এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জুজুবাদ : অলস অস্তিত্বের সংকট

    dd
    অন্যান্য | ২১ জুলাই ২০০৯ | ৭৮২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | 59.163.30.3 | ২৭ জানুয়ারি ২০১০ ১৩:২৮415669
  • দ্যাখছেন ক্ষী: খান্ড! dd-দা চটেন ক্যান, আপনার প্রানেশ্বর (প্রাণেশ্বরী নয় ক্যান?)লইয়া আমি কিসু কই নাই!

    আমিও দ্রোহসীদের দুচক্ষে দেখতে পারি না, আপনার লেখা লাইনগুলো আমিও মানি -- শুধু ঐ পার্সেন্টেজ নিয়ে এট্টু আপত্তি আছে, ওটা মানলে দুনিয়ায় দুধরণের লোক আছে, 0.026 % গুল্প-প্রচারক আর 99.974 % দ্রোহসী, আর বাকিরা কোত্থাও নেই?

    আর গুল্প-প্রচারক দের নিয়েও এট্টু বলার আছে। মানুষ তার নিজের প্রফেশনে যত উপরে ওঠে তার গুল্প-প্রচারের আর বানানোর ক্ষমতা ততো বাড়ে, related profession এ চারপাশের ক্ষমতাবৃত্তে গুল্প তারা সব্বাই ছড়িয়ে থাকে, নিজের নিজের মতো করে :)
  • kd | 59.93.170.76 | ২৭ জানুয়ারি ২০১০ ১৬:২৮415670
  • আমার একটা খুব সোজা কোশ্ন আছিলো।
    এই যে ডিডি লিখলো - ন্যাজ উলটে বাঘ না বাছুর চেনা - এইটা মানে অন্ডকোষ দেখে প্রানীনির্ধারণ ঠিক কোন বিষয়ের মধ্যে পড়ে? এই বিষয় কি কলিকাতা বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে ঘোষিত?
  • dd | 122.167.10.161 | ৩১ জানুয়ারি ২০১০ ২১:৫৪415671
  • যদিও এটা বছরের সবে শুরু,তাও মনে হয় বেস্ট দ্রোহসার প্রাইজ পাবেন আজকের খবর (TOI)
    On martyr's day,India sees....Fasts against GM Brinjal

    না:, ছবিটা না দেখলে মজাটাই মাটী। কলকাতার রাস্তায় মোমবাতি মিছিল। জি এম বেগুনের বিরুদ্ধে। এবং অনশন।

    বাংলা,বিহার,কর্নাটক অলরেডী জানিয়ে দিয়েছে এই বেগুনের চাষ নিষিদ্ধ, অন্য কোনো রাজ্য ও রাজী হয় নি। কিন্তু দ্রোহসীদের উৎসাহ কমে নি। তারা মোমবাতি নিয়ে পথে নেমেছেন।

    হাওয়াকল সত্যি ই কম পরিয়াছে।

    আর আরেকটি দ্রোহসা এখন খুব পরিচিত। সলমান খান একটা ইতিহাস ঘেঁষা রূপকথার সিনেমা কল্লেন না ? ভীর।
    জয়পুরে আর বিকানীরে কিছু দ্রোহসী কর্ণি সেনা নাম নিয়ে পোস্টার ছিঁড়ে আর মাল্টিপ্লেক্সে ভাংচুর করেছে।"রাজপুতদের সেন্টিমেন্টে আঘাত" দিয়েছে না কি সিনেমাটা। এটা এখন ১০০% স্বীকৃত দ্রোহসা। কোথাও কোনো সিনেমায় ইতিহাসের ছোঁয়া থাকলেই হলো,কোনো না কোনো সেনা বা মোর্চা বা ফৌজ অম্নি ভাংচুর করবে। এটা আইন।
  • dd | 122.167.51.180 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৯415672
  • হা হা হা। এটা খুব মজার।

    হায়দ্রাবাদে মন্ত্রী জয়রাম রমেশ গ্যালে বিটি বেগুন বিরোধীরা মন্ত্রী মশাইএর গলায় বেগুনের মালা পড়িয়ে বিক্ষোভ দ্যাখান। রমেশ বাবু রাগেন নাই। আজকের আবাপের খপর।

    ভাগ্গিশ বিটি চালকুমড়ো বা বিটি কাঁঠাল বাজারে আসে নাই। তাগো মালা পরতে পোচুর মেহনৎ লাগবো।

    আর আই পি সি সি তো যা ইচ্ছে তাই করে দেখি। খপর দিলো সমগ্র ইয়োরোপ,আফ্রিকা ও লাতিন আমেরিকার পাহাড় থেকে বরফ হু হু করে কমে আসছে - বৈজ্ঞনিকেরা জানিয়েছেন।

    এখন চেপে ধরতে জানা গ্যালো তাদের খপরের সুত্র বছর তিন চার আগের এক মাউন্টেনীয়ারীং ম্যাগজিনের একটি এক গাইডের পর্যবেক্ষন। এবং আরেকটি এক ভুগোলের ছাত্রের লেখা - তার সুত্রও এক গাইডের ইন্টারভ্যু। (আজকের TOI)
  • a x | 143.111.109.1 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২২:৩৩415673
  • অ ডিডি, এইডা আবার কি কয়, দ্যাহেন তো -

    http://ibnlive.in.com/news/not-so-scientific-bt-brinjal-report-full-of-errors/109519-11.html?from=tn

    CNN-IBN has evidence to show that the much-hyped genetically modified version of the brinjal has the same protein content as the regular version.

    CNN-IBN accessed the bio-safety data submitted by Mahyco to GEAC and in one of the crucial texts based on which the expert committee gave the go ahead to BT brinjal.

    The section on protein estimation in cooked brinjal says that uncooked non BT brinjal also tested positive for BT protein.

    The question is how can a non BT brinjal have BT protein?

    "Non BT brinjal uncooked is positive for toxins. Does it make sense? Something like this happens when you actually manipulate it. So when you manipulate data then you are making changes and you forget to make some change somewhere," said SC's independent nominee to the GEAC Dr Pushpa Bhargava.

  • de | 117.98.67.102 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ০৮:১১415674
  • dd দা মারাঠী অস্মিতা লইয়া কিছু কইলেন না? শিবের ভুতেরাও তো অমন ভাঙচুর হামেশাই করে থাকে -- এই যে গ্যালো গ্যালো, সকল মারাঠী সাগরে ডুবিলো ভাব, ইহা কি দ্রোহসা নহে?
  • bitoshok | 69.180.128.132 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৫415675
  • ও ডিডি-মশাই মাহিকোর কনফিডেনশিয়াল ছাপ্পা মারা রিপোর্ট-ও পাব্লিক ডোমেনে পাওয়া যায়। একটু উল্টে পাল্টে দেখুন না। আপাতত এক দ্রোহসীর লেখা থেকে টুকে দেই:

    Nevertheless, let’s take a look at those experiment’s results.
    - About the rats: the Mahyco study shows, among other things, diarrheas, livers weight anomalies, decrease in the water intake…
    - About the rabbits: the study shows, among other things, an increase in total bilirubin in males and females fed with the GMO, an increase in hepatic markers in males and a blood sugar level decrease in females.
    - About the goats: change in the growth evolution, increase in total bilirubin in males, food intake decrease for the animals that ate BT eggplants.
    - About the cows: the cows eating BT eggplants for only 42 days produce 14.3% more than the controls as if it was acting like a hormonal treatment.
    - About the birds: we can notice the differences with regard to the food quantity eaten by the chicken fed by the GMO.
    - About the fish: average feed conversion and efficiency ratios were significantly higher in the BT group versus closest control, at 45% brinjal in the diet.

    All those signs cannot be ignored like Mahyco does. This behavior, which is the exact same one as Monsanto’s, neglects all those studies’ results assuring that the biologic and anatomopathologic signs emphasized are not biologically significant.

  • de | 59.163.30.4 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৭415676
  • এতো কিছুর উপরে টেস্ট হলো যখন, আর কটা মানুষকে ক'দিন ধরে খাইয়ে দেখা হোক না, চক্ষু-কর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাক! তবে এরা কি বিয়াল্লিশ দিন ধরে শুধু বেগুনই খেয়েছে, তাহলে তো এমনি বেগুন খাওয়ালেও এটা হবে। মানে প্রথম বিয়াল্লিশ দিন এদের নন-বিটি খাওয়ানো উচিত, তার পর একটা টেস্ট --- পরের বিয়াল্লিশ দিন বিটি -- আর তারপরে আরেকটা টেস্ট, তাহলে লজিক্যালি ঠিক হয়! (যদিনা, তার আগেই এতো বেগুনচাপে ফ্রাস্টু খেয়ে নিজেরাই সুইসাইড করে:))
  • dd | 122.167.39.254 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৫415679
  • যারা ইন্ডিয়ায় থাগেন তারা জানবেন। গতো সপ্তাহে বিটি বেগুনে খপরের কাগজে ছয়লাপ ছ্যালো। ভাবুন অ্যাকবার, শারুখ খানের সাথে পাঞ্জা কষছে সমানে সমানে, আমাদের বেগুন।
    অনেকানেক ল্যাখা বেড়িয়েছে, হিন্দু,টাইমেস ইত্যাদিতে।
    তার কিছু হাই লাইট।

    . জি এম ক্রপ বিশ্বের অন্তত: পঁচিশটি দ্যাশে হয়। কটন ছাড়াও সয়াবীন,ভুট্টা আর কিছু ফল পাকুড়ে হয়।

    .সব চে বেশী একারেজ চাষ হয় (ঐ জি এম ক্রপ) খোদ আম্রিগায়। বাকী চব্বিশটা দ্যাশ একসাথে কল্লেও আম্রিগার চে কম।

    3 ভেজিটেবিল অয়েল খান? আপুনে? খান ?
    সেরেছে।
    জানেনা যে পোচুর,পোচুর পরিমানে কটন সীড অয়েল ঐ সাদা তেলে মেশানো হয়। অ্যাদ্দিন ধরে তাই আপ্নে খে আসছেন, হয়তো মরেও গ্যাছেন।

    . ক্ষী: খান্ডো। চীন জি এম রাইস ওক্কে করেছে। আবার কয় "জমি তো বাড়ছে না, উদিকে লোক বাড়ছে। তো অগো খাওয়াবো ক্যাম্নে?" আরো কয়,এতে নাকি পেস্টিসাইড ইউজ কম্বে ৮৫% আর -ফলন বাড়বে ৮%।

    দাঁড়ান। পরের পোস্টিং'এ আমার পোশ্নো গুলান পড়েন।
  • dd | 122.167.39.254 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৫415680
  • পোশ্নো অ্যাক : এই যে জি এম ক্রপ চাষ করিয়ে তিতীয় বিশ্বের নরম সরম চাষীভাইদের আপ্তহত্যা করিয়ে আর গবাদি পশু ও মানুষদের বিষ প্রয়োগে খুন করবার ষড়যন্ত্র সাঁটছে এম এন সিরা, তো আম্রিগায় তাদের অ্যাতো রমরমা ক্যনো? আম্রিগাও কি থাড়' ওয়াল্ড হয়ে গ্যালো?

    পোশ্নো দুই : আমি তো জান্তেম আম্রিগার চাষীরা অত্যন্ত ষন্ডাগুন্ডা,লাল ঘাড় আর মারকুটে কিন্তু অ্যাখন দেখছি তারাও এম এন সির দাবার বোড়ে,গোলগাল ভালো মানুষ, ব্যাচারা পাব্লিক।
    আম্রিগান চাষারাও ক্ষি চাষী ভাই?

    পোশ্নো তিন : চীনের চাষারাও ক্ষি চাষী ভাই?

    পোশ্নো চার : পেস্টিসাইড লবী। সেটি ও তো এম এন সি। তাইলে ক্ষি এটা এক ধর্মযুদ্ধ?

    পোশ্নো পাঁচ : সোয়ইন ফুলুর অ্যামন হতচ্ছাড়া মিত্যু,ক্লাইমেট চেঞ্জের হঠাৎ করে খাবি খাওয়ার পর পরই বিটি বেগুন ব্যান। মোমবাত্তিওয়ালাদের হাতে তাইলে রইলো ক্ষি?

    কে দিবে উত্তর ?
  • dipu | 61.12.12.83 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪৮415681
  • জয়রাম রমেশ কে পরানো মালাটা ম্যাঙ্গো বেগুনের না বিটি বেগুনের?
  • a x | 75.53.204.181 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩৪415682
  • ডিডি, আপনি অন্যপক্ষের দেওয়া খবরগুলো পড়েন না বোধহয়। বহু আগে আম্রিকার চাষীদের ব্যাপরে একটা রিপোর্ট দিয়েছিলাম।

    এটাও দেখবেন না, তাই সিলেক্টেড জায়গা কপি পেস্ট করে দিলাম।

    মনসান্টোর প্রাক্তন MD'র সাথে ইন্টারভিউ

    http://www.tehelka.com/story_main43.asp?filename=Ne200210go_aheads.asp

    In your opinion, is there any need for Bt brinjal at all?
    No, BT brinjal’s entry point is itself suspect. The Knowledge Initiative Commission set up under the PM has got three companies as permanent members, among them Monsanto and Dow Chemicals. So naturally they push their point of view. Bt Brinjal was just the entry point. There is talk of BT rice, wheat, potato and what not. If this had gone through, very soon the whole country would have been Bt-ed! When Hillary Clinton came recently, she made no bones about the fact that she was here with the sole purpose of bending India’s agriculture policy to American interests.

    Defenders of Bt crops say it’s necessary for our food security.
    Two decades ago we were applauding the Green Revolution. For a while, with increased pesticide use, crop production went up. But then the land degenerated and we now think of it as a mixed experiment if not complete failure. So it’s not good to think of all this only in terms of short term gain. You remember the thyladomide case? Foreign companies would like to introduce a product as quickly as possible, make money as quickly as possible and get out as quickly as possible. It is our government that has to be more cautious and protect our interests. That’s where our government and regulatory bodies fail to do their duty.

  • dd | 122.167.5.183 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ২২:১৮415683
  • হা: হা: হা:
    শ্যাষ ম্যাষ মনসান্টোর এক্স এম ডি? এক্স? সে ক্যানো এক্স হইলো? হায় হায়, "অপর পক্ষ"এর জন্য মনসান্টোর এক্স এম ডির মতবাদ পড়তে হবে? মনসান্টোর? সে ও আবার তেহেল্কায় তেনার ইন্টার্ভুতে? এ তো ইন্টার্ভু নয়, এতো কপোত কপোতীর প্রেমালাপ। বা এস ইউ সির প্যামফ্লেট।
    হি: হি: হি।

    "অপর পক্ষ"এর ঈ ক্ষি: অধ:পতন। তবে খুব খুসী হলাম। এ তো ব্যারেলের শেষতম স্থান।

    আর অক্ষ, তোমার অব্জারভেশন একদম ঠিক। বিলকুল। আমি "অপর পক্ষ"এর মতবাদ পড়ি ও না।

    আমি যে এক দ্রোহসী, এ আমার রাইট।
  • dd | 122.167.5.183 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪৮415684
  • ও; হো। ঐ গাদকারী, বিজেপির নতুন প্রেসিডেন্ট।

    তিনি ব্যংগালুরে এসে কইলেন উনারা বিটি বাইগনের বিরুদ্ধে। ক্যানো? ক্যানো ? হিন্দুত্ব কোথায় বিপন্ন হোলো রে দাদা?

    তিনি কইলেন "এইসব বিদিশি ব্যাপার, যেমতি সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ। ব্যান করো"।

    মেলাবেন তিনি মেলাবেন, কবি সাধে কয়ে ছ্যালেন?

    এর্পর, ভাবতে পারেন ? হুইষ্কী আর বীয়ার ও ব্যান হয়ে যাবে, শুধু রাম থেকে যাবে।

  • kity | 131.95.30.233 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৬415685
  • তখন সবাই "হরে কৃষ্ণ হরে রাম" গাইবে। :-)
  • a x | 75.53.204.181 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৬415686
  • কি যে বলতে চাইলেন তা যদি একটু মানুষের ভাষায় বুঝায়ে দিতেন।

    পুষ্পা ভার্গবের বক্তব্য দিলে বলবেন, আরে এত অন্যদিকেরই লোক, এর কথা বিশ্বাস করব কেন। মনসান্টোর এক্স-এমডির বক্তব্য দিলে বলবেন, ছি ছি একে এক্স, তার মানে জালি দুই বিপ্লবের একি অবস্থা এনার কথাও কোট করে।
  • a x | 75.53.204.181 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৭415687
  • হ্যাঁ ঐ আম্রিকার চাষীদের কথাটা কাটিয়ে গেলেন, আবার ৪-৫ পাতা বাদে একই প্রশ্ন করবেন। দোষ হয় খালি শ্যামলের :-)
  • dd | 122.167.5.183 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১৩415688
  • হাঁ হাঁ হা।
    আমি কিচ্ছু কাটাই নি। অ অক্ষ। আমি কর্মহীন পুর্ণ অবকাশে। আম্রিগার চাষী ভাইদের লাইগ্যা ক্ষী: কইছিলা? আমর স্মরন হয় না। অ্যাগদম না।

    আবার কও না, ফ্লীজ। *

    * মানে, লিংটা আবার দ্যাও। কিন্তু অমুখ তারিখ অমুখ সময় .... লিজে লিজে দেইখ্যা ন্যান গে' যান, অ্যামোন কইও না। পুরো ও লিংটাই আবার দাও।
  • dd | 122.167.14.240 | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫২415691
  • বীতশোকবাবু,

    স্যার, তিনবার চেষ্টা কল্লাম। কিসুতেই আপ্নের লিং খুল্লো না। মনসান্টোরিপোর্ট২০নভেম্বর করে বন বন করে চাকা ঘুড়েই গ্যালো। গ্যালো তো গ্যালো। দু পেগ খে' এসেও দেখি চাকার ঘুড় ঘুড় চলছে।

    এট্টু সহজ করে দ্যান্না।
  • dd | 122.167.14.240 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৭415692
  • আর,এইটা তো ২০১০? তাই তো? না ক্ষি?

    তো,আপ্নে এক্কেবারে, স্ট্রেইট ফ্রম দ্য ওভেন রিপোট দ্যান্না ক্যানো?

    ক্ষি দিলেন? না, ২০০৫'এর রিপোট আর ২০০৭ এর আপডেট।

    এথথেকে আর বাসী কিসু হয় না।
  • bitoshok | 69.180.128.132 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৯415693
  • ডিডি স্যার, আমার তো ফটাফট খুলে যাচ্ছে। আপনি কি ব্রাউজারে খুলছেন? তাহলে সেটা না করে, রাইট ক্লিক + সেভ লিংক ট্রাই মারুন।

    আরে আগে পইড়্যা দেখেন, ভিতরে কি আছে। তারপরে তো বাসি কইবেন।
  • dd | 122.167.14.240 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৯415694
  • বীতশোকবাবু
    উফ।
    আপ্নে বোধয়(মানে নিশ্চয়ই) কম্পিউটারোয়ালা। অ্যামন কঠিন পোশ্নো করেন না। আফনেরা ধরেই ন্যান সগলেই পিসিতে ব্ল্যাক বেল্ট। তার্পরেই টপাটপ টেকনোলজিকাল কোশ্চেন। ভেবেই ন্যান দুনিয়ায় সগলেই কমপিউটারওয়ালা।

    ফায়ার ফক্স। এটা ক্ষি ব্রাউজার? আমি এইটা ইউজ করি। এ ছাড়াও আমার পিসিতে গুগুল ক্রোম আছে।

    ফ্লীজ আবার টেকনিকাল কোশটেন কইরেনা। কাটান দ্যান।

    ......ফান্দেতে পইড়া বগা কান্দে রে। (স্বগোতক্তি)
  • bitoshok | 69.180.128.132 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৫415695
  • বাই দ্য ওয়ে, স্ট্রেট ফ্রম দ্য ওভেন রিপোর্ট চাইলে আগে দুটো প্রিকন্ডিশন স্যাটিসফাই করতে হবে :

    ১) মার্কেটে ইনগ্রেডিয়েন্ট সাপ্লাই

    ২) রাইট টু কুক অ্যান্ড সার্ভ

    আমেরিকা যুক্তরাজ্যে কাঁচা আনাজপাতি রান্না করা যায় না। কারন ঐগুলি পেটেন্টেড। আর যদিও বা রান্নার অনুমতি পাওয়া যায়, দেবতাদের না শুঁকিয়ে পরিবেশন করা যায় না। ইউরোপিয়ান ইউনিয়নে প্রি-কুকড জিনিস পত্র চেখে দেখার জন্য অ্যাভেলেবল হওয়ার কথা। সেটা পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায়, সেগুলো কোন না কোন কোর্ট অর্ডারের ফলে।
  • dd | 122.167.14.240 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩৪415696
  • ই:।
    বীতশোকবাবু, স্যার,
    মনে হয়, আফনের লগে ,আমার জম্বে। তক্কাতক্কি - উইথাউট রাগারাগি।
    অ্যান্ড অভিমান।
    শ্যাষম্যশ ,আফনেও আফনের মতে দৃঢ়সংকল্প, আম্মো বুঝিনা বুঝিনা কইর‌্যা (জ্যানো পোচোন্ডো নির্বিকল্প নিরপেক্ষ অ্যান্ড নিউট্রাল,এবং ক্ষি মারাত্মক যুক্তিপুর্ণ)আমার মতে নট নড়ন চড়ন, নট কিছছু।

    কিন্তু .......
  • bitoshok | 69.180.128.132 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩৮415697
  • ও ডিডি স্যর। আমি কম্পিউটারওয়ালা নই -:)
  • kd | 59.93.254.252 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:৫২415698
  • ক্ষী ক্ষান্ডো! আর আমার বউ আমায় সব্জি রান্না করেই তো খেতে দিতো! এমনকি রেস্টুরেন্টের লোকেরাও! এমনকি সুপারমার্কেট থেকেও তো ফ্রোজেন ডিনার কিনেছি, তাতেও তো সব্জি থাকতো রান্না করা। আর ম্যাকফ্রাই? অবিস্যি আলু কি সব্জি? না বোধহয়। কে জানে বাবা!

    অবিস্যি বীতশোক আমেরিকা যুক্তরাজ্য লিখেছেন, আর আমি ধরে নিয়েচি ওটা USA। যদি তা না হয়, তবে ঠিক আচে।
  • lcm | 69.236.176.155 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ০২:০৪415699
  • আমেরিকায় কাঁচা আনাজপাতি রান্না করা যায় না। কারণ ঐগুলি পেটেন্টেড ---- ইয়ে, বীতশোক, এটা ঠিক কিলিয়ার হল না। বাজে রান্না হলে মুখে দেওয়া যায় না, কিন্তু....

    কাবলিদার কনফিউশন কিন্তু আমারো হচ্ছে। তবে কি এতদিন খাবার খেয়ে আইন ভেঙেছি...

  • bitoshok | 69.180.128.132 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ০২:৩৬415701
  • উফ! কি কেলেঙ্কারি! এই 'আনাজপাতি' সেই 'আনাজপাতি' নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন