এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • বসন্তের গান

    ranjan roy
    গান | ১৫ জানুয়ারি ২০১০ | ২৯৪৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kahiptaashaa | 203.99.212.54 | ২৫ জুন ২০১০ ১১:২৮436733
  • ও, আমার বেলাতেই খালি পাতলা বই। আর ওদিকে যে রাজ্যজোড়া লোক মোটা মোটা বই লিখছে সেগুলো পড়তে কিন্তু কোন অসুবিধা হয় না।

    কি আর বলবো।
  • d | 115.117.225.81 | ২৫ জুন ২০১০ ১৪:৪৬436734
  • :)
    :D :D
    :)) :)) :))
    =)) =)) =)) =))
  • Kartuj | 125.20.3.146 | ২৫ জুন ২০১০ ১৬:৪৪436735
  • আজ্জোদা, আরেকটু ক্লিয়ার করে বলবেন? মানে বুড়োর ভাষা বলতে কি? এটা তো আরেন্টির নকল নয়। খুব প্রাচীনপথী ধরণ বলে আমার তো মনে হয়নি। যেমন যেমন মনে এলো তেমন তেমন লিখলাম তো। আর ছন্দ-ও মাত্রাবৃত্ত ৫ এর চাল (৫+৫+৫+২) আছে যদি খুব ভুল না বুঝি।
  • de | 59.163.30.4 | ২৫ জুন ২০১০ ১৭:১২436736
  • দম'দি চলো আমরা গলা মিলিয়ে "থান ইঁট চাই" গাই :))
  • aka | 168.26.215.13 | ২৫ জুন ২০১০ ১৮:০১436737
  • কার্তুজ, না না প্রাচীনপন্থী কেন হবে? তবে 'বাটে', 'দামিনী' ইত্যাদি শব্দ তো আর আমরা আজকাল খুব বেশি ব্যবহার করি না। তাই বোধহয় মনে হয়েছে। আবার উল্টোদিকে কবিতায় 'ক্যালানি', 'ঝাড়', 'কিচাইন' ব্যবহার করলেও ক্যাও হয় ভালো কবিতা হয় না। এর মাঝামাঝি কোথাও একটা থামলে আমার ভালো লাগে। এই আর কি। তবে লিখুন লিখুন, লিখে চলুন, থামবেন না। যতদিন ভালো লাগে, লিখবেন।
  • kahiptaashaa | 203.99.212.54 | ০২ জুলাই ২০১০ ১৪:০২436738
  • রাধার কথা সকল পুরাতন
    যখন ছিল ছেলেরা ঘরকুনো
    যখন ছিল বালিহাসের পায়ে
    আংটি আর ঝিলের আবছায়া
    ছেলেরা ছিল ভীরু অতর্কিত
    ঘাসের পায়ে শিকড়, মৃদু কীট
    বিকেল হলে রেলিঙে আঁতিপাতি
    আড্ডা আর চক্ষু পিপাসিত
    ঘাসের পায়ে ফুলের মত ছোট
    দিন ফুরিয়ে সন্ধ্যে হলে রাধা
    বাড়ির দিকে, সান্ধ্য টিউশনি
    বাড়ছিল দিন, বয়েস, ছেলেবেলা
    দিন ফুরিয়ে সন্ধ্যে হলো পার
    রাধার কথা অতীতচারণায়
    রাধিকা তার কেমন অভিমান
    ছেলেরা গেছে অকূল দরিয়াতে
  • kahiptaashaa | 203.99.212.54 | ২৩ আগস্ট ২০১০ ১২:০২436739
  • সকাল গল্পহীন দুপুর কল্পাতীত
    রাত্রে স্বল্প আলো টুপ শিশির
    শরীর তন্দ্রাময় মগজ শীতকাতর
    ক্ষুধায় চোখ ভীষন পরাঙ্মুখ
    রাস্তা অস্ত যায় আমার একলা সুখ
    সস্তা দিনবদল কিস্তিমাত
    গলায় কষ্ট থাক দু:খ চক্ষুশূল
    এইতো বাজছে সুখ ফুল ভল্যুম
    এই শারদ প্রাত এমনি শিউলিময়
    মৃত্যু আসছে খর অক্টোবর
    শরীর তন্দ্রাময় মগজ শীতকাতর
    মৃত্যু, চন্দ্রালোক, চক্ষুশূল
    অচেনা শিরদাঁড়ায় শীতল স্পর্শ কার
    পড়শি হৃৎকমল ছিন্নমূল
    এইতো কীটজীবন এমন লুকনো মুখ
    রাধিকা অলতো ছুঁলো কলিংবেল
  • de | 59.163.30.6 | ২৩ আগস্ট ২০১০ ১২:১০436740
  • কতদিন পর! মন ভরে গেলো!
  • kahiptaashaa | 203.99.212.54 | ২৩ আগস্ট ২০১০ ১২:১৯436741
  • চলছি ঘুরপথ তিনমানুষ
    সামনে বিষকালো গহীনজল
    ক্লিষ্ট রংঢালা রোদ পড়ে
    জ্বলবে জমকালো রাত্রি ঘোর

    কথায় কথা বাড়ে স্পর্শে বিষ
    ক্রমশ আলগোছ মুষ্টি ক্ষীণ
    এবং হাওয়া দিলে গান হবে
    ছিন্ন রাত আর ঝাপসা ভোর

    এসব অতিকথা আর বাচাল
    কষ্টে ঢাকা চাপা বেশ অতীত
    এসবই জানে সব নগরজন
    এসবই জানে পোড়া এই শহর

    খাতার ভাঁজে ছিল লেবুর ফুল
    রাধিকা ছিল খুব অবাক চোখ
    ছন্দে ভুল ছিল, অন্ত্যে মিল
    একলা জেগে ছিল রাত্রিখোর
  • de | 59.163.30.6 | ২৩ আগস্ট ২০১০ ১৪:৪১436743
  • বা:!
  • Shuchismita | 71.201.25.54 | ২৪ আগস্ট ২০১০ ১৬:৫৮436744
  • আমার আর কিছুতেই আগের দুটো পড়া হচ্ছে না। এন্ড পেজে আসছি। শেষটায় আটকে যাচ্ছি। আটকেই থাকছি। ধুত্তোর! একসাথে এতগুলো ভালো জিনিস দেওয়ার মানে হয়!
  • Nina | 67.133.199.254 | ২৪ আগস্ট ২০১০ ২২:১০436745
  • উফ!! এই ছেলেটা (হুতো) বড্ড ভাল লেখে।
  • kahiptaashaa | 203.99.212.53 | ৩০ আগস্ট ২০১০ ১৬:০৭436746
  • সেরকম জেগে থাকলে, এমনকি শব্দ শোনা যায়

    যেরকম মধ্যমা তর্জনী থেকে উঠে আসে জ্বর
    যেরকম নেশা কেটে অনর্থক বোঝা যায় রাত
    আজকাল যেরকম চেয়ে থাকে নি:শব্দ প্রায়
    শারদশশী, শেফালিকা বালকবয়স
    যেরকম অঞ্জলী ভরা জলে, ধুয়ে যায় ফেলে আসা বিদেশের ছাই
    নি:শব্দপ্রায়।
    ভালোবাসা, টুপ করে ঝরে, এমনকি শব্দ শোনা যায়।

  • Samik | 121.242.177.19 | ৩০ আগস্ট ২০১০ ১৬:৩৯436747
  • জ্জিও হুতো!!
  • de | 59.163.30.4 | ৩০ আগস্ট ২০১০ ১৭:৩৮436748
  • শেষ লাইন-টা বার বার ঘুরে মনে আসছে! অপূর্ব!
  • kahiptaashaa | 203.99.212.54 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ২০:৩০436749
  • গত জন্মের অপচয় ছিল আর
    পাপ ছিল ছোট এক ফালি তৃতীয়ার
    পৌরুষ আর আহত অহঙ্কার
    লকলকে ছিল জল মাটি পেয়ে তাজা

    আজকে যখন নিসর্গে ছত্রাক
    অতীতচারণা বিসর্গ, বিন্দুতে
    দাবড়ানো ঘেঁটি, চোখ সিধে করে দেখি
    জমার খাতায় আমাদের নাম লেখা
  • Tim | 173.163.204.9 | ০৫ সেপ্টেম্বর ২০১০ ০৭:২৫436750
  • সেয়ানা সময়, হিসেবের খাতা বুঝে
    তৃতীয়া পেরোলে, পে-রোল মিলিয়ে দ্যাখে
    আখখুটে চাঁদ, পাওনা আলোর ছটা
    পাওনা সময়, কড়ি ফেলে কেনা ছুটি।

    অবাধ্য সেই সময়, নতমস্তকে
    ভাবে এবারে আরো যা যা সম্ভাবী
    মাইনে, মেয়াদ, অধিকার, চৌডিঙা
    সবই তো বাকি, কবেকার রূপকথা।

    অতএব এই প্রাচীরের কাঁটাতারে
    দীর্ঘমেয়াদী পরিকল্পনা চলে
    এ বেড়া ,ও বেড়া, সময়ের পারা দেখে
    এ সীমানা তার চৌহদ্দির পুঁজি।

    পুঁজি একরোখা, পুঁজির অন্ধ চোখে
    বিষাদ, বেদনা, আনন্দ, অনুরাগ
    এসব শব্দ বেমানান, বে-খেয়ালী
    সীমানা বাড়ছে, কাঁটাতার এজমালি।

  • ranjan roy | 59.161.18.68 | ০৫ সেপ্টেম্বর ২০১০ ১৭:৩৭436751
  • চোখেতে চালশে লাগা
    সিঁথির ফাঁকেতে কিছু রূপোলী ঝিলিক,
    রাধিকা এসেছে তবু ক্লান্ত পায়ে শিথিল শরীর।
    কাঁঠালিচাঁপার গাছ, নীচে তার বাঁধানো চাতাল,
    সেইখানে অপেক্ষায় বসে আছে কালের রাখাল।

    কিছু কথা আছে যে বলার!
    অপাঙ্গে রাধিকা দেখে -এই সেই গোঁয়ার যুবক?
    যার একরোখা প্রেম গড়েছিল মায়াবী কুহক,
    কেড়ে নিয়েছিল ওর অহংকার, নিজ পহচান,
    রাধাকে বাওলী করে তারপর হল অন্তর্ধান!

    সেদিনের উৎপীড়ক আজ সে যে নিজেই যাচক।
    শরীরে লেগেছে ঘুণ
    বাঁশির ফুটোয় আর আঙুলেরা করে নাতো খেলা!
    মেঘে মেঘে গড়িয়েছে বেলা,
    দুজনেই ঢোঁক গেলে, শব্দ খোঁজে, - কী বলবে বলো?
    এবার ফিরতে হবে,
    রাধিকা ডুকরে উঠে বলে---

    "" দেখা হইল না রে শ্যাম, আমার সেই নত্তুন বয়সের কালে''।।

  • kahiptaashaa | 117.194.230.237 | ০৫ সেপ্টেম্বর ২০১০ ২১:০২436752
  • হেই সামালো ধান হে কানাই
    বক্ষ তোমার খুবলে খেলো
    কালের বিষম বিষ হে তোমার
    হস্তে এবং চক্ষে তো নাই
    তেমন মধুর ধুন হে তোমার
    বাঁশির সুরে তেমন জারিজুরি
    এবং প্রখর ডাকের মায়া
    তো নাই ক্রমেই তোমায়
    খুবলে খেলো ক্লিষ্ট দিনের শেষ
    ইদানীং গলায় এবং ফুসফুসে
    খুব কুটিল অভিমান
    হে কানাই সামলে চলো
    সামনে অথই কাল
    অথবা মৃত্যু কীটের পাল
    অথবা বালকবেলার সেই রাধিকার
    কদম্বমূল খুঁজে তোমার
    ত্রস্ত তড়িঘড়ি এবং
    পদ্যে লেখা পাড়া তোমার
    তিক্ত দিনের শেষে কানাই
    ঝমঝমিয়ে নামবে এবার
    মহালয়ার ভোর হে কানাই
    সামলে রাখো বালক বেলা
    রাধার অভিমান
    হেই সামালো সোনার ফসল ধান-
    রাধিকার বিষম অভিমান
  • de | 59.163.30.2 | ০৬ সেপ্টেম্বর ২০১০ ১২:৩৭436755
  • বা:! একেবারে চাঁদের হাট বসেছে! সব কবিতাগুলো ভালো লাগলো!
  • Arup | 79.51.155.207 | ০৬ সেপ্টেম্বর ২০১০ ১৪:২৬436756
  • "যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই"
    এই গানটি internet-এ পাওয়া যাবে? কেউ জানলে please জানাবেন। আগাম ধন্যবাদ রইলো। যতদূর জানি, এটা একটি নচিকেতাবাবুর রচনা।
  • Arup | 79.51.155.207 | ০৬ সেপ্টেম্বর ২০১০ ১৫:০৪436757
  • যেভাবেই
  • Tim | 173.163.204.9 | ০৭ সেপ্টেম্বর ২০১০ ০৯:০৬436758
  • রাধিকার আনাড়ি আঁচলে
    চাবিগোছা খেলে যেন, আলো
    আবছায়া পুকুরের পাশে
    আবছায়া, মিথ্যাভাষণে।

    রাধিকার এলোচুলে, হাতে
    খসে পড়া তারাও সুলভ
    ঝরা ফুল, কাগজের পাতা-
    তাও ঝরে, স্মৃতিজর্জর।

    রাধিকার হাসি যেন, বিষ
    ধারালো কথায় মোড়া ছুরি
    নাচে ফণা এহাতে ওহাতে
    মৃতপ্রায় অন্ধ ছোঁবল।
  • Shuchismita | 12.34.246.72 | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২০:০৮436759
  • ছোঁবল আবার কি? মরে গেলে ছোবল বুঝি ছোঁবল হয় ;-)

    কবিতাটা বেশ :-)
  • Tim | 198.82.22.77 | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২০:৪৮436760
  • ঘুমচোখে ওরম এট্টু হয়। :-)
  • kahiptaashaa | 117.194.229.186 | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:১২436762
  • দিন ছোট হয়ে এলো, এবং দিনের ছুতোনাতা
    আত্মীয়তা, দিনের নির্মান
    প্রতিবেশী চিল এসে বসেছে কুটিরে তার
    আজকের মত হল বিরতি স্বীকার।

    গোছানো রয়েছে নীড়, গোছানো রয়েছে খড়কুটো
    স্নেহ, আর শিকারের অবিরাম ছুট।

    রাধিকা অধীর শুধু বড়ে গুলামের আকুলতা
    শুনে, বাজুবন্ধ- খুল খুল যায়

    আর এরকম হাওয়া বয় বছরের কোন কোন দিনে।
  • Tim | 173.163.204.9 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০৪:৪৯436763
  • দিন ছোট হয়ে এলে, উপবাসে
    প্রার্থনা নাড়া খায়। ভোরের আজানে
    ডাক দেয় খুদকুঁড়ো, দিনান্তে
    ডেকে নেয় ইফতার।
    রাধিকার বিস্ময়ে টান
    পড়ে। ভাঁড়ারেও শিকলের দাগ
    ঐ ভাঙা কাঠামোর পাশে
    জ্বেলেছিলো লুৎফা চিরাগ।

    এইভাবে দিন কমে, বাড়ে
    রমজান মাস সরে, সম্বচ্ছর।
    পূর্ণিমা যেন এক অভিসারিকা
    হাওয়া দেয়, শিরশিরে হাওয়া
    দুধসাদা জ্যোৎস্নায়, পাখা
    তার পিছল সবুজ।

    যদিও খাওয়ার সময় হলে
    এইসব মনে থাকেনা।
    ছিন্ন ডানার অংশ পড়ে থাকে, একা।

  • Arup | 79.51.155.207 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০৭:০০436764
  • Koli Yeppers! পেয়েছি। আপনাকে অনেক অনেক আর অনেক ধন্যবাদদদদদদদদদদদ!
  • koli | 27.251.4.98 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ১৬:১৮436766
  • :-), বেশ বেশ
    তবে ধন্যবাদ দিতে হয়না------
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন