এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জুজুবাদ : অলস অস্তিত্বের সংকট

    dd
    অন্যান্য | ২১ জুলাই ২০০৯ | ৭৮২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bitoshok | 69.180.128.132 | ০৭ মার্চ ২০১০ ২১:৫৬415703
  • আসিতেছে। আসিতেছে - Biotechnology Authority of India Act - 2010। এবার থেকে জিএম প্রডাক্টের সেফটি নিয়ে প্রশ্ন করলেই খপ করে ধরে নিয়ে জেলে।

    http://beta.thehindu.com/news/national/article108821.ece

    http://indiatoday.intoday.in/site/Story/84730/India/Govt+moots+jail+for+GM+food+critics.html

    ব্যাকস্টেজের নাটক আরও জানতে হলে এইসব পাত্রপাত্রীদের নামে গুগল করুন। ১) বিটি বেগুন ২) মনু দা ৩)হিলারি-দি ৪) জয়রাম কাকু ৪) শরদ পাওয়ার ৫)পৃথ্বিরাজ চহ্বন ৬) ইন্দো-ইউএস নলেজ ইনিশিয়েটিভ

  • pi | 72.83.210.50 | ০৮ মার্চ ২০১০ ১২:০০415705
  • বীতশোক, একটা মেইল করতে পারেন ?
    [email protected] এ। একটু প্রয়োজন ছিলো।
  • dd | 122.166.131.236 | ১২ মার্চ ২০১০ ২৩:১৫415706
  • য্যামোন ধরেন, আইজ থেগে পঞ্চাশ হপ্তা ক্ষি পঞ্চাশ বছর পরের ঘটনা :

    টর্চার চ্যাম্বার। মাটীর নীচে। সেখানে পাজীর পাঝাড়ারা হুল্লাট সিগ্রেট ফুঁকে গ্যাছে, টের পাচ্ছেন্না, কিন্তু টার্শিয়ারে স্মোকিংএ ভরপুর,সে¾ট্রাল লকাপ,ভয়ংকর।

    দ্রোহসী: (সহজ সরল চাষীভাই টাইপের চোখ মুখ) আমি কিসুতেই কমু না, আপুনেরা ক্ষি অত্যাচার কত্তে চান করেন। ঝ্যা:।

    অত্যাচারী(বড়ো গোঁপ, পরনের টি শার্টে ল্যাখা মনসান্টো জিন্দাবাদ,): কইবেন্না? ন্না? এই ন্যান লিং? (লিং আর লিং। ফরে পাঁচ হাজার, এগেইনস্টে দশ,সুদু বিপক্ষের লিং ) তা ও, দ্রোহসী ব্যাবাক নিশ্চুপ।

    অত্যাচারী (টি শর্টে ল্যাখা বার্গার খান,উইথ আলুভাজা, শ্যাষ পাতে সিগ্রেট) হা হা হা, কইবেন আপুনে কইবেন। সিওর। আপাতত: পেট ভইরা খান।

    দ্রোহসীর চোখ বাঁধার ও দর্কার পল্লো না, ক্যানো না উনি গোলগাল চাষীভাই,নিজের ভালোমন্দো কিস্যু বোঝেন্না। লেমিং ইন্দুরের তিতীয় বিশ্ব সমষ্করন। উনি গব গবাইয়া খ্যালেন

    অত্যচারী (মাকুন্দ, টি শার্টে ল্যাখা বুশ ভাই অমর রহে) ,"খ্যা খ্যা খ্যা। আপ্নের আপ্তোহত্তা করার ও কোনো দর্কার নেই, মোট্টে না। এই চেম্বার টার্শিয়ারী স্মোকিংএ ভর্পুর,প্লাস,আপুনেরে খাওয়ইলাম ক্ষি জানেন? সাক্ষাত রেড মীট আর বিটি বায়গন ভাজা। নাউ, প্লীজ পতন অ্যান্ড মিত্তু"

    কিন্তু দুজনেই মল্লেন। এট্টু আগে আর পরে।

    ক্যানোনা অত্যাচারিতের শবেরে অ্যাকা ফ্যালাইয়া দর্পিত এমেন্সির দালাল্টি যেইন্না টর্চার চ্যাম্বারের বাইরে বাইর হইলেন, ওম্নি গ্লোবাল ওয়ার্মিং খ্যাঁক কইরা তারে কামড়াইয়া দিলো। উত্তাল শীতে তিনি বরফ হইলেন।

    তাঁয়ের শেষ কথাটি মুহ্যমান সুজ্জেরে আরো ম্লান করিলো, "ও গো ,আমারে এট্টু বুঝাইয়া দ্যাও, ওয়ার্মিং হইলে অ্যাতো শীত ক্যানো রে দাদা?'

    শতাব্দীর শেষ সুজ্জো সুদু মুচকি হাসলেন। মোমবাতিটি মরমে মরে গ্যালো।

  • dd | 122.167.6.66 | ০৯ এপ্রিল ২০১০ ২৩:৩৭415707
  • দু একটা ছোট্টো মিষ্টি গপ্পো শোনাই।

    এই দিন তিনচার আগে। মোবাইলে হঠাৎ মেসেজ। (হুবহু মানে ভার্বাটিম কোট কচ্ছি)। পুরোটা ইংরাজীতে।

    "আপুনে ক্ষি জানেন ক্যামোনে আপুনে ও আপুনের ফেমিলি পয়জনড হচ্ছেন ঐ সব জি এম বায়গনের জন্য? না? তো, পাল্টা এসেমেস করুন GREEN..." যা; তখুনি খ্যাকখ্যাকিয়ে আকুল হেসে বেমালুম ডিলিট করে দিলাম।
    ঈশ।

    আচ্ছা, আপ্নেদের অ্যাগটা প্রাচীন জুজু শোনাই। ইউক্যালিপ্টাস। ( বাংলায় ইউ কালি ফটাস)।

    সত্তরের দশক। জ্বলছে কেন্ট, পুড়ছে জার্মানি। লন্ডনের আকাশ ফাটাচ্ছে তারেক আলি। ইত্যকার .... ইতোমধ্যে সাম্রাজ্যবাদী ও এমেনেসিরা (তখনো আম্রিগাই নাম্বার ওয়ান হাওয়াকল ছ্যালো, এমেন্সিরা ভেরী ভেরী ডিসট্যান্ট সেকেন) তিতীয় বিশ্বে (সবে কনসেপ্টটা এয়েছে) ফাদ পতলেন। বিটি ফিটি কিসু নয়, স্রেফ ইউ ক্যালি ফটাশ।

    এই গাছের চাষ কর্বে ইন্ডিয়াতে গোলগাল চাষী ভায়েরা আর এর ফলে এমেন্সিদের রেয়ন ব্যাবসা ফুলে ফেঁপে উঠবে কিন্তু ঢ্যা রা রা রা ,এই সব দুষ্টু গাছেরা সব গ্রাউন্ড ওয়াটার শোষণ করে ব্যাবাক কৃষি ভুমি জলশুণ্য করে ..... ধুর, সে একই গপ্পো। প্রজন্মের পর প্রজন্ম শুনে আসছেন। পোবোন্ধো পড়ছেন। মিছিল করছেন। সং সাজছেন।

    ফলাফল? সব হাওয়াকলের মতম অকাল মিত্তু। একরের পর একর ইউক্যালিফটাস গাছের চাষবাদ চলছে। সর্বত্র। প্রফিট না হলে বিচক্ষন চষীরা অন্য ফসল রুইবেন। দেড় প্রজন্ম হয়ে গ্যালো কিন্তু।

    জুজুবাদ চলছে চলবে।
  • a x | 99.73.43.62 | ২৬ সেপ্টেম্বর ২০১০ ০৮:৫১415708
  • http://telegraphindia.com/1100926/jsp/nation/story_12983413.jsp

    India’s six science academies have certified genetically modified brinjal as safe through a report whose largest section is plagiarised from a biotechnology propaganda newsletter, a coalition of non-government organisations has said.

    ... a coalition of environmental groups today produced evidence to show that a set of 60 of 101 lines of the report’s section on GM brinjal was a verbatim reproduction of an article written by a GM crop producer and published in a December 2009 issue of a newsletter from the department of biotechnology.


  • dd | 124.247.203.12 | ২৩ ফেব্রুয়ারি ২০১১ ১০:২৮415709
  • http://www.shapludu.com/2.php

    ত্রাই করে দেখতে পারেন।
  • Arpan | 204.138.240.254 | ২৩ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৪২415710
  • চেষ্টা করছি।

    সবচেয়ে পেছনের জন যদি দেখত আগের দুজন কালো টুপি পরে আছে তালে সে বলে দিত তার নিজের মাথায় সাদা টুপি আছে। কিন্তু সে যখন বলতে পারল না তখন তিনটে কেস একজিস্ট করে।

    ১) মাঝের জন কালো, সামনের জন সাদা
    ২) মাঝের জন সাদা, সামনের জন সাদা
    ৩) মাঝের জন সাদা, সামনের জন কালো

    এখন সামনের জন যদি কালো টুপি পরে থাকত তাহলে মাঝের জন বলে দিতে পারত সে সাদা টুপি পরে আছে। তা যখন পারল না তখন বোঝা গেল সেটাও হয়নি। অর্থাৎ সমনের জনের মাথায় শুধু সাদা টুপিই থাকতে পারে।
  • Arpan | 216.52.215.232 | ২৩ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৪৩415712
  • এ: সরি সরি। :-P
  • dd | 124.247.203.12 | ৩১ মে ২০১১ ১৬:৩৬415713
  • একটা অদ্ভুত জুজু বিষয়ক সংবাদ শুনুন।

    জুজুর একটা বেসিক প্ল্যাটফর্ম আছে, গরু,শুয়োর,মুর্গীজাতীয় জন্তু যাদের মাংস মানুষে খায়(সোয়াইন ফ্লু,চিকেন ফ্লু,ম্যাড কাউ), এ বাদে মদ আর সিগ্রেট, খুব দুষ্টপ্রকৃতির এম এন সি (মনসান্টো) এইসব।

    কিন্তু এইবারের খবর জবর। একেবারে অর্গানিক পদ্ধতিতে চাষ করা শশা - তাতে বেড়োলো ভয়ানক ইকলি জীবানু। এগারো জনে মারা গেছেন। ইউরোপে লোকে শশাকে বাদ্দিচ্ছেন খাবার টেবিল থেকে।

    না আছে এম এন সি, বা তৃতীয় বিশ্বের অবুঝ মানুষ ,কিস্যু না। ইউরোপে চাষ হয়ে ইওরোপেই মারা গেছেন মানুষে। এমন কি খেতেও তেমন ভালো না।

    এ র কোনো মানে হয় ?

  • de | 203.197.42.100 | ৩১ মে ২০১১ ১৭:০২415714
  • ইউরোপীয়ানদের ইমিউনিটি বলে আর কিছু নাই -- অমন কত্তো ইকোলাই রোজ খাচ্চি আমরা!
    বড়জোর এট্টু পেট খারাপ হবে, এক্কেবারে মরে যেতে হবে তা বলে?
  • dd | 124.247.203.12 | ০১ জুন ২০১১ ১১:৪৭415715
  • কি ভাবছেন?

    বিটি কটন, গ্লোবাল ওয়ার্মিং আর সোয়াইন ফ্লু। তিন তিনটে জবরদস্ত জুজুর মুহ্যমান অবস্থায় বড়ো অসহায় বোধ করছেন ? হাত নিশপিশ করছে কিন্তু কিছু করার নেই?

    এই ত্তো ,এসে গেছে। হাতে গরম জুজু।

    হু জানিয়েছেন সেলফোন ইউস করলে ক্যানসার হয়। শুধু হেডলাইনটাই পড়ে ঝাঁপিয়ে পড়ুন। শুরু করুন সেলফোনের সেকেন্ডারী ইনফেকশনের ভয়াবহতা নিয়ে নতুন আন্দোলন। পাব্লিক প্লেসে বন্ধো করুন সেলফোনের ইউস।

    লুফে নিন।

  • I | 14.96.187.211 | ০১ জুন ২০১১ ১৩:২৫415716
  • ডিডি,লিং?
  • dd | 124.247.203.12 | ০১ জুন ২০১১ ১৩:৩৮415717
  • NDTVতে দ্যাখলাম।
    লিং দিতে শিখিনি।
  • lcm | 69.236.175.29 | ০১ জুন ২০১১ ১৩:৪৭415719
  • আমিও শুন্‌লুম। আপিস থেকে বাড়ি আসতে আসতে রেডিওতে। ভয়ে অস্থির - গ্লিওমা - কি রোগের নাম!

    নেটের কি কল - গেলুম রেডিও চ্যানেলের (এনপিআর) এর ওয়েব সাইটে - পেয়ে গেলুম লিং ।

    http://www.npr.org/blogs/health/2011/05/31/136832620/backgrounder-cell-phones-and-cancer
  • de | 59.163.30.4 | ০১ জুন ২০১১ ১৫:১৩415720
  • সেলফোনকে আরো ১৪০ টা জিনিসের সঙ্গে একই গ্রুপে রেখে পসিবলি কার্সিনোজেনিক বল্লো তো -- লিস্টিতে কফি আর আচারও আছে :))
  • dd | 124.247.203.12 | ০১ জুন ২০১১ ১৫:৩৮415721
  • দে যে দেখছি জুজুবাদের বেসিকটাই জানে না।

    অতো ঘাঁটতে নেই। যে হেডলাইনে অমন চিত্তচমৎকারী হেডিংটা দিয়েছে শুধু সেই হেডিংটাই পড়তে হয়।

    দৃ ছাড়া খুব লোকই লিং গুলো ভালো করে পড়ে (আমি খুলি ও না)। সুতরাং ঐ হেডলাইন ই কাফি।

    আর এখন বড়ো দুর্দিন। হাতের কাছে হাওয়াকল একটি ও নেই। পচ্চিমবংগে ছি পিএম হেরে গেছে,বিন লাদেন মৃত। এমন কি কোলকেতায় তেমন গরম ও পরে নি।

    যা পাওয়া গেছে সেটা নিয়েই তো তোলপার করতে হবে।
  • de | 59.163.30.2 | ০১ জুন ২০১১ ১৬:০৫415725
  • ঠিকাছে, বাড়ি গিয়েই সেল-তিনটেকে এক-বালতি জনে চুবিয়ে মারবো :)) --

    তবে জুজুবাদীরা এট্টু আশাবাদী হলেও তো পারে -- লাদেন ইত্যাদী নেই তো কি হয়েছে, হেডলি আছে, তিনুমুলী সন্ত্রাস আছে,লোকপাল আছে, বাবা রামদেবের অনশনের থ্রেট আছে, তারানন্দও আছে (দেশে হাওয়া কম পল্লে বিদেশ থেকেও যারা আমদানী করবে! উদা: কৃত্তিকা বিশ্বাস) অ্যাতো কিচু থাগতে আবার হাওয়ার অভাব?
  • aka | 24.42.203.194 | ০১ জুন ২০১১ ১৬:০৫415724
  • এটা হচ্ছে স্মোকারদের পেইড ব্যাক বাই দা সেম কয়েন। সেল ফোন কে কার্সিনোজেনিক প্রমাণ করেই ছাড়ব। এমনকি সেকেন্ডারি ইনফেকশনও প্রমাণ করবই করব। পাব্লিক প্লেসে ফোন করলে লোকে এসে জিগ্যেস করবে 'আর ইউ ট্রাইং টু গেট গ্লিওমা'? ভগমান এদ্দিনে মুখ তুলে তাকিয়েছেন।
  • de | 59.163.30.2 | ০১ জুন ২০১১ ১৬:০৬415726
  • *জলে
  • dd | 124.247.203.12 | ০১ জুন ২০১১ ১৬:৪২415727
  • আর বছর দুয়েক বাদে সেলফোনের টারশিয়ারি এফেক্ট নিয়েও কথা তুলবো।

    একটা ঘরে কিছু লোক সেলফোনে প্রচন্ড কথা বলে চলে গেছে, আপ্নি জানেন ও না। কিন্তু ঘরের মধ্যে ক্যান্সারাস রেডিয়েশন থিক থিক করছে।

    ঘরে ঢুকে কিছু টেরও পেলেন না কিন্তু স্রেফ অক্কা পেলেন। সেটা ভালো হবে?
  • nyara | 122.172.166.17 | ০১ জুন ২০১১ ২০:০৪415728
  • জমে গেছে। ভেবে দেখলাম যে কজন বিড়ি খাওয়া নিয়ে আমার পেছনে লাগে, সব্বাই সেলফোন ব্যবহার করে। মা, অ্যাদ্দিনে মুখ তুলে চাইলি মা?
  • nk | 151.141.84.194 | ০২ জুন ২০১১ ০০:০২415729
  • নেচে নেচে আয় মা শ্যামা। :-)
    একটা ফুটফুটে চাইনিজ ছেলে একবার বলেছিলো পুরুষ মানুষদের অনেক জ্বালা, সেল ফোন পকেটে রাখা মানেই নাকি রেডিয়েশনে নিজের ভাইটাল বস্তুটি একেবারে অকেজো বা অর্ধকেজো হয়ে যাবে। তাই কোমরের বেল্টের মধ্যে একটা খাপ বানিয়ে তাতে রাখতে হবে। :-)
  • dd | 59.97.121.155 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৩৪415730
  • যদ্দুর মনে পরেছে অক্ষকে একতরফা কথা দিয়েছিলাম বিটি কটন নিয়ে অন্তত: দুই বছর কথা কইবো না। তার পরে দেখা যাবে আমি কোথায় আর বিটি কটন কোথায়।

    দু বছর হয়ে গ্যাছে ? গুনি নি। তবে এইবার বিটি কটনের জুজুঅকে আপিসিয়ালি মৃত বলে ঘোষণার সময় এসেছে।

    গর্মেন্ট ওব ইন্ডিয়ার সুত্রে (লিং আছে,দিচ্ছি না) জানা যায় ভারতের ৯০% তুলা চাষ এখন বিটির হাতে। জয় করবার জন্য নতুন যায়গা আর নেই বিটি কটনের হাতে।

    গত দু বছর ভালো বৃষ্টি হয়েছে,আর ইম্পোর্টেড তুলার উপর বসেছে ৫% ডিউটি,ডলারের দাম বেড়েছে। ফলত: তুলা চাষীর প্রফিট খুব, মাথায় হাত তাঁতীদের।

    এই রকমই হবার কথা ছিলো।
  • dd | 59.97.121.155 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪১415731
  • তাহোক, একটা জবরদস্ত পোটেনশিয়াল জুজুর খবর দি। এটা নেটে পড়ে খুব ভালো লাগলো, দেখুন আপনাদেরও পছন্দ হবে।

    ঐ জি এম ফুড। মনে করুন এসে গ্যালো একটা সুপার গম। সেটি এমনই শক্তিশালী যে কিছুতেই মরে না। সেই যে গীতার শোলোকের মতন - কি যেনো, শস্ত্রে নো কাটাকুটি,নৈনং দহন্তি পাবকা:। ওরকম।

    ফলে একদিন, নট সো সুদুর ভবিষ্যতে, পৃথিবীর প্রতিটি ইঞ্চি জমিতে ছড়িয়ে পরবে সুপার গম। রণে বনে জংগলে সর্বত্র। আর কোনো গাছ,ঘাস,ফুল কিছুই টিঁকে থাকবে না। শুধু গম আর গম। সেই গম ভারে ডুবিবে ধরণী। ওয়ার্ল্ড উইথ এন্ড নোত ইন হুইম্পার, বাট ইন গম গম।

    ভারী সুন্দর জুজু এটা। তবে এর একটা ছোটো ভার্সন বছর বিশেক আগে এসেছিলো,পার্থেনিয়াম নিয়ে। প্রায় একই রকমের গল্প। শেষ মেষ ছাগোলে খেয়ে গেলো।
  • lcm | 69.236.174.50 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৬415732
  • ওফ্‌, সুপার গম এলে পরে, গাঁতিয়ে সুপার তন্দুরি নান খাবো।
    এরকম গমগমে দুনিয়ার কথা ভাবলেই হৃদয়ে কেমন সরগম হচ্ছে।
  • dd | 59.97.121.155 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩৫415733
  • নোপ। ল্যাদোষ ইজ রং।
    সুপার গমকে শায়েস্তা করতে মুড়িয়ে খাবার জন্য সুপার ছাগোল আসবে না?

    সেই ছাগুলের স্টেক খাবো।
  • dd | 59.97.121.155 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৫০415735
  • আর হ্যাঁ, এটাও নোট করে নিন।
    গ্লোবাল ওয়ার্মিং ছিলো সবসে বড়া জুজু। দুর্দান্ত মিডিয়ার প্রসাদ,পয়সাও আমদানি হতো প্রচুর। একেবারে সোনার খনি।

    বেশ তকতক করে এগোচ্ছিলো, গুছিয়ে। মুষ্কিল হোলো অসম্ভব গুল্পো চালু হয়ে গেলো আর সব থেকে বাজে হোলো বিপদের সময়সীমা দুশো তিনশো বছর না করে কয়েক দশক করে দিলো জুজুবাদীরা। ফলত: গুল্পো গুলোকে গুল্পো হিসেবে ধরতে আর অসুবিধে হোলো না কারুর।

    গত এক দশকে পৃথিবীর তাপমান বাড়ে নি, ইন ফ্যাক্ট লাস্ট তিন বছরে কমেছে। আইস ক্যাপ ও আয়তনে বেড়েছে।

    গ্লোবাল ওয়ার্মিংএর নাম ও মোটামুটি চুপিচুপি চেঞ্জ হয়ে হয়ে গ্যাছে। এখন ওটার নাম গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। "ওয়ার্মিং" ইস স্ট্রিক্টলি নো নো। কিন্তু স্রেফ নাম বদলিয়েই এই জুজুতে পুরোনো গ্লোরি ফিরে পাওয়া খুব কঠিন হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন