এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিছক ই একটা গল্প---

    koli
    অন্যান্য | ০৯ ডিসেম্বর ২০০৯ | ১৫৪৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • koli | 115.187.59.198 | ১৯ আগস্ট ২০১০ ০৯:৩৯425495
  • দিদি---------
    তুমি আর অন্তুন বন্ধু মিলে এমন ক্যালালে তো! নড়তে টাইম লাগলো যে! :-)
  • koli | 115.187.59.198 | ১৯ আগস্ট ২০১০ ০৯:৩৯425496
  • নতুন বন্ধু*
  • koli | 115.187.59.198 | ১৯ আগস্ট ২০১০ ১০:০৩425497
  • চৈতী আকাশ পাতাল ভাবতে ভাবতে একসময় কি যেন মনে হলো-- ও নিজেও দীপ্ত কে ভালোবাসে হয়তো।তাই সেদিন দীপ্ত'র কথার উত্তরে শুধু বলেছিলো-"আমিও'
    সেটুকু শুনে দীপ্ত আর কিছু জিজ্ঞেস করেনি চৈতীকে।
    ওরা দুজন মিলে একটা দেখা করার ডেট ঠিক করে।সেদিনটায় দীপ্ত'র জন্মদিন। চৈতী বলেছিলো-- এরকম একটা বিশেষ দিনে তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে? তোমার বাড়ির লোক,বাকি বন্ধুরা এদের সবাইকে বাদ দিয়ে আমাকে দেবে সেই সময়টা? অবাক হয়েছিলো চৈতী।
    দীপ্ত বলেছিলো-- বিশেষ দিন?তবে কেন সে দিনটা একজন বিশেষ মানুষের সঙ্গে কাটাতে পারিনা চৈতী? বলো?
    চৈতী কোন উত্তর দেয়না। দীপ্ত বলতে থাকে-- তুমি কি করে আসবে? কলেজ থেকে?কি বলবে বাড়িতে? তুমি তো বাড়িতে না জানিয়ে কোথাও যাওনা চৈতী?
    -- হুঁ মিথ্যে কথা বলতে হবে,ভেবে নি একটু। টুপুর হয়তো হেল্প করতে পারে এ ব্যাপারে।
    তুমি ভেবোনা। যা হোক করে আসবো ঠিক।
    এদিকে চৈতী ভাবছে অন্য কথা। এটা কি ঠিক করছে ও? দীপ্ত তো ওর অনেক কথাই জানেনা। একটা সম্পর্কে জড়িয়ে পড়ছে ঠিক ই কিন্তু দীপ্ত কে এইরকম অন্ধকারে রাখা কি ঠিক হচ্ছে ওর? ঠিক কি ভুল কে জানে। কিন্তু চৈতীর সাহস নেই সবকিছু দীপ্তকে জানাবে।উচিত অনুচিত ভালো মন্দ ভাবতে ভাবতে সত্যি ই ক্লান্ত লাগছে চৈতীর।

    মা আজ না সেলাই এর দোকান থেকে জামা কাপড় গুলো আনার কথা? আমি কলেজ থেকে ফিরে নিয়ে আসবো? টুপুর ও যাবে বলছিলো ওর কি একটা কাজ আছে।আজ তো তাড়াতাড়ি ছুটি হবে। ফিরে খেয়ে দেয়ে বেরোবো?-- এইভাবে চৈতী বেরোনোর প্ল্যান করলো।
    মা বললেন-- ঠিক আছে যাস, তাড়াতড়ি ফিরিস।
    --হ্যাঁ হ্যাঁ সন্ধ্যের আগেই চলে আসবো।আচ্ছা এখন গেলাম মা।
    --হ্যাঁ আয়। ছুটি র পর তাড়াতাড়ি আসবি। আমি ভাত নিয়ে বসে থাকবো কিন্তু।
    --আচ্ছা মা , বলে চৈতী চলে গেলো কলেজে।
    সেখানে গিয়ে টুপুরকে সব বললো। বলেই পড়লো আকাশ থেকে।
    --আমি যেতে পারবো না রে পূজি।
    --সেকি! আমি তাহলে কি করে যাবো?
    হাসলো টুপুর। -- ভালো ই তো হলো। তুই আর দীপ্ত দা দুদন্ড নিজেদের কথা শুনবি আর বলবি!আমি গেলেও তো মিছিমিছি কাবাব এ হাড্ডি হবো!
    --দুর কি যে বলিস না! তুই বুঝি আমাকে জানিস না? আমি একা একা কি করে ম্যানেজ করবো বল?
    --না রে পাগলী, তোকে ম্যানেজ করতে হবে না, দেখবি দীপ্ত দা -ই সব ম্যানেজ করে নেবে।আসলে কি বলতো, মাসী আজ একটু বিকেলে বাড়ি থাকতে বলেছে, কি নাকি দরকার আছে তাই।-
    --আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু খুব রাগ করলাম তোর ওপর।
    --তুই আর রাগ?হতেই পারেনা!
    --আচ্ছা হয়েছে থাম!
    এরপর ক্লাস শেষ হলে বাড়ি ফিরলো চৈতী।মোবাইলে এস এম এস এলো--" আমি ৩ টে নাগাদ সাব-ওয়ের পাশে দাঁড়িয়ে থাকবো। তুমি তোমার সুবিধে মত চলে এসো- দীপ্ত'
    এখানে বলে রাখি-দীপ্ত চৈতী'র ছবি ও দেখেনি এর আগে।কি করে কে কাকে চিনবে সে ব্যাপারে ওদের মধ্যেই অনেক প্রশ্ন ছিলো। দেখা যাক - বলে অজানার সন্ধানে পাড়ি দিলো দুজন।।।।।।।।।
  • jayanti | 59.178.46.101 | ১৯ আগস্ট ২০১০ ১৩:৫০425498
  • ও কলি,

    ৩টে বাজটে আর কটো দেরি?
  • jayanti | 59.178.46.101 | ১৯ আগস্ট ২০১০ ১৩:৫২425499
  • বাজতে,কতো
  • Nina | 64.56.33.254 | ২০ আগস্ট ২০১০ ০০:১০425500
  • কলি --ভয়ঙ্কর বাজে ভাবে থামতে শিখেছিস লেখায়--একটা কটমটে স্মাইলি
  • ps | 117.201.114.133 | ২১ আগস্ট ২০১০ ২০:৪৯425501
  • কলি, ধৈর্য্য রাখা মুশকিল,একটু হাত চালিয়ে ভাই।

  • Nina | 68.36.163.248 | ২২ আগস্ট ২০১০ ০১:১০425502
  • কলিয়া, চ্যাটানোর সময় আছে আর লেখার সময় নেই?? নাকি চৈতীর দীপ্তর সঙ্গেই চ্যাটাচ্ছিস ;-))
  • koli | 115.187.54.179 | ২২ আগস্ট ২০১০ ১৩:০৭425503
  • :-) দিদি প্রশ্নের উত্তরটা গল্পে ই তো পাবে!
    ps এই তো লিখছি। একটু বেশি দেরী করে ফেলেছি :( sorry
  • koli | 115.187.54.179 | ২২ আগস্ট ২০১০ ১৩:৩০425505
  • পৌণে চারটের সময় সাবওয়ের সামনের রাস্তায় অটো থেকে নামলো চৈতী।
    সাবওয়ের সিঁড়ির সামনেই একটা চশমা পড়া ছেলে দাঁড়িয়ে ছিলো। সুদীপ্ত---
    চৈতীকে এগোতে দেখেই এগিয়ে এলো। চৈতী বললো--সরি সরি একটু দেরী হয়ে গেলো! হ্যাপি বার্থ ডে :-)
    হাসলো দীপ্ত-- থ্যাঙ্ক ইউ
    দুজনে তারপর রাস্তার ধারে একটু হাঁটলো।--কেমন আছো?
    চৈতী বললো-- হুঁ ভালো আছি। কিন্তু তুমি আমাকে চিনলে কি করে!
    -- তুমি ও তো আমাকে চিনলে! কি করে?
    হাসলো চৈতী-- এই যে শোন? প্রশ্ন করলে আবার উল্টে প্রশ্ন করতে নেই জানোনা?
    --আচ্ছা , করবোনা।

    --চলো তো আমি একটা দোকানে যাবো। বৃষ্টি ও পড়ছে।
    --দোকানে যাবে?কি কিনবে? জানতে চায় দীপ্ত।
    --একটা সোয়েটার কেনার ছিলো। মা বললো যাচ্ছিস যখন কিনে আনিস।
    --আচ্ছা চলো।

    কিনে টিনে দোকান থেকে বেরোতেই বৃষ্টি একটু কমলো। দীপ্ত চৈতীকে নিয়ে একটা চা এর দোকানের সামনে দাঁড়ালো।
    -- ভাই দুটো চা দাও তো।
    -- এই না আমি চা খাবোনা এখন! সঙ্গে সঙ্গেই বারণ করলো চৈতী। এক্ষুণি ভাত খেয়ে এলাম যে, তুমি খাও, অনেকটা দূর থেকে এলে যে।
    --নাও এই প্যাকেট টা ধরো তো।
    --কি আছে ওতে?জানতে চইলো দীপ্ত।
    --একটা ছোট্ট গিফ্‌ট।
    --গিফ্‌ট আবার কেন? বুড়ো বয়েসে জন্মদিনের গিফ্‌ট দেয় কেউ!
    হেসে ফেলে চৈতী!
    --আমি তো বুড়ি নই!
    --নও? এই যে সেদিন বললে বাড়িতে তোমায় সবাই বুড়ি বলে ডাকে!
    --বেশ ডাকে তো ডাকে। আমি এখন যাবো।
    --কোথায়?আমার সঙ্গে?
    -নিয়ে যাবে? নিয়ে গেলে যেতে পারি।
    --হম্ম নিয়ে যাবো কটা দিন পর।চলো তোমায় অটো তে তুলে দিয়ে আসি।
    অটোয় উঠে বসলো চৈতী।-- তুমি সাবধানে ফিরো।
    --হুঁ ফিরবো চৈতী। ভালো থেকো।
    --টাটা।।।

    এই হলো দীপ্ত আর চৈতীর প্রথম দেখা হওয়ার গল্প................
  • koli | 115.187.54.179 | ২২ আগস্ট ২০১০ ১৩:৩৮425506
  • বাড়ি ফিরেই দীপ্ত'র প্রত্যাশা মতো চৈতী একটা এস এম এস করে দেয়।--আমি ফিরে গেছি। তুমিও ফিরে খবর দিও কেমন?
    রিপ্লাই আসে-- হম্ম দেবো। তুমি একদম এক ই রকম চৈতী! যেমন আমি তোমাকে ভেবেছিলাম। কি করে এত টা মিললো তোমার সঙ্গে আমার ভাবনার , জানিনা!
    -- আমি জানি দীপ্ত, পরে কখনো বলবো। বইইইইইইইই।
    -- :) বেশ, বলবে কিন্তু।

    এইভাবে আরো কতগুলো দিন কেটে যায়। দীপ্ত ছেলেটি খুব ই ভালো, কেয়ারিং, সবসময় চৈতীর খবর নেয়, বাড়ির সবাই কেমন আছে জানতে চায়। চৈতীও যতটা ওর মন থেকে আসে ততটা করার চেষ্টা করে।সম্পর্ক ক্রমে পরিণত হতে থাকে.... আর তারপর ই হয়তো আবার বাজবে যুদ্ধের দামামা, বাজলে বাজুক, এবার আর চৈতী নিজেকে দুর্বল হতে দেবেনা বলেই ঠিক করে। এবারে ও চৈতী একাই যোদ্ধা। কারণ দীপ্ত কে এসব কিছু তো সে জানায় নি। না কোনদিন জানাতে পারবে। উচিত অনুচিত, ভালো মন্দ এসব কিচ্ছু না ভেবে বেমালুম চেপে যায় চৈতী,ওর অতীত এর কিছুই জানেনা দীপ্ত।চৈতী মনে করে বর্তমান টা তে যদি ও দীপ্ত র সঙ্গে কিছু খারাপ না করে তাহলেই হবে। অতীত দিয়ে কি হবে? কেউ কি অতীতে বাঁচে?না ভবিষ্যতে বাঁচে? মানুষ তো শুধু বর্তমানে বাঁচে। এগুলো নিতান্ত ই চৈতীর ধারণা।
    পাঠক , আপনাদের কি মত?বলবেন একটু?
  • ps | 117.201.115.252 | ২৩ আগস্ট ২০১০ ০১:২২425507
  • একদম ঠিক। মানুষ শুধু বর্তমানে বাঁচে। শুধু এই মুহূর্তে। অতীত স্মৃতি মাত্র, আর ভবিষ্যত স্বপ্ন।
  • til | 220.253.188.98 | ২৩ আগস্ট ২০১০ ০২:২২425508
  • জীবন একটাই, কেউ কথা রাখে না; কেউ মনেও রাখে না। এগিয়ে চলো, এগিয়ে চলো- চরৈবেতি না কি যেন বলে।
    জীবনে ভুল কে না করে কিন্তু একটি ভুলের জন্য বাকী জীবন নষ্ট হতে দেয়া? সে যে বড় ভুল!

    তবে চৈতী যেন সুদীপ্তকে যাচাই করে নেয়, ছেঁদো বাঙালী সেন্টিমেন্ট তো; তাই সবকথা খুলে বলাই ভালো আর প্রতিজ্ঞা - যেন ভবিষ্যতে এই প্রসঙ্গ না ওঠে।
    এনজয় লাইফ, ঠিক এই মুহূর্তে কত কত লোক হাসপাতালের ICU তে মৃত্যুর সাথে লড়াই করছে, যুদ্ধক্ষেত্রে মাইনের আঘাতে কাতরাচ্ছে। তার চেয়ে তো চৈতী বা আমরা ভাগ্যবান, নয় কি?
    আর এই জীবনকে চলে যেতে দিলে লক্ষ কোটি, অযুত নিযুত বছরেও তো ফেরৎ আসবে না। উইল বি গন ফর এভার!

    চৈতী, মুভ অন। বাট অন ইয়োর টার্মস, সমানে সমানে; ভিক্ষার ঝুলি হাতে নিয়ে নয়।

  • sana | 114.78.56.200 | ২৩ আগস্ট ২০১০ ০৫:৩১425509
  • til কে 'ক'। একদম ঠিক। চৈতি চরৈবেতি। সবকিছু জানিয়ে মাথা উঁচু করে এগিয়ে চলো।
  • M | 59.93.175.95 | ২৩ আগস্ট ২০১০ ১১:৫৭425510
  • :)
  • koli | 115.187.54.27 | ২৯ আগস্ট ২০১০ ১০:২৪425511
  • সবার সুন্দর মতামতের জন্যে অনেক ধন্যবাদ :)।
    আচ্ছা এবার আবার গল্পে যাই-----------

    আজকাল চৈতী আর দীপ্ত রোজ কথা বলে। এক কথায় বলা যায় চুটিয়ে প্রেম করছে। কলেজ যাওয়ার পথে সেখান থেকে ফেরার সময় কতবার যে কথা হয়....মাঝে মাঝে চৈতী বলে--আচ্ছা এইতো আর কদিন পর কলেজ শেষ হয়ে যাবে আমার। কিছু ভেবেছো?তখন কি করে কথা বলবো?দীপ্ত বলে--সে যবে শেষ হবে দেখা যাবে। এখন সেসব নিয়ে দুশ্চিন্তা কোরো না।আমি ভাবছি কি করা যায়।আশ্বস্ত হয় চৈতী। দীপ্ত নিশ্চয় ই সব ঠিক করে দেবে।দীপ্ত র মনে ও যে ভয় নেই তা নয়।তাই তো সেদিন ও নিজেও চৈতীর কাছে জানতে চাইছিলো--আচ্ছা চৈতী? তুমি কখনো আমাকে ভুলে গিয়ে বাড়ির লোকের ইচ্ছে মত ছেলেকে বিয়ে করে চলে যাবে নাতো? খুব রেগে যয় চৈতী-- কেন এরকম মনে হচ্ছে তোমার? যদি কখনো দূরে চলেও যাই, জানবে সেটা করা ছাড়া আমার আর কোন উপায় ছিলো না। আর অন্য কাউকে বিয়ে? সে নিয়ে কোন মন্তব্য ই নিÖপ্রয়োজন দীপ্ত। আমি তোমাকে ছাড়া ও বাঁচবো যেভাবেই হোক। কিন্তু তোমার বদলে অন্য কাউকে সঙ্গে নিয়ে নয়। এইটুকু মনে রেখো। ও হ্যাঁ আরেকটা কথা... তুমি কিন্তু চাইলেই যখন ইচ্ছে আমায় ছেড়ে চলে যেতে পারো।
    এইবারে রেগে যায় দীপ্ত-- চুপ করবে তুমি?
    -- আচ্ছা বেশ চুপ করলাম।কিন্তু ব্যাপারটা সত্যি ই ভাববার মত! ধরো যদি তুমি অন্য কারো সঙ্গে প্রেম ট্রেম করো.........
    দীপ্ত কটমট করে হয়তো ওর দিকে তাকালো--এই রকম ধরে নিয়ে চৈতী নিজেই চুপ করে গেলো।
    -- কী হলো?বললে না পুরোটা?
    --না থাক
    --কেন?বলো ই না শুনি কী বলছিলে
    --না বাবা!! রেগে গিয়ে ফোনটাই না ছুঁড়ে ফেলে দাও!
    -- হে হে, তুমি কী করে জানলে রেগে গিয়েছি?
    -- হম্ম হম্ম জানি জানি।

    দিনগুলো খুব সুন্দর কাটছিলো। না চৈতী এখনো দীপ্ত কে ওর অতীত জীবনের কথা জানানোর সাহস পায়নি। ও ধরেই নিয়েছে দীপ্ত সব জানতে পারলে এক মুহূর্তে ওকে ছেড়ে চলে যাবে। আর সে কষ্ট চৈতী কিছুতেই সহ্য করতে পারবে না।এর চেয়ে এই ই ভালো। হয়তো এতে দীপ্ত কে ঠকানো হচ্ছে.. তবুও....

    রোজকার মত আজ ও দাদা ফোন করে। মাকে বলে-- মা, বুড়ি'র জন্যে একটা ছেলে দেখেছি। আমি মেল করে সব ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। ওকে বোলো সব কিছু দেখে তোমাদের দিতে। ওখানে ছবি , ওদের ফোন নম্বর আর যা যা দরকার সব আছে। ছেলেটি খুব ভালো। আমি খোঁজখবর নিয়েছি। বাকিটা তোমরা দেখে নাও। আর বোনকেও জিজ্ঞেস করে নিও, ও যেমন চায়। আমাদের তো ঐ একটা মাত্র বোন। ওর কোনরকম কষ্ট হোক সেটা আমরা কেউ ই চাই না।
    সব শুনে মা বলেছিলো, আচ্ছা আমি ওকে বলবো। তারপর মা দাদাদের কুশল সংবাদ জানতে চেয়ে বাকী কথা শেষ করে ফোন রেখে দিলো।
    চৈতী কে ডাকলো-- বুড়ি একবার এদিকে আয় তো।
    কিছুটা অন্দাজ করতে পেরেছিলো চৈতী, মা আর দাদার কথোপকথন শুনে। ভয়ে আর দুশ্চিন্তায় কেঁদে ফেললো মেয়েটি।মা বললো-- কী রে! কাঁদছিস কেন?কী হয়েছে মা?বল আমাকে?
  • til | 220.253.188.98 | ২৯ আগস্ট ২০১০ ১৪:১২425512
  • উফ, এই কলি মেয়েটি ভাল সিরিয়াল রাইটার হবে; এমন এমন জায়গায় এসে বিরতি নেয়! মোটেই ভাল মেয়ে নয়, বিচ্ছু নম্বর ওয়ান!
  • koli | 115.187.59.58 | ২৯ আগস্ট ২০১০ ১৪:৫৮425513
  • একি!!!! আমার মত এত ভালো একটা মেয়েকে বলে কিনা বিচ্ছু!!!
    :-)
  • koli | 115.187.59.68 | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১০:৩৪425514
  • এরপর চৈতী মাকে সব জানায় দীপ্ত'র কথা। তারপর যা যা হওয়ার এবং হওয়ার নয় সবকিছুই হয়। প্রচুর শান্তি অশান্তি হয়ে টয়ে যাওয়ার পর---সবাই সব মেনে নেয়। অশান্তি চলাকালীন কিছু অপ্রীতিকর কথাবার্তা হয় দীপ্ত আর চৈতী'র পরিবারের লোকেদের সঙ্গে। তাই এখন যখন সব ঠিক হয়ে গেছে, দীপ্ত আর ওর পরিবার ঠিক করেছে চৈতী আর দীপ্ত র বিয়ের পর--ওরা আর চৈতীর দাদা দের সঙ্গে কোনরকম সম্পর্ক রাখবে না। চৈতী অবশ্য এই সিদ্ধান্তের মধ্যে নেই। সে দীপ্ত কে ও সেটা জানিয়ে দেয়।সে কাউকে পাওয়ার জন্যে কাউকে ত্যাগ করবে না, করতে পারলেও করবে না।
    গল্পে আর কিছু বাকী নেই--এখানেই শেষ।একসময় কত কি ঝড় বয়েছে... এখন সব ঠিক হয়েও মনে হয় ঠিক না হলেই যেন ভালো ছিলো। বিয়ে----ওদের দুজনের? কবে হবে কেউ জানেনা এখনো।হবে কোন একদিন.... গল্প শেষ।

    সবাই ভালো মন্দে থাকুন :-)
  • kallol | 221.135.132.142 | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৪:২৫425516
  • এটা কীঈঈঈঈ হলো।
    তোকে লোকে সিরিয়াল সিরিয়াল বলে ভয় পাইয়ে দিলো , তাই এরকম একটা যেমন খুশী শেষ করে দিলি?
    যাই হোক। খুদ খোদার ওপর কে খোদকরী করবে।
    চৈতী ভালো থাকুক।
  • koli | 115.187.37.143 | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২০:৩২425517
  • :-) না না আসলে এখনো এতটা ভারী লেখা লেখার মত বড় হইনি যে!! তাই কল্লোল দা----

    বা রে! শুধু চৈতী ভালো থাকবে বুঝি! সুদীপ্ত?ও ভালো থাকবে না??
  • Nina | 64.56.33.254 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০১:৩১425518
  • আরে এটা কি হল?! বিয়ে কবে হবে কেউ জানেনা মানে? কেন জানেনা? বিয়েটা এমন ঝুলেই বা আছে কেন? এই কলিয়া, ফাঁকি মেরে জেমন তেমন করে শেষ বলে দিলি? :-০
  • til | 220.253.188.98 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০৩:৩৮425519
  • এই বিয়েতে পুষ্পবৃষ্টি হবেই আমি দৈববাণী করে রাখলাম।
  • Nina | 68.36.163.248 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০৮:৪৩425520
  • ;-) তৈলবাণী বল!!
    :-)))))
  • kallol | 221.135.132.139 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০৯:২৮425521
  • কি জানি। তবে ওটা মানলুম না, যে তুই বড় লেখার মতো বড় হোস নি।
    চৈতী ছাড়া অন্য কাউকে নিয়ে তেমন ভাবিনি, তাই............., সকলেই ভালো থাক, সকলেই।
  • koli | 27.251.4.98 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ১৬:১৬425522
  • :-)
  • arup | 79.51.155.207 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ১৯:৪৩425523
  • জমসে ভালো-ই। কোলি কিয়া বাত হায়! কল্লোলবাবু, এতো কম দেহি ক্যান আপনারে?
  • Sudipta | 117.194.200.13 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ২১:১১425524
  • আমি ভালো নেই।
  • koli | 115.187.39.52 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ২১:১৫425525
  • সুদীপ্ত!!!একি!!!! কে আপনি!

    অরূপবাবু :-) থ্যাঙ্কু থ্যাঙ্কু
  • chaiti | 198.82.21.58 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ২১:১৭425527
  • আমি কিন্তু দিব্য আছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন