এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গল্পের টই

    M
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০০৯ | ৯২৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • M | 59.93.254.149 | ০৭ মার্চ ২০১০ ২০:১৩424552
  • বা:
    লামা এইটা লিচ্চয় শ্যাস নয়,ফ্লাস ব্যাকে কিছু আরো আরো আসবে তাপ্পরে আরো।:D
  • Nina | 76.124.208.223 | ০৭ মার্চ ২০১০ ২১:১৫424553
  • লামা, আমার এই কলেজটার গপ্প শুনতে খুউউব ভাল লাগে ---প্লিজ আরও অনেক অনেক হোক---অপেক্ষা করব।
  • til | 220.253.187.47 | ০৮ মার্চ ২০১০ ০২:০৭424554
  • আম্মো কালে কেবল টিভি তো দূরের কথা, ক্যালকুলেটর ও ছিল না, স্লাইড রুল আর লগ টেবিল; বি গার্ডেন থেকে হাওড়া স্টেশন ১৭ পয়সা ভাড়া।
    জয়েন্ট এ¾ট্রান্স তখন শুধুই 'জয়েন্ট' নামে ক্লাশ ওয়ানের বাচ্চা থেকে রিকশাওয়ালার (no offfences meant) কাছে পরিচিতি পায়নি। কলেজ ইউনিয়নে পার্টি ছিল না....... এখনকার অনেক কিছুই ছিল না।

    কেবল অনুভূতিগুলো একই ছিল!
    ----------------------

    বেশ লাগছে পড়তে। ক্যারি অন।
  • Shuchismita | 71.201.25.54 | ০৮ মার্চ ২০১০ ০২:১৯424555
  • লামার লেখাটা অসম্ভব ভালো লাগলো।
  • tkn | 122.163.3.98 | ০৮ মার্চ ২০১০ ১৫:২৬424556
  • বা:, বেশ লাগল
  • Nina | 66.240.33.34 | ০৮ মার্চ ২০১০ ২২:১৭424557
  • তিল,
    তখন যা ছিল তাই নিয়ে একটা হয়ে যাক---বসে রইলুম ।
  • de | 59.163.30.3 | ০৯ মার্চ ২০১০ ১৩:৫৬424558
  • লামা, নীনা-দি আর বম্ম সবাই খুব সুন্দর!
  • Lama | 117.194.234.245 | ১৩ মার্চ ২০১০ ০২:২৯424559
  • তুফান মেল

    ****************************************

    [এটা কোন গল্প নয়, হঠাৎ লিখতে ইচ্ছে হল বলে লিখলাম। যারা বোর হচ্ছেন তাদের কাছে ক্ষমাপ্রার্থী]

    "উদ্যান আভা তুফান এক্সপ্রেস, পাঁচ নম্বর, প্ল্যাটফর্ম সে, ছুটে...গী'

    তুফান এক্সপ্রেসও ছুটল, আর আমরাও বড় হয়ে গেলাম।

    কু ঝিকঝিক কু ঝিকঝিক। কচুরিপানা ভরা ডোবা পার হয়ে গেলাম। খালের ওপর বাঁশের সাঁকো। ছোট এক পিস গঞ্জ শহর। শ্মশানঘাট। নাম না জানা নদী। কারা যেন নৌকো মেরামত করে। " কার বহুড়ি বাসন মাজে। পুকুরঘাটে ব্যস্ত কাজে।' মুখে আঙুল পোরা অবাক বাচ্চা। কু ঝিকঝিক।

    এক্সপ্রেস নামকে লজ্জা দিয়ে ঢিমে তেতালায় চলছে গাড়ি। তাতে কি? আমাদের প্রাণে আজ ভারে ফুর্তি। চাকরি করতে যচ্ছি না অমরা?

    বাংলা পেরিয়ে বিহারে ঢুকলাম। এবার একটা সিগারেট ধরানো যাক। কি বললি? খাস না? মাইনিং ইঞ্জিনিয়ার হয়ে বিড়ি সিগারেট খাস না? এই নে ধরা। পথে এসো গুরু!!!

    যা: আগুন নেই। চল ঐ পাগড়ি বাঁধা লোকটার কাছে দেশলাই চাইব। ও ভাইসাব...

    আপনি জয়পুর যাবেন বুঝি? আমরা যাব রামগঞ্জমন্ডি। ভালো জায়গা? বলছেন? ভাল হলেই ভাল। আপনি পাথরের মূর্তি বানান? বা: শিল্পী মানুষ। আমরা? ইঞ্জিনিয়ার, এ বছরই পাশ করেছি।

    গাঁজা? ইয়ে মানে কলেজে পড়ার সময় কয়েকবার টেনে দেখেছি। বলছেন যখন বানান। আমার বন্ধু আবার এসবে নেই।

    বুকে ধক করে ধাক্কা লাগল। অনেকদিন অভ্যেস নেই কিনা! তা যা বলছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের খুব বড় কবি। নাম শুনেছেন আশা করি...

    একি সন্ধ্যে হয়ে গেল যে!!! কটা বাজে? কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারি নি। এখন খিদে পেয়েছে জোর!!! প্যাϾট্র কার নেই? ঐ লোকটা কি বিক্রি করে? ওসব খাবার আগে কখনো খাই নি। রাতের দিকে খাবারের অর্ডার নিতে আসবে নিশ্চয়ই। আপাতত মুড়ি খাওয়া যাক।

    টিটি কিরকম তুই তোকারি করে কথা বলছিল দেখলি? কার সঙ্গে কথা বলছে জানে না। ও ভাইসাব, নন ভেজ মিল কিতনা?

    বাইরে ঘুটঘুটে অন্ধকার। সাঁই সাঁই পেছনপানে ধায় একটি দুটি আলোকবিন্দু। বাংলা বিহার উড়িষ্যা পেরিয়ে, কয়েকটা শহর আর কয়েকশো গ্রাম পেছনে ফেলে চলেছি কু ঝিকঝিক। প্রাণে আমাদের ভারি ফূর্তি।

    তারপর বল, প্রেম টেম করেছিস? একটু আগে তো উল্টোদিকের সিটের বৌদির সঙ্গে ভালই ভাটাচ্ছিলি। কলেজে তো একটা সিগারেটও খেয়ে দেখলি না। চল আজ থেকে তোকেও ধরিয়ে দিলাম।

    কি যন্ত্রণা। লোকজন লাইট নেবাতে বলছে।। ও: তোর বইপড়ার অভ্যেস নেই বুঝি? তাহলে তুই বুঝবি না।

    আচ্ছা, আমরা নামব কোথায়? রিজার্ভেশন তো দিল্লী পর্যন্ত। ও, মথুরা? ছোটবেলায় গিয়েছিলাম একবার। সেখান থেকে? আচ্ছা ছাড়, এখন ভাবতে ভাল লাগছে না, কাল দেখা যাবে।

    হ্যাঁরে, এই ট্রেনটা আগ্রা দিয়ে যায়? গাড়ি থেকে তাজমহল দেখা যায়? কাল নেমে গিয়ে তাজমহলটা দেখে একটা অন্য ট্রেন ধরলে হয় না? তুই মাইরি মহা বেরসিক।

    গাড়িটা হঠাৎ দাঁড়িয়ে পড়ল কেন? দেখবি আয়, বাইরেটা দেখতে হেব্বি লাগছে। আসবি না? হে: হে: পুরনো ব্যথা মনে পড়ে যাচ্ছে মাইরি। একটা সিগারেট খেয়ে আসি। তুইও খাবি? বা: এই তো চাই। লোকটার দেশলাইটাও ফেরত দেওয়া হল না।

    ****************************************

    হঠাৎ করে কেউ জানে না কেন দাঁড়িয়ে পড়া ট্রেনের দরজায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে একজনা ভ্যবাচ্যাকা দেখে। দেখতে থাকে জ্যোৎস্নায় ভাসাভাসি অচেনা ভুট্টা খেত। খেতের মাঝখানে বাঁশের মাচায় বসে

    ফসল পাহারা দেয় অচিন মানুষ। তার কেরোসিন কুপি জ্বলে টিমটিম। শস্তার রেডিও সেট থেকে গান ভেসে আসে "লিখো কব আওগে, তেরে বিন ইয়ে ঘর সুনা সুনা হ্যায়...'

    ভুট্টা খেতের আবছা গান ছড়িয়ে পড়ে উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে। কেউ কেউ, যারা দূরে চলে যাচ্ছে, থেমে যাওয়া রাতের রেলগাড়ির জানালায় কান পেতে একমুঠো সুর কানে গুঁজে নেয়- রাস্তায় কাজে লাগবে।

    কু ঝিকঝিক কু ঝিকঝিক। গাড়ি আবার চালু হল। এবার ঘুমিয়ে পড়ো পথিক। রাত অনেক হল। কাল ভোরে তোমার ঘুম ভাঙ্গবে অন্য শহরে।

    ভুলে যাও পুরনো শহর।

    ভুলে যাও পুরনো সময়।
  • Du | 65.124.26.7 | ১৩ মার্চ ২০১০ ০২:৪২424562
  • খুব ভালো লাগলো লামা।
  • Nina | 66.240.33.45 | ১৩ মার্চ ২০১০ ০২:৪২424560
  • এমন সুন্দর করে লিখলে যে পড়ার নেশা হয়ে যায় ! আর তারপর গা ঢাকা দিলে খুব রাগ ধরে।
  • byaang | 122.172.51.198 | ১৩ মার্চ ২০১০ ০৭:২৬424563
  • লামা, অ্যাত্তো সুন্দর লিখিস! আরো বেশি বেশি লিখিস না কেন?
  • a x | 99.165.171.34 | ১৩ মার্চ ২০১০ ০৮:৩৪424564
  • লামার লেখাগুলোর মধ্যে একটা বিষন্ন নস্টালজিয়া থাকে।

    উদ্যান আভা তুফান এক্সপ্রেস এই নামটা কেন জানি আমার অসম্ভব ভালো লাগে।
  • m | 173.26.17.106 | ১৩ মার্চ ২০১০ ০৮:৫৩424565
  • বাহ!!
    কিন্তু অক্ষ ট্রেন টার নাম উদয়ন আভা তুফান এক্সপ্রেস শুনতাম যেন!!
  • a x | 99.165.171.34 | ১৩ মার্চ ২০১০ ০৮:৫৬424566
  • হ্যাঁ তুমি ঠিক। কিন্তু বলত মানে অ্যানাউন্স করত উদ্যান আভা। আর এটা শুনলেই আমার কেমন হাওড়া স্টেশনের কিচির মিচির, চা ওয়ালা, হুইলার'স, দৌড়ে দৌড়ে আগে বাবা পেছনে মা'র হাত ধরে ছেলে, সবার আগে কুলি, মাথায় সুটকেস, হোল্ডল এইসব মনে পড়ে।
  • m | 173.26.17.106 | ১৩ মার্চ ২০১০ ০৯:২৮424567
  • সেই হোল্ডল-যা বাড়িতে ঘরের মাথায় একটা শিকে ঝোলানো থাকতো...সে সব বোধহয় এখন টিনের তোরঙ্গের মতই লোপ পেয়েছে।
  • aranya | 144.160.226.53 | ১৩ মার্চ ২০১০ ০৯:৩০424568
  • লামা, দূর্দান্ত, মন কেমন করা। কি সহজেই যে এরা এমন লেখা লিখতে পারে, কত সহজে !

  • kd | 59.93.182.82 | ১৩ মার্চ ২০১০ ১৩:০৬424569
  • এই 'হোল্ডল' সত্যিই হোল্ড-অল। পচ্চুর মাল ধরে। একবার ফেরার সময় একটা টিনের ট্রাংক আর একটা হোল্ডল নিয়েছিলুম - দমদমে চেক্‌ইন করার সময় পাব্লিক হেবি প্যাঁক দিলো।

    টিনের ট্রাংকটায় হারমোনিয়াম ছিলো আর হোল্ডল ভর্তি ডাল-মসলা আর মিস্টি।
  • dd | 122.171.17.128 | ১৩ মার্চ ২০১০ ২২:৩৭424570
  • সত্তি।
    লামাবাবু ক্ষী: ভালো ল্যাখেন।

    এট্টুও একস্ট্রা কথা নাই, গলা কাঁপানো নাই,কিন্তু ক্ষি সহজ মর্মস্পর্শী।

    উ:।
  • Samik | 122.162.75.56 | ১৩ মার্চ ২০১০ ২২:৫৩424571
  • একটি নতুন তারকার জন্ম প্রত্যক্ষ করল আজ গুরুচন্ডা৯ :-)
  • Lama | 117.194.226.244 | ১৪ মার্চ ২০১০ ১০:১৬424573
  • সবাইকে ধন্যযোগ

    আমি তো টইটাকে ভাসিয়ে রাখার জন্য লিখলাম :)

    কিন্তু, তিলের নাড়ু, কলি, বড়ম (টই মালিক),রঞ্জনদা, আরো সবাই- কোথায়?
  • M | 59.93.203.60 | ১৪ মার্চ ২০১০ ১০:১৭424574
  • কি ভালো লেখা!!!!
    হোল্ডলে সত্যি সব কিছুই ধরে যায়,ক্যাম্প থেকে ফেরার সময় ব্যাগ তো নুড়ি, পাথর, পাইন ফলে ভর্তি থাকতো তাই জামা কাপড় এমনকি থালা গেলাস ও হোল্ডলে ঢুকে যেতো, তারপর বাঁধার সময় ওর উপরে চেপে বসেই বেল্ট টানতে হতো।
  • Samik | 122.162.75.37 | ১৪ মার্চ ২০১০ ১৪:৫৭424575
  • এটা কিন্তু সত্যি কথা, হাওড়া স্টেশন মানেই দূরে যাবার হাতছানি, যদিও পুরো ছোটোবেলা জুড়ে হাওড়া স্টেশন থেকে আমি কেবল চেপেছি ব্যান্ডেল কি বর্ধমান লোকাল, কিংবা পাঁশকুড়া লোকাল, কিন্তু বাকি প্ল্যাটফর্মের লাল লাল এক্সপ্রেস ট্রেনগুলো হাতচানি দিয়ে ডাকত। আর সেই সমগ্র লাল রাঙের এক্সপ্রেস ট্রেনের হাতছানিগুলোর একটাই নাম ছিল। উদ্যান আভা তুফান এক্সপ্রেস। ভাঙা ভাঙা মাইকের আওয়াজে একজন লোক কেমন একঘেয়ে সুরে ট্রেনগুলোর ডিপার্চার ইত্যাদি ঘোষণা করে যেত। সবগুলোই শুনতে এক রকম লাগত। সেই এক রকম শুনতে লাগা ট্রেনগুলোর নাম সব ফিল্টার হয়ে গেছে কানে। কেবল ঐ একটা নামই মনে আছে স্মৃতিতে। উদ্যান আভা তুফান এক্সপ্রেস।
  • til | 220.253.187.47 | ১৪ মার্চ ২০১০ ১৫:৫০424576
  • লামা,
    তিলের নাড়ু আজকাল কেউ খায় না, তার বদলে " sesame snaps" সুপার মার্কেটে।

    হোল্ড অল শরৎচন্দ্রের উপন্যাস থেকে এই সেদিন সত্তরের দশক অবধিও চালু ছিল। আমি ও এক টা কিনেছিলাম, তোশক বালিশ কাঁথা নিয়ে পশ্চিমে (? অর্থাৎ রাঁচীতে) চাকরী করতে গেলাম! তখনও সেকেন্ড ক্লাশ ছিল ট্রেনে।
    ছাড়ুন সে কথা।
    আপনিই বরং লিখুন লামা, আমি পড়ি।
  • kd | 59.93.195.198 | ১৪ মার্চ ২০১০ ১৬:৩৯424577
  • সে কী? সেকেন ক্লাস তো একনও আচে! আগের থার ক্লাসই তো পোমোশন পেয়ে সেকেন হয়েচে :)
  • Samik | 122.162.75.37 | ১৪ মার্চ ২০১০ ১৯:০৭424578
  • সত্তরের দশক ??? আমি বলে দুহাজার সালে পোথোম চাগ্রি পেইয়ে ঐ সবজেটে রংয়ের হোল্ডঅলে করেই সব ভরে নিয়ে ভুবনেশ্বরে পৌঁছেছিলাম! তারপরে সেই হোল্ডঅলের কী হল, আর মনে নেই।
  • M | 59.93.218.252 | ১৪ মার্চ ২০১০ ২০:০৭424579
  • এই মেরেচে! তিলের আবার অভিমান কেন? আমরা সবাই তো তিলের নাড়ু ভালোবাসি!
  • Lama | 117.194.230.105 | ১৪ মার্চ ২০১০ ২০:২৪424580
  • তিল,

    আমাকে আবার "আপনি' কেন? আমি নিতান্ত অর্বাচীণ ।

    "তুই' (নিদেন পক্ষে তুমি) সম্বোধন করিলে বাধিত হইব।
  • M | 59.93.218.252 | ১৪ মার্চ ২০১০ ২০:৪৯424581
  • লামা,
    তোমার লেখা গুলো খুব ভালো হচ্ছে, রোজ বলছি না, কিন্তু মন চাইলে আর সময় পেলেই লিখে যেও।

    তিল একটু সুহাস হয়ে তখনকার বি ই কলেজের কিছু হোক। এই কলেজটা নিয়ে আমার খুব আগ্রহ। আমার মামাবাড়ীর দাদু ও শিবপুরের স্টুডেন্ট, সেই ইংরেজ আমলের। আমার ক্যামন মনে হয় ওখানকার ছেলে মেয়েদের ঝুলিতে অনেক গল্প থাকে আর তা তারা খুব সুন্দর বলতে ও পারে।

    দিদিয়াআআআআআআআআআআ,
    তুমি কোথায়? আর পুঁচকে কলিকে আজ যেন অন্য টইতে দেখলুম!
  • M | 59.93.218.252 | ১৪ মার্চ ২০১০ ২১:১৪424582
  • এইট বেহালা স্কাউট অ্যান্ড গাইড গ্রুপের পুঁচকে মাঠ।গাঢ় নীল রঙের ফ্রকে ছোট্ট বুলবুলেরা আর অ্যাস কালারের ফুল শার্ট আর নেভি ব্লু প্যান্টে কাবেরা যাদের গলায় হলুদ আর সবুজ এর স্কার্ফ , গ্রুপের সৃষ্টি কর্তা যুগলদাকে ঘিরে বসে আছে।এই ছোট্ট চেহারার মানুষটি একজন শিক্ষক। বড় আদরের তার এই গ্রুপ, আর গ্রুপের ছেলেমেয়েরা তার নিজের বাচ্চার মতোন।বিয়ে করেননি।তাঁর নিজের ভাগের ঘরটাতেও গ্রুপের জিনিসে ঠাসা।শিল্ডে শিল্ডে ভর্তি।ছোট্ট জায়গা নিয়ে হলে হবে কি, কঠোর ট্রেনিং এ ছেলেমেয়েরা যেখানেই যায় সেখান থেকেই চ্যাম্প হয়েই ফেরে। আর কে না জানে তিন বছর জিতলেই কাপ শিল্ড গুলো ঘরের হয়ে যায়।

    যুগলদা এখন চকচকে চোখের কচি গুলোকে বলছেন কি করে সৃষ্টি হলো এই স্কাউট অ্যান্ড গাইড গ্রুপ যা কিনা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে ।

    ১৮৫৭ সালের ২২ শে ফেব্রুয়ারী, স্কাউটিং আন্দোলনের ইতিহাসে এক বিশিষ্ট দিন। লন্ডনের হাইডপার্ক অঞ্চলে ঐ দিন জন্মগ্রহন করেন রবার্ট স্টিফেনসন স্মিথ বেডেন পাওয়েল। তিনি BP নামেই অধিক পরিচিত।
  • Nina | 76.124.208.223 | ১৪ মার্চ ২০১০ ২১:১৭424584
  • কিকিয়াআআ
    আমি মন দিয়ে পড়ি তো রেগুলর!টই-মালকিন তোর নিজের লেখা কি হল??
    লামা
    তুমি কি আমার সঙ্গে আড়ি করেছ :((
    তিল
    সবাই নাড়ু খাব খাব করে , আর দর বারিয়োনি বাপু, লেকো দিকিনি। আমারো বি ই কলেজের গপ্পের বড় লোভ---

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন