এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিছক ই একটা গল্প---

    koli
    অন্যান্য | ০৯ ডিসেম্বর ২০০৯ | ১৫৪৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 115.184.10.63 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৪২425395
  • নতুন কলিকে - যে প্রতিবাদ নিরুচ্চার তা ইন্দ্রিয়গ্রাহ্য নয়, তাই প্রতিরোধযোগ্যও নয়। তাই তা আঘাত করে দেরীতে কিন্তু আহতকে চুরচুর করে দেয়। এবং সেই চুরচুর হয়ে যাওয়াটাও অন্যের ইন্দ্রিয়গ্রাহ্য নয়। চৈতীর মা-বাবা-দাদা নিজেদের চোখেই ছোট হয়ে যায়। তারপরেও সব কিছুই ঠিকঠাকই চলে, কারন চলতেই হয়।

  • Nina | 72.45.133.34 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ০৯:১৩425396
  • আচ্ছ চৈতীর দাদা, বাবা মা এরা এরপর কি চৈতীর ভাল করবে?? চৈতী ভাল আছে মানে কি?বেঁচে আছে---না রোজ খাচ্ছেদাচ্ছে, ঘুমোচ্ছে, ভালই তো আছে-----চৈতীর ভাল থাকাটা কি---কলি ই ই ই ই
  • koli | 115.187.41.64 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৪১425397
  • হুঁ কল্লোল দা...ঠিক ই সব চুরচুর হয়ে ই যায়---তবুও সব ঠিকঠাক চলে....kaaraN chalatei hay.

    didi :-) aami Jaa balabo taai taai i to tumi bale dile. bhaalo aachhe meyeTaa, kheye, parhe, ghumiye!
    eTaai to bishwaasaghaatakataar shaasti balo? eTuku or praapu i chhilo. taai haasimukhe mene niyechhe to
    ...
  • koli | 115.187.41.64 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৪২425398
  • ইস!!!! কি বিচ্ছিরি :( বাকিটা ইনজিরি তে গেলো কেনো???????????
  • til | 220.253.71.161 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৬425399
  • কলিদি এই টইটাতে এমন হাই স্ট্যান্ডার্ড সেট করে দিলো যে, অন্য কিছু লেখার কথা ভাবাই যাচ্ছে না।
  • kallol | 115.184.67.127 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:১০425400
  • তিলের নাড়ু আর আমসঙ্কÄর কোন তুলনা হয়? আমরা তিলের নাড়ুও চাই।
  • debu | 98.164.252.40 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৪425401
  • কলি তুমি ই কি চৈতী??
  • kallol | 115.184.67.127 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:২২425402
  • ক্যান, আফনে কি তুন্ময়?
  • Nina | 72.45.133.34 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৩425403
  • না কলি, এ ঘোর অন্যায়! চৈতী এমন কোনও দোষ করেনি যে তাকে মরে বেঁচে থাকতে হবে। গান্ধীজী বলেছিলেন:
    "
    অপরাধি কো ইতনা ভি দন্ড নহি দেনা চাহিয়ে কি উও অপাহিজ হো জায়ে"

    কার ওপর অভিমান করে চৈতী নিজেকে এত কষ্ট দেবে---তার দাদা কি নিজের কোনও সুখ জলাঞ্জলি দেবে, তন্ময় কি দেবে? দোষ শুধু একা চৈতী ই করেছে? এ কেমন বিচার, কার বিচার--এ মস্ত বড় ভুল চৈতীর।

  • kk | 67.187.111.178 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৩425405
  • হুঁ, এই একই নাম হয়ে গিয়ে আমার নিজেরই মাঝে মাঝে সব গুলিয়ে যায়। এই কলিকে কেউ কিছু বলে আমি ভুলে এক এক সময় ভাবি আমাকেই কেউ ডাকলো বোধহয়। ভারী মুশকিল! ভারী মুশকিল!
    কল্লোলদা, এই কলি গুরুতে আসার পর থেকে আমি kk নামে লিখছি, যদিও এতদিনকার নাম ছেড়ে অন্য নামে লিখতে একটু নড়বড়ে লাগে। আপনি আমার পুরোনো লেখার কথা বললেন, ভালো লাগলো। সত্যি আমার লেখার ধরণ এই কলির লেখার থেকে টোটালি আলাদা। এরকম আমি কোনদিনই লিখতে পারবোনা।
  • koli | 115.187.41.64 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৪425406
  • চৈতী আমি? না না।

    কল্লোল দা :-) একটু হাসলাম আপনার প্রশ্নটা পড়ে ...

    নিনা দি,

    সে অর্থে দোষ হয়তো কেউ করেনি। হুঁ ভুল করেছিলো ওরা দুজন। কষ্ট ও পেয়েছে তো।
    তন্ময় বেচারা তো এসব গন্ডগোলের মধ্যে নিজের মেজ ভাইটি কে ও হারিয়েছে। আর ওর জন্যে বাবা মা কে ও জেল এ থাকতে হয়েছে। ওর কি কষ্ট কম হয়েছে বলো? কিংবা হয়তো এখনো ও চৈতী কে মনে করে কষ্ট পায়! সে খবর কেউ রাখেনা তো। চৈতী ও না।

    আর চৈতী? তার নিজের জীবন নিয়ে সে কি করবে সেসব এখনো অন্য রা ঠিক করে দেয়।

    কিন্তু বিশ্বাস করো... ভালো ই আছে মেয়েটা। যা পেয়েছিলো, পেয়ে হারিয়েছিলো, পেতে পারতো... এসব নিয়ে ও আর কিচ্ছু ভাবে টাবে না :-)

    কৃষ্ণকলি দিদি,

    :-) আমি আসলে খেয়াল ই করিনি আপনি কলি নামে লেখেন। প্রথমদিন ""হলেও হতে পারতো প্রেম '' এ লিখে বুঝতে পারলাম :-(।

    আপনার লেখা তিনবছর আগে আমার একজন খুব প্রিয় মানুষ আমাকে পড়তে দিয়েছিলো। সেদিন থেকেই আমি মুগ্‌ধ :-)
  • til | 220.253.71.161 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৫৫425407
  • কলিদি,
    ব্যস, প্লীজ আর কিছু লিখো না চৈতীর সম্বন্ধে। আমরা তাকে ভালবেসে ফেলেছি, তার সুখ দু:খের ভাগী হতে না পারলেও, সমব্যথী হতে পেরেছি।

    চৈতীকে আমরা ভুলবো না, যেমন Tess কে ভুলিনি, ভুলিনি Katerina Katusha কে, পারু কে, মাধবীলতাকে।
    একটাই বক্তব্য, আমার মতে জীবন একটাই, এভাবে কষ্ট বেছে নেয়া? নাহ, কেউ দাম দেয় না গো, শুধু শুধু কষ্ট পাওয়া!
    তন্ময় কি মনে রাখবে? কেউ রাখে না! মানুষ পুত্রশোকও ভুলে যায়!

  • kk | 67.187.111.178 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ২১:৫৮425408
  • থ্যাংকিউ কোলি :)
  • kity | 131.95.30.233 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৪425409
  • আসলে অন্যের কথায় মাথা কাত করতে করতে এরকমই হয়ে যায় যে অন্যেই ঠিক করে দেয় সব, নিজের ইচ্ছা অনিচ্ছার দাম দেয় না। কিন্তু সে তো মানুষজীবন নয়, সেতো রোবটের মতন!

    চৈতীর টার্নিং পয়েন্ট ছিলো সেদিনই যেদিন ও ঐ কংসদাদার বিরুদ্ধে গর্জে উঠে বলতে পারতো "নিজের চরকায় তেল দাও। আমি তোমাদের সম্পত্তি নই। আমাকে ঠিক করতে দাও নিজের জীবন নিয়ে আমি কী করবো! তোমাদের ফুটানিআলা বড়লোকী নিয়ে তোমরা থাকো, আমাকে আমার কল্যাণকুটিরে যেতে দাও।"

    সে পারে নি সেদিন, কংসদাদা যখন ভয় দেখাচ্ছিলো সে সুইসাইড করবে, তেজী চৈতী বলতে পারতো, "মর, মর তুই। তোর মতো শয়তান মরলে দুনিয়ার ভার কমে। কিন্তু তুই তা পারবি না, তোর সে সাহস নেই। বোনের সুখ যার সহ্য হয় না, সে সাক্ষাত শয়তান ছাড়া আর কী?"

    পারে নি, হয়তো চৈতীর বড় হওয়ার পথে ছিলো এরকম সব নিয়ম, খুব কোমল মেয়ে হতে হবে, মাথা কাত করে হ্যাঁ হ্যাঁ বলে যেতে হবে, ক্ষমতাওয়ালা দাদার অন্যায়ের বিরুদ্ধে কিছু বলা যাবে না। দাদা তো না, ডেমিগড!

    আমাদের দেশের হাজার হাজার "চৈতী" এভাবেই হারিয়ে যায়, নিজের পায়ে দাঁড়ানো আর তাদের হয় না, তাদের মেরুদন্ড নরম করার প্রসেস যে জন্মের আগে থেকে শুরু হয়ে যায়!

    তবু কোনোদিন কোনো "রুক্মিনী" কোনো "রাজিয়া" কোনো "কল্পনা" পেরে যাবে, সেই আশাতেই বেঁচে থাকে দেশ, অন্ধকারের দানবরা ধ্বংস হবে সেই আশাতেই বেঁচে থাকে দেশ।
  • koli | 115.187.36.109 | ১৫ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৩১425410
  • খুব সুন্দর বলেছেন kity....
  • de | 59.163.30.3 | ১৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩২425411
  • আমি kity কে ডিট্টো দিলাম, গল্পের শেষ টা পড়ে আমারও এমনই মনে হচ্ছিলো, এতো বেশী নরম মেয়েরা কেন হবে? চৈতীর ভবিতব্য সে নিজেই ঠিক করেছে -- আর কেউ তার জন্য দায়ী নয়!
  • koli | 115.187.41.243 | ১৫ ফেব্রুয়ারি ২০১০ ২০:১৮425412
  • ঠিক!
  • Nina | 66.240.33.38 | ১৫ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪৯425413
  • আমিও কিটি ও ডে'র সঙ্গে একমত।
    অন্যায় যে করে, ও
    অন্যাত যে সহে
    দুজনেই সমান দোষী।

    তিলের কথাও খুব খাঁটি, মানুষ পুত্রশোক ও ভুলে যায় ।

    তাই চৈতী ন্যায় ও সত্যের পথে এগিয়ে চলুক। অন্যায় না করে এবং অন্যায় সহ্য না করে।

  • Dalia | 83.83.40.194 | ১৫ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪৪425414
  • til
    বাজারে নামের অভাব পড়ে নাই, নাম খুঁজিবার লোকের অভাব পড়িয়াছে।
  • koli | 115.187.37.195 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৪৬425416
  • হুঁ নিনা দি।
    ঐ ভুলের পর চৈতী আর কোন ভুল করেনি হয়তো।
    তোমাদের সবার কথা ওর কাছে পৌঁছে দিলাম। ও নিশ্চই মেনে চলার চেষ্টা করবে :)....

    ডালিয়া দি!

    ভালো আছো?
  • til | 210.193.178.129 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৯425417
  • কলিদি,
    কিছু কিছু ভুল বড় সাংঘাতিক; হাওড়াতে গিয়ে ER এর ট্রেণ ভুল করে SER এর লাইনে চেপে পড়া; রাউরকেল্লা পৌঁছেগিয়ে- এইরে ধানবাদ এলো না এখনো!
    চৈতী ভুল করেনি; বাইরে থেকে বলা সহজ, কিন্তু ওর জায়গায় থাকলে অনেক রাজা উজীরও ভুল করে বসবে!
    তবে হ্যাঁ, যদি আর চারটে মাস দেরী করতো! সেটা অবশ্যই ভুল; যে মেয়ে ১৭-৮ এ বাড়ী থেকে চলে যাবার মনের জোর রাখে তার পক্ষে এইটুকু খেয়াল রাকা কি উচিত হতো না?
    আবার, আমি বলার কে, এরকম ভুল আমিও কি করিনি!
  • Jhiki | 124.81.82.83 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৩425418
  • কলি, তোমার লেখা খুব সুন্দর, বিশেষ করে চৈতীর প্রেম এ পড়ার জায়গাটা। তুমি please আরো অনেক মন কেমন করা প্রেম এর গল্প লেখো। আজকের গল্প, সিনেমা সব কিছুতেই প্রেম কেমন ঝুপ করে চলে আসে। তোমার গল্পে সেটা বেশ বিলম্বিত লয় এ এসেছে, এবং আমি বা আমার মত অনেকেই তাদের প্রেম এ পড়ার দিঙ্গুলো আবার ফিরে পেয়েছে তোমার লেখা পড়ে।
    তবে সেশ টা নিয়ে কিছু বক্তব্য অছে। আর এক দিন হাতে সময় নিয়ে লিখব। এখন একটু কাজাতে হবে।
  • Jhiki | 124.81.82.83 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৪425419
  • দিনগুলো
    শেষ
  • ranjan roy | 122.168.213.81 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৩425420
  • জীবনে অপশনগুলো এমন স্পষ্ট সাদাকালো ছকে আসে না। জীবনের রং খয়েরি। যে চৈতী অ্যাদ্দিন দাদার আদরে বড় হয়েছে সে কি করে একদিনে সেই দাদাকে বলবে সে কংস!
    বরং ভাববে আমার দাদাটা কি করে এমন হয়ে গেল? কেন আমার কষ্ট বুঝতে পারছে না!

    দাদার দিক থেকে ভাবুন--- আমার বন্ধুটি আমার বিশ্বাস ভঙ্গ করে নাবালিক বোনকে ফুসলে ঘরের বাইরে এক অনিশ্চিত জীবনের দিকে নিয়ে গেছে। আমি চাই বোনকে বাঁচাতে, পাজিটাকে শাস্তি দিতে।
    দেখুন না একই ঘটনার পরিপ্রেক্ষিতে মাওবাদী দের হত্যার নিন্দায় রাজদীপের এবং রাষ্ট্রযন্ত্রের হত্যার নিন্দায় মুখর অক্ষদার বক্তব্য!
    ব্যাপারটা হল কে কোথায় দাঁড়িয়ে দেখছেন।
    জীবনে এমন কঠিন ধর্মসংকট আছে বোলেই না( শ্যাম রাখি না কুল রাখি) মহৎ ট্র্যাজেডি জন্ম নেয়।
    খালি সাদা কালো গুডি-ব্যাডি হলে ওটা মেলোড্রামা হবে।
    চৈতির গল্পে গভীর ট্র্যাজেডির উপাদান আছে নি:সন্দেহে।
  • Rajdeep | 202.79.203.59 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৩৪425421
  • রঞ্জনদা :)) কি কইসেন মাইরি !
  • kity | 131.95.30.233 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২০:২৩425422
  • শয়তান চিনতে বেশী সময় লাগার কথা নয়। ও হাবেভাবেই টের পাওয়া যায়। একেবারে হঠাৎ তো নয়, চৈতীর প্রেমের একেবারে শুরু থেকেই তো অকথ্য গালাগাল ঐ "দাদা"ই করতো! আসলে বোনের ভালো করার ইচ্ছে না কাঁচকলা, বোন নিজের ইচ্ছেয় প্রেমে পড়ে তাদের হাতের বাইরে চলে যাচ্ছে, প্রভুত্বপ্রিয় কংসরা এটা সইতে পারে না। তাদের ক্ষমতা চাই, যেকোনো মূল্যে।

    আসলে আমাদের দেশে এই শয়তানি চলে আসছে বহু দিন, একে মহ্‌ৎ ইত্যাদির মোড়কে মুড়ে আমাদের মেয়েদের মেরুদন্ড জেলি করে রাখার ষড়যন্ত্রও চলে আসছে সঙ্গে সঙ্গেই। এই মহ্‌ৎ দাদারা ঘুষ দিয়ে পুলিশ হাত করে, এরা ক্ষমতা ফলিয়ে হুমকি দেয়, সেইসব অপরাধ কিন্তু চাপা পড়ে যায়।

    সবচেয়ে বিরক্ত লাগে পুলিশ অফিসার যখন বলে "আপনি কোনো চাপে পড়ে এসব বলছেন না তো! আমাকে বলতে পারেন কোনো অসুবিধা থাকলে!" আরে!!! তোকে বলবো আবার কি? ন্যাকা!!!! ঘুষ খেয়ে পেট মোটা করে রেখেছিস তো শুরুর আগে থেকে! পয়সা যার তার কথায় ঘাড় হেলাবি, ন্যায় ট্যায় আবার কী !!!
  • kity | 131.95.30.233 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩০425423
  • মনে হয় অফিসার না, ম্যাজিস্ট্রেট বলেছিলো কথাটা। তবে হরেদরে সবই এক। টাকার কাছে সব নাচে।
  • Nina | 66.240.33.34 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২০:৪৫425424
  • চৈতী এবার কি করবে? এখন সে কোন পথে জীবনটাকে নিয়ে যাবে----তার দাদা এখন তার ভালর জন্য কি করছে?! চৈতীর ভবিষ্যত কি?
  • koli | 115.187.39.172 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২১:০৮425425
  • এই রে!
  • koli | 115.187.39.172 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২১:৫৮425427
  • :( কেন যে ছোট হলাম। নাহলে এরকম গভীর একটা আলোচনায় আমিও কিছু বলতে পারতাম :(। সবাই কি সুন্দর লিখছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন