এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জুজুবাদ : অলস অস্তিত্বের সংকট

    dd
    অন্যান্য | ২১ জুলাই ২০০৯ | ৭৮২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | 117.195.36.78 | ২৩ অক্টোবর ২০০৯ ১৯:৪৩415636
  • :)))))
  • dd | 122.167.31.134 | ২১ নভেম্বর ২০০৯ ২৩:২৯415637
  • কতকগুলান দ্রোহসার প্রতি আপুনেদের দৃষ্টি আকর্ষন করি। ধরুন ফিলিম নিয়ে।

    এক পাকিস্তানি আমেরিকান টেরোরিস্ট, জানা গ্যালো, ইন্ডিয়াতে থাকা কালীন ডিরেক্টর মহেশ ভাটের ছেলে রাহুল ভাটের সাথে যোগাযোগ রেখেছিলেন। সম্ভবত: বাড়ী ভাড়া করতে। পুলুশ রাহুলকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। কিন্তু দ্রোহসীরা ছড়বে ক্যানো?

    কিন্তু রাহুলকে পাবে কোথায়? রাতারাতি একটি জন সংঘর্ষ কমিটি গড়ে গুজরাতে মহেশ ভাটের কি একটা র্ম্যান্টিক কমেডি মুভি চলছে সেটি বন্ধ করে দিলো। পোস্টার পুড়িয়ে হ্যান ত্যান। খপরের কাগজেও দিব্বি ছবি টবি উঠলো।

    মংগল পান্ডে। এক দেশাত্মবোধক ফিলিম। বিহার উত্তাল। সেইখানে মংগল পান্ডের জন্মস্থান না কি একটা না কি ভুল" দেখানো হয়েছে। আরো একটি সংঘর্ষ কমিই বা স্মৃতিরক্ষা কমিটি। সিনেমা হলে ভাংচুর।

    (আরো)
  • ss | 122.167.31.134 | ২১ নভেম্বর ২০০৯ ২৩:৩৭415638
  • তবে সবচে অসাধারন দ্রোহসা যোধা অকবার নিয়া। কোনো গোষ্ঠী বা উপজাতির প্রতি অবমাননা নয়, নয় কোনো গ্লোবাল ওয়ার্মিংএর বিষয়। অত্যাচার অনাচার কিচ্ছু নেই। শুধু ইতিহাসের প্রতি অমোঘ প্রেম।

    যোধাবাই কি আকবরের বউ ছ্যালেন ? আর ইউ সিওর? কোনো লিং দ্যাখাতে পারেন ?

    শুধু এই ইস্যু নিয়ে ইউ পি (বোধয় পাঞ্জাবেও), এম পি, রাজস্থানে আর হরিয়ানার বেশ কিছু শহরে ব্যান হয়ে যায় এই সিনেমাটি। পরে সুপ্রীম কোর্টে আদেশে সেই ব্যান উঠে যায়।

    শুধু ইতিহাসের প্রতি ভালোবাসা। আর কিছু নয়।
    এই দ্রোহসার কথা শুনলে শ্রদ্ধায় মাথা নীচু হয়ে আসে।

    দাঁড়ান, এট্টু কেঁদে নি। তাপ্পর আরেট্টু লিখবো।
  • dd | 122.167.31.134 | ২১ নভেম্বর ২০০৯ ২৩:৩৯415639
  • লিখতে গ্যালাম dd হয়ে গ্যালো ss। না: আবেগটা, বড্ডো ঘন হয়ে গ্যাছে।
  • dd | 122.167.31.134 | ২১ নভেম্বর ২০০৯ ২৩:৫৫415640
  • সুস্মিতা স্যান? সেই বিশ্ব সুন্দুরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ? মানে আছে? আর তার পরের বছরেই আরেকটা কি কম্পিটিশনে ঐশ্বর্য্য রাই ফাস' ক্লাস' ফাস' হলেন। পর পর দু জন ভারতীয় অম্নি খেতাব পেলেন। পর পর।

    ক্যানো জানেন ? না? শুনুন তাইলে।

    উটি এম এন সির ষড়যন্ত্র। তৃতীয় বিশ্বে কসমেটিক বিক্কিরী করনেওয়ালা কোম্পানীরা এই সব করেছেন যাতে ভারতবর্ষে (কাম সব থাড ওয়ার্ল্ড কা¾ট্রী) সব বাচ্চা মেয়ে গুলান উত্তাল কসমেটিক কেনে। শুধু বিক্কিরি বানানোর জন্য।

    অতি গরম গরম প্রবন্ধ ল্যাখা হতো সে কালে (আরে লিং কোথে্‌থকে দেবো? জাস্ট মেনে নিন)। প্রোচুর তথ্য সারণী থাকতো। ক্যামন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কসমেটিক কোম্পানীর মুনাফা। ষড়যন্ত্রে ভরে গিয়াছে দুনিয়া। এম এন সি বনাম ভালো মানুষ গোলগাল ম্যাংগো পিপল।

    দ্রোহসীরা ছ্যালেন, তাই তো জান্তে পাল্লেন।
  • dd | 122.167.31.134 | ২২ নভেম্বর ২০০৯ ০০:১৬415641
  • হ্যাঁ, আরেকটা। সেই বিশ্ব সুন্দুরী প্রতিযগিতা হোলো ব্যাংগালুরে। কবে? ঐ, দশ বারো বাছর আগে। অমিতাভ বচ্চন ছিলেন তার প্রোযোজক (না অম্নি কিছু)। গদরেজ ছিলো চীফ স্পনসর।

    ব্যাংগালুরু এক বিন্দাস ট্যাকাখোর শহর। ধান্দা আর ল্যাদ ছাড়া কিসু বোঝে না। কিন্তু টপটপ দ্রোহাসীরা দল বাঁধলেন। ইস্যুটা কি ছিলো মনে নেই। এইসব কমপিটিশন ভারতীয়তার বিরুদ্ধে না ব্রড সেকট্রাম নারীবাদী কিছু? ভুলে গেছি।

    সেই সংঘর্ষ কমিটি বা প্রতিরোধ মোর্চার সি ই ও কইলেন ধর্না তো চলবেই, দরকার হল আমরা আত্মাহুতি দেবো। কিন্তু কম্পিটিশন হতে দিচ্ছি না দেবো না। খপরের কাগজে ছবি, টি ভিতে ইন্টার্ভু। স্বয়ং অমিতাভ বচ্চন (অমিতাভদা) কাঁচুমাচু। তাপ্পর একদিন সেই দ্রোহসীরা রিপোর্টার আর ফোটোগ্রাফার নিয়ে দ্‌ল বেঁধে গদরেজ আলমারীর দোকানে গিয়ে হুল্লাট কল্লেন। একজন কেরানীর গায়ে কালি ছিটিয়ে দেওয়া হোলো। দুটি ওএস্ট পেপার বাস্কেটের জীবন হানি হোলো । একটা আলমারির তে মারাত্মক স্ক্র্যাচ পল্লো। । একটি কাঁচ ভাঙলো।
    উৎফুল্ল গর্বিত দ্রোহসেরা তারপর আরেস্টেড হলেন। একজন সাংবাদিক জিগালেন "তো ম্যাডাম, আপুনি কি সারাজীবন ই নারী মুক্তির জন্য এরম জীবনপন আন্দোলন করেছেন? একট দুটা একজাম্পল দ্যান না। শুনি"
    মহিলা ছিলেন নিরুত্তর।

    তাপ্পর আর কিছু ঘটে নি। নিরুপদ্রবে সব ইভেন্ট শেষ হোলো। ঐ দ্রোহসীদের আর কোনো খোঁজ পাওয়া যায় নি।
  • d | 117.195.34.161 | ২২ নভেম্বর ২০০৯ ১০:২৮415642
  • আহা খুচরো জুজুবাদও অনেক আছে তো। ধরেন "বাড়ীওয়ালা', কিম্বা "ম্যানেজার' --- এদের বিরুদ্ধেও হু হা দ্রোহসা জেগে ওঠে তো লোকের।
  • dd | 122.167.52.136 | ২৫ নভেম্বর ২০০৯ ২১:০৪415644
  • ঐ যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটা বিশ্ব সভা হোলো সেপ্টেম্বর মাসে, তো TOI ব্যাংগালুরু এডিশন ২৩শে সেপ্টের ফ্রন্ট পেজে বড় করে ছাবলে "Global warming? Avg temp rose just 0.01 degree F since '99"

    তাপ্পরে নিউস আইটেমটায় একতরফা লিখে গ্যালো ,গরম তো মোটেই নয় বরম এদানী খুব শীত পরেছে, এবং নেকস্ট কয়েক বছরে আরো ঠান্ডা পত্তে পারে.. এই সব। শেষে লিখলো এই নিয়ে সভায় খুব বাগ বিতন্ডা হোলো।

    কে বা কারা এইটা কয়েছিলো ঐ কনফেরেন্সে সেটাই লিখলো না। অম্মো আর কোনো নেট ঘাঁটি নি। তবে এটা বুঝলাম দু তরফেই হুঁদো হুঁদো লোক আছে। আছে চমৎকার তথ্য। আপনের য্যামনটি ভাল্লাগবে আপুনে ত্যামনটি লিং বেছে নেবেন।

    লিংএর পরে লিং জমেছে বাদল গ্যাছে ফুটি ... অ্যা হ্যা হ্যা হ্যা।
  • r | 125.18.104.1 | ২৬ নভেম্বর ২০০৯ ১০:২১415646
  • গত বচ্ছর কলকাতায় মোটেও ঠান্ডা পড়ে নি। এ বচ্ছর নভেম্বর পেরুতে ন পেরুতেই সোয়েটার-পরে-ফেলাই-ভালো ঠান্ডা। হেতু?
  • Arijit | 61.95.144.122 | ২৬ নভেম্বর ২০০৯ ১০:২৩415647
  • ২০১১-এর ভয়ে কাঁপুনি।
  • aka | 24.42.203.194 | ২৬ নভেম্বর ২০০৯ ১০:৩৪415649
  • আরে এইটাই তো কদিন আগে এওএলে এল। কাটিয়ে দিলাম এখন দেখি গার্ডিয়ানেও বেরিয়েছে। সবই মায়া।
  • Binary | 70.64.19.80 | ২৬ নভেম্বর ২০০৯ ১০:৩৭415650
  • যত্ত গ্লোবাল ওয়ার্মিং হয় তত্ত ভালো। আমরা কিনা গরমের আশায় হেদিয়ে আচি। এবারে শুনলাম নাকি, মিড-সে¾ট্রাল আর প্যাসিফিক কোস্টে, লিবারাল উইন্টার হবে। কারন নাকি 'এল নিনো'। দ্য সেম রিজিন ফর দিস ইয়ার্স ড্রাউট।
  • dd | 122.166.134.228 | ১৬ ডিসেম্বর ২০০৯ ২১:২০415651
  • আইজের টাইম্‌স অব ইন্ডিয়ার ব্যাংগলুরু এডিশনে জুজুবাদের এন্তার খপর। শুনুন।
    . ব্যাংগালোর মিররে খপর দ্যায় এল গোরের এক স্পীচ নিয়া। An inconvenient gaffe। উনি প্রফেসর মাস্লোক্সিরে কোট কইর‌্যা কইলেন নর্থ পোল আর পাঁচ বছরের মধ্যেই পুরোটা আইস ফ্রী হয়ে যাবে।
    প্র: মাসলোক্সি কইলেন কই,আমি অ্যামন কথা তো কই নাই। গোরের আপিস থেকে আমতা আমতা উত্তর এলো several years ago ,Prof Maslowski নাকি একটা "কনভার্সেসনে" অমন টি ই কয়েছিলেন।

    গোর হচ্ছেন জুজুবাদের স্বেছাস্বীকার। পরম শ্রদ্ধেয় বুশ সাহেবের মতন যা খুসী তাই বলে ফেলেন।

    2 আর সোয়াইন ফুলু। ১৫ নং পৃষ্ঠায় আধ পাতা জোড়া রিপোর্ট। নাম H1N1:Mild virus নীচে NOT SO DEADLY
    নাকি সারা বিশ্বে পোতি বছর ইনফ্লুয়েঞ্জায় মারা যায় আড়াই থেকে পাঁচ লাখ মানুষ, আর সোয়াইন ফ্লুতে এতাবৎ মারা গ্যাছেন কুল্লে ৯৫৯৬ জন। তো পার্সেন্টেজে কি দাঁড়ালো?
    আর ভারতে সাড়ে একুশ হাজর লোক আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭৪ জন।

    এখন আরেকবার পিছন ফিরে মাস পাঁচ ছয় আগেকার জুজুবাদী রিপোর্ট গুলি পড়েন। সেই যে - এটাকে আর ঠেকানো গ্যালো না। প্যানডেমিকের লাস্ট স্টেজে পৌঁছে গ্যাছে - ইত্যাদি ইত্যাদি।

    3 আর বিটি বেগুন। ক্যান ইট বি ফার বিহাইন্ড? সবুর করুন। লিখছি।
  • d | 115.118.230.69 | ১৬ ডিসেম্বর ২০০৯ ২১:৩০415652
  • বিটি শুনলেই আমার খালি মনে হয় ব্রিটিশ টেলিকম।
  • dd | 122.166.134.228 | ১৬ ডিসেম্বর ২০০৯ ২১:৫০415653
  • 3. যেমতি দার্জিলিং চা, দেরাদুন রাইস তেমতি বিখ্যাত উডুপীর বেগুন। দিশি নাম মাট্টু গুল্লা।

    তো ধারোয়াদের UAS মানে university of agricultural Science সেই গুল্লার একটি বিটি ভেরিয়ান্ট বার করেছেন। চাইছেন স্থানীয় চাষাদের সরাসরি বিককিরি কর্বেন।

    ইউনিভার্সিটির ড: ফকরুদ্দীন আশা করছেন সরকার কোনো ব্যাগড়া কাটবেন্না।

    আর ড: কৃষ্ণমুর্ত্তি, হর্টিকালচারাল ডিপাটমেন্ট থেকে কইলেন "এমতি হাই ব্রীড ভ্যারাইটির সীড বাজারে এলে লোকাল বায়ো ডাইভার্সিটি নষ্ট হয়ে যাবে। চাষারা শুধু এই হাই ঈল্ড ভ্যারাইটীর বেগুন ই চাষ কর্বেন। আর ক্রস পলিনেশনেও সর্বত্র ছড়িয়ে যেতে পারে বিটি বেগুন।" উল্লেখযোগ্য তিনি এই বেগুন চাষের ফলে মরক ও ফলে পালে পালে বেগুনচাষীর আত্মহত্যা টত্যা নিয়ে কিছু কন নাই। বায়ো ডাইভার্সিটির দায় ও দায়িত্ব চাষীভাইদের কাঁধে চাপিয়ে দিয়েই তিনি সন্তুষ্ট।

    "আড়াই মিটার পজ্জন্তো ক্রস পলিনেশন হতে পারে, তার দুরে নয় আর হলেই বা ক্ষেতি টা কি?" জানতে চাইছেন ফকরুদ্দিন।
  • dd | 122.167.41.115 | ১৯ জানুয়ারি ২০১০ ১০:০৯415654
  • পচ্চিম বংগ আর বিহার (ভারতের ৬০ -৭০% বেগুন হেথায় ফলে) জানিয়ে দিয়েছেন বি টি বায়গন তারা চাষাবেন্না। কলকেতায় জয়রাম রমেশকে জানাতে এসেছিলেন প্রায় শ খানেক এন জি ও,প্রতিষ্ঠান, ও কৃষক সংঘটন। প্রায় সবাই ই বিটি বয়গনের বিরুদ্ধে। আবাপে পড়লাম। আজকালেও।

    আপত্তির কারন মুলত: পরিবেশ, বায়ো ডাইভার্সিটি। অনিচ্ছুক চাষীর জমিতে সংক্রমন।

    আশ্চজ্জো হলাম যে প্রতিবাদীর কেউ উল্লেখ ও কল্লেন্না যে চীন,আম্রিগা আর আমাদের দেশে,বিটী কটন বুনে কতো লক্ষ লক্ষ চাষী(ভাই)আপ্তহত্যা করে গ্যাছেন আর এখনো নিয়মিত করে যাচ্ছেন।

    না কি বিটি কটনের জুজু সোয়াইন ফুলুর পথ ধল্লো ?
  • dd | 122.167.41.115 | ১৯ জানুয়ারি ২০১০ ১০:২৬415655
  • আর গতকলের TOI'র প্রথম পাতায় ল্যাখে "It is a Himalayan blunder on climate" - পরে আটের পাতায় আরো খবর। মুল খবর The Sunday Times,London". Chris Hastinga & Jonathan Leake"

    গপ্পোটা এরম।

    IPCC জানায় যে রেটে গ্লেসিয়ার গলে যাচ্ছে তাতে ২০৩৫ সালে হিমালয়ে আর গ্লেসিয়ার থাকবো না।

    আদিতে ১৯৯৯ সালে,নিউ সায়েন্টিস্ট জার্নালে ফ্রেড পিয়ার্স জানান এমন খবর। সেখান থেকে সেটিকে পরিবেশন করে WWF ২০০৫। সেখান থেকে IPCC

    এইবার ব্যাক ট্র্যাকিং শুরু হোলো।

    "কে প্রথম ভালোবেসেছে,কে প্রথম কাছে এসেছে?"

    অ্যাদ্দিন পরে ফ্রেড পিআর্স জানান তাকে খবরটা দ্যান ভারতের JNUর এক বিজ্ঞানী (an obscure indian scientist)
    এক টেলিফোন ইন্টারভিউতে। না:। আদৌ কোনো লিখিত পেপার টেপার ছিলো না। যদিও সেই অধ্যাপক জানান তিনি শিগ্গিরই বিলাতে আসবেন সব তথ্য টথ্য নিয়ে। কিন্তু সেরকম কিচুই ঘটে নি।

    এতো বছর ধরে, এই জুজুবাদ টি চল্ল নির্বিবাদে। বিন্দুমাত্র প্রমান,তথ্য ছাড়াই।

    আর এদানীকালের গ্লেসিয়ারোলজিস্টরা কইলেন "ইটি inherently ludicrous
  • a | 59.161.123.207 | ১৯ জানুয়ারি ২০১০ ১২:৫৬415657
  • আবাপ আজ কভার করেছে। কিন্তু যিনি প্রথম বলেন তিনি নাকি বর্তমানে পাচৌরির সাথে কাজ করছেন।
  • Samik | 219.64.11.35 | ১৯ জানুয়ারি ২০১০ ১৩:১৯415658
  • আজ সব কাগজেই খবর এটা।
  • kd | 59.93.207.90 | ১৯ জানুয়ারি ২০১০ ২৩:৫৫415659
  • এহ্‌! ডিডি, আমার অনেক দিনের বিশ্বাস ভেঙে চুরমার করে দিলে। ভেবেছিলুম নিউ সাইন্টিস্ট একটি খানদানী কাগজ - সলিড জ্ঞানের জায়গা, কোন মিথ্যে বলে না। তাই সেখানে ছাপা এই আর্টিক্‌ল পড়ে বড় পুলকিত হয়েছিলুম যে।
    http://www.newscientist.com/article/mg17323363.300-gone-with-the-wind.html
  • dd | 122.167.41.102 | ২৬ জানুয়ারি ২০১০ ১৩:৩৩415660
  • সোয়াইন ফুলুর অকাল মৃত্যু আর গ্লেসিয়ারের ভ্যানিশিং ট্রিকের সল্লজ পলায়ন নিয়ে গুল্প বা প্রত্যক্ষদর্শীর প্রতিবেদন নিয়ে হেথাকার নানান কাগজে খুব রাগারাগি হচ্ছে।
    "ঈ সব ক্ষী: বাঁদরামো?" মোটামুটি এটাই সবার বক্তব্য।

    এহ বাহ্য।
    কাইলের (২৫ জানু) TOI 'র ফ্রন্ট পেজ ও ভিতরের পাতায় বড়ো কইরা ছেবেছে। Climate theory change crumbles : IPCC based claims on an unpublished report

    মোদ্দা কথা এই যে বিশ্ব উষ্ণায়ন এবং এর ফলে দুনিয়া জুড়ে শীত গীষ্ম খরা বন্যা তুষারপাত ঝড় ...... ইটির সোর্স IPCC'র ২০০৭ সনের এক রিপোর্ট। যে থিসীসের উপর এই কনক্লিউসন সেটা কুল্লে তখনো ছাবাও হয় নি।

    পরের বছরে সেটি ছাবা হয় admitting "insufficient evidence" for the link"। তো ? বয়েই গ্যাছে দ্রোহসেদের। এটি স্রেফ চেবে যাওয়া হোলো।

    আরো অনেক ফ্যাচাং ছিলো। ইচ্ছে হলে পড়ে নিন। মূল লিখেছেন লন্ডনের সান্ডে টাইমে্‌সর Jonathan Leake
  • de | 117.98.149.19 | ২৬ জানুয়ারি ২০১০ ২০:০৭415661
  • এই সুতো আর দ্রি-র সুতো পড়লে মনে খচ-খচ করতে থাকে -- এই সায়ামিজ টুইন দুটো ই ক®¾ট্রাভার্সিয়াল :)। কথায় কথায় Global warming এর জুজু দ্যাখানোটা পশ্চিমি দুনিয়ার ফ্যাশন বলে যদি মেনেও নেই, এতো বেশী পরিমাণে ক্লাইমেট চেঞ্জ আর ন্যাচারাল ক্যালামিটির কারণটা খোঁজাও তো জরুরী, নাকি এটাও জুজুবাদ :) ?
  • dri | 117.194.230.157 | ২৭ জানুয়ারি ২০১০ ০০:১২415662
  • এ ব্যাপারে আমার রিয়্যাকশানটা দিয়ে দি। ডিডিদা ওনারটা দেবেন।

    কোন জিনিষের কারণ কেউ অনেস্টলি জানতে চাইলে বলার কিছু নেই। ক্লাইমেট চেঞ্জের কারণ কি সেই নিয়ে নানারকম থিওরি আছে। সৎভাবে ডেটাগুলোর দিকে তাকিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা আছে। অন দা আদার হ্যান্ড, আই পি সি সির বাহিনীর মধ্যে সেই সততা নেই, আছে পলিটিক্স, একটা লার্জ স্কেল প্যানিক তৈরি করে কিছু কোয়েশ্চেনেব্‌ল পলিসি র‌্যাম করে দেওয়ার চেষ্টা।
  • de | 117.98.129.3 | ২৭ জানুয়ারি ২০১০ ০৮:১৮415663
  • দ্রি,
    definitely আই পি সি সি অন্তত: এই global warming আর হিমালয়ান গ্লেসিয়ার নিয়ে যা করছে, সেটাতে পলিটিক্স ছাড়া আর কিছুই নেই। এই কথাটা আমিও মানি, কিন্তু climate change আর natural calamity র ডেটাগুলো কোথাও হলেও একটা শংকা তৈরী করে, এতো সব পলিটিক্যাল ডিসটার্বেন্সে আসল কাজটই না হারিয়ে যায়! এখন দুনিয়ায় তাকালে মনে হচ্ছে একদল খুঁত বার করতে আর একদল ডিফেন্সে ব্যস্ত -- আসল কাজের কি কিছু হবে তাতে?
  • dd | 122.167.34.210 | ২৭ জানুয়ারি ২০১০ ০৯:৫৪415664
  • তাইলে আমি ও কই।

    গ্লোবাল ওয়ার্মিং,সোয়াইন ফুলু, বিটি কটন,টারসিয়ারী স্মোকিং.... এই সব নিয়ে পক্ষে বিপক্ষে আমার কোনো জোড়ালো মতামত নেই।
    আমার পিত্তি জ্বলে যায় যখন দেখি এই নিয়ে হিস্টিরীয়াকে। কোন এক সাহেব যাকে বলেছিলেন "উইলফুল সাসপেনশন অপ ডিসবিলীফ"। গল্পের গরু গাছে উঠুক খি আকাশে পাখা মেলুক, গনেশ দুধ খেয়ে যাক, সবেতেই জুজুবাদীরা এক গাল হেসে বিশ্বাস করে ফেলবেন।

    আর প্রীচারগন? এঁয়ারা কারা?
    দৃ সাহেব য্যামন কইলেন ,এঁয়াদের মধ্যে কিছু আছে কিছু পয়সা কড়ি কামানোর কথা ভেবে রেখেছেন। হয়তো গোর সাহেব ও আছেন,কে Zআনে।

    আরো সামান্য কিছু আছেন,কিছু প্রতিবেদক কিছু গবেষক। এরা নিষ্ঠাবান কিন্তু ভন্ড ও প্রতারক। এরা ট্যাকা কামাতে চান না, চান শুদু এট্টু অ্যাটেনশন, পনেরো মিনিটের খ্যাতি। সেই প্রলোভনে তারা যথেচ্চ মিথ্যাচার করেন। আজগুবী দৃশ্য প্রত্যক্ষদর্শন করেন।

    (আরো)
  • dd | 122.167.34.210 | ২৭ জানুয়ারি ২০১০ ১০:০৯415665
  • বাকীরা (৯৯.৯৭৪%) প্রীচার নন। এয়ারা দ্রোহসী। এদের জুজুবাদ অহৈতুকী ও নিষ্কাম। বৈষ্ণবীয় ভক্তিরস য্যামন। একট হাওয়াকলের জন্য এদের অকুলি বিলুলি। পেয়ে গ্যালেই খুসী।

    সকলেরই এক্টি ইজ্রয়েল আছে,একটি হাওয়াকল ও রয়েছে। আমর য্যামোন, বহু বহুদিনের সখ কোনো অংকের মাস্টাররে চিমটি কাটি। পাট্টিকুলার কিছু নয়। যে কোনো একজন।

    সেবারে মিতেরে পই পই করে কইলাম তীর্থংএর লগে দ্যাখা করবে তো? তো আমার হয়ে তীর্থংরে একটা (ছোটো) চিমটি কেটে দিও। মিতে রাজীও হয়েছিলো। কিন্তু কথ রাখে নি। কেউ কথা রাখে না।

    সে যাগ্গে। এই দ্রোহসীরা শুধু বিদ্রোহ আজ,বিদ্রোহ চাদ্দিকে ভেবে কতকগুলান অ্যাজাম্পশ করে ন্যান।

    যেমতি (১) আমরা অ্যাক আকাশ ছোঁয়া মরাল মাচার উপরে বসে। আমাদের কেউ ধত্তে পারেন্না।
    (২) নীচে যারা,তারা পাপী তাপী তেঁয়েটে বদমায়েসের দল। ইয়ে মোটা,এম এন সির দালাল।
    (৩) অথবা কিছু গোলগাল চাষীভাই বা আদিবাসী ভাই - নি:শ্বাস নেওয়ার মতন একটি স্বাভাবিক চিরন্তন ঢাল। যারা নিজেদের ভালো মন্দ বোঝেন না, তারা আহারে বেচারী দাবার বোড়ে। ওদের উদ্ধার করো।
    (আরেট্টু)

  • dd | 122.167.34.210 | ২৭ জানুয়ারি ২০১০ ১০:১৯415666
  • (৪) এবং মিশন স্টেটমেন্ট "আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ?"

    আরে ন্যাজ উল্টে দেখুন না, যার ন্যাজ উল্টাচ্ছেন সেটি বাঘ না বাছুর? শালিক না কুমীর ? নিজেই নিজেকে মরাল মাচায় তুলে রেখেছেন,নীচে কিল বিল করছে অসুরদের দল। তাই নিজের যুক্তি তক্কো আকাশে উড়িয়েছেন ভোঁ কাট্টা ঘুড়ির মতন।

    দ্রোহসীরা গুল্পকে গুল্প বলে চিন্তে পারেন্না। চোখের সামনে নোবেল বিজয়ী থেকে প্রতক্ষ্যদর্শী - একটানা গুল্প কন,যেগুলি ঠান্ডা মাথায় কোনো ছ' বছরের খোকা ও বিশ্বাস করবেনা (বা পাঁচ বছরের খুকী) কিন্তু দ্রোহসীরা হিস্টিরীয়ায় মাতোয়ারা, মরাল মাদকে আচ্ছন্ন, ভেড়াদের আবার স্বদলে ফিরিয়ে আনা তাদের পবিত্র কর্মসুচী। তাই তারা নেচেই যান।

    (আর এট্টু, এক্কেবারে লস')
  • dd | 122.167.34.210 | ২৭ জানুয়ারি ২০১০ ১০:২৩415668
  • তো,আমারে জিগাইতেই পারেন

    "আর দীপ্তেন। আপ্নেরই বা এই জুজুবাদ নিয়ে অ্যাতো,অ্যা....তো ইসে ক্যানো? সেই কবে থে্‌থকে ঘ্যানর্ঘ্যানর প্যানর্প্যানর। উফ। ভাল্লাগেনা।
    খেয়ে দেয়ে কাজ নেই আপ্নার"

    তো আমার সিধে উত্তর "না নেই। এবং জগৎ সম্মুখে স্বীকার করি এই টই আমার প্রাণেশ্বর"।

    (ব্যাস, ব্যাস,ব্যাস)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন