চেঞ্জটা বুঝলে দরকার। যেতে পারি কিন্তু কেন যাবো সন্তানের মুখ ধরে ইত্যাদি। তাই ছেড়ে দিলাম, এক কথায়।
  • dri | 117.194.228.99 | ২১ জুলাই ২০০৯ ০৮:৩৩406802
  • 'ব্যক্তিস্বাধীনতা' কথাটা এত মিষ্টি যে শুনলেই গাল টিপে দিতে ইচ্ছে করে। কথা হচ্ছে, ব্যক্তি 'স্বাধীন'ভাবে কি চাইবে সেটা প্রতি মুহুর্তে ইঞ্জিনিয়ার করার চেষ্টা হয়। টিভিতে, ম্যাগাজিনের পাতায়, বিলবোর্ডে সিগ্রেটের বিজ্ঞাপণ দিলে ব্যক্তির 'স্বাধীন' ফ্যান্টাসিগুলো এক রকম হয়। না দিলে আর এক রকম হয়। ব্যক্তিস্বাধীনতা এত বড় হোলি কাউ বলেই না আমি স্মোকারদের বেশী ঘাঁটানোর পক্ষপাতী নই। বরং নেক্সট জেনারেশানের 'স্বাধীন' ইচ্ছেগুলোকে একটু অন্যভাবে ইঞ্জিনিয়ার করার পক্ষপাতী। আর খুব জোরে ঘা খেলে একজন স্মোকারও 'স্বাধীন'ভাবে অন্যরকম চিন্তা করতে শুরু করতে পারে (রেফারেন্স: পামিতাদির পোস্ট)।

    অ্যাটাক যদি করতেই হয় স্মোকারকে না করে সিগ্রেট কোম্পানীকে করুন।
  • arjo | 24.42.203.194 | ২১ জুলাই ২০০৯ ০৯:০৫406803
  • ব্ল্যাংকিকে আজকাল ব্যক্তিগত অভিজ্ঞতা, পেপার কিছু দিয়েই রোখা যাচ্ছে না। যাকে বলে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। ব্ল্যাংকির বোধহয় আঠারো বছর হল। :)
  • arjo | 24.42.203.194 | ২১ জুলাই ২০০৯ ০৯:১২406804
  • না হয় নি, টেস্ট দিয়ে রোখা যাচ্ছে। তো, ব্ল্যাংকি স্কুল লেভেলের টেস্ট দিয়ে তো গ্র্যাজুয়েট লেভেলের পেপার বোঝা যাবে না। তো, ব্ল্যাংকি কি বারুইপুরের টেস্ট দিয়ে পার্কস্ট্রীট মাপছে?
  • Ishan | 173.26.17.106 | ২১ জুলাই ২০০৯ ০৯:১৯406806
  • দ্রি যেটা বলছেন, সেটা মূলত: ফুকোর ডিসিপ্লিনারি পাওয়ারের গপ্পো। ডিসিপ্লিনারি ক্ষমতা আইডিয়ালি কাউক্কে জোর করেনা। নিজের অ্যাজেন্ডাকে চ্যাম্পিয়ন করাতে গায়ের জোরের বদলে নজরদারির উপরে জোর দেয়। এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি ফিজিকাল সার্ভিলিয়েন্সের জায়গা নেয় মতাদর্শগত সার্ভিলিয়েন্স। "বিজ্ঞান', "স্বাস্তবিধি', ইত্যাদি জিনিসগুলি এমন করে নির্মিত হয়, যে, সার্ভিলিয়েন্স ক্যামেরা নয়, লোকে নিজের উপর নিজেই নজর রাখতে শুরু করে। পুলিশ টুলিশ নয়, বরের উপর নজর রাখে বৌ। সন্তান বিড়ি খাবার অপকারিতা সম্পর্কে বাপকে ফান্ডা দেয়। এবং পামিতাদি যেমন বলেছেন, সাস্থ্যসচেতন লোক, নিজের উপরে নিজেই নজরদারি বজায় রেখে, পুরোনো থেকে নতুন অভ্যাসে ঝাঁপ দেয়। এসব বইয়ে পড়া ছিল, গত পাঁচ-ছ বছরে পশ্চিমী দুনিয়ায় বসে স্বচক্ষে দেখলাম। এটা একটা প্রাপ্তি বটে।

    কিন্তু এখানে একটা পয়েন্ট মিসিং আছে। এতো করেও, ডিসিপ্লিনারি পাওয়ার মসৃণ ভাবে জাল বিস্তার করতে পারেনা। এখনও বাগদাদে বোম মারতে হয়। ডিসিপ্লিনারি পাওয়ারের জালের বাইরে এখনও বহু বহু জিনিস থেকে গেছে। সেখানে এই পাওয়ার থমকে যায়। লোকাল ট্রেনের ভেন্ডার কামরায় বিড়ি খাওয়া থামাতে গেলে মতাদর্শকে যতটা শক্তিশালী হতে হয়, ডিসিপ্লিনারি পাওয়ারের বাবাও সে জায়গায় পৌঁছতে পারবেনা।

    এইসব জায়গায় ডিসিপ্লিনারি পাওয়ার অনেকরকম খেলা দেখায়। এক। অপ্রেসিভ, কোয়ার্সিভ হয়ে ওঠে। গায়ের জোরে নিজের আধিপত্যকে বিস্তার করার চেষ্টা করে। আইন করে, পুলিশ দিয়ে, গায়ের জোরে ভয়েস অফ ডিসেন্টকে সাবমিট করাতে চেষ্টা করে। বাগদাদে বোম মারে। তারপর তাতে চূড়ান্ত ছড়িয়ে দুই নং পন্থায় আসে। অর্থাৎ দুই, একটা বোঝাপড়ায় আসার চেষ্টা করে। নিজের অপছন্দের ব্যাপারকেও স্পেস দিয়ে নিজের মধ্যে টেনে আনে। গ্লোবাল সোসাইটিতে ভয়েস অফ ডিসেন্টের জন্যও একটা স্পেস তৈরি হয়। সেটা বেসিক্যালি দর-কষাকষির খেলা। তুমিও কিছু ছাড়ো আম্মিও কিছু ছাড়ি। ইত্যাদি।

    তো, বিড়িপানের ক্ষেত্রে, আমরা এই মুহূর্তে কোয়ার্শনের স্তরে আছি। অর্থাৎ কোত্থাও কোনো স্মোকিং জোন থাকবেনা, দুনিয়া ধোঁয়ামুক্ত হবে, ইত্যাদি। এতে চূড়ান্ত ছড়িয়ে ক্ষমতা একটা বোঝাপড়ায় আসবেই। এদিক সেদিক খুচরো স্মোকিং এরিয়া তোরি হবে। শুধু বিড়ি নয়, আমার ধারণা গাঁজা চরস খাবার জন্যও বিভিন্ন লিগাল জায়গা তৈরি হবে (যেমন স্কি রিসর্ট হয়)।

    তবে ক্ষমতা অতি হারামি বস্তু। কি যে চাল চালবে, বোঝা কঠিন। অতএব ভয়েস অফ ডিসেন্টদের উচিত গলা ফেঁড়ে চিল্লিয়ে বোঝাপড়াটাকে ত্বরান্বিত করা। আমি সেই কাজ করছি। আর দ্রি বেসিকালি ক্ষমতার পক্ষে। :)
  • dukhe | 122.160.114.84 | ২১ জুলাই ২০০৯ ০৯:৫০406807
  • যে কোন নিয়ম/আইন মানেই ব্যক্তিস্বাধীনতা হরণ । বাচ্চাদের 'শক্তিমান' হয়ে ওঠার চেষ্টা করতে বারণ করাটাও তাই । দেখুন না - আমার বৌকে আমি পেটাব কি না - সরকার তা নিয়ে পর্যন্ত আইন করেছে ! মানা যায় না, একদম মানা যায় না ।
  • d | 121.245.2.226 | ২১ জুলাই ২০০৯ ১১:১১406808
  • ঠিকঠাক যুক্তি সাজাতে না পারলেই সায়ন গালিগালাজ শুরু করে। যথারীতি এখানেও তার ব্যতিক্রম নেই। স্যান এই নিয়ে মোট কতবার তর্ক করতে গিয়ে গালি খেল!

    ব্ল্যাঙ্কিকে দেখলেই সিপিএমের হার্মাদবাহিনীর ধর্মাধর্ম বেশ স্পষ্ট বোঝা যায়। অজ্জিত বা বোধি নিতান্তই সংখ্যালঘু ..... এই ব্ল্যাংকরাই সংখ্যাগুরু।

    যাগ্গে ....

    ঈশান ও দ্রি'র তক্কাতক্কি আরেকটু ভাল করে হোক।
  • kd | 59.93.244.188 | ২১ জুলাই ২০০৯ ১১:১২406809
  • এটাই বোধহয় একমাত্র টপিক যাতে তর্কের পার্টিসিপেন্টরা পার্সোনালি অ্যাফেক্টেড। তাই জমেছে ভালো।

    আমারও দু(?)পয়সা।

    নিউইয়র্কে যখন স্মোকিং ব্যান হলো, খুবই আশ্চর্য্য হয়েছিলুম আমার ছেলে আর তার বউএর (ওরা সিগারেট খায় না) আপত্তি শুনে। কারণ জিগ্যেস করতে বললো, সাইডওয়াকে হাঁটা মুশকিল হয়ে গেছে, বার-রেস্টুরেন্টের লোকগুলো বেরিয়ে এসে ওখানে স্মোক করছে। বুঝুন!

    স্মোকিং জোন ইমপ্র্যাক্টিকাল। যাদের একটু বয়স হয়েছে তাদের নিশ্চয়ই মনে আছে প্লেনে পেছনের দিকে স্মোকিং সেকশন থাকতো (একমাত্র থাইতে দেখেছি সামনের দিকে) - একবার ভেবে দেখুন তো স্মোকিং সেকশনের ঠিক আগের দুটো রোতে যারা বসতো তাদের হাল। আর ফিল্টারিং সিস্টেমের যাচ্ছেতাই দাম।

    আমার মতে, জোর করে বার-রেস্টুরেন্টগুলোকে নন-স্মোকিং না করে যদি মালিকদের বলা হয় যদি তারা চায়, সামনে বড় করে নোটিশ ঝোলাতে 'smoking area, enter at your own risk' এবং তারপর যদি তাদের ব্যবসায় ক্ষতি হয়, তারা আপনা-আপনি নন-স্মোকিং হয়ে যাবে। তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না। (হ্যাঁ কর্মচারীদেরও চয়েস থাক্বে তারা ঐ জয়গায় কাজ করবে কিনা)। কী মনে হয়?
  • Arpan | 121.247.232.166 | ২১ জুলাই ২০০৯ ১১:১৮406810
  • আরে তেমন স্মোকিং জোনের কথা হচ্ছে না। দুবাই এয়ারপোর্টে ধূমপায়ীদের জন্য আলাদা ঘর আছে। সেইখানে দরজা বন্ধ করে ধূমপান করতে হয়।

    সেইরকম কিছু। করাই উচিত।

    আর প্যাসিভ স্মোকিঙের যাঁরা বিরোধী, তাঁরা সরকার স্মোকিঙ্কেই কেন ব্যান করছেন না এই প্রতিপ্রশ্ন তুললে আশ্চর্যজনকভাবে নীরব।
  • dri | 210.210.57.110 | ২১ জুলাই ২০০৯ ১১:১৯406811
  • বা রে বা! বিপ্লবী ঈশেন তামাক কোম্পানীর মত এস্ট্যাব্লিশমেন্টের এগেনস্টে কোন কথা বলল না। আর পাওয়ারের পক্ষে হলাম আমি?

    আর আমি তো ডিসিপ্লিনারি পাওয়ারের কথা বলিনি। এখানে অনেকে অবশ্য বলেছেন। স্মোকিং জোন হোক। স্মোকিং জোনের বাইরে কোন স্বাধীনচেতা স্মোকার স্মোক করলে তাকে পুলিশ ফাইন করুক। এইগুলো ডিসিপ্লিনারি পাওয়ার। আমি বলেছি অন্য কথা, সফ্‌ট পাওয়ারের কথা। এমন পাওয়ার যেটা এক্সারসাইজ করলেও লোকে বুঝতেই পারে না যে তার ওপর পাওয়ার এক্সারসাইজ্‌ড হচ্ছে। সে মনে করে সে বুঝি স্বেচ্ছায় সব করছে। বিজ্ঞাপণ হল এরকম একটা পাওয়ার। বিজ্ঞাপণ মানুষের চয়েস, ডিসিশান ইনফ্লুয়েন্স করতে পারে। কিন্তু এই মেথডে সাবজেক্ট কোয়ার্সড ফিল করে না। সে ভাবে সে তার ব্যক্তিস্বাধীনতা খাটালো। আমি চাইছি এমন একটা ব্যাবস্থা যেখানে ইয়াং ছেলেমেয়েরা 'স্বেচ্ছায়' বলবে নট স্মোকিং ইজ সো কুল। কিন্তু সেটা করতে গেলে বিজ্ঞাপণের প্যাটার্ন পুরো পাল্টাতে হবে। আমি যদি কারো ওপরে ডিসিপ্লিনারি পাওয়ার খাটানোর কথা বলে থাকি তারা হল সিগ্রেট কোম্পানী। নট কনজিউমার।
  • kd | 59.93.244.188 | ২১ জুলাই ২০০৯ ১১:২২406812
  • হ্যাঁ, আমি বিড়ি খাই তবে পার্সোনালি স্মোকিং ব্যান সাপোর্ট করি - একটু কম খাওয়া হয়, এই আর কি।

    তবে আমি 'ভালো' স্মোকার। আমি কোনদিন খাওয়ার টেবিলে (যতক্ষণ সকলের খাওয়া শেষ না হয়), বিড়ি খাই না। আর কোন গর্ভবতী মহিলার (যদি আমি জানি আর উনি নিজে খান না) ধারে কাছে বিড়ি খাই না। কোন নন-স্মোকারের গাড়িতে বা বাড়ীতে খাই না।

    ('কোনোদিন' বলাটা ভুল হলো, মানে যবে থেকে জানতে পেরেছি, তবে থেকে আর কি)।
  • dukhe | 122.160.114.84 | ২১ জুলাই ২০০৯ ১১:২৫406813
  • আমার সব গুলিয়ে গেছে । দুটো লোকের একজন বলছে ধোঁয়া ছাড়ব, একজন বলছে ধোঁয়া খাব না । স্বাধীনতায় স্বাধীনতায় ঠোকাঠুকি । একজনের দলে ফুকো, আরেক জনের দলে স্টেট । তারপর ?
  • kd | 59.93.244.188 | ২১ জুলাই ২০০৯ ১১:৩৪406814
  • গুলোবে কেন? ভেবে দেখুন, একজন বললো আমি রাস্তায় দাঁড়িয়ে ইয়ে করবো, আর একজনের তাতে আপত্তি।
  • Arijit | 61.95.144.123 | ২১ জুলাই ২০০৯ ১১:৪৭406815
  • পাবলিক প্লেস, ওয়ার্ক প্লেসে যখন ব্যান হল তখন অন্য একটা ইস্যু নিয়ে বিলেতে বেশ তোলপাড় হয়েছিলো। আমার বাড়িতে আমি বিড়ি খেতেই পারি - সেটা ব্যান করার রাইট কারো নেই। এবার ধরো আমার বাড়িতে একজন ইলেক্ট্রিশিয়ান এলো কাজ করতে - সেটা তার ওয়ার্কপ্লেস। এবার তখন কি আমি বিড়ি খেতে পারি? খেলে সেটা তার ওয়ার্কপ্লেসে খাওয়া হয়ে গেলো, বারণ করলে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ;-)
  • san | 121.50.4.34 | ২১ জুলাই ২০০৯ ১২:৩১406817
  • বাই দ্য ওয়ে স্মোকিং এর বেলা হঠাৎ শুধু কোলকাতা আর কোলকাতাময় আলোচনা শুরু হল কেন? পাপিয়া অলরেডি বলেছে। কোলকাতা ছাড়া সারা দেশে , সারা রাজ্যে আর কোথাও মানুষ বসবাস করেনা? স্মোক করেনা? শুধু কোলকাতা নামক কুমিরছানার দূষণ দেখিয়ে সারা রাজ্যের (দেশ বাদই দিলাম) সর্বত্র প্যাসিভ স্মোকিং কে জাস্টিফাই করা যাবে !!!! দূষণের ফ্যাক্টর কম থাকলেও বদ্ধ ঘরে নন স্মোকারদের অসুবিধে বোধ হয় ,বলতে নেই কোলকাতা বাদ দিলে অন্য অন্য জায়গার লোকেদেরও হয়।

    এদিকে আমি যখন বলি প: বঙ্গ মানে তো কোলকাতা তখন খামোখা বকা খাই :-(
  • Blank | 170.153.65.102 | ২১ জুলাই ২০০৯ ১২:৪৭406818
  • মামু দেওয়া লিংক গুলোর কিস্যু বুঝলুম না। একটা লিংকে একজন কোলকাতাবাসীর দাবী আছে, অন্যটায় একটা হাওয়ায় ছারা কথা আছে। এর থেকে কি হলো ?
  • sayan | 125.22.97.34 | ২১ জুলাই ২০০৯ ১৩:১২406819
  • দমদির মনের মত না হলেই দমদিও টুকটাক তেতো কমেন্ট করতে ছাড়ে না।
  • r | 125.18.104.1 | ২১ জুলাই ২০০৯ ১৩:১৮406820
  • চাপ তো!

    যাগ্গে! এই ক বছরে যা দেখেছি তাই বলি:

    পাবলিক প্লেসে লোকে বিড়ি ফোঁকে না। প্রায় নিরানব্বই শতাংশ কেসে। এমন কি রেল স্টেশনেও বিড়িফোঁকা লোকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। ট্রেনে বা বাসে, এমন কি অটোতেও বিড়ি না ফোঁকার অনুরোধ করলে লোকে মানে। এখন সিগারেটের প্যাকেটের চেহারাও পালটে গেছে। সোজাসুজি বলা হচ্ছে "স্মোকিং কজেস ক্যান্সার" এবং তার সাথে সেই বিতিকিচ্ছিরি ছবি। কিন্তু সিগারেট বিক্রি মোটেই কমে নি। ব্ল্যাঙ্কি কার থেকে তথ্য পেয়েছে জানি না। আই টি সি-র হিসেব অনুযায়ী কিছু সেগমেন্টে কমেছে, কিছু সেগমেন্টে বেড়েছে। মোটের উপর কমে নি।

    সিগারেট-বিড়ি না খাওয়াই ভালো। বদ্ধ জায়গায় অন্য লোকের সামনে না খাওয়া আরও ভালো।

    তবে এই নিয়ে মারপিটের থ্রেট দেওয়া নিশ্চিতভাবে খারাপ।

    ;-)
  • san | 121.50.4.34 | ২১ জুলাই ২০০৯ ১৩:২৯406821
  • হ্যাঁ, হ্যাঁ, থ্রেট ফেট দেওয়া খুব খারাপ। থ্রেট দেবেন না, সোওওজা ধরে ক্যালান । আমার হামানদিস্তার প্ল্যান টা কারোর পছন্দ হল না ! কি অদ্ভুত !

    অবশ্য স্মোকিং জোন টোন থাকলে শান্তিপূর্ণ সহাবস্থানে চাপ নেই :-)
  • Blank | 170.153.65.102 | ২১ জুলাই ২০০৯ ১৩:৩০406822
  • আইটিসির ই একজন পরিচিত, তার থেকে শোনা। আর যে বলেছিল সে বললো যে এটা নিয়ে সবাই বেশ চিন্তায়। আইটিসি নিয়ে এর বেশী কিছু জানি না।
  • Blank | 170.153.65.102 | ২১ জুলাই ২০০৯ ১৩:৩১406823
  • থ্রেট দেওয়াটা সময় নষ্ট। অবশ্যি সিগারেটে ক্যাপ ভরে রাখলেও বেশ কাজ হয়।
  • dipu | 207.179.11.216 | ২১ জুলাই ২০০৯ ১৩:৩৬406824
  • আবদুল্লা
  • dukhe | 122.160.114.84 | ২১ জুলাই ২০০৯ ১৩:৫২406825
  • kd-কে - রাস্তায় দাঁড়িয়ে ইয়ে করব তো বলেনি, বলছে তোমার গায়ে ইয়ে করব । কিন্তু প্রশ্ন হল কোনটা কে ? ফুকোর গায়ে স্টেট ? না স্টেটের গায়ে ফুকো ?
    মারামারি করবেন না । ছেলেদের পিটিয়ে ভবদুলালের কেমন লেগেছিল মনে নেই ? যাহারা তোমার বিষাইছে বায়ু, দাড়িদাদুও তো তাগো ক্ষমা করতে কইসেন ।
  • arjo | 24.42.203.194 | ২১ জুলাই ২০০৯ ১৭:২০406826
  • ও বুয়েছি, স্যান আর ব্ল্যাংকি আসলে হাইপার অ্যাকটিভ ছেলেমানুষ। ওদের একটা করে পাঞ্চ মি কিনে দেওয়া যেতে পারে। অথবা বাইসাইকেল, বারুইপুর থেকে সেক্টর ফাইভ - গো গ্রিন কে গো গ্রিন, এনার্জ্জিও খরচ হবে। শুনেছি রাতে ঘুমও ভালো হয়, একটা বেশ শান্ত ভাব আসে, আর শান্ত হলেই চিন্তাশক্তি বাড়ে। :)
  • Samik | 219.64.11.35 | ২১ জুলাই ২০০৯ ১৮:৩৯406828
  • আমাদের দোকানে সারা মাসের সমস্ত খোকাখুকীদের জন্মদিনের একটা কমন পার্টি হয় টেরেসে। গাম একটা কেক কাটা হয়, তারপরে সবাইকে খুচখাচ স্ন্যাক্স খাওয়ানো হয়।

    এটা জানুয়ারি মাসের ঘটনা। কেক এনে ছুরি রেডি করার পর দেখা গেল দেশলাই আনা হয় নি। মোমবাতি জ্বালানো যাবে না। তখন কনকনে ঠান্ডা। ছাদের টেরেসে মোটামুটি অফিসের নব্বই পার্সেন্ট লোক। কিন্তু একজনও, একটা সিঙ্গল লোকের কাছ থেকেও একটা দেশলাই বা লাইটার পাওয়া গেল না। সেই সময়ে ছাদে উপস্থিত থাকা কোনও লোক স্মোক করে না।

    এটা আমাকে বেশ অবাক করে দিয়েছিল। পরে বেসমেন্টে ক্যান্টিন থেকে দেশলাই এনে ম্যানেজ করা হয়েছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন