এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • বসন্তের গান

    ranjan roy
    গান | ১৫ জানুয়ারি ২০১০ | ২৯৪৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫৫436966
  • হা হা হা / ৩
  • pi | 24.97.169.210 | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ২২:০১436967
  • হায় x ২।
    আমার পোস্টটা দু'বার হল কেমনে !
  • Atoz | 161.141.84.164 | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ২২:০৬436968
  • চমৎকার^N
  • rivu | 140.203.154.17 | ০৪ সেপ্টেম্বর ২০১৪ ০১:১১436969
  • এই টই টা মিস করে যাচ্ছিলাম ভাবলেও কষ্ট (২) হয়।
  • nina | 78.37.233.36 | ০৪ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৪১436970
  • আহা হুতো এমন মুডে থাগ্লে বড্ড ভাল লাগে---শাশুড়িমা খুব যত্ন করছেন নারে হুতো ;-)
    লিখতে থাক x ১০০০০
  • kahiptaashaa | 172.136.192.1 | ১০ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫৪436971
  • একটা পদ্য যদি বাঁচিয়ে রাখা যেত

    যদি না উপহাসে বেবাক হেলাফেলা
    যদি না উড়ো খই যদি না বেনাবন
    পোকায় খেয়ে নিত এমনি অবহেলা
    একটা পদ্যও পকেটে রেখে দিলে
    যেমন আস্তিনে লুকানো ছুরি, তাস
    যেমন গালে হাসি যেমন দাঁত চেপে
    অনেকে বেপাড়ায় চেপেছে অপমান
    শব্দ ধুলাবালি গলেছে দুপুরে ও
    যখন ফুরসৎ প্রবাসে দৈবাৎ
    জমিয়ে যদি রাখা যেতই দুই চারি
    যদি তা রাখা যেত যেমন বামমুঠি
    একটা পদ্যও যদিচ হেলাফেলা
    নেহাৎই রাখা যেত লুকানো খোপ দেখে
    সহসা আস্তিনে রাস্তা মেপে নিয়ে
    শস্তা শীতঘুম, ভূষণে অনুপ্রাশ

    এইতো দেখো বস অন্ধ মোহে হই
    মস্ত কারচুপি কোথায় সেল চলে
    ধামাকা কোনখানে শুধুই চকচকে
    কোথায় রুপা থোই কোথায় ঠাঁই নাই

    এদিকে শীত আসে রাধিকা বনবাস
    এদিকে রং ধরে ছবিতে রংরেজ
    এদিকে ফুল ঝরে শারদ হিম মেখে
    রাধিকা লিখে ফেলে সকলি বেসামাল

    একটা পদ যদি গুছিয়ে রেখে দিত
    শব্দ দুই চারি গোপনে খোপ দেখে
    সকলি লিখে ফেলি এমনি হেলাফেলা
    পূজার ছুটি আর পূজার ছুটি যায়।
  • sosen | 83.186.14.221 | ১০ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৪436972
  • তুমুল^৪
  • de | 190.149.51.67 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৩৮436973
  • ব্যাপক^১০। "অনুপ্রাশ" মানে কি?
  • d | 144.159.168.72 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৪১436974
  • এক অনু পরিমাণ চ্যবনপ্রাশ
  • de | 190.149.51.67 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৪৫436977
  • ইকি! আম্মো তাই ভেবেছিলাম - ভয় পেয়ে লিখিনি - বসন্তের গানে ইয়ার্কি দিলে কবি যদি পাপ^১০০ দ্যান!
  • kahiptaashaa | 172.136.192.1 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ২০:১৮436978


  • :-৫
  • | 172.136.192.1 | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ০২:১১436979
  • *
  • kahiptaashaa | 172.136.192.1 | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০২:১৭436980
  • চুমাচাটি নিরিবিলে পায়ে পায়ে বেয়ে ওঠে লতা
    চিকন কাঁচের মত দিন পরে যায় দিন দিন পরে যায় দিন দিন পরে যায় দিন
    নিছক অবিমৃশ্য যেরকম টান পড়ে টাইম কলে জলের বাওয়ালি।

    হাতে হাত শরীরে শরীর নিরিবিলে মাসিমার ভোগে গেছে অথ উপশিশু
    দরিপথে একলা বালিকা তার বুক কেঁপে ওঠে
    সহস্র হল্লাপোকা নেড়ে দেয় তাবৎ অন্ধকার সন্ধ্যার ঝোঁকে।

    নিরন্তর, নিরিবিলে খেলা করে বালিকা ও জলথৈ মূহ্যমান নদী
    এসবই প্রাচীন ছবি, যেরকম আঁকা থাকে পটে আর
    নিরিবিলি খুঁজে নিয়ে মানুষ মানুষী শুধু গল্পহীনভাবে

    জনতা, মিছিল, রাষ্ট্রবিপ্লব, দুর্ভিক্ষের সাইড ঘেঁষে
    পায়ে পা ও হাতে হাত ও, উফ, চুমাচাটি।
    নিতান্তই ছবি, আর গল্পহীন, হল্লাপোকা যেমন ধ্রুপদী।
  • rivu | 108.235.164.224 | ৩০ অক্টোবর ২০১৪ ১৩:৫৬436981
  • এইটা আর হবেনা? :(
  • kahiptaashaa | 172.136.192.1 | ৩০ অক্টোবর ২০১৪ ১৮:৪৮436982
  • হবে হবে। গান হবে ঢোল হবে লোকে শুনে ভ্যাবাচ্যাকা, এই সবই হবে। আগে তো আপনারা নোবেল কমিটিতে আমার নামটা পাঠান।
  • kahiptaashaa | 172.136.192.1 | ০৫ নভেম্বর ২০১৪ ২০:৫৫436983
  • লোহার গেটটা তেমনি আছে, বন্ধ।
    বালিকাশোভন লাল সাইকেল
    দরমা বেড়ায় হেলান দেওয়া দুপুরবেলা
    গ্রীষ্মপ্রধান শহরতলির উপকন্ঠে।

    একপা দু'পা তিনপা করে ধানের ক্ষেতে
    রৌদ্র ছায়া একটু যদি উত্তরে যাও
    পুল পেরিয়ে; খরস্রোতা এমন তো নয়
    নিতান্তই খালের ওপর, সেচের খালটি
    রাজ আমলের শহর ঘিরে খুব ম্রিয়মান
    তখনও ছিল।

    এইতো আবার উল্টোপাল্টা ঘুরতে থাকো
    পোস্টাপিসের কাছেপিঠে কেউ যদি ফের
    চেনা বেরোয় তবেই গেরো। এখন দুপুর
    লোহার গেটটা বন্ধ আছে।

    লেকের জলে মানস থেকে পাখি আসে
    সেসব জানে অনেক লোকই, যারা তখন
    বাস করেছে বনের ধারে শহরতলির উপকন্ঠে
    যারা তখন মহানগর চিনতো না আর
    চিঠি লিখতো ডাকবিভাগের নানান ছুতোয়
    কিন্তু সেসব থাকুক; লেক তো অন্যদিকে।

    আর কতবার সাইকেলে চেন পড়বে শেষে
    পাড়ার দাদা ঘাপটি মেরে তারও নজর
    গ্রীষ্মপ্রধান এই শহরে দুপুরবেলা সে যাই বলো
    লোহার গেটটা আপদ বিশেষ।

    যেমন আপদ স্কুলের ছুটি গ্রীষ্ম কিংবা
    পুজোর সময় কি প্রয়োজন সিরিয়ালের
    স্কুলগুলোতে সবাই কেমন বেড়াতে যায়
    আবার যেমন অনেক লোকের টেলিফোনও
    ডাক দিয়ে যায় সুযোগমত কিন্তু সেসব
    কলকাতাতে হয়তো আছে।

    বিকেল হলে অফিস ফেরৎ বাড়ি ফিরবে
    সব লোকেরা এই শহরে সবাই সবার
    চেনা বেরোয়, কলকাতাতে হয়তো সেসব
    অন্যরকম। লোহার গেটটা বন্ধ থাকে।

    লোহার গেটটা বন্ধ থাকে, লাল সাইকেল
    হেলান দেওয়া দরমা বেড়ায়। এইরকমই
    তুচ্ছ মতন কাব্য থাকে এই শহরে
    একটু যদি পশ্চিমে যাও জাতীয় সড়ক
    অনেক রাত্রে ভোঁ শোনা যায় রেলের বাঁশি।
    মহানগর হয়তো অনেক অন্যরকম।

    লোহার গেটটা তেমনি আছে, বন্ধ।
  • dd | 132.172.86.103 | ০৫ নভেম্বর ২০১৪ ২১:০৩436984
  • ক্ষী ভালো ল্যাখে
  • kahiptaashaa | 172.136.192.1 | ০৭ নভেম্বর ২০১৪ ০২:৩১436985
  • আচ্ছা, এই চুমুআন্দোলনের ঋতুতে আমার ২ সেপ্টেম্বর ২০১৪র চুমাচাটি বিষয়ক কবিতাটিতো আপনারা স্মরণ করতে পারতেন একবার।

    আমার দূরদর্শিতায় আমি হতবাক হয়ে যাচ্ছি, কিরকম সময়োচিত, কিন্তু স্লাইট এগিয়ে থাকা কবিতা।
  • Du | 230.225.0.38 | ০৭ নভেম্বর ২০১৪ ১০:৫০436986
  • আহা টু দি পাওয়ার আহা ! আগে মিস হয়ে গেছিল।
  • rivu | 140.203.154.17 | ০৭ নভেম্বর ২০১৪ ১৭:১১436988
  • বাহ। বাঁচালেন।
  • kahiptaashaa | 172.136.192.1 | ২৫ নভেম্বর ২০১৪ ০২:২০436989
  • এখন কি থিতু হলে চপলতা কমে গেল
    কবিতা টবিতা লেখো, ঘরসংসার রবিবার
    কচুরি জিলিপি আর দোকানের চা সিগারেট
    এখন কি ছুটি হলে টুংটাং রিক্সার ধাতব আওয়াজ
    ঘুম দেয় পিচ পথ বেওয়ারিশ কুকুরের ছানা
    গ্রাম ছাড়া রাঙামাটি ভরেছে পুকুর
    এখন কি দেখা যায় ম্রিয়মান মানুষের মুখ
    রোদে জ্বলে জলে ভিজে শীতে কেঁপে
    রোয়াকের ধার দিয়ে যায়
    হাসপাতালের দিকে
    গজ তুলো গ্লুকোজ ওষুধ
    তাড়াতাড়ি পার হও এখনো কি
    বিষাদে মলিন হয় শহরের পূবদিকে নদী
    এখন কি থিতু হলে, চপলতা কমে গেল
    প্রেমগুলি দেরাজে রেখেছো আজো
    বইখাতা, এখন তো ইলেকট্রনিক
    এখন কি নটায় সাইরেন বাজে
    বর্ডার থেকে আসে ভিখিরি, শ্রমিক, চোর, দেহব্যবসায়ী
    রক্ত ও ঘামের সদাই নিয়ে, রেশনের চাল।
    বানভাসি হয়ে আসে ঘরবাড়ি
    পাখি ও পশুর কলরব
    এখন কি থিতু হলে চপলতা কমে গেল
    ছোঁয়াছুয়ি খালি হ্যাংলামি
    এদিকে ওদিকে চোখ এদিকে ওদিকে মন
    আদেখলাপনা; বসে থাকে সিঁড়ি ঘেঁষে
    কাগজে পড়তে থাকো কাহারা বিষাইছে বায়ু
    নিভাইছে আলো ইত্যাদি।
    কবিতা টবিতা লেখো, ঘরসংসার
    প্রেমগুলি, নদীগুলি, শহরের কোলাহল, নতুন বসত
    এখনো কি দেখা যায় মুখ, এখনো কি থিতু হল
    বসন্তের ক্লিষ্ট শহর, তার ছবি।
  • kahiptaashaa | 172.136.192.1 | ০৪ ডিসেম্বর ২০১৪ ২৩:৫৫436990
  • আমি একটা নতুন পদ্য লিখেছি, কিন্তু সেটা পড়ার জন্যে আপনাদের দুমাস অপেক্ষা করতে হবে।

    আসলে পদ্যটি আমি একজায়গায় পাঠাবো। ওখান থেকে বাতিল হলে পরে এখানে তুলে দেবো, তখন আপনারা পড়ে প্রশংসা করবেন 'খন; মানে যদি আপনাদের অভিরূচি হয়, জোর জবরদস্তি কিছু নেই, পদ্যপাঠ ফ্রি, প্রশংসা/নিন্দা ব্যাক্তিগত ব্যাপার, লোকাল কবি হিসেবে এইই আমাদের নীতি ও মূলধন।
    তবে তারজন্যে আবার দুমাস লাগবে, বলেছে বাতিল হলে কিছু জানাবে না, আর মনোনীত হলে দুমাসের মধ্য জানাবে। তো প্র্যাক্টিকেলি বাতিল হওয়ার ব্যাপারটা নিশ্চিত হতে তো দুমাসই লাগছে। আর ধরুন নতুন একটা ছদ্মনাম ঠিক করতে দিন পাঁচেক (ভালো একটা নাম নিতে হবে তো, হাজার হোক সম্পাদককে কবিতা পাঠাচ্ছি )। আপনারা দুটো মাস কাইন্ডলি ধৈর্য ধরুন, অসীম মহাকালের কাছে দু'মাস তুচ্ছ, তাছাড়া ততদিনে বসন্তও এসে যাবে।
  • kahiptaashaa | 172.136.192.1 | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৩৮436991
  • দুমাস ছিল কুলুঙ্গীতে পদ্য লিখে রাখা
    দুমাস ছিল তোষক চাপা গোপন সচকিত।
    দুমাস ছিল পোড়া রুটির হাতচালা সঙ্কেতে
    চিত্রলিপি, মনের বাহির, নাছোড়, হেলা ফেলা।
    শিয়রে চাপা, ভাঁড়ার ঘরে, চিঠি লেখার খামে
    মূল্য দিয়ে খরিদ করা সূক্ষ্ম ডগা পেন
    নানান রং অসাবধানে, চপল, গোপনীয়
    দুমাস ছিল ভালবাসার দুঃখ লিখে রাখা।
  • Atoz | 161.141.84.175 | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ০৬:২৮436992
  • এইটাই কি সেই পদ্য? বসন্তের অপেক্ষায় ছিল যেটা?
  • kahiptaashaa | 78.0.196.152 | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৩৩436993
  • নাঃ ওটা আরো খারাপ ছিল, ফেলে দিয়েছি ঃ(
  • Atoz | 161.141.84.175 | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪০436994
  • দু'মাস কেটে গেছে কিনা !
    তাই ভাবলাম হয়তো....
  • - | 109.133.152.163 | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২০:১২436995
  • যাঃ, ফেলেই দিলেন? খারাপ তো কি? সেই কবিতার কমেন্টারিও ঠিক লিখতেন চণ্ডালদেরই কেউ। আর সেসব পড়ে আর কিছু না হোক, আমোদ তো পেতাম!
    দেখুন্না, যদি খুঁজে পান তবে দিয়েই দ্যান, কোনও না কোনও পাতায়, এখানে
  • kahiptaashaa | 172.136.192.1 | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ০০:২৩436996
  • কি ছিল কথার রং
    কি ছিল পূর্বাভাস, আবহাওয়ার কখন কেমন
    কখন মেট্রো ছিল কোন বাস ময়দান হয়ে
    কখন বৃষ্টি ধুম শহর বেবাক ভেসে
    একা বোকা দাঁড়িয়েছে মেয়েদের স্কুলের ফটকে
    কি ছিল সুবাস আর
    কি তাস আস্তিনে তার, বিদেশী কলম।

    বাসে ট্রামে মেট্রোর ভিড়ে তার আঙুলে বৈদ্যুতিক
    বিষাদে লেখার খাতা নরম খেলনা তার
    এই তো দুজন গেল কামডহরির থেকে
    বাসস্ট্যান্ড হাঁটা পথ, কি ছিল প্রলাপগুলি
    এইসব বসন্তখেলা।
    দুপুরের অলিগলি ফুটপাথে
    নিরিবিলি প্রজাপতি চায়ের দোকান
    কেমন ছন্দ ভাঙা পদ্যের ক্লিশে।
    মনেও পড়ে না ছাই দুপুরের কাছে
    বেনাবনে উড়োখই, বইমেলা দোল আর
    অনাদায়ী ঋণের বাসনা
    সব লেখা আছে কিনা এই
    হালখাতা, বছরের শেষে-

    এইসব স্মৃতিরা বেড়াতে যায় হলুদের বনে।
  • Nina | 83.193.157.237 | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১২436997
  • ওম্মা হুতো কত্তদিন পর পড়লাম তোর লেখা----
  • kahiptaashaa | 215.174.22.26 | ১৭ জুন ২০১৫ ০২:০৯436999
  • কি গ্রীষ্ম, পালটে গেছে উপত্যকার রোদ
    কেন যে ছাই ঋতুর কথা চড়ুইভাতির মত
    বাইরে যখন আগুন জ্বলছে সত্যি খুনোখুনি
    সোজাসাপটা যুদ্ধকালীন ট্রেঞ্চে ও বাঙ্কারে
    আদর যেন হুড়ুমতাল অপরিকল্পিত
    ঋতুর কথা বর্ণমালায় অনর্থক লেখে।

    গ্রীষ্মকালীন যখন একটু ফুরসতে মার্জার
    আড়মোড়াতে হঠাৎ ঠোঁটে ইবলিশি কৌতুক
    সিঁড়ির ধারে কিংবা একা সুযোগসন্ধানী
    ব্যক্তিগত দুপুর খুঁজে একসা ঘেমে নেয়ে
    আঁকড়ে ধরে দ্বর্থ্যবোধে ভীষন অশান্তিতে
    নতুন একটা গানের কাছে, গানের কথা শোনা

    এইতো এখন গ্রীষ্ম এবং পদ মেলানোর হুড়ো
    টাউনঘেঁষা পাড়ায় তবু হোক না নিরিবিলি
    একটাদুটো রাস্তা পরে স্কুলের ছুটি বাজে।
    রঙীন পাখি জলের ধারে কেমন খুব স্থির
    বিপ্রতীপে ঠোঁট ছুঁয়ে যায় আঙুল এলোমেলো
    অনর্থক যেমন ছবি যেমন করে বদলে যায় মুখ
    যেমন করে পাড়ার মোড়ে নিয়ন আবছায়া
    যেমন করে ক্রৌঞ্চবধ বর্ষা শীতাতপ
    যেমন করে ফটোগ্রাফ, ভাবছি চিরঋন
    মতিচ্ছন্ন যেমন ভ্রমে রাধিকা আনমনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন