এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • বসন্তের গান

    ranjan roy
    গান | ১৫ জানুয়ারি ২০১০ | ২৯৪৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | 188.91.253.11 | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৭436900
  • রাধিকা খোঁজে যেন চেনা সুর
    কুয়াশা জমে আছে চরাচর
    রাধিকা জানে যেন নিশ্চয়
    বিষাদই জেগে থাকা ধ্রুবস্বর

    রাধিকা খুলে রাখে বাতায়ন
    তুষার ছুঁয়ে যায় রূপো চুল
    যা কিছু নির্জন সঞ্চয়
    জমানো ঝরাপাতা মরা ফুল

    এখানে শীত চরে বারোমাস
    এখানে মুখোমুখি করতল
    রাধিকা দ্যাখে যেন বহুদূর
    উঠানে খেলা করে শিশুদল
  • sosen | 24.139.199.1 | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫৬436901
  • তিমির রাধিকা সবুজ। হুচির রাধিকা তুষার-সাদা ।
  • siki | 132.177.247.146 | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:১৫436902
  • এইসব হল বে করার সুফল। বে করে ইস্তক মিঞাবিবি দুজনেই কেমন ঝর্ঝরিয়ে কবিতা লিখছে। হায়, আমার যদি বিয়ের বয়েস থাকত, তা হলে একবার কবি হবার চেষ্টা করে দেখতুম।
  • de | 190.149.51.69 | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৪৭436903
  • কি ভালো, কি ভালো!
  • jhumjhumi | 127.194.225.8 | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৫০436904
  • বিয়ের আবার বয়স হয় না কি? কবি হবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি?
  • kahiptaashaa | 208.175.62.19 | ২১ মার্চ ২০১৩ ০২:২১436905
  • পরিপাটি ভাঁজে প্লাস্টিক দিন লাইনেই আছে বসন্ত
    দিনমানে সারা ফষ্টিনষ্টি পুনর্মুষিক দিনান্তে
    ত্রস্ত চোয়ালে হাসাহাসি ভরা এটিকেটগত কী নির্মোক
    ধুলিমুঠো খুলে ছড়িয়ে রয়েছে পিতল মুদ্রা অনন্ত
    সখীর হৃদয় কুসুম কোমল দোঁহে বাসা করে পিঞ্জরে
    স্বপ্নে রেখেছে ভালোবাসাবাসি বিরহবিধুর পূর্বরাগ
    ভুবনের ভার হিসাবের খাতা মর্টগেজশ্যাম বৈদ্যুতিন
    প্লাস্টিকদিন, রাতটুকু থাক, লাইনে রয়েছে পূর্ণচাঁদ
  • | 24.97.3.37 | ২১ মার্চ ২০১৩ ০৯:০১436906
  • আহা!
  • kahiptaashaa | 172.136.192.1 | ১০ এপ্রিল ২০১৩ ০০:২১436907
  • দাঁড়িয়ে আছে রং করার লোক
    দাগিয়ে দিচ্ছে হলুদ কালো রঙে
    বাঘের মত ডোরা
    রাস্তা ঘাট আবছারং, আলতো করে
    ঢাকছে গাছপালা
    দাঁড়িয়ে আছে রং করার লোক
    মুছছে রং, ভুলছি সব
    রঙের নীচে কেমন চেহারারা
    কেমন ছিল নদীর ঘাট কেমন ছিল ভয়ের জলপথ
    কেমন ছিল ত্রস্ত চোর, পাড়াগাঁয়ের মধ্যরাতে শীত
    রঙের নীচে কেমন ছিল
    আপনজন, তাদের চেহারারা
    অনেক দিনই বিস্মরণ, কেমন ছিল তারা
    হলুদ কালো ডোরাকাটায় রাস্তা দিয়ে রং করার লোক।
    স্পষ্ট সব হয়েই গেছে দেখা
    দিন থাকতে ফেরার তাড়া খুব
    বালিকা আছে ঘাসের ঝোপে একা
    দাঁড়িয়ে আছে রং করার লোক
    মুহুর্মুহু ঢাকছে পথ
    নদী শহর, ঘরবাড়ি
    জলের ছোপ, অতীত মুখছবি
    রঙের নীচে বিস্মরণ, অনেকদিনই, কেমন ছিল ওরা।
  • hu | 188.91.253.11 | ১০ এপ্রিল ২০১৩ ১২:০৩436908
  • অপরূপ!
  • Tim | 188.91.253.11 | ১০ এপ্রিল ২০১৩ ১২:০৭436910
  • দারুণ!
  • kahiptaashaa | 172.136.192.1 | ২৬ এপ্রিল ২০১৩ ০১:১৩436911
  • কারা যেন আলো দিয়ে ইশারা পাঠায়
    রোদের দুপুরে
    পাড়া ছেড়ে দুপ্যাডেল নদীটি পেরিয়ে
    ফাঁকা ধানক্ষেতে
    খুব রাতে রেলের কাতর ডাক শুনি কি শুনিনা
    ঐদিকে বুঝি
    আলোর ইশারা জমে ধানকাটা মাঠে
    ঘাসের ডগায়
    আলোর ইশারা গুলি ব্যর্থ চিঠির মত
    জল হয়ে জমে
    সন্ধ্যের পর
    কারা যেন আলো দিয়ে ইশারা পাঠায়
    ব্যর্থ চিঠির মত এপ্রিলে ঝড় হয় তারা
    তমালের বনরাজিনীলে

    বালিকাটি সন্ধ্যার গান শেখা ভুলে
    আলোর ইশারা খোঁজে তারা ধোয়া জলে
  • kahiptaashaa | 172.136.192.1 | ২৬ এপ্রিল ২০১৩ ০১:২৫436912
  • রাধিকা গেছে বিস্মরণে
    মর্মাহত ভোরবেলার পিলু
    কুলগাছের কৃপণ ছায়া
    চোরকাঁটার ফিল্মী অবদান
    ডাহুকপাখি লেবুর ফুল
    এসব স্মৃতি অনেক হলো ক্লিশে
    এখন তার মধ্যদিন কত প্রহরই
    অতীত ভোরবেলা
    অনেক দিনই অতীত হলো
    উল্লিখিত হাওড় বিল বুঁজে
    বাঁধ দিয়েছে ত্রস্ত জলে
    বয়েস হলে যখন যেটা সাজে
    বেলার দিকে যখন ডাকে
    নিতান্তই স্মৃতিতে ফেরিওলা
    গন্ধ আসে লেবু ফুলের
    কাল্পনিক আঙুলে মিজরাপ
    রাধিকা বসে কাল্পনিক
    দিনান্তের ভ্রান্তিগুলি খুঁজে
  • kahiptaashaa | 172.136.192.1 | ২৬ এপ্রিল ২০১৩ ০২:২৪436913
  • সহসা ঘোর কেটে যায়
    সহসা ঘোর কেটে যায় আলোর দিকে শক্ত মাটি
    ছড়ানো এদিক ওদিক বস্তুবাদী আমড়াগাছি
    বাঁধাগৎ বন্ধমুঠির জাল জুয়াচোর
    বিনিময় যাচ্ঞা করে প্রহর পিছু
    ইদানীং কিচ্ছুটি নেই অকাল প্রখর
    ঝরে না বৃষ্টি এবং উষ্ণ আদর
    ভগবান নিদ্রা গেছেন নদীর তীরে
    মেলাতে কেউ আসে না বেলুন ওলা
    গঞ্জে মোহনবাঁশির বাজার খারাপ
    কানু বিন গীত বেঁধেছে গদ্যলেখক
    দিনে দিন আলোর প্রতি কৃপণমুঠি
    রাতে রাত অন্ধকারে বন্ধদুয়ার
    মণ্ডপে একলা ঘুঁটির নিথর খেলা
    মৃতময় নদীর কিনার শহর বাজার
    এরকম ভ্রান্তি তাদের ইস্তেহারে
    সীমানার অপ্রয়োজন আস্কারা দেয়
    প্যালেটে রং লেগেছে জল পড়ে নাই
    গঞ্জে মানুষ অমিল তোমার দোহাই
    কানু বিন গীত বেঁধেছে সুললিতের
    বানী তার ছন্দে গাঁথা সুরের ধাঁচে
    শোনা যায় ঘোরের পরে আমড়াগাছি
    ফুরালে দ্বিপ্রাহরিক ভ্রান্তিবিলাস
    রাধিকা বিকাল হলো খেলার ছলে
    রাধিকার বিকাল হলো খেলার ছলে
    সহসা ঘোর কেটে তার এই নিয়তি
    সহসা ঘোর কেটে যায় শক্তমাটি
    ছড়ানো কমলসম পায়ের তলে
    আলোতে আল্হাদিত শহর বাজার
    রাধিকার খেলার ছলে, এই নিয়তি।
  • nina | 79.141.168.137 | ২৬ এপ্রিল ২০১৩ ০৬:১২436914
  • আহা ! এইতো---ফর্মে আছে কবি---
  • hu | 188.91.253.11 | ২৬ এপ্রিল ২০১৩ ১০:১৬436915
  • একসাথে এতগুলো আসা ভালো না। প্রথমটা পড়েই ফুরোতে চায় না।
  • Tim | 188.91.253.11 | ২৬ এপ্রিল ২০১৩ ১১:২৫436916
  • জালকাঠি ঘুনসিতে বাঁধা
    পাটকাঠি ঠোঁটের আগায়
    আড়কাঠি দেওয়ালের কান
    রাধিকার পাতায় পাতায়
    চোখ জ্বলে, রাধিকার বুক
    নিংড়োবে বলে সাদা বক
    কুয়াশা ঢেকেছে মাঠ গ্রাম
    কুয়াশা ঢেকেছে রসাতল
    এলোমেলো উড়ন্ত তীর
    টেনে রাখা বিষন্ন ছিলা
    রাধিকা নিয়েছে চেয়ে আজ
    বকলমে লেখার বিষয়
    এই ভালো, দূরদেশে, মেঘে
    দিনে দিনে ক্ষয়, অকারণ
    এখুনি প্লাবন এলে, যাবে
    খুঁজে পাওয়া রাধিকার মন।
  • de | 69.185.236.53 | ২৬ এপ্রিল ২০১৩ ১২:০৭436917
  • বাঃ! ক্ষী সুন্দর!
  • kahiptaashaa | 172.136.192.1 | ১৩ আগস্ট ২০১৩ ২৩:৫৬436918
  • ফুরালে ছুটি ঘাসের গায়ে উঠছে জমে জল
    বাজারমুখী কীর্তনীয়া ভোরের রেডিওতে
    কখন গেল পুজোর ছুটি কখন গেছে শেফালিকার তল
    রাধিকা তার পিঠের ব্যাগে
    সাজিয়ে রাখে স্ট্যাটিস্টিক্স নোট

    স্পর্শমুখী কলেজটিলা ঐপাড়ায় শীতের পিঠোপিঠি
    তোপধ্বনি জানিয়েছিল যখন তার প্রেতের মত প্রেম
    জানিয়ে দিল চিরটাদিন
    কাহারো সমান নাহি যায়।

    রেজাল্ট আসে বর্ষশেষে রাধিকা আসে রাত্রিশেষযামে
    শহর আসে শহর যায় মিটার গেজে, জনবহুল ট্রামে
    রাতের শেষে দিনের শেষে রাধিকা তার ছোট্ট মুঠি গানে
    ছড়ায় তার ভোরের গান, আঙুল গলে ভবানী দয়ানী
  • kahiptaashaa | 172.136.192.1 | ১৪ আগস্ট ২০১৩ ০২:৫৬436919
  • কেউ তো কিছু বললো না তাই রাত্রি গেল ছাদের অভিমুখে
    চাঁদের দিকে লক্ষ্য ছিল লক্ষ্য ছিল নীচের গলি পথে
    বনের ধারে বাংলো ছিল বনের পথে একলা চলা ট্রাক
    আলোর দিকে দৃষ্টি আর চোখের দিকে ঘুমের অনাদর
    এমনি করে উড়ছিল সে এমনি করে ভুগোল ইতিহাসে
    এমনি করে মাধ্যমিকে এমনি করে শ্মশানঘাট ছুঁয়ে
    ঘুমের দিকে কাতর ছিল পোষ্য ছিল আপন ভালোবাসা
    শীতের দিকে যাত্রা করে শিয়রে লেখে স্বপ্ন দিনলিপি
    এমনি করে কাতর হল চরাচরের সন্ধ্যেমুখী রোদ
    ফসল কেটে হলুদ খড় হলুদ মাঠ হলুদ আলোমুঠি
    এমনি করে এই শহর সেই শহর সীমানা বোঝা ভার
    শিয়রে তার সোনার কাঠি শিয়রে তার শীতের অভিসার।
    কেউ তো কিছু বলছিলনা গ্রীষ্মশেষে শারদ স্মৃতিবিষে
    ধুলার মুঠি সোনার মুঠি আঙুল গলে মুষ্টিভরা শীতে
    এমনতরো সহজ তার আঙুরলতা মোরগঝুঁটি ফুল
    সন্ধ্যে নামে, শীতকাতর, মফস্বল, তখন অবরোহী।
  • sosen | 218.107.178.181 | ১৪ আগস্ট ২০১৩ ০৩:৪৬436921
  • বাহ বাহ
  • aranya | 154.160.226.53 | ১৪ আগস্ট ২০১৩ ০৪:৩৮436922
  • আম্মো কহিনু বাঃ
  • Tim | 188.91.253.11 | ১৪ আগস্ট ২০১৩ ১৩:১২436923
  • আহা
  • lcm | 118.91.116.131 | ১৪ আগস্ট ২০১৩ ১৩:১৫436924
  • ওহো! কোথায় ছিলে কাহি
  • kahiptaashaa | 172.136.192.1 | ০৫ মার্চ ২০১৪ ২২:৫২436925
  • অস্পষ্ট নুন চেটে ফিরে গেল হরিনের পাল
    তাদের পায়ের চাপে শীতের জঙ্গলে ভাঙা পাতা
    নুড়ি পাথরের শব্দ থেমে গেলে হল্লাপোকা
    চাঁদের জোৎস্না, লুকানো নালার জল
    ঝর্ণার মুগ্ধকর চলা থেমে গেলে গাছের ক্ষরণ
    স্ফটিকের মধ্যে পতঙ্গশরীর থেমে গেলে
    থেমে গেলে পাতায় পাতায় তার আনায়াস
    কথা বাক্য স্বর দৃশ্য গতায়াত থেমে গেলে
    নদীতে শ্যাওলা আর কাছিমের শ্বাস মাছেদের ঘাই
    শীতের জঙ্গলে থেমে গেলে সময়ের সন্তর্পন
    চলা - ঘুম ভাঙে। ভোর হয়, রোদ ঝলোমলো
    যেন হাসিখুশি বালিকার লুকানো বিষাদ,
    ঝর্ণার কৌণিকে তার বিষাদ পাথরে রোদ
    ঝলমল করে, শীতের জঙ্গলে এই স্থির চরাচরে।
  • ঈশান | ০৫ মার্চ ২০১৪ ২৩:০৬436926
  • অস্পষ্ট নুন চেটে... আহা।
  • kahiptaashaa | 172.136.192.1 | ০৬ মার্চ ২০১৪ ০০:১৬436927
  • রাধিকার বাগানে খুব ফুল হলো এই শীত জোড়া।
    জানো তো গঙ্গার এই ধারে চমৎকার ফোটে
    দোপাটি ডালিয়া আর নানাবিধ সিজনাল ফুল
    বলেছে সে, একবার এসে ঘুরে যাও। ঘরে আছে
    পরিজন সন্ততি ভরা সংসার অঢেল লক্ষীমন্ত
    বিড়াল, স্টোভটপে তাকিয়ে বায়না করে মাছ
    নিয়ে যায়। সিঁড়ি তার উঠে গেছে বৈঠকখানা থেকে
    সোজা। পরিপাটি গোছানো কফিটেবিলের
    ছবি দেওয়া বই, কবিতার খাতা, হারমোনিয়াম
    কিশোরী বেলার, দেওয়ালের ছবি, হলুদ শাড়িতে।
    বলেছে সে জানো তো এই দিকে কেমন নরম মাটি
    চমৎকার ফলবান কিচেন গার্ডেন তাতে পাখালিরা খেলে।
    রাধিকার বাগান ঘেরা বাড়ি, গঙ্গার এই পাড়ে
    যেন ছবি। কিরকম ছবি আছে ডাইরীতে লেখা আছে
    পরিযায়ী কবিতার লাইন, দোপাটির নরম গোলাপী
    বলেছে সে, একবার ঘুরে যাও ইউক্যালিপটাস
    গাছেদের সারি আছে সদর ফটক ঘিরে ঘরে আছে
    পরিজন, সন্ততি, কেমন লক্ষীমন্ত একাকী বিড়াল।
  • sosen | 125.241.18.21 | ০৬ মার্চ ২০১৪ ০৮:০৯436928
  • আহা , এ যে আমার স্বপ্নের কবিতা
  • kahiptaashaa | 172.136.192.1 | ০৭ মার্চ ২০১৪ ০৩:২৩436929
  • বসন্তের শ্বাস পড়ে ঘাড়ে
    ওঁৎ পেতে বসে থাকে কখন
    ঝাঁপাবে শীতকাল শেষ হলে
    টুঁটি চেপে নিয়ে যাবে আবার
    খামারে তার ছোট ছোট বাক্য
    দিয়ে ভুলিয়ে ভালিয়ে নেবে।
    যখন সিঁদুরে মেঘ, ঢিলেঢালা
    রাতের পাজামা, ঈষৎ অন্ধকারে
    ধ্বনিতে ধ্বনিতে মিলে হৃদয়
    বা কিশোরী বেলায় শোনা সুর
    রাতের দখিনা, তার অপেক্ষায়
    চুপ করে থাকে। ঝাঁপাবে শীতের শেষে,
    সন্ধ্যার শুরুতেই টুঁটি ধরে নিয়ে যাবে বলে
    তাই ওঁৎ পেতে বসে থাকে বাঘ
    তার চোখ জ্বলে শরীরে আগুন-
    আগুন ছাই চাপা, চুপ।
  • Tim | ০৮ মার্চ ২০১৪ ০৪:৩২436930
  • ঝুরো বরফের মাঝে বসন্ত পথটথ হারিয়ে একসা
    চৌকাঠে ঝাড়বাতি, পরম আদরে টানা চোখ
    গাছেরা এসেছে বেঁধে চাপরাশ এফোঁড় ওফোঁড়
    বর্শায় পাঁচমাথা ঢেকে দিয়ে গেছে সেই শীত
    রাধিকা যুদ্ধ করে, শান্তি চেয়ে পায়নি আবার
    মৌসুমী ফুল দেখে আদেখলা জানলা খুলে আজো
    ঘরোয়া বালিশ কাঁথা আলমারি আর দুটো ভাত
    দোকানে পয়সা বাকি, মাসটাস কবেই কাবার
    এখানে বরফ পড়ে, ঝুরো ঝুরো জীবনের গান
    এখানে সিংহাসন খালি পড়ে থাকে বহুদিন
    এমন আকাশ জুড়ে বৃষ্টি নামেনা বারোমাস
    এমন রাধিকা পেয়ে বর্তেছে কয়লার টিন।
  • Tim | ০৮ মার্চ ২০১৪ ১৭:২০436932
  • প্রাথমিক দস্তুর সেরে, অন্য পথের দিকে যাই
    এখানে ওখানে কাঠ, টুকরো পাথরের চাঁই, পড়ে
    থাকে জলের ধারে।
    মেঘ করে, সমুদ্র থেকে আসে হাওয়া, শীতের ব্যসন
    আজকাল সব্জির দাম বড়ো বেশি, দিনমান সন সব
    ছিমছাম, পাগলাটে।
    দুপুরে রোদের তাত কম, তাই, তাই আজ এদিকসেদিক
    দুয়েকটা পোকাটোকা উড়তেছে ফুলকির গায়, সোনাচুল
    ভাতের আসনে।
    ওদিকে জলেতে এক নৌকার প্রাণ বড়ো কড়া, চমকেও
    জেগে আছে পালের ভিতর, দুটি কথা, গান, ভ্রুভঙ্গী
    একলা আঁধারে।
    এই অপরূপ সব সময় আর ছবিটবি পাল্টিয়ে ফেলে, রঙ
    কিনে এনে এনে লেপেমুছে দিই, ঈষৎ ফুলে ওঠা, জল লাগা
    কাগজের খাম,
    পুরোনো মানুষ হয়ে চেয়ে থাকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন