এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • বসন্তের গান

    ranjan roy
    গান | ১৫ জানুয়ারি ২০১০ | ২৯৪৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | 14.96.105.72 | ১০ নভেম্বর ২০১১ ০১:২৮436867
  • ফাটিয়ে দিয়েছো গুরু !
  • Nina | 69.141.168.183 | ১০ নভেম্বর ২০১১ ০৫:০৩436868
  • মনভরে গেল ----কথামালাদের এই অপরূপ সাজ দেখে--
  • Tim | 198.82.28.248 | ০৬ ডিসেম্বর ২০১১ ০৪:০৮436869
  • কীটলাগা দূর কলিকাতা, আর ঝোড়ো হাওয়া টইটম্বুর
    মেঘের পর্দা সরে রাধিকার মনে প্রতিদিন
    তার ঘরে নেই-আলো ঝাঁক ঝাঁক জোনাকির মায়া
    শিয়রেই হাতপাখা, জ্বরজারি, জলের প্রলেপ।

    কীটলাগা কলকাতা, পাখনায় জালের বাতাস
    তোবড়ানো আকাশেও ধোঁয়ার ফোয়ারা ওঠে স্থির
    রাধিকার হাতব্যাগে দশটা টাকার নোটে ঘুণ
    রেলের চাকার সাথে মেশে তার নূপুরের ঘ্রাণ।

    যদি সেই সমান্তরালে কেউ হাঁটে, ক্রমাগত
    হলদেটে তুলোট কাগজে মোড়া রাধিকার দেশ
    সেই জল জংলায় নোনাধরা পাঁশুটে দেওয়ালে
    আলগা হাতের ছাপ, আবছায়া, কুয়াশায় লীন।
  • kahiptaashaa | 198.175.62.19 | ৩১ মার্চ ২০১২ ০২:৫৮436870
  • জলের কাছে স্বপ্ন বলে
    নিজের কাছে বিষাদ, জনহীন
    লিখছে সারা দেওয়াল জুড়ে
    কাঠপুতুল সুতোয় বাঁধা দিন
    খুচরো চাই অনেক দিনই
    জনবিরল শহর রোদে জ্বলা
    নদীর ব্রিজ উড়াল পুল
    বালিকা শুধু গুনছে ছোটবেলা
    অন্ত্যমিলে, অঙ্কে ভালো,
    মিজরাপেও তুমুল ওঠে সুর
    বিষাদকাঠি ছুঁইয়ে দেয়
    জলের নিচে শ্যাওলা মাখা তল
    ছুটছে ট্রেন দেনমোহর
    মূল্য ধরে দিয়েছে কানাকড়ি
    জলের তলে বালিকা তার
    গুনছে সব স্মৃতির ঘরবাড়ি
    সবুজ রং ঘাটের গায়ে চক্ষু বোঁজা
    বিষাদ লেগে আছে
    বালিকা তার স্বপ্ন বলে
    রাত্রিভর জলতলের কাছে
  • Tim | 98.249.6.161 | ৩১ মার্চ ২০১২ ১২:০০436871
  • আলোটা জ্বেলেই আজ স্বপ্ন দেখেছি সারারাত
    বিদায়ী ছুটির মত সাগ্রহে, কিছু ক্ষণ ধরে
    বাতাস বাষ্পময় আর্দ্রতা নিজের খেয়ালে
    বালিকার কাঁচাঘুম জমেছে ফোঁটায়, অনাদরে
    স্বপ্ন দেখেছি সারারাত, সারাদিন কেটেছে বিভোর
    গুমোট গ্রীষ্মদিন, দুপুরের কিছু অবসর
    ঘুঘুডাক আঁজলায়, বালিকার ফুটিফাটা প্রেম
    ছেঁড়া চিঠি, অনন্ত ফুটে ওঠা কথার দোসর
    আলোটা জ্বালাই ছিলো, আরামদায়ক ঘুমঘোরে
    স্বপ্নে বালিকা তার ঘর আঁকে সরলরেখায়
    একফালি টালিচাল, দিনপঞ্জিকা একেটেরে
    সেই অবকাশে কেউ দাঁড়িয়েছে তার জানলায়

  • dd | 110.234.159.216 | ৩১ মার্চ ২০১২ ১৬:১৩436872
  • ক্ষী ভয়ানক সব ভালো ভালো কবিতা লিখছে এই নিষ্পাপ নব্বইএর শিশুরা।

    আমি অবাক হয়ে পড়ি এবং পড়ি।
  • Nina | 69.141.168.183 | ৩১ মার্চ ২০১২ ২২:৫৯436873
  • সত্যি!! আম্মো তাজ্জব!
  • kahiptaashaa | 198.175.62.19 | ০৪ এপ্রিল ২০১২ ০১:১৮436874
  • চোখ ধাঁধানো বিষন্নতায় আমরা যখন শিকার খেলি
    আমরা যখন নিজের গুহায় অন্ধকারে উল্লসিত
    আমরা যখন বিষাদ থেকে অন্ধকারে পালিয়ে আছি
    বাইরে তখন ওঁৎ পেতেছে চোখ ধাঁধানো গ্রীষ্মবিষাদ
    আমরা যখন রক্তশীতল একপা দু'পা পতঙ্গজীব
    আমরা যখন লুকিয়ে রাখি আস্তিনে রাত চন্দ্রকলা
    আমরা যখন লেভেল ক্রসিং ভাবতে থাকি পাথর নুড়ি
    বাইরে তখন জিহ্বা প্রবল চক্ষে আগুন বিষাদবেলা
    আমরা যখন খুঁজতে থাকি এমন দেশটি, আত্মপক্ষ
    সামলে রাখি কর্জ এবং ভাগ্য গুনে জ্যোতিষ পাথর
    খিড়কি দুয়ার সিঁড়ির বাঁকে পিতলমাজা নামের ফলক
    বাইরে বড় বিষন্নতা ছুটির মত তীব্র মোহে
    বাইরে বড় গ্রীষ্মকালীন রোদের মত বিষন্নতা
    বাইরে বড় শহর এবং জেব্রা ক্রসিং নিয়ম মত
    বাইরে বড় মৃত্যু শীতল কিংবা রোদের ছন্নমোহ
    আমরা কেবল নদীর ধারে বিষন্ন আর জলের খেলা
  • Nina | 69.141.168.183 | ০৪ এপ্রিল ২০১২ ০৮:২৫436875
  • কেন গো কবি, বসন্ত এত বিষাদমাখা কেন? বিষাদ মধুরও নয়---শুধুই বিষন্ন-সুন্দর!
  • Tim | 128.173.39.100 | ২৫ এপ্রিল ২০১২ ০৮:৩১436877
  • নানান বৃত্তে ঘাপটি মেরে, অন্য বাসায়
    কাঙাল তাহার হাত পেতেছে, ঝোলায় আসন
    বিদ্রুপে তার ভয় করেনা, ভয়ের গোড়ায়-
    জল ঢেলেছে চাবুক খিদে, শীতার্ত ত্বক।
    সাট্টা-জুয়া, শস্তা মদে খেলার শহর
    নেশায় মাতাল, অন্ধকারে হেলায় পেরোয়
    কাঙাল তাহার পাকসাটে রাত জড়িয়ে ধরে
    ফুটপাথে রাত, গর্ভে ছিন্ন দিনের আলো

  • kahiptaashaa | 68.46.95.16 | ২৫ এপ্রিল ২০১২ ০৮:৫৯436878
  • অহেতুক সাঙ্গ হল গ্রীষ্মবেলা
    নিরাপদ রাত্রি পেরোয় সঙ্গোপনে
    মৃতপ্রায় ব্রহ্মস্বরূপ অন্ধকারে
    তাহাদের ভাত মারা যায় হাতের টানে
    মূলাধার সহস্রদল তন্ত্রাভিলাষ
    শব্দের তৃষ্ণাপাগল ছমক ছবি
    মরে যায় অতীত যেমন টেবিলটপে
    রাধিকার আবছা আলো নদীর কিনার
    শিশুদের অর্থব্যাতীত ধ্বনির ছাঁচে
    তাহাদের দেওয়াল তোলা এপার ওপার
    বয়ে যায় আগুনখেকো রেলের দোলা
    বেঁচে যাওয়া উদযাপনের জীবনবীমা
    ধরতাই ছন্দে এবং কথার পাকে
    বালিকার একূল ওকূল অকূলপাথার
    কাঙালের পাকসাটে রাত জড়িয়ে ধরে
    বৃত্তের বাইরে থেকে অন্য পাকে
  • Tim | 128.173.39.100 | ২৫ এপ্রিল ২০১২ ১০:১৪436879
  • বৃত্তের বাইরে থেকে অন্য সীমায়
    সীমা নেই, হোঁচট খেয়ে চলার তাড়া
    হাতে হাত, ভাতের খেয়াল তাড়ির গেলাস
    বিশুদ্ধ দ্রবণ ফোঁটায় চুঁইয়ে পড়ে

    আমাদের অন্ধকারেই বসতবাটি
    মনে তার মোমের আলো, বিলেতফেরত
    সুগন্ধ ঢালছে মায়ায় সফেদ চাদর
    রাধিকার আধখানা মন অন্ধকারে

    বাকি আধ আগুন জ্বেলে তাকিয়ে থাকে-
    সেখানে ঠাঁই করেছে বিষন্নদিন
    আমাদের দেওয়াল রাধার বর্ণমালা
    রাতে ভাত খাবার সময়, রাতের খাবার

    কাঙালের এখন সন্ধে, কার্য্যকারণ
    অনন্তকালের গর্ভে বিলীন ছিলো
    কাঙালের ভিক্ষাপাত্র, কাঠের বাসন
    পুরোনো, জলের দাগে আত্মহারা।
  • kahiptaashaa | 208.175.62.19 | ১৩ জুন ২০১২ ০২:৪১436880
  • এসব সকল পদ্য সেই শহরের কথা বলে
    যেখানে লেবুর ঝোপে লুকিয়েছে নিরাপদ সাপ
    যেখানে বৃষ্টি হলে যতদূরে চোখ যায়
    জলকণা দেখা যায়, আর
    বালিকা ঝড়ের বেগে চলে যায় সাইকেলে,
    সময় দাঁড়িয়ে থাকে আদিগন্ত, লেবুফুলঘ্রাণে
  • hu | 22.34.246.72 | ১৩ জুন ২০১২ ০৩:০৩436881
  • কতদিন পর! আহা!
    ফিরে দেখলাম কিছু পুরোনো কবিতাও।
  • Nina | 78.34.167.250 | ১৩ জুন ২০১২ ০৩:৫০436882
  • বাহ! অনেকদিন পর লিখলি--খুব ভাল লাগল।
  • Tim | 138.173.38.187 | ১৩ জুন ২০১২ ০৯:১২436883
  • এসব সকল পদ্য হারানো দিনের পরিমিতি
    পেনসিল শিসে টানা ইতিউতি আড্ডার দিনে
    মাধ্যমিকের পরে বালিকার খাতাভরা ধুলো
    মাধ্যমিকের শেষ, ফলাফল সে-ই আশ্বিনে
    নোটবই, জলছাপ, বৃষ্টির দেখা পেলে বোলো
    সাইকেলে দাগ টেনে বালিকা কবেই দলছুট
    বিকেলে খেলার মাঠ, স্টেশনের চেনা রাস্তায়
    ক্ষয়ে যাওয়া শহরের প্রেত খোঁজে বালিকার মুখ।
  • aranya | 78.38.243.161 | ১৩ জুন ২০১২ ০৯:১৯436884
  • কহিপ্তাশা, টিম - সুন্দর।
  • kahiptaashaa | 208.175.62.19 | ১৩ সেপ্টেম্বর ২০১২ ০২:৫৩436885
  • হাফসোলগত পদ্য এবং মদ্য বিষয়ে রাত্রি
    শীতকাল বড় গম্ভীর আর মৃত্যুনীরব শান্তি
    চরাচর জুড়ে কেউ নেই আর কুয়াশায় নীল ফুলকি
    পৃথিবীও বড় নির্বিষ তার আহ্ণিক গতি ক্লান্ত

    তার গতিতে বেঁধেছে বকলেস তার বিরামখানায় যাত্রী
    তারা অন্ধকারের দায়ভার আর বিষাদবিলাসী তার্কিক
    দূর রেলপথ জুড়ে কেউ নেই শুধু ইস্পাতে বাজে সঙ্গীত
    নুড়িতে পাথরে চুপচাপ তারা অচেনা একে ও অন্যে

    বেলা পড়ে এলে সন্ধ্যায় আমি ভুলে যাই স্মৃতি, জন্ম
    গ্রীষ্মাবকাশে নির্মিত সব তথ্য এবং অনাদর
    পড়ে থাকা ভুল শব্দ এবং বেছে নেওয়া নীল ফুলকি
    হাফসোলগত পদ্যে খানিক নির্মিত বিষ, রাত্রি

    অভাবী ঘড়ির শব্দেও ছিল রাত্রিবিষয়ে সামগান
    মিজরাপ ধূলি শয্যায় কিছু ঘাই মারে চোরাগোপ্তা
    সুপ্ত রয়েছে দায়ভার আর পরিহাস ভরা ওষ্ঠ
    গোষ্ঠে ফিরেছে গাভীরাও আর কুয়াশায় ঢাকে গ্রামঘর।
  • hu | 22.34.246.72 | ১৩ সেপ্টেম্বর ২০১২ ০৩:০২436886
  • বড় ভালো। আজকাল বড় কম আসে।
  • nina | 22.149.39.84 | ১৪ সেপ্টেম্বর ২০১২ ০১:০৫436888
  • বড্ড ভাল লেখে এই ছেলেটা--বড্ড কম লেখে আজকাল--এই যা দুক্কু ঃ-((
  • aranya | 154.160.226.53 | ১৪ সেপ্টেম্বর ২০১২ ০৭:৩৬436889
  • বড় ভাল - কৈশোরে দ্রুতগামী ট্রেনের জানলা দিয়ে দেখা কুয়াশায় ঢাকা গ্রামদেশে, সন্ধ্যা নামা - মনে পড়ে।
    মনে পড়ে ভাঙা প্রেম, হৃদয়ে পুরানো ক্ষত - ভুলতে কি চাই...
  • ranjan roy | 24.99.9.40 | ১৫ সেপ্টেম্বর ২০১২ ০৬:০৩436890
  • ছত্তিশগড়ি আয়ান ঘোষের ব্যথা-কথা
    ------------------------------------
    গরুগুলোকে জাব কে দেবে,
    কোথায় গেলি রাধি?
    এখনও চোখে লেপ্টে কাজল,?
    ক'জন দাসীবাঁদি,
    পাঠিয়েছিল তোর গুঁফো-বাপ,
    শুধু ক'খান শাড়ি,
    --- তাই গছিয়ে সেরে দিল
    বিয়ের নমস্কারি!

    আগের দুটো বিয়ের সময়,
    হয়নি কোন কথা,
    কাঁসা-পেতল, বাসন-কোসন
    যাদের যেমন প্রথা;
    হার্কিউলিস সাইকেলটাও
    দিয়েছিল বটে,
    কিন্তু দুটোই বাঁজা মেয়ে
    ছেলে ধরেনি পেটে।

    দুটো ধানের ফসল গেল,
    বিয়োল তিন মোষ,
    আমার ঘরে শূণ্য আঁতুড়,
    তাতে আমার দোষ?
    তাই তো তোকে এনেছি রে
    বিঁঝরা গাঁয়ের থেকে,
    ডবকা ছুঁড়ি ফুলের কুঁড়ি,
    বলে বলুক লোকে।

    ভরে দিবি আমার এ ঘর,
    আমার ক্ষেতিবাড়ি,
    মুর্রা ভৈঁষ ডজন খানেক,
    আম-ইমলির ঝাড়ি;
    এসব দেখে পাড়ার লোকের
    চোখ যে হল কানা;
    সেই জ্বালাতে ডাইনি ডেকে
    করল জাদু-টোনা।

    যাকগে সেসব , তোর কোলেতে
    আসুক মুন্নারাজা,
    ছট্টি হবে,হিজড়ে নাচ আর
    বাজবে ব্যান্ড-বাজা।
    দুধের কলসী ভরে এখন
    পাড়ায় পাড়ায় যাবি?
    তুই ছেড়ে দে, এর জন্যে
    আছে ননদ-ভাবি।

    যাদবপাড়ার সরহদেতে
    আছে কদম গাছ,
    সেইখানেতে গরু চরায়
    --- চিনিস নে তুই? সাচ্‌?
    মনটা তবু কু-ডাক ডাকে,
    তুই থেকে যা ঘরে,
    আসছে মাসে রাজিম-মেলায়
    সঙ্গে নেব তোরে।

    গরুগুলোকে জাব দেবে কে,
    কোথায় গেলি রাধি?
    কাজ পড়ে থাক,আয়রে তোকে
    শক্ত করে বাঁধি।
  • kahiptaashaa | 208.175.62.19 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০৪:০৪436891
  • ভাঁড়ারে পড়েছে টান নিমরাজি অন্নপূর্ণা কৃপন তামসী
    রোদে ও বৃষ্টিস্নানে শ্লাঘা বাড়ে যদিও নিকটে শীত
    হাঁসেরা উড়ছে দ্রুত মানসের দিকে
    এদিগরে কেউ নাই নিকোটিন ছোপ ভাসে
    ভেসে আসে বর্ষশেষ উড়ো খই ঘৃত মশল্লার ঘ্রান ভাসে
    এবং গাঁয়ের জমি, রাবার বাগানখানি
    বিপ্রতীপে ঘরকুনো হাঁসগুলি,
    ভেসে আসে রাধিকার দিকে
    ভাঁড়ারে পড়েছে টান, মুছে গেছে আঙুলের দাগ,
    ছুঁড়ে ফেলে গানগুলি, এলোমেলো শব্দটান
    বেনাবনে ছড়িয়েছে শিশিরের মুক্তোমালা
    ছড়িয়েছে শারদীয়া প্রভাতের রোদ।

    ভাঁড়ারে পড়েছে টান, ঘুরে ফিরে আলাপের মত
    রাধিকা ভেসেছে ঠিক মানসের দিকে সব কৃপণ বিকালে
  • kahiptaashaa | 208.175.62.19 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৩০436892
  • সন্ধ্যেগুলোতে বিমনা ও পথভুলে
    রাধিকা রয়েছে সিঁদুরে মেঘের কাছে
    শ্যামলিমা ছায়া উঠানের নীল ঝোপে
    কোপ মারে তার অস্তগামীতা বুঝে

    শীত শেষ হয়ে সূর্যরা আলুথালু
    রোদে রোদে ভাসে রোদ মাখা শিশু ধুলি
    নৃত্যপরতা গ্রীষ্মের কাটাকুটি
    ক্রীড়নক তার রাধিকার মুখ গুলি

    কোপ মারে তার অস্তগামীতা বুঝে
    বিকেলের মুখে সূর্যরা আলুথালু
    শীতলক্ষ্যার অচেনা তীরে মত
    রাধিকা দেখেনি কখনো সে ধানজমি

    ক্রীড়নক তার রাধিকার নীলিমারা
    আমরা যখন সন্ধ্যার মুখোমুখি
    অতীত যখন বিমনা ও পথ্ভুলে
    রাধিকার কাছে মার্জার হয়ে বসে
  • kahiptaashaa | 208.175.62.19 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৩১436893
  • *তীরের মত
  • | 24.97.199.169 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৩৭436894
  • আহা কদ্দিন পর আবার রাধিকা ফিরল।
  • nina | 79.141.168.137 | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৪:২৫436895
  • জ্জীও!
  • kahiptaashaa | 78.46.93.195 | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩৭436896
  • 'শ্যামলিমা ছায়া' শব্দবন্ধটি আমাদের কলেজকালীন বন্ধুমহলে খুব প্রচলিত ছিল। শান্তনু'র লেখা বিখ্যাত কবিতার প্রথম লাইন, 'শ্যামলিমা ছায়া বনতল জুড়ে থাকে'।

    শেষ চারলাইনঃ
    সকলি ছেড়েছি মাতনপুরের বাঁকে
    রন্ধ্রে রন্ধ্রে যাতনারা ওঠে জাগি
    কার্যকারন অবসান দ্বিধা দ্বন্দ্বের
    রয়ে সয়ে লিখি মধ্যরাতের চিঠি

    প্রথমার্ধ লিখতে পারলাম না, কারন বুঝতেই পারছেন এটি একটি অ্যাক্রস্টিক। আর, কবি এই সেদিন মাত্র বলেছেন, 'দুজনেরই ছেলে মেয়ে বড়ো হয়ে গেলো'।
  • aranya | 78.38.243.161 | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ১১:১৮436897
  • এ পাতায় ও রাধিকা-কে লেখা কত মধ্যরাতের চিঠি
  • Tim | 188.91.253.11 | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২২436899
  • রাধিকা তাকায় যেন চেনা স্বর
    শব্দভেদীর মত দৃষ্টি
    নদীপাড়ে শিকড়ের ঘ্রাণে, সেই
    কথাটুকু ধুয়ে নেয় বৃষ্টি-
    মাটির মতন।

    রাধিকার চুলে আজ কতিপয়
    রূপালী সুরের মত বাঁশীরব
    পুরোনো বটের ছায়া, নিক্কণ
    স্রোতে চকমকি জ্বলা, সে নীরব-
    ভাসছে একাই।

    রাধিকা ভাবছে যেন ভোর ভোর
    গাছ ডাকে চেনা ছালবাকলে
    স্টিমারের সাইরেন, কোলাহল
    শব্দ ফুটেছে বুকে, আঁচলে-
    শিউলির ফুল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন