এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিছক ই একটা গল্প---

    koli
    অন্যান্য | ০৯ ডিসেম্বর ২০০৯ | ১৫৪৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 115.184.14.66 | ১১ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৪৫425362
  • নিনাকে দুহাত তুলে। আমার কেমন বারবার মনে হয় ২৪ ঘন্টার সম্পর্কে কিছু গন্ডোগোল আছে। বড় বেশী মানিয়ে চলা।
  • debu | 72.130.151.116 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৩425363
  • কলি ?
    চৈতি দের কি সহবাস হয়েছিলো?
    আরে অসভ্য প্রশ্ন না ।।।।।উকিল দের technical question
    কেস টা অনেক দুর কোর্টে গরাবে তাই জিগাই লাম
  • koli | 115.187.54.171 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৯425364
  • :) সত্যি তো বাচ্চাদের মন নেই?

    হুঁ বিবাহ পরবর্তী সব সম্পর্ক যেমন হওয়ার কথা.. সব ঠিকঠাক ছিলো।

    ভুল ছিলো হয়তো ১৮ হওয়ার আগে পালিয়ে বিয়ে করা!
  • koli | 115.187.54.171 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১০425365
  • জেলের নিরাপতা হেফাজতে গিয়ে পৌঁচায় চৈতী।সেখানে গিয়ে ও ওর শাশুড়িকে দেখতে পায়। বৌ মা কে দেখে ডুকরে কেঁদে ওঠেন উনি।
    -- আমার ছেলেতাকে খুব মেরেছে না রে? তুই কি এখন কোর্ট থেকে এলি? কি বললি সেখানে?
    -- আমি সব মিথ্যে বলে এলাম মা। কোন কথাই রাখতে পারিনি। এইভাবে পুরো ঘটানা শাশুড়ি কে বলে চৈতী।
    -- অঝোরে চোখের জল পড়তে থাকে ওনার। আর শুধু বলেন-- কেন যে ছেলেটা কিছু না বুঝে এসব করতে গেলো। আমাদের কষ্টের কথা বলছি না। তোদের তো জীবনটা মাটি হয়ে গেলো।
    চৈতীর কিচ্ছু বলার নেই। চুপ করে পাথর হয়ে বসে থাকে ও।
    দুদিন কোর্ট বন্ধ তাই দুদিন ওকে এখানে থাকতে হবে। এই দুদিন সময় পায় ও অনেক কিছু ভাবার। কিন্তু ভেবে কিছুই সুরাহা করতে পারেনা।তন্ময় এর মা ও জোর করেননি কিছু ভাবতে। কিন্তু তবুও চৈতী একটা চিঠি লেখে তন্ময়কে, ওর মা'র হাত দিয়ে পরে কখনো ও পাবে এই আশায়--

    শোন,

    আমি কিছুই করতে পারিনি গো। আমাদের সব শেষ হয়ে গেছে।তুমি একটুও ভেঙ্গে পোড়ো না।
    এইখান থেকে জীবনের একটা নতুন শুরু কোরো। দাদা আমকে বলেছে কেস তুলে নেবে। কেন আমি এমন করলাম, সে নাহয় আজ আর নাইবা শুনলে।
    বাবা মা ভাই বোনেদের কথা ভেবে নিজেকে স্থির কোরো। আমার কথা সব ভুলে যেয়ো।আমি তোমার জীবনে দু:খ আর অপমান ছাড়া আর কিছু কোনদিন আনতে পেরেছি বলে তো মনে ই পড়ে না।
    বাঁচতে তোমাকে হবেই। সে যে কোন মূল্যেই হোক। আর ভালোভাবে বাঁচার চেষ্টা কোরো।
    এই চিঠি তুমি পাবে কিনা জানিনা, তবু বলি, এইটাই তোমার সনএ আমার শেষ যোগাযোগ। আর কখনো কোনদিন ই হয়তো আমাদের দেখা হবে না।
    তাই এটুকু বলি ভালোবাসায় কোন ভুল ছিলোনা। আজ ও ভালোবাসি এক ই রকম।জানি তুমিও।
    ভালো থেকো। বিয়ে করে সংসারী হয়ো। আমাদের দুজনের একসঙ্গে সংসার তো করা হলো না একদিন ও। ৬৬ টা দিন শুধু পালিয়েই বেড়ালাম।যাক আর কি হবে। আমি ভালো থাকবো।আমার জন্যে ভেবোনা।

    রাখি।

    মা কে চিঠি টা দিয়ে চৈতী বলে --মা এটা ওকে দেবেন। আর আপনিও আমাকে কোনদিন ক্ষমা করবেন না।
    আমি তাই চাই। আপনার ছেলেকে একটু সামলে নেবেন। এই ঝামেলা টা মিটে গেলে ওর একটা বিয়ে দেবেন, খুব ভালো একটা মেয়ের সঙ্গে। আমার তো আর হোলোনা মা।
    বিশ্বাসঘাতিনী চৈতী র প্রতি ও মায়ের ভালোবাসা র অভাব হয়নি সেদিন। বুকে জড়িয়ে ধরে মা ওকে বলেন--
    চুপ কর তুই। আমি জানি কেন তুই এসব করেছিস। তোর প্রতি আমার কোন রাগ নেই রে। আশীর্বাদ করি তুই যেন ভালো থাকিস।
    কাঁদতে কাঁদতে চৈতী বলে--আমি ভালো থাকবো না। কোনদিন আমি ভালো থাকবোনা।তবু যদি ও ভালো থাকে
    সেই শুনে মনে একটু শান্তি পাবো। এছাড়া এই জীবন থেকে আমার আর চাইবার কিছু নেই। বিশ্বাস করুন।

    দুদিন পর আজ কোর্ট এ যাবে চৈতী। শাশুড়ি মায়ের মুখের দিকে তাকানোর আর ক্ষমতা নেই ওর। যাওয়ার সময় ওনাকে প্রণাম করে বলে-- আসি মা। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে।
    মা শুধু বলেন-- আশীর্বাদ করি, ভগবান যেন তোকে কষ্ট সহ্য করার অসীম ক্ষমতা দেন।আয়। সাবধানে থাকিস।
    চলে যায় চৈতী, ভালোবাসা ছেড়ে.....
  • til | 210.193.178.129 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৪০425366
  • কলিদি,
    "আমার তো আর হলো না মা"

    লাইনটা পড়ে বড় কষ্ট পেলাম গো। সেই জেমন 'একবার বিদায় দে মা ঘুরে আসি" শুনলেই বুকের ভেতরটায় কেমন করে ওঠে!

    তুমি এত ভাল লেখো, এত দরদ দিয়ে! কোথায় পেলে দিদি?
  • til | 220.253.71.161 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৫৬425367
  • যেমন not জেমন।
    ডান কানা হয়ে লিখেছিলাম। এই রকম সহজ বানান ভুল বড্ডো চোখে লাগে, যেন ক্যাট্রিনা কেফের সুন্দর ছবি অথচ নাকের ডগায় শুকনো পোঁটা !
    --
    আরে ভুল না ভূল? কোনটা? ধুস!
  • M | 59.93.173.69 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৩425368
  • কলি,
    সত্যি মনটার গুরুত্ব বড় কম গো। যত তাকে কম পাত্তা দেওয়া যায় ততই ভালো থাকা যায়।

    জেমস,
    সত্যি মশাই আপনাকে নিয়ে আর তো পারা যায়নাকো।

    আমার ও মনে পড়ে গেলো, সুনীল কোথায় যেন ল্যাখছিলেন, সুন্দরী মেয়েরা অ্যা করতে যায় ভাবতেই ক্যামন লাগে , অন্য ভাবে এই কথাটাই বলেছিলেন।আমি একটা আসরে কিসের পরিপেক্ষিতে বলেছিলেম, আর এক বন্ধু বেশ সুন্দরী, কি ভীষন থমকে গেলো, ওর সুন্দরী জীবনে এমন ধারা বেখাপ্পা কথা শোনেনিকো।

    শেষে একটু সামলে বলেছিলো, তাতে কি? অ্যা করাটাকে প্রেজেন্টেবল করলেই তো ল্যাঠা চোকে।যেমন ধুপ জেলে ফুল সাজিয়ে।আমি আবার বোকার মতো বললাম, তাতে বাজে গন্ধ আরো বাজে হয়ে ওঠে। আর আমাকে মারতে ছুটেছিলো।

    ও কলি এত দু:খু দিলে , তাই আমরা নিজেরাই নিজেদের হাসানোর চেষ্টালাম।
  • til | 220.253.71.161 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৩৫425369
  • এই টই জিনিষ টা বেশ মজার তো! লিখুন, ক্লিক করুন আর ছাপা।
    ধন্যবাদ বিগ M, আপনার জন্যেই জানতে পারলাম, নিনা কেও ধন্যবাদ।
    ---
    btw আমার ভাই শকুনের চোখ, কি আর করা!
  • Nina | 66.240.33.37 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ২০:২৪425370
  • সত্যি আমারও দারুণ ভাল লাগছে গুরু তে চট পোস্ট আর ঝট দেখতে পাওয়া। বড় M তেকোনা আর সামরুকে থ্যাঙ্কু, ওদের ডাকে সাড়া দিয়ে এই রত্নভান্ডারের খোঁজ---আর এখন কলিয়া নেশাই ধরিয়ে দিয়েছে--দুদিন পর স্নো ঠেলে আফিসে এসে গুরু নিয়ে বসে আছি :)

    কলিয়া, তোর গল্প তো গলায় আটকে গেছে আমার--এত হতাশা কিসের চৈতীর? সে সাবালিকা হবার পার আর তাকে কে আটকাবে? চৈতীর দাদা কি গুন্ডাগিরি করবে? তাহলে সে কেমন দাদা! এতাবৎ কাল দু:খ করে এসেছি নিজে only child বলে ----নিজের ভাই যদি এমনতর ও হয় তো দুষ্টু গরুর চেয়ে শুন্য গোয়ালই ভাল!!(আমি রেগে গেছি)
  • kity | 131.95.30.233 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০২425372
  • আসলে যাই হয়ে থাকুক কলি, গল্পে চৈতীতন্ময়কে জিতিয়ে দিন, প্লীজ। ঐ কংসদাদাটাকে ধ্বংস করে দিন। ব্যাটা নির্লজ্জ বেহায়া, টাকা দেখিয়ে সব কিনে নিতে চায়, মিথ্যে প্রতিশ্রুতি দেয়, ভয় দেখায়। ও জানে না গোকুলে বাড়ে কৃষ্ণ!
  • til | 220.253.71.161 | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ০২:৪৫425373
  • কই গো কলিদি, লেখা কই?
    এখানে লেখা তার পর চ্যাট, যদি দেখেছি লেখা বন্ধ করে চ্যাটাচ্ছো, ভাল হবে না কিন্তু।
    এই না হলে গল্প! ফিলা' র নিনা থেকে ব্যায়লার এম রূদ্ধশ্বাসে অপেক্ষা করছে পরের কিস্তির জন্য।
    আমি যে কেন এমনি লিখতে পারি না!
  • Nina | 66.240.33.47 | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ০২:৫১425374
  • ঠিক ঠিক , কলিয়া লেখা কই?

    অর তিলের নাড়ুর জন্ন্যিও হন্ন্যি হয়ে বসে রইচি গো!
  • koli | 115.187.36.125 | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ০৯:০২425375
  • :)
  • koli | 115.187.36.125 | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ০৯:১৪425376
  • কোর্টে এনে চৈতী কে কাঠগড়ায় তোলা হলো। অন্যদিকে ওর বাবা দাঁড়িয়ে। অসুস্থ্য, সদ্য অপারেশন হওয়া। তাই সোজা হয়ে দাড়াতে পারছেন না।
    বাবাকে দেখে চৈতীর কষ্ট হলো খুব। তন্ময় কে ভালোবেসে ঘর ছেড়েছে বলে এমন তো নয় যে বাবা মা এর প্রতি টান কমে গেছে!
    বিচারক জিজ্ঞেস করলেন --- আপনার সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি কে?
    -- আমার বাবা। সংক্ষিপ্ত উত্তর চৈতীর।
    -- যেতে চান ওনার সঙ্গে?
    -- হ্যাঁ। বলে চুপ করলো চৈতী। যেটা বলতে পারলোনা সেটা হলো।। আমার কাছে কি আর কোন অপশন আছে নাকি? যেতে চাইনা বললে কি আমাকে শশুড়বাড়ি পাঠাবেন?
    যাক এসব কিছুই বলা হলো না তো ওর।
    কিসব কাগজপত্রে সাইন করিয়ে মুক্তি দেওয়া হলো ওকে।পাশে দাঁড়িয়ে দাদা সেদিন বলেছিলো-- আমি আমার কথা রাখবো।

    বিশ্বাস করেছে চৈতী। একটাই তো জীবন যা হোক করে কেটেই যাবে। সবাই ভালো থাকবে আর কি চাই।

    বাড়ি নিয়ে গিয়ে সবার জড়িয়ে ধরিয়ে কান্না টান্না মিটলো। চৈতী এমন ছিলো যেন কিছুই হয়নি। শুধু মা কে জড়িয়ে ধরে নীরবে অনেক কেঁদেছিলো সেদিন। আর কেউ বুঝুক না বুঝুক মা তো সব জানে। বোঝে মেয়ে র সব হারিয়ে গেছে!

    কেস তুলে নেয়নি দাদা। কেস চলতে থাকে। কেস টা করেছিলেন চৈতীর কাকা, তাই শুনানির দিন উনি গিয়ে হাজিরা দিতেন। তন্ময় আর ওর পরিবারের সবার জামিন এ মুক্তি হয়। আর কেস চলতে থাকে।
    এর মধ্যে চৈতীরা সপরিবারে অন্য শহরে চলে যায়। আর তন্ময় কে কখনো দেখতে পাবেনা চৈতী।

    একসময় হাজিরার অভাবে বা যে কোন কারণে আস্তে আস্তে কেস উঠে যায়। সময় নাকি সব ঠিক করে দেয়। এটাও হয়তো তাই হবে.....

    অনেকদিন পর চৈতী কানাঘুষো য় শুনতে পায়-- তন্ময় বিয়ে করেছে।
    খুব খুশী হয় চৈতী। তন্ময় ওর কথা রেখেছে এই ভেবে এত শান্তি হয় ওর যে বলার নয়!
    এভাবেই সব কিছু একদিন ঠিক হয়ে যায়। আপাতভাবেই হয়তো কিন্তু তবুও হয় তো?

    আর চৈতী? আছে তো ভালো ই! একা, নীরব আর নিরীহ!

    গল্প হয়তো এখানেই শেষ... শেষটা আমার মনের মত হয়নি যদিও। তবুও এমন ই হয়েছিলো তাই কি আর করি।তো কি আছে সারাজীবন থাকা গেলো না একসঙ্গে! জীবনের ৬৬ টা দিন তো ছিলো ওরা ভালোবেসে কাছাকাছি!...........................................................
  • koli | 115.187.36.125 | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ০৯:১৭425377
  • kity

    পারিনি ওদেরকে জেতাতে.... যদিও নামটা ছিলো "" নিছক ই একটা গল্প'' তবুও সত্যি তো তাই পারিনি :-)

    সবাইকে অনেক অনেক অনেক ধন্যবাদ এই রকম উড়ে এসে (জুড়ে!) বসা একটা গল্প সবাই পড়েছেন । খুব ভালো লেগেছে।অনেক পেলাম গুরু তে এসে :-)
  • til | 220.253.71.161 | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৪৩425378
  • নিছক এই গল্পের শেষ পাতাটা হারিয়ে গেলেই বোধ হয় ভল হতো। ভাবতাম- কি হলো, কি হলো তারপর। সেটা বরং ভালই ছিল।
    --
    রেলগাড়ীর কামরায় যদি হঠাৎ দেখা হয় তাদের? এই আশায় থাকবো, জানিয়ো কিন্তু।
    --
    সবাই বলো:-
    কলিদি ইজ গ্রেট।
    গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট...............
  • ranjan roy | 122.168.228.118 | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৯425379
  • টিলের সঙ্গে গলা মেলালাম।
  • Lama | 117.194.226.140 | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:১২425380
  • গলা মেলালাম। উঠে দাঁড়িয়ে।
  • Nina | 72.45.133.34 | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৭425381
  • খুব সুন্দর লিখেছিস---বকিটা আমরা যে যার মতন করে ভাবতে থাকব।
    তিলের সঙ্গে আমিও গলা মেলালাম
    কলি ইজ গ্রেট
  • M | 59.93.161.34 | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৭425383
  • কলি, আমিও..........
  • debu | 72.130.151.116 | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩৩425384
  • চৈতি দাদার থ্রেট এর জন্য এরকম টা হয় নি তো? তন্ময় এর ক্যরেক্টার টা কেমন যেনো মেলাতে পারলামনা
    overall গল্পো টা ভালই
    যাই এখোন মাই নেম ইস খান দেখে আসি
  • til | 220.253.71.161 | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৪৯425385
  • ইয়েস, সেটাই ভাল, সেখানে গল্প মিলবে, বাঁধা ছক ধরে।
    -
    জীবন কি DVC র খাল, যে ড্রয়িং বোর্ডের লাইন মেনে চলবে?
  • koli | 115.187.38.90 | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪৪425386
  • শুনেছি তন্ময় অনেক অপেক্ষা করেছিলো চৈতী র ফিরে আসার! এক তরফা আর কত অপেক্ষা করবে---- তাই হয়তো সবাই জোর করে বিয়ে করিয়ে দিয়েছে হবে।

    আসলে আমি ও ঠিক ক্লিয়ার করে লিখতে পারিনি তো তাই মেলাতে অসুবিধে হয়েছে :)।
    যাক--- গল্প তো শেষ।। অবশেষে তাহারা alag alag! সুখে বাস করছে হয়তো!
  • kallol | 115.184.103.60 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪০425387
  • মন খারাপ ও কি ভালো লাগার? মাঝে মাঝে খুব অস্থির লাগে। মেঘে ডাকা তারা দেখে কষ্ট হয় - ভালো লাগে! কলি তোর লেখায় কেমন একটা মগ্ন সয়ে যাওয়া আছে। সেটা শুধু এই লেখাটায় নয়। অনেককাল আগে, বোধহয় গুরু ৮ এ লিখেছিলি মন খারাপ মন ভালো, তারপর গুরু ১১এ জিহ্ব। ও দুটো লেখাই ""নিছক""এর চাইতে চরিত্রে একেবারেই আলাদা। কিন্তু কি আশ্চর্য তিনটে লেখা পড়ে (আজ আবার পড়লাম) ঠিক ঐ মেঘে ঢাকা তারার মত কষ্ট হয় - ভালো লাগে!
    মন খারাপের সাথে মন ভালোর আলাপ কি হয় নি? তারা কি এতোটাই অচেনা। তবে কেন কষ্ট হয় - ভালো লাগে!
    বিন্নীকে চিনি, চৈতীকেও। সকলেই ভালো থাকার চেষ্টা করে। অনেকটা সময় ভালো-ও থাকে। ভালো থাকা ছাড়া উপায় আছে কি? ভালো তো থাকতেই হয়। মন খারাপ, কচিৎ কখনো - তেমন একটা একলা সময় পেলে। তারও কি জো আছে!
    তম্নয় কি বিয়ে করেছিলো? খুব সম্ভবত:। কিন্তু তন্ময় এখন একলা সময়ে থাকে।
  • debu | 72.130.151.116 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৩425388
  • তিল: ডিভিসি র খাল , বহু বছর পোরে শুন্‌লাম ।।।তুমি কি যদু বংশের?

  • til | 220.253.71.161 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩৪425389
  • @ দেবু,
    না, আমি পাক্কা Shaivite
    কিন্তু কি এসে যায়!
    --
    @ কল্লোল,
    ঠিকই বলেছেন। কলিদির আগের লেখা আমি পড়িনি, একটু রেফারেন্স দেবেন তো।

  • SS | 128.248.169.66 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ০২:২৭425390
  • কল্লোলদা ও til,
    'মন খারাপ- মন ভালো' কৃষ্ণকলি/kali'র লেখা। এই koli তো নতুন কলি।
  • kallol | 115.184.85.40 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ০৮:০৪425391
  • তাই তো ও কলি তো এ কলি নয়। দুজনের লেখার ধরন একেবারে আলাদা। আমি তাই লিখেওছিলাম মন খারপ-মন ভালো আর জিহ্ব চরিত্রে নিছকের চাইতে একদমই আলাদা। কিন্তু দুই কলির লেখাতেই একটা অদ্ভুত কষ্ট আছে - যাকে বিষন্নতা বললে কিছুই বোঝানো যায় না। কেমন যেন নীরব সয়ে যাওয়া, কেমন যেন নিরুচ্চার প্রতিবাদ।
  • koli | 115.187.37.13 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ০৮:২৪425392
  • হুঁ কল্লোল দাদা.... আমি নতুন কলি :-)।
    কি অদ্ভুত! গল্পটা লেখার আগে এই গল্প কেউ পড়তে পারেন সেটাই ভাবতে পারিনি, অথচ ....

    কিন্তু প্রতিবাদ কারো শ্রবণেন্দ্রিয় এর ধারে কাছে ও পৌঁছায় কি না কে জানে...
  • til | 220.253.71.161 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৩৭425394
  • এই জন্যেই নাম ধাম আরও স্পষ্ট করে লেখার প্রয়োজনীয়তা রয়েছে; আমি নিজেও সেই দোষে দোষী যদিও।
    ছোট m, বড় M, a ইত্যাদি কনফিউজ করতে বাধ্য, তার ওপর আবার kyw, vte ইত্যাদি সব নাম।
    ip ঠিকানা? ধ্যুস তাতে কি হয়!
    বাজারে নামের কি অভাব পড়িয়াছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন