এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিছক ই একটা গল্প---

    koli
    অন্যান্য | ০৯ ডিসেম্বর ২০০৯ | ১৫৪৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 143.111.108.33 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৩425428
  • উঁহু রঞ্জনদা। রাষ্ট্র মাওবাদীদের মারলে কোথাও নাকি কান্না কাঁদিনি। ভুল রেফারেন্স দিলেন।
  • eleven | 122.177.186.166 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২০425429
  • চৈতী,

    জীবনটাই হচ্চে ভুল করার জন্যে। সব্বাই আমরা প্রচুর ভুল করি-পুরো জীবনটা ধরে। তোমার ডেস্টিনি, তন্ময়ের ডেস্টিনি আলাদা ছিল, তাই এরকম হয়েছে।

    এটা নিয়ে বেশি আপসেট হয়ে লাভ কি? আর সবার থেকে আলাদা থেকে, জীবন থেকে কিছুই এক্সপেক্ট না করলে- যেমন তোমার নিজেকে শাস্তি দেওয়া, তেমনি তোমাকে যে ভালোবাসে, তাকেও শাস্তি দেওয়া।

    সিচুয়েশানের উপরে হার্ডলি কেউ ক®¾ট্রাল রাখতে পারে- সবাই তো আর ম্যাচিউর হয় না, কেউ কেউ চলার পথে একটু বেশি ভুলই করে, তাবলে জীবন থেকে হারিয়ে যাওয়াটা ঠিক কি?

    এই জীবনের পরে ঠিক আর একটা ভালো জীবন পাবে তার ঠিক কি? তাই যা কিছু আনন্দ, কষ্ট এই জীবনেই ভোগ করে নেওয়া উচিৎ। পাশের বাড়িটা যে তোমাকে তন্ময়ের মতই ভালোবাসতে পারবে না, সেটা তুমি কি করে জানলে? আর তুমিই বা তন্ময় ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবে না সেটাই বা কি করে জানলে? try out...just try out buddy. life is so much beyond this

    তোমার স্টোরি টা হঠাৎ এভাবে এন্ড হওয়ার পেছনে তবু কিছু কারন আছে, কিন্তু প্রচুর রিলেশানশিপ অতি সামান্য কারনে এন্ড হয়ে জায়। তুমি, তোমরা চেস্টাতো অনেক করেছই, তাই পৃথিবী থেকে এভাবে নিজেকে সরিয়ে নেওয়া--এটা যাস্ট একটা মারাত্বক অপরাধ!
  • koli | 115.187.39.251 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৪৫425430
  • :)
  • til | 220.253.71.161 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৩৬425431
  • চৈতী,
    ইলেভেনের সঙ্গে আমি একমত। জীবন একটাই, পরে যে কিছু আছে তা এখনও পর্য্যন্ত কেউ প্রমাণ করে দেখাতে পারেনি, সব বাগাড়ম্বর মাত্র। তাই এই একমাত্র জীবনটাকে উপভোগ করো।
    তন্ময় কি ভেবেছো তোমার কথা ভেবে তার নতুন বউ থেকে নিজে কে দরে সরিয়ে রাখবে? নিজেকে নি:শেষে বিলিয়ে দেবার মুহূর্তে তোমায় মনে করবে? N E V E R
    ইহাই সত্য, ইহাই জীবন।

    আমাদের একটি পোষা বিড়াল ছিল, আমায় ভোরবেলা দরজা খুলে দিতে বলতো; আমি তাকে কোনদিন কোলে নিইনি। সেই poppy গাড়ী চাপা পড়ে মারা গেল। আমদের বাড়ীতে শোক। আমি হেন পাপিষ্ঠও একদিন ভোরে উঠে poppy র জন্যে ভেউ ভেউ করে কেঁদেছি।

    একজন বান্ধবী বললো, take another cat! সত্যি ই, ভূতো আসবার পর কিন্তু শোক কমে এলো, এখন পপির কথা কালে ভদ্রে মনে পড়ে।

    ইয়েস, জীবন এমনই। কেউ মনে রাখে না গো!

  • kallol | 115.184.117.11 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৩৬425432
  • আরে, তোমরা সব চৈতীকে ভেবেছো কি? একটা আবেগের বান্ডিল?
    আমি জানি, চৈতী উমাতে ভালো রেজাল্ট করেছিলো সায়েন্স নিয়ে (সায়েন্স বাড়ীর মন রাখতে নিয়েছিলো)। তারপর যাদবপুরে ইতিহাস নিয়ে পড়ে। জে এন ইউ-তে স্কলারশিপ পেয়ে গবেষনা করছিলো। থীসিস জমা দিয়েছে। এখন দিল্লীতেই একটা এনজিওতে কাজ করে। বস্তিতে স্কুল চালায়। না, বিয়ে করেনি। করার ইচ্ছেও নেই। বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিয়েছিলো। ও সোজা বলে দিয়েছ - এই নিয়ে বেশী চাপ দিলে রামকৃষ্ণ মিশনে চলে যাবে। হ্যাঁ, জে এন ইউ-তে থাকাকালীন নানান সেমিনারে খুব ভালো ভালো পেপার পড়ার সুবাদে রমিলার (থাপার) খুবই প্রিয়পাত্রী। রমিলাই ওকে এনজিওর কাজটা পাইয়ে দিয়েছে।
  • eleven | 122.177.218.187 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২০:০৮425433
  • আর চৈতীর হিটলার দাদা কি করছেন এখনো? যুদ্ধ তো শেষ, কিছু পরিবর্তন?

    এই গল্প টাই পড়ে বুঝেছি, গোঁয়ার্তিমি করলে কেন ছেলেবেলায় বাবা চোখ বুজিয়ে চাবকাতেন :-(। নাহলে এখন ঐ হিটলারের ডিট্টো হতুম :-(
  • kallol | 115.184.76.87 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২১:৫৬425434
  • তিনি বে-থা করে সংসারী। একটি মেয়ে। এই বয়সেই বাপের মতো-ই গোঁয়ার। বাপ এখন বাপ রে বাপ বলছে। মা আগেই, বাবা সম্প্রতি গত হয়েছেন।
  • ranjan roy | 122.168.201.9 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২২425435
  • অক্ষ,
    তোমার পোস্টটা চোখ এড়িয়ে গেসলো। কোথায়? নাকে কান্নার কথা তো বলিনি, বরং রাষ্ট্রযন্ত্রের হত্যার প্রতিবাদে ""নিন্দায় মুখর'' হওয়ার কথা বলেছি। তোমার স্পিরিটকে রীতিমত রেসপেক্ট করি, হালকা ভাবে নিই না।
  • til | 220.253.71.161 | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৮425436
  • কলিদি,
    সার্থক তোমার লেখা, সবার মনে গল্পের রেশ রয়ে গেছে, সবাই চিন্তিত চৈতীর কি হলো তারপর? যে যার মতো ভাবছে। কম লেখকের এই সৌভাগ্য হয় গো।
  • Nina | 66.240.33.43 | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৯425438
  • কলি,
    তিল ঠিক বলেছে---তোর লেখা প্রত্যেকের মন ছুঁয়ে গেছে--লেখা তোর সার্থক হয়েছে। :-)
  • koli | 115.187.36.195 | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৭425439
  • গল্পের চৈতী'র মত সত্যি চৈতী কেউ আছে(কল্লোল দা'র লেখা পড়ে জানলাম).... এটা জেনে খুব ভালো লাগলো...

    আর গল্পের চৈতী? সে নিজেও চায়না ওকে কেউ মনে রাখুক। ওর নিজের জীবন ও অনেক আগেই এসব ছেড়ে বেরিয়ে এসেছে তো। এগিয়েছে কি পিছিয়েছে সেটা তর্ক সাপেক্ষ! :-)

    আরো একবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ--- এই টই টাকে এতদিন ধরে বাঁচিয়ে রাখার জন্যে...
  • til | 220.253.71.161 | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৫১425440
  • কলিদি মনে হয় চৈতীকে চেনে। ও দিদি, বলো না সে এখন কেমন আছে, কি করছে; প্লীজ বড় জানতে ইচ্ছা হয়।
  • Jhiki | 124.81.82.83 | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১৬:১৪425441
  • কিন্তু কল্লোলদা, চৈতীর ঐ বয়সের বিয়েটা বাড়ীর লোকে যদি মেনে নিত, মানে থান-পুলিশ করে ভেঙ্গে না দিত, তাহলে কি হত? বছর ঘুরতে না ঘুরতেই বাচ্ছা। তারপর বাচ্ছা, বৌ-বাচ্ছার খরচ পুরোপুরি চালাতে না পারা স্বামী নিয়ে তিতিবিরক্ত চৈতী একদিন ঘর ছেরে সেই বা-মার আশ্রয় এ ফেরত যেত বা সবকিছু সামলিয়ে নিজের জন্য কোন রোজকার খুঁজত। কিন্তু উচ্চমাধ্যমিক পাঠরতা চৈতী কি কাজ ই বা পেত? হয় বাচ্ছা পড়ানো বা সেলাই এর কাজ। এইভাবে চৈতী খুব দ্রুত বুড়িয়ে যেত আর তার যে বন্ধুটা ক্লাসে ফার্স্ট হত (যে এখন বড় শহরে ভালো চাকরী করে), সে ছুটী তে বাড়ী এলে তার কাছে এসে দু:খের কথা শুনিয়ে সাহায্য চাইত। আরো দু:খ নিয়ে বলত যে দাদার মেয়ের অন্নপ্রাশনে তাদের নেমন্তন্ন করা হয় নি!!
    গল্প বলছি না, নিজের চোখে দেখা সব ঘটনা। আসলে চৈতীর পালিয়ে বিয়ে করাটা মোটেই সমর্থনযোগ্য নয়। যখন তাকে তন্ময় রিক্সা থেকে নামিয়ে নিয়ে গেল, তখনি সব জানার পর তার ফেরত আসা উচিত ছিল। নিজের ওপরই আসলে তার কোন নিয়ন্ত্রন ছিল না, সেদিন সে মনের জোর দেখালে আজ হয়ত মোটামুটি সু-রোজগেরে তন্ময়ের সাথে সুখে ঘর করত। নিজের ও হয়ত কোন career থাকত!
  • til | 220.253.71.161 | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৯425442
  • ঝিকি নে ঠিকই কহা।
    এই দেশে (বিদেশে) দেখি তো, টীন এজার মা, প্রামে করে বাচ্চা নিয়ে social security তে লাইন দেয়, প্রামে র কোয়ালিটি দেখিয়ে দেয় তার সামাজিক অবস্থান, চীপ এক্কেবারে। প্রয়শ: দেখি। ATM মেশিনের সামনে সোশ্যাল সিকিউরিটির পয়সা দেবার দিনে অকথ্য fকারান্ত গালি গালাজ। প্রেমের চিড়িয়া বাচ্চা হবার জানালা দিয়েই ফুরুৎ।

    চৈতীর জন্যে কষ্ট অন্য কারণে, মনে হয় ইহারে চিনি। তার ভাল মন্দ সব কিছুর সঙ্গেই একাত্মবোধ করি যে!
  • vikram | 193.120.76.238 | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৩৭425443
  • til, আপনার কি আদৌ কোনও আইডিয়া আছে কেন টীন এজার মা তার সামাজিক অবস্থান নিয়ে সোশাল সিকিউরিটিতে লাইন দেয় ও ফ কারান্ত গালি দেয়?
  • til | 220.253.187.47 | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২১:০০425445
  • কেন, ঠিক কি কারণে তা বলতে পারবো না। তবে দেখি তো, মাঝে মাঝেই, সোশ্যাল সিকিউরিটি পে ডে তে অথবা অফিসের সামনে- যেখান দিয়ে রোজই আমায় যেতে হয়।
    এরকম একজন টীন এজার ইটালিয়ান মা কে চিনি ও বলতে পারেন। ছেলেটি দায়িত্ব নেয়নি, অন্য শহরে চলে গেছে।
    আসলে অল্প বয়সে দিনের পর দিন দায়িত্ব নিতে নিতে বিরক্তি এসে যায় বোধ হয়।
  • koli | 115.187.39.229 | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২১:০০425444
  • ঝিকি দিদি--

    সবার কথা জানিনা, আমার লেখা এই গল্পে আমি যে দুজন মানুষ(!) এর কথা লিখেছি, তারা যদি আজ একসঙ্গে থাকতো... ওদের ভবিষ্যৎ আজ যেমন আছে তার চেয়ে ভালো হতো।বলছি, বিশ্বাস করুন।
    এবারে একটু সমর্থনযোগ্য আর অসমর্থনযোগ্য এই দুটো কথায় আসি... হুঁ ঠিক বলেছেন--চৈতীর পালিয়ে যাওয়াটা আমি ও সমর্থন করিনা।মানে করিনি।
    ঠিক তেমনি- চৈতীর আপনজনেদের কার্য্যকলাপ(! ) ও হয়তো সমর্থনযোগ্য নয়। ১৮ হয়নি বলে সে মেয়ে যেমন নিজের ইচ্ছে মত কিছু করতে পারবে না; ঠিক তেমনি ঐ ১৮ হয়নি বলেই তার সুযোগ নিয়ে কেউ তার জীবন নিয়ে যা ইচ্ছেতাই করতে পারে কি?সেটা ও তো সমর্থনযোগ্য নয়!
    নাহ মেয়েটির একটুও মনের জোর ছিলোনা। থাকলে সব ব্ল্যাকমেল, সব বাঁধা পেছনে ফেলে সে সবাইকে দেখিয়ে দিতো সেদিন ও এতটুকুও ভুল করেনি। বছর ঘুরতে বাচ্চা ও হতো না। ভালোবাসাও জানালা দিয়ে পালাতো না।
    কি জানি! আমার এরকম ই মনে হয়। সত্যি নাও হতে পারে।চৈতী তো এখন ও বুড়িয়েই গেছে। নাহয় তন্ময় এর সঙ্গে থেকেই বুড়ি হতো!তবুও যাকে ভালোবাসে তার প্রতি বিরক্ত হয়ে ফিরে আসতো না।আসতো-- বেড়াতে!
    :-) ভালো থাকবেন।

    নতুন বন্ধু(তিল)

    সব ছোট রাস্তায় কি বড় রাস্তায় মেশে? কিছু কিছু রাস্তা শেষ হয় কারো বাড়ির উঠোনে!
    জানিনা যা বলতে চাইলাম বুঝলে কি না।
    চৈতীর খবর আমিও আর জানিনা।
    :-)
  • Nina | 66.240.33.37 | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৯425446
  • কলিয়া
    এবার দ্বিতীয় অধ্যায় শুরু কর দিকিনি :)
    সাবালিকা চৈতী ও তার পথচলা---অনেক চৈতীরা হয়ত তাতে উপকৃত হবে!
  • til | 220.253.187.47 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৭425447
  • কলিদি,
    নিনা ঠিকই বলেছে,শুরু করে দাও দ্বিতীয় ভাগ।
  • Jhiki | 124.81.82.83 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৪১425449
  • Yes আগে বঢ়ো।
  • til | 210.193.178.129 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৯425450
  • কলিদি,
    চৈতীর হয়ে একটা ব্লগ লেখো- রোজনামচা আর কি। আমদের যে তাকে ভাল লেগে গেছে গো, খুউব!
  • koli | 115.187.38.71 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ২০:৪৯425451
  • হিহিহিহিহিহি
  • til | 220.253.187.47 | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:০৮425452
  • আমরা অপেক্ষা করছি- we are waiting!
  • koli | 115.187.38.89 | ২৩ জুলাই ২০১০ ২০:৫৪425453
  • koli | 115.187.38.89 | ২৩ জুলাই ২০১০ ২১:০৪425454
  • কলি আবার চৈতীর গপ্প নিয়ে এ পাতায় আসবে বলছে। আপনারা কি অনুমতি দেবেন?
  • Nina | 64.56.33.254 | ২৩ জুলাই ২০১০ ২২:২৬425455
  • চৈতীর সবতাতে বিশ্বজনের অনুমতির কি দরকার--- তার প্রাণ যা চায় সে তাই করে দেখুকই না এবার-----
    অপেক্ষায় রইলাম----
  • til | 220.253.181.44 | ২৪ জুলাই ২০১০ ০৩:৩৫425456
  • চৈতী কই গেল?
  • koli | 115.187.37.175 | ২৪ জুলাই ২০১০ ১০:১৪425457
  • গল্প পরবর্তী চৈতী সংবাদ---

    "বুড়িইইইইই'-- ফোনটা বাজছে তখন থেকে ওঠাচ্ছিস না কেন রে?
    আসছি আসছি--- ফোন ধরলো চৈতী,
    হ্যাঁ টুপুর --কতদিন পর। কেমন আছিস? জবাবে যা যা বললো সেটা শুনে চৈতীর এতটুকুও মন টা খুশী হলোনা। ওর সঙ্গে ওর প্রেমিকের সম্পর্ক শেষ হয়ে গেছে।কাঁদছিলো মেয়েটা ফোনেই। চৈতী বললো--একদম কাঁদবি না। কি হয়েছে বল আগে।
    টুপুর বললো-- বলবো তোকেই সবকিছু। আসছি কাল।

    টুপুর এলো। ঘটনর সারমর্ম হলো--যখন কলেজে পড়তো তখন যেহেতু সবকিছু রঙীন রঙীন লাগতো, তাই সেসময় ওরা দুজনে ভেবেছিলো সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পথে যা কিছুই ঘটুক না কেন ওরা ওদের ভালোবাসার জোরে সব জয় টয় করে নেবে।কিন্তু সেটা যে হয় না তা চৈতীর চেয়ে ভালো মনে হয় টুপুর জানেনা। তো যেটা হলো--মেয়েটির বাড়িতে অনেক যুদ্ধ টুদ্ধ করে সবাই যদিও রাজী হলো কিন্তু ছেলেটির বাড়িতে কেউ ই মেনে নিলো না। ছেলেটির মা বলেছে আমরা মাড়োয়াড়ী আর টুপুর বাঙালী। তাই তোদের দুজনের এ সম্পর্ক যদি থাকে আমি আত্ম্যহত্যা করবো। ছেলেটিও যথারীতি মায়ের মুখের দিকে চেয়ে টুপুরকেই প্রত্যাখ্যান করা ঠিক মনে করলো।। ভেঙ্গে গেল আরো একটি সুন্দর ভালোবাসার সম্পর্ক। চৈতীকে মনে করিয়ে দিলো ওর একসময়কার বর্ণময় বিবর্ণ অতীত..............
  • til | 220.253.181.44 | ২৪ জুলাই ২০১০ ১০:৫৩425458
  • আরে এ তো টুপুরের সংবাদ, চৈতীর কথা, চৈতীর খবর জানতে চাই।
  • koli | 115.187.37.15 | ২৬ জুলাই ২০১০ ২১:০৪425461
  • টুপুরের মন ভালো করার জন্যে চৈতী প্রসঙ্গ পাল্টালো----
    এই জানিস আমাদের ট্যাপা র সঙ্গে কি হয়েছে? আরে তোর মনে নেই ট্যাপা রে--আমাদের উৎপল কুমার!
    টুপুর বললো কি হয়েছে, আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে মেয়েটা।
    চৈতী বললো -আর বলিস না কি অবাক কান্ড! বাবু প্রাইমারী টিচার হওয়ার পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডমিট কার্ড কালেক্ট করতে গ্যাছে। সেখানে নাকি ওর সঙ্গে ওর ছোটবেলার এক বন্ধুর দেখা হয়, ছেলেটি অন্য লাইনে দাঁড়িয়েছিলো। বন্ধুকে খুঁজে পেয়ে ফোন নম্বর আদান প্রদান হলো। টুপুর বললো--ধুর-- এখানে কান্ডের কি দেখলি তুই চৈতী!
    আরে শোন না--চৈতী ওকে থামিয়ে দিয়ে আবার বলতে শুরু করলো-- উৎপল এর পেছনেই নাকি একটি মেয়ে দাঁড়িয়েছিলো। সেই মেয়েটি জানিস কি করেছে!
    কি?
    মেয়েটি সেই ফোন নম্বর টা মেমোরাইজ করে নিয়ে ওকে সন্ধ্যেবেলা ফোন করেছে?
    টুপুর বেশ অবাক হলো-- বলিস কি?কেমন দেখতে মেয়েটি?
    চৈতী বললো --আর বলিস কেন?আমাদের ট্যাপাকে চিনিস না? সে তো খেয়াল ই করেনি যে ওর পেছনে ছেলে দাঁড়িয়েছিলো না মেয়ে! আর তুই বলছিস কেমন দেখতে?
    এইসব হাল্কা কথাবার্তায় টুপুর কিছুটা শান্ত হলো। চৈতীর চেষ্টা কিছুটা স্বার্থক হলো।
    টুপুর ই এবার অন্য দিকে কথা ঘোরালো-- তুই কেমন আছিস পুজি...
    হুঁ টুপুর চৈতীকে ভালোবেসে ঐ নামেই ডাকে
    ......... মনে করতে শুরু করলো চৈতী--- ও কেমন আছে?কেমন আছে মনে করতে গিয়ে কেমন ছিলো এতদিন?কেমন করে কাটালো এতগুলো বছর... সব মনে পড়ছে চৈতীর। কিন্তু টুপুরের সামনে ও কিছুতেই এসব মনে করে মেয়েটাকে আর ও কষ্ট দিতে পারবেনা। তাই অন্য কথাবার্তা বলে ও টুপুরকে বাড়ি ফেরার জন্য এগিয়ে দিলো।। বাকি ভাবনা ও নাহয় একাই ভেবে নেবে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন